Thread Rating:
  • 90 Vote(s) - 3.47 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্ত
(11-02-2022, 09:25 PM)nandanadasnandana Wrote: ভাই কে লাভড বলব না তো কি বলব। ভাই, লাভড বলব , মারব, বকব, আমার ব্যাপার।

Namaskar Namaskar Heart Heart
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(11-02-2022, 09:02 PM)Baban Wrote: কিছু মনে করবেন না দিদি. .. এই কাহিনী আগেরটাকেও ছাপিয়ে গেছে আমার কাছে অন্তত। প্রতিটা দৃষ্টিভঙ্গি থেকে ভেবে বলছি....আগের গল্প অসাধারণ ছিল... আর এটা তার থেকেও বেশি কিছু.. কি বলা উচিত জানিনা...... বার বার রূপান্তরিতার কথা মনে পড়ছে আজ..... দুঃখ তাতেও ছিল কিন্তু এতে আছে দুঃখ, কষ্ট সাথে সুখের ব্যাথা। মুখে মেয়েটা যতই বলুক আজ আর রাকা বাবুকে নিয়ে ভাবেনা, ভাবতে চায়না.... কিন্তু প্রতি পদে যে তাকে নিজের কাছের মানুষটা ভাবে... সেটা কি এড়ায় নাকি? Bar বার ওই লোকটা... ছেলের বাবা বলা... অভিমানের পরেও বার বার লক্ষ করা ওই লোকটাকে.. এতো একদম রাগী বৌয়ের মতো।

শেষে এটাই বলবো... মাম্মি রকস এন্ড শিবানী ম্যাডাম শকস Big Grin ... কি প্ল্যান মাইরি... এটাই আমি আগের পর্বে ধরেছিলাম...... মা এটাই চাইছে।

লাভলী পর্ব ❤❤❤❤❤
ঠিক ঠিক। মা ই সকল কিছুর আধার। তা সে শিভের মা হোক বা শিবের মা। হ্যাঁ এখানে শিবের মা রকস। শিভের মা টা ঘোল খাচ্ছে।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
Star 
আগের গপ্পের পোস্টার বানিয়েছিলাম..... এতদিন অপেক্ষায় ছিলাম গল্পের অগ্রগতির... এবারে সঠিক সময় এই গল্পের পোস্টারের... তাই এটা বানিয়েছে দিলুম এই গল্পের জন্য সামান্য উপহার আমার তরফ থেকে ❤

[Image: 20220129-151924.jpg]
[+] 7 users Like Baban's post
Like Reply
(11-02-2022, 09:39 PM)Baban Wrote:
আগের গপ্পের পোস্টার বানিয়েছিলাম..... এতদিন অপেক্ষায় ছিলাম গল্পের অগ্রগতির... এবারে সঠিক সময় এই গল্পের পোস্টারের... তাই এটা বানিয়েছে দিলুম এই গল্পের জন্য সামান্য উপহার আমার তরফ থেকে ❤

[Image: 20220129-151924.jpg]

ভাই আরেকবার শিখিয়ে দেবে কেমন ভাবে ছবি টা দেব? প্লিস প্লিস প্লিস
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
কী অপূর্ব ফুটিয়ে তুলেছেন সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা, ভাবনা ও আবেগ। প্রণাম হই আপনার লেখনীর। কিছু বানান ভুল রয়েছে। টাইপো হবে। ড় এর জায়গায় র বসে যাচ্ছে।
[+] 2 users Like JeanRenoir's post
Like Reply
(11-02-2022, 10:06 PM)JeanRenoir Wrote: কী অপূর্ব ফুটিয়ে তুলেছেন সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা, ভাবনা ও আবেগ। প্রণাম হই আপনার লেখনীর। কিছু বানান ভুল রয়েছে। টাইপো হবে। ড় এর জায়গায় র বসে যাচ্ছে।

হ্যাঁ বানান ভুল হচ্ছে আমিও বুঝতে পারছি। পরের বারে বুঝে শুনে আপডেট দেব। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক
Like Reply
গল্পটা যদিও এখনো পড়া হয়ে উঠছে না তবুও গসিপে আসলে এই থ্রেডে না এসে থাকতে পারি না।মন থ্রেডেও নতুন কেউ কোনো মন্তব্য করলে সেটাও দেখি।
[+] 1 user Likes muntasir0102's post
Like Reply
(11-02-2022, 09:39 PM)Baban Wrote:
আগের গপ্পের পোস্টার বানিয়েছিলাম..... এতদিন অপেক্ষায় ছিলাম গল্পের অগ্রগতির... এবারে সঠিক সময় এই গল্পের পোস্টারের... তাই এটা বানিয়েছে দিলুম এই গল্পের জন্য সামান্য উপহার আমার তরফ থেকে ❤

[Image: 20220129-151924.jpg]

আপনার এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগে।আপনার এই গল্পের পোষ্টারের জন্যে অপেক্ষায় ছিলাম 
বরাবরের মতোই অসাধারণ হয়েছে Heart
[+] 2 users Like muntasir0102's post
Like Reply
(11-02-2022, 09:59 PM)nandanadasnandana Wrote: ভাই আরেকবার শিখিয়ে দেবে কেমন ভাবে ছবি টা দেব? প্লিস প্লিস প্লিস

আপনাকে pm করে দিয়েছি দিদি ❤

(11-02-2022, 10:19 PM)muntasir0102 Wrote: আপনার এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগে।
বরাবরের মতোই অসাধারণ হয়েছে Heart

অনেক ধন্যবাদ ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply
(11-02-2022, 10:15 PM)muntasir0102 Wrote: গল্পটা যদিও এখনো পড়া হয়ে উঠছে না তবুও গসিপে আসলে এই থ্রেডে না এসে থাকতে পারি না।মন থ্রেডেও নতুন কেউ কোনো মন্তব্য করলে সেটাও দেখি।

Namaskar  অনেক ধন্যবাদ
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
 আগের পর্বের কিছু অংশ...
-     সব তোকে বলব নাকি?

-     বল না।

-     আজকে সন্ধ্যে বেলাতেই কথা হচ্ছিল ওর মায়ের সাথে।

-     ও বুঝেছি।তখন হেসে হেসে আমাকে বধ করার প্ল্যান করছিলে?

-     পাগলী। এটা তে কি সত্যি ই তুই বধ হবি?
-     হুম হবই তো।                                                                     
                                                                        অধ্যায় তিন

                                                                           পর্ব ষোল
ছেলেকে একেবারে নিজের বুকের কাছে নিয়ে শুলাম। ঘুম তো আসে না। মনে হাজারো চিন্তা। ভাবছিলাম, শিভের জন্য বিয়ে কেন আমি সব কিছু করতে পারি। কিন্তু রাকা কি মানবে? আমার যেন তর সইছে না আর। মনে হচ্ছে সকালেই বিয়ে টা করে নিয়ে আমার শিভ কে আমার কাছে সুরক্ষিত করে নি। কি জানি মাঝে কেউ কিছু ব্যাগরা দিলে যদি শিভ কে আমাকে ছেড়ে দিতে হয়?

