14-10-2022, 06:42 PM
লেখকের লেখার বাঁধুনি খুব সুন্দর ও আকর্ষনীয়, এর পরের আপডেট পড়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।
Fantasy ভূতের রাজা দিল বর
|
14-10-2022, 06:42 PM
লেখকের লেখার বাঁধুনি খুব সুন্দর ও আকর্ষনীয়, এর পরের আপডেট পড়ার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।
14-10-2022, 07:32 PM
এতদিন কোথায় ছিলেন আপনি। আপনার গল্পের প্রতিটি লাইনে লাইনে উত্তেজনা। এভাবেই নিজের মতো করে লিখে যান। সাসপেন্সটাকে ধরে রাখুন আর নিয়মিত আপডেট দিয়ে যান।
লাইক ও রেপু রইল।
16-10-2022, 09:18 PM
osadharon, taratari boro update chai ,choto update mon vor6e na!.....
16-10-2022, 11:21 PM
সবাইকে ধন্যবাদ গল্পটা পড়ে কমেন্ট করার জন্য।
16-10-2022, 11:24 PM
3. ব্ল্যাকমেল পার্ট 1
সেদিন কলেজে চুপচাপ বসে আছি । কলেজে বা টিউশন এ ফোন টা সাইলেন্ট ই থাকে। এতো বোরিং ক্লাস কিছুতেই নেওয়া যাচ্ছিল না। কোলের কাছে ফোন টা বার করে চোখ রাখলাম। একটাই মেসেজ, 'হাই'. আর কিচ্ছু না। আননোন নাম্বার। কিছুটা ভয়ে ভয়ে প্রত্যুত্তর করে দিলাম, 'হেলো '. মিনিট দুয়েক এর মধ্যে রিপ্লাই , 'তোমাদের বাড়িটা ঠিক কোন জায়গায়?'. উত্তর দিতেই পারতাম শ্যামবাজার। কিন্তু না এবার আগে বললাম, 'কিন্তু আপনি কে বলছেন'. সঙ্গে সঙ্গে উত্তর এলো, 'একি এতো তাড়াতাড়ি ভুলে গেলে? কাল বাসে দেখা হোল, তুমি নিজের ফোন নাম্বার দিলে'. এবার আমার সত্যি ই ভয় করছিল। কাল উত্তেজনার বসে ওই ভুলটা করে বসেছি। কিন্তু সত্যিই কোন মেসেজ আসবে তা আমার কাছে প্রত্যাশিত ছিল না। পারলেই নাম্বার টা ব্লক করতে পারতাম। কিন্তু না। কোন এক অচেনা আকর্ষণ আমায় ক্রমাগত টেনে ই চলছে। একবার এদিক ওদিক তাকিয়ে উত্তর দিলাম, 'আমি তো এমনিই নাম্বার টা দিয়ছিলাম, আপনি যে সত্যি সত্যি আমায় কল করে দেবেন তা তো জানতাম না'. কিছুক্ষনের মধ্যেই উত্তর এলো, 'মা কি করছে এখন? তোমার মার নাম কি? উনি সত্যিই খুব সুন্দরি'. তলপেট টা আবার চিন চিন করে উঠল। একটা ফালতু ছেলের মুখে মায়ের নাম, মায়ের রূপের প্রশংসা, ভাল লাগছিল না। উত্তর দিলাম, 'আমি এখন কলেজ এ আছি আর মা এখন বাড়িতে '. সাথে সাথে উত্তর 'আজ তো কলকাতার প্রায় সব কলেজ ছুটি। আজ তো আগে থেকে ছুটি ঘটনা হয়েছিল। ও হ্যা শুধু বিধান সরনির ওই নাম করা কলেজ টা খোলা। আমার কিছু স্টুডেন্ট ওখানে পড়ে ' বুকটা ছ্যাত করে উঠল। লোকটা এতো সহজে আমার কলেজ জেনে গেল। লুকানোর ও কোন উপায় নেই। উত্তর ও কিছু দিতে হয়, 'হ্যা আপনি ঠিক ই ধরেছেন আমি ওই কলেজ এই পড়ি '. বেশ কিছুক্ষন চুপচাপ, আবার রিপ্লাই এলো , 'কেমন লাগবে যদি তোমার পুরো ক্লাস কাল সন্ধ্যের ঘটনা টা জেনে যায়। ভনিতা করতে আমার একদম ভালো লাগে না'. এবার আমার সত্যি ই ভয় করছিল। যা হচ্ছে তা হচ্ছে। কিন্তু তা যদি জানাজানি হয়ে যায়? ...