Thread Rating:
  • 67 Vote(s) - 2.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
আড্ডা
বাসরঘরে ঢুকতেই বউ আমাকে প্রণাম করে

জিজ্ঞেস করল, "কেমন আছেন দাদা ?"
দাদা শব্দটা শুনে অবাক না হয়ে পারলাম না, ইচ্ছে করছিল দেয়ালে মাথা ঠুকে সুইসাইড করি
বিয়েটা করেছি পারিবারিকভাবে
বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্পবয়সী মেয়ে খোঁজে, আমার বেলায়ও অন্যথা হয়নি পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস 12 পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে দাদা বলাতে একদম হয়ে গেলাম৷ প্রশ্ন করলাম, "আমাকে দাদা বলছো কেন? "
সে স্বাভাবিকভাবে উত্তর দিল, " আপনার
মা আমাকে বলেছে, আজ থেকে উনাকে
'মা' বলে ডাকতে "
" হ্যাঁ, এটাই তো স্বাভাবিক মা' তো ডাকবে! "
বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, " তো আপনার মা যদি আমারও মা হয়, তাহলে তো আমরা
ভাই-বোন তাইনা? "
বউয়ের যুক্তি দেখে দু-চোখ থেকে আবেগে আধ ফোঁটা জল গড়িয়ে পড়ল৷ অধিক শোকে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম
"এই যে দাদা , শুনুন!"
'দাদা ডাকটা শুনে দুঃখে আমার বুকটা 
ফেটে কিডনিতে গিয়ে লাগল জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের ক্রাশ খেয়েছি, সবগুলো মেয়েই আমাকে 'দাদা ডেকে আমার প্রপোজ করাতে জল ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার বউও দাদা ডাকাটা বাদ দিলো না৷ জীবন রেখে কী লাভ! ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি৷ 
নিজেকে সামলে সাড়া
দিয়ে বললাম, " হ্যাঁ, বলো বোন "
" একটা বিড়াল এনে দেবেন? "
বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, " বিড়াল
দিয়ে কী করবে শুনি?"
"বৌদি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি "
একটা মানুষ কী করে এতোটা গাধারাম হতে
পারে চিন্তা করতে লাগলাম চিন্তায়
ব্যাঘাত ঘটিয়ে আমার হাতে একটা ধাক্কা
দিয়ে বসে বলল, " এনে দিন না একটা
বিড়াল৷ "
ছলছল নয়নে ওর দিকে তাকালাম৷ মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর, মায়া-মায়া ভাব
আছে৷ কিন্তু মাথায় যে ঘিলু বলতে কিছু নেই সেটা আমার আর বোঝার বাকি রইল না
বললাম, " আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দেব তোমাকে "
" কিন্তু বৌদি তো বলল, প্রথম রাতে বিড়াল মারতে৷ "
রেগে গিয়ে বললাম, "তো বৌদির বাড়ী
থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতে,আমার মতো সাদাসিধে ছেলেটার সাথে কেন এমন করছো? "
বউ চুপচাপ শুয়ে পড়ল বিছানায়৷ বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে
ব্যাচেলারদের মতো রাত কাটাতে হবে সব
ইচ্ছে মনের মধ্যে ধামাচাপা দিয়ে
মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম৷
মাঝরাতে বউ আমাদের মাঝের
কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, " দাদা , আমার না খুব ভয় লাগছে "
আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে
মুখ নিয়ে বললাম, " মাঝরাতে এখানে ভূত আসে, আলাদা কাউকে দেখলেই জাপটে ধরে৷ ভালো করে জড়িয়ে ধরো আমাকে "
আহ, কী রোমান্টিক অনুভূতি! মনে হচ্ছে এই বুঝি ব্যাচেলর লাইফটা কেটে গেল আমার
বউয়ের মুখে দাদা ডাক শুনতে শুনতে কান আমার ঝালাপালা ছুটি থাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে
কিছুক্ষণ পরপর বউ আমাকে কল দিচ্ছে
রিসিভ করতেই বলছে, " বাড়িতে কখন আসবেন
দাদা ? বাড়িতে ফেরার পথে বিড়াল আনতে
ভুলবেন না কিন্তু! আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে "
কথায় কথায় দাদা বলাটা বোধহয় বউয়ের একটা বদ অভ্যাস৷ কিছু বলার সাহস হচ্ছিলো না কোনোবারই শুধুমাত্র "হ্যাঁ" বলেই কল
কেটে দিচ্ছি প্রতিবার
বিকেলে যখন ক্যান্টিনে খাওয়াদাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন মায়ের কল
রিসিভ করতেই বললেন, " বাবা, বউমা 
আমাকে শুধুশুধু প্রশ্ন করছে, দাদা আসবে
কখন? আসার পথে বউমায়ের দাদাকে কল দিয়ে নিয়ে আসিস তো "
আবেগে দুচোখ বেয়ে আড়াই ফোঁটা জল
গড়িয়ে পড়ল " ঠিক আছে৷ " বলে কল কেটে দিলাম
একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে
বাসার কলিংবেলে হাত চাপলাম৷ দেখলাম বউ দরজায় দাঁড়িয়ে আছে আমাকে দেখেই বউ জোরে বলতে লাগল, "মা , দেখো দাদা এসেছে৷ " হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ
চেপে ধরলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক-সেদিক ঘুরাছে৷ কিছু বলার চেষ্টাও করছে মুখ চেপে ধরে টেনেহিঁচড়ে আমার রুমে নিয়ে গেলাম৷
বললাম, " তুমি মায়ের সামনে আমাকে
দাদা ডাকবে না "
" কেন! কী হয়েছে? আজ সারাদিন তো
'দাদা ' বলে আপনার কথাই বললাম৷ "
আবারও বললাম, " ঠিক আছে, কারোর
সামনে আমাকে দাদা ডাকবে না বুঝেছো? "
" আচ্ছা ঠিক আছে "
শান্তভাবে আমার পাশে বউ বসে বিড়ালটা নিয়ে খেলা করছে কিছুক্ষণ পর
বউ বলল, " বিড়ালটা খুব কিউট, এটাকে
আমি আর মারবো না আদর করবো "
আমি আর কিছু বললাম না প্রথমবার যখন শ্বশুরবাড়িতে গেলাম লক্ষ্য করলাম বৌদির সাথে বসে আমরা বউ কী যেন
গুজুর-গুজুর করছে আড়ি পেতে শোনার
চেষ্টা করলাম বৌদি বলছে, " কিরে!
বিড়াল মারলি? "
আমার বউ উত্তর দিলো, " উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন, কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো তাই এটাকে বাড়িতেই রেখে দিয়েছি "
দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো লক্ষ্য করলাম বৌদি মিটিমিটি হাসছে
অল্প কিছুদিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব
ঘনিষ্ঠতায় পৌঁছালো৷ কিন্তু নিজের বউয়ের মুখের দাদা ডাকটা সরাতে পারলাম না আর৷
যাইহোক, ব্যাচেলর লাইফ থেকে তো মুক্তি
পেলাম তবে মেয়েটা আমাকে ছাড়া কিছু
বোঝেনা কিন্তু, সবসময় পিছু ধরেই থাকে
বিয়ের পাঁচ মাস যেতেই লক্ষ্য করলাম
আমার বউ ঘনঘন বমি করছে৷ মা কেমন জানি দুষ্টূমির নজরে আমার দিকে তাকায়৷ বেশ হাসিখুশি পরিবারের সবাই, কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে৷
রাত হতে বউ কে জড়িয়ে ধরে জিজ্ঞেস
করলাম, " আচ্ছা, সবাই আমাকে এভাবে
এড়িয়ে চলছে কেন? "
বিশ্বাস করেন দাদা , এরপর যা শুনলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমার বউ মিটিমিটি হাসলো,
আমার বুকে মুখ লোকালো আস্তে করে বলল,
"আপনি মামা হতে চলেছেন"
 