ভয় কি আমার একটা। উফ আর পারি না। একটাই তো চাইছি ঠাকুর, শিভ কে আমার কাছে তুমি রেখে দাও। তাতেও কত লোকের কত আপত্তি। শোনার কি দরকার? পালিয়ে যাই বরং শিভ কে নিয়ে। কিন্তু ওর পাপা? ও কি করবে? পারি না বাবা এতো চিন্তা। গত রাতে আমি ভালো করে ঘুমাই নি। শুধু শিভের ঘুম দেখেই আমার কেটে গেছে কালকের রাত টা। মনে হাজার প্রশ্ন আমার। আর প্রশ্ন গুলোর জন্ম দাতা রাকা নিজে। 

রাতে শুয়ে চলে গেলাম আট বছর আগে। রাকার ক্যাম্প তখন শেষ হয়ে গেছে। ওকে মুম্বই একটা ক্লাব নিয়েছে। যদিও প্রথমে বেঙ্গালুরু নিয়েছিল। এখন শুনলাম ওরা ওকে লিজ এ দিয়েছে মুম্বই কে। বয়েস সবে উনিশ বলে মুম্বই ওকে সব ম্যাচে খেলাচ্ছে না। কিন্তু আই পি এল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের উপরের দিকের টিম ওই টীম টা। ওকে হয়ত খেলাবে এবারে কিছু ম্যাচ। আমার সেই আশা আছে। সাতাশ লাখের প্যাকেজ দিয়েছে ওকে। খুব ভালো। আমার তো খুশীর সীমা নেই। মিস করি বাঁদর টা কে খুব। এখন অবশ্য নিয়মিত ফোন করে আমাকে।

এদিকে, আমার শরীরে হরমোনাল পার্মানাইজেশন স্যাটিস্ফ্যাক্টোরি। তবে এন্টি এন্ড্রোজেন বন্ধ করে নি। টেস্টিকলস সার্জারি না হওয়া অব্দি চলবে এই ব্লকিং হরমোন। কারন এন্ড্রোজেনের মূল আধার হলো টেস্টিকলস।  ইস্ট্রাডিওল চলছে আমার তবে বেশ কমের দিকে। লাস্ট বার কলকাতায় যখন গেছিলাম তখন, ডক্টর বলেছিলেন, এবারে চাইলে আমরা ভয়েস আর ফেস থেরাপী করাতে পারি। কিন্তু দুটোর কোন টাই দরকার পরবে বলে মনে হলো না। কারন আমাকে দেখেই ডক্টর রা বলেছিলেন, এতো ব্যালান্সড আগে কখন ওনারা দেখেন নি। ভয়েস এর খুব সামান্য দরকার ছিল। কিন্তু আমি না করে দিলাম। আমি এম্নিতেই সফট ভাবে বলতাম কথা। চিৎকার করলে সামান্য মোটা লাগত কিন্তু ডক্টর রা বললেন, আরো এক বছর ইস্ট্রাডিওল চললে বা ভ্যাজাইনাল সার্জারির পরে এন্ড্রোজেন কমে গেলে, আরো নরম হবে ভোকাল কর্ড। তখন ম্যাচ করে যাবে আওয়াজ।

ভ্যাজাইনাল সার্জারী বাকি আছে। পড়াশোনা করেছিলাম ব্যাপার টা নিয়ে। আমি নিজেও জানতাম না ভ্যাজাইনা কি। তবে প্রসেস টা জেনে গেছিলাম। ডক্টর বলেছিলেন, অনেক প্রসেস আছে তবে, ইদানীং ইন্ডিয়ার ডাক্তার দের কেরামতি বিদেশের ডাক্তার দের থেকে বেশি। আমি বুঝিনি কিন্তু মা হয়ত কিছু বুঝেছিল। ওরা বলছিল, নর্ম্যালি ভিজে যাওয়ার কথা। সেটা বুঝিনি। ডাক্তার রা বলছিলেন মা কে, যে ওর বিয়ের পরে যখন ইন্টারকোর্স করবে, তখন ব্রেনের সাথে ভ্যাজাইনার, মানে উত্তেজনার সাথে ভ্যাজাইনার আরো ভাল যোগ সাজশের জন্য মুখের টিস্যু আর ইন্টেস্টাইন কোলন টিস্যু দুটো দিয়েই ভ্যাজাইনাল ক্যানাল বানালে একেবারে ন্যাচুর‍্যাল ভাবে ভিজবে ভ্যাজাইনা। অর্গাসম বুঝিনি , তবে মা কে বলছিল ডাক্তার যে, অর্গাসম ও ন্যাচুর‍্যালি ই হবে, যেমন সেক্সুয়াল এপেটাইট তার উপরে। কারন আমার ইউরেথ্রা ইন্ট্যাক্ট থাকবে। আর অর্গাসম এর জন্য ইউরেথ্রা ই দায়ী থাকে। তবে সেটার অনেক প্রসেস আছে। খরচ আছে। বাপি রাজী হচ্ছিল না করাতে। কিন্তু মা বুঝিয়েছিল বাপি কে। যদিও পুরো টাই ইন্স্যুরেন্স এক্লেইমড ছিল। কিন্তু সেটাও কম না। বাপি রাজী হয়ে গেছিল এই ভেবে যে আমার পরবর্তী জীবনে বিয়ে থা দিতে পারবে আমার। কিন্তু আমার গায়ে লাগছিল, যে বাপির খরচা টা কম না মোটেই।

আসলে আমি বাপির সাথে খুব এটাচড হয়ে গেছিলাম ইদানীং। বাপি আমাকে মিস করত খুব। আমি পড়তে গিয়ে দেরী করে ফিরলে দেখতাম বাপি, গেটের বাইরে পায়চারী করছে। প্রথম প্রথম বুঝতাম না। পরে মা বলল, বাপি কে ডাকলি না? বাইরে ছিল তো তোর জন্য দাঁড়িয়ে। আমি অবাক হয়ে যেতাম, বুঝতাম না আমার জন্য বাইরে থাকার কি আছে। প্রথম যেদিন মা আমাকে বলল, বাপি আমার জন্য বাইরে অপেক্ষা করছে, সেদিনে বাপির জন্য আমার মন টা কেঁদে উঠেছিল। আমার হরমোন থেরাপী শুরু হবার পর থেকে বাপি আমার সাথে ভালো করে কথাও বলত না। কিন্তু এতোদিন বাদে বাপির এই দিক টা আবিষ্কার করে আমার খুব আনন্দ হয়েছিল।পরের দিন যখন ফিরলাম পড়ে, দেখলাম বাপি গেটের বাইরে দাঁড়িয়ে চন্দন কাকুর সাথে কথা বলছে। আমি দাঁড়িয়ে ছিলাম, যতক্ষন বাপি চন্দন কাকুর সাথে কথা বলছিল। আমিও কথা বললাম চন্দন কাকুর সাথে অল্প। তারপরে বাপি কে ভিতরে যেতে বলতেই বাপি খুব আনন্দ পেয়েছিল। আমি কথা বলতেই আমাকে বলল,
-     কি রে এতো দেরী?
বুঝলাম বাপি ও আমার সাথে কথা বলার জন্য মরে যাচ্ছিল। যদিও বেশী দেরী আমি করিনি। তাও বলেছিলাম। একটু গল্প করছিলাম বন্ধুদের সাথে। আমি তো জানিনা তুমি অপেক্ষা করবে। বাপি অপেক্ষা করছে ভেবে আমি তাড়াতাড়ি চলে আসতাম ব্যাচ থেকে। আর দাঁড়িয়ে গল্প করতাম না। বন্ধুরা থাকতে বলত আমাকে। কারন আমার নোটস টা সবাই নিতে চাইত। আমি বলতাম,না রে বাপি অপেক্ষা করে, চিন্তা করে। এক দুজন বলে উঠত পিছন থেকে-  তাও যদি মেয়ে হতিস। তোকে নিয়ে কীসের ভয় কে জানে তোর বাবার? হালকা শুনতে পেতাম হিজড়ে কথা টা।

