14-04-2022, 09:42 AM
এমন একটা গানের ফাঁদে তো তথাকে পড়তেই হতো https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU
Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)
|
14-04-2022, 09:42 AM
এমন একটা গানের ফাঁদে তো তথাকে পড়তেই হতো https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU
14-04-2022, 11:05 AM
(14-04-2022, 09:42 AM)a-man Wrote: এমন একটা গানের ফাঁদে তো তথাকে পড়তেই হতো https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU সত্যিই প্রথম প্রেম সবকিছুই উলটপালট করে দেয়। বদলে দেয়, বদলাতে বাধ্য করে নিজেকে। সত্যিই পেয়ার এ তুনে কেয়া কিয়া। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
14-04-2022, 11:08 AM
(14-04-2022, 09:42 AM)a-man Wrote: এমন একটা গানের ফাঁদে তো তথাকে পড়তেই হতো https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU বুকে চিনচিনে ব্যথা ....
14-04-2022, 12:26 PM
(14-04-2022, 11:08 AM)ddey333 Wrote: বুকে চিনচিনে ব্যথা .... গ্যাস্ট্রিক থেকেও হতে পারে। জলদি ঔষধ খেয়ে নিন ?? হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
14-04-2022, 02:11 PM
14-04-2022, 07:54 PM
14-04-2022, 08:07 PM
14-04-2022, 08:25 PM
(This post was last modified: 14-04-2022, 08:27 PM by nextpage. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব- দশ
সকাল ৭ টা নাগাদ কয়েকবার ফোন করা হয়ে গেছে দোলনের। বাবারে কি মেয়ে এটা একটু দম নেবার ফুসরত দেয় না। আউটডোরে ডাক্তার ১ টা নাগাদ থাকবে, এত তাড়া কিসের ওর কে জানে। মনে হচ্ছে শরীর আমার না ওর খারাপ করেছে। শেষ কবার তাই ইচ্ছে করে ফোন ধরলো না নিলয়। ১০ টা নাগাদ স্নান আর নাস্তা করে তৈরী হয়ে নেয় নিলয়। নাস্তা করার সময়ই খেয়াল করেছে মোবাইলে দোলনের মেসেজ এসেছে, ওকে দূর্গাবাড়ির সামনে থেকে নিয়ে যেতে হবে। নাস্তার টেবিলে বসার পর থেকেভ খেয়াল করছে তথা মোবাইলে কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে, আর মাঝে সাঝে মিটিমিটি হাসছে। কিছুটা খটকা লাগে নিলয়ের৷ তথাকে আগে এভাবে মোবাইলে বিভোর থাকতে দেখে নি কখনো। ইদানীং কেমন একটা পরিবর্তন লক্ষ্য করছে তথার মাঝে। প্রায়ই আনমনে থাকে, যেন কি যেন ভেবে চলেছে সবসময়। এ বিষয়ে বেশি মাথা ঘামায় না ও। দুজনে নাস্তা সেরে একসাথে নিচে নেমে আসে। তথা অটোতে উঠে পরতেই নিলয় একটা রিক্সা নিয়ে নেয়। দূর্গাবাড়ি পৌঁছাতেই খেয়াল করে দোলন জনতা ব্যাংকের ওদিকটায় দাঁড়িয়ে আছে। রিক্সা ওর সামনে দাঁড়াতেই ও উঠে পড়ে। রিক্সা চলতে থাকে চরপাড়া হাসপাতালের দিকে। -কিরে তর কি কোন কান্ড জ্ঞান নেই, এত দেরি হলো কেন? -দেরি করলাম কই? আর এত সকালে গিয়ে কি করবো। তুই জেদ করছিস তাই ডাক্তারের কাছে যাচ্ছি, নইলে এমনি কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যেতাম। -(রাগ ভাব নিয়ে) তুই যে কেমন রেস্ট নিবি সেটা তো আমাকে আর জানাতে হবে না। ঐ তো সকাল থেকে বিকাল অব্দি বাইরে দৌড়াদৌড়ি করিস। এই যে বলি একটু নিজের যত্ন নে। কিন্তু কে শোনে কার কথা। তোর বউও তো পারে একটু যত্নআত্তি করতে নাকি। আমার আর কি নিজের খেয়ে বনের মোষ তাড়াই। -তুই এমন কেন রে। কোথাকার কথা কোথায় নিয়ে যাস। তুই ছাড়া আমার কাছের বলতে কে আছে বল। তুই আমার দেখভাল না করলে আর ঐ বউ বউ করতে না করেছি তো নাকি। -(নিলয়ের হাত টা হাতে নিয়ে) আমারও তর মত কাছের কেউ নেই। -(দুষ্টু হাসি দিয়ে) তাই বুঝি? দাড়া তোর বিয়ের ব্যবস্থা করি, তাতে কাছের আরেকজন হবে। -(চোখ দুটো বড় বড় করে) তবে রে তোকে এখনি রিক্সা থেকে ঠেলে ফেল দেব বলে দিলাম। (একটু বিরতি নিয়ে) তুই বিয়ে করবি আমাকে? - ছি ছি কি বলিস। তুই না বললি ঘরে আমার বউ আছে। একটা থাকতে আরেকটা। আমাকে কি জেলে পাঠাতে চাস? -(মুখ ফুলিয়ে) ও আমাকে বিয়ের কথা বলতেই এখন বউ এসে হাজির। যা যা আমাকে তর বিয়ে করতে হবে না। তুমি তোমার ঐ তথা সোনাকে নিয়েই ইটিশপিটিশ কর গিয়ে। -(দোলনের মুখে হাত চাপা দিয়ে) তর মুখে কিছু আটকায় না। কোথায় আছি সেটা তো দেখবি একবার, চুপ কর এখন। কথা বলতে বলতে হাসপাতালের নতুন ভবনের আউটডোর গেটের সামনে রিক্সা এসে দাঁড়ায়। ভিতরে গিয়ে টিকিট কেটে ডাক্তারের রুমের দিকে যেতে থাকে। অনেক লম্বা লাইন হয়ে গেছে, ইশ ওর কথা মত আরেকটু আগে আসলেই ভাল হত ভাবে নিলয়। মিনিট পনের পর ওদের সিরিয়াল আসে। ভিতরে একজনের বেশি প্রবেশ করতে দেয় না, কিন্তু দোলন নাছোড়বান্দা সে ভিতরে যাবেই। অগত্যা ওকে নিয়েই রুমে গেলাম। ডাক্তার বিপি চেক করলো, চোখ, জিহবা এসব দেখলো, সাথে আরও কিছু চেকআপ চললো। রোজকার মত কিছু টেস্ট আর কিছু মেডিসিন লেখে দিল। টেস্টের রিপোর্ট নিয়ে পরদিন আবার দেখা করতে বললো। বের হতে যাবে তখনি ডাক্তার বলে উঠলো -উনার বিপি অনেক কম, হয়তো টেনশন করে কিছু নিয়ে। আর খাওয়া দাওয়া ঠিকমত করে না তাই শরীর দুর্বল। আপনার স্বামীর খেয়াল রাখবেন। নিয়মিত ঔষধ গুলো খাওয়াবেন। ডাক্তারের মুখে আপনার স্বামী কথাটা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় দোলনের। প্রতিত্তোরে শুধু 'ঠিক আছে' বলে হনহন করে হাঁটতে শুরু করে ও। নিলয়ও ওর পিছন পিছন চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে হাসপাতালের বাইরে চলে আসে। -টেস্ট গুলো করে কাল রিপোর্ট গুলো দেখিয়ে নিস। -(অবাক হয়ে) কাল তুই আসবি না আমার সাথে। -না। -(ওকে খোচা মেরে) কেনরে? ডাক্তার কি বললো শুনলি না, তর স্বামীর খেয়াল রাখতে। -(তেড়ে এসে) আমি কি তোর বিয়ে করা বউ নাকি যে তর সাথে সাথে আমাকে আসতে হবে। যা তর তথা কে নিয়ে আসিস, আমি পারবো না। নিলয় বুঝলো দোলন ক্ষ্যাপে গেছে, ওর মাথা