Thread Rating:
  • 60 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)
অভিভূত হয়ে গেলাম .. এরকম কাব্যিক ছন্দের লেখা আজকাল আর দেখা যায় না !!


clps yourock
[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
খুব ছোট্ট, তবে দুর্দান্ত আপডেট .. বাই দ্যা ওয়ে, আমার পাল্লা কিন্তু এখনো পর্যন্ত তথার দিকেই ভারী। পরে কি হবে বলতে পারি না।  Smile
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
দোলন তথা দুইদিকেই পাল্লা সমান এখন পর্যন্ত.......
[+] 1 user Likes a-man's post
Like Reply
(21-04-2022, 01:16 AM)nextpage Wrote: thanks

যে ভালবেসেছে সে বুঝেছে এ সুখে কত জ্বালা।
❤️❤️

একসময়ের খুবই হিট গান https://www.youtube.com/watch?v=Dgskb8NLkL4 জ্বালার বিষয়ে
[+] 1 user Likes a-man's post
Like Reply
(21-04-2022, 09:25 AM)ddey333 Wrote: অভিভূত হয়ে গেলাম .. এরকম কাব্যিক ছন্দের লেখা আজকাল আর দেখা যায় না !!


clps yourock




Heart  ইউ কলেজ লাইফে যখন প্রথম প্রেমে পড়লাম
তখন আমার মত কবি মনে হয় আর কেউ ছিল না এমন মনে হত। সারাদিন মনে মনে শুধু শব্দ সাজাতাম।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
(21-04-2022, 10:09 AM)Bumba_1 Wrote: খুব ছোট্ট, তবে দুর্দান্ত আপডেট .. বাই দ্যা ওয়ে, আমার পাল্লা কিন্তু এখনো পর্যন্ত তথার দিকেই ভারী। পরে কি হবে বলতে পারি না।  Smile



দাঁড়িপাল্লায় মাপাটা কঠিন বটে। বাতাস যেদিকে একটু জোরে বইতে থাকে সেদিকেই হেলে যায়। বৈশাখ মাস চলছে এলোমেলো বাতাসে কালবৈশাখী আসে। দেখি বাতাস কখন কোন দিকে বইতে থাকে।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
(21-04-2022, 11:01 AM)a-man Wrote: একসময়ের খুবই হিট গান https://www.youtube.com/watch?v=Dgskb8NLkL4 জ্বালার বিষয়ে



দাদা আপনার গানের স্টকের প্রশংসা করতেই হচ্ছেম
❤️❤️
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
সাধু সাধু! দারুন হচ্ছে, খুব ভালো। Heart
Like Reply
(21-04-2022, 12:28 PM)হাত কাটা সভ্যসাচী Wrote: সাধু সাধু! দারুন হচ্ছে, খুব ভালো। Heart


thanks a lot.

পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন সবসময়।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
কিছুদিন আগেই বুম্বার গল্পে একটা মন্তব্য করেছিলাম... আজকাল বেশ কিছু নবীন লেখক তাদের অসামান্য গল্পের ডালি নিয়ে আমাদের উপহার দিয়ে চলেছে... সেটা কিন্তু যেদিন তোমার গল্প পড়া শুরু করেছিলাম, সেদিনই মনে এসেছিল... কিন্তু মাঝে কোন মন্তব্য করতে চাইনি ইচ্ছা করেই... শেষ আপডেট অবধি পড়ে নিয়ে আজ লিখতে বসলাম... তোমার গল্পটি একেবারে সিনোম্যাটিক যাকে বলে, তাইই... দুটো নারীর মাঝে একটি পুরুষের মানসিক টানাপড়ান... খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ গল্পের প্লটটাকে... সমগ্র গল্পটা জুড়েই একটা মায়াবী ভালোলাগা জড়িয়ে রয়েছে... ভালো... খুব ভালো হচ্ছে... চলুক লেখা... সাথে আছি...

সাথে অনেক লাইক আর রেপু দিয়ে রাখলাম...
Namaskar
[+] 1 user Likes bourses's post
Like Reply
(21-04-2022, 06:30 PM)bourses Wrote: কিছুদিন আগেই বুম্বার গল্পে একটা মন্তব্য করেছিলাম... আজকাল বেশ কিছু নবীন লেখক তাদের অসামান্য গল্পের ডালি নিয়ে আমাদের উপহার দিয়ে চলেছে... সেটা কিন্তু যেদিন তোমার গল্প পড়া শুরু করেছিলাম, সেদিনই মনে এসেছিল... কিন্তু মাঝে কোন মন্তব্য করতে চাইনি ইচ্ছা করেই... শেষ আপডেট অবধি পড়ে নিয়ে আজ লিখতে বসলাম... তোমার গল্পটি একেবারে সিনোম্যাটিক যাকে বলে, তাইই... দুটো নারীর মাঝে একটি পুরুষের মানসিক টানাপড়ান... খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছ গল্পের প্লটটাকে... সমগ্র গল্পটা জুড়েই একটা মায়াবী ভালোলাগা জড়িয়ে রয়েছে... ভালো... খুব ভালো হচ্ছে... চলুক লেখা... সাথে আছি...