কষ্ট হতো ওদের কথা শুনে। কিছু বলতাম না। কোন দিন ই কাউকে আমি কিছু বলিনি। রাকা থাকলে দেখাত মজা। চুপ থাকতাম। ভাবতাম বাপি ভাবছে। ওদের সাথে সময় নষ্ট করে লাভ নেই । চলে আসতাম কারোর কথাই না শুনে। রোজ ই দেখতাম বাপি কিছু না কিছু এনে রেখেছে আমার জন্য। যেগুলো ভালবাসতাম আমি খেতে। চাউমিন, পাপড়ি চাট এই সব। আনত সবার জন্য কিন্তু বুঝতাম, সব গুলোই আমার প্রিয় খাবার। কোন দিন দেখতাম ফুচকা, জল আর আলু মাখা আলাদা আলাদা করে এনে রেখেছে। আমি ঢুকতাম বাড়িতে তারপরে সব একসাথে মজা করে খেতাম।

তারপরে ধীরে ধীরে বাপির কাছে ন্যায্য অন্যায্য আবদার ও করতে শুরু করলাম। প্রথম দিকে মা কে বলতাম। মা পাত্তা না দিলে বাপির কাছ দিয়ে ঘুরে বেড়াতাম মুখ চুন করে। বাপি একবার জিজ্ঞাসা করলেই গলগল করে বাপির সামনে সব উগরে দিতাম। আর বাপি চেষ্টা করত আমাকে সেটা দিতে। খুব অন্যায্য হলেও বকত না। আমাকে বুঝিয়ে দিত। ধীরে ধীরে বাপির খুব প্রিয় হয়ে উঠেছিলাম আমি। আসলে আমিও খুব নেওটা হয়ে পরেছিলাম বাপির। বাপির মাথার চুলে কালার করে দিতাম যেকোন রবিবারে মাসে একবার। বাপির জন্য শার্ট প্যান্টের কাপড় পছন্দ করা টা আমার কাজ হয়ে গেছিল। আমার মা খুব খুব খুশী হয়েছিল, আমার আর বাপির মধ্যে দুরত্ব টা কমে যাওয়ায়। গরু মানে আমার বোন বাপি কে ভয় পেত একটু। পড়াশোনা করত না একদম সেই জন্য। কিন্তু আমার বাপি কে একটা কারনেই ভয় লাগত। সেই ব্যাপার টা ফয়সালা হয়ে যেতেই, বাপি আমাকে মেয়ে হিসাবে মেনে নেবার পরে বাপি কে ভয় তো লাগতই না বরং কিউট লাগত। মাঝে মাঝে আমি ফাঁকা থাকলে আমি যে বড় হয়েছি সেটা বোঝানোর জন্য, আর স্কুটি টা নতুন চালাতে শিখেছি সেটা প্রমান করতে, বাপি কে নিজে চালিয়ে স্কুটি করে ব্যাঙ্ক এ দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম। সেদিনে আমি দিতে যাব আর নিয়ে আসব বলে বাপি গাড়ি নিয়ে যেত না আর ব্যাঙ্ক এ।কোন দিন বাপি একটু গম্ভীর হয়ে থাকলে বলতাম মাকে আমি- তোমার বর টা ইদানীং খুব গম্ভীর ভাব করে থাকছে। আমি পছন্দ করছি না।

বাপি শুনে হেসে ফেলত। তবে আমার বোন একটু দুরত্ব রাখত আমার সাথে। হয়ত ও মানতে পারে নি আমার মেয়ে হয়ে ওঠা টা। কিন্তু আমি ভাই আর বোন কে পাগলের মতন ভালোবাসতাম। বোনের কিছু দরকারে আমি ই কথা বলতাম বাপির সাথে। কিন্তু তারপরেও একটা দুরত্ব বোনের সাথে রয়ে গেছিল। ভাই এর সাথে খুব কাছের সম্পর্ক ছিল আমার। ভাই কে আমি ই পড়াতাম মেনলি। কিন্তু বোন পড়াশোনা করত না বলে, অতো ভালো সম্পর্ক তৈরী হয় নি আমার। ইভেন বিয়ের পরেও ও দুরত্ব মেন্টেন করে আমার সাথে। ওর বর শমিত খুব ভালো ছেলে। ওদের দুটো তে বেশ মিলমিশ। তাও যত টুকু কথা না বললেই নয়, ঠিক তত টুকুই বলে আমার সাথে। আগে কষ্ট পেতাম না, এখন পাই, যখন দেখি আমাকে একটু হলেও ও এড়িয়ে চলে। ভাবি ও যা ভালো বোঝে করুক। একদিন বুঝবে সেদিনে ঠিক কাছে আসবে। জোর করি না আমি এই ব্যাপারে।

কাজেই বাড়িতে আমি মেয়েই হয়ে গেছিলাম। তাই বাপি আর দেরী করতে চাইল না। এমন না যে খুব দরকারি, কিন্তু আমার মা আমার মধ্যে কোন খুঁত রাখতে চাইল না আর। আমি তো বুঝতে পারছিলাম না যে জিনিস টা কি আর কেনই বা দরকার। মা বাপি কে বলল খরচা যতই হোক সার্জারি টা করিয়ে দিতে। ওই সময়ে কম করে দশ দিন আমাকে হস্পিটালাইজড থাকতে হবে। কিম্বা তার ও বেশি। তাই বাপি বলল, তাড়াতাড়ি করিয়ে নিলে ভালো। আমি দেখলাম, রাকার ইতালি তে একটা ক্যাম্প ছিল, ও থাকবে না আড়াই মাস। সেই সময়ে ফোন ও কম করবে। সেই সময়ে করিয়ে নেওয়া ভাল।
কিন্তু প্রথমবার সিটিং এ জানলাম, অরগ্যানোপ্লাস্টি হবার পরের এক বছর খুব প্রাইম টাইম। অনেক কিছু হতে পারে। তার মধ্যে ব্লিডিং, ইনফেকশন জাতীয় অনেক কিছু ছিল। জানলাম ওদের কাছে দু রকম অরগ্যানোপ্লাস্টি হয়। একটা ভাল্ভো প্লাস্টি আর একটা ভ্যাজাইনোপ্লাস্টি। আমি মা কে জিজ্ঞাসা করেছিলাম পরে ব্যাপার টা কি? আসলে আমি কোন দিন মেয়েদের ভ্যাজাইনা দেখিনি। বা ওটার দরকার কীসের সেটাই বুঝতে পারছিলাম না।

