04-11-2022, 12:50 AM
Golpta kno jani onek valo laglo good job brother update er opekhai roylam
Romance সম্পর্কের মায়াজাল --- ami_keu_noi
|
04-11-2022, 12:50 AM
Golpta kno jani onek valo laglo good job brother update er opekhai roylam
04-11-2022, 11:49 AM
খাবার পর একটু টিভি দেখলাম। ফ্রান্সের জন্য সবাই হা হুতাশ করছে। স্বাভাবিক, মানুষ মানুষের জন্যেই হা হুতাশ করবে। তবে এই মানুষগুলোকেই যেন সিরিয়ার জন্য হা হুতাশ করার সময় খুঁজে পাওয়া যায়না। কেউ কেউ আবার এক কদম এগিয়ে ফেসবুকে ফ্রান্সের জন্য টেম্পোরারি প্রোফাইল পিকচারও সেট করে রেখেছেন। বাহ রে বাহ। এসব খবর দেখতে খুব একটা ভালো লাগেনা কখোনই আমার, মনের মধ্যে কেমন যেন অস্থিরতা শুরু হয়ে যায়। তাই উঠে এলাম।
বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে নোটিফিকেশন দেখলাম। ইন্সটাগ্রাম, জিমেইল, ফেইসবুক চেক করার পর দেখি লোকাল একটা মেসেজও এসে আছে আমার মোবাইলে! এযুগে লোকাল মেসেজ পাই শুধু অপারেটরদের কাছ থেকে তাই না দেখেই নোটিফিকেশন এরিয়া ক্লিয়ার করে দিলাম। ইয়ারফোনটা কানে দিয়ে গান শুনছি আর গেম খেলছি, হঠাত নোটিফিকেশন হেডসের কল্যানে দেখলান আরেকটি এসএমএস এসেছে যার হাইলাইটসে লেখা 'কি ব্যাপার? উত্তর নাই যে?'!! আমি অবাক হলাম। গেম বাদ দিয়ে মেসেজে ঢুকে দেখলাম ঐ নাম্বার থেকেই আগের মেসেজটি এসেছিল। প্রথম মেসেজে লেখা ছিল - ' শুনলাম, তুমি নাকি আরও বেশি সুন্দর হয়ে গিয়েছ?' আর এরপর কোন উত্তর না পেয়ে পরেরটা পাঠিয়েছে। নাম্বারটা একদমই অচেনা আমার তবে কথার ধরণ দেখে কেন যেন মনে হচ্ছিল এটা শশী! তবে নিশ্চয়ই আমি নিশ্চিত ছিলাম না সে সময়টাতে। লিখলাম - - হু ইজ দিস? - ভুলে গেলে? - দেখুন, নাম্বারটা আমার মোবাইলে সেভ করা নেই। - তাতে কি? - তাতে কি মানে? সেভ করা না থাকলে কীভাবে চিনব? যাই হোক, কে আপনি? - হায়রে পোড়া কপাল আমার! আমি শশী! - শশী? নতুন নাম্বার যে? - কি করব! তুমিতো পাত্তা দিলানা, কিন্তু অন্য ছেলেরা এতই পাত্তা দেয় যে শেষ পর্যন্ত নাম্বার চেঞ্জ করতে বাধ্য হলাম। - ও.. - আচ্ছা শোনো, আমার মোবাইলে না ক্রেডিট নেই। তুমি একটু ফোন দিতে পারবে? কথা ছিল কিছু। - হুম, দিচ্ছি। ------------------------------------ শশীর সাথে কথা বলা আমারও দরকার ছিল। ভালোই হল ও যোগাযোগ করায়। কিন্তু এখন কেন যেন ফোনে কথা বলতে ইচ্ছে করছে না, আবার ফোন না করাটাও খারাপ দেখা যায়। মনের সাথে অনেক যুদ্ধ করার পর ইথিকসেরই জয় হল। - হ্যালো শশী? - হ্যাল্লো ডিয়ার.. - কি অবস্থা? - এইতো আছি! তুমি আগে বল আমাদের মধ্যে যোগাযোগ থেমে গেল কেন? - কই? আসলে পড়াশোনার চাপ খুব বেড়ে গিয়েছিল হঠাত করেই.. তাই আরকি! - হইছে! তুমি তনিমাকে পড়াতে যেতে সময় পাও আর আমার খোজ নেয়ার টাইম পাও না? বুঝলাম! তনিমার সাথে ওর কথা হয়েছে। - না আসলে, রাসেল.. - জানি। বাইরে গেছে। এক মাস তুমি তনিমাকে পড়াবা এইতো? - হুম.. - আমি জানি তনিমা আমার চাইতে