Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(22-02-2022, 03:14 PM)raja05 Wrote: j raka or jonyo salwar niye elo se aj thutu fello ......thik ki bolbo bujhte parchi na.....raka r jonyo aj o shibani hote pereche r shiv r jonyo o aj raka hote pereche......thik ei ekta byapar kei kono bhabei overlook korte parchi na
হ্যাঁ কি আর করা যাবে। মানুষের মন কখন বদলে যায় কে জানে। তাই তো এই গল্প গুলো মন সিরিজের অন্তর্ভুক্ত।
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(22-02-2022, 03:47 PM)Maskin Wrote: সেই শুরু থেকে আজ অব্দি এখনো টান টান সূতোর মতোন।
অনেক অনেক ধন্যবাদ মাসকিন ভাই।
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(22-02-2022, 04:08 PM)Bondhon Dhali Wrote: Khub sundor update
ধন্যবাদ অনেক অনেক
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(22-02-2022, 08:04 PM)Baban Wrote: আজকের পর্ব পড়ে কিছু মধুর মধুর বাণী আসছে আমার রাখার প্রতি। আজকের রাকা বা শিভের বাবার জন্য নয়.... সেই পুরোনো রাকার জন্য। তাহলে বলেই ফেলি -
এই যে মহান খেলোয়াড় বোকা*&# রাকাবাবু...... তোমার কি মেন্টালি কোনো প্রব্লেম আছে? নাকি নিজেকে মহান পুরুষ ভেবে বসে আছে যে যা ইচ্ছে করবো... মরদ তাই করে এমন কিছু ভাবেন .... শুনে রাখুন উদগাণ্ডু স্যার..... ওই হিজড়ে যাকে বলছেন সে না থাকলে তো ফেলু মস্তান ছাড়া কিছুই হতেন না.... আপনার কাছে তো পুরুষত্ব মানে মারপিট আর নারী শরীর... একটা না হোক আরেকটা...... কিন্তু ওই মেয়েটার কাছে আপনি যে কি সেটা আপনি জেনেও ভুলে গেছেন। যে এতো কিছু করলো তার সাথে খারাপ ব্যবহার তাও মানা যায় কিন্তু এইভাবে অপমান!!
আর রনির মানসিক জোর সাংঘাতিক মানতেই হবে... নইলে ওতো কিছু শোনার পড়েও হাসছিলো সে.... শালা দম আছে মালটার ভাই.... স্যালুট..... চাইলেই শিক্ষা দিতে পারতো কিন্তু রাকার বাড়ি ও তার মায়ের মান সে রেখেছে..... আর বদলে পেলো উপহার - সন অফ আ *#*# তাও
এর থেকে তো ভাল হতো রনির মতো মানুষকে নিজের করে নিতো শিবানী... হ্যা ami জানি আমি ভুল বলছি..... কিন্তু তাও বলছি..... অমন নামরদের কথা ভুলে সত্যিকারের বন্ধুর পাশে চিরকালের মতো চলে যাওয়া.... যদিও জানি সেটা মানায়না.... এতো বড়ো ধাক্কা সব ভেঙে চুরমার করে দিয়েছে একজনকে। নিজের নারীত্ব কে সে নিজেই আগলে রাখবে আজ সেটাই তার কাছে পরীক্ষা.... মেয়েটার আয়নার সামনে দাঁড়ানোর যোগ্যতা আর ইচ্ছা টুকু কেড়ে নিয়েছিল ওই মহান বোকা*#*#
যাইহোক.... মাথা গরম হয়ে গেছিলো তাই অনেক কিছু বলে ফেললাম..... কিন্তু শিবানী যা করেছে... ঠিকই করেছে হয়তো... ওর ভেতরের প্রেমিকা তো সেদিন খুন হয়েছিল... বেঁচেছিলো মমতাময়ী মা সত্তাটা....... সে আজও আছে.. চিরকাল থাকবে।
সাংঘাতিক পর্ব ছিল!!
সত্যি বলতে, গল্প লেখার সময়ে লেখক কে বায়াসড হলে চলে না। যদিও আমরা গল্প লেখা বা পড়ার সময়ে নায়ক নায়িকাদের স্থানে নিজেদের বসিয়ে নি। ওদের দুঃখে দুঃখী হই, বা মিলনের আনন্দে চোখে জল আসে আমাদের। বায়াসড অবস্থায় অবশ্যই আমি শিবের ভূমিকা পালন করতে চাই। সেখানে নিজেকে বসিয়ে রাখলে রাকার উপরে শিবের ভালবাসা টা একটা অন্য পর্যায়ের মনে হয়। হয়ত রাকার জায়গায় এই কাজ অন্য কেউ করলে আমাদের গায়ে লাগত না, কিন্তু শিবের উপরে রাকার এই ব্যবহার সবার গায়ে লাগার ই কথা। তাই তো রাকার মা ও রাকা কে ছেড়ে কথা বলে নি। আমি শিব হলে রনির মতন ছেলের প্রেমে পড়াও আশ্চর্য্য ছিল না। কিন্তু না আমি শিব, আর না শিব , রাকা ছাড়া কাউকে ভালোবেসেছে।
হ্যাঁ সেটাই ভাবি, অনেকেই ইম্প্রেস হয়ত আমাকেও করেছে, কিন্তু ঘর বাঁধার সাধ একজনের সাথেই হয় মেয়েদের। সেখানে ভালোলাগা ভালোবাসা সব রকম উপাদান থাকতে হয়। শিবের ও কম সমস্যা হচ্ছে না রাকার সাথে মানিয়ে নিতে। কিন্তু ওই ঘর বাঁধার সাধ টাই সব সমস্যা থেকে বের করে আনে। যে যেটা নয় তাকেও উপরওয়ালা সেটা বানিয়ে দেন। তাই চিরকাল স্বাধীন শিব , রাকার কাছে রাকার স্ত্রীর জীবন বেঁচে নিতে পিছুপা হবে না আশা করি। অনেক ফ্যাক্টর কাজ করছে এখানে। একজন কে ভালোবাসা আর তাকে নিয়ে সংসার করার মধ্যে অনেক অনেক ফারাক। আর আমার মনে হয়েছে রাকা মানুষ টা মারাত্মক ফ্রিকল। যে ওকে ভালোবাসবে , তার কপালে অশেষ দুর্ভোগ আছে।
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 02:00 AM)kublai Wrote: কি বলবো ভেবে পাচ্ছি না।??
পড়তে থাকুন। শিবের কি একটা কাজ। রাকার মতন ছেলেকে পথে না নিয়ে এলে রাকার খেলার বারোটা বাজবে তো।
•
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 05:39 AM)Ah007 Wrote: শিকড় ভুলে যাওয়া অথবা শিকড়কে আকড়ে ধরে এগিয়ে যাওয়া..
মুদ্রার এপিঠ ওপিঠ... যারা আকড়ে ধরে এগিয়ে যেতে জানে... তারাই স্মরণীয় হয়ে থাকেন.. রূঢ় বাস্তবতা চমৎকার লেখনীর মাধ্যমে উপস্থাপন করেছেন....
সন্মাননা......
হ্যাঁ আগের গল্পেও বাস্তবই আমাদের কে শেষ করে দিয়ে গেছিল। কি করব, বাস্তম যেমন ভয়ঙ্কর তেমন বাস্তব অনেক সময়ে আসাধ্য সাধন ও করে। উপরওয়ালার ইচ্ছে তে একসাথে এতো ঘটনার সমাপতন হয়, যে আমাদের অভীষ্ট বেরিয়ে আসে সেখান থেকে। কি করা যাবে?
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
ডিডে৩৩৩ ভাই এর জন্য। তোমাকে ধন্যবাদ দেবার ভাষা নেই আমার। সুস্থ থাক। সোনা ভাই।
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
আগের পর্বের কিছু অংশ.........
রাকা ব্যাগ টা এক লাথি তে কোথায় পাঠিয়ে দিল কে জানে। আমি আন্টি কে জড়িয়ে ধরে কাঁদছি ডুকরে ডুকরে। আন্টিও তাই। কাঁদতে কাঁদতেই দেখছি, ওরা বেরিয়ে গেল ধীর পায়ে বাড়ি থেকে এক এক করে। তীব্র চিৎকার করে উঠলাম আমি,
- রাকা দাঁড়া!!!!!! রাকা চলে যাস না!!! আমি কোন দিন আসবো না তোর কাছে!!!! রাকা আ আ আ আ আ আ আ আ আ আ আ!!!!!!!!!!!