প্রথম সিটিং এর পরে আমরা বাড়িতে এলে রাতে খেয়ে দেয়ে আমি মা কে জিজ্ঞাসা করেছিলাম আমার ঘরে
-     মা ভ্যাজাইনা কি?
মা কিছুক্ষন আমার দিকে তাকিয়েছিল। হয়ত ভাবছিল বলবে কি না। কিন্তু আমি যখন মেয়ের জীবন যাপন করব, এই গুলো জানতে হবে বলে মা আমাকে বলতে শুরু করল।

-     মানে ছেলেদের আর মেয়েদের শরীর আলাদা সেটা বুঝিস তো?
-     হুম বুঝি
-     কি আলাদা বুঝিস?
-     ওয়েল, যেমন ব্রেস্ট অন্য রকম হয়, মেয়েরা সফট হয়, মেয়েদের শরীরে ফ্যাট আর ছেলেদের ফ্যাট এসোসিয়েশন জায়গা গুলো আলাদা। মেয়েদের মাসলস থাকে না। দাড়ি গোঁফ থাকে না। জেনারেলি কম হাইট হয় মেয়ে রা, উম্মম্মম্ম আর কি? হ্যাঁ মেয়েদের শারীরিক শক্তি অনেক কম হয়
-     গুড। মজার ব্যাপার দ্যাখ যে গুলো বললি সেই গুলো সব কিন্তু আউট সাইড অফ ক্লোদস, বা যে গুলো বাইরে থেকে বোঝা যায় তাই না?
-     হ্যাঁ অবভিয়াসলি। ভিতরে কি আছে আমি তো দেখিনি কোন দিন।
-     হুম সেটাই বলছি, তাই তোকে জানানো দরকার যে আরো ডিফারেন্স আছে। তার মধ্যে প্রধান হলো, প্রজনন অঙ্গ ।
-     মানে?
-     প্রজনন অঙ্গ এবং তন্ত্র। মানে হলো, ছেলে মেয়ের বিয়ে হয়ে বাচ্চা হয় তাইতো?
-     হ্যাঁ
-     কি ভাবে হয়, তুই পড়াশোনা করেছিস জানিস। কিন্তু আমার কথা ভালো করে শোন, সেটা হল, ছেলেদের এই অরগ্যান আর মেয়েদের অরগ্যান দুটো আলাদা দেখতে।
-     মানে? আমার যেমন পেনিস, তেমন মেয়েদের থাকে না?
-     না ছেলেদের মানে তোর যেটা আছে সেটা হলো পেনিস , মেয়েদের থাকে ভ্যাজাইনা। এখন তুই আমার মেয়ে, তোকে বলতে বাধা নেই, সেটা হলো, ছেলেদের যেমন একটা মোটা স্টিক এর মতন, সেখানে মেয়েদের চ্যাপ্টা আর ভিতরে ডেপথ আছে। সেই সার্জারী টাই হবে তোর জন্য।
-     হ্যাঁ কিন্তু ওটা লাগবে কেন?
-     ও মা! বিয়ে হলে কি হবে?
-     আমি তো বিয়েই করব না।আর বিয়ে হলেই বা লাগবে কেন?
-     তুই বিয়ে করতে চাস কি চাস না সেটা আলাদা ব্যাপার কিন্তু তুই যে লেভেলের সুন্দর দেখতে কি জানি যদি কোন দিন ও হয়। সবে তো তুই উনিশ এখন। তখন শুধু এই কারনে তোর বিয়ে হবে না সেটা আমি বরদাস্ত করতে পারব না।
-     কেন এই কারনে বিয়ে হবে না কেন? আমি তো মেয়েদের ই মতন দেখতে। আমি তো কোন মেয়েদের থেকে আলাদা নই।
-     না উপর থেকে নোস, কিন্তু ছেলেরা বিয়ের পরে ওই টা চাইবে
-     কোন টা
-     দ্যাখ ছেলেদের পেনিস মেয়েদের ভ্যাজাইনা তে ঢোকে। মেয়েদের ইউটেরাস এ এগ থাকে।
আমি তখন লাফিয়ে উঠলাম। কারন এটা আমি ক্লাস টেন এ পড়েছি। আমি বললাম মা কে
-     হ্যাঁ এটা আমি জানি। কিন্তু বুঝতে পারতাম না , মেয়েদের এগ কোথায় কি ভাবে ওয়েট করে। আমি ভাবতাম মেয়েদের ও ছেলেদের মতই পেনিস থাকে

মা আমার দিকে তাকিয়ে হাসল। বলল
-     পাগলা, না না পাগলী। আমি চলে গেলে, একবার ভ্যাজাইনা র ছবি, সার্চ করে দেখে নিস । বুঝলি?
-     হুম কিন্তু মা আমার কি দরকার ওটার? আমি তো কাউকে বিয়ে করব না
-     না না, আমি রিস্ক নেব না। এখন করিয়ে নিলে ভালো। আর তুই বিয়ে করবি না করবি না। তার জন্য ওই টা আটকে থাকবে কেন?  তোর কি অসুবিধা?
-     আমার অসুবিধা এই যে, একটা চান্স তো রয়ে গেল বিয়ের। আমার তো ছেলেদের সাথে সম্পর্ক ভালই লাগে না।
-     হুম। সে না লাগুক। কিন্তু রিজেক্ট কাউকে আমার মেয়ে করবে, আমার মেয়েকে যেন কেউ রিজেক্ট না করে ওই কারনে। বুঝলি? হুম তবে একটা খামতি থাকবে।
-     এর পরেও খামতি? কি সেটা?
-     সেটা হলো, তুই মা হতে পারবি না।

ভাবতাম মেয়েদের এগ আর ছেলেদের স্পার্ম, হয়ত ভগবানের কৃপা তে একে অপরের কাছে আসে। জানতাম না সেই প্রসেস টা কে ইন্টারকোর্স বলে। যেটা তে আমার আপত্তি চূড়ান্ত রকমের। যাক, তারপরে ভাবলাম, আমি তো বিয়েই করব না। কাজেই বাচ্চার প্রশ্ন তো এমনিতেই আসবে না। মা কে বলিনি কিছু ওই নিয়ে আর। মাথায় চলে এসেছিল, হ্যাঁ আমার তো এগ তৈরি হবে না। ডক্টর দের ভগবান ভাবতাম আমি। সেদিনে মনে হয়েছিল, না ভগবান ই, সব কিছুর উপরে। আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। কি যে ভাল লাগছিল মায়ের সাথে এই সব ডিস্কাস করে বলে বোঝাতে পারব না। আমার মা টা একদম ডার্লিং। 
বললাম মা কে আবার
-     কিন্তু ভাল্ভোপ্লাস্টি টা কি?
-     ওটা ভালো না। ওতে কি হয়, তোর জেনিটাল দেখতে ভ্যাজাইনার মতন হবে কিন্তু কোন ডেপথ থাকবে না । মানে কোন দিন ইচ্ছে হলেও ইন্টারকোর্স করতে পারবি না নিজের পছন্দের মানুষের সাথে। সেই জন্য ভ্যাজাইনোপ্লাস্টি তে খরচ অনেক বেশি