? *সংগৃহীত* ?.  !

[+] 1 user Likes ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
কিছুটা গান পাগল হওয়ার কারণে সময় পেলেই শুনে থাকি গান। কিন্তু আজ এখন এই গান শুনছি ভারাক্রান্ত মনে কারণ চলে গেলেন না ফেরার দেশে মহাগায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় https://www.youtube.com/watch?v=DgOFCazDiZc
Like Reply
জামাই_শ্বশুরে

*************
 
- হ্যালো
 
- অফিসের কাজে এমনিই হেলে আছি
 
- কাজের চাপ দেখাচ্ছ আমায়? তোমার হতে পারে শ্বশুর বলছি
 
- কে শ্বশুর?
 
- রুষার বাবা বলছি রে গর্দভ
 
- ওহ্ কিপটে কাকু ইয়ে স্যরি কাকু স্যালুট কাকু
 
- থাক্ থাক্ কিপটে কাকু বলে আমার পরিচিতি আছে নো প্রবলেম
- আরকি আপনি একটু বেশিই কিন্তু
 
- তুমি আর বুঝবে কি টাকাপয়সার মর্ম? তোমার তো আর ছেলেপিলে নেই
 
- সে আপনার মেয়ের সাথে বিয়ে হলেই ছেলেপুলে হয়ে যাবে সেই নিয়ে নো টেনশন
 
- বেছে বেছে আমার মেয়ের পেছনেই পড়েছ কেন? আর মেয়ে জোটে নি তোর?
 
