Thread Rating:
  • 106 Vote(s) - 2.8 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance মিষ্টি মূহুর্ত ( উপন্যাস) সমাপ্ত :---
(26-12-2021, 11:18 AM)a-man Wrote: আছি দেখার অপেক্ষায় যে এখন আকাশ আর তার বাবার ভূমিকা কি হয় সুচির ব্যাপারে...........

এবার শুধু ওরা দুইজন banana ... মানে আপনি যেরকম চাইছিলেন সেরকমই সব কিছু  happy .... আশা করি ভালো লাগবে  Heart

❤❤❤
[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes Bichitro's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(26-12-2021, 11:57 AM)Bichitravirya Wrote: বিগত ছয় সাত মাস ধরে আমি সকালেই আপডেট দিয়ে যাচ্ছি.... আর এতদিন পর চোখে পড়লো তোমার  Dodgy Dodgy Dodgy

আসলে হয়েছি কি এতদিন সেভাবে খেয়াল করেনি... 
স্যরি দাদা...
Like Reply
(20-12-2021, 09:30 AM)Bichitravirya Wrote: ........ পরপর তিন সপ্তাহ অফিস করে সুচির বাবা বুঝলেন যে বাবাকে একা ঘরে ফেলে যাওয়া উচিত হচ্ছে না। সারাদিন রেডিও শুনেই সুচির ঠাকুর্দা দিন কাটিয়ে দেন। ছেলেকে নিজের অসুবিধার কথা কখনোই বলেন না। অসুবিধার কথা না বললেও সুচির বাবা ঠিক বুঝতে পারতেন সবকিছু। ‘ কি করা যায় ! , এটাই সুচির বাবা সারাদিন ভাবতেন। একদিন সুচির বাবার মুখ দেখে প্রভাস জিজ্ঞাসা করলো , “ এরকম মড়া মুখ করে থাকিস কেন ? „
মধুরেণ সমাপয়েৎ
[+] 1 user Likes Tilottama's post
Like Reply
eageely waiting
Like Reply
eagerly waiting
Like Reply
Update 6

সকালে একটু দেরিতেই ঘুম ভাঙলো সুচির বাবা। প্রায় আটটার দিকে ঘুম থেকে উঠে , বারবার হাই তুলতে তুলতে স্নান সেরে ফেললেন তিনি । রাতে ভালো ঘুম হয়নি তার। রাত তিনটে পর্যন্ত কথা বলার পর সবাই ঘুমিয়েছিল । শুধু তিনি কেন ! সুচি বাদে সবারই একই অবস্থা। সবাই আজ একটু দেরিতেই ঘুম থেকে উঠেছেন। আর আকাশ তো ঘুমালোই না। সুচির মা বাবা চলে যাওয়ার পর নিজের ল্যাপটপ খুলে সিনেমা দেখতে বসে গিয়েছিল সে।

স্নান সেরে স্নানঘর থেকে বেরিয়ে জামা কাপড় পড়তেই সুচির মা চা নিয়ে হাজির , “ খরচার কথা ভেবেছো ? „

সুচির বাবা এটাই ভাবছিলেন। চায়ের কাপে একবার চুমুক দিয়ে বললেন , “ যা জমানো আছে তা দিয়ে , আর একটু এদিক ওদিক করে স্বচ্ছন্দে বিয়েটা হয়ে যাবে । কিন্তু আমি যতদূর শুভো কে চিনি ও আমাকে কোন খরচা করতে দেবে না । „

সুচির মা শেষের কথাটা মানতে পারলেন না , “ তা বললে হয় নাকি ? আমি স্নেহার সাথে কথা বলবো তুমি ভেবো না। „

“ তাই করো। শুভো আমার কথা শুনবে বলে তো হয় না। „

“ কচুরি আর কড়াইশুটির আলুর দম করেছি। এসো । „ বলে স্বামীকে সকালের ব্রেকফাস্ট করাতে নিয়ে গেলেন সুচির মা ।

রাতে সুচিরও ভালো ঘুম হয়নি। আগের দিন পলাশের করা অপমান , দিদির দেওয়া হুমকি , বাড়ি বদলানোর সিদ্ধান্ত , এই সবকিছু যেন ভেতর দিয়ে ভেঙে দিয়েছে তাকে। শুধু বাড়ি বদলালে হবে না ! সাথে নতুন চাকরিও খুঁজতে হবে। এইসব ভাবতে ভাবতে চোখের পাতা কখন এক হয়ে এসেছিল সেটা সুচি বুঝতে পারে নি।

সকালে আগের দিনের মতোই জানালার গ্রিলে দুটো শালিকের কিচির মিচির শব্দে ঘুমটা ভাঙতে সে উঠে বসলো। মাথা ভর্তি অবিন্যস্ত চুল , মুখে প্রাণহীন জেল্লা , শুষ্ক ওষ্ঠ্য আর চোখে একরাশ ক্লান্তির ছায়া নিয়ে কিছুক্ষণ চুপচাপ খাটের উপর বসে থেকে নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আরো গভির ভাবে ভাবতে লাগলো সুচি । তখনই কিছু ভাসা-ভাসা কথা সে শুনতে পেলো।

সুচির মা বলছেন --- যাওয়ার সময় একবার রাধানাথদাকে রাতে আসতে বলে দিও। তারিখ ঠিক করতে হবে তো !