মায়ের কথা শুনেই গা ঘিনিয়ে উঠল আমার। মায়ের কথা কেটে তখনি মা কে বললাম,
-     ইশ মা, আমি একদম চাই না সেটা। আর দেখো, অনেক খরচ, বাপির উপরে প্রেশার পরে যাবে।
মা আমার দিকে তাকিয়ে রইল। মিটি মিটি হাসছে মা। বলল
-     ধুর পাগলী।এখন কেউ নেই তোর। এখন চাইছিস না তুই। কিন্তু পরে ভালো লাগতে পারে কাউকে। তখন যেন কোন আফসোস না হয় তোর। আমি তোকে পূর্ণা নারী রূপেই দেখতে চাই। আর তোর বাপির কম কিছু নেই। মেয়ের জন্য দশ বারো লাখ খরচা করতে পারবে না? তুই ভাবিস না। তুই যে লেভেলের পড়াশোনায়, কোন বিশাল জায়গায় পড়াশোনা করলে ওর দ্বিগুন খরচ হতো। তাই এই সব অতো ভাবিস না তুই।

আমি আর কিছু বললাম না মা কে। বাপির জন্য মন খারাপ হয়ে গেল। যাইহোক মা চলে গেলে আমি গুগল থেকে ছবি বের করলাম ভ্যাজাইনার। ইশ কি বিচ্ছিরি দেখতে। এই জিনিস টা আমাকে করাচ্ছে? আর তার জন্য এতো খরচ? একটা ফুটো আছে ছোট্ট মতন সেটা বুঝতে পারলাম। পড়লাম নর্ম্যাল ডেপথ হয় তিন থেকে সাড়ে তিন ইঞ্চ মতন। একদম ভালো লাগল না দেখতে আমার। এর থেকে ছেলেদের টা দেখতে অনেক ভাল। ছেলেদের পেনিস এর ছবিও দেখলাম। মজার ব্যাপার, দেখতে গেলাম মেয়েদের কেমন দেখতে হয়। কিন্তু ছেলেদের টা দেখতে গিয়ে এত ভ্যারাইটি দেখলাম যে ওতেই মশগুল হয়ে গেলাম। দরজায় খিল দিয়ে দেখছিলাম আমি। ইশ বাপরে, কত বড় বড় হয় রে বাবা। কি করে ঢোকে কে জানে মেয়েদের ওই ছোট্ট ফুটো তে। কিন্তু ব্যাপার টা ইন্টারেস্টিং।   
আমার ডেট ফিক্স হয়ে গেছিল অপারেশন এর। প্রি-অপ প্রিপারেশন চলছিল। রাকা কে ফোন করেছিলাম। ও বলল থাকতে চায় আমার কাছে ওই সময়ে। ওকে মানা করলাম। বললাম, এটা তো আমার লড়াই। তুই তো আছিস ই পিছনে আমার। ওকে বললাম খেলায় মন দিতে। ইতালী তে ওদের ম্যাচ হবে। কিন্তু এখানে সেটা দেখাবে না। তবে আই পি এল এর ম্যাচ দেখতে পাব। ওকে হয়ত খেলাবে কিছু ম্যাচ এবারে। ভাবলাম আমি তো মাস তিনেক বাইরে বেরোতে পারব না সার্জারির পরে। সেই সময়ে ওর ম্যাচ গুলো দেখব।

দশ দিন মতন ছিলাম আমি হাসপাতালে। এতো যন্ত্রণা আমি জীবনে পাই নি। আমার ছোট পেনিস কে কেটে ফেলেছিল ওরা। সামান্য রেখে ছিল ওরা, শুধু আমার ক্লিট বানানোর জন্য আর আমার ইউরিনারি টিউব টা অক্ষত রাখার জন্য। ওটা খুব গুরুত্বপূর্ন। ইউরিনারি স্যস্টেম ঠিক ঠাক না হলে শারীরিক অসুবিধা তে মৃত্যু অব্দি হতে পারে। আর ভিতরের কারিকুরি আমি জানি কিন্তু সে দরকার নেই লেখার। একটা প্যাকিং এ রাখা হয়েছিল আমার অরগ্যান টা। ওরা বলেছিল আমাকে ছেড়ে দেবে। কিন্তু বাপি রাজী হয় নি। বলেছিল, একেবারে প্যাক খুলে আমাকে ডিসচার্জ করাবে। যেদিনে প্যাক খুলল সেদিনে কি যে কষ্ট আর ঘেন্না পেয়েছিলাম বলার না। কিন্তু যাই হোক ড্রেসিং করিয়ে আরো দু দিন রেখে আমাকে ছেড়ে দেওয়া হলো। ডায়ালেশন এর জন্য নানান মাপের কিছু হাইজেনিক রাবারের দন্ড দেওয়া হলো আমাকে। কিছুদিন পর থেকে সেটা ভ্যাজাইনা তে ইন্সার্ট করাতে হবে শুধু মাত্র ভ্যাজাইনা টিউব কে ওপেন রাখতে। না হলে টিউব টা বুজে যেতে পারে। সেক্ষেত্রে আবার সার্জারি করাতে হতে পারে।

আমাকে ভাল করে দেখিয়ে দেওয়া হল। একটা স্যানিটাইজার অয়েনমেন্ট দেওয়া হল যেটা ডায়ালেশনের সময়ে ডিল্ডো তে লাগিয়ে ডায়ালেশন করতে হত। প্রথম দিকে তো দিনে তিনবার করে। তার পরে বলেছিল দিনে একবার। তার পরে তিন দিনে একবার, এই ভাবে টানা এক বছর অব্দি। নর্ম্যাল নন- ট্রান্স মেয়েদের ৩ থেকে ৩.৫ ইঞ্চ ডেপথ থাকে। কিন্তু আমার ডেপথ রাখা আছে ৫ ইঞ্চ মতন। জানিনা কেন। সব থেকে বড় এটা ডিলডো সেটা ৫ ইঞ্চি। খুব ঘেন্না করত কিন্তু আমাকে করতেই হত। যদিও এই রকম সার্জারি ইনশিওরড থাকে তাও, প্রথম টা তেই এতো কষ্ট, এটা কে ঠিক না রাখলে,পরের টা আর নিতে পারব না। সেই ভেবে সব নিয়ম কানুন মেনেই আমি চলছিলাম।  

বেশ কিছু ইনফেকশন হয়েছিল আমার। খুব সাবধানে থাকতে হত আমাকে। টাইট ড্রেস পরা যেত না। আন্যাল থেকে ইনফেকশন হবার চান্স থাকত। তবে সাত আট মাসে আমি ঠিক হয়ে গেছিলাম একেবারে। বেশী স্ট্রেস আর স্ট্রেচেবল কাজ করতে মানা ছিল। দৌড়ন মানা ছিল। কিন্তু সেটা এক বছর অব্দি। তার পরে আমি মুক্ত হয়ে গেছিলাম একেবারে। ওই ভয়ঙ্কর চার মাস আমি রাকার খেলা দেখতাম। বাপি টিভি টা আমার ঘরে করে দিয়েছিল। আর নীচে একটা বড় টিভি কিনে নিয়েছিল বাপি। খেলা দেখা, নানান প্রোগ্রাম দেখাই তখন ছিল আমার মন ভালো রাখার জিনিস। তখন ই রাকার খেলা দেখা শুরু হয়েছিল। ও জুয়েল একটা। নামিয়ে ছিল ওকে তিন নম্বর ম্যাচ এ কলকাতার বিপক্ষে। অসাধারন খেলল। ওর সব থেকে বড় গুন ও চোট প্রবন নয়। মানে ও চোট এড়িয়ে খেলতে পারে। কেউ ইচ্ছে করে মারলে আলাদা কথা। কিন্তু নর্ম্যাল খেলার সময়ে ওর চোট লাগার সম্ভাবনা নেই বললেই চলে