- জুটেছিল তো অনেক কাকু আপনার মেয়ে টিকতে দিল কই? সব তো ভাগিয়ে দিল
 
- এই এক কাঠি করা দোষ জানো তো মেয়েটার
 
- সে আর বলবেন না কিপটে কাকু
 
- আর কি বলব বাবা তোমায় একটু বোঁদে আর মিষ্টি দই খেয়েছিলাম সেদিন, কোথা থেকে যে দেখল সাথে সাথে কাঠি করে দিল একটা ছবি তুলে, ওর মাকে দেখাবে বলে ব্ল্যাকমেইল করে করে হাজারটাকা আদায় করে ছাড়ল
 
- ছবিটা আমি সাপ্লাই দিয়েছিলাম কাকু ব্ল্যাকমেইলের বুদ্ধিটাও আমার
 
- হতচ্ছাড়া শুয়ার
 
- রেগে যাবেন না কাকু সিনেমা হলে পপকর্ণের দাম জানেন স্যালারিটা লেট হচ্ছিল তাই আপনার সম্পত্তিই ভরসা
 
- সত্যি করে বল, আমার সম্পত্তির ভাগ পাওয়ার লোভে এখনও আমার মেয়ের পেছনে পরে আছিস বল?
 
- আমি মোটেও বলব না যে আপনার সম্পত্তিতে আপনি ইয়ে করুন ভাগ তো আমি নেবই কিপটে শ্বশুরের সম্পত্তি বলে কথা
 
- জানিস আমি চাবকে তোর পিঠের ছাল তুলে দিতে পারি? তা দিয়ে ডুগডুগি বাজাতে পারি? জানিস আমায়? চিনিস? খবর নিয়েছিস আমার সম্পর্কে?
 
- আপনি চেনেন আমায়?
 
- চিনব না কেন? ছ্যাঁচড়া তুমি আমার মেয়ের পেছনে পরে রয়েছ?
 
- আমার আরো পরিচয় আছে কাকু?
 
- কে ভাই তুই? শাহরুখ খান তো আর নোস্
 
- আমি আপনার ফ্রেন্ডলিস্টেরঅ্যাঞ্জেল প্রিন্সেস’, যাকে দুদিন ধরে আপনি আপনার দুঃখের কাহিনী শোনাচ্ছেন আপনার বৌ নাকি হিটলার, পঁয়ত্রিশ বছর আগে কাজল চোখের মায়া কাটিয়ি অন্য কাউকে বিয়ে করলেই নাকি ভালো হত
 
- এই ভাই শোনসোনা ভাই
 
- আরো কি যেন বলছিলেন আপনার বৌ হাতে লাঠি নিয়ে উচ্ছেপাতার রস খাওয়ায়, আপনার বৌ নাকি ঠিক করে দেয় দিনে আপনি কত পার্সেন্ট নিশ্বাস নেবেনপাঠাব নাকি স্ক্রিনশটগুলো শাশুড়িকে?
 
- ভাই রে লোকের সংসারে আগুন লাগিয়ে তোর কি লাভ?
 
- তাহলে আপনি আমার নিজের সংসারের ব্যাবস্থাটা করে দিন
 
- আজই যাব তোর বাড়ি বাপ্
 
- খালি হাতে আসবেন?
 
- পাগল না ছাগল আমি রাবড়ি নিয়ে যাব বাপ্ মেসেজগুলো ডিলিট করে দিবি তো?
 
- সে আগে আপনার মেয়ের পারমিশন দিক এসব বুদ্ধি তো আপনার মেয়ের
 
- ঘরশত্রু বিভীষণ
 
- কিছু বললেন কিপটে কাকু?
 
- নাহ্ না রাবড়ির আর সাথে আর কিছু নেব বাবা?
 
Big Grin Big Grin Big Grin
 
* সংগৃহিত

[+] 2 users Like ddey333's post
Like Reply
# বেচারা শশুর... যদিও কিছুদিন পর দুজনে একসাথে গ্লাস হাতে বসে একে অপরের মনের দুঃখ আলোচনা করবে Big Grin
Like Reply
[Image: IMG-20220310-WA0010.jpg]
Like Reply
[Image: IMG-20220310-WA0017.jpg]
[+] 3 users Like ddey333's post
Like Reply
(10-03-2022, 10:18 AM)ddey333 Wrote: [Image: IMG-20220310-WA0010.jpg]

সুপ্রভাত বলিবার আর কোনো চিত্র খুঁজিয়া পেলেনা.. এই চিত্র দেখিয়ে অনেকের আরও অনেক কিছু ঘুম থেকে জাগিয়া উঠিবে  Big Grin

[quote pid='4717665' dateline='1646905987']
[Image: IMG-20220310-WA0017.jpg]
[/quote]

পার্থ বাবুর বৌ রক্স ম্যান  
Like Reply
[Image: IMG-20220311-WA0007.jpg]
Like Reply
[Image: IMG-20220311-WA0000.jpg]
Like Reply
আজকে সকালবেলা বেমক্কা খিস্তি খেলাম শুধু শুধু!! 

 
রাস্তায় আমাকে একজন জিজ্ঞেস করলো, "কবে হোলি?" 
 
আমি বললাম "তা প্রায় 50 বছর আগে"
 
উনি আমাকে বললেন, "বোকাচোদা দোল কবে?" 
 