অন্নেক সুন্দরি তাই বলে কি আমার খোজ ও নিবানা? - ....... (কি জবাব দিব ভাবছিলাম) - আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে.. - বলো.. - না, ফোনে না.. একটু টাইম দাও। বাইরে দেখা করি? - আমারতো এখন হাতে তিনটা টিউশনি.. - এভাবে বাহানা করলে কিন্তু আমি তনিমার বাসাতেই চলে যাব বললাম.. - আচ্ছা। কবে বসতে চাও বল? - কাল, সকাল বেলা। - কোথায়? - বোটানিক্যাল গার্ডেন? - না না, জায়গাটা বাজে.. অনেক বাজে মানুষ যায়.. - আমরাতো আর বাজে কাজ করতে যাবো না তাইনা? - এর চাইতে চলো ধানমন্ডির ওদিকটায় বসা যাক। - না!!! এইখানে যাওয়া যাবেনা যে.. - তোমার বাসা কোথায়? - কয়বার বলতে হবে তোমাকে? - সরি, একদমই ভুলে গিয়েছি। - আমার বাসা ধানমন্ডি! - তাহলেতো ধানমন্ডিতে গেলেই তোমার সুবিধা হয় তাইনা? - না!! এখানে কেউ না কেউ ঠিকই দেখে ফেলবে। এর চাইতে আমি মিরপুর গেলে ওদিকে আমার কেউ নেই। - আচ্ছা! কি আর করার.. তবে আগেই বললাম জায়গাটা তোমার ভালো লাগবেনা.. - তুমি পাশে থাকলে ভুতের গলিও আমার ভালো লাগবে গো হ্যান্ডসাম! - (হাসলাম, ভাবছি কি হচ্ছে..) - চুপ কেন? - কই, নাহ.. - তনিমার কাছ থেকে শুনলাম তুমি বলে আরও সুন্দর হয়ে গিয়েছ? - কি বলতেছ এগুলা? বাদ দাও.. - ওরে রে! কি লজ্জা ছেলের.. - লজ্জা না। যাই হোক, তাহলে কাল ফোন দিও বের হবার সময়.. - তা তো দিবই! রেডি থাইকো.. শেষ কথাটা বলেই লাইন কেটে দিল শশী। ওর এই 'রেডি থাইকো' কথাটা আমার ভালো লাগলো না। না, ভাষাগত সমস্যা নয়.. ওর বলার ধরণটা আমার ভালো লাগলোনা।
04-11-2022, 03:35 PM
খুব ভোরে ঘুম ভেঙে গেল। মাথাটা কেন যেন খালি হয়ে আছে। ঘুম ভাঙ্গার পর আমি কোথায় আছি বুঝতেই যেন বেশ কিছুটা সময় কেটে গেল। সারারাত কেন জেন আজে-বাজে স্বপ্ন দেখেছি। গতকালের বার বার চমকে দেয়া ঘটনাগুলোই যেন রাতভর আমায় তারা করে বেরিয়েছে। স্বপ্নে শশী আর তনিমাকে দেখলাম বার বার কিন্তু দুজনকেই ডাইনী ডাইনী মনে হচ্ছিল। আমি যেন এক ভূতুড়ে রাজ্যের ঠিক মাঝখানে বসে কারও জন্য অপেক্ষা করছিলাম! কারও কি আমাকে উদ্ধার করার কথা ছিল?! যাই হোক, সকাল বেলা উঠে সারা রাত নিয়ে ভাবলেতো চলবে না। শুয়ে শুয়ে আজকের দিনের টু-ডু লিস্টটা মনে মনে ভাবতে লাগলাম। আজ শুধু মাসুদদের বাসায় যাবার ডেট, ওতাকেই সপ্তাহে বেশিদিন পড়াতে বলেছে রাসেল। তবে তার আগে আবার যেতে হবে শশীর সাথে দেখা করতে। শশীর সাথে দেখা করার কথা মনে হতেই ক্যামন যেন গুলিয়ে গেল দিনটা। না, শশীর জন্য ঠিক নয়, বোটানিক্যাল জায়গাটাই আমার পছন্দ না। দিন দুপুরেও যেসব গা-রগরগে লাইভ ফিল্ম দেখা যায় জায়গায় জায়গায়, বন্ধু-বান্ধবি-প্রেমিকা নিয়ে না যাওয়াটাই শ্রেয়। সরকারেরও অবশ্য যথেষ্ট দোষ আছে এতে! চমৎকার একটা জায়গা সুষ্ঠ পর্যবেক্ষনের অভাবে ধীরে ধীরে দালালদের হাতে চলে যাচ্ছে! চমৎকার সব গাছ আর নাম না জানা অনেক ফুল দেখতে পাওয়া যায় ওখানে গেলে, তবে তার চাইতেও বেশি দেখা মেলে ঝরে যাওয়া বখাটে মানব সন্তানদের!
উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। ভাবছি শশীর সাথে ঠিক কয়টায় দেখা করতে বলল? আদৌ কি বলেছে নাকি বলেনি? আমার আবার তারিখ আর সময় খুবই গড়মিল লাগে। প্যাঁচ পাকিয়ে যায় এই দুটি ব্যাপারে। যেই না ভেবে রুটির প্রথম টুকরো সবজি নিয়ে ধরে মুখে দেব অমনি মেসেজ এলো মোবাইলে - "তুমি ঠিক ১১টার দিকে গার্ডেনের গেটে থেকো।" ১১টা তাইনা? এখন বাজে ৯টা, বেশ খানিকটা সময় আছে হাতে - আমি যেন মনে মনেই সময়গুলো হিসেব করে নিচ্ছি। মা হঠাত এসে বললেন, - কিরে পড়ানো আছে আজ? - আছে। - কখন? - দুপুরের দিকে... - তাহলে এত সকালে ঘুম থেকে উঠলি যে বাবা? - একটু বাইরে যাবো মা। - কোথায় যাবি? আমি মাকে মিথ্যা বলতে পারিনা কিন্তু শশীর ব্যপারটাও মাকে জানাতে ইচ্ছে হল না। মাকে বললেই ভেবে নিবে ওর সাথে আমার রিলেশন চলছে, আর অমনি খালা-চাচি সবাইকে বলে বেড়াবে 'জানিস, আমার ছেলের বউ পেয়ে গিয়েছি...'। তাই এত হ্যাসেলের মধ্যে না গিয়ে সোজা সাপ্টা মিথ্যে বলেই পার করে দিতে চাইলাম, - হামিদ ভাইয়ের সাথে একটু কথা আছে মা... - কোন হামিদ? - ঐ যে জিম টিম করে... - ও, ঐ যে হাট্টা কাট্টা পালোয়ানের মত দেখতে ছোকরাটা? - হ্যাঁ... - ওর সাথে তোর কি কাজ? - উনি জিম নিয়ে কিসব বলছিলেন, কাল ভালো ভাবে কথা হয়ে ওঠেনি... - তাই ওনার সাথে কথা বলব। - ও আচ্ছা। আচ্ছা শোন, তুই কয়টার দিকে বাসায় ফিরবি? - ঠিক জানি না মা, কেন? কোন কাজ আছে? কিছু আনতে হবে? - না, আমি একটু আজ তোর চাচীর বাসায় যাব। তাই জিজ্ঞেস করছিলাম... - আমার কাছে এক্সট্রা চাবিতো থাকেই মা, তাই কোন সমস্যা হবেনা... তুমি যেও। আমি তোমার আগে ফিরলেও বাসায় ঢুকতে পারব। - ও তাইতো... আচ্ছা, তাহলে তুই খা। আমি একটু দুপুরের খাবারটা রান্না করে রেখেই না হয় যাই তোর জন্য। বলে মা চলে গেল রুম থেকে। আমিও খাওয়া শেষ করে উঠে একটু ফেসবুকে বসলাম। ফিড চেক করতে করতে শশীর স্ট্যাটাস দেখতে পেলাম, 'অনেক দিন পর সেই মানুষটার সাথে ঘুরতে যাচ্ছি' - feeling excited.. বুকের মধ্যে ধক করে উঠল। কেমন যেন আপন আপন লাগছে শশীকে। কালকেও মেয়েটার উপর খুবই বিরক্ত হয়েছিলাম আমি। কিন্তু আজ যেন ক্রমেই সেই বিরক্তির মাত্রা কমে যাচ্ছে। ওর ছোট্ট করে রাখা থাম্বনেইল ছবিটা খুলতে ইচ্ছে হল তবে জানি ছবিটা দেখলে হয়ত বুকের মাঝে খারাপ লাগার পরিমাণ আরও বাড়তে পারে। তাই স্ক্রল করে নিচে নেমে গেলাম। ------------------------------------
05-11-2022, 09:24 AM