বুঝিয়ে বলি, ওর দৌড় খুব মাপা। কখনোই ও বড় স্টেপ এ দৌড়য় না। তাই ব্যালান্স মেন্টেন করতে পারে। ছোট ছোট স্টেপ এ দৌড়োয়, তাই একটা সমস্যা ওর হয় সেটা হল, ওতে এনার্জী বেশী ক্ষয় হয়। কারন ওই ছোট স্টেপ এ ওকে বড় স্টেপ নিচ্চে যারা তাদের সাথে গতি তে পাল্লা নিতে হয়। এই ব্যাপার টা আমি আগেই দেখেছিলাম। তাই ওকে নিয়ে আমি বেশী দৌড়তাম যখন ও এখানে ছিল। ওর দৌড়ের সময়ে পিছনে ভারি কিছু বেঁধে দিতাম সব সময়ে। আর আমিও একটা সময়ে প্র্যাকটিস করেছিলাম খুব। যাক সে কথা, ব্যাপার হলো, ছোট স্টেপ এ রান করে বলে, ওর বালান্স মারাত্মক। আর বালান্সের জন্যেই ও পরে যায় না কন্ট্রোল হারিয়ে। বা কেউ পা চালালে সেটা ও ঠিক ঠাক ভাবে এড়িয়ে যেতে পারে। আর দ্বিতীয়, বল টা লেগে থাকে পায়ে ওর।ছোট স্টেপ বলে ,বল টা পা থেকে বেড়িয়ে যায় না। আর ওকে বল জোরে মেরে বল টা সামনের দিকে এগিয়ে দিয়ে, নিজেকে দৌড়ে ডজ করতে বা প্রতিপক্ষ কে পিছনে ফেলতে হয় না। ও বলটা নিজের পায়ে নিয়েই দৌড়োতে পারে। এটা ওর সহজাত। কেউ শিখিয়ে দেয় নি। সেই জন্য ওর বল কন্ট্রোল লিজেন্ডারি পর্যায়ে ছিল ওই বয়সেই।  আমি বিশ্বাস করতাম, ওর অন দ্য বল দৌড় যে কোন বড় আন্তর্জাতিক প্লেয়ার কে লজ্জায় ফেলে দিতে পারে। আর অফ দ্য বল ও থাকে না। অফ দ্য বল এর ক্ষেত্রে দৌড়য় না একদম। পজিশন দারুন জায়গায় নেয়। দরকারে স্প্রিন্ট নিতে পারে। সেটাও কম না। এখানেই ও ১১ সেকেন্ড এর কমে ১০০ মিটার দৌড়ত। এখন নিশ্চই ১০ সেকেন্ড এর কমে দৌড়য়। ওর সাথে তাল মেল নিয়ে বাকিরা খেলতে পারলে মাঠে ফুল ফোটাবে ও। ও আসলেই প্লে মেকার। খেলা ওর বুদ্ধি তে হলে উপায় ঠিক বেরোত আমাদের। কিন্তু মুশকিল হলো ওদের কোচ , ওকে স্ট্রাইকার এ খেলাচ্ছিল।

প্লে মেকার কে স্ট্রাইকার এ খেলালে নেমে আসবেই সে,বলের পজেশন নিতে। ভিতরের প্লে মেকিং ইন্সটিঙ্কট টা তো থাকবেই। প্লে মেকিং যে করে, তার কাছে পুরো মাঠ , নিজেদের আর অপোনেন্ট প্লেয়ার দের পজিশন , প্রত্যেকের গতি আঁকা হয়ে যায় সেই সময়ের জন্য।তাই সবাই প্লে মেকিং পারে না। ভারতে তেমন প্লেয়ার কই। ভারত অনেক পিছিয়ে আছে এই ব্যাপারে। কিন্তু রাকা একটা অদ্ভুত প্রতিভা। আর সেই জন্যেই ভুল টা করছিল ও বার বার। নেমে আসছিল মিডফিল্ডে। এখন অল্প বয়েস, আর মারাত্মক দম, ব্যাপার টা ম্যানেজ করে নিল ও। কিন্তু এই লীগ গুলো তো খুব বেশী সময় ধরে হয়। টানা চার পাঁচ মাস এই দমে টেনে নিয়ে যাওয়া, হয়ত ও পারবে না।কিন্তু প্রথম খেলাতেই সিংগল টাচে যে গোল টা করল, দেখলে মনে হবে সাধারন গোল। মানে যে ফুটবল দেখে সে মনে করবে , পিছন থেকে বল আসছে, একটা ডিফেন্ডার মাত্র গায়ে লেগে আছে, এই গোল টা না করা অন্যায়।  কিন্তু আমি জানি ওই গোল করা সহজ না। উনিশ বছর বয়সী একটা ছেলের পক্ষে, একটা বিদেশী হুমদো ডিফেন্ডার কে ঘাড়ে নিয়ে, প্রায় কুড়ি গজ পিছন থেকে উড়ে আসা একটা ৫০-৫০ চান্সের পাতি লব কে উইক-লেগ দিয়ে সিংগল টাচে, গোল কিপারের পজিশন বুঝে, গোলে মাচ্যুওর করানো সহজ নয়। কত টা একিউরেসি লাগে ,কত টা সামর্থ্য আর কত টা কনফিডেন্স লাগে তা আমি জানি। 

আমি ভাবিনি সে রাতে ও কল করবে আমাকে। আমার তখন তিন মাস চলছে সার্জারির। মা খাইয়ে দিয়ে আমাকে শুইয়ে দিয়ে চলে গেছে। আর এমন আমার নেশা হয়েছিল, যে আমি শুয়ে শুয়ে ঘর অন্ধকার করে পেনিসের ছবি দেখছিলাম, মোবাইল এ। প্রায় এগারো টার পরে কল করল আমাকে। ফোন টা ধরেই বললাম
-     এই, আজকে তোর খেলা ছিল তো, ঘুমোস নি কেন এখনো?
-     আগে বল কেমন আছিস? ব্যাথা কমেছে?
-     হুম। অনেক কম।
-     তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। এখানে আসতে হবে তো। আমার জন্য না হলে কে চিয়ার করবে?
-     আহা। গার্ল ফ্রেন্ড জোটা।
-     ধুসসসসসস, তুই দেখলি খেলা আজকে?
-     হুমম্মম্মম দেখলাম। তুই খেলবি আর আমি দেখব না?
-     কেমন দেখলি?
-     ক্রিটিকের মুখ থেকে শুনবি না কি আমার মুখ থেকে শুনবি।
-     না না আগে তোর টা বল।
-     লাআআআআভ ইউউউউউউউউ!!!!!!! আমার স্বপ্ন আজকে সত্যি হলো। জার্সি কি টা মারাত্মক মানিয়েছিল। কি দারুন লাগছিল তোকে আমি বলে বোঝাতে পারব না। কিন্তু ২১ নাম্বার জার্সি কেন? তোর ৭ নাম্বার কি হলো?
-     ধুস পাগলী, আমি কি রোনাল্ডো নাকি? এখন ৭ পরে সাত্যকি দা এখানে। দারুন প্লেয়ার রে।
-     ছ্যাঃ। আমি দেখেছি। তোর ধারে কাছে লাগে না। তুই দৌড়োচ্ছিলি যেন মনে হচ্ছিল রাজা দৌড়চ্ছে।
-     বাস আবার ওই সব কথা? আমাকে ছাড়া তোর আর কাউকে ভালো লেগেছে?