পর্ব পঁচিশ
মনেও নেই আমার তারপরের ছয় মাস কি ভাবে কেটেছে আমার। ফোন টা তাশির জলে ফেলে দিয়েছিলাম আমি। কিম্বা জানিনা কোথায় ছুঁড়ে দিয়েছিলাম আমি ফোন টা আমার। শুধু মনে পরে, সন্ধ্যে পেরিয়ে গেলেও আমি আর আন্টি উঠনে বসে কেঁদেছিলাম শুধু। দুজনের বুক থেকেই হারিয়ে যাবার যন্ত্রণা। একজন নিজের সন্তান কে বাড়ি থেকে বের করে দেবার যন্ত্রণায় কাঁদছিল, আর একজন কাঁদছিল, যাকে সর্বস্ব মানত তার হৃদয় থেকে সমূলে উৎপাটিত হয়ে যাবার ব্যাথায়।
হ্যাঁ তবে প্রথম মাস খানেক আমি আন্টির বাড়ি যাই নি। নিজেকে সামলে ছিলাম। কিন্তু ওই একটু ঠিকঠাক হতেই আন্টির বাড়ি আমি নিয়মিত যেতাম। কেউ রাকা প্রসঙ্গ তুলতাম না। কিন্তু মাঝে মাঝেই দুজনে কাঁদতাম। আমার ফাইনাল এর রেজাল্ট খারাপ হয়েছিল। কিন্তু ততটা না কারন শেষ দিক টা কম পড়াশোনা করলেও সেটা যথেষ্ট ছিল আমার গোল্ড মেডেল পাবার জন্য। এম এস সি তে ভর্তি হয়ে গেছিলাম আমি। ইচ্ছে ছিল, এর পরে বি এড করে নেব। আর টিচিং এর এক্সাম গুলো দেব। আমি অপেক্ষা না করে, ফর্ম তুলতে শুরু করে দিয়েছিলাম।
মেলামেশা একেবারে কমিয়ে দিয়েছিলাম। ফোন তো আর ব্যবহার করতাম না কারন ইচ্ছে করত না। ফোনে ফেসবুক হোয়াটসেপ ছিল। বন্ধুরা নানা প্রশ্ন করত। রাকা অঞ্জনার বিয়ে নিয়ে রুদ্রপুরে বিশাল কিছু হলো। অঞ্জনার বাবা খুব বড়লোক। সেই রকম তো হবেই। আন্টি আর আঙ্কল, চলে গেছিলেন ওনাদের গ্রামে সেই দিন। অঞ্জনার মা আর বোন এসেছিল আমাদের বাড়ি নিমন্ত্রন করতে। আমার বাপি কে আর মা কে অনেক কথা শুনিয়ে চলে গেছিলেন। আর আমার বাপি অতো কথা শুনেও গেছিল উপহার নিয়ে। বাপি বলেছিল, নিমন্ত্রন রাখা একটা দায়িত্ব। খাওয়া দাওয়া না করে, উপহার টা দিয়ে বাপি চলে এসেছিল। শুনেছিলাম, রাকা নাকি বাপি কে অনেক করে দুটি খেয়ে আসতে বলেছিল। বাপি ওকে আশির্ব্বাদ করে চলে এসেছিল।
যাই হোক আমার মা রাকার উপরে যথেষ্ট রেগে গেছিল। কিন্তু আন্টির সাথে খুব যোগাযোগ রেখেছিল মা। আমার মুখ থেকে সেদিনে ঘটনা শোনার পরে মা ও মাঝে মাঝে আমার সাথে আন্টির কাছে যেত। মনে হয়েছিল আমার, যতদিন না আন্টি আবার রাকা কে বুকে টেনে নেন, আন্টির সন্তানের দায়িত্ব আমাকেই পালন করতে হবে। চাকরি পেতে হবে আমাকে খুব তাড়াতাড়ি। ভাবলাম, যা হবার হয়ে গেছে। আমি তো মেয়ে হতে চেয়েছিলাম, মেয়ে হব বলে। মাঝে রাকার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছিল। ভেবেছিলাম পুরুষ রা বুঝি এমন ই সরল হয়। এমন ভাবেই ভালবাসে। সেই সব যখন মিটে গেছে আর ভেবে কি লাভ। ধীরে ধীরে আমি পুরোন অবস্থায় ফিরে গেলাম। রাকা জন্য যা যা রূপ চর্চা করতাম সে সব বন্ধ করে দিলাম। একেবারে সাধারন হয়ে থাকতাম আমি।
কিন্তু রূপ কি আর এই ভাবে আটকানো যায়? মা লক্ষ্মীর রূপ যেমন চোখে টানে সবার, সতীর যোগিনী রূপ ও তো শিব কে টলিয়েছিল। কাজেই যেখানেই যাই মায়ের সাথে আমার রূপের প্রশংসা থামল না। নানান ভাবে মায়ের কাছে সম্বন্ধ আসতে শুরু করেছিল আমার জন্য। আমিও ক্লান্ত হয়ে গেছিলাম শুনে শুনে। আর যতবার কোন ছেলে আমাকে রূপের প্রশংসা করত আমার রাকার কথা মাথায় ঘুরত। নিজের উপরেই একটা ঘেন্না তে আমি একেবারে সিটিয়ে যেতাম। একেবারে চুপ করে গেছিলাম আমি। কিন্তু সময় ধীরে ধীরে সব কিছুর উপরেই প্রলেপ দিয়ে দেয়। সেটা সে জয়গর্বে মদমত্ত হস্তীর ক্ষমতার উপরে বয়সের ভার চাপিয়ে দেওয়াই হোক বা ক্ষতবিক্ষত হয়ে যাওয়া রাজার, সুস্থ হয়ে সমরাঙ্গনে ফিরে আসাই হোক। আমার ও ক্ষতে প্রলেপ পরতে শুরু করল সময়ের। আর আমার কাছে ছিল আমার বই আর গীটার। মাঝে মাঝে বাপি বন্ধুর ক্লাবে গিয়ে বল নিয়ে নানান প্র্যাক্টিস করা হোক বা বরুন কাকুর অনুরোধে একেবারে কচি গুলো কে শেখানোই হোক। আর রোজ সন্ধ্যে বেলায় রাকার মায়ের কাছে থেকে আমার ও দিন কাটতে লাগল নদীর স্রোতের মতন।
সেদিনের পর থেকে রনি র সাথে আমি আর কোন যোগাযোগ ই রাখিনি আমি। আহা ছেলেটা মার অব্দি খেল আমার জন্য। মুখ টা বার বার মনে পরে ওর। ঠোঁটের কষে রক্ত আর জল ভরা চোখ। ছিঃ রাকা, এমনি ভাবে তুই রনি কে কষ্ট দিতে পারলি? একদিন আমি স্কুটি টা নিয়ে ওর বাড়ি চলে গেলাম। কাকিমা মানে রনির মা আমাকে বিশেষ পছন্দ করতেন না। না মানে সবাই আমার মতন মানুষ দের পছন্দ করে না। আমার বাপি ই করত না, আর বাকি দের কি বলব। আমার তাতে কষ্ট হতো না। বাড়িতে রনি ছিল না। আমাকে দেখেই কাকিমা একটু থমকে গেলেন। বিশ্বাস করতে পারছিলেন না মনে হয়। আসলে, গেছিলাম প্রায় বছর আড়াই আগে রনির বাড়ি।তখন অন্য রকম ছিলাম আমি একটু। তারপরে এই প্রথম এলাম। আমাকে চিনতে পারেন নি। মুখ টা কিছু টা বদলে গেছিল। আওয়াজ বদলে গেলেও আমার বলার ধরনে মনে হয় বুঝতে পারলেন আমাকে। হেসে বেরিয়ে এলেন ঘর থেকে। ভাবছিলাম এই রে, আবার কিছু না বলে দেন আমাকে। কিন্তু এসে ভালভাবেই কথা বললেন আমার সাথে। বললেন, রনি একটা দোকান করেছে তাশির তিন মাথার মোড়ে।
ইশ কি বাজে ছেলে। একবার আমাকে বলল না? আমি আর অপেক্ষা না করে সোজা তাশির তিন মাথার মোড়ে। জমজমাট হয়ে গেছে মোড় টা। আমি রাকাদের বাড়ি যেতাম, কিন্তু সেটা ভিতর দিয়ে। বড় রাস্তা লোকজন এড়িয়ে চলতাম আমি। বিকাল বেলা। ঝলমল করছে যেন চারদিক। আমি দেখলাম, বেশ কিছুটা সরে এসে একটা ছোট রাস্তার মোড়ে ও একটা মাঝারী মাপের স্টল নিয়ে বসেছে। বেশ ভিড়। মোড় বলে যারা খাচ্ছে, ওদের স্কুটার, গাড়ি রাখার একটা বড় জায়গা পেয়ে গেছে রাস্তার ধারে। আমি আমার স্কুটি টা একটু দূরে পার্ক করে এগিয়ে যেতেই দেখি, বেচারী একেবারে হিমসিম খাচ্ছে। যে বানাচ্ছে সে তো বানাচ্ছে,তার তো অন্য দিকে মন দেবার সময় ও নেই। আর রনি, কখনো প্লেট ধুচ্ছে, কখনো পয়সা নিচ্ছে যাদের খাওয়া হয়ে যাচ্ছে ওদের থেকে। আবার কখনো খাবার প্যাক করছে প্রয়োজনে। আহা একেবারে পাগল হয়ে যাচ্ছে। পাশেই দেখলাম একটা বড় জায়গায় এঁটো প্লেট গুলো জরো করা। প্লেটের উপরে একটা মোটা দর্শনীয় টিস্যু রেখে তার উপরে ও খাবার দিচ্ছে। খাবার হয়ে গেলে টিস্যু গুলো ফেলে দিচ্ছে একটা গার্বেজ বক্স এ আর প্লেট গুলো কে ধুয়ে নিচ্ছে।
আমি এগিয়ে গেলাম। ওড়না টা কোমরে ভাল করে বাঁধলাম। ও তখন ধুচ্ছিল প্লেট গুল কে। পাশেই দেখলাম একটা প্লাস্টিকের গ্লাভস রাখা আছে। সেটা হাতে পরে নিলাম আমি। ওখানে গিয়ে ওকে ঠেলে আমি জলে হাত ডোবালাম। ও চমকে আমাকে দেখল। আমিও দেখলাম ওকে। বললাম,
- তুই যা ওদিকে। আমি এদিক টা দেখে নিচ্ছি।
ও বেচারী কি বলবে, কি করবে খুঁজে পেল না। সবার সামনেই চিৎকার করে উঠল একেবারে
- শিব!!!!!!!
- ঊফ আস্তে চেঁচা। হ্যাঁ আমি। যা, অনেকে খেয়ে টাকা দিচ্ছে। নিয়ে নে কথা বলার সময় অনেক পাবি।
- আরে !! না না আমি করব।
তারপরে আমার কানের কাছে এসে বলল,
- এগুলো এঁটো প্লেট শিব। আমি করে নিচ্ছি তো
রেগে গেলাম আমি। ছেলে গুলো কিচ্ছু শুনতে চায় না। বললাম
- আমি জানি। তুই যা এখন। আপাতত তো সামাল দেওয়া দরকার।
ও সরে গেলো কাউন্টারের দিকে। ওদিকে টা একটু সামলেই আমাকে নাটক করে বলল,
- আমি তো ভাবতে পারছি না, মালিকায়ে রুদ্রপুর আমার দোকানে এসেছে আজকে!
আমার ততক্ষনে সব কটা প্লেট ধোয়া হয়ে গেছিল। স্টলের কাছে এনে, মুছে উপরে টিস্যু লাগিয়েই রাখছিলাম। যাতে সময় কম লাগে রনির। হেসে ফেললাম আমি রনির কথা বলার ধরনে। বললাম,
- হ্যাঁ রে এলাম । তুই তো ডাকিস নি। তোর সাথে তো কথা নেই আমার।
একজন কে সার্ভ শেষ করে আমাকে বলল
- কেন কেন আমি কি করলাম?
- এতো ভালো একটা খবর আমাকে দিস নি কেন তুই?
রনি চুপ করে গেল। করুন ভাবে তাকাচ্ছে মাঝে মাঝে আমার দিকে। আর নিজের কাজ ও করছে। হয়ত যে কথা টা বলবে সেটা সবার সামনে বলতে পারছে না। গলা নামিয়ে বলতেও পারছে না, কারন যা চিৎকার চেঁচামেচি চলছে ওতে গলা নামিয়ে বললে শোনাই যেত না। এদিকে আমিও চুপ করে বসে নেই। টিস্যু লাগানো হয়ে গেলে, প্লেট কিছু পরে ছিল সেগুল ও ধুয়ে নিলাম আমি। ঘন্টা খানেক পরে ভিড় অনেক টাই হালকা হলো। এই সন্ধ্যে টা মারাত্মক ভিড় থাকে বুঝলাম। বাস তারপরে দেখলাম যে ভিড় টা রইল সেটা সামলানো যায় দুজনে। একটু হালকা হতেই বলল
- তোর কাছে যাই কোন মুখে বলত? কোন ছেলেকে তুই কি আর সহ্য করতে পারতিস?
তাকিয়ে রইলাম ওর দিকে। সেদিনে রাকার কাজে কথায় রনির লজ্জা বেশী হয়েছিল বুঝলাম। ওকে বললাম,
- ধুর বোকা, তুই কি করবি? তোর কাছে আমি কৃতজ্ঞ। আর তোকে কেন সহ্য করতে পারব না রে? আমার তো আর কোন বন্ধু নেই রে রনি তুই ছাড়া। বরং আমি চাই নি আর বেরোতে। আশে পাশের আলোচনা আর সহ্য করতে পারছিলাম না আমি। এখন আবার ঠিক হয়ে গেছি।
রনি আমাকে দেখছিল হাঁ করে। হয়ত বুঝছিল কিছু। ওকে বললাম ওর বাড়ি গেছিলাম আমি। ওর মা আমার সাথে ভালো ব্যবহার করলেন। ও শুনে যেন স্বস্তি পেল মনে হলো। রনি কিছু বলল না, কিন্তু আমাকে খাবার অফার করল ও,
- খাবি কিছু?
- নাহ খিদে নেই। তবে আসব এবার থেকে আমি তোর দোকানে। খাব তো বটেই। কিন্তু এখন আর খিদে নেই। কি রে আসতে দিবি তো?
- কি যে বলিস? ফালতু বকিস না। এই তুই আজকে এলি, এতো ভিড় জীবনে হয় না আমার। মালকায়ে রুদ্রপুর, প্লেট ধুয়ে দিচ্ছে, এতেই মনে হয় সবাই ভিড় করেছে জানলি? তবে একটা শর্ত আছে আমার তোর এখানে আসা নিয়ে।
- উফ কি যে বলিস না। আমি যা পারি তাই করেছি।
- না না কাল থেকে তুই বসবি ক্যাশ এ। আর আমি বাকি কাজ গুলো করব।
- ওরে বাবা , আমি কোন কালেই পয়সা পত্র বুঝি না। যেটা পারি সেটাই করব। প্লিস রনি!
