16-05-2022, 10:51 PM
বেশ কিছুক্ষণ পর মিত্রা উঠে এলো। বুঝলাম ওরা নিচে আমাকে নিয়ে কথা বলছিলো। দেবাশিষরা মোটামুটি সব জেনে ফেলেছে। আমি এসে টান টান হয়ে শুয়ে পরলাম। মিত্রা ঘরে ঢুকেই মুচকি হাসলো। ঘরেরে দরজা বন্ধ করলো। ছুটে এসে আমার বুকে ঝাঁপিয়ে পরলো। কপালে গালে ঠোঁটে চুমু খেলো।
-কথা বলবিনা। চোখটা ছল ছলে।
আমি ওর দিকে তাকিয়ে আছি।
-তুই ভীষণ অবুঝ।
আমি তাকিয়ে আছি।
আমার ঠোঁটে আঙুল রাখলো।
-তুই কেনো আবার খুঁচিয়ে ঘা করছিস। সবতো মিটে গেছে।
আমি ওর গালের দু’পাশে হাত রেখে মুখটা তুলে ধরলাম। মিত্রার চোখ দুটো আজ বেশ উজ্জ্বল। চোখের কোলে আই লাইনার লাগিয়েছে। মুখ ধোয়ার সময় পুরোপুরি তুলতে পারেনি। আমি ওর ঠোঁটটা আমার ঠোঁটের কাছে টেনে নিলাম। ডুব দিলাম। মনে হলো- সাগর জলে সিনান করি সজল এলো চুলে বসিয়া আছি উপল উপকূলে। মিত্রা গাঢ়ভাবে আমার ঠোঁট চেপে ধরে আছে।
ঠোঁট থেক মুখ তুলে মিত্রা আমার গলায় মুখ গুঁজলো।
-তুই আমকে একা একা ছেড়ে যাসনা।
আমি ওর মাথায় হাত বোলাচ্ছি। ওর নরম বুক আমার বুকে আছড়ে পরেছে। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে।
-তুই দু’দিন ছিলিনা যেনো দু’বছর তোকে দেখিনি।
আমি চুপ করে আছি। ওর শরীরের ওম আমার শরীরে লুটোপুটি খাচ্ছে।
-কিরে কাপড় ছাড়বিনা।
মিত্রা আমার বুকে মুখ ঘষছে।
-কাপড় পরে শুবি।
মিত্রা কোনো কথা বললোনা।
-আমি একজনের সঙ্গে একটু কথা বলবো। তুই শুনবি, কাউকে বলবিনা।
মিত্রা ঝট করে আমার বুক থেকে মুখ তুললো। অস্ফুট শব্দ মুখ থেকে বেরিয়ে এলো, আবার!
-এখনো কাজ শেষ হয়নি।
-তুইতো সব লিখিয়ে নিলি।
-লেখাতেই সব শেষ হয়।
-তোকে দু’দিন পর কাছে পেলাম, আর ভালো লাগছেনা।
-তুই অবুঝপনা করিসনা।
মিত্রা আমার চোখে চোখ রাখলো।
-মনে থাকে যেনো তুই আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ জানবেনা।
মিত্রা মাথা দোলালো।
আমি ফোন করলাম।
ফোনের ভয়েজটা আস্তে করে দিলাম। ঘরের বাইরে যাবেনা।
-হ্যাঁ, অনিদা বলো।
-তুই এখন কোথায়?
-নিউজরুমে।
-আর কে আছে?
-আমি তোমার টেবিলে, আশে পাশে কেউ নেই।
-কাল থেকে তোকে একটা দায়িত্ব দেবো। পারবি।
-নিশ্চই। তুমি মরতে বললে মরে যেতে পারি।
-তাহলে অনিদা হবি কি করে।
-হো হো করে হেসে ফেললো অর্ক। বলো।
-তুই কোন এলাকায় থাকিস।
-সিঁথি।
-বাঃ শ্যামবাজার তোর কাছেই।
-হ্যাঁ।
-রাজনাথবাবুকে চিনিস।
-চিনবোনা মানে, রাম ঢেমনা।
-কি করে জানলি।
-তোমাকে কয়েকটা লেখা দেবো একটু পরে দেখো।
-ও কিন্তু রাজ্য কমিটিতে রয়েছে।
-জানি।
-তার মানে তুই পড়াশুনো করছিস।
-তেড়ে করছি। তুমি যেভাবে বলেছো ঠিক সেই ভাবে।
-গুড। কালকে সকাল থেকে সোমবার পর্যন্ত ওকে ফলো করতে হবে। ম্যায় ও কখন পটিতে যাচ্ছে, কতটা সময় কাটাচ্ছে। কি বলতে চাইছি বুঝতে পারছিস?