…........................................................................................................................................................ কলেজ এর পর বিকেলে টিউশন ছিল। যখন বাড়ি ফিরলাম বাবাও ফিরে গেছে। প্রায় সন্ধ্যে 7 টা তখন। বাবার মুখটা কেমন বাংলার পাঁচের মতো বেজার হয়ে আছে। কি যেন একটা ভয় কোথাও একটা পিছু টান মনের মধ্যে। এদিকে মনটা তো আমার ও ভাল নেই। বেশ ভয় ভয় করছে। এই সবের শুরু শুধু মাত্র পিসেমশাই এর ওই ম্যাজিক এর জন্য। রাগ হলেও করার কিছুই নেই। ভয়ে ভয়ে ফোন টা বার করলাম। মেসেজ এর পর মেসেজ 'তুমি যদি আমার কথা না শোনো আমার কথার উত্তর না দাও তোমার বিপদ কিন্তু বাড়বে ' 'আমি কিন্তু তোমায় খুঁজে বার করব, এক এক করে তোমার বন্ধুদের খুঁজে বার করব আর কালকের পুরো ঘটনা টা তোমার সব বন্ধুদের বলব ?' আর চুপ করে থাকতে পারলাম না কিছুতেই। 'আপনি ঠিক কি চান আমায় বলুন তো? আমি মানছি আমি নিজে আমার নাম্বার আপনাকে দিয়েছি কিন্তু তাতে কোন অপরাধ নেই'. দেখলাম সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো 'না, তাতে অপরাধ নেই। অপরাধ ওই যে তুমি বাঁ দিকে সরে গেলে আর আমি তোমার মায়ের শরীর টা কচলাচ্ছিলাম আর তা দেখে তুমি হাফিয়ে উথছিলে, ভুল টা এখানেই। আমার কথা কিছু বুঝলে?' অনেক্ক্ষন রিপ্লাই না দিয়ে থাকলাম। কিন্তু জানি নিজের ই ফাঁদে নিজে ফেঁসে গেছি। আমার নিস্তার নেই। বেশ কিছুক্ষন পর রিপ্লাই করলাম 'আপনি ঠিক কি চান যদি একটু খোলসা করে বলেন খুব ভাল হয়'. কিছুক্ষনের মধ্যে রিপ্লাই এলো, 'এই আমাকে আপনি বলো না। আমায় সবাই তুমি করেই বলে'. 'আমি আসলে তোমাদের বাড়িতে আসতে চাই। তোমার মায়ের আরো কাছাকাছি হতে চাই। ' 'একটা ভালো কথা কি জানো কাল এতকিছুর পর ও তোমার মা আমার মুখ দেখেনি। ' 'আমি তোমার মতো কত ছেলে মেয়েকে পড়িয়েছি তার ঠিক নেই'. বিষণ্ণ মুখে উত্তর দিলাম, 'আচ্ছা, আমায় একটু সময় দিন আমি আপনাকে জানাচ্ছি'. মা আর বাবা তখন ভেতরের ঘরে গম্ভীরভাবে কি যেন আলোচনা করে চলছে। আমি ধীরে ধীরে ভেতরের ঘরটার কাছে গেলাম। কান দুটো সজাগ করে ভেতরের কথাগুলো শুনতে লাগলাম। 