সুচির বাবা --- হ্যাঁ ঠিক বলেছো। যদি বাড়িতে না থাকে তাহলে বৌদিকে বলে আসবো । আর তুমি সুচির কুষ্ঠি খুঁজে রেখো। তখন আবার খুঁজতে বসো না যেন । বলে সুচির বাবা অফিস যাওয়ার জন্য বেরিয়ে গেলেন।

ওদিকে এই উড়ে আসা ভাসা-ভাসা কথা গুলো জুড়ে নিয়ে সুচি আর এক সিদ্ধান্তে এলো। সকালে ঘুম থেকে উঠে এমনিতেই মাথাটা হাল্কা ছিল। তাই এই কথাগুলো জুড়ে নিয়ে একটা সিদ্ধান্তে আসতে বেশি সময় লাগলো না তার । এই কথাগুলো জুড়ে নিয়ে সুচি যে কথাটা বুঝলো সেটা হলো --- আমার কুষ্ঠি মানে , আমার বিয়ের তারিখ ! বিয়ে হবে মানে ? ছেলে কোথায় ? ছেলে নিশ্চয়ই সুমি জোগাড় করেছে। হ্যাঁ , ও তো হুমকি দিয়েছিল জামাইবাবু কে ছেলে দেখতে বলবে। তার মানে এর মধ্যেই ছেলেও দেখা হয়ে গেছে। আর পাত্র নিশ্চয়ই আজ রাতেই দেখতে আসবে।

আরও উল্টোপাল্টা কথা ভাবতে সুচির বিন্দুমাত্র সময় লাগলো না। কিন্তু যখন এই সিদ্ধান্তে এলো যে , ‘ তাকে দেখতে আজকে পাত্রপক্ষ আসবে আর রাধানাথ ঠাকুর আজকেই বিয়ের তারিখ ঘোষণা করবে । , তখন সুচি আর কাণ্ডজ্ঞান ঠিক রাখতে পারলো না। বুকটা ধড়াস করে উঠলো। পুরো পৃথিবীটা যেন তার চোখের সামনে ঘুরছে । খাটের উপর বসেই কেপে কেপে উঠতে লাগলো সুচি। মুখটা রক্তশূন্য হয়ে উঠলো। মুখে একটা ভয়ের চিহ্ন ফুটে উঠে উঠলো।  

কিসের ভয় ? নিজের বিয়ের হয়ে যাওয়ার ভয় ! নাকি আকাশের থেকে চিরতরে দূরে চলে যাওয়ার ভয় ! নাকি আজীবন এই ভাবে কষ্ট পাবার ভয় ! অন্য কোন ছেলের সাথে সে সুখে থাকতে পারবে না এটা পলাশের সাথে ঘটা ঘটনাই প্রমাণ করে। তাহলে কিসের ভয় ? সেটা সুচি বুঝতে পারলো না।

দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে সে সোজা ছুটলো আকাশের ঘরের দিকে । দৌড়ে নিজের ঘর থেকে বেরিয়ে আকাশের ফ্ল্যাটে ঢুকে পড়লো সুচি। কতদিন পর এই ফ্ল্যাটে ঢুকছে সেটা তার খেয়াল নেই। এদিক ওদিক দেখে নিল একবার। না কেউ নেই।

ফ্ল্যাট ফাকা দেখেই সোজা আকাশের ঘরে ঢুকে পড়লো সুচি। আকাশ তখন সবে একটা সিনেমা দেখা শেষ করে ল্যাপটপটা বন্ধ করেছে। ঘরে ঝড়ের বেগে সুচিকে ঢুকতে দেখেই সে খাট থেকে উঠে দাঁড়ালো। আকাশের কাঁধ ধরে মুখ দিয়ে প্রথম শব্দটা বার করতেই সুচি ফুঁপিয়ে কেঁদে উঠলো , “ আজকে আমাকে দেখতে আসছে ওরা। তুই বলেছিলি না আমাকে নিয়ে পালাবি। চল আমরা কোথাও পালাই...