ঘড়িতে ১০টা পঞ্চাশ বাজে। আমি বোটানিক্যালের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকের রোদটা চমৎকার লাগছে। রোদ আছে ঠিকই কিন্তু সেই রোদ যেন উত্তাপহিন একেবারেই, শুধু আলো দিয়ে যাচ্ছে। চারপাশে প্রেমের সব রংবেরঙের জুটি ঘুরে বেড়াচ্ছে। ভালোই লাগছিল তরুণ এই কাপলদের দেখতে। ওদের সবার চোখেই যেন আজ পরম প্রশান্তি, প্রিয় মানুষটি পাশে থাকার।
বার বার মোবাইল বের করে সময় দেখছি আমি। এটা বলা চলে আমার একটা বদ-অভ্যাস। আমি কারও জন্যে অপেক্ষা করতে পারিনা। দশ মিনিট হল আমি দাঁড়িয়ে আছি, এখন বাজে ১১টা। মাত্র ১০মিনিট সময় কেটে গিয়েছে তবুও মনে হচ্ছে বছরের পর বছর দাঁড়িয়ে আছি এখানে। শেষে ঠিক করলাম ফোন দিব শশীকে। - হ্যালো? - হ্যাঁ রওনক... - তুমি কি আসছ? - হ্যাঁ হ্যাঁ, আমি পথেই... আর বইলোনা, শ্যামলীতে প্রচন্ড জ্যাম ছিল। - এখন কোথায় তুমি? - আমি চলে এসেছি... সনির এখানে - ও আচ্ছা... - তুমি কই? - আমি দাঁড়িয়ে আছি গেটের সামনে... - বাব্বাহ... অবশেষে এই তুচ্ছ জীবনটায় এমন কাউকে পেলাম যে আমার জন্য দাঁড়িয়ে আছে... - তাড়াতাড়ি এসো... - একদম বেরসিক! আসছি! কেটে দিলাম লাইন। সনি থেকে আসতে বেশি সময় লাগবেনা। বাস নিয়েছে না রিক্সা কে জানে...! যাইহোক আমি পায়চারী করতে লাগলাম গেটের সামনে দিয়ে। কতক্ষণ কেটে গিয়েছে জানিনা তবে হঠাত একটা কালো ফোর্ডকে আসতে দেখলাম। গাড়িটা বেশ সুন্দর, আমার আবার গাড়ি সম্পর্কে কোন আইডিয়া নেই তাই মডেল টডেল বুঝলাম না। তবে গাড়িটা দেখে দামী মনে হচ্ছে। গাড়ীটার দিকেই তাকিয়ে ছিলাম। পেছনের ডান বা পাশের দরজাটা খুলে গেল হঠাত করে। বেরিয়ে এলো একটা মেয়ে, শশী?...! আমি নিশ্চিত ছিলাম না কেননা শশীর সাথে আমার দেখা আগে খুবই কম হয়েছে তাও ইন্ডাইরেক্টলি বাকীটা ফোন আর ফেসবুকেই। খুব সিম্পলি ড্রেস-আপ করা একটা মেয়ে। চমৎকার ভাবে ফিট হয়ে যাওয়া সালোয়ার-কামিজ তবে কামিজের জামার গলাটা কিছুটা বড়। আর বড় হবার কারণে মেয়েটার বুক বরাবর একটা গভীর লাইন যেন চলে গিয়েছে জামার তলদেশে...। জামাটার হাতাটা না লম্বা না খাটো, এগুলোকে কি বলে আমার জানা নেই। লাল রং-এর অসাধারণ প্রিন্টে সাধারণ সেই জামাটাও মনে হচ্ছে অসাধারণ কোন রাজকন্যার স্পেশালি অর্ডার্ড ড্রেস। চমৎকার গঠন মেয়েটার। বয়সের সাথে মানানসই বুক, পাতলা কোমর আর ধীরে ধীরে প্রশস্ত হয়ে ওঠা মাজা। চুলটা টেনে পেছন দিকে বেঁধে রেখেছে মেয়েটা, একটা খোপা হবে সম্ভবত। এখনও পেছনটা দেখছি না। ঠোঁটে লিপস্টিক নিয়েছে কিনা বুঝতে পারছি না তবে মেয়েটার ঠোঁট গোলাপি। আমাদের দেশে বেশিরভাগ মেয়ের আবার ঠোঁট কিছুটা কালচে