28-04-2022, 03:00 PM
দাদা, অরুন্ধতীকে এক সাথে একজোড়া কলা খাওয়ানোর অনুরোধ রইল, এর বেশি হলে আরো ভালো হয়।
WRITER'S SPECIAL গোলকধাঁধায় গোগোল (সমাপ্ত)
|
28-04-2022, 03:00 PM
দাদা, অরুন্ধতীকে এক সাথে একজোড়া কলা খাওয়ানোর অনুরোধ রইল, এর বেশি হলে আরো ভালো হয়।
28-04-2022, 05:49 PM
(This post was last modified: 28-04-2022, 05:50 PM by Somnaath. Edited 1 time in total. Edited 1 time in total.)
28-04-2022, 07:32 PM
ভেবেছিলাম আমার এই উপন্যাস নিয়ে আর একটাও পূর্বাভাস দেবো না। কিন্তু ..
উফফফফ sex sex sex sex মাথা খারাপ করে দিচ্ছে এক পক্ষ, আবার কেউ কেউ দাবি রাখছে যৌনতা যেন বলিদানের মাধ্যমে আসে। প্রথম পক্ষের উদ্দেশ্যে বলি - আমি যৌনপিপাসু লেখক নই বন্ধুবর .. তাই প্রথম পর্ব থেকেই সিচুয়েশন না দেখে যৌনতা আসে না আমার গল্পে। দ্বিতীয় পক্ষের উদ্দেশ্যে বলি - বলিদানের মাধ্যমে যৌনতা এলে সেই রতিক্রিয়া আর উপভোগ্য হয় না, সেটা হয়ে যায় agreeable ra.pe তাই দুই ক্ষেত্রেই পরিস্থিতি অনুযায়ী খাদ্য ও খাদকের অর্থাৎ শিকার ও শিকারির উভয়পক্ষের শারীরিক ক্ষুধা থাকলে তবেই রতিক্রিয়া উপভোগ্য হয়। দুই পক্ষকে আমার উপর ভরসা রেখে, একটু ধৈর্য ধরে বাকি পর্বগুলো পড়ার অনুরোধ জানাচ্ছি।
28-04-2022, 07:50 PM
(28-04-2022, 07:32 PM)Bumba_1 Wrote: ভেবেছিলাম আমার এই উপন্যাস নিয়ে আর একটাও পূর্বাভাস দেবো না। কিন্তু .. চাপ দিয়ে লেখকের কাছে সৃজনশীলতা আশা করা যায় না৷ দাদা তুমি তোমার মতন করেই লেখ। লেখকের সৃষ্টির সাথে নিজের সংযোগ না ঘটাতে পারলে কখনোই উপভোগ করা যায় না। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
29-04-2022, 11:31 AM
29-04-2022, 01:20 PM
(This post was last modified: 29-04-2022, 01:24 PM by sudipto-ray. Edited 2 times in total. Edited 2 times in total.)