এদিকে সুচি যে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল সেটা সুচির মায়ের চোখ এড়ালো না। এইভাবে দৌড়ে বার হয়ে যেতে সুচির মায়ের খুব চিন্তা হলো। তাই সুচি ফ্ল্যাট থেকে বার হতেই তিনি ওর পিছন নিয়ে এই ফ্ল্যাটে এলেন। এসে দেখলেন যে সুচি আকাশের ঘরে ঢুকে গেছে। সুচি আকাশের ঘরে ঢুকতেই আকাশের বাবা স্নান করে কোমড়ে শুধুমাত্র একটা তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেন। আকাশের  বাবাকে ওইভাবে দেখে সুচির মা লজ্জা পেয়ে যেদিক থেকে এসছিলেন সেদিকেই আবার চলে গেলেন।

সুচি আকাশের ঘরে দৌড়ে ঢোকার সময় তার পিঠ দেখতে পেয়েছিলেন আকাশের মা। তিনি ঘর থেকে স্বামীর জন্য জামা প্যান্ট নিয়ে এসে সোফায় রাখছিলেন। তাই যখন তিনি দেখলেন যে সুচি দৌড়ে আকাশের ঘরে ঢুকে গেল তখন তিনি ভাবলেন , ‘ হয়তো সুচি ওর বিয়ের খবর পেয়ে খুশিতে আর থাকতে না পেরে আকাশের কাছে এসছে। , এটা ভাবতেই কেন জানি না আজকে আকাশের  মায়ের ওদের কথা শুনতে খুব ইচ্ছা হলো। কাল রাতের ঘটনার পর থেকেই নিজেকে হাল্কা মনে হচ্ছে আকাশের মায়ের। একমাত্র ছেলের বিয়ে তে মনটা খুশিতে নেচে উঠছে তার। তার উপর এতদিন পর দুই পরিবারের মিল হয়ে যাওয়ার একটা খুশি তো আছেই।

লিভিংরুমের সোফায় বসে ওই ঘরের কথা শোনা যায় বটে তবে সেটা অস্পষ্ট আর খাপছাড়া। তাই আরও ভালো করে শোনার জন্য প্রায় আকাশের দরজার সামনে চলে এলেন তিনি । ঠিক সেই সময় তিনি দেখলেন যে তার স্বামী বাথরুম থেকে বার হলো আর সুচির মা ঘরে ঢুকতে গিয়েও তার স্বামীকে দেখে আর ঢুকলেন না।

এদিকে তার কানে সুচির কান্না ভেজা গলার আকুতি ভেসে এলো। সুচি বলছে , “ আমি পারছি না তোকে ছেড়ে থাকতে । তুই বলেছিলি তো আমি হ্যাঁ বললেই তুই আমাকে নিয়ে পালাবি। এখন আমি হ্যাঁ বলছি। চল পালাই।

এদিকে আকাশের বাবা বাথরুম থেকে বেরিয়ে দেখতে পেলেন যে তার স্ত্রী ছেলের ঘরে কান পেতে কিসব শুনছে। তিনিও কৌতুহল বশত এসে শুনলেন সুচির কান্না ভেজা গলায় আকুতি ।

সুচির এইভাবে বিনা কারণে বা বলা ভালো অহেতুক চোখের জল ফেলতে দেখে আকাশ হেসে ফেললো। এখন তো আর এইসবের কোন দরকার নেই। আকাশ যে সুচিকে থামাতে যাবে , তাকে বলবে যে , ‘ আর এইসবের দরকার নেই। , কিন্তু সুচি আকাশকে কিছু বলতেই দিচ্ছে না। এটা দেখে আকাশের একটু বেশি হাসি পেল।

আকাশকে হাসতে দেখে সুচির খুব রাগ হলো। আকাশের উপর না , নিজের উপর। এ কি ভুল করলো ! কাণ্ডজ্ঞান হারিয়ে কার কাছে কি বলতে চলে এলো সে ! আর কতো ভুল করবে ! নিজের এইসব ভুলের জন্যেই তো আজ ওর দশা। কেন সে নিজের অনুভূতি গুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে না ? কেন ?

আকাশ এখন হাসছে। হসবেই তো। এখন তো সে সবার কাছে হাসির পাত্র। ভোগের পাত্র। এইসব ভাবতেই নিজের উপর রাগ আরও হাজার গুন বেড়ে গেল। আকাশকে মারার বিন্দুমাত্র ইচ্ছা তার হলো না । বরং নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। চোখের জল মুছে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে ঘুরে দাড়ালো।

এতক্ষণ পর আকাশ কিছু বলার সুযোগ পেল। কিন্তু সুচি তো চলে যাচ্ছে। বিদ্যুৎ বেগে সুচির কোমড় ধরে তাকে ঘুরিয়ে নিজের কাছে টেনে নিল , “ কোথায় যাচ্ছিস ? আমাকে তো কিছুই বলতে দিলি না । „