ঠান্ডা করা দরকার। নিলয় দোলনের হাত ধরে বলে -হুম বুঝেছি, চল এখন। -কোথায় যাবো? -গেলেই দেখতে পারবি। রিক্সায় উঠে দুজনে। রিক্সাকে কৃষি ভার্সিটি যেতে বলে দেয়। এখন আর কথা বলে না কেউ। অন্যদিকে তাকিয়ে আছে দোলন, নিজের চোখ আড়াল করতে চাইছে নিলয়ের কাছ থেকে। কিন্তু নিলয়ের হাত টা তখনো ওর মুঠোতে বন্দি। নিলয় বুঝতে পারে, দোলনের ভিতরে কি চলছে। তাই ওকে আর ঘাঁটতে যায় না ও। ভার্সিটি ক্যাম্পাসে পৌঁছে রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে থাকে দুজনে। -নীলু, খিদে পেয়েছে রে। -চল, কিছু খেয়ে আসি। দুজনে হাঁটতে হাঁটতে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এদিকে চলে আসে। একাদশ- দ্বাদশ শ্রেণীতে এখানেই পড়েছে নিলয়। কলেজের উত্তর দিকের গেটের পাশেই একটা ঝালমুড়ির দোকান আছে, সেদিকেই যাচ্ছে ওরা। কলেজে পড়ার সময় এখান থেকে ঝালমুড়ি- চানাচুর এসব খেতো ওরা। এখনো মাঝে মাঝে আসে নিলয় এখানে। আসলেই এখানের ঝালমুড়ি খাওয়া চাই। কাছে এসেই হাঁক দেয় নিলয় -মামা দুটো স্পেশাল ঝালমুড়ি বানাও। কণ্ঠস্বর টা পরিচিত লাগছে হয়তো তাই ঝালমুড়ি ওয়ালা মাথা বাড়িয়ে সামনের দিকে তাকিয়ে চিনতে পারে সে। -কি খবর মামা? এবার ম্যালা দিন পর আইলা। লগে কেডা? এইলারে তো মনে অয় না আগে দেখচি। -আমার বন্ধু। একসাথে কলেজে পড়তাম, তাই দেখো নাই। -তা মামা আফনের এই বন্ধু রে কি হেই আগের মত নিজে মুড়ি বানাইয়া দিবাইন নাকি। কথাটা খারাপ লাগে না নিলয়ের। তাই উঠে পড়ে সে নিজেই ঝালমুড়ি বানাতে। -কিরে তুই কি সত্যিই ঝালমুড়ি বানাবি? -তর জন্য আমি সব পারি, ঝালমুড়ি তো কিছুই না। নিলয় গিয়ে ঝালমুড়ি বানাতে শুরু করে। প্রথমে মুড়ি নেয় তাতে চিড়ে ভাজা, চানাচুর, বাদাম, চানা বুট মাখা দেয়। তারসাথে শশা, টমেটো, গাজর, মরিচ কুচি আর ধনেপাতা কুচি মিশিয়ে দেয়। শেষে লেবুর রস লবণ আর সরষে তেল, একটু তেঁতুল টক মিশিয়ে কাঠি দিয়ে ভাল করে নাড়িয়ে দেয়। ব্যস ঝালমুড়ি তৈরী। মুখে দিয়েই অনবদ্য স্বাদের দেখা পায় দোলন। চোখ বন্ধ করে স্বাদটা আরও ভাল করে উপভোগ করতে চায় সে। বাকি মশলা, বুট-বাদাম কিংবা গাজর-শশার স্বাদের বাইরেও আরেকটা স্বাদের সন্ধান পায় সে। কি সেটা? অন্যরকম ভাবে ছড়িয়ে পড়েছে সারা মুখের ভিতরে। না না শুধু মুখের ভিতরে না স্বাদটা গলা, পাকস্থলী, শিরা, উপশিরা হয়ে কোষে কোষে পৌঁছে গেছে। কত ঝালমুড়ি খেয়েছে কিন্তু আজকের মত কখনো হয়নি। আজ আলাদা লাগছে কেন? নীলু ওর নিজ হাতে বানিয়েছে বলে। নীলুর স্পর্শে সব কিছুর স্বাদ কি এভাবেই বেড়ে যায়?? আরও কিছুক্ষণ হাটাহাটি করে ওরা ফিরে আসে। দোলন কে বাসার সামনে নামিয়ে দিয়ে নিলয় চলে যায় ওর সেলসের কাজে। আজ সেলসের কাজ একটু আগেভাগেই শেষ করে নিলয়। এখন বাসায় ফিরে একটু রেষ্ট নিয়ে আবার টেষ্ট গুলোর জন্য যেতে হবে। বিকেলের