- ধ্যাত কি যে করিস না তুই। কোনদিন কাকু মানে তোর বাপি দেখলে আমাকে বকাঝকা করবে না?
- আরে না না। আমি আজকে গিয়েই বাপি কে বলে দেব। তোকে কিচ্ছু বলবে না। আর বাপি কে এটাও বলে দেব, যাতে এরপর থেকে বাড়ির জন্য, তোর দোকান থেকেই কিনে নিয়ে যায়। আজকে আমাকে একটা প্যাক করে দিস। পয়সা নিবি কিন্তু। আন্টি আর আঙ্কল এর জন্য নিয়ে যাব।
রনি অবাক হল। বলল,
- মানে রাকার বাবা মা?
- হুম
- তুই যাস এখনো?
- হ্যাঁ আমি রোজ যাই। তোকে আমি বলেছিলাম না, রাকা যাই করুক আমার সাথে, ওনাদের সাথে আমার সম্পর্ক কোন দিন বদলাবে না। হ্যাঁ আন্টি না চাইলে যেতাম না। কিন্তু উনি আমাকে কত ভাবে যে সাহস দেন তোকে বলতে পারব না। সাহস দেবার ব্যাপার টা রাকা, আন্টির কাছেই পেয়েছিল মনে হয়।
রনি আমার দিকে চেয়ে রইল হাঁ করে জাস্ট। ওকে আমি বললাম, সেদিনের ঘটনা যেটা ও চলে আসার পরে হয়েছিল।তারপরে বেশ কিছু কাস্টমার চলে এসেছিল। দুজনাই ব্যস্ত হয়ে পরলাম আবার। সেগুলো মিটে যেতেই আমাকে বলল,
- আমিও একদিন যাব রে আন্টির কাছে। ভয় লাগে আসলে, ভয় লাগে, সেদিনে যা হয়েছিল তারপরে আন্টি আমাকে ক্ষমা করতে পারবেন কিনা।
আমি বললাম
- ধুর পাগলা, আন্টি তোর কথা জিজ্ঞাসা করেন খুব। যাক তুই এক প্লেট চাউমিন আমাকে বানিয়ে দে। পয়সা নিবি কিন্তু। আমার বাপি আর মায়ের জন্য নিয়ে গেলে না হয় না নিস। কিন্তু এটা নিস। আন্টি আনন্দ পাবে শুনলে তোর দোকানের খাবার।
আমার যেন একটা জায়গা হলো। বিনা কথায় সময় কাটানোর। মা কে বলেছিলাম। বাপি কেও বলে দিলাম। বাপি আর মা দুজনাই রনি কে পছন্দ করে। কারন সেদিনে রাকার বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনাই আমি মা কে বলেছিলাম। কিছু বাদ দিয়েছিলাম। রাকার আমার গায়ে হাত তোলা টা চেপে গেছিলাম। সেটা একমাত্র আমি আর আন্টি জানি। রনিও জানে না। আমি রুদ্রপুরে থাকলেই রনির দোকান আর তারপরে আন্টির সাথে সময় কাটানো এই ছিল আমার রুটিন।
এর মাঝে রনি একদিন আমাকে প্রপোজ করে ফেলল। ছেলে মাত্রেই শিয়ালের মতন। দ্বিতীয় কোন চিন্তা ভাবনা করে না। এক বছরের মধ্যেই রনি স্টল থেকে একটা হোটেল বানিয়ে নিল। আমি যেতাম। কিন্তু তখন গিয়ে ক্যাশেই বসতে হতো। রনি তখন পাগলের মতন এদিক ওদিক ঘুরত।কোথায় কম দামে কাঁচামাল পাবে। ওকে বুঝিয়েছিলাম সেটা। ও পাহাড়ে চলে যেতো। কম দামে মুরগী, ছাগল, সব্জি, খুঁজে বেড়াত। যাই হোকে হোটেলের একটু লাভ বেশী হবে! আমার তখন মাস্টার্স শেষ হয়ে গেছিল। বি এড আর এস এস সি র প্রেপ চলছিল আমার। দোকানে বসলেও আমার পড়াশোনা চলত। ভিড়ের সময় টা হতো না পড়াশোনা। সকালের দিকে যেতাম। দুপুর টা সামলে দিতাম। রনি কোন দিন থাকত, কোন দিন আমি আছি বলে বেরিয়ে যেত কোথাও। আমি তখন ক্যাশেই বসে থাকতাম। দোকান টা সাজাতাম। ও সন্ধ্যে থেকে থাকত। ও এলে ওর হাতে ক্যাশ বুঝিয়ে আমি আন্টির বাড়ি চলে যেতাম। সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে মার্কেট থেকে নতুন রকম প্লেট, লাইটিং খুঁজে বেড়াতাম। মানে আমি যা পারতাম আরকি। সেই রকম ই একবার দূর্গাপুজোর সময়ে, পঞ্চমীর দিনে জানতাম দেরী হবে। আমি বাড়িতে বলে গেছিলাম। সেদিনে এতো ভিড় হয়েছিল রেস্টুরেন্ট এ যে টিকিট কেটে দিতে হচ্ছিল বাইরে যারা অপেক্ষা করছেন ওদের জন্য। এর ফাঁকে ছিল অর্ডার এর মাল পাঠানো। সব আমি করছিলাম এগুলো। আর রনি খাবারের দিক টা দেখছিল। প্রায় রাত বারোটা নাগাদ দোকান বন্ধ করে আমি আর ও হেঁটে ফিরছিলাম।
ভেবেছিলাম, কিছু হাঁটি। তারপরে যে যার বাড়ি। দোকান এ দুজন কর্মচারী শুয়ে থাকে। রনির ক্যাশ ও ভাই কে দিয়ে পাঠিয়ে দেয় দোকান বন্ধ করার আগেই। আমার স্কুটি টা রনি টানছে আর আমি রাস্তায় এদিক সেদিক করে আসছিলাম। কখনো, নদির ধারে গিয়ে পা ভিজিয়ে নিচ্ছিলাম। রাস্তায় অনেক লোক। ঠাকুরের প্যান্ডাল সব খুলে গেছে। সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। রনি বলল,
- ক্ষেপে গেলি নাকি?
আমি হাসলাম, বললাম
- কেন আনন্দে মানুষ এমন করে না?
- হ্যাঁ তা করে। জানিস আজকে, কত টাকা প্রফিট করেছি আমি?
এমনি খেলার ছলেই বললাম
- কত?
- প্রায় পঞ্চাশের উপরে।
- ওয়াও। দোকান টা বড় কর এবারে বুঝলি?
রনি সাড়া দিল না আমার কথার। অন্য কথা বলল
- জানিস শিব! আমার যা উন্নতি হলো এই এক বছরে, তোর যোগদান তাতে কিছু কম নেই।
অবাক হলাম এবারে। সামান্য সাথে থাকা, প্লেট ধুয়ে দেওয়া,ক্যাশে বসা, দোকান সাজিয়ে দেওয়া যদি যোগদান ভাবে ও কি বা বলার আছে। বললাম
- বাজে বকিস না তো। আমি না থাকলেও তুই এই উন্নতি টা করতিস। এখানে আমার কোন যোগদান নেই। পুরো টা তোর পরিশ্রম।
রনি মনে হলো সিরিয়াস হয়ে গেল। বলল না রে
- তুই আমার ক্যাশ দেখেছিস। তাই আমি এই গুলো করতে পেরেছি। অন্য কেউ হলে শেষ করে দিত। শুধু কি তাই? কত বড় সাহস তুই আমার। আমাকে দরকারে অদরকারে কত সাজেশন দিয়েছিস তুই, তার হিসাব আছে নাকি?
আমি হেসে উঠলাম জোরে। বললাম,
- আমি যে ক্যাশ থেকে সরাই নি তুই জানলি কি করে?
এবারে রনি হেসে উঠল, বলল
- যে গত দেড় বছর শপিং করে নি। এবারের পুজোতেও কিছু নিসনি আমি জানি। যে একটা সাজের জিনিস কেনে না। গত দেড় বছর কোন ফোন কেনে নি। যার সখ আহ্লাদ কিছু নেই, সে সরিয়েই বা কি করবে?
অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি রনির দিকে। বললাম
- এতো বিশ্বাস করিস আমাকে।
- হুম করি। নিজের থেকেও বেশী বিশ্বাস করি তোকে আমি।
সাড়া দিলাম না। রনির গলা টা অন্য রকম লাগছিল আমার। মনে হচ্ছিল, ও কি প্রেমে পরল নাকি আমার? কেমন আনমনা হয়ে গেলাম। রনির থেকে এগিয়ে গেলাম আমি সামনের দিকে একটু। বুক টা ধড়াস ধড়াস করছিল আমার তখন। ভাবছিলাম, হে ঠাকুর, আমার একজন ই কৃষ্ণ ছিল। তাকেই সব দিয়েছি। রনি যেন আমার থেকে কোন কষ্ট না পায়। কি করব ঠাকুর? দুজন তো বন্ধু ছিল আমার। একজন কে হারিয়েছি আমি, আরেক জন হারাতে চাই না আর। রনি বলে চলে আমার পিছনে,
- শুধু আমি না, আমার মা, আন্টি, আমার দোকানের কর্মচারী, কুক সবাই মনে করে, তুই আছিস বলে আমার রেস্টুরেন্ট এতো উন্নতি করেছে।
ওকে ধমকে গেলাম,
- খবর্দার রনি এই সব বাজে কথা ভাববি না। এই সাফল্য তোর। তবে এতেই থেমে যাস না। তোর কাস্টমার দের উপরে ব্যবহার ভালো। তুই ঠকাতে চাস না কাউকে। ফ্রেশ খাবার খাওয়াস। সেই জন্য কোথা থেকে না কোথা থেকে কাঁচামাল তুলে আনিস। এই গুলই কারন তোর উন্নতির। বোকা কোথাকার!
- না রে আমি বোকা নই। এই যে কথা গুলো বললি, কই কেউ তো বলে না? একজন প্রকৃত সাথী ই এ কথা বলে। আমার দোকানের মালকিন হতে সমস্যা কীসের তোর। হ্যাঁ তোর মতন লেখা পড়া জানিনা। কিন্তু তুই পাশে থাকলে গ্র্যাজুয়েট আমি হয়েই যাব। আমি জানি রাকার মতন ভাগ্য করে আমি আসিনি।
রাকার নাম টা শুনে কেন জানিনা গা আমার জ্বলে উঠল এবারে। এতো দিন ওর নাম টা শুনলে মন টা কষ্টে ভরে যেত। কিন্তু আজকে কেন জানিনা আমার রাগ হলো। এটা ঠিক আমি আজকেও ওকে ছাড়া কাউকে ভাবি না। ওকেই মন দিয়েছি আমি। কিন্তু সেটা আমার একান্ত ব্যক্তিগত। ওকে বললাম বেশ রেগেই আমি।
- ওই নাম টা নিবি না আমার সামনে রনি।
রনি চুপ করে গেল। আর আমার রাগ টাও নেমে গেল একেবারে।আজকে ভালো একটা দিন। আজকের দিনে রনির উপরে রেগে থাকার কোন মানে হয় না। রনির বলা আগের কথা গুলো মনে পড়ল। ওকে বললাম
- তুই কি আমাকে প্রপোজ করলি?