সুচি রাগী গলায় বললো , “ ছাড় আমায় । „

“ তুই বললেও আমি আর তোকে ছাড়তে পারবো না। তুই বললি ‘ তোকে আজ ওরা দেখতে আসছে। , কারা আসছে দেখতে ? কে বললো তোকে এ কথা ? „

সুচি সেই রাগী গলায় বললো , “ ছাড় বলছি ... তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না । „

আকাশ সুচির কোমড় ধরে তাকে আরও কাছে টেনে নিয়ে বললো , “ প্রশ্নটার উত্তর দে। কে বললো তোকে ? „

এখন আকাশের মুখ আর তার মুখ পুরো সামনাসামনি। আকাশের নাকের গরম নিশ্বাস সুচির মুখে এসে পড়ছে। সুচি মুখটা ডানদিকে ঘুরিয়ে বললো , “ আমি শুনেছি । „

সুচির বাম গালের টোলের উপর চোখ রেখে আকাশ জিজ্ঞাসা করলো , “ কার মুখে ? „

এবার সুচি বুঝতে পারলো যে সে এই কথা শোনেই নি। কথাটা মাথাতে আসতেই সে শান্ত আর স্থির হয়ে গেল । একটু ভেবে নিয়ে সে যে কথাটা শুনেছে সেই কথাটাই বললো , “ আজকে পুরোহিত আসছে আমার কুষ্ঠি দেখতে আসছে। আর বিয়ের তারিখ ঠিক করবে তখন । „

নিজের ঠোঁটের এতো কাছে সুচির গাল। ওই গালে চুমু খেতে খুব ইচ্ছা করছে তার। কিন্তু নিজেকে সামলে সে বললো , “ ঠিক কথা। কিন্তু কার সাথে বিয়ে হবে সেটা শুনেছিস ? „

“ আমি জানি না। হয়তো দিদি জানে । „ ওইভাবে থাকে সুচির একদম ভালো লাগছে না। বুকটা উথাল পাথাল করতে শুরু করেছে , “ ছেড়ে দে বলছি। ভালো লাগছে না আর আমার । „

সুচিকে ছেড়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তার নেই , “ দেখবি ! কার সাথে তোর বিয়ের তারিখ ঠিক হচ্ছে ? „

সুচি এবার রেগে গেল , “ আমার দেখার ইচ্ছা নেই। প্লিজ তুই আমাকে ছাড়। „ বলে নিজেকে ছাড়ানোর ব্যার্থ চেষ্টা করতে লাগলো।

“ এই দেখ ।  „ বলে সুচিকে টেনে আলমারির দরজায় লাগানো আয়নার সামনে নিয়ে এলো। তার আয়নার দিকে তাকে ঘুরিয়ে বললো , “ এই ছেলেটার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। „

সুচি বুঝতেই পারলো না যে আকাশ কি বলছে। বুঝতে না পারার জন্য তার ঠোঁটটা হাল্কা খুলে গেল। একবার আয়নায় আর একবার আকাশের দিকে তাকাতে লাগলো। আকাশ সুচির বিস্ময় দেখে সুচির ডান গালে নিজের বাম গাল ঠেকিয়ে , চোখ বন্ধ করে বললো , “ কালকে জেঠু এসছিল তোর আর আমার ব্যাপারে কথা বলতে। বাবা রাজি হয়ে গেছে। „

সুচি এখনও বুঝতে পারছে না যে কি হচ্ছে। হঠাৎ করে সবকিছু এতো বদলে গেলো কি করে ? এ যে অসম্ভব ! বাবা নিজেই তো চাইতো না যে এই ফ্যামিলির সাথে কোন সম্পর্ক হোক। হঠাৎ ! মানে ! কি ? কেন ? কি করে ? এইসব ভাবতে ভাবতে মাথার তালগোল পাকিয়ে গেল।

এই সব প্রশ্নের একটাও উত্তর না পেয়ে , কথাটা যে সত্যি সেটা বিশ্বাস হলো না তার। আকাশ মিথ্যা কথা বলছে ভেবে নিয়ে তার মুখে চরম বিরক্তি ফুটে উঠলো। সঙ্গে সঙ্গে মনে হলো , ‘ আকাশ ইয়ার্কি মারলেও যদি এটা সত্যি হতো তাহলে কি সুন্দর হতো জীবনটা । , কিন্তু একা একটা বাজে ইয়ার্কি। তাই সে মুখে একরাশ বিরক্তি নিয়ে বললো , “ ছাড় আমায় ।  ইয়ার্কি মারিস না । „

আকাশ এবার আয়নার মধ্যে সুচির চোখে চোখ রেখে বললো , “ সত্যি বলছি। মায়ের দিব্যি। মা কালীর দিব্যি বলছি কালকে জেঠু এসছিল কথা বলতে। „