(28-04-2022, 07:32 PM)Bumba_1 Wrote: ভেবেছিলাম আমার এই উপন্যাস নিয়ে আর একটাও পূর্বাভাস দেবো না। কিন্তু .. আপনি নিরাশ করবেন না, এটা জানি দাদা। তবে " agreeable ra.pe " এর যে কথাটা আপনি বললেন,,,,, যদি সেই নারীটি নিজে না চাইলেও, সেই সেক্স বা যৌনতা উপভোগ করে, তাহলে তাকে রেপ বলা যায় কি??? এরকমটা আমরা আপনার আগের একটি জনপ্রিয় গল্পেও পেয়েছি এবং সেটা বলিদানের মাধ্যমেই এসেছে। অরুন্ধতী পরাজিত হবে যৌনতার কাছে, কিন্তু হার মানবে না। একটা নারী চরিত্রের শরীর কলুষিত হলেও, মন যদি ঠিক থাকে তবে, তাকে আমি অসতী বলে মনে করি না। এটা আমি আমার আগের কমেন্ট গুলোতেও পরিষ্কার করেছি। আমার আগের কমেন্টগুলো আবার পড়ার অনুরোধ করব, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। তবে এই গল্পের প্রেক্ষাপট যে ভিন্ন, সেটা দেরিতে হলেও বুঝেছি। সবচেয়ে বড় কথা, লেখকরা শুধু পাঠকদের জন্য লিখে না, নিজের জন্যও লিখে। নিজে যদি সেই লেখায় সুখ, দুঃখ, কামনা অনুভব না করে, তাহলে পাঠকরা অনুভব করবে কি করে। তাই আপনি আপনার মতো করে লিখুন। আমি কমেন্টে যে কথাগুলো বলি, সেটা নিজের জন্য না, বরং গল্পের জন্য বলি।
29-04-2022, 02:21 PM
(This post was last modified: 29-04-2022, 02:21 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(29-04-2022, 01:20 PM)sudipto-ray Wrote: আপনি নিরাশ করবেন না, এটা জানি দাদা। তবে " agreeable ra.pe " এর যে কথাটা আপনি বললেন,,,,, যদি সেই নারীটি নিজে না চাইলেও, সেই সেক্স বা যৌনতা উপভোগ করে, তাহলে তাকে রেপ বলা যায় কি??? এরকমটা আমরা আপনার আগের একটি জনপ্রিয় গল্পেও পেয়েছি এবং সেটা বলিদানের মাধ্যমেই এসেছে। অরুন্ধতী পরাজিত হবে যৌনতার কাছে, কিন্তু হার মানবে না। একটা নারী চরিত্রের শরীর কলুষিত হলেও, মন যদি ঠিক থাকে তবে, তাকে আমি অসতী বলে মনে করি না। এটা আমি আমার আগের কমেন্ট গুলোতেও পরিষ্কার করেছি। আমার আগের কমেন্টগুলো আবার পড়ার অনুরোধ করব, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন।আমি বুঝতে পেরেছি তুমি আমার চক্রব্যূহে শ্রীতমা এই জনপ্রিয় উপন্যাসের কথা বলছো .. যেখানে কাহিনীর নায়িকা নিজের স্বামীকে বাঁচাতে এবং বারংবার যৌন অত্যাচারের কাছে হেরে গিয়ে অনিচ্ছাসত্বে হলেও নিজের শরীর প্রদান করেছিল তার স্বামীর উর্দ্ধতন সহকর্মীদের নিকট এবং পরবর্তীকালে দুর্বৃত্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছিল। কিন্তু আমি সাফল্যের আশায় কোনো কাহিনীর এবং কোনো চরিত্রের পুনরাবৃত্তি চাই না তাই, এবারেরটা অন্যরকম। এক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হলেও আমাকে এত কাঁচা হাতের লেখক ভেবোনা যে অনিরুদ্ধ'র দুষ্কর্মের ভিডিও দেখিয়ে তার স্ত্রীকে উত্তেজিত করে তার সতীত্ব হরণের দৃশ্য রচনা করবো, দুর্বৃত্তরা অবশ্যই তাদের চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু অরুন্ধতীকে কি এতো সহজে আয়ত্তে আনা যাবে? সেটা জানতে হলে পড়তে হবে পরবর্তী আপডেট।
29-04-2022, 02:50 PM
দাদা, আপডেট কবে পাবো?