সময়টাতে রাস্তায় প্রচুর জ্যাম হয়, তাই হেঁটেই বাসার দিকে যেতে থাকে। হঠাৎ কিছু একটা চোখে পড়ে নিলয়ের। তথার মত কাউকে দেখলো রাস্তার ঐপাশ দিয়ে যেতে। মোবাইল বের করে সময়টা দেখে নেয় নিলয়৷ এ সময়টাতে তথার ফিজিক্স টিউশন থাকে। ও ওখানেই আছে হয়তো। নিলয় ভাবে সে ভুল দেখেছে। আবার হাঁটতে শুরু করে, কিন্তু মাথা থেকে বিষয়টা ফেলতে পারছে না। ও চোখ বন্ধ করে আবার ভাবে। না ভুল নয়, ওটা তথাই ছিল। ওই ছেলেটা কে তাহলে?তথা যার সাথে বাইকে ছিল। সন্দেহ কাটাতে টিউশন স্যারের কাছে ফোন করে নিলয়৷ স্যার জানায় আজ তথা টিউশনে যায় নি। এবার বুঝতে এই তাহলে গত কিছুদিনের পরিবর্তনের কারণ। মোবাইলে এই ছেলের সাথেই কথা বলার সময় এমন ভাবে হাসে ও। লেখাপড়ায় ফাঁকি দিয়ে এসব চলছে। কারও সাথে রিলেশনে জড়িয়েছে তথা সেটা নিয়ে কোন অভিযোগ নেই ওর মনে। কারণ ওটা ওর স্বাধীনতা, সেখানে কিছু বলার এখতিয়ার ওর নেই সেটাই ভাবে নিলয়। কিন্তু তাই বলে পড়াশোনায় সেটার প্রভাব পড়ুক সেটা চায় না নিলয়। এটা নিয়ে ওর সাথে কথা বলবে সুবিধাজনক সময়ে। আপাতত এটা নিয়ে মাথা ঘামায় না আর। বাসার দিকে হাটতে থাকে নিলয়। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
14-04-2022, 09:34 PM
তোর জন্য সব করতে পারি ,
শুধু ঝালমুড়ি ?? পুটিন এর সঙ্গে একা লড়াই করে মরে যেতে পারি ... কিছু যায় আসবে না আমার !!
14-04-2022, 10:21 PM
প্রেম কথাটা ছোট... অক্ষর তার দুটো - কিন্ত কি দম মাইরি
সত্যি বলতে যত এগোচ্ছে ততই যেন আরও হারিয়ে যাচ্ছি আমি ও আমার মত বাকিরা। এই বন্ধুত্ব, অধিকার, রাগ অভিমান দুস্টুমি সব একত্রিত হলে তবেই না ভালোবাসা গল্প সত্যিকারের ভালো একটা বাসা খুঁজে পায় পাঠক বুকে। চলতে থাকুক
14-04-2022, 10:34 PM
(14-04-2022, 09:34 PM)ddey333 Wrote: তোর জন্য সব করতে পারি , সবাই পুটিনের পেছনে কেন লাগে। ও বাবা ডেঞ্জারাস লোক এর চেয়ে ভাই দেন কাকু কিংবা কিউ জং হলে খেলা জমবে। ?? হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
14-04-2022, 10:37 PM
(14-04-2022, 10:21 PM)Baban Wrote: প্রেম কথাটা ছোট... অক্ষর তার দুটো - কিন্ত কি দম মাইরি ভালবাসা খরস্রোতা নদীর মত। সামনের দিকেই বয়ে চলে আর ভাসিয়ে নেয় সবকিছু। দেখা যাক নদীর জল কোথায় গড়ায়। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
15-04-2022, 10:52 AM
শুভ নববর্ষ- ১৪২৯ সবাইাকে জানায় নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভাল কাটুক সেই প্রার্থনা রইলো। সবার জন্য রইলো অনেক ভালবাসা। পাশে থাকবেন সবসময়। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
15-04-2022, 11:48 AM
দেখা যাক কোনদিকে যায়? একপাশে দোলন একপাশে তথা। তথার প্রতি দায়িত্ববোধ আর দোলনের প্রতি টান কোনোটাই এড়িয়ে যেতে পারছেনা নিলয়.........