আকাশ কখনোই মায়ের নামে মিথ্যা দিব্যি কাটে না। এটা সুচির থেকে ভালো আর কেউ জানে না। তাই মনটা হঠাৎ খুশিতে নেচে উঠলো , “ কি করে ? মানে বাবা ! বাবা বললো আর কাকা রাজি হয়ে গেল ! „

আকাশ হঠাৎ গম্ভীর হয়ে বললো , “ না ।  ব্যাপারটা ওরকম নয় । „

সুচি এবার ঘুরে গিয়ে আকাশের চোখ চোখ রেখ , ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো , “ তাহলে ? „

“ সে অনেক কথা , খুলে বলতে হবে। আপাতত এটা শোন যে আমাদের বিয়ে তে আমাদের মা বাবা সবাই রাজি । „

এতোটা শুনেই দেওয়ালের ওপারে কান পেতে থাকা স্নেহা দেবীর ঠোঁটের লাজুক হাসি আরও চওড়া হয়ে গেল। সেই হাসি দেখে আকাশের বাবা ইয়ার্কি মেরে বললেন , “ বুড়ি হয়ে গেছো। একটু তো লজ্জা করো। নিজের ছেলে মেয়ের গোপন কথা আড়ি পেতে শুনছো । „

আকাশের মা কপট রাগ দেখিয়ে বললেন , “ তুমিও তো শুনছিলে এতক্ষণ । „

যৌবনে তিনি প্রেম করেন নি। দেখাশোনা করেই তার বিয়ে হয়েছিল। তাই আজ নিজের ছেলে , মেয়ের এই কথা ধরনের কথা শুনে তার নিজের যৌবনের কথা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু তিনি কথা এড়ানোর জন্য বললেন , “ খাবার দাও। অফিস যেতে দেরি হয়ে যাবে । „

আকাশের মায়ের হঠাৎ করে মনে পড়লো হরেনের কথা। হরেনকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তার স্বামী। কালকে বিয়ে নিয়ে আলোচনার জন্য ভুলেই গেছিলেন কথাটা। এখন মনে পড়তে তিনি জিজ্ঞাসা করলেন , “ হরেন কে ? „

হা হা করে হাসতে গিয়ে নিজেকে সামলে নিয়ে ফিক করে হেসে তিনি বললেন , “ হরেন না। ওর নাম ছিল হিরণ পান্ডা । আমার থেকে এক দুই বছরের বড়ো ছিল। আর সমুর থেকে ছোট। ওই সমু আর বড়োরাই ওকে রাগিয়ে হরেন বলে ডাকতো । „

“ আর মিথ্যা প্রতিশ্রুতি ? „

আবার একটু হেসে নিয়ে আকাশের বাবা বললেন , “ আমি ছোট ছিলাম বলে আমার উপর খুব চোটপাট করতো ও। ফাই ফরমাস তো ছিলোই। কিন্তু কখনো অন্যায় কিছু করে নি। তাই বড়ো দাদা মেনে নিয়ে সব করে দিতাম । তখন আমার বয়স ওই পনের কি ষোল। একদিন আমাকে একা পেয়ে ও বলেছিল , ‘ তুই যখন তোর বাবার কোম্পানির মালিক হবি। তখন আমাকে ম্যানেজার রাখবি । আমরা দুজন মিলে চালাবো কোম্পানি। দেখবি দেশে বিদেশে নাম হবে খুব। কোটিপতি হয়ে যাবো। , আমি ওর কথাটাকে ইয়ার্কি হিসাবে নিয়ে “ হ্যাঁ „ বলে দিয়েছিলাম। তারপর থেকে প্রতি বছরে চার পাঁচ বার করে ও কথাটা মনে করিয়ে দিত ।

“ তারপর ? „

“ তারপর আর কি ! ওই ধরনের কথা কেউ রাখে নাকি ! আমিও একদিন না বলে দিলাম। তখনও আমি কোম্পানির মালিক হইনি। তারপর রায়পুর না রাইপুর ওরকম একটা জায়গায় চাকরি পেয়ে চলে যায়। যাওয়ার আগে ও বলেছিল ‘ তুই যদি কথা রাখতি তাহলে আমাকে কলকাতা ছেড়ে যেতে হতো না। , „ কথাটা বলে একটা গভীর নিশ্বাস ছাড়লেন। তারপর জামা প্যান্ট পড়ে খেতে বসে গেলেন।

ওদিকে সুচির বিস্ময়ের সীমা নেই। এখনও সে বিশ্বাস করতে পারছে না। আবার অবিশ্বাস করবে সেটাও পারছে না , “ আমি কিছুই বুঝতে পারছি না ! হঠাৎ করে কি হলো ? „