রনি মনে হয় ভয় পেয়ে গেছে একটু। তাও বলল
- হ্যাঁ করলাম।
তাকালাম রনির দিকে। বড্ড মায়া হলো ছেলে টা কে দেখে আমার। ওকে দেখলেই মনে যায় রাকাদের বাড়িতে, ঠোঁটে রক্ত নিয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলছে, শিব আমি চললাম, আন্টি চললাম। বুক টা আমার যন্ত্রণায় ভরে গেল একেবারে। ওকে জড়িয়ে ধরলাম আমি। ও বুঝল আমি কাঁদছি। আমি ওকে সরল ভাবেই জড়িয়ে ধরেছি। বন্ধুর মত। কিন্তু ও আমাকে বন্ধুর থেকেও বড় কিছু ভাবে। তাই সাহস করে জড়িয়ে ধরতে পারছে না। না ধরুক। আমি সেই জন্যেই জড়িয়ে ধরলাম ওকে। এটা বুঝতে যে ও ঠিক কি ভাবে আমাকে নিয়ে।
তারপরে ছেড়ে দিলাম ওকে আমি। গাড়ীর উল্টো দিকে গিয়ে বললাম,
- রনি, কি চাইছিস, এক সমস্যায়, আমার শেষ বন্ধু টাও সরে যাক আমার থেকে? আমার জীবনে অনেক কমপ্লিকেশন রনি। আমি আজকেও রাকা কেই ভালবাসি। আমি জানি কোনদিন আমার এই প্রেম পূর্নতা পাবে না আমার মেয়ে হবার মতই। কিন্তু তুই ও প্লিস রাকার মতন ফাঁদে পা দিস না।
রনি চুপ করে রইল। আমি আবার বললাম ওকে
- আমি তোর জন্য পাশে থাকব না? আর সেটা আছি বলে তুই আমাকে তোর সব কিছু মালকিন হতে বলছিস? তোর কি মনে হয়, আমি মালকিন হবার আশায় এই সব করেছি? আচ্ছা একটা কথা বল তুই, আমি তোর জন্য এটা না করলে, কি করতাম? বন্ধুত্ব ত্যাগ করে বাড়িতে বসে থাকতাম?
দুজনাই চুপ রইলাম বহুক্ষন। জানিনা কটা বাজে। অনেক পরে রনি বলল আমাকে,
- একটা কথা দে, আজকের এই সময় টার জন্য আমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়? আমি সব সহ্য করতে পারব, তোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে গেলে জানিনা আমার কি হবে।
অবাক হয়ে তাকালাম আমি রনির দিকে। সেই এক চাওয়া তো আমিও চেয়েছিলাম রাকার কাছে। রাকা মেনে নেয় নি। আমি না হয় রনির টা মেনেই নিলাম। কষ্ট আমিও পাব, কারন আমি জানি আমি ওর সামনে গেলে ও কষ্ট পাবে এই ভেবে, যে ও আমাকে পাবে না। কিন্তু নেব আমি মেনে এটা। রনির জন্যেই নেব মেনে। হয়ত এই ব্যাপার টা ওর মন থেকে মিটে গেল একেবারে।
সেদিনের পর থেকে না জানি কতবার ও আমাকে প্রপোজ করেছে, আর রাকার উপরে আমার ভালোবাসার পরীক্ষা নিয়েছে। আর আমি সব বার ই ওকে না বলেছি। একটা সময়ে আন্টি মানে রাকার মা ও আমাকে বলেছিল,
- ওরে ভালবাসা এতো বার কারোর দরজায় আসে না। কেন রাকার ভালবাসায় যোগিনী হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই। রনি তোকে এতো ভালোবাসে, মেনে নিলে ক্ষতি কি?
তারপরে হয়ত ভেবেছেন, মেয়েরা একবার যাকে মন দিয়ে দেয়, আর তো কিছু ভাবতে পারে না। নিজে মেয়ে বলে বুঝেছিলেন আমার সমস্যা। রনির জন্য খারাপ লাগত আমার । কিন্তু এখন রনির বিয়ের ঠিক হয়ে যাওয়া তে অনেক টা মুক্ত আমি। মেয়ে টা বেশ ভালো। রনির একেবারে উপযুক্ত। রাকা আর রনি দেখতেই উপর থেকে টাফ। কিন্তু দুজনের ভিতর টাই মারাত্মক নরম। আমি জানি আমার থেকেও ওদের মন অনেক নরম। শুয়োর টার সাথে আমার বিয়ে হল, রনির আনন্দের যেন সীমা নেই। আমাকে বলে দিয়েছে, ও যা খরচা করেছে, সেটা নাকি ও অধিকারে করেছে। আমি যেন দাম দিতে না যাই। সব মিটে গেলে বাপি কে বলব ওর রেস্টুরেন্ট সব আত্মীয় এবং বন্ধু বান্ধব দের জন্য পার্টির অর্গানাইজ করতে।
--------------------------------------------------------------------------------------------------------------------------------
The following 11 users Like nandanadasnandana's post:11 users Like nandanadasnandana's post
• Baban, Bondhon Dhali, bourses, ddey333, Kallol, nextpage, raja05, samael, Tiger, tuhin009, Voboghure
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
ওই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছিলাম খুব আমি। ঘুম ভাঙল যখন সাড়ে পাঁচটা বেজে গেছে। রাকা মরার মতন ঘুমোচ্ছে। ছেলেটাও ঘুমোচ্ছে। আমি উঠে এ সি টা অফ করে বাইরে বেরিয়ে এলাম। বসলাম বাইরের সোফা তে। মন টা তেঁতো হয়ে আছে একেবারে। সেদিনের অপমান আর গতকালের বিয়ে। কোন মিল ই নেই। ভাবছিলাম, ভুল করলাম না তো? ভারী হয়ে আছে মন টা। কেন যে মরতে শুতে এলাম দুপুরে। ওই সব কথা আমার মনে পড়ত না। নাহ আমাকে রাকার সাথে কথা বলতে হবে। সেদিনের অপমান টা মন থেকে না গেলে আমি হয়ত ওর সাথে আর থাকতেই পারব না কোনদিন। আবার ভাবলাম, ছেলেটা ওই একটা দিন ছাড়া কোন দিন ও আমাকে সামান্য ও কষ্ট দেয় নি। মনে পরছিল ওর সব কিছু দিয়ে আমাকে বাঁচানোর দিন গুলো। হয়ত এই সব ভেবেই মনের তিক্ত তা আমাকে সরিয়ে ফেলতে হবে। সময় লাগবে আমি বুঝতে পারছি, নিজের সাথে লড়াই আবার শুরু হবে এ ব্যাপারে আমি নিশ্চিত।
যাই হোক, জীবন থেমে থাকবে না, আমাকে একবার বেরোতে হবে। যাই কিছু কেনাকাটি করে নিয়ে আসি। বুঝে গেছি, রাকা এখন এ বাড়িতেই থাকবে, যতদিন না আমার থাকার উপযুক্ত ও বাড়িতে একটা বাড়ি তৈরি হচ্ছে। ছেলেটা ঘুমোচ্ছে ঘুমোক। ওর বাপ তো আছে ঘরে। তাও আন্টি কে বলে যাই একবার। ঘরে গেলাম ড্রেস বদলাতে। কিন্তু সমস্যা হলো, রাকা ঘুমোচ্ছিল। ভাবলাম ঘুমোচ্ছে তো। ইচ্ছে ছিল স্কার্ট আর টপ পরে যাব। কিন্তু জানি এখন সে সব পরলেই মা বকাবকি করবে। আমার শাশুড়ি কিছু বলবে না, আমার মা বকবে আমাকে। দরকার নেই। রাকা ঘুমোচ্ছে, তাই ঘরেই ছেড়ে নিলাম শাড়ি টা। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল টা আঁচড়াচ্ছি, আয়নায় দেখলাম রাকা উঠল। আমাকে তৈরি হতে দেখে বলল,
- কোথায় চললি?
সাড়া দিলাম না আমি। চেষ্টা করি আমি। কিন্তু ওর সাথে কথা বলতে গেলেই এতো কিছু মাথায় ভীড় করে মনে হয় চুপ থাকাই ভালো। রাকা উঠে বসে পরল, বলল,
- এক কাপ চিনি ছাড়া লাল চা হলে ভাল হত। এ বাড়ির চা টা খুব ভালো। কি রে? বললি না কোথায় চললি?
চা খাবি তো আমাকে বলার কি আছে? নীচে চলে যা। মনে হলো ইচ্ছে করেই আমাকে বলল, যাতে আমি এনে দি। দেখলাম সেই আমাকেই নিয়ে আসতে হবে চা। ওর কথার উত্তর না দিয়ে নীচে চলে এলাম। এসে দেখলাম, সবাই নীচে আছে। নীচে নামতেই, বাপ ব্যাটা আর আমার দুপুরে ঘুম নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। আলোচনা চলছিলই। আমি নীচে যাওয়াতে আরো বেড়ে গেলো সেটা। পারি না আর শুনতে। এতো লজ্জা আর রাগ লাগে যে কি বলব। একসাথে শুলে আমার মনে ভিতরে কি চলে সেটা জানলে কেউ আর হাসাহাসি করবে না। আবার এটাও বুঝি বা জানি এই করতে করতেই একদিন লজ্জা কাটবে আমার। একদিন ঘুমোলাম, তাও খাটাখাটনি হলো বলে। তাও এদের কথার মজা শেষ হয় না। জানি তো আমরা মা ব্যাটা তে ঘুমোলে এতো কথা হতো না। রাকা ও আছে, তাই এতো কথা। আমি কোন কথা না বলে, রান্না ঘরে গিয়ে চায়ের জল নিলাম। কাউকে জিজ্ঞাসা করলাম না খাবে কিনা। জিজ্ঞাসা করলেই বলবে, চা কীসের জন্য বানাচ্ছি আমি। বলতে হবে রাকা খাবে। এক প্রস্থ হাসাহাসি হবে। আমার মা আমাকে তির্যক ভাবে দেখবে। বুঝবে তো না কত বিপাকে পরে আমি নিজে করতে এলাম চা।
ততক্ষনে মা এলো রান্না ঘরে। আমাকে চা করতে দেখেই বলল,
- রাকা খাবে বলল নাকি?
রাগ আমার কম ধরছে না এমনিতেই। তারপরে মায়ের এই সব আমাকে ইচ্ছে করে পিঞ্চ করা। মায়ের দিকে তাকিয়েই বুঝিয়ে দিলাম, তোমার জন্যেই আমার এই হাল হলো। শেষে আমাকে বিয়ে করতে হলো, আর ওই ফালতু ছেলেটার দাসি বাঁদি হয়ে থাকতে হচ্ছে। কট্মট করে মায়ের দিকে তাকাতেই, মা হেসে চলে গেল। ওই হাসে বলেই আমার মটকা গরম হয়। যেমন হচ্চে সেটা মেনে নিলেই তো আমার রাগ ধরে না। আমাকে দিয়ে জোর করে করাবে কাজ মা, আর আমি সেটা নিজে করতে গেলেই হাসাহাসি করবে। যাক কি আর করব। নীচে সবাই বসে, আর লজ্জার মাথা খেয়ে, রাগ টা গিলে নিয়ে, আমি চা নিয়ে উপরে চলে এলাম। আবার প্লেট দিতে হবে মহারাজ কে। না হলে তার শাশুড়ির রাগ হবে। ঘরে ঢুকে দেখলাম, পাজামা পাঞ্জাবি পরে বসে আছে কুত্তা টা। মনে হলো বলি,
- আ তু তু তু তু, এই নে চা।
কিন্তু এই খবর নীচে মায়ের কানে গেলে, আমার রক্ষা নেই। দাঁড়া তোর মজা দেখাচ্ছি আমি। ওকে চা টা দিলাম। শয়তান বিছানা থেকে নামবে না। আমাকেই হাতে হাতে চায়ের প্লেট টা দিতে হবে। উফ সাপের পাঁচ পা দেখার আল্টিমেট জায়গায় চলে গেছে। চা টা দিয়েই বললাম,
- ছেলে ঘুমোচ্ছে। এখন ঘুমোবে। যতক্ষণ ঘুমবে, এই ঘর থেকে যেন কোথাও না যাওয়া হয়। এই আমি বলে গেলাম।
কোন বিকার নেই। সকালে মতন আমাকে দেখিয়ে দেখিয়ে চা এ চুমুক দিচ্ছে। আমি চুল টা একটু ঠিক করে নিয়ে, খামচা টা লাগিয়ে নিলাম। শাড়ির প্লিট গুলো একবার দেখে নিয়ে, পার্স টা হাতে নিয়েছি আর রাকা বলল,
- আরে কোথায় যাচ্ছিস বলে তো যা।
সাড়া দিলাম না। ওর সাথে ফালতু কথা বলার ইচ্ছে টাই আমার চলে গেছিল। মনে মনে ভাবলাম, শালা যবন। কাল থেকে একটাই জাঙ্গিয়া পরে আছিস। যাক দেরি হয়ে গেছে অনেক। আমি যাই। বেরোতে যাব আর রাকা বেশ গম্ভীর হয়ে বলল
- কোথায় যাচ্ছিস, তখন থেকে জিজ্ঞাসা করছি না?