15-04-2022, 11:50 AM
(14-04-2022, 10:21 PM)Baban Wrote: প্রেম কথাটা ছোট... অক্ষর তার দুটো - কিন্ত কি দম মাইরি তাই তো Pyar tune kya kiya https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU
15-04-2022, 11:52 AM
15-04-2022, 01:28 PM
(15-04-2022, 11:48 AM)a-man Wrote: দেখা যাক কোনদিকে যায়? একপাশে দোলন একপাশে তথা। তথার প্রতি দায়িত্ববোধ আর দোলনের প্রতি টান কোনোটাই এড়িয়ে যেতে পারছেনা নিলয়......... সত্যিই বেচারা নিলয়ের জন্য কষ্ট হয়। কোন দিকে যাবে। দেখি শেষমেশ কি হয়। ❤️❤️ হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
15-04-2022, 01:30 PM
(15-04-2022, 11:52 AM)a-man Wrote: ডেঞ্জারাস এবং সুগভীর জলের মাছ যেখানে বাইডেন নেহাতই বালক [image] আসলে সবকিছুর আড়ালে যা হয় তা বিজনেস। যার বিজনেস মাইন্ড যত ভাল সে তত ভয়ংকর। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
15-04-2022, 07:47 PM
পর্ব- এগারো
টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলেছিল জন্ডিস এর লক্ষণ। কিছু দিন পুরোদমে রেস্ট নিতে বলেছিল আর সাথে পুষ্টিকর খাবার, ফলমূল, শাক-সবজি বেশি করে খেতে বলেছিল। কিন্তু সেলসে কাজ করে যারা তাদের দম ফেলার জোঁ থাকে না। বিশ্রাম নিবে কি উল্টো গত পনের বিশ দিন ধরে খুব চাপ যাচ্ছে নিলয়ের উপর দিয়ে। হঠাৎ করেই মার্কেটে সেলস খুব ডাউন। সেটা নিয়ে প্রায়ই কথা শুনতে হচ্ছে টিএসএম এর কাছে। মাঝে মাঝে কিছু অকথ্য ভাষার গালিগালাজ পর্যন্ত শুনতে হয়। এই চাকরিতে এটা রেগুলার ব্যাপার হয়ে দাড়িয়েছে। টার্গেট মিস হচ্ছে কেন, সেলস বাড়ছে না কেন এসবের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে নিলয়। মাস গেলে যে বেতন টা কোম্পানি দেয় তার চেয়ে দ্বিগুন পরিশ্রম করিয়ে নেয়। এমাসের শুরু থেকেই বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টিতে এম্নিতেই দোকানে বেচাকেনা কমে যায় তার সাথে আবহাওয়া একটু ঠান্ডা হলে তো বেভারেজ পণ্যের চাহিদা একদম কমে যায়৷ মার্কেটে চাহিদা না থাকলে সেলস আসবে কোথা থেকে। সেটাই বুঝতে চায় না অফিসার গুলো, তাদের ঐ এক কথা সেলস বাড়াও সেলস বাড়াও। মেজাজ টা খুব বিগড়ে আছে কিছুদিন ধরে এ নিয়ে। এদিকে তথার সাথেও আর ঐ বিষয়টা নিয়ে কথা বলা হয়নি৷ বলার সময় সুযোগ দুটোই হয়ে উঠে নি। এমনিতেই শরীরটা ঠিক চলছে না তার উপর মার্কেটের অবস্থা খারাপ, সেটা নিয়ে টেনশনে সারাদিন পর বাসায় ফিরে আর কথা বলতে ইচ্ছে করে না। খেয়ে দেয়ে মরার মত ঘুমাতে চলে যায় নিলয়। ভাবছে কথা টা না বললেই নয়। ওর এ মাসের টিউটোরিয়াল রেজাল্ট টা খারাপ হয়েছে সেটা কলেজ থেকে জানিয়েছে, সেই সাথে প্রায়ই খবর নিয়ে জানতে পারে টিউশন মিস দিচ্ছে তথা। ব্যাপার টার একটা বিহিত করতে হবে শীঘ্রই। নইলে নিজের ভবিষ্যৎ টা নষ্ট করবে মেয়েটা। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে চলেছে। সাথে ধমকা বাতাসের ঝাঁপটা, তাই ছাতা থাকা সত্ত্বেও ভালই ভিজে গেছে শরীরটা। না এভাবে ভিজে গায়ে সকাল থেকে কাজ করে চলেছে, এবার না আবার ঠান্ডা জ্বরে ভুগতে হয় কে জানে। ওসব ঠান্ডা-জ্বর নিয়ে যতটা না চিন্তা তার চেয়েও বেশি চিন্তা দোলন কে নিয়ে। ও যদি জানতে পারে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে তবে আর রক্ষে থাকবে না। বকবকানি আর শাসনে আরও জীর্ণ হয়ে যাবে নিলয়। শেষ বিকেলের দিকে বৃষ্টির বেগ বাড়তে থাকে, তাই নিলয়ও বাসায় চলে যাবার সিদ্ধান্ত নেয়। সারাদিনের ভিজে যাওয়া শরীরটাতে হালকা কাঁপুনি আসতে শুরু করেছে। এর মাঝেই দোলনের ফোন এসেছিল। বৃষ্টিতে যেন গা বাচিয়ে চলে সেটার জন্য সাবধান করে দিয়েছে। কিছু একটা বলে এবারের মত ওকে শান্ত করেছে নিলয়। বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হয়ে গেল। দরজার তালা খুলে নিজের রুমে গিয়ে ভিজে জামাকাপড় চেঞ্জ করে বাথরুমে চলে যায় নিলয়। ফ্রেশ হয়ে চা বসাতে যাবার আগে ঘড়িতে সময় দেখে, এতক্ষণে তো তথার চলে আসার কথা। বৃষ্টিও বাড়ছে কিন্তু এখনো তথার আসার নাম নেই। চা করতে করতে দু-তিনবার ফোন করেছে ওর মোবাইলে। রিং হয়ে চলেছে কিন্তু রিসিভ করছে না। কোথায় আছে কে জানে, বৃষ্টিতে কোথাও আটকে গেল কিনা কে জানে। নিলয় ভাবে একবার বের হয়ে দেখবে কিনা। ও ভাবে হয়তো টিউশনে আটকে গেছে, ওখানে একবার ফোন করে দেখা দরকার। টিউশনে ফোন করে নিলয়, কিন্তু স্যার আজ টিউশন পড়ায় নি। কি কাজে স্যার শহরের বাইরে আজ পড়াবে না সেটা আগেই বলে দিয়েছিল। তাহলে কোথায় গেল মেয়েটা। হয়তো ওর ঐ বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, সে যেখানে খুশি সেখানে যাক। ভাল লাগে না এসব, এমনিতেই নিজের কাজ নিয়েই মেজাজ বিগড়ে আছে- ভাবতে থাকে নিলয়। চা খেয়ে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। না এবার বেশিই চিন্তা হচ্ছে নিলয়ের। রাত হয়ে গেল, বৃষ্টির সাথে দমকা হাওয়া দিচ্ছে৷ না আর বসে থাকলে হবে না, নিচে নেমে আসে পাশে একটু দেখা আসা দরকার- মনে মনে সিদ্ধান্ত নেয় নিলয়। অন্যদিকে ফোন করে চলেছে, এবার আর কল ঢুকছে না, নাম্বার বন্ধ দেখাচ্ছে। হাতে ছাতা নিয়ে বের হতে যায় ও, তখনি খেয়াল করে ঘরে দিকে আসছে তথা। বৃষ্টির জলে পুরো ভিজে জবজবে হয়ে আছে। জামাকাপড় লেপ্টে আছে শরীরে সাথে। শরীরের লোকায়ত অঙ্গ গুলো ভিজে কাপড়ের উপর থেকে স্পষ্ট জানান দিচ্ছে। বুকের দিকের ওড়নাটা হয়তো বাতাসে সরে গিয়েছে। ভিজে যাওয়া জামা চেপে বসেছে ওর মাঝারী আকারের স্তনের উপর, ভিতরের ব্রা এর উপস্থিতি দৃশ্যমান। ভিজে শরীরের কাঁপুনি তে তথার সৌন্দর্যে যেন প্লাবন