তা ভাই, তুমিও বাঙালী আমিও বাঙালী দোল বলতে কি তোমার গাঁড় ফাটছিল !! Sick
[+] 1 user Likes ddey333's post
Like Reply
[Image: IMG-20220312-WA0008.jpg]
Like Reply
[Image: IMG-20220317-WA0024.jpg]
Like Reply
*একটি শিক্ষনীয় প্রেমের গল্প*

 
 
কলেজে একটি ছেলে তারই সহপাঠিনীকে পছন্দ করত ভালবাসত কিন্তু মুখে কোনদিনই সে কথা বলতে পারত না তাই সে একবার প্রেমপত্র লিখল তাতে সে লিখল যে আমি তোমাকে খুবই ভালবাসি,তুমি যদি আমাকে ভালবাস তাহলে কাল কলেজে লাল রঙএর শাড়ী পরে এস....এই প্রেমপত্র একটি পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়ে বইটি মেয়েটির হাতে দিয়ে দিল........
 
 
পরদিন মেয়েটি যথারীতি কলেজে এল , কিন্তু হলুদ শাড়ী পরে.....ছেলেটিকে ডেকে পাঠ্যপুস্তকটি ফেরত দিয়ে দিল.....
 
ছেলেটি অত্যন্ত উদাস হয়ে পড়ল , মানসিক ভাবে ভেঙ্গে পড়ল.....
 
 
 
 
কালের নিয়মে মেয়েটির একদিন অন্যত্র বিয়ে হয়ে গেল.....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
বেশ কিছু বছর পর
.
.
.
ছেলেটি একদিন ঘরের পুরোনো কাগজ বইখাতা বিক্রী করার জন্য লোক ডাকল সেই সময় ছেলেটির হাতে পড়ল সেই বইটি , আরো একবার মন খারাপের পালা হঠাৎই বইটির ভেতর থেকে একটি খাম মাটিতে পড়ল.....ছেলেটি অবাক হয়ে খামটি খুলল.....
.
.
.
.
খামটির ভেতরে একটি চিঠি.....
.
.
.
.
.
সেই চিঠিতে লেখা আছে 
.
.
.
আমিও তোমাকে পছন্দ করি ভালবাসি...
তুমি আমার বাড়ীর লোকের সাথে কথা বল...
বাড়ীর লোকের আপত্তি না থাকলে আমি তোমাকেই বিয়ে করব.....
আর হ্যাঁ....আমি খুব গরীব.....আমার কাছে লাল রংএর শাড়ী নেই , তাই হলুদ পরে এসেছি....সরি গো...
.
.
.
.
.
.
.
.
.
.
এই চিঠি পড়ে ছেলেটি অজ্ঞান......
.
.
.
.
.
.
.
.
*মর্যাল অফ দ্য স্টোরি*
 
*কলেজে পড়ার সময়ে বছরে অন্তত একবার পাঠ্যপুস্তক খোলা প্রয়োজন...*
.
.
.
.
.
.
.
.
*নোট:*
 
*এই গল্প পড়ে আবার ঘরের পুরোনো আবর্জনা ঘাঁটতে যেও না.....*
 
*উপদেশ*
 
*বয়স হয়েছে ....তোমার সময় পেরিয়ে গেছে .....এবার ছেলে মেয়ের পড়ার দিকে নজর দাও*
Tongue Tongue

Like Reply
(18-03-2022, 10:27 AM)ddey333 Wrote: তোমার তো বৌ নেই ,

মোক্ষ তো দূরের কথা ... পাড়ার মোক্ষদা মাসিও জুটলো না কপালে !!

Big Grin Big Grin

(18-03-2022, 07:02 PM)ddey333 Wrote: *একটি শিক্ষনীয় প্রেমের গল্প*
এসব আপনি ইচ্ছা করে করছেন  Dodgy Dodgy  devil2 banghead banghead
[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes Bichitro's post
Like Reply
(19-03-2022, 09:46 AM)Bichitro Wrote: এসব আপনি ইচ্ছা করে করছেন  Dodgy Dodgy  devil2 banghead banghead

বেশ করেছি বোকাচো....
Lotpot
Like Reply
[Image: IMG-20220318-WA0077.jpg]
Like Reply
লেখকের নাম জানা নেই তাই নামসহ পোস্ট করতে পারলাম না