কি সাহস!!! আমার উপরে এমন টোনে কথা? আমি সপাটে ঘুরে কিছু একটা মারাত্মক রকম বলব, কিন্তু… কি বলব খুঁজে পেলাম না আমি। হাতের পার্স টা ছিল, সেটাই হাতে করে ধরলাম উঁচিয়ে। যেন ওটা ছুঁড়ে দেব এবারে ওর দিকে। ও আমাকে দেখে, একেবারে, গুঁটিয়ে গিয়ে বলল,
- না মানে আমি পৌঁছে দিতে পারি।
শালা ফাট্টু। আমি শুধু বলে এলাম,
- ছেলে ঘুম থেকে ওঠা অব্দি এখানে যেন থাকা হয়, বলে গেলাম আমি।
গজগজ করতে করতে আমি নীচে এলাম। সবাই আমাকে দেখছে। আমি কাউকে পাত্তা না দিয়ে বেরিয়ে এলাম স্কুটি টা নিয়ে। কোথায় যাচ্ছিস, বলে যাবি তো, কত কথা পিছন থেকে ভেসে এলো। আমি কি বলতাম? কুকুরের জন্য জাঙ্গিয়া কিনতে যাচ্ছি? সবাই মিলে হাসাহাসি করত না?
মল এ গিয়ে পরলাম আর এক সমস্যায়। আমি তো সাইজ জানি না। কি করব এবারে? রাকার ফোন নাম্বার ও নেই আমার কাছে। আর থাকলেও ওকে তো জিজ্ঞাসা করা যায় না। ওর হাইট আমার থেকে ইঞ্চি তিনেক বেশি। সেই অনুসারে মাপ হবে কি? না না তারপরে ভুল নিয়ে গিয়ে হাজির করলে আরেক সমস্যা হবে। আন্টি কে জিজ্ঞাসা করব? বা আমার মা কে? আরে ধুর ওরা কি ভাবে জানবে? আর জানলেও সে এক বিব্রত কর অবস্থা হবে। বাড়ি গিয়ে ঢূকলেই আমাকে দেখে মিটি মিটি হাসবে দুজন ই। ধুর বাবা এমনি ভাবে রাগ করে সংসার করা যায় নাকি? আমি তো চাইনি। আমার মা আর আন্টি যত নষ্টের গোঁড়া।
যাক, ছেলের জন্য কিছু কিনে নি। ছেলের জন্য দুটো জিন ফেডেড জিন্স নিলাম। ব্ল্যাক শার্ট বা টি শার্টের সাথে ছেলেকে আমার রাজপুত্র লাগে। বেরিয়ে আসব কিনে কেটে তারপরে মনে পরল, রনি কে জিজ্ঞাসা করলে হয় তো। ও রাকা কে জিজ্ঞাসা করে নেবে। লাগিয়ে দিলাম ফোন রনি কে। ও মনে হয় ওর বউ কে নিয়ে ছিল কোথাও। ধরল ওর বউ ফোন টা।
- হ্যাঁ শিব দি বল?
- ও তুই? রনি কোথায় রে।
- এই তো পাশে , কিছু বলব? ওকে আশীর্ব্বাদ করছে আমার মাসী।
যাহ , এই সময়ে আমি ফোন করে ওকে রাকার জাঙ্গিয়ার মাপ জিজ্ঞাসা করতে বলব? হতাশ হয়ে বললাম
- ও আচ্ছা । ঠিক আছে তবে পরে করব আবার।
- আরে না না দাঁড়াও। দিচ্ছি
রনি ফোন টা ধরে বলল,
- হ্যাঁ বল রে।
- ভাই একটা উপকার কর না!!
- অ্যাঁ, যার জন্য কিছু করতে গত বেশ কয়েক বছর পিছনে পিছনে ঘুরেছি, সেই আজকে উপকার চাইছে? বলুন বলুন মালকায়ে রুদ্রপুর। কি করতে পারি আপনার জন্য।
এতো নাটক করতে পারে এই ছেলেটা! বললাম
- নাটক মারাস না। শোন! একটু তোর বন্ধু কে জিজ্ঞাসা করে ওর জাঙ্গিয়া আর জুতোর মাপ টা জিজ্ঞাসা করে বলবি আমাকে?
- অ্যাঁ?
- কি অ্যাঁ? যা বলছি কর।
আমি শুনতে পাচ্ছি, ও হয়ত উল্টো দিকে আরেক টা ফোন থেকে রাকা কে কল করেছে। আর এমন খচ্চর সবার সামনেই জিজ্ঞাসা করছে,- তোর জাঙ্গিয়ার মাপ বল তোর বউ জিজ্ঞাসা করছে। আর রনির বউ হেসে গড়িয়ে পরছে ওখানেই। আমি শুনতে পাচ্ছি, হাসির শব্দ। ৮৫ সেন্টিমিটার আর ১০ নম্বর পায়ের মাপ জেনেই ফোন টা কেটে দিয়েছিলাম আমি। আমারি ভুল রাকা কেই জিজ্ঞাসা করতে হতো আমাকে। শালা পা তো না, যেন ভুতের পা। নাহ আমাকে ওর সাথে প্রথম পুরুষে কথা বলা শুরু করতে হবে। কিন্তু ওকে - তুমি তো মরে গেলেও বলতে পারব না আমি। তুই বলব? মা জানলে যদি রাগ করে? কি যে করব বুঝতেই পারছি না আমি। ও তো এখন আমার বর হলো। না না কি যেন, স্বামী হল। কিন্তু অনেক আগে থেকেই তো আমার বন্ধু নাকি? ধুর আগে সোজাসুজি কথা তো বলতে শুরু করি। তারপরে দেখা যাবে।
The following 14 users Like nandanadasnandana's post:14 users Like nandanadasnandana's post
• Baban, bad_boy, Bondhon Dhali, bourses, ddey333, DSaha, Kakashi, KingisGreat, nextpage, raja05, samael, Tiger, tuhin009, Voboghure
Posts: 1,228
Threads: 0
Likes Received: 975 in 705 posts
Likes Given: 1,681
Joined: Jul 2020
Reputation:
66
besh laglo aj.....kalker jhor r por aj besh bhalo ekta weather chilo
Posts: 46
Threads: 0
Likes Received: 77 in 47 posts
Likes Given: 77
Joined: Oct 2019
Reputation:
-1
প্রেমের প্রথম ধাপ... সময় তো লাগবেই মানিয়ে নিতে....
জীবন খেয়া পার হতে কত প্রতিকূলতাই পার হতে হয়... শিবের জন্য এ এক অগ্নিপরীক্ষা...
রোমাঞ্চের সন্ধানে রোমাঞ্চ প্রিয় আমি ??
Posts: 16
Threads: 0
Likes Received: 19 in 17 posts
Likes Given: 113
Joined: May 2019
Reputation:
0
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,084 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
খুব সুন্দর একটা পর্ব ♥️
আর লেখালিখির কারণে আমিও জানি.... আমরা শুধুই সৃষ্টি করতে পারি... কিন্তু সৃষ্টি করা অলীক বা বাস্তব থেকে নেওয়া চরিত্র গুলি চালনা হয় নিজের মতন করে... পরিস্থিতির সম্মুখে পড়ে তাদের মতামত দৃষ্টিভঙ্গি বক্তব্য সব পাল্টে যায়.... লেখক লেখিকা চাইলেও তাদের সেই ক্রিয়া মুছে ফেলতে পারেনা.... এমন কোনো eraser বেরোয়নি আজ পর্যন্ত
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 01:29 PM)raja05 Wrote: besh laglo aj.....kalker jhor r por aj besh bhalo ekta weather chilo
হ্যাঁ তা ছিল। তোমাকে অনেক ধন্যবাদ
•
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 01:30 PM)Ah007 Wrote: প্রেমের প্রথম ধাপ... সময় তো লাগবেই মানিয়ে নিতে....
জীবন খেয়া পার হতে কত প্রতিকূলতাই পার হতে হয়... শিবের জন্য এ এক অগ্নিপরীক্ষা...
না না প্রেম তো ছিলই। প্রেম করা আর একসাথে থাকার অনেক পার্থক্য। অনেক ধন্যবাদ। কমেন্ট আসে বলে লিখতেও ভাল লাগে।
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 03:18 PM)Maskin Wrote: ফাটাফাটি আপডেট।
অনেক অনেক ধন্যবাদ।
•
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
(23-02-2022, 10:17 PM)Baban Wrote: খুব সুন্দর একটা পর্ব ♥️
আর লেখালিখির কারণে আমিও জানি.... আমরা শুধুই সৃষ্টি করতে পারি... কিন্তু সৃষ্টি করা অলীক বা বাস্তব থেকে নেওয়া চরিত্র গুলি চালনা হয় নিজের মতন করে... পরিস্থিতির সম্মুখে পড়ে তাদের মতামত দৃষ্টিভঙ্গি বক্তব্য সব পাল্টে যায়.... লেখক লেখিকা চাইলেও তাদের সেই ক্রিয়া মুছে ফেলতে পারেনা.... এমন কোনো eraser বেরোয়নি আজ পর্যন্ত
হ্যাঁ ঠিক বলেছ। কারোর মুখের কথা প্রতিষ্ঠা করতে কত পথ যে ঘুরে আসতে হয়। দুম করে কারোর মুখে কোন কথা তো বলতে পারা যায় না, কন্টেক্সট ছাড়া।
•
Posts: 717
Threads: 5
Likes Received: 2,160 in 475 posts
Likes Given: 730
Joined: Dec 2021
Reputation:
666
আগের পর্বের কিছু অংশ.........