'মণি, এই তুমিই কতবার বলেছ যে আমি কোথাও ঘোরাতে নিয়ে যাইনা । এই নিয়ে তোমার কম অভিযোগ তো ছিল না। আর আজ যখন আমি বলছি তোমায় যে চল আমরা এই ট্যুর টায় যাই তুমি ই বেঁকে বসছ' সাথে সাথে মায়ের উত্তর , 'দেখো তুমিও জানো ঘুরতে যেতে আমার আপত্তি নেই। আপত্তি শুধু তোমার এই অফিস ট্যুর টায়' বেশ কিছুক্ষন চুপচাপ। মা আবার উত্তর দেয়, 'তোমার বস রবি বাবুর নজর টা কি বিচ্ছিরি। আমি একদম সহ্য করতে পারিনা। দেখে মনে হয় কখনও মেয়ে দেখেনি ' সাথে সাথে বাবার উত্তর, 'আরে আমি আছি তো। আর অফিস কালচারে এরম এক দুজন লোক থেকেই যায়' মা কোন উত্তর দেয়না। এতটুকু বোঝা যায় উত্তর না দেওয়াটা সম্মতির সমান। ................................................................................................................................................................. বাবা মার সাথে আমি আর সেভাবে কোন কথা বলতে পারলাম না। মানে সেই পরিস্থিতি ছিলনা। মনটা অস্থির লাগছিল। একটা চক্রবুহের মধ্যে এমনভাবে প্রবেশ করছি যে জানিনা আদৌ বেরোনো সম্ভব কিনা। সোলে সিনেমায় একটা ডায়ালগ ছিল 'জো ডর গিয়া সামঝো মর গিয়া'। মনে মনে শুধু এই পণ করলাম যা হওয়ার হবে দেখা যাক, কিন্তু ভয় পেয়ে গেলে ভয়টা আরো জাঁকিয়ে বসবে। 'আমি তো আপনার নামটাও জানি না। দেখুন আমরা কথা বলতে পারি। আর বাসের ঘটনা টা মনে রেখে লাভ নেই। আমরা ভাল বন্ধু হতে পারি' অনেক অনেক সাহস করে রিপ্লাই টা করেই দিলাম। বেশ কিছুক্ষন পর উত্তর এলো, 'আমার নাম অজিত। আমি পড়ি কলকাতা গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজ এ। পার্ট টাইম এ টিউশন করি। তোমাকেও পড়াতে পারি। যদি তুমি চাও। আর আমাকে আপনি নয় তুমি করেই বলো ' জানি আমার সেরম কোন উপায় নেই অজিত দা কে তেলিয়ে চলা ছাড়া। ..…..................................................................…........................................................................................... ডিনার করে হাতে মোবাইল টা নিয়ে বসে অছি। কলেজ এর গ্রুপ টা তে মেসেজ এলো, 'পূর্ণেন্দু স্যার ফিজিক্যাল সাইন্স টা বালের মতো পড়াচ্ছে। একটা ভালো টিচার পেলে ভাল হত' কি হোল মাথায় কিজানি অজিত দা কে একটা মেসেজ করে দিলাম 'আচ্ছা, তুমি কি ফিজিকাল সাইন্স টা ক্লাস সেভেন এর পড়াতে পারবে? আসলে আমাদের কলেজ এর যে টিচার উনি খুব বাজে পড়াচ্ছেন' প্রায় সঙ্গে সঙ্গে উত্তর এলো, 'তোমার মাকে ঝাড়ি মারার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত'. কলেজ এর গ্রুপ টায় মেসেজ করে দিলাম, 'আমার চেনা জানা একজন আছে। যে ফিজিক্যাল সাইন্স পড়াতে পারবে'. রাতে বেশ তাড়াতাড়ি ই খেয়ে নিলাম, কারণ বাড়ির পরিবেশ একটু হলেও গুমোট। আমি শুই বারান্দার সোফা কাম বেড টায়, আর বাবা মা ভেতরের শোয়ার ঘরে। চোখ বুজে পড়ে অছি কিন্তু ঘুম কিছুতেই আসেনা। সাধারণত আমার এরম হয়না। খুব