29-04-2022, 09:05 PM
29-04-2022, 09:28 PM
দাদা, কিছু মনে না করলে একটা কথা বলব? কোন .া রমণীকে নিয়ে এমন একটা গল্প লিখার অনুরোধ রইল।
30-04-2022, 12:23 PM
30-04-2022, 04:05 PM
xbii বা xossip সম্পর্কে আমার কোনোকালেই কোনো ধারণা ছিল না .. এখানে এসে কমেন্টের মাধ্যমে এগুলোর সম্পর্কে জেনেছি। পরবর্তীকালে যখন xossipy এই ফোরামটি চোখে পড়ে এবং এখানে লেখা কিছু গল্প পড়তে আরম্ভ করি, তখন আমার মনেও ইচ্ছা জাগে আমিও তো গল্প লিখতে পারি। কারণ, লেখার হাত আমার মন্দ নয়, একথা অনেকেই বলে - যদিও সেগুলো সবই ছোটদের জন্য লেখা। তারপর লিখতে শুরু করি একের পর এক যৌন উপন্যাস এবং খুব অল্প সময়ের মধ্যে এই ফোরামে অথবা এর বাইরে অন্য কোথাও জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে সেইগুলি। এবার আসল প্রসঙ্গে আসি, আমি যখন এই ফোরামে লেখালেখি শুরু করি অর্থাৎ ২০২০ সালের একেবারে শেষের দিকে, তখন কিন্তু এখানকার পরিবেশ একদম অন্যরকম ছিলো। আমার আগে যারা এসেছেন তারা এই বিষয়টা আরো ভালো বলতে পারবেন। সব পাঠক সব লেখকের গল্প না পড়লেও বা পছন্দ না করলেও তখন লেখক আর পাঠকের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। এখন যেটা আর নেই, পুরোটাই শেষ হয়ে গিয়েছে। কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আপনারা। আমি এই উপন্যাসটির একটি মুখবন্ধ দিই গত মাসের ২৪ তারিখ .. সেখানে লেখা হয় আগামী রবিবার (অর্থাৎ ২৭ তারিখ) থেকে উপন্যাসের পর্বগুলি শুরু হবে। উল্লিখিত দিন অর্থাৎ ২৭ তারিখ আপডেট দিতে এসে দেখি রেটিং ★★ হয়ে গিয়েছে আমার এই থ্রেডের। এখানে প্রশ্ন হলো .. গল্প শুরুই হলো না, অথচ লোকজন রেটিং কমাতে শুরু করে দিলো। যদিও আমি রেটিং নিয়ে মাথা ঘামাই না, তবুও বলতেই হচ্ছে এই ব্যাপারটি দুটো জিনিস থেকে আসে। প্রথমতঃ অপরের ভালো সহ্য করতে না পারা, অন্যের কাহিনীকে মাথা তুলে দাঁড়াতে দিতে না চাওয়া .. অর্থাৎ ঈর্ষাজনিত কারণ। দ্বিতীয়তঃ অবশ্যই বিদ্বেষ .. অর্থাৎ এই ব্যক্তিটিকে আমি পছন্দ করি না, তাই ওর কোনো জিনিসকে আমি ভালো বলবো না, খারাপ বলবো। কিছুদিন আগে একজন লেখকের দুটি অজাচার গল্প (যে দুটির বর্তমানে প্রেফিক্স চেঞ্জ করা হয়েছে) sub forum এ নিয়ে যাওয়া হয়েছিল। এই কাজটা কেউ বা কারা রিপোর্ট করে করেছে একথা অনস্বীকার্য। কিন্তু এর ফলস্বরূপ কি হলো? আমার দুটি যৌন উপন্যাস সম্বন্ধে কেউ রিপোর্ট করে দিলো যাতে সেগুলিকেও ওই sub forum এ নিয়ে যাওয়া হয় (মডারেটর সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশট মেসেজ করে দিয়েছে, স্ক্রিনশটটি আমার কাছে আছে, কেউ দেখতে চাইলে অবশ্যই দেখাবো)। কিন্তু এখানে আমার প্রশ্ন হলো ওই লেখক এর কাহিনী sub forum এ যাওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে আমার লেখা উপন্যাসগুলোকে পাঠানোর তৎপরতা বেড়ে গেল কেনো? কিছুদিন আগে একজন কমেন্ট করেছে (তার স্ক্রিনশট আমার কাছে আছে) সমস্ত