শালা পা তো না, যেন ভুতের পা। নাহ আমাকে ওর সাথে প্রথম পুরুষে কথা বলা শুরু করতে হবে। কিন্তু ওকে - তুমি তো মরে গেলেও বলতে পারব না আমি। তুই বলব? মা জানলে যদি রাগ করে? কি যে করব বুঝতেই পারছি না আমি। ও তো এখন আমার বর হলো। না না কি যেন, স্বামী হল। কিন্তু অনেক আগে থেকেই তো আমার বন্ধু নাকি? ধুর আগে সোজাসুজি কথা তো বলতে শুরু করি। তারপরে দেখা যাবে।
পর্ব ছাব্বিশ
বাড়ি যখন ঢুকলাম তখন ভাগ্যিস কেউ আমাকে অতো টা খেয়াল করে নি। ছেলের ড্রেস গুলো কাউকে দেখালাম না। কিন্তু রাকার আন্ডির কালার ভালো পেলাম না। কিছু পিঙ্ক আর অরেঞ্জ খোঁজ করলাম, ছেলেটা কেমন বোকার মতন চেয়েছিল আমার দিকে। ছেলেদের কি পিঙ্ক হয় না নাকি? আসলে আমিও পরেছি ক্লাস নাইন অব্দি। কিন্তু তখন তো ফুল জাঙ্গিয়া পরতাম না আমি। কাটা জাঙ্গিয়া পরতাম। মানে মা ই কিনে আনত। কিন্তু তখন তো লাল বা আকাশী আমি পরেছি। রাকার জন্য পেলাম না। কালো, ছাই রঙের ই নিলাম। আর কোন কালার পছন্দ হলো না। যা দাম, পাঁচ টা নিতেই অনেক টাকা চলে গেলো। আর ছেলের টা তো দামী হবেই একটু। ছোট ছেলের ড্রেস তো আর কম দামী নিতে পারি না। আমার ও কিছু ব্রা কিনলাম। কিছু প্যান্টি ও। তোয়ালে কিনলাম রাকার। এখানে থাকবে তো এখন কুত্তা টা। আমার তোয়ালে নিলেই রাগ ধরবে আমার। আর ছেলের তোয়ালে নিলে তো ওকে আমি খুন করে ফেলব।
ঘরে এসে দেখলাম বাপ ব্যাটা তে খেলা চলছে। আমার ভাই ঘরে রয়েছে। মা মনে হয় এই ঘরেই খেতে দিয়েছিল ওকে। টেবিলে রাকা খালি প্লেট টা। ছেলে আমাকে দেখেই বাপের গায়ের উপর থেকে লাফিয়ে একেবারে আমাকে কোলে। ওকে কোলে নিয়েই আমি জিনিস গুলো সব আলমারি তে রেখে দিলাম। ভাই বলল,
- দিদি, ছেলে সামলা, দুজনে মিলে ওকে রাখতে পারছিলাম না। বল খেলল হলো না। টিভি তেও হলো না। স্বাতীর সাথেও খেলল না। শেষে রাকা দার উপরে খানিক ধামসে চুপ হলো। রাকা দা তো ঠিক ই করছিল, দশ মিনিটে তুই না এলে শিভ কে নিয়ে বেরোবে।
আমি ছেলেকে দেখে, বেশ করে আদর করে নিলাম। জিজ্ঞাসা করলাম,
- খেয়েছিস সোনা? আমি তো ভাবলাম , আমার শিভ ঘুমোচ্ছে। আমি একটু কেনাকাটি করে আসি।
ছেলেকে বিছানায় রেখে আমি ফ্রেশ হয়ে এলাম ঘরে। ততক্ষন ভাই হাওয়া হয়ে গেছে। রাকা বিছানায় বসে। ছেলে বাপের ঘাড়ে উঠে একেবারে অতিস্ট করছে বাপ কে।রাকা চুপ করে অত্যাচার সহ্য করছে। দেখেই হাসি পেয়ে গেল আমার। আমাকে দেখেই ছেলে আবার আমার কোলে। আমি প্যাকেট টা খুলে, জাঙ্গিয়ার প্যাকেট টা, তোয়ালে টা ওকে দিলাম। আর চপ্পল টা বিছানার নীচে রেখে দিলাম।
ও অবাক হয়ে গেল। বলল,
- কি এগুলো?
উফ কি ভাবে যে স্বাভাবিক ভাবে কথা বলি আমি? টেবিলে রাখা ওর খাওয়া প্লেট টা হাতে নিয়ে উল্টো দিকে মুখ করে বললাম,
- কিছু আন্ডি আছে। আমি দাম দিয়েই কিনেছি। পুরোন টা ছেড়ে পরে নি…………স। আর তোয়ালে টা এখানে থাকলে ইউস করি……স। আর চপ্পল টা বের করে দিলাম।
যা পছন্দ করতাম না, তাই করতে হলো। আজ থেকে কিছু বছর আগেও আমি এই গুলো রাকার সাথে করতে পছন্দ করতাম। আমি চাইতাম, আমি যেমন বলব ও তেমন ভাবেই চলুক। কিন্তু এই রকম ভাবে, ও আমার বর বলে আমাকেই ওর সব টা দেখতে হবে এটা ভাবিনি। মানে ওর ভাল মন্দ টা আমাকেই দেখতে হবে। ও এই গুলো পেয়ে অবাক হয়ে চেয়ে রইল আমার দিকে। মুখে তীব্র বিরক্তির আভাসে, আমি ওর খাওয়া প্লেট টা নিয়ে বেরিয়ে আসব, আমাকে তখন বলল,
- জানি তোর অসুবিধা হচ্ছে। সরি। আমি চলে যাব আজকে। আসলে ছেলে কে কাছে পেয়ে মাথায় ছিল না আমার। আজকে সকালেও তোর এই রাগ টা আমি এনজয় করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, তোকে আমি বিব্রত করছি। হয়ত তুই বিরক্ত হচ্ছিস।
বাহ, ভালো। জানি ও ছেলের সাথে এতো মিশত না যেটা এখন মিশছে। সারাদিন খেলা গায়ে গা লাগিয়ে থাকা।আমার ও ভালো লাগছে সেটা। ছেলে বাবা কে না পেলে সেটা মায়ের খামতি। বাবা যে কত বড় একটা মানুষের সেটা আমার থেকে ভালো কেউ জানে না। কিন্তু , কালকে সত্যি করেই আমি বিরক্ত ছিলাম। কিন্তু আজকে তো নই। আর সেটা হলেও, আমাকে সময় দিতে হবে না? আমি তো মেনে নিচ্ছি সব কিছু ধীরে ধীরে। এখন রাকা নিজে আমাকে সাপোর্ট না করলে আমি কি করব?রেগে গেলাম ওর উপরে আবার। সব আমার উপরে দায় চাপালে আমি কি করি? ওর বোঝা উচিৎ আমি সাধারন মেয়ে নই। রেগেই বললাম ওকে,
- বুঝতে পেরেছিস?
- হ্যাঁ
- খুব ভালো।
আমি বেশী চেচালাম না আর। ছেলেকে কোলে নিয়ে চলে এলাম। আমি রান্না ঘরে মা এর সাথে কাজ করতে লাগলাম ছেলেকে কোলে নিয়েই। বাইরে ভাই ছেলেকে ডাকতেই চলে গেল ভাই আর স্বাতির সাথে খেলতে। আন্টি ছিল রান্না ঘরে। তরকারি টা কষছিল। আমি আটা নিয়ে জল দিয়ে মাখতে শুরু করলাম। জানি রাকাও রুটি খাবে আজকে। পর পর দুদিন ভাত খেল। আর ওকে ভাত দেওয়া যাবে না। সামনে খেলা আছে। কিন্তু আমার কানে রাকার কথা বাজছে- ছেলেকে কাছে পেয়ে মাথায় ছিল না তুই বিরক্ত হচ্ছিস । কথাটা একেবারে আমাকে মরমে মেরে ফেলছিল। সেই অনুতাপ ঢাকতে আমি তাড়াতাড়ি হাত চালাচ্ছিলাম, আটা মাখাতে। কিছু পরেই বাইরে মনে হলো মা বলছে রাকা কে
- একি? কোথায় চললে তুমি?
রাকা কথা বলল
- না কাকিমা, আবার কি? এবারে ও বাড়ি যাই। বাড়ি টা বানাতে হবে তো আপনার মেয়ের জন্য? রনি কে ডেকেছি। প্ল্যান আছে অনেক।
মাকে যতই বোঝানোর চেষ্টা ও করুক হাসি মুখে থেকে, বা হেসে হেসে কথা বলে, জানি আমার জন্যেই চলে যাচ্ছে ও। না হলে রনি কে এখানে ডাকা যেত না? আহা রে, ছেলেকে নিয়ে তো ভালই ছিল শয়তান টা। আমি যে কি না? কেন ওকে বলতে পারলাম না, আমি আর বিরক্ত হচ্ছি না? বলতে পারব ও না আর। এতো দিন হয়ে গেলো। ১৬ বছর। এখনো আমাকে না বুঝলে, আবার কবে বুঝবে ও? চোখে জলে ভরে এলো আমার। আন্টি কাছেই ছিলেন। আমার মুখ টা তুলে ধরলেন আন্টি। চোখে জল দেখে বুঝে গেলেন, আমি চাইছি না ও যাক। বা বুঝলেন হয়ত, আমার কোন কথায় ও কষ্ট পেয়ে চলে যেতে চাইলেও, আমি চাইছি না ও চলে যাক। হয়ত আমার কান্নায় আন্টি আমার অনুতাপ দেখলেন। ওদিকে মা বলে চলেছে,
- কোন মতেই যাওয়া হবে না এখন তোমার। সে, তোমার বউ ছেলে, যেখানে খুশী নিয়ে যাও ওদের। কিন্তু এখন কিছুদিন তোমার কোথাও যাওয়া হবে না আমি বলে দিলাম।
রাকা চুপ রইল। তারপরে বলল মা কে,
- কাকিমা, আপনি বুঝতে পারছেন না। শিব কে সময় দিতে হবে তো একটু। ও বেচারী একটু বিব্রত। আসলে ও একলা থাকে। শিভের থাকা আর আমার থাকার মধ্যে অনেক ফারাক কাকিমা। ও একটু সামলে নিক, তারপরে তো আসব। আপনার জামাই আমি। যাব আর কোথায়? আর আমার ছেলে বউ তো এখানেই আছে।
ইশ, আমাকে সময় দেবে? সময় দিবি তো থাক, কে মানা করেছে? থেকে সময় দে আমাকে। আমি ঝগড়া করব সেগুলো শোন!! ছয় বছর আমাকে কষ্ট দিয়েছিস? এতো সহজেই কি পেয়ে যাবি নাকি আমার মন। অহংকারী একটা। আমি কি বলে এলাম নাকি তোকে উপরে, যে তুই চলে যা! এই সব নিজেই ভাববে উদ্গান্ডু টা, আর এর পরে আমি মায়ের কাছে বকা খাব, না!!!!! ছেলের সাথে ভালই তো আছিস এখানে। নাটক যত!!!! আমি ওই ভাবেই কাঁদতে কাঁদতে আন্টি কে জড়িয়ে ধরে ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিলাম, আমি চাই না ও চলে যাক। আন্টির মনে হয় আমার এই স্বীকারোক্তি টাই দরকার ছিল জানার। পাশেই খুন্তী টা ছিল রাখা। হাতে সেটা নিয়ে বেরিয়ে পরলেন উনি রান্না ঘর থেকে।
রাকাকে বললেন,
- এই জানোয়ার, যাদের দেখাশোনা করে বিয়ে হয়, তাদের বউ দের কে সময় দেয় রে? বেশী বুঝিস, না? চুপচাপ উপরে যাবি। কি লাগবে বল শিব গিয়ে দিয়ে আসবে। আর কোথাও বেরোলে দশ টার মধ্যে বাড়ি ঢুকবি।
আমি উঁকি মেরে দেখছি ওকে রান্না ঘর থেকে। দুই মায়ের রণং দেহী মুর্তি কে পিছিয়ে সিঁড়ি তে দাঁড়িয়ে ছিল, সেখান দিয়েই উঠে গেল উপরে। যাবার সময়ে ভাই কে ডাক দিয়ে গেল ও। এক চোখ জল নিয়েও হাসি পেয়ে গেল আমার ওকে দেখে। ভাবলাম, মা দের ঠেস একা তুই পাবি নাকি? এই যুযুধান লড়াই এ আমিও কিন্তু মজা পাচ্ছি বেশ।
রাতে খেয়ে দেয়ে আমি রূপচর্চা করছি। ছেলে ঘুমোয় নি। যা ঘুমিয়েছে আজকে দুপুরে, ওকে ঘুম পারাতে আমার কালঘাম ছুটে যাবে আজকে। একদম সিঁড়ির কাছের ঘরে রাকা আর ছেলে খেলছে। বিছানায় ধুপধাপ আওয়াজ পাচ্ছি আমি। রনি এসেছিল। রাকা বাড়ি টা বানাবে আবার। আন্টি কে আমি বুঝিয়েছিলাম। আর ছেলের উপরে রাগ করে থেকে কি হবে। সব হারিয়ে, আবার তো ও নিজেকে গোছাচ্ছে। এখন আমরা ওর পাশে না থাকলে কে থাকবে? রনি আর রাকা কথা বলছিল। শুনলাম অনেক টাকার ধাক্কা। আমার কি? লাগে টাকা দেবে গৌরী সেন। বাস আমার ইচ্ছে, বাড়ী টা আন্টির ইচ্ছে মতন তৈরি হোক। যেমন আন্টি চাইবেন। রাকার ইচ্ছে মতন মডিউলার হোম না। মানুষ দুটো, এর পরের জীবন টা নিজেদের ইচ্ছে মতন বাঁচুন।
চুল টা এখন আর বেঁধে শুই না। শুধু খেয়াল রাখি ছেলের গায়ে যেন না লাগে। চুল আঁচড়ানো হয়ে গেলে বিছানা টা পরিষ্কার করলাম। শোবার চাদর পেতে, বালিশ গুলো সজিয়ে দিলাম। মশা থাকে না তাও, মশার লিক্যুইড টা চালিয়ে দিলাম। এ সি টা শুরুতে একটু কমে দিয়ে ঘর টা ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন আবার ২৬ এ দিয়ে দিলাম। সেই সময়েই ছেলে কাঁদতে কাঁদতে ঘরে এলো। এই প্রথম ছেলে আমার কাঁদল, আমার কাছে এসে। দেখেই আমার বুক টা উড়ে গেছিল একেবারে। আমি ছুটে গেলাম,
- কি হয়েছে সোনা?