হয়, কি যেন হয়ত গোলাপি রং-ই মেখেছে। কেউ যদি আমাকে মেয়েটার চেহারা দেখে ১০ এর মধ্যে মার্কিং করতে বলে তবে আমি একে ৭ দিব। আর ৭ কোন অংশেই খারাপ নয়। মেয়েটা গাড়ি থেকে নেমেই সোজা আমার দিকে হেটে আসতে শুরু করল মেয়েটা। আমি মেয়েটাকে তখনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, - বাহ, আসলেইতো... তুমি দেখি আগের চাইতে সুন্দর হয়ে গেছে! - তুমি শশী? - হায় হায়! এ আমি কার সাথে দেখা করতে এলাম!! আমাকে দেখি চেনেই না... - না চিনব না কেন, কিন্তু তোমাকে আজকে স্বাভাবিকের চাইতেও বেশ সুন্দর দেখাচ্ছে। - বাব্বাহ... মিঃ রওনক দেখি ইদানীং কথাও বলতে শিখে গিয়েছে! - কেন এমন বলছ, কমপ্লিমেন্টতো সবাই দিতে পারে তাইনা? - আচ্ছা হইছে হইছে, চলো। বাইরেই দাঁড়িয়ে থাকবা নাকি? আমি দুটা টিকিট কিনলাম, কেনার সময় আমার পাশে দাঁড়িয়ে ছিল শশী। কাউন্টারের লোকটির হাত থেকে টিকিট নিয়ে টাকা ফেরত দিতে গিয়ে দেখি লোকটা খুব বাজে ভাবে শশীর দিকে তাকিয়ে আছে। খুব রাগ হল হঠাত করে, রাগ হবার কারণ খুঁজে পাচ্ছিনা। লোকটা ওর শরীরের দিকে বাজে ভাবে তাকিয়ে আছে এটা দেখে রাগ হচ্ছে কেন আমার? কিছুক্ষণ আগে আমিওতো ওকে কিছুটা সময় খুঁটিয়ে দেখেছি, তবে হ্যা আমার মনে কোন বাজে চিন্তার জন্ম নেয়নি সে কারণে অবশ্যই। তবে তাকিয়েতো ছিলাম। এটা মনে হবার পর ভাবলাম তাহলে কি আমি যখন ওকে দেখছিলাম তখন আমাকেও এই লোকটার মত হারামি টাইপ দেখাচ্ছিল? আমি হালকা গলা খেকর দিলাম, লোকটা আমার দিকে ফিরে চাইল, অনেকটাই অনিচ্ছাসত্ত্বে। মিচকি হেসে বলল 'ভাইয়ের গার্লফ্রেন্ড টা মেলা সুন্দর আছে...'! মানুষের রাগ কি এমনিই বাড়ে? আমারতো মনে হচ্ছে ঐ ব্যাটার দৃষ্টির থেকে কথা আর হাসি আরও বেশি জঘন্য এবং বিরক্তিকর। আমার রাগ ক্রমেই বেড়ে চলেছে। কোয়ান্টাম মেথডের একটা কথা মনে পরল, 'রেগে গেলেন তো হেরে গেলেন..'। তবে সে মুহুর্তে আমার পক্ষে রাগ কমানো সম্ভব ছিলনা, পাছে ঐ বেটাকে কি না বলে ফেলি পরে গার্ডেনের মধ্যে ক্ষতি করতে পারবে তাই সরে আসলাম কাউন্টার থেকে, মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম শশীকে নিয়ে। ------------------------------------
05-11-2022, 11:34 AM
আমরা হাটছি। শশীকে পাশে রেখে রাস্তার ঠিক মাঝখান দিয়ে আশে পাশের শত শত প্রেমিক যুগলের মত আমরাও হেটেই চলেছি। হঠাত করে একটু আগের রাগটা চলে গিয়েছে, এখন মেজাজটাও বেশ ফুরফুরে লাগছে। সত্যি বলতে দ্বিধা নেই, শশীর সাথে হাঠতে আমার ভালো লাগছিল। হঠাত করে তনিমার বলা কথাগুলো মনে পরল আমার..