দেরি হলেও এগারোটা সাড়ে এগারোটায় তো ঘুম এসেই যায়। মোবাইল টা হাতে নিয়ে দেখি এগারোটা পয়তাল্লিস। কিছুতেই ঘুম আসছে না। ভেতরের ঘরটা থেকে কেমন ' উমম উমম ' শব্দ ভেসে আসছে। শরীরটা কিছুটা অলস লাগলেও উঠে গেলাম। জানলার ফাঁক টা দিয়ে ভেতরের দিকে উঁকি মারলাম। খাটের ওপর বালিশ টা কোমরের কাছে রেখে দুই পা ফাঁক করে মানে যতটা ফাঁক করা যায় ততটা মা বসে আছে। বাবার মাথাটা মায়ের নাইটি এর ভেতরে। মাঝেই মাঝেই বাবার মাথাটা দুইদিক বরাবর নড়ে উথছে আর মায়ের মুখ দিয়ে 'উমম আম্ম' শব্দ ভেসে আসছে। 'কি ব্যাপার বলো তো। হঠাত ই শেষ কয়েকদিন দেখছি বুড়ো বয়সে তোমার যেন যৌবন ফিরে এসেছে। বাড়িতে ছেলে আছে জানো তো ' ধীরে সুস্থে মুখ টা নাইটির ভেতর থেকে বার করে আনে বাবা। 'নিশ্চিন্তে থাকো, ছেলে ঘুমিয়ে পড়েছে এতক্ষনে' নিজের বাঁ হাতটা মায়ের হাটু বরাবর উপরে তুলতে তুলতে আর ডান হাতটা বুকের ওপর রেখে বিলি কেটে দিতে দিতে বাবা বলে, 'মণি, সন্ধ্যে বেলা রবি বাবু এর সামনে ওই ড্রেস টা পড়ে যখন দাঁড়িয়ে ছিলে, সত্যি কথা বলো, আমার দিব্যি করে বলো, তোমার ভেতর টা কি এখনের মতোই ভিজে গেছিল?' মা দেখলাম প্রায় রেগে রে রে করে উঠল, 'কি আবোল তাবোল বলছ বলো তো, আমি লজ্জায় কুঁকড়ে গেছিলাম। আর তুমি খুব ভাল করেই জানো যে ওই লোকটার নজর টা ভাল না' বাবার মুখটা তখন মায়ের বুকে গোঁজা । নাইটির উপর থেকেই বিশাল বিশাল মাই দুটো মুখ দিয়ে ঘষে চলেছে। কোন উত্তর দিলো না বাবা। 'জানিনা যাঁদের নজর ভাল না, তুমি কি করে তাঁদের সামনে এতো আদিক্ষ্যেতা দেখাও ' আবার কোন উত্তর দেয়না বাবা। মায়ের রাগ যেন কিছুতেই পড়ছে না। 'ওই বিয়ে বাড়ি তেও দেখলাম। আমি শাড়ি ছারছিলাম। তুমি জানো দিনুদা আসছে তাও ওনাকে আটকালে না। ওই অবস্থা তেই ভেতরে ঢুকে গেল। তোমার জামাই বাবু হয় বুঝলাম, কিন্তু বৌ এর ও তো একটা সম্মান আছে'. মায়ের কথায় কোন উত্তর দিলো না বাবা। আরো গভীর ভাবে মাকে আঁকড়ে ধরল। মাও দেখলাম আবেশে বাবার চুল এ কেমন বিনি কেটে দিচ্ছে। 'মণি জানো এই বিছানায় যখন তুমি পর পুরুষ এর কথা ভাবো বা বলো, সে রবি বাবু হোক বা দিনুদা, তুমি আরো বেশী করে ওয়েট হয়ে যাও। তোমায় আরো সেক্সি লাগে'. এবার মা কিছুটা খেকিয়ে ওঠে 'এই অসভ্যতা করো না। দিন কে দিন তোমার মাথাটা খারাপ হয় যাচ্ছে ' মোবাইল টা ভাইব্রেট করে উঠল। হাতে নিয়ে দেখি অনেকগুলো মেসেজ। কিছু পিসেমশাই এর কিছু মেসেজ কলেজ এর গ্রুপ টায়। .....….................…........................................................................................................................................ 