কোলে তুলে নিলাম ছেলেকে। জানিনা কি হয়েছে। ফুঁপিয়ে কাঁদছে। ও কাঁদলেই বুক কাঁপে আমার। একেবারে বুকে নিয়ে বললাম,
- কি হয়েছে আমার বুক জুড়ানীর? ও সোনা। কি গো? কি হলো? কোথাও ব্যাথা পেলে নাকি? দেখি দেখি দেখি? কোথায় লেগেছে?
আমি পাগলের মতন ওর হাত পা, গলা কাঁধ দেখছি, কোথাও আঘাতের চিহ্ন আছে নাকি। ভাবছি ওর বাপ তো ছিলো সাথে। কি করে লাগল? তখন ছেলে আমাকে বলল
- পাপা বলেছে আমাদের কাছে শুতে আসবে না।
- অ্যাঁ?
মনে মনে ভাবলাম, ভালই তো। নিজে থেকেই আপদ বিদেয় হবে তো ভাবিনি আমি। না মানে ঠিক আপদ না। তাও অন্য ঘরে শুলে তো ভালই। উৎসাহিত হয়ে, ছেলেকে বললাম,
- তাতে কি , মা আর শিভ শোবে।
আবার ছেলের ভ্যা করে কান্না শুরু হলো। আমি সঙ্গে সঙ্গে বললাম
- ও আচ্ছা আচ্ছা, পাপার কাছে শোবে শিব?
আরো জোরে কান্না শুরু করল ছেলে আমার। কি হলো ছেলের? বললাম
- ও আমার শিভ, পাপা আর মা দুজনের সাথে শোবে?
এক কথায় কান্না বন্ধ হয়ে গেল ছেলের আমার। ভারী ঝামেলায় পরলাম তো আমি। এখন আমাকেই হাতে পায়ে ধরে আনতে হবে? আবার বলতেও হবে, মা আর ছেলেকে নিয়ে শুতে। কেন সবাই বোঝে না। আমি নিজেই একশ। কাউকে লাগবে না আমাকে সুরক্ষা দিতে। একসাথে থাকার সামাজিক মানে তো এটাই, তাই না? মা দুর্বল তাই বাপ, মা আর ছোট ছেলেকে সুরক্ষা দিচ্ছে। ভারি আমার শক্তিশালী মরদ রে! যাই কি আর করব!! মরদ কে নিয়ে আসি। ছেলেকে কোলে নিয়েই গেলাম ও ঘরে। দেখলাম চিৎপাত হয়ে শুয়ে আছে বিছানায়। মাথায় বালিশ নেই।
কি যে করব। রাগে আমি ফেটে পরছি একেবারে। তাও যতটা সম্ভব বউ এর আচরণ ধরে রেখে রাকাকে বললাম,
- ছেলে কাঁদছে তো? ও ঘরে চল।
আমার দিকে তাকিয়ে একেবারে পাত্তা না দিয়েই বলল,
- আমি আর ওঘরে শোব না। তুই বিব্রত হোস। বিরক্ত হোস। এমন ভাবে ওই দিকে সরে শুয়ে থাকিস যেন আমি অছ্যুত। নিজের বউ এর সামনে জামা কাপড় ছাড়ব, তাও আমাকে শুনতে হয় আমি আন-সিভিলাইজড।
বোঝ! সেটা আমি কখন মিন করলাম তাই? আমি ছেলেকে নিয়ে সরে গেছিলাম, কারন আমাদের জায়গা কম লাগে। তুই হাত পা ছড়িয়ে শুতে পারবি তাই তো গেছিলাম! আর আন- সিভিলাইজড কেন বলব না ওকে? কাউকে মানে না, উদোম হয়ে চেঞ্জ করতে যাচ্ছিল, তাকে আর কি বলা যেতে পারে। আমার পারমিশন নেবার ও প্রয়োজন বোধ করল না। এত কিছু ওকে বললাম না।
বললাম,
- ঠিক আছে। আজকে ছেলেকে তোর দিকে গুঁজে শোয়াব। আর ছেলের সামনে চেঞ্জ এর কথা কেন বলছিস তুই? আমি তোর সামনে চেঞ্জ করেছি? তুই তো আমার প্রথম বর। তোর মতন তো দ্বিতীয় নয় আমার। আমার বাজে লেগেছিল তাই বলেছিলাম। আর বলব না। উলঙ্গ হয়ে ঘুরে বেড়াস এবার থেকে।এখন চল ও ঘরে।
- না যাব না। আমি তো তোকে ডিস্টার্ব করতে চাইছি না। আর আমি তো মানা করিনি আমার সামনে তোকে চেঞ্জ করতে। আমি কি উলঙ্গ হয়েছিলাম নাকি? যে আমাকে ওমনি করে ঠেস দিয়ে কথা বলছিস?
রেগে গেলাম এবারে। পার্ভার্ট একটা। মা যাতে শুনতে না পায় সেই ভাবে চিবিয়ে চিবিয়ে বললাম
- এই হিজড়ে টাও চাইছে না তোকে ডিস্টার্ব করতে। ওকে? ভাল হচ্ছে না কিন্তু রাকা! মা শুনতে পেলে কিন্তু আমাকেই বকবে বলে দিলাম। কাল থেকে অনেকবার জাস্ট মার খেতে খেতে আমি বেঁচেছি। আর এতো পার্ভার্ট কেন তুই? হিজড়ে কেও ছাড়বি না? তার চেঞ্জ করা দেখবি?
আমার দিকে তাকিয়ে রইল রাকা। বলল
- ঠিক আছে আমি কাকিমা কে বলে দেব। তোকে আর বকবে না। আর জানিনা তুই কি বলছিস। নিজের বউ চেঞ্জ করা না দেখার কিছু নেই। লোকের বউ এর তো দেখছি না।
খেঁকিয়ে গেলাম। কিন্তু গলা নামিয়েই খেঁকালাম
- তোকে ভাবতে হবে না সেটা। পার্ভার্ট কোথাকার। তুই চল এখন। ছেলে কাঁদছে কিন্তু রাকা। ও তোর কাছেও শোবে না একলা। দুজন কেই চাই ওর। না হলে আমার মরন ছিল না, তোকে এসে পায়ে ধরে নিয়ে যেতে।
ও একবার আমাকে দেখল, একবার ছেলেকে দেখল, মুখে যেন হাসি এলো ওর।
- যার জন্যেই হোক। ধরছিস তো!!!
শালা খচ্চর। শুয়োর। কুত্তা। হারামী। আরো ছিল গালি, আমাকে ওই শিখিয়েছিল। গান্ডু, বাঞ্চোত, ঢ্যামনা। সব গুলো গালি ওকে মনে মনে দিলাম আমি। ছেলের ফোঁপানি থামছে না। কি বাপ সত্যি বাবা। ছেলের কেঁদে সর্দি লেগে যাবে, এ টুকুও বুঝতে পারছে না? আমার ই দায়। আবার বললাম রাকা কে আমি করুন হয়ে। ছেলের কান্না আর দেখতে পারছি না আমি।
- তুই চল কিন্তু এবারে। ছেলে কাঁদছে। প্লিস।
- একটা শর্তে।
- এখানে আবার শর্ত কি? তোর ছেলে নয় নাকি? ছেলে তো আমাকে একা চাইছে না। তোকেও চাইছে। এখানে শর্ত কীসের?
- আছে। মানলে যাব। না মানলে তুই বুঝে কর।
অদ্ভুত তো! এদিকে ছেলে এবারে নাকের জল মুছতে শুরু করেছে। আমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিলাম একবার। মনে হচ্ছে এবারে মাথায় আগ্নেয়গিরি ফাটবে। ছেলের উপরেও রাগ ধরছে। এতো দিন বাপ ছাড়া চলছিল ওনার। আর আজকেই ওনার বাপ কে দরকার ঘরে। বদমাশ। যেমন বাপ জ্বালিয়েছে আমাকে সারা জীবন। তেমন ছেলেও তো করবে! কিন্তু চোখ লাল করে ফেলেছে কেঁদে। বাধ্য হয়ে বললাম,
- আচ্ছা বল। কি শর্ত।
- সেটা ও ঘরে বলব।
- না !!!
বলতে যাচ্ছিলাম, না এইখানেই বল। ও ঘরে গিয়ে উল্টো পালটা চাইলেই তো হলো না। কিন্তু জোর করে না বলা টা আমার মা শুনল। কারন মা উপরে আসছিল, ছেলেকে দেখতে, শুতে যাবার আগে। পিছনে দেখলাম, আন্টিও আছে। আমার না টা মা শুনতে পেয়েছে। কিন্তু আগের কথা গুল তো আমি আস্তে আস্তে বলছিলাম, সেটা মা শোনে নি। আমার বড় করে না টাই মা শুনল আর যথারীতি আমার উপরে চড়ে গেল।
- কীসের না?
আমি কি করে মা কে বলি, কীসের না? জানি এদিক ওদিক কিছু শুনলেই আমাকেই বকবে মা। কোলে শিভ আর তার চোখে জল। ছেলের চোখে জল দেখে মা বলল আমাকে,
- কি হলো ছেলে কাঁদছে কেন? নিশ্চই ঝগড়া করছিস রাকার সাথে। ছেলে তো কাঁদবেই। ইরেস্পন্সিবল মেয়ে কোথাকার। কি হয়েছে রাকা?
আমি বলে উঠলাম,
- আরে আমি কি করলাম তাই?
রাকা বলল,
- না আমি বলছিলাম, তুই তো আমার বউ নাকি? তার উত্তরে ও না বলল। আর ছেলে কাঁদল।
মা অবাক হয়ে গেল একেবারে। আমার দিকে রেগে তাকিয়ে বলল,
- সে কী? কি রে তুই এ কথা বলেছিস?
- না মা , মানে আমি…কেন……বলব…
শুনলোই না মা আর আমার কথা ছেলেকে নিজের কোলে নিতে গেল। ছেলে যাবে না আমার কোল থেকে। আমি ছেলেকে কানে কানে বললাম
- তুমি যাও দিদুনের সাথে আমি পাপা কে নিয়ে আসছি।
- প্রমিস?