সাথে অনেক লাইক আর রেপু দিয়ে রাখলাম...
Namaskar



আপনাদের এই ভালবাসা আর অনুপ্রেরণা আমার লেখার শক্তি। 
এই উৎসাহেই আবার লিখতে বসি, চরিত্র সাজাই গল্পের খোঁজে এদিক ওদিকে মানুষের ভিড়ে চলে যাই। আগেও যা লিখেছি পড়েও যা লিখবো সেসবের রসদ বাস্তব।
❤️❤️
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
Dada aj ki update asbe na ?
[+] 1 user Likes dreampriya's post
Like Reply
(21-04-2022, 11:18 PM)dreampriya Wrote: Dada aj ki update asbe na ?

নেট প্রবলেম ছিল সেই সাথে বাবান দার আপডেট তাই একটু দেরি করলাম।
এখনি আসবে।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
পর্ব- সতেরো



[Image: HdbOhVYG_t.jpg]



সময় বয়ে চলে আপন গতিতে, সময়ের বাঁধা ধরা কোন নিয়ম নেই। নিজের খেয়ালে সবাইকে বেঁধে রাখে। আমরা সবাই সময়ের দাস, সময়ে চলতি পথে আমরা সবাই খেলার পুতুল মাত্র। সময়ের প্রবাহে মানুষ হাসে-কাদে, কাউকে কাছে টেনে নেয়, কাউকে দূরে সরায়। একদিকে নতুন কিছু গড়তে থাকে তো অন্যদিকে দুঃস্বপ্নের মত ভাঙন। এই ভাঙা গড়ার যে খেলা খেলছি আমরা সবাই সেটাই জীবন।


জন্মের পর থেকে শুরু শেষ নিশ্বাসের আগ পর্যন্ত এই যে এত সম্পর্ক, এত ভালবাসা, আবেগ, চেতনার বহিঃপ্রকাশ সবকিছুই তো ঐ একটা সুতোয় বাঁধা৷ "মায়া"- মায়া অদৃশ্য সেই সুতোয় বেঁধে রাখে সবাইকে। আমরা সবাই সেই সুতোয় জড়িয়ে আছি বলেই চলার পথে বেঁচে আছি, যেদিন সেই সুতোটা ছিঁড়ে যাবে সেদিন শ্বাস চলতে থাকা একটা নিথড় দেহ পড়ে থাকবে বিশাল পৃথিবীর উন্মুক্ত ভূ-পৃষ্ঠে।

আমরা কেউ সেটাকে অপত্য স্নেহ বলি, কারও কাছে সেটা সখ্যতা, কেউ হয়তো বাৎসল্য ভাবি আবার অনেকের কাছে সেটাই ভালবাসা এই সবই কিন্তু এক উৎসে সৃষ্টি। আর সেই উৎসেই থাকে মায়া। মায়া থেকে বন্ধনের সৃষ্টি। সেই বন্ধনেই আবদ্ধ আমরা সবাই।

দেখতে দেখতে তথার ফাইনাল পরিক্ষা চলে আসছে। দিন পাঁচেক পর ওর পরীক্ষা শুরু হবে। পরিক্ষা শেষ হলে তখন আবার মেডিকেল এডমিশন কোচিং এ এডমিট করতে হবে, অনেক টাকার ব্যাপার। এ মাসে মার্কেটে একটু বেশিই সময় দিচ্ছে নিলয়। টার্গেট ক্রস করে যত বেশি সেলস করতে পারবে তার উপর একটা বোনাস ক্রেডিট পাবে। সেই টাকা টা হাতে পেলে মেডিকেল এডমিশন কোচিং এ এডমিট টা সহজ হবে।

বাসায় ফিরে নিজের রুমে ঢুকতেই দেখে তথা টেবিলে কিসব কাগজ পত্র ঘাটছে। দরজার শব্দে পিছন ফিরতেই নিলয়কে দেখে থমকে দাঁড়ায়। ওর চেহারা দেখে মনে হয় ভুত দেখে থতমত খেয়েছে।

-কি ব্যাপার, তুমি এসব কাগজপত্র নিয়ে করছো।

-(নিজেকে সামলে নিয়ে) এই টেস্ট রিপোর্ট গুলো কার? 

-(প্রচ্ছন্ন রাগ নিয়ে) আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করছো যে।

-(রাগান্বিত স্বরে) এই রিপোর্ট কি তোমার?