'সোমু, যদি সত্যি ই কারুর খোঁজ জানিস তাহলে নাম্বার দে। আমার বাবা কথা বলবে। ' আরেক বন্ধুর রিপ্লাই এলো , 'আমাকেও জানাস'. জানিনা ঠিক করলাম না ভুল ওই অচেনা ছেলেটার নাম্বার টা কলেজ এর গ্রুপ এ শেয়ার করে দিলাম আর ওকে একটা মেসেজ করে দিলাম, 'তোমার নাম্বার বাকি বন্ধুদের দিয়েছি, তোমায় কিন্তু আমাদের ফিজিক্যাল সাইন্স পড়াতে হবে ' সঙ্গে সঙ্গে উত্তর এলো, 'কোন প্রব্লেম নেই কিন্তু আমি তোমাদের বাড়িতে পড়াব '. আমি আর কোন উত্তর দিলাম না। জানিনা কি হবে সময় ই সবের উত্তর দেবে। পিসেমশাই এর মেসেজ গুলো পড়তে ইচ্ছে হচ্ছিল না কারণ এই এতো যে ঝামেলা তার মূল এ একজন সে হোল পিসেমশাই। কিন্তু কি আর করা যায়, বিপদে মাথা ঠান্ডা রাখাই শ্রেয়। পিসেমশাই এর মেসেজ গুলো দেখলাম, 'সোমু আজ সারাদিন কি হোল তুই কিন্তু সেভাবে আর আমায় জানালি না'. 'তোকে এতো করে বললাম আমায় সবকিছু বল, নয়তো খুব বিপদ' 'আসলে ওই ম্যাজিক টার কিছু সাইড এফেক্ট ও আছে' 'তুই যদি আমায় সব জানাস আমি হয়ত তোদের কোন বিপদ থেকে বাঁচাতে পারি' পিসেমশাইকে কি বিস্বাস করা যায়। মা লোকটাকে একদম পছন্দ করেনা। বাবাও যে খুব একটা পছন্দ করে তা নয়। কিন্তু যতই হোক লোকটা আমাদের আত্মীয়। আর পিসিও তো আছে। যদি সেরম বিপদ হয় পিসিকেও বলা যায়। বাবা মা কাউকেই মন খুলে কিছু বলতে পারছি না। পিসেমশাই কে কি বলব সব কথা । কোথাও একটা দ্বিধা দ্বন্দ্ব ভয়ংকর ভাবে কাজ করছিল। কারণ এই যে এতো প্রব্লেম তার হোতা আর কেউ নয় স্বয়ং পিসেমশাই। কিন্তু এটাও ভীশনভাবে সত্যি যে রবি বাবু বা বাসের ওই ছেলেটার থেকে পিসেমশাই অনেক বেশী বিস্বাসযোগ্য। তাই আর বেশী কিছু না ভেবে বলেই ফেললাম, 'পিসেমশাই কেন জানিনা একের পর এক প্রবলেম। বাবার বস রবি বাবু কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছে। লোকটা কেমন যেন ভাল লাগেনা। কেমন করে যেন মায়ের দিকে তাকায় । মা কিছুতেই রাজি হচ্ছিল না। বাবা বারবার বলে রাজি করলো। আরেকটা কথা বলতাম।' অনেক্ষন পিসেমশাই এর কোন রিপ্লাই নেই। রবি বাবু এর কথাটা তো বলে দিলাম কিন্তু বাসের ওই ছেলের কথাটা কি করে বলি তাই ভাবছিলাম। কারণ ওটা তো সম্পূর্ণ আমার দোষ। শরীরটা কেমন একটা উত্তেজিত হয়ে গেছিল আর আমার ভুলেই যা হওয়ার হয়েছে। বেশ কিছুক্ষন পর পিসেমশাই এর রিপ্লাই এলো। 