 
বস বললেন ওনার স্ত্রীকে টাটানগরে পৌঁছে দিয়ে আসতে রাস্তায় অবরোধ আছে তাই গাড়িতে পাঠাতে পারছেন না ট্রেনে করে পৌঁছে দিতে হবে টাটানগর স্টেশনে ওনার বাপের বাড়ির লোক থাকবে তাই স্টেশনে নামিয়ে দিয়ে আমি আবার ফিরে আসতে পারব
.
ট্রেনে যখন বসলাম তখন ট্রেন ফাঁকা পাশাপাশিই বসতে হল ম্যাডাম বেশ গম্ভীর হাসা দূরের কথা একটা কথাও বলেননি
ট্রেন যখন ছাড়ল তখন ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে 
হঠাৎ দেখি দুটো রো আগে পিটু বসে আছে পিটুকে দেখেই আমার হৃৎপিণ্ডটা ধক ধক করে জোরসে দৌড়াতে লাগল 
পিটু একটা কথা বলার মেশিন পৃথিবীতে যদি বেশি এবং একটানা কথা বলার কোনও প্রতিযোগিতা থাকে ওর ফার্স্ট প্রাইজ বাঁধা 
আমি মনে মনে বললাম, "হে ভগবান পিটু যেন আমায় দেখতে না পায়!"
.
কিন্তু ভগবান খুব কমই আমার কথা শোনে, আজও শুনল না!
হঠাৎ পিটু আমাকে ট্রেনের মধ্যে আবিষ্কার করে হট্টগোল শুরু করে দিল, "আরে তুই? বউদিও আছে দেখছি? একদম চিনতে পারিনি বউদিকে! মাইরি বলছি কী চেঞ্জ! সবই বিউটিশিয়ানের কৃপা! কী বলিস? বউদির কত লম্বা চুল ছিল! বউদির চুল দেখলেই ওই কবিতার লাইনটা মনে পড়তচুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা... এক মাথা চুল সব কেটে ফেলে বয়েজ কাট্ করে দিলেন বউদি? যাই বলুন বউদি, বড় চুলেই আপনাকে ফ্যান্টা লাগত এখন কেমন যেন লাগছে! আর গায়ের রঙটাও পুড়ে গেছে সে যাইহোক এটা অবশ্য বলতেই হবে যে এখন বউদিকে খুব মডার্ন লাগছে! কী রে তোর মুখে কোনও কথা নেই যে! মুখ ঘুরিয়ে বসে আছিস কেন?"
.
ম্যাডামের হ্যান্ড-ব্যাগে থাকা ফোন বেজে যাচ্ছে ম্যাডাম এত রেগে গেছেন যে ফোন ধরছেন না
আমি পিটুর দিকে তাকিয়ে কাঁচুমাচু হয়ে বললাম, "একটু চুপ কর প্লিজ!"
পিটু শুনতে পেল না বা শুনতে পেলেও গ্রাহ্য করল না 
চেঁচিয়েই বলল, "বউদিকে নিয়ে ঘাটশীলা যাবি নাকি রে? ওখানে আমার চেনা একটা ভাল হোটেল আছে ওই হোটেলে উঠতে পারিস কালই বোধহয় পূর্ণিমা রাত্রে ডিনারের পর সুবর্ণরেখার তীরে দুজনে বসে থাকিস উফফ্ জ্যোৎস্নার আলোয় প্রেমের কেমন জোয়ার এসে যায় দেখিস! তুই যদি বলিস আমি হোটেলে ফোন করে দিচ্ছি তুই আমার বন্ধু, তাই ডিসকাউন্টও দেবে!"
আমি দেখলাম মিসেস বসের মুখ ডবল গম্ভীর হয়ে গেছে
ম্যাডাম ব্যাগ থেকে বোতল বের করে জল খেলেন আমারও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু জল পেলে ভাল হত!
.
কিন্তু এখন আমার প্রধান কাজ হল পিটুকে থামানো নইলে চাকরি 'ঘচাং ফু' হয়ে যাবে
জোরে বললাম, "ঘাটশীলা নয় টাটানগর যাব"
পিটু বলল, "তাহলে ওখান থেকে ডিমনা লেক-টেকগুলো তো দেখবিই আর হাতে একটু সময় নিয়ে দলমা স্যাংচুয়ারিতে চলে যাস দারুণ জায়গা দুজনে খুব এঞ্জয় করবি বউদি সিওর যাবেন কিন্তু আরে বউদি স্পিকটি নট যে! বন্ধুর সঙ্গে ঝগড়া-টগড়া হয়নি তো? মান-অভিমানের পালা চলছে নাকি?"
আমি ঠোঁটে আঙুল রেখে ইশারায় পিটুকে চুপ করতে বললাম