- শশী, কিছু কথা ক্লিয়ার করার ছিল.. - আমি জানি, এজন্যেই এভাবে তোমাকে ডাকা.. - তুমি জানো? - দেখ, আমি তনিমাকে কিছুই বলিনি.. - তাহলে? - ও একদিন তোমার সাথে আমার কনভার্সেশন দেখে নিয়েছিল। ব্যস, অনেক রকম প্রশ্ন করতে শুর*্য করল.. - তারপর? - আমি শুধু ওর কিছু প্রশ্নের উত্তর না দিয়ে মুচকি হেসেছিলাম এই ভেবে যে তনিমা কতদূর ভেবে নিচ্ছে.. আর আমার সেই নীরবতাকেই মেয়েটা সেসব প্রশ্নের উত্তরে সম্মতি হিসেবে ধরে নিয়েছিল। আমি জানি এটা করেও আমি ভুল করেছি তবে আমাকে বিশ্বাস করো.. আমি ওকে কিছুই বলিনি.. - আমিতো তাই ভাবছিলাম, তুমি ওমন মেয়েতো নও.. - আমি কেমন মেয়ে তাহলে রওনক? ওর কথায় হঠাত করে কিছুটা নমনীয়তা লক্ষ্য করে ওর দিকে তাকালাম। এতক্ষণ পর বোধহয় আমি ওর চোখটা প্রথম বারের মত দেখছি। ডাগর ডাগর..। আচ্ছা, চোখকে কি কদম ফুলের সৌন্দের্যের সাথে তুলনা করা যায়? বেখাপ্পা লাগতে পারে কিঞ্চিৎ কিন্তু কেন নয়? ও আমার দিকে তাকিয়ে আছে প্রশ্নটা করে। আর ওর দিকে তাকিয়ে যেন ওর ঐ ডাগর কালো চোখে মোহিত হয়ে যাচ্ছি...... অনেক কষ্টে উত্তর দিলাম... - নিষ্পাপ.. সরলা.. খিলখিলিয়ে হেসে ওঠে মেয়েটা। - বা-হ ভালো তো! কমপ্লিমেন্ট দেয়া সবার তোমার কাছ থেকে শেখা উচিৎ.. শশীর হাসি শেষ অনেক আগেই, তবুও আমার মনের মাঝে সেই হাসিটার রেশ নুপুরের ঝংকারের প্রতিদ্ধনির মত বেজেই চলছে.. হঠাত ওর কথায় আমার ধ্যান ভাংগে.. - হেলো মিস্টার? - ও হ্যা.. চলো সামনের দিকটায় হাটি.. - ওকেই.... আমরা হটছি, টুকটাক কথা বলছি। আশেপাশে অনেক মহিলারা খদ্দেরের আশায় ঘুরছেন, বুঝতে পারছি। আমি তাই বড় রাস্তা দিয়েই হেটে চলছি। বড় রাস্তায় বিপদ কম, যত চিপাগলিতে যাবো ততই বিপদ। হাঠতে হাঠতে ও হঠাত লেকের পারে যেতে চাইল। পার্কে একটা সুন্দর লেকের মতন আছে, শুটিং হয় ওখানে। আমি দেখলাম রাস্তা ধরে গেলে কিছুটা বেশি সময় লাগবে তাই ওকে বললাম চলো শর্ট কাটে যাওয়া যাক। এত ঘুরে যাওয়ার দরকার নেই। বেমালুম ভুলে গেলাম চিপা গলির বিপদের কথা। বাশ বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা কিছুটা ফাকাই থাকে। শশী এখানকার পরিবেশ নিয়ে কিছু জানেনা তেমন তাই ও এই নীরবতাকে বেশ ভালোই উপভোগ করছে। গ্রাম গ্রাম একটা গন্ধ পাওয়া যায় এখানটায়, চমৎকার লাগে। আমরা যাচ্ছিলাম, হঠাত করে পাশেই একটা ঝোপ নড়ে উঠল। আমরা থমকে গেলাম। আমি মনে করলাম চোখের ভুল। দেখি না, ঝোপ ভালোই নরছে। শশী ভয় পেল। চিড়িয়াখানার