'আমার কথা মন দিয়ে শোন সোমু। তোদের শনির দশা চলছে । বিস্বাস কর। জানিস বিয়ে বাড়ি থেকে ফেরার পথে প্রিয়নাথ ঠাকুরের আশ্রম ঘুরে এলাম। আমি আর তোর পিসী। পিসিকে জিজ্ঞেস করিস। ঠাকুর বলছে তোদের শনির দশা চলছে । সামনে সমূহ বিপদ। আমি আর তোর পিসী ঘুরে যাবো কিছুদিন পর। তারপর প্রিয়নাথ ঠাকুর কে একদিন আনা যাবে। উনি বলছিলেন, কিছু জজ্ঞ টাইপের কাজ রয়েছে। ' 'তুই যদি আমায় কিছু লুকাস জানিস তো তোদের বিপদ আরো বাড়বে ' প্রিয়নাথ ঠাকুরের থেকে আমার ঠাকুমা, পিসী দুজনেই দীক্ষা নিয়েছে। ওনাকে আমাদের পুরো বাড়ি মানে কাকু, কাকীমা, পিসী, বাবা মা সবাই খুব মানে। ওনার কথা প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়। কিন্তু এটাও তো সত্যি যে যা হচ্ছে তার জন্য দায়ী আমি, পাপু আর পিসেমশাই। এমতবস্থায় পিসেমশাই কে বিস্বাস করাই শ্রেয় মনে হোল । 'পিসেমশাই আরেকটা কথা বলতাম। আজ বাসে একটা ছেলে আমাদের গা ঘেশে দাঁড়িয়ে ছিল। জোর করে আমার ফোন নাম্বার নিয়েছে। আমাদের বাড়িতে আসতে চায়'. বেশ কিছুক্ষন চুপচাপ কোন উত্তর নেই। আমিও চুপ করে শুয়ে অছি আর ভাবছি পিসেমশাইকে এই কথাটা বলা ঠিক হোল কিনা? আবার রিপ্লাই, 'আমি বলছি না প্রিয়নাথ ঠাকুর ঠিক কি বলছেন। তোদের শনির দশা চলছে । খুব সাবধান। আমায় সব কথা বলবি, কিচ্ছু লুকাবি না। তবেই তোদের ভাল হবে' কোন উত্তর দিলাম না। জানিনা শনির দশা কিনা, কিন্তু ওই বিয়ে বাড়িতে না গেলে হয়তো এতো কিছু হত না। এসব ভাবছি আর চুপ করে শুয়ে অছি। পিসেমশাই এর আবার মেসেজ। 'বাসের মধ্যে জোর করে কিভাবে কেউ তোর নাম্বার নিয়ে নেয়?' মনে হচ্ছিল যেন পিসেমশাই এর কাছে ধরা পড়ে যাচ্ছি। কি উত্তর দেবো ঠিক বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, 'সাথে মা ছিল, আমি ফোন নাম্বার না দিলে ও মায়ের ক্ষতি করত' আবার বেশ কিছুক্ষন চুপচাপ। 'বাসে এতো লোক ছিল কিইই বা করে নিত। ওকি কোন ক্ষতি করেছিল। তুই এতো কেন ভয় পেয়ে গেলি' কেমন যেন মনে হচ্ছিল যে পিসেমশাই আসতে আসতে আমায় ধরে ফেলছে। আমার পালাবার কোন পথ নেই। মেসেজ টা টাইপ করতে হাত কাপছিল তাও লিখে ফেললাম, 'ওই ছেলেটা পেছন থেকে ক্রমাগত মায়ের গায়ে হাত দিচ্ছিল। আমার ভয় করছিল। আমি তাই ভয় পেয়ে গিয়ে নিজের নাম্বার ওকে দিয়ে দিলাম'. আবার কিছুক্ষন চুপচাপ। 'একটা ছেলে বাসের মধ্যে মণি এর গায়ে হাত দিচ্ছিল, মণি চিত্কার করেনি কেন। লোক ডাকতে পারত। তুইও তো পাশের লোকজন কে কিছু বলতে পারতিস' আমি কোন উত্তর দিলাম না কারণ আমি ক্রমাগত পিসেমশাই এর কথার জালে ফেঁসে জাচ্ছি। 'ছেলেটা কি খুব হ্যান্ড স্যাম ছিল?' আমার শরীরটা যেন ভেতর থেকে জ্বলে উঠল। কোন উত্তর দিলাম না। আবার মেসেজ 'আচ্ছা, ওই যে রবি বাবু তাঁকে দেখতে কেমন?' একটা টাক মাথা 40 এর বেশী বয়সী ভুঁড়ি ওয়ালা লোককে দেখতে কেমন হবে? কোন উত্তর দিলাম না। পিসেমশাই হয়ত বুঝতে পারল আমার নীরবতা আসলে আমার বিরক্তি। তাই মেসেজ করল 'খুব সাবধান। তোদের শনির দশা চলছে '.