-ডিটেলস। আর্ট ফিল্ম।
-না তোর হেডে বুদ্ধি আছে।
-হো হো হো। হয়ে যাবে তুমি নিশ্চিন্ত থাকো।
-ছবি।
-কথা দেবোনা। ওটা একটু টাফ।
-চেষ্টা কর। শোন।
-বলো।
-ঘন্টায় ঘন্টায় আমাকে ম্যাসেজ করবি। ডিটেলসে।
-হয়ে যাবে।
-এবার বল কি করে করবি।
-ওটা আমার ওপর ছেড়ে দাও।
-গিয়ে বলবি, আমি এই কাগজ থেকে আসছি।
-খেপেছো পাকা ঘুঁটি কেঁচে যাবে। রাম কেলানি খাই আরকি।
-তাহলে।
-তোমার মতো বেশ্যা পট্টির দালাল হবো ওই চারদিন।
-হো হো করে হেসে ফেললাম।
-হ্যাঁ গো অনিদা, দারুণ ইন্টারেস্টিং তোমার গল্পটা শোনার পর ওই তল্লাটে কতবার গেছি তুমি জানো।
-কতবার।
-বার পঞ্চাশেক হবে।
-তার থেকে ওই মাল বেরিয়ে এসেছে।
-হ্যাঁ অনিদা।
-মাঝে মাঝে ভাবি জীবনে থ্রিল না থাকলে সাংবাদিক হয়ে লাভ নেই। তার থেকে পাতি কেরাণী হওয়া ভালো।
-শোন, সন্দীপ যেনো জানতে না পারে।
-যে মাটিতে দাঁড়িয়ে সাধনা করবো সেই মাটি পর্যন্ত জানতে পারবেনা।
-বাবা তুইতো সব মুখস্থ করে ফেলেছিস।
-তোমার ডায়লগগুলো কেমন দিচ্ছি বলো।
-পাবলিক কিরকম খাচ্ছে।
-সত্যি বলবো অনিদা।
-বল।
-তোমার ডায়লগ বেচে তিনটে চেলুয়া তৈরি করেছি। সন্দীপদার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি। ট্রেনিং পিরিয়ড চলছে।
-চালিয়ে যা। মনে রাখিস ব্যাপারটা।
-তুমি নিশ্চিন্তে থাকো। আটটা থেকে ম্যাসেজ শুরু করবো।
-গুড নাইট।
-না। শুভ রাত্রি।
হো হো করে হেসে ফেললাম।
-রাখি।
-রাখ।
ফোনটা রাখতেই মিত্রা আমার ঠোঁটে চাকুম চাকুম করে গোটা দশেক চুমু খেলো। আমার চোখে চোখ রাখলো। এ চোখের চাহুনিতে পরিতৃপ্ততা। আনন্দ অশ্রুসিক্ত।
-কি হলো।
-আমাকে একটু ট্রেনিং দে।
-নিচ্ছিস তো।
-ওদের মতো করে।
-এ জন্মে হবেনা।
-তনুকে কি করে তৈরি করলি।
-তনু, মিত্রা দুজনে আলাদা।
-আমি তনু হবো।
-তাহলে বুবুন মিত্রাকে ছেড়ে চলে যাবে।
-না।
-তাহলে হবে না।
-তুই ভীষণ স্বার্থপর।
-ঠিক। ইসলাম ভাই কি বললো।
-তুই টয়েলেটের নাম করে হাওয়া হয়ে গেলি, আমি জিজ্ঞাসা করলাম। একটা বড় নিঃশ্বাস ফেলে বললো। আমি, দামিনী ওর বুদ্ধির সঙ্গে পারবোনা। কেনোরে এই কথা বললো!
-তোকে সব বললে তুই ঢাক পেটাবি।
-তুই এখন থেকে আমায় বিশ্বাস করতে পারিস।
-আমি তোকে অবিশ্বাস করিনা।
-এই সব ক্ষেত্রে।
আমি ওর চোখে চোখ রাখলাম।
-তোর চোখ বলছে তুই আমাকে এখনো ঠিক বিশ্বাস করতে পারছিসনা।
-তুই পরে ফেলছিস।
-একটু একটু। প্রমিস করছি।
আমি মিত্রাকে আর একটু জড়িয়ে ধরলাম। ও এখন আমার শরীরে পুরোটা উঠে এসেছে। শরীরের নরম অংশগুলো আমার শরীরে উত্তেজনা ছড়াচ্ছে। আমি অনিমেষদার সঙ্গে শেষ কথা যা হয়েছে ওকে বললাম।
-তাহলে!
-সেই জন্য ইসলাম ভাই-এর ওপর আর নির্ভর করলামনা।
-আমায় বলেছে তোর সব উইং বন্ধ করে দিয়েছে।
-পারবেনা।
-তুই ইসলাম ভাই-এর থেকেও বেশি ক্ষমতা রাখিস!
-অবশ্যই নাহলে আমাকে মানবে কেনো। তোর প্রাক্তন স্বামীটা কাল সকালে রাজনাথের কাছে আসবে।
-ওর কথা মুখে আনবিনা।
-কি বলবো।
-শুয়োরের বাচ্চা বলবি।
আমি মিত্রার দিকে তাকালাম ওর চোখদুটো মুহূর্তের মধ্যে বদলে গেলো। মুখটা আমার বুকে রাখলো।
-কি হলো।
-সত্যিতো তুই কিইবা বলবি।
-তাকা আমার দিকে।
মিত্রা মুখ তুললো।
-ও একটা লাস্ট চান্স নেবে। রাজনাথকে দিয়ে অনিমেষদার ওপর প্রেসার করবে। দেখবি পরশুদিন দুপুরের পর ও আমাকে ফোন করবে, উত্তেজিতভাবে।
-ওরা প্রশাসনের কর্তাব্যক্তি তার ওপর পার্লামেন্টারিয়ান। তুই পারবি!