কপালে চুমু খেয়ে বললাম ছেলেকে,
- উম্মমাআহহ প্রমিস।
মা ছেলেকে কোলে নিয়ে বলল
- আগে নিজেদের ঝগড়া মেটা, তার পরে ছেলে মানুষ করার কথা ভাববি।
ছেলেকে নিয়ে দুই মা, হাসতে হাসতে আমার ঘরের দিকে চলে গেল। আমি রাকার দিকে তাকিয়ে রইলাম রেগে। রাকা ও হাসছিল ইতরের মতন। দেখছিলাম ওকে। কখন যে আমার মন ভিজে যায় কে জানে। রাগ টা ফিরে এলো আবার। আমাকে দেখেই বলল
- দ্যাখ তুই এখনো রেগে আছিস।
রুখে গেলাম আমি একেবারে,
- তুই মা কে মিথ্যা বললি কেন?
- তুই শর্তে রাজী হচ্ছিস না কেন?
- আরে কি শর্ত সেটা তো বল?
- সেটা ও ঘরে বলব।
অদ্ভুত হারামী ছেলে। সামনে তো আর গালি দিতে পারব না। মনে মনেই দি। হার মানলাম আমি। ওর দিকে কট্মট করে চেয়ে বললাম
- ঠিক আছে ও ঘরেই বলিস, এখন ঘরে চল। কিন্তু মাথায় রাখিস এটা আমি ছেলের জন্যেই কিন্তু শুনলাম। আর তুই আমাকে প্রতিটা ক্ষেত্রে ছেলের আড়ালে থেকে আমাকে নুইয়ে দিচ্ছিস। কাপুরুষ কোথাকার!!!
- ও আমি কাপুরুষ?
- কোন সন্দেহ আছে তোর?
খানিক চুপ করে থাকল। আমার দিকে তাকাল একবার। তারপর আবার চিত হয়ে শুয়ে পরে বলল
- আমি যাব না। তুই চলে যা।
এতো আচ্ছা ঝামেলায় পরলাম আমি। আমার ছেলের থেকেও বাচ্চা হয়ে গেছে। ছেলেকে চুমু খেয়ে বললাম, ও কান্না থামাল। আর একে দেখো? আর পারছি না আমি এর সাথে। বললাম,
- প্লিস চল না। কেন আমাকে এই ভাবে জ্বালাচ্ছিস? মা কিন্তু আমাকেই বকবে।
উঠে বসে বলল,
- আমি কাপুরুষ?
কি আর বলি? বললাম,
- আচ্ছা নোস। চল
- আমি পার্ভার্ট?
- না চল এবারে?
- বউ এর চেঞ্জ দেখা পার্ভার্টনেস এর মধ্যে বিলং করে?
- দ্যাখ আর ভালো লাগছে না কিন্তু। আচ্ছা , না বিলং করে না।
ভাল লাগে না, সব সময়ে আমাকে হার মানিয়েই ওর শান্তি হয়। জানি এটা ও ইচ্ছে করে করছে। কারন বলার সময়ে ওর মুখ টা হাসি হাসি ছিল। সব থেকে বড় কথা ও জানত আমি রাজী হব। কারন ও জানে ওকে আমি ভালোবাসি আর শিভ ছাড়া আমি কিছু বুঝি না। যখন ই তর্কে হেরে যায় আমাকে এই ভাবেই কাবু করে ও। জানে ওর ভালবাসার জন্য আমি সব মেনে নেব। আমার তখন ও আমার ভালবাসার সুযোগ নিত। এখন তো ছেলেও সাথে এসে জুটেছে। তখন কোন ভাবেই আমার অসুবিধা হতো না। এখন নিজের ইগো এতো বেড়ে গেছে যে ইমোশনাল ব্ল্যাক্মেইল গুলো কে নাটক মনে হয়। কিন্তু কিছু করার থাকে না আমার। আমার হার মানাতে খুশী হয়ে বলল
- চল।
আমি ওকে ইশারা করে ঘরে আসতে বললাম, ঘর থেকে বেরিয়ে আসার সময়ে। নিজের ঘরে ফিরে আসতে আসতে মনে হলো,কি জানি মনের মধ্যে থেকে একটা বোঝা ধীরে ধীরে নেমে যাচ্ছে আমার। ঘরে ঢুকে দেখলাম, দুই মা মিলে ছেলেকে ঘুম পারানোর চেস্টায় আছে। কিন্তু ছেলে আমাকে দেখেই হেসে একেবারে আমার কাছে চলে এল। বলল
- পাপা কই?
পিছন থেকে রাকা এসে ঢুকল। ছেলেকে বলল,
- এই যে পাপা এসে গেছে। চল আমরা শুয়ে পরি কেমন?
ছেলে এড়িয়ে গেল। বলল,
- না আমি মা এর কাছে শোব। কিন্তু তুমিও শউ আমাদের কাছে।
সবাই হেসে উঠল ওর কথায়। দুই মা, বুঝে গেল, আমরা দুজন ভালই জব্দ হয়েছি। আর সত্যি তো, আমি তো মারাত্মক জব্দ হয়েছি। বুঝে গেলাম, ছেলের এমন অনেক জেদ আসবে এর পরে। বেশ কিছু জেদ হবে যে গুলো গঠন মূলক। সেগুলোর জন্য আমাকেও তৈরি থাকতে হবে। রাকার কিছু যায় আসবে না। কারন আমার সাথে থাকা বা আমাকে ভোগ করা ও অনেক দিন আগেই মেনে নিয়েছিল। অনেক কিছু করেও ছিলো ও আমাকে। সে গুলো আমি মানতে পারিনি। কিন্তু আজকে আমাকে মানতে হবে। ও যদি আমাকে চায়, আমাকেও এগোতে হবে। না হলে ওর সাথে থাকতে আমি পারব না। সামান্য রাতে শোয়া নিয়ে ছেলে আজকে যে ঝামেলা টা করল, কিছু দিন পরে আমরা একসাথে বেশ কিছু দিন না থাকলে ছেলে কাঁদতেও পারে ওর পাপার জন্য।
যাই হোক আমি ছেলেকে শুইয়ে দিলাম। মায়ে রা চলে গেল। রাকা শুয়ে পড়ল অর্ধ উলঙ্গ হয়ে। আগের দিনের শর্টস টা পরে। আমি ছেলেকে মাঝে দিয়ে ঘুম পারাতে শুরু করলাম। পিঠে হাত বুলিয়ে দিচ্ছি আমি ওর। রাকাও ও পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝেই আমার হাতের সাথে রাকার হাত স্পর্শ হচ্ছে। আমি হাত সরিয়ে নিচ্ছি। আর আমি সরিয়ে নিলেই ছেলে উঠে পড়ছে। আর আমাকে বলছে,
- মা !! দাও না
- হ্যাঁ বাবা দিচ্ছি।
আবার আমি হাত বোলাচ্ছি। আবার রাকা হাত নিয়ে আসছে। এমনি করে কিছু বার হবার পরে, আমি মুখ তুলে দেখলাম ও এদিকে ফিরে শুয়ে আছে। নাইট ল্যাম্প টা জ্বলছিল। মুখ টা তুলে আমি হাত বোলাতে মানা করলাম। কিন্তু আবার কিছুক্ষন পরে সেই এক ই ঝামেলা শুরু করল। বুঝলাম, ছেলেকে পিঠে হাত বুলিয়ে দেওয়া নয়, আমার হাতে হাত দেওয়াই ওর উদ্দ্যেশ্য। কিছু বললাম না শুয়োর টা কে। ভাবলাম ছেলে ঘুমিয়ে যাক তারপরে দেখছি ওকে আমি।
উফ কি যে জ্বালালো ছেলে। প্রায় মিনিট চল্লিশ পর ঘুমোল ও। মাঝে মাঝেই উঠে বসে, বাপের সাথে খেলার ইচ্ছে প্রকাশ করছে। আবার আমার রাগী মুখ দেখে বালিশে মাথা গুঁজে দিচ্ছে। আবার মুখ টা একেবারে আমার বুকে গুঁজে দিচ্ছে আমার জড়িয়ে ধরে। আবার উঠে আমার পেটের উপরে গা এলিয়ে শুয়ে পরছে।জানি দুপুরে ঘুমিয়েছে, ছেলের ঘুম আসছে না। পুরো সময় টাই ওকে আমি ধৈর্য্য ধরে আদর করে পিঠে হাত বুলিয়ে দিতে থাকলাম। আর সেই সময়ে সারাক্ষন আমার হাত টা রাকা ইচ্ছে মতন স্পর্শ করল। আঙ্গুল গুলো নিয়ে খেলল। কিছুই বলিনি আমি ওকে আর। ছেলেকে ঘুম পারিয়ে আমি বাথরুম যাব বলে উঠলাম, আর রাকা আমাকে উঠতে দেখে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে পরল। আমি বাথরুম থেকে ফিরে ছেলেকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। উঠে না পরে। আমাকে রাকার সাথে কথা বলতে হবে। জানিনা বুঝবে কিনা। আমার ভাগ্যেই এই আবাল জুটেছে। জুটতে তো পারত বয়স্ক একটা লোক, যাকে এই সব বোঝাতে হতো না। ছেলে কে সামান্য দেওয়ালের দিকে সরিয়ে দিলাম। নিজে মাঝে এসে রাকার মাথার কাছে বসলাম। রাকাকে বললাম,
- কি ব্যাপার কি তোর? বার বার হাতে হাত দিচ্ছিলি কেন? তোর মনে হচ্ছে না, তুই এবারে বেশী চাইছিস আমার কাছে। আমি কেন এই গুলো মেনে নেব তুই আমাকে বল?
The following 14 users Like nandanadasnandana's post:14 users Like nandanadasnandana's post
• Baban, bad_boy, Bondhon Dhali, Boti babu, bourses, ddey333, DSaha, Kallol, nextpage, raja05, samael, Tiger, tuhin009, Voboghure
Posts: 1,228
Threads: 0
Likes Received: 975 in 705 posts
Likes Given: 1,681
Joined: Jul 2020
Reputation:
66
Meye gulor mon bojha dai ki j chai k jane......sujog eseche bodla nebar but nijei here bose ache....ki r korbe.....let's see kota thabra thabri dai
Posts: 46
Threads: 0
Likes Received: 77 in 47 posts
Likes Given: 77
Joined: Oct 2019
Reputation:
-1
(24-02-2022, 11:09 AM)nandanadasnandana Wrote: না না প্রেম তো ছিলই। প্রেম করা আর একসাথে থাকার অনেক পার্থক্য। অনেক ধন্যবাদ। কমেন্ট আসে বলে লিখতেও ভাল লাগে।
তা তো মনের গহীনে সুপ্ত ছিল... আসলে কি গানের রেওয়াজে বাধা পড়লেও কিন্তু প্রথম থেকে শুরু করতে হয়... মনের টানাপোড়েনের ভালোই ব্যবচ্ছেদ হচ্ছে... দিদি বোধহয় আরেকটু গুছিয়ে লিখছেন কিংবা সময় কম পাচ্ছেন.... আসলে কি বলুনতো.. সারাদিন এটার অপেক্ষায় থাকি তো..রুটিন হয়ে গেছে... তাই একটু বড় আপডেট না হলে পড়ে তৃপ্তি পাইনা... তবে সমস্যা নেই খুব একটা মধু আস্তে ধীরে কম খাওয়া যায়...
পড়ার আগেই কমেন্ট করলাম... আরেকটু আগে পেলে পড়ার সময় পাওয়া যায়.. এখন সেই রাত্তিরের আগে আর সময় হবেনা....
সন্মাননা?
রোমাঞ্চের সন্ধানে রোমাঞ্চ প্রিয় আমি ??
|