পিটু বলল, "এই জন্যই শালা বিয়ে করিনি বুঝলি চুপ করে, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকতে পারব না বাপু কী বউদি আপনার হাসব্যান্ডের বন্ধুর কথায় রাগ করলেন নাকি?"
.
ম্যাডামের ফোন আবার বাজছে কিন্তু ম্যাডাম ধরছেন না তাঁর মেজাজ কী পরিমাণ উত্তপ্ত হয়েছে এতেই বোঝা যাচ্ছে
মিসেস বস যে কোনও সময় আমার গালে একটা থাপ্পড় কষিয়ে দিলে আশ্চর্যের কিছু নেই
.
আমি গলা উঁচিয়ে বললাম, "উনি আমার বউ নয় তুই ভুল করছিস আর আজেবাজে বকছিস"
কামরায় উপস্থিত বসে থাকা দাঁড়িয়ে থাকা জনগণ আমার দিকে তাকাল বড় বড় চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে 'বোর' হয়ে যাওয়া লোকজন রসের গন্ধ পেয়ে নড়ে চড়ে উঠল
পিটু থমকে গেল আমি ভাবলাম যাক বাঁচা গেল! চাকরির কী হবে জানি না কিন্তু মহিলার হাতে মার খাওয়া থেকে যাত্রায় বেঁচে যেতেও পারি
.
আমার ফোন বেজে উঠল বসের ফোন বললেন, "সব ঠিক আছে তো? আমি দু তিনবার ফোন করলাম, অলি মানে আমার মিসেস ধরল না তাই আপনাকে করছি বসার জায়গা-টায়গা পেয়েছেন তো?"
আমি বললাম, "হ্যাঁ স্যার সব ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না"
ম্যাডাম আমার দিকে ফিরেও তাকালেন না, তিনি এক মনে জানলার বাইরের দৃশ্য দেখতে লাগলেন
.
কয়েক মিনিট পরে পিটু আবার মুখ খুলল বলল, "মনটা খারাপ হয়ে গেল রে বিশ্বাস কর তোকে আমি অন্য রকম ভাবতাম ভাবতাম খুব ভাল ছেলে তুই তুইও শালা... ছিঃ! বউদির জন্যই খুব খারাপ লাগছে! বহুদিন যাইনি তোদের বাড়ি, কালই যাব, বউদির সঙ্গে দেখা করতে হবে!"
তারপর কামরার দেওয়ালকে শুনিয়ে জোরে জোরে বলল, "কী পরকীয়ার জোয়ার এল রে বাবা! আবার কোর্ট নাকি বলেছে পরকীয়া বৈধ! ব্যাস লেগে পড়ো বন্ধুগণ, আর কী!"
.
সর্বনাশ! পিটু কি ভেবেছে আমি অন্য কারুর বউকে নিয়ে বেড়াতে যাচ্ছি? তো কেলেঙ্কারির একশেষ! কম্পার্টমেন্টের সবাই কেচ্ছার গন্ধ পেয়ে আমাদেরকে দেখছে! মিসেস বস একবার আমার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত শুকিয়ে গেল! যা বুঝলাম চাকরি তো যাবেই তার সঙ্গে জেলখানার ভাতও না খেতে হয় এতো অপমান কোনও ভদ্রমহিলার পক্ষে, আবার সে যদি হয় বসের বউ, মুখ বুজে মেনে নেওয়া অসম্ভব
টাটানগরে পৌঁছেই একটা ফোন হবে ব্যাস! আমার রাহুর-দশা, শনির-দশা, কালসর্প যোগ সব একসঙ্গে শুরু হয়ে যাবে
.
.
এইসময় আবার আমার ফোন বেজে উঠল বসের ফোন 
উদ্বিগ্ন গলায় বস বললেন, "একটা জরুরি কারণে আপনাকে ফোন করছি আমার মিসেস, কানের একটা জটিল অসুখে ভুগছে এটা আপনাকে বলা হয়নি হিয়ারিং এইড ছাড়া  কিচ্ছু শুনতে পায় না আর এক্ষুনি কাজের মেয়ের থেকে জানতে পারলাম শোনার যন্ত্রটা পরে যেতে ভুলে গেছে এইজন্যই আমার ফোন বেজে গেছে ধরেনি ইন ফ্যাক্ট শুনতে পেলে তো ধরবে! আপনি কিন্তু ওকে চোখে চোখে রাখবেন টাটানগর স্টেশনে ওর ভাইয়ের কাছে সাবধানে পৌঁছে দেবেন তাহলেই আপনার কাজ শেষ"
.
কিচ্ছু শুনতে পায় না! কীয়ানন্দ! জ্বর দিয়ে ঘাম ছাড়ল!
হ্যাঁ জানি জানি, খুশির চোটে শব্দ এদিক ওদিক হয়ে গেছে... 