আকাশ সুচির কোমড় ধরে রাখা নাচার মতো দুলতে দুলতে বললো , “ হঠাৎ করে না। আমাদের জন্মের আগে থেকে। আপাতত এটা শুনে রাখ যে আমাদের দুজনের জন্মানোর আগে জেঠু আর বাবার একটা ঝগড়া হয়েছিল। কাল রাতে সেটা মিটে গেছে। „

এতক্ষণ পর সুচি আকাশের কথা বিশ্বাস করতে করতে শুরু করলো। তার চোখ চকচক করছে। হঠাৎ একটা খুশির শান্তির মিঠে দমকা হাওয়া তার হৃদয় স্পর্শ করলো , “ কিসের ঝগড়া ? „

“ পুরোটা না বললে বুঝতে পারবি না। ওসব ছাড়। এটা ভাব যে আমাদের বিয়ের জন্য আজ পুরোহিত আসছে। „

সুচির হঠাৎ আকাশকে দেওয়া গোধূলির গোলাপের কথা মনে পড়ে গেল। মনে পড়তেই সে রেগে গেল। রাগী স্বরে বললো , “ ছাড় । „

আকাশ সুচির এহেন আচরণের অর্থ বুঝতে পারলো না , তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো , “ কি হলো আবার ? „

সুচি নিজের গলার স্বরে রাগ বজায় রেখে বললো , “ কি হবে মানে ! তুই তো গোধূলির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ওর দেওয়া গোলাপ নিচ্ছিস। তাহলে আমার সাথে বিয়ে করছিস কেন ? „

কথাটা শুনে আকাশের বিস্ময়ের সীমা রইলো না , “ গোধূলির দেওয়া গোলাপ ! তুই ওখানে ছিলি ? মানে গোধূলি যখন গোলাপ দিয়েছিল তখন তুই ছিলি ওখানে ? আর তুই দেখছিলি সবকিছু ! „

চোয়াল শক্ত করে সুচি বললো , “ দেখেছি বলে ভুল করেছি মনে হচ্ছে ! „

“ তুই ভুল ভাবছিস । আমি সেটা বলতে চাইনি। „

“ এখন আমি ভুল ভাবছি। গোলাপ নিলি তুই আর ভুল ভাবছি আমি  । „

“ শোন আমার কথা।পুরোটা শুনলে বুঝতে পারবি। ... „ গোধূলি যখন গোলাপ দিয়েছিল সেই সময় ঠিক কি হয়েছিল সেটা সে বলতে শুরু করলো .....

“ আমি তখন চেয়ারে বসে আছি। মাথায় শুধু ঘুরছে কি করা যায় ! ভেবেছিলাম নিজের যোগ্যতা প্রমাণ করে তোর ব্যাপারে মা বাবার সাথে কথা বলবো। কিন্তু বাবা আমার সব প্ল্যানে জল ঢেলে দিল। তাই ভাবছিলাম প্রথমে মাকে রাজি করাবো। তারপর মাকে নিজের দলে নিয়ে বাবাকে রাজি করাবো। তো এইসবই ভাবছিলাম তখন। হঠাৎ দেখি গোধূলি গোলাপ নিয়ে এসে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো , ‘ হ্যাপি রোজ ডে । ,

“ আমি তো থতমত খেয়ে গেলাম। এদিকে অফিসের সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। কি করবো সেটাই বুঝতে পারছিলাম না। অফিসের সবাই তখন আমাদেরকেই দেখছে। গোলাপ না নিলে অফিসের সবার সামনে গোধূলি কে অপমান করা হবে। অফিসের সবাই হাসাহাসি করার একটা বিষয় পেয়ে যাবে।  আবার গোলাপটা নিলেও সমস্যা। তখনই মাথায় আইডিয়াটা এলো । আইডিয়াটা আসতেই গোলাপটা নিয়ে বললাম , ‘ থ্যাঙ্ক ইউ । , একটু থেমে সুচির উদ্দেশ্যে বললো , “ তুই হয়তো তখনই দেখেছিস। কিন্তু এরপর কি হয়েছিল সেটা তুই দেখিস নি ....

আকাশের কথার মাঝে সুচি বলে উঠলো , “ কখন ? „

“ বলছি , বলছি। উতলা হোস না .....