আমি আদুরী গলায় বললাম ওকে
-     না না আমি শুনব না। ৭ নাম্বার আমার চাই।
-     উফ আচ্ছা পাগলী তো। আচ্ছা ছাড়, এবারে ক্রিটিক হয়ে বল।

একটু চুপ করে গেলাম আমি। ভাবলাম, কি বলব? ওদের কোচ তো খেলাচ্ছে ওদের কে। আমি বললে রাকা যদি মানসিক ভাবে টেনশন এ চলে আসে? ওকে বললাম
-     আমি যে গুলো বলব, মনে নিবি না। কিন্তু চেষ্টা করবি কোচের সাথে কথা বলতে।
-     আচ্ছা আচ্ছা তুই বল। এই বছরে ভালো না খেললে পরের বছরেও বলতে পারব না। তুই বল আমি মাথায় রেখে দেব।

আমি কিছুক্ষন চুপ থেকে বললাম
-     এক নম্বর হলো, তুই ভুল পজিশনে খেলছিস।
-     জানি , কিছু করার নেই। টিমে ঢোকার এটাই রাস্তা এখন।
-     বেশ তাই যদি হয়, তবে নীচে নামিস না অতো টা। টি ভি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম না পুরো মাঠ টা, কিন্তু তুই যত তাড়াতাড়ি পাস গুলো কে গ্র্যাব করছিলি মনে হলো, তুই তোদের দিকে একটু  ডিপে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছিস।
-     লাভ ইউ। উম্মাআহহহ।  ঠিক বলেছিস। আমার আসলে তর সইছিল না। তুই যা বললি কোচ স্যার ও সেটাই বলল খেলার পরে। আমি জানি তুই আমার খেলা সব থেকে ভাল বুঝিস।
-     হুম বাবা আমি ভুল বলি না। বুঝলি বাঁদর?
-     এটা কি আমার নতুন নাম হলো?
-     উঁহু। অনেক আগে থেকেই ছিল আমার মনে। আজকে বললাম।   
-     যাই তারপরে তোকে দেখাব।
-     ইশ কি দেখাবি শুনি?
-     দেখবি তখন। আর দেরী করিস না। ঘুমো
-     হুম। সাবধানে থাকিস। খুব মিস করি তোকে আমি।
-     জানি। আমিও করি
-     আর শোন, কাল থেকে সারে আটটায় কল করবি। দশ টার মধ্যে কিন্তু খেয়ে দেয়ে ঘুমিয়ে যাবি বলে দিলাম।
-     হুম বেশ। তোর পড়া নেই তো তখন
-     ব্যাচ এ তো যাই না। বাড়িতেই পড়ি। তুই ভাবিস না অতো। আমার তোর সাথে কথা না হলে পড়তেও পারি না। তুই ফোন করবি তো। বেশি গাঁড় পাকা ছেলে।
-     উফফ পারি না তোকে নিয়ে। এই বাজে বাজে খিস্তী গুলো দিস না শিব। লোকে ভুল বুঝবে।
-     বুঝুক। তোকে খিস্তী না দিলে তো সিধে হবি না কুত্তা।
-     বেশ ঘুমো এবারে। কালকে ম্যাচ নেই। ফোন করব আট টার দিকে।
-     উম্মম্ম। গুড নাইট
-     হুম গুড নাইট।
[+] 11 users Like nandanadasnandana's post
Like Reply
এই পর্বটা পড়ে সত্যি কেমন যেন শিহরণ খেলে গেলো শরীরে..... ভালোবাসার অনুভূতি জাগরণের জন্য শুধু নয়... তার থেকেও বড়ো একটা কারণ হল দৈহিক পরিবর্তন এর বিশ্লেষণ। এক পুরুষ শরীরের অধিকারীর নারীতে পরিণত হবার ইচ্ছা একরকম আর পূর্ণ পরিবর্তন আরেক রকম ব্যাপার। কিন্তু মাঝের প্রসেস চলাকালীন সময়টা উফফফফফ সাংঘাতিক! যতই একটা পুরুষ শরীর নারী হতে চাক না কেন..... এতদিনের পুরুষ শরীরের পরিবর্তন... বিশেষ করে নিজের দুপায়ের মাঝে থাকা ওই অঙ্গটা যখন আর সেই স্থানে থাকেনা... সেই দৃশ্য যে কারোর কাছে কি হতে পারে সেটা ভেবেই শিহরিত হচ্ছি.....কতটা প্রেসার পড়তে পারে মস্তিষ্কে ভেবেই বাবারে..... সাংঘাতিক..... হয়তো বলা যেতেই পারে সমাজের বাইরেও এই প্রথম নিজের সাথে নিজের লড়াই.... হয়তো একবারের জন্য হলেও নিজেকে নাড়িয়ে নিজেই বলবে - দেখ.... ভালো করে দেখ নিজেকে আজ..... এটাই তুই চাইছিলি তাইনা? কাল পর্যন্ত ওখানে পুরুষ যৌনাঙ্গ ছিল, আজ তুই সেটাকে নিজের থেকে আলাদা করে দিলি... এবার খুশি তো?
[+] 2 users Like Baban's post
Like Reply
(11-02-2022, 09:25 PM)nandanadasnandana Wrote: ভাই কে লাভড বলব না তো কি বলব। ভাই, লাভড বলব , মারব, বকব, আমার ব্যাপার।

আপনার ভাইটি কিন্তু বড়ই বেয়াক্কেলে, ধরে মাঝে মাঝে ঘা কতক দিয়ে দেবেন তো!
Smile
[+] 2 users Like bourses's post
Like Reply
(11-02-2022, 10:06 PM)JeanRenoir Wrote: কী অপূর্ব ফুটিয়ে তুলেছেন সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা, ভাবনা ও আবেগ। প্রণাম হই আপনার লেখনীর। কিছু বানান ভুল রয়েছে। টাইপো হবে। ড় এর জায়গায় র বসে যাচ্ছে।