[+] 2 users Like ddey333's post
Like Reply
[Image: IMG-20220325-WA0030.jpg]
[+] 1 user Likes ddey333's post
Like Reply
(24-03-2022, 01:04 PM)ddey333 Wrote: লেখকের নাম জানা নেই তাই নামসহ পোস্ট করতে পারলাম না

 
বস বললেন ওনার স্ত্রীকে টাটানগরে পৌঁছে দিয়ে আসতে রাস্তায় অবরোধ আছে তাই গাড়িতে পাঠাতে পারছেন না ট্রেনে করে পৌঁছে দিতে হবে টাটানগর স্টেশনে ওনার বাপের বাড়ির লোক থাকবে তাই স্টেশনে নামিয়ে দিয়ে আমি আবার ফিরে আসতে পারব
.
ট্রেনে যখন বসলাম তখন ট্রেন ফাঁকা পাশাপাশিই বসতে হল ম্যাডাম বেশ গম্ভীর হাসা দূরের কথা একটা কথাও বলেননি
ট্রেন যখন ছাড়ল তখন ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে 
হঠাৎ দেখি দুটো রো আগে পিটু বসে আছে পিটুকে দেখেই আমার হৃৎপিণ্ডটা ধক ধক করে জোরসে দৌড়াতে লাগল 
পিটু একটা কথা বলার মেশিন পৃথিবীতে যদি বেশি এবং একটানা কথা বলার কোনও প্রতিযোগিতা থাকে ওর ফার্স্ট প্রাইজ বাঁধা 
আমি মনে মনে বললাম, "হে ভগবান পিটু যেন আমায় দেখতে না পায়!"
.
কিন্তু ভগবান খুব কমই আমার কথা শোনে, আজও শুনল না!
হঠাৎ পিটু আমাকে ট্রেনের মধ্যে আবিষ্কার করে হট্টগোল শুরু করে দিল, "আরে তুই? বউদিও আছে দেখছি? একদম চিনতে পারিনি বউদিকে! মাইরি বলছি কী চেঞ্জ! সবই বিউটিশিয়ানের কৃপা! কী বলিস? বউদির কত লম্বা চুল ছিল! বউদির চুল দেখলেই ওই কবিতার লাইনটা মনে পড়তচুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা... এক মাথা চুল সব কেটে ফেলে বয়েজ কাট্ করে দিলেন বউদি? যাই বলুন বউদি, বড় চুলেই আপনাকে ফ্যান্টা লাগত এখন কেমন যেন লাগছে! আর গায়ের রঙটাও পুড়ে গেছে সে যাইহোক এটা অবশ্য বলতেই হবে যে এখন বউদিকে খুব মডার্ন লাগছে! কী রে তোর মুখে কোনও কথা নেই যে! মুখ ঘুরিয়ে বসে আছিস কেন?"
.
ম্যাডামের হ্যান্ড-ব্যাগে থাকা ফোন বেজে যাচ্ছে ম্যাডাম এত রেগে গেছেন যে ফোন ধরছেন না
আমি পিটুর দিকে তাকিয়ে কাঁচুমাচু হয়ে বললাম, "একটু চুপ কর প্লিজ!"
পিটু শুনতে পেল না বা শুনতে পেলেও গ্রাহ্য করল না 
চেঁচিয়েই বলল, "বউদিকে নিয়ে ঘাটশীলা যাবি নাকি রে? ওখানে আমার চেনা একটা ভাল হোটেল আছে ওই হোটেলে উঠতে পারিস কালই বোধহয় পূর্ণিমা রাত্রে ডিনারের পর সুবর্ণরেখার তীরে দুজনে বসে থাকিস উফফ্ জ্যোৎস্নার আলোয় প্রেমের কেমন জোয়ার এসে যায় দেখিস! তুই যদি বলিস আমি হোটেলে ফোন করে দিচ্ছি তুই আমার বন্ধু, তাই ডিসকাউন্টও দেবে!"
আমি দেখলাম মিসেস বসের মুখ ডবল গম্ভীর হয়ে গেছে
ম্যাডাম ব্যাগ থেকে বোতল বের করে জল খেলেন আমারও গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে একটু জল পেলে ভাল হত!
.
কিন্তু এখন আমার প্রধান কাজ হল পিটুকে থামানো নইলে চাকরি 'ঘচাং ফু' হয়ে যাবে
জোরে বললাম, "ঘাটশীলা নয় টাটানগর যাব"
পিটু বলল, "তাহলে ওখান থেকে ডিমনা লেক-টেকগুলো তো দেখবিই আর হাতে একটু সময় নিয়ে দলমা স্যাংচুয়ারিতে চলে যাস দারুণ জায়গা দুজনে খুব এঞ্জয় করবি বউদি সিওর যাবেন কিন্তু আরে বউদি স্পিকটি নট যে! বন্ধুর সঙ্গে ঝগড়া-টগড়া হয়নি তো? মান-অভিমানের পালা চলছে নাকি?"
আমি ঠোঁটে আঙুল রেখে ইশারায় পিটুকে চুপ করতে বললাম
পিটু বলল, "এই জন্যই শালা বিয়ে করিনি বুঝলি চুপ করে, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকতে পারব না বাপু কী বউদি আপনার হাসব্যান্ডের বন্ধুর কথায় রাগ করলেন নাকি?"