নন-ইরোটিক গল্পগুলো sub forum এ পাঠানো হোক। ফোরামে আমি একমাত্র লেখক যে সবথেকে বেশি নন-এরোটিক গল্প লিখেছি, এর পিছনের যুক্তিটাই বা কি? এই সব ক্ষেত্রে আমাকে আক্রমণ করা হচ্ছে কেনো? কেনো কেনো কেনো? আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না .. প্লিজ। ভেবেছিলাম আগামীকাল রাতে আমার উপন্যাসের পরবর্তী আপডেট দেবো। কিন্তু সেটা আর সম্ভবপর হবে না। এটা এখন নোংরা খোঁয়াড়ে পরিণত হয়েছে। নিজেদের গায়ের জ্বালা মেটাতে যে যাকে পারছে আক্রমণ করছে। তাই এই ফোরামের বিশেষত বেঙ্গলি কমিউনিটির এখন যা পরিস্থিতি তাতে করে সুস্থ মস্তিস্কের কেউ নিজের গল্প চালিয়ে নিয়ে যেতে সক্ষম হবে না। পরিস্থিতি যদি আবার কোনোদিন আগের মতো হয়, তখন না হয় আপডেট দেবো। ভাল থাকবেন সবাই।
30-04-2022, 04:27 PM
(30-04-2022, 04:05 PM)Bumba_1 Wrote: ব্যাস, হলো তো? এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কিছু বিকৃতমনস্ক, পরশ্রীকাতর, হিংসাপরায়ণ মানুষ নিজেদের মধ্যে মারামারি করছে আর তার কোপ এসে পড়ছে ভালো ভালো কিছু লেখকের উপর। এইজন্যেই এখানে ভালো লেখকেরা টেকে না। যাদের মধ্যে একটুও শুভবুদ্ধি এখনো অবশিষ্ট আছে তাদের অনুরোধ করবো নোংরামি থামিয়ে এই সমস্ত ভালো ভালো লেখকদের এখানে আটকে রাখার চেষ্টা করুন। শুধু একবার যদি জানতে পারতাম কে রিপোর্ট করেছে তোমার গল্পগুলোর নামে! নামটা বলো।
30-04-2022, 04:28 PM
(This post was last modified: 30-04-2022, 04:29 PM by Shankhoroy. Edited 1 time in total. Edited 1 time in total.)
দাদা একদম আপনার সঙ্গে 100% AGREED..এখানে সবাই এক ধরণের গল্প লিখে যাচ্ছে দিনের পর দিন ... Specially INCEST story ( maa chele/ Bhai bon /baba meye).. নইলে অবাস্তব গল্প..এই INCEST /অবাস্তব গল্প বন্ধ হোক কিছু দিনের জন্য .plz..PLZ..give us a break.. Really sick n tired of this...
30-04-2022, 04:31 PM
??????????
30-04-2022, 04:45 PM
(30-04-2022, 04:27 PM)Sanjay Sen Wrote: নাহ্, বলবো না .. আগুন লেগে যাবে তাহলে .. আমি আগুন লাগাতে নয়, নেভাতে চাই .. সেটা এতদিনেও বুঝলো না মূর্খ কিছু মানুষজন।
30-04-2022, 04:46 PM
30-04-2022, 04:47 PM
(30-04-2022, 04:28 PM)Shankhoroy Wrote: দাদা একদম আপনার সঙ্গে 100% AGREED..এখানে সবাই এক ধরণের গল্প লিখে যাচ্ছে দিনের পর দিন ... Specially INCEST story ( maa chele/ Bhai bon /baba meye).. নইলে অবাস্তব গল্প..এই INCEST /অবাস্তব গল্প বন্ধ হোক কিছু দিনের জন্য .plz..PLZ..give us a break.. Really sick n tired of this... একেবারেই তা নয় .. আমার মতে সব ধরনের গল্প চলুক তার নিজস্ব ভঙ্গিতে .. আমার পছন্দ নাই হতে পারে, কিন্তু তাই বলে তাকে দমিয়ে রাখতে চাইবো কেনো? কিন্তু আমার উপন্যাসগুলির ক্ষেত্রে বারবার সেই জিনিসটা ঘটাচ্ছে কিছু স্বার্থপর মুখোশধারী মানুষজন। |
« Next Oldest | Next Newest »
|