“ টিফিন ব্রেকে আমি আর গোধূলি একসাথেই খাই। যখন টিফিন ব্রেক হলো তখন আমি আমার টিফিন কৌটো নিয়ে গোধূলির অফিসে গেলাম। সঞ্জয় আঙ্কেল হাসি মুখে বললো , ‘ তোমরা বসে খাও আমি আসছি । ,

“ সঞ্জয় আঙ্কেল চলে যাওয়ায় আমার সুবিধাই হলো। কিন্তু কিভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। আমি যে কিছু একটা বলতে ইতস্তত করছি সেটা গোধূলি আমার মুখ দেখে বুঝতে পারলো । তাই ও বললো , ‘ কিছু বলবে ? ‚

আমি সাহস করে বলেই ফেললাম , “ হ্যাঁ , মানে , ওই গোলাপ নিয়ে আর কি। „

“ গোধূলি হয়তো বুঝতে পেরেছিল যে আমি কি বলতে চাইছি ।  সেটা ওর মুখ দেখেই বুঝছিলাম , তাই যা বলার তা কোন সংকোচ না করে বললাম , “ খারাপ ভেবো না । তুমি খুব সুন্দর দেখতে। আমার থেকেও ভালো ছেলে তুমি পাবে। আমি তোমাকে ছোট করছি না। আসলে আমি অন্য একজনকে ভালোবাসি। সেও আমায় ভালোবাসে , কিন্তু এখন কথা বন্ধ আছে । খারাপ ভেবো না প্লিজ ! „

গোধূলির মুখ দেখে বুঝলাম যে সে ঠিক আন্দাজ করেছিল আর আমার কথায় তার কোন দুঃখ হলো না সেটাও বুঝলাম। ও বললো , ‘ এতে এতো সংকোচের কি আছে ! সেই মেয়ের নামটা জানতে পারি কি ! ,

“ হ্যাঁ নিশ্চয়ই । ওর নাম সুচিত্রা ....

আমার কথা শেষ করার আগেই ও বললো , ‘ সুচিত্রা তালুকদার ! আমাদের অফিসের ? ,

“ হ্যাঁ , ওই । „

‘ আসলে আমারও তোমাকে কিছু বলার ছিল। ‚ বিনা সংকোচে ও বললো , ‘ আসলে তোমার প্রতি আমার এখনও কোন ফিলিংস জন্মায়নি। হয়তো ভবিষ্যতে জন্মাতো কারন তোমাকে ভালো লাগতে শুরু করেছিলাম। আর ভালো লাগা কখন ভালোবাসায় বদলে যায় সেটা বোঝা যায় না। ,

আমি না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না , “ তাহলে গোলাপ ? „

“ আমি আমার বাপির কথাতে তোমায় গোলাপ দিয়েছি । বাপি চায় আমি তোমার সাথে রিলেশনে যাই ....
[Image: 20220401-214720.png]
[+] 7 users Like Bichitro's post
Like Reply
এতোটা শোনার পরেই সুচি রেগে গেলো। ওই সঞ্জয় নামক লোকটার উপর তো ওর ছোটবেলা থেকে রাগ। সঞ্জয়ের জন্যেই দিম্মার মাথা নিচু হয়ে ছিল। তাতে সুচির হাত ছিল এটা সত্য। কিন্তু সুচি যা করেছিল তা ওই সঞ্জয়ের কীর্তিকলাপের জন্যেই। তাই আকাশের কথার মাঝে সে বিরক্ত হয়ে বললো , “ থাক । আর শুনতে চাই না । „

আকাশ বুঝতে পারলো না কিছু , “ কি হলো ? „

“ কিছু না । ছাড়। „ বলে আকাশের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে ঘরের বাইরে আসতেই সে আকাশের মায়ের মুখোমুখি হয়ে গেল। ‘ কাকি এখন তার হবু শাশুড়ি। , এটা মাথাতে আসতেই লজ্জায় সুচির গাল লাল হয়ে উঠলো। দৌড়ে ফ্ল্যাটের বাইরে চলে এলো।

সুচিকে ওইভাবে লজ্জা পেয়ে চলে যেতে দেখে স্নেহা দেবী বললেন “ বোকা মেয়ে একটা। „ কথাটা আকাশের বাবা ছাড়া আর কেউ শুনতে পেল না। তিনি তখন ব্রেকফাস্ট শেষ করে সবে উঠেছেন।

ঘরের বাইরে যেতেই সুচি ভাবলো , ‘ আকাশ যে মিথ্যা বলছে না সেটা নিশ্চিত । কিন্তু আরও নিশ্চিত হতে হবে তাকে। কাকে জিজ্ঞাসা করা যায় ভাবতেই মাথাতে এলো নিজের মায়ের কথা। ,

এটা ভেবেই নিজের ফ্ল্যাটে ঢুকে সুচি দেখলো যে তার মা বাবার খাওয়া এঁটো থালা ধুচ্ছে। সে পিছন থেকে গিয়ে মাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললো , “ মা । „

সুচির মা প্রথমে চমকে গেছিলেন। কতদিন পর তার মেয়ে তাকে এইভাবে জড়িয়ে ধরলো। সুচির “ মা „ ডাকে যে একটা জিজ্ঞাসা আছে সেটা বুঝতে পেরে তিনি জিজ্ঞাসা করলেন , “ কি ? „