হ্যা, এটা কিন্তু আমিও খেয়াল করেছি, আজকাল বেশ ভালই বানান ভুল হচ্ছে, স তেও এটা ভুল চোখে পড়ছে, এই ধরনের ভুল আপনার গল্পে কাম্য নয় মোটেও
[+] 1 user Likes bourses's post
Like Reply
(12-02-2022, 01:13 PM)Baban Wrote: এই পর্বটা পড়ে সত্যি কেমন যেন শিহরণ খেলে গেলো শরীরে..... ভালোবাসার অনুভূতি জাগরণের জন্য শুধু নয়... তার থেকেও বড়ো একটা কারণ হল দৈহিক পরিবর্তন এর বিশ্লেষণ। এক পুরুষ শরীরের অধিকারীর নারীতে পরিণত হবার ইচ্ছা একরকম আর পূর্ণ পরিবর্তন আরেক রকম ব্যাপার। কিন্তু মাঝের প্রসেস চলাকালীন সময়টা উফফফফফ সাংঘাতিক! যতই একটা পুরুষ শরীর নারী হতে চাক না কেন..... এতদিনের পুরুষ শরীরের পরিবর্তন... বিশেষ করে নিজের দুপায়ের মাঝে থাকা ওই অঙ্গটা যখন আর সেই স্থানে থাকেনা... সেই দৃশ্য যে কারোর কাছে কি হতে পারে সেটা ভেবেই শিহরিত হচ্ছি.....কতটা প্রেসার পড়তে পারে মস্তিষ্কে ভেবেই বাবারে..... সাংঘাতিক..... হয়তো বলা যেতেই পারে সমাজের বাইরেও এই প্রথম নিজের সাথে নিজের লড়াই.... হয়তো একবারের জন্য হলেও নিজেকে নাড়িয়ে নিজেই বলবে - দেখ.... ভালো করে দেখ নিজেকে আজ..... এটাই তুই চাইছিলি তাইনা? কাল পর্যন্ত ওখানে পুরুষ যৌনাঙ্গ ছিল, আজ তুই সেটাকে নিজের থেকে আলাদা করে দিলি... এবার খুশি তো?

এই অনুভুতি টা আমি বুঝতে পারছি না। হাহাহাহা, না এবারে ছেলেদের জবানবন্দী তে একটা গল্প লিখতেই হবে। আর বরের সাথে কন্সাল্ট করে লিখতে হবে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
(12-02-2022, 03:32 PM)bourses Wrote: আপনার ভাইটি কিন্তু বড়ই বেয়াক্কেলে, ধরে মাঝে মাঝে ঘা কতক দিয়ে দেবেন তো!
Smile

কিসের যেন ন্যাজ হয়? তবে ভাইটা এমনি ই ভাল। সোজা হয়ে গেলে ওর এই ব্যাপার গুলো চলে যাবে। তখন সবাই মিলে ওকে এই বকে দেবার আনন্দ টা মাটি হয়ে যাবে না?
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
(12-02-2022, 03:36 PM)bourses Wrote: হ্যা, এটা কিন্তু আমিও খেয়াল করেছি, আজকাল বেশ ভালই বানান ভুল হচ্ছে, স তেও এটা ভুল চোখে পড়ছে, এই ধরনের ভুল আপনার গল্পে কাম্য নয় মোটেও

এবার থেকে এডিটর বসাবো। হাহাহাহা, না না চেষ্টা করব ভুল না করতে আর।
Like Reply
(12-02-2022, 03:38 PM)nandanadasnandana Wrote: এই অনুভুতি টা আমি বুঝতে পারছি না। হাহাহাহা, না এবারে ছেলেদের জবানবন্দী তে একটা গল্প লিখতেই হবে। আর বরের সাথে কন্সাল্ট করে লিখতে হবে।
অপেক্ষায় রইলাম Heart
[+] 1 user Likes muntasir0102's post
Like Reply
(12-02-2022, 03:38 PM)nandanadasnandana Wrote: এই অনুভুতি টা আমি বুঝতে পারছি না। হাহাহাহা, না এবারে ছেলেদের জবানবন্দী তে একটা গল্প লিখতেই হবে। আর বরের সাথে কন্সাল্ট করে লিখতে হবে।


তাহলে তো বলতে হয় এই ব্যাপারে ছেলেরা এগিয়ে. Big Grin

 কারণ আমিও নারীর দৃষ্টিভঙি থেকে ছোট গল্প লিখেছি। কারোর সাথে কনসাল্ট না করেই........ যদিও তাতে এতো বিশ্লেষণ করার কিছু ছিলোনা...... না না ওই ও খোকন গল্পের কথা বলছিনা..... ওটা ফাস্ট পারসনে লেখা ছিলোনা..... ওটা ছাড়াও প্রথম পুরুষ(নারী) হিসেবে.. নিজেকে এক নারীর জায়গায় রেখে আমি ছোট গল্প লিখেছি - আমার একলা আকাশ..... পড়ে দেখবেন দিদি......এক নারীর গল্প.....নারীর নানান রূপের গল্প।

আমার কিছু কথা ছিল মনে থ্রেডে আছে সেই গল্প।  পৃষ্ঠা নাম্বার চার- এ পেয়ে যাবেন। জানাবেন কিছুটা হলেও সফল হয়েছি কিনা।
[+] 1 user Likes Baban's post
Like Reply
(12-02-2022, 03:50 PM)Baban Wrote: তাহলে তো বলতে হয় এই ব্যাপারে ছেলেরা এগিয়ে. Big Grin

 কারণ আমিও নারীর দৃষ্টিভঙি থেকে ছোট গল্প লিখেছি। কারোর সাথে কনসাল্ট না করেই........ যদিও তাতে এতো বিশ্লেষণ করার কিছু ছিলোনা...... না না ওই ও খোকন গল্পের কথা বলছিনা..... ওটা ফাস্ট পারসনে লেখা ছিলোনা..... ওটা ছাড়াও প্রথম পুরুষ(নারী) হিসেবে.. নিজেকে এক নারীর জায়গায় রেখে আমি ছোট গল্প লিখেছি - আমার একলা আকাশ..... পড়ে দেখবেন দিদি......এক নারীর গল্প.....নারীর নানান রূপের গল্প।

আমার কিছু কথা ছিল মনে থ্রেডে আছে সেই গল্প।  পৃষ্ঠা নাম্বার চার- এ পেয়ে যাবেন। জানাবেন কিছুটা হলেও সফল হয়েছি কিনা।

পড়ব তো বটেই। আসলে কন্সাল্ট করতে হবে অনুভুতি টা। মা হলেও নারী বা তৃপ্তির তৃপ্তি, বা রূপান্তারিতা লিখেছি আমিও। সেটা তো ওই বর কে দেখেই, ওর অনুভুতি টা নিজের মতন করে বুঝে লিখেছি। এখানে ছেলেদের পুরুষ ইগো নিয়ে যেটা লিখি, সেটাও ওকে দেখেই। তবে দেখেছি বিশেষ ফারাক থাকে না, কিছু জায়গা ছাড়া। আর আবেগ প্রকাশের ধরন ছাড়া। যেমন বাচ্চাদের দুজনাই আদর করি। কিন্তু ওর টা অন্যরকম, আর আমার টা অন্যরকম। এমন না যে ও আমার আদরের ধরন টা দেখে না। তততটাই আবেগ প্রবন যতটা আমি। সেই প্রকাশের সেই ফারাক টাই তুলে আনি আমি লেখায়। না হলে নারী পুরুষ আলাদা কিছু না। ওই তো কিছু হরমোন, আর ধরন। আর জেনিটাল রিলেটেড জেনেটিক্স । হাহাহাহাহা। বাকি সব টাই এক।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 8 Guest(s)