-দেখবি খেলা, একটু অপেক্ষা কর।
-আমার কেমন যেন ভয় করছে।
-এতদিন ভয় পেয়েও প্রুফ হতে শিখলিনা।
-চেষ্টা করি। তোর মতো পারিনা। আমার বড়মা ছোটমার একি অবস্থা।
-ওরা কেউ এই ব্যাপারটা যেনো না জানে।
-আমার পেট থেকে বার করতে পারবেনা।
-কথাটা মনে রাখিস।
-একটু করি।
-এখনো কথা শেষ হয়নি।
-কাপড়টা খুলে ফেলি।
-খোল।
মিত্রা আমার বুক থেকে উঠে পরলো। ঘরের বড় লাইটটা নিভিয়ে দিলো। টান মেরে কাপড়টা শরীর থেকে খুলে সোফার ওপর ছুঁড়ে ফেলে দিলো। পট পট করে ব্লাউজের বোতামটা খুলে সোফার ওপর রাখলো। আমার দিকে তাকিয়ে বললো এটা থাক।
আমি হাসলাম।
মিত্রা ব্রা-শায়া পরা অবস্থায় আমার বুকে আশ্রয় নিলো। আবার উঠো পরলো।
-কি হলো।
-একটু ঠান্ডা ঠান্ডা লাগছে।
একটা পাতলা চাদর গায়ের ওপর টেনে নিলো। আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে বললো, এবার বল।
-খুব আরাম তাই না।
ও আমার নাকে নাক ঘষে দিলো।
-হুঁ। আমি ওর মুখের দিকে তাকিয়ে।
-তোর পাঞ্জাবীটা খোল।
-কেনো।
-ভালো লাগেনা।
আমি আধশোয়া অবস্থায় পাঞ্জাবীটা খুললাম।
মিত্রা আমার বুকে বুক রেখে বললো
-আঃ কি আরাম।
-হাসলাম।
-হাসিসনা। একটু আরাম করবো তাতেও তোর হাসি।
-আমার সুরসুরি লাগছে।
-তাহলে খুলে ফেলি।
-ফেল।
-ফিতেটা খোল।
-তুই খোল।
-অনেক ঝামেলা, থাক। তোর দরকার হলে খুলে নিবি।
আমি ওর ব্রার ফিতেটা খুলে দিলাম।
-এইতো আমার লক্ষ্মী ছেলে।
আমার ঠোঁটে চকাত করে একটা চুমু খেলো। মাথার শিয়রে ব্রাটাকে ছুঁড়ে ফেলে দিলো।
-এবার বল।
-বললে তুই আবার ক্ষেপে যাবিনা তো।
-কেনো তুই কি বলবি।
-বল আগে ক্ষেপবিনা।
-না।
-তোর ডিভোর্সের কাগজটা কোথায়।
-আমার কাছে।
-অরিজিন্যাল না ডুপ্লিকেট।
-অরিজিন্যাল। হাইকোর্ট থেকে আমি সই করে তুলেছি।
-আমাকে একটু দেখাতে হবে।
-বাড়িতে আছে। কলকাতায় গিয়ে তোকে দেবো।
-আর একটা কথা।
-বল।
-পরশু শুক্রবার তার পরের শুক্রবার আমরা রেজিস্ট্রি করবো।
মিত্রা আমার চোখে চোখ রাখলো। মনিদুটো স্থির। চোখের পাতা দুটো ভারি হয়ে এলো। থিরি থিরি কাঁপছে। ওর বুকের লাবডুব শব্দটার গতি বেড়ে গেছে। আমি আমার বুক দিয়ে তার স্পন্দন শুনতে পাচ্ছি। চোখের পাতা পরলো। গাল বেয়ে জল আমার বুকে গড়িয়ে পরলো। মিত্রা হেসে ফেললো। আমি আমার দু’হাতের বুড়ো আঙুল দিয়ে ওর চোখের পাতা মুছিয়ে দিলাম। ও আমার বুকে মাথা রাখলো।
-তুই সত্যি রেজিস্ট্রি করবি?
-কেনো তোর বিশ্বাস হচ্ছে না।
মিত্রা আমার বুকে মাথা দোলালো।
-না।
-কেনো!
-জানিনা।
-এত দুর্বল হলে বুবুনের সঙ্গে চলবি কি করে।
-আমি সবল হলে এই দুর্দশা আমার হয় ?
আমি মিত্রাকে জড়িয়ে ধরে একপাক ঘুরে গেলাম। মিত্রা এখন আমার বুকের ঠিক নিচে। হেসে ফেললাম।
-হাসলি কেনো?
-তোর দুর্বল জায়গাগুলো সবল করতে হবেতো।
-শয়…..
আমি মিত্রার ঠোঁটে ঠোঁট চেপে ধরলাম।