-(তথাকে এমন ভাবে রাগতে দেখে ভীমড়ি খেয়ে) নাম যেহেতু আমার লেখা, তাহলে তো আমারই হবে।

-(রাগে চোখ মুখ লাল হয়ে আছে) তোমার যে শরীরটা খারাপ যাচ্ছে একবারও তো বললে না। তুমি কি মানুষ নাকি? একবার বলতে তো পারতে, পাশাপাশি দু'জন মানুষ থাকি। নাকি সেটা জানার অধিকারও নেই।

-(ঠান্ডা স্বরে) আরে এটা অনেক আগের। তেমন কিছু হয় নি তো। তোমাকে বললে শুধু শুধু টেনশন করবে তাই বলিনি। আর এখন তো ঠিক আছি।

-(সশব্দে রিপোর্ট কার্ডটা টেবিলে ছুড়ে দিয়ে) থাক। আমাকে বলার দরকার নেই। আমি কে?

হনহন করে তথা বেরিয়ে যায় ঘর থেকে। নিলয় কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ভাবে একটু সময় যাক মাথাটা ঠান্ডা হোক তখন না হয় বুঝিয়ে বলে আসলেই হবে। তবে অন্য চিন্তা ঘিরে ধরে নিলয় কে। সে বুঝতে পারে তথার মনের কোনে নিলয়ের প্রতি অধিকার  বোধ জন্ম নিচ্ছে, সেটা আর বাড়তে দেয়া যাবে না।

কিছুক্ষণ পর চা নিয়ে তথার ঘরে যায় নিলয়। টেবিলে মাথা গুঁজে বসে আছে। নিলয় গিয়ে বিছানায় বসে শব্দ করে চায়ের কাপটা টেবিলে রাখে। শব্দটা তথা কানে পৌঁছালেও হয়তো হৃদয়ে নাড়া দেয় না। আগের মতই অন্যদিকে মুখ ঘুরিয়ে টেবিলে মাথা গুঁজে রাখে। নিলয় বুঝে এখন কিছু বলতে গেলে উল্টোটা বুঝবে, থাক পরে না হয় কথা বলা যাবে। উঠে দাড়িয়ে একবার হাত বুলিয়ে দেয় তথার মাথা, বেরিয়ে যায় ঘর থেকে। তথার ছলছল করা চোখ দুটোর অশ্রু টেবিলে থাকা খাতার পাতা গুলো ভিজিয়ে দেয়।

রাতের খাবার সময়ও কোন কথা হয় না। ঘরে এসে বিছানায় বসতেই ভাইব্রেশনে ফোনটা কেঁপে উঠে।

-কিরে কোথায় ছিলি। আগে দু'বার ফোন করলাম রিসিভ করলি না।

-ওহহ, খেতে বসেছিলাম। মোবাইল  টা সাইলেন্ট ছিল তো টের পাইনি। তুই খেয়েছিস?

-হুম অনেক আগেই। রাতের ঔষধ খেয়েছিস?

-এই রে একদম মাথায় ছিল না। এখনি খেয়ে নেব।

-(চেঁচানো স্বরে) ভাল খুব ভাল।  ঔষধের কথা মনে থাকবে কেন। দুনিয়ায় সব মাথায় থাকে শুধু নিজের প্রয়োজনের জিনিস গুলোই থাকে না।

-আরে বাবা তরা সবাই যদি আমার উপর এত চোটপাট চালাস তবে আমি যাব কোথায়?

-(অবাক হয়ে) তরা মানে? আর কে।

-(হকচকিয়ে সর্বনাশ হয়ে গিয়েছিল) আর কে হবে। তুই তো সবসময় চোটপাট করিস। সেটাই বললাম। কি করছিস রে?

-আজকাল কথার লেন পাল্টানোতে উস্তাদ হয়ে গেছিস দেখছি।

-তর সাথে কথায় আমি পাড়বো না। তুই বললে এসে তর পা ধরে ক্ষমা চাইবো।

-থাক থাক অতি ভক্তি চোরের লক্ষণ। বরং কাল আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবি তাহলেই হয়ে যাবে।

-আপনার আজ্ঞা শিরোধার্য। ভাগ্যিস তুই কলেজে থাকতে আমার প্রপোজ টা একসেপ্ট করিস নি। করে নিলে তো আমি শেষ হয়ে যেতাম।