.
ম্যাডামের ফোন আবার বাজছে কিন্তু ম্যাডাম ধরছেন না তাঁর মেজাজ কী পরিমাণ উত্তপ্ত হয়েছে এতেই বোঝা যাচ্ছে
মিসেস বস যে কোনও সময় আমার গালে একটা থাপ্পড় কষিয়ে দিলে আশ্চর্যের কিছু নেই
.
আমি গলা উঁচিয়ে বললাম, "উনি আমার বউ নয় তুই ভুল করছিস আর আজেবাজে বকছিস"
কামরায় উপস্থিত বসে থাকা দাঁড়িয়ে থাকা জনগণ আমার দিকে তাকাল বড় বড় চোখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে 'বোর' হয়ে যাওয়া লোকজন রসের গন্ধ পেয়ে নড়ে চড়ে উঠল
পিটু থমকে গেল আমি ভাবলাম যাক বাঁচা গেল! চাকরির কী হবে জানি না কিন্তু মহিলার হাতে মার খাওয়া থেকে যাত্রায় বেঁচে যেতেও পারি
.
আমার ফোন বেজে উঠল বসের ফোন বললেন, "সব ঠিক আছে তো? আমি দু তিনবার ফোন করলাম, অলি মানে আমার মিসেস ধরল না তাই আপনাকে করছি বসার জায়গা-টায়গা পেয়েছেন তো?"
আমি বললাম, "হ্যাঁ স্যার সব ঠিক আছে আপনি একদম চিন্তা করবেন না"
ম্যাডাম আমার দিকে ফিরেও তাকালেন না, তিনি এক মনে জানলার বাইরের দৃশ্য দেখতে লাগলেন
.
কয়েক মিনিট পরে পিটু আবার মুখ খুলল বলল, "মনটা খারাপ হয়ে গেল রে বিশ্বাস কর তোকে আমি অন্য রকম ভাবতাম ভাবতাম খুব ভাল ছেলে তুই তুইও শালা... ছিঃ! বউদির জন্যই খুব খারাপ লাগছে! বহুদিন যাইনি তোদের বাড়ি, কালই যাব, বউদির সঙ্গে দেখা করতে হবে!"
তারপর কামরার দেওয়ালকে শুনিয়ে জোরে জোরে বলল, "কী পরকীয়ার জোয়ার এল রে বাবা! আবার কোর্ট নাকি বলেছে পরকীয়া বৈধ! ব্যাস লেগে পড়ো বন্ধুগণ, আর কী!"
.
সর্বনাশ! পিটু কি ভেবেছে আমি অন্য কারুর বউকে নিয়ে বেড়াতে যাচ্ছি? তো কেলেঙ্কারির একশেষ! কম্পার্টমেন্টের সবাই কেচ্ছার গন্ধ পেয়ে আমাদেরকে দেখছে! মিসেস বস একবার আমার দিকে তাকাতেই আমার শরীরের রক্ত শুকিয়ে গেল! যা বুঝলাম চাকরি তো যাবেই তার সঙ্গে জেলখানার ভাতও না খেতে হয় এতো অপমান কোনও ভদ্রমহিলার পক্ষে, আবার সে যদি হয় বসের বউ, মুখ বুজে মেনে নেওয়া অসম্ভব
টাটানগরে পৌঁছেই একটা ফোন হবে ব্যাস! আমার রাহুর-দশা, শনির-দশা, কালসর্প যোগ সব একসঙ্গে শুরু হয়ে যাবে
.
.
এইসময় আবার আমার ফোন বেজে উঠল বসের ফোন 
উদ্বিগ্ন গলায় বস বললেন, "একটা জরুরি কারণে আপনাকে ফোন করছি আমার মিসেস, কানের একটা জটিল অসুখে ভুগছে এটা আপনাকে বলা হয়নি হিয়ারিং এইড ছাড়া  কিচ্ছু শুনতে পায় না আর এক্ষুনি কাজের মেয়ের থেকে জানতে পারলাম শোনার যন্ত্রটা পরে যেতে ভুলে গেছে এইজন্যই আমার ফোন বেজে গেছে ধরেনি ইন ফ্যাক্ট শুনতে পেলে তো ধরবে! আপনি কিন্তু ওকে চোখে চোখে রাখবেন টাটানগর স্টেশনে ওর ভাইয়ের কাছে সাবধানে পৌঁছে দেবেন তাহলেই আপনার কাজ শেষ"
.
কিচ্ছু শুনতে পায় না! কীয়ানন্দ! জ্বর দিয়ে ঘাম ছাড়ল!
হ্যাঁ জানি জানি, খুশির চোটে শব্দ এদিক ওদিক হয়ে গেছে... 


সেরা দাদা সেরা ! ভরপুর মস্তি পেলাম গল্পটা পড়ে | মাইন্ড রিফ্রেশ হয়ে গেল বলতে পারেন | লাইক রেপু রইলো, সাথে অনেক ভালোবাসা আপনার কালেকশনের জন্য |
[+] 1 user Likes sohom00's post
Like Reply
(27-03-2022, 12:25 AM)sohom00 Wrote: সেরা দাদা সেরা ! ভরপুর মস্তি পেলাম গল্পটা পড়ে | মাইন্ড রিফ্রেশ হয়ে গেল বলতে পারেন | লাইক রেপু রইলো, সাথে অনেক ভালোবাসা আপনার কালেকশনের জন্য |

Namaskar Smile Heart
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)