17-10-2022, 03:21 AM
গল্পকার মহোদয়, তুমি গল্পটা বেড়ে লিখছো, নিঃসন্দেহে. প্লটটা দারুণ ফেঁসেছো. এককথায় খুবই ভালো হচ্ছে. কিন্তু একটা জায়গায় বড্ড কাঁচা লাগছে. ক্লাস সেভেনে পড়া একটা ছেলের কাছে নিজস্ব মোবাইল রয়েছে, অথচ বাড়ীতে রিসিভার !!! বাবার বস ফোন করে তো বাড়ীর রিসিভারে, মোবাইলে নয় !!! যদি একটা কচি ছেলেকে মোবাইল দেওয়া হয়, তাহলে নিশ্চয় বাবা-মা মানে বড় সবার কাছে মোবাইল থাকবেই. তখন আর কেউ বাড়ীতে রিসিভার রাখবে কেন আর মাস গেলে কেন টেলিফোন বিল দিতে যাবে !!! আজকাল এই টেলিফোন বিল কথাটাও পুরনো জমানার কথা হয়ে গেছে. আশা করি আগামী পর্বগুলো এই ধরণের অসঙ্গতি দোষ থেকে দূরে থাকবে.
17-10-2022, 09:51 AM
একদিকে পিসেমশাই শুরু থেকেই আছে, অন্যদিকে রবি বাবু, তার ওপর আবার নতুন সংযোজন অজিত দা - দুর্দান্ত গল্পের প্লট একদম আমার মনের মতো। তবে লোকের সংখ্যা বর্তমানে আর বাড়িয়ে লাভ নেই এদের নিয়েই খেলাটা শুরু করে দিন ধীরে ধীরে। লাইক এবং রেপু দিতেই হলো।
17-10-2022, 10:35 AM
এই ফোরামে যারা আমাকে চেনে তারা জানে যাদের লেখা প্রথম দর্শনেই আমার পছন্দ হয়ে যায় তারা আমার হাত থেকে নিষ্কৃতি পায় না। তাদের পেছনে পড়ে যাই .. কখনো কোথাও কিছু ভুলচুক করলেই ভর্ৎসনা করি, আবার ভালো লাগলে প্রশংসায় ভরিয়ে দিই। এর একটাই কারণ .. আমি চাই তাদের সেই সমস্ত লেখা শ্রেষ্ঠত্বের আসনে যাক। শারীরিক অসুস্থতার কারণে আমি এখন এই ফোরামে অনিয়মিত। তাই এতদিন চোখে না পড়লেও আজ তোমার/আপনার লেখা পড়ে আমার প্রথমেই যেটা মনে হয়েছে আপনি/তুমি এই গল্প ছেড়ে মাঝপথে চলে যাবেন না (যেটা আমি মনে মনে অপছন্দ করি)। তার উপর দু-এক জায়গায় সামান্য অসঙ্গতি থাকলেও গল্পের গতিপ্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ দুর্দান্ত হবে ফুটিয়ে তোলা হয়েছে।
এত কথা বললাম তার পিছনে একটাই উদ্দেশ্য .. গল্পের থিম থেকে কখনো সরে আসবেন না আর গল্পটা অবশ্যই শেষ করবেন। ভালো থাকুন এবং লিখতে থাকুন।
18-10-2022, 11:39 AM
দারুণভাবে এগিয়ে চলছে গল্পটা। মণিকে সতী-সাবিত্রী দেখাবেন। সোমু ও সোমুর বাবা নিজেদের অজান্তেই মণির কতবড় ক্ষতি করতে চলেছে, তা তারা নিজেরাই জানেনা, এটাই তো গল্পের মজা।
আশা করি ভবিষ্যতে ব্ল্যাক ম্যাজিকের আরো অনেক কেরামতি দেখতে পাব। কোন তাড়াহুড়ো না করে Slowly এগিয়ে যান।
অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবি-দাওয়া
এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া।
18-10-2022, 11:32 PM
দারুন হচ্ছে .............আপডেটের অপেক্ষায় রইলাম
19-10-2022, 12:04 AM
বেশ চলছে তো গল্পটা..
হরর থ্রিলারের সাথে কাকোল্ড এর মিশ্রন ভালোই লাগছে, এখন পর্যন্ত দারুন একটা ছন্দে আছে সবকিছু। এভাবেই চলতে থাকুক। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
19-10-2022, 08:41 AM
Update koi ? ato din late late upload dile mojai nosto hoye jai.. Ar khn upload diben agey janai post korle valo hoi..
|
« Next Oldest | Next Newest »
|