-তাই নাকি, তোর আমাকে তেমন মনে হয়।

-আমার নারে, কবিরা এমন ভাবেই বলে গেছে।

-কি বলেছে শুনি

-তাহলে শোন কবিতাটা

তোমাকে পেয়ে গেলে আমার শালার বিরাট সমস্যা হয়ে যেতো,
সব কথা তোমারে বলা লাগতো লেখার মতোন কিছুই পাইতাম না।
দুপুরে হয়তো তোমারে পাইতাম 
কিন্তু ছাড়খার করা দুপুর পাইতাম না,
বিকালে নিয়ম কইরা তোমার লগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না।
সারারাত তোমার লগে 
ফুসফুস কইরা কথা বলা লাগতো
রাত আমারে আর পাইতো কই?
তোমারে পেয়ে গেলে 
আর আক্ষেপ করার মতোন কিছুই থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা লাগতো।
তোমার দিক তাকাইলে তোমার চোখে ডুইবা যাইতাম পিংক ফ্লয়েডে আর ডুবা হইতো না।

তোমার ভালোবাসা পেয়ে গেলে 
হয়তো চায়ের কাপে 
ভালোবাসা একটু কম কম লাগতো।
সিগারেট খাওয়া হতো না,
আর সিগারেটের মধ্যে পাগল করার যে ম্যাকানজি টা ও বুজতে পারতাম না।  
তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট আর পাওয়া হইতো না তখন ছোট-খাটো কষ্ট শালা জ্বালায়ে মারতো।
কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দান লাইটরে টর্চলাইট মনে হইতো।
তোমার চুমু পেয়ে গেলে হয়তো খাবার-দাবার সব তিতা তিতা লাগতো,
চিকন শরীরে আরো অপুষ্টিতে ভুগতাম। 
তোমারে পেয়ে গেলে আর কোনো কিছুর পরোয়া করতাম না তখন জগৎ সংসার ছাড়খার হইয়া যাইতে পারতো।
 তাই তোমারে পেয়ে গেলে আসলেই 
আসলেই শালার বিরাট সমস্যা হইয়া যাইতো।ভাগ্যিস তোমাকে পাইনা,
পাইলে লাইফের বারোটা বেজে জেতো।

-ভালো ভালো। সেই জন্যই তো তোর হলাম না।(অভিমানী সুরে)

-এই যে আবার রাগ করে। আমি তো এটা মজা করে বললাম। আমি তো বরাবরই তোরই আছি, তোরই থাকবো।

-সত্যি তো।

-কোন সন্দেহ?

-নারে

আর কিছুক্ষণ কথা বলে মোবাইলটা রেখে দেয় নিলয় আর রুম থেকে বেরিয়ে বিল্ডিং এর নিচে নেমে যায়৷ একটু পরে তথার রুমের দরজায় টুকা দেয়ার শব্দ

-ঘুমিয়ে পড়েছো?

-হুম।

-ওহ তাহলে থাক।

-ঘুমিয়ে পড়লে কথা বললাম কিভাবে। কি দরকার।

-(রুমের ভিতরে ঢুকে) না ঐ হঠাৎ আইসক্রিম খেতে মন চইলো তাই নিয়ে আসলাম।

-আমি খাবো না।

-ওহ তাই তো। আমার তো মনেই ছিল না আমার উপর তো আবার একজনের অনেক রাগ। তবুও টেবিলে রেখে গেলাম যদি আইসক্রিম গলে যাবার আগে যদি কারও রাগ গলে পানি হয়ে যায় তবে যেন খেয়ে নেয়। 
রুম থেকে বেরিয়ে যায় নিলয়।

-(অভিমানী সুরে) এহহ আইসক্রিম নিয়ে এসেছে রাগ ভাঙাতে।
আইসক্রিমের কাপ টা টা হাতে নিতেই নিমিষেই যেন সব রাগ গলে পানি হয়ে গেল তথার। ঠোঁটের কোনে অকৃত্রিম হাসি।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
Like Reply
Kicho bolar nai just awesome chalia jan
[+] 1 user Likes Boti babu's post
Like Reply
(22-04-2022, 12:29 AM)Boti babu Wrote: Kicho bolar nai just awesome chalia jan



thanks 
উৎসাহ দেবার জন্য অনেক ধন্যবাদ।
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 1 user Likes nextpage's post
Like Reply
কি অসাধারণ লেখা এক কথায় চমৎকার
[+] 1 user Likes Akash88's post
Like Reply
আর দু লাইন লিখলে কি ক্ষয়ে যেত ..?
তোমারেই চেয়েছি,
শতরূপে শতবার ,
নিয়মে অনিয়মে ।
[+] 1 user Likes mahadeb's post
Like Reply
যেমন তথা তেমনই দোলন, উভয়েই নিলয়ের দুই পাশ ঘিরে রয়েছে। is pyar ko kya naam doon পরিস্থিতি আসলেই.........
[+] 1 user Likes a-man's post
Like Reply
অসাধারণ !!!

নেশা চড়ে গেছে আমার ... ভাসছি হাওয়াতে .... 



clps yourock
[+] 2 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)