পাশেই বোটানিক্যাল। আবার কোন প্রানি ওখান থেকে ছুটে এসেসে লুকিয়েছে কি না। আমি বললাম চলো আমরা এগোই। কিন্তু ও নাছোড় বান্দা। ও ভয় পাচ্ছে সামনে এগোতে। সামনে যদি আরও ভয়ের কিছু থাকে? আমি ওর ভয় তাড়াতে একটা লাঠি হাতে নিয়ে ঝোপের কাছে গেলাম। আমার মনে তখন ঝোপের আড়ালে একটা কুকুরের প্রতিচ্ছবি ভাসছে। আমি অনেকটাই নিশ্চিত এটা কুকুর। তবে ঝোপ যে হারে নরছে, আমারও ভয় হচ্ছে ভালোই। পাগলা টাগলা হলে কামড়ে দিতে পারে। তাই লাঠি শক্ত করে ধরে এগোচ্ছি। ঝোপের আড়ালে কুকুরটাকে দেখালেই শশীকে বোঝানো সম্ভব হবে যে ভয় নেই সামনে আর। ঝোপের কাছে গিয়ে ঝোপ সরালাম.....। সরিয়েই আমি থ। একদম বিবস্ত্র অবস্থায় একটা মহিলার উপরে চরে বসে আমার থেকে একটু বড় একটা ছেলে মেতে আছে প্রকৃতির সবচাইতে আদিম খেলায়। আমি ঝোপ সরাতেই ওরা একে উপরের উপর শুয়ে গা যতটুকু ঢাকা সম্ভব ঢেকে আমার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। আমি ততক্ষণে পিছনে ফিরে গিয়ে ঘুরতে গিয়েই দেখি ঠিক আমার পেছনে শশী ওর দুইই হাত দিয়ে মুখ চেপে ধরে অবাক বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে...।
05-11-2022, 12:51 PM
জিও দাদা...
তুমি না থাকলে এগুলো কখনই আস্বাদন করা হতো না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
05-11-2022, 10:42 PM
অসাধারণ গল্প।
বাকি আপডেটের জন্য চেয়ে আছি। ===========================
পড়তে থাকুন চটি গল্প এ-র পাশা-পাশি ভিন্ন ধরনের গল্প ✒।
Keep reading chatty stories as well as different types of stories✒.
( Post By- Kam Pagol)
06-11-2022, 01:10 AM
আহ্!!!
প্রথম যৌবনে ফিরে গেলাম। বোটানিক্যাল গার্ডেন.......
06-11-2022, 11:26 AM
(This post was last modified: 06-11-2022, 11:27 AM by Fardin ahamed. Edited 1 time in total. Edited 1 time in total.)
Woo
06-11-2022, 03:58 PM
06-11-2022, 07:24 PM
দাদারা একটু অপেখ্যা করুন , আমার যে বন্ধু ( web developer ) আমাকে সাহায্য করে এসব গল্প খুঁজে আনতে সে কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে।
ফিরে আসবে কয়েকটা দিন পরেই ব্যাস ....
07-11-2022, 02:22 AM
দাদার কল্যাণে এমন Awesome awesome জিনিস পড়ার সুজোগ মিলে।
“What a slut time is. She screws everybody.”
07-11-2022, 12:41 PM
11-11-2022, 10:19 PM
বাকি গল্প জলদি আপডেট দেন প্লিজ
|
« Next Oldest | Next Newest »
|