এসেছে। যে কোন পুরুষের নজর কারার জন্য এই মূহুর্তের কোন তুলনা নেই। কিন্তু নিলয়ের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। ঘরের ভিতরে আসতেই তথাকে জিজ্ঞেস করে। -কোথায় ছিলে এতক্ষণ? আর ছাতা কোথায় তোমার? -(ঠান্ডায় কাঁপতে কাঁপতে) টিউশনে ছিলাম। ছাতাটা ভুলে ওখানেই ফেলে এসেছি। -(প্রচন্ডভাবে রাগান্বিত স্বরে) মিথ্যে বলছো কেন? আজ তোমার টিউশন ছিল না। কি মনে কর আমি কোন খবর রাখি না? -(ভয়ে কেঁপে উঠে মাথা নিচু করে নেয় তথা) -তুমি কি ভেবেছো তুমি, আমি ঘাসে মুখ দিয়ে চলি। সব খবরই রাখি তোমার আমি। টিউশনের কথা বলে ঐ ছেলেটার সাথে ঘুরতে গিয়েছিলে তাই না। তা ওখানে থেকে গেলেই পারতে। এই বৃষ্টিতে আসার কি দরকার ছিল। কোন উত্তর দেয় না তথা। -কদিন ধরেই দেখছি তোমার হাবভাব। লেখাপড়াতে মন নেই, টিউশনে ফাঁকি দিচ্ছ। নিজের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছো ভেবে দেখেছো তুমি। এ মাসের কলেজের টিউটোরিয়াল পরিক্ষার রেজাল্ট কত ড্রপ করেছে তোমার সেদিকে কোন লক্ষ্য আছে তোমার?? মাস ছয়েক পর ফাইনাল পরিক্ষা সেসবের চিন্তা আছে কি? নাকি সব ধ্যান জ্ঞান এখন ঐ ছেলে কে ঘিরে। উত্তর দাও ( চিৎকার করে) -(কাঁপতে থাকে তথা ঠান্ডা আর ভয় দুটোতেই, হয়তো কাঁদছেও কিন্তু ভিজে চুলের ফোঁটা ফোঁটা জলের আড়ালে চলে যাচ্ছে চোখের জল) -কথা বলছো না কেন? তুমি কি নিজের আর স্যারের স্বপ্নের কথা ভুলে গেছ?? আমার তো তাই মনে হয়। লেখাপড়া ছাড়া আর সবকিছুই তোমার ঠিক মত চলছে। তোমার যদি এটাই ইচ্ছে হয় তাহলে সেটা তোমার ব্যাপার। কিন্তু এসব আমার এখানে থেকে চলবে না। সবটাই তোমার উপরে নির্ভর করছে। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো৷ আমি আটকে রাখবো না। তুমি তোমার ইচ্ছে স্বাধীন মত চলো কোন সমস্যা নেই। চাইলে ঐ ছেলের কাছেও চলে যেত পারো, আমি গিয়ে দিয়ে আসবো। ঠকঠক করে কেঁপেই যাচ্ছে তথা৷ ঠান্ডায় ঠোঁট গুলো কালচে হয়ে গেছে, চোখ দুটো লাল বর্ণ ধরে গেছে। ঐদিকে নিলয়ে চিৎকারে আরও গুটিয়ে যাচ্ছে সে। -যাও রুমে যাও এখন, গিয়ে চিন্তা করো কি করবে তুমি। এখন জামা কাপড় চেঞ্জ করে নাও, না হলে আবার জ্বর বাঁধাবে। (উঁচু স্বরে) যাও চেঞ্জ করো গিয়ে, আমি চা করে দিচ্ছি। জবুথবু হয়েই রুমে ঢুকে যায় তথা। নিলয় চলে যায় চা করতে। চা করতে করতে ভাবে ওভাবে না বললেও হত। কথা গুলো তো ধীরেসুস্থে বলাই যেত। আসলে ঐ টিএসএমের রাগ টা তথার উপর দিয়ে বয়ে গেল। না চা টা দেবার সময় ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেই হবে। ওর নিজেরও তো বোধ টা থাকা দরকার, সামনেই ফাইনাল পরীক্ষা এখন যদি এভাবে পড়াশোনার বারোটা বাজায় তাহলে তীরে এসে তরী ডুবাবে মেয়েটা। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।
|
« Next Oldest | Next Newest »
|