সুচি ভীষণ লজ্জা পেতে লাগলো , “ কালকে তোমরা গেছিলে ? „

সুচির মা বুঝতে পারলেন যে মেয়ে কি জিজ্ঞাসা করছে। কিন্তু তিনি মেয়ের সাথে এতোদিন পর মজা করার সুযোগ হাতছাড়া করতে রাজি হলেন না। তাই তিনি অবুঝের মতো জিজ্ঞাসা করলেন , “ কোথায় ? „

কথাটা বলতে গিয়ে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা হলো সুচির , “ আকাশের মা বাবার কাছে । „

“ হ্যাঁ গেছিলাম । কিন্তু কেন জিজ্ঞাসা করছিস সেটা তো বল ? „

এতোটা শোনাই যথেষ্ট  , “ না , কিছু না ।  „ বলে সুচি চলে যেতে চাইলো। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। নিজের মা কে কিভাবে জিজ্ঞাসা করবে যে , ‘ তোমরা কি আমার বিয়ের কথা বলতে গিয়েছিলে ? ,  

সুচির চলে যাওয়া দেখে সুচেতা দেবী বুঝলেন যে তার মেয়ে লজ্জা পেয়েছে। তাই তিনি সুচির হাত ধরে আঁটকালেন। সুচি তার দিকে ফিরলে তিনি সুচির কপালে একটা চুমু খেয়ে বললেন , “ ওরা রাজি হয়ে গেছে তোর বিয়ের জন্য। আজকে পুরোহিত আসবে তারিখ ঠিক করতে। „

সুচি আর থাকতে পারলো না। দৌড়ে নিজের ঘরে এসে খাটের উপর প্রায় আছড়ে পড়ে বালিশে মুখ গুঁজে পড়ে রইলো। তারপর বিছানার এদিক ওদিক করতে করতে লাগলো । নিজে থেকেই হেসে উঠে লজ্জা পেতে লাগলো।

হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। কাল রাত পর্যন্ত তার জীবনে এক অমাবস্যার অন্ধকার গ্রাস করে ছিল। আজকে নতুন সূর্য উঠে তার জীবনের প্রতিটা কোনায় আলোর রশ্মি ছড়িয়ে দিল। একে এক সব কথা মনে করতে শুরু করলো সে। আকাশকে দিদির বোঝানো। তারপর কথা বন্ধ করে দেওয়া। কলেজের ফাংশনে গিয়ে পলাশের সাথে পরিচয়। তারপর গোধূলির আকাশকে গোলাপ দেওয়া। তাই রেগে গিয়ে পলাশের সাথে ডেটে যাওয়া। তারপর তো ....

আর ভাবতে পারলো না সুচি। পলাশের উপর রাগে মুখটা বজ্রের মতো শক্ত হয়ে উঠলো। আর সাথে আকাশের উপরও খুব রাগ হলো। কেন সে গোলাপটা নিতে গেল ? ওই জন্যেই তো সে পলাশের সাথে ডেটে গেছিল। এমনকি এক মূহুর্তের জন্য বিছানায় যেতে ...

ভাবতেই রাগ আরও বেড়ে গেল । সব হয়েছে আকাশের জন্য । গোলাপটা না নিতেই পারতো। সে আকাশকে একটা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। , ‘ ওকে শাস্তি দিতে হবে। কি দেওয়া যায় ? কি দেওয়া যায় ? হ্যাঁ... ও গোলাপ নিয়েছিল। আজকে আমাকে গোলাপ দিয়েই প্রোপজ করতে হবে। তাও অফিসের সবার সামনে। ,

এটা ভাবতেই সঙ্গে সঙ্গে আকাশকে ফোন করতে গেল । এতদিন ধরে আকাশকে ফোন না করার জন্য কললিস্টের একদম নিচে আকাশের নাম্বার চলে গেছে । কললিস্টে খোঁজার পর ডাইরেক্ট কনটেক্ট লিস্ট গিয়ে প্রথমেই আকাশের নাম্বার দেখতে পেল। আকাশের নাম A দিয়ে শুরু হওয়ায় ওর নাম্বারটাই প্রথমে আছে।

আকাশ তখন জামা আর ফুল প্যান্ট খুলে স্নানে যাওয়ার তোড়জোড় করছে। ফোন বেজে উঠতেই ফোনটা হাতে নিয়ে সে সুচির নামটা দেখতে পেলো। ফোনটা তুলে কলটা রিসিভ করে জিজ্ঞাসা করলো , “ বল। „

সুচি সরসরি বললো , “ তোকে আজ আমাকে প্রোপজ করতে হবে । „

আকাশ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না , “ মানে ? „

“ মানে টানে কিছু জানি না । তুই ওই মেয়েটার কাছ থেকে গোলাপ নিয়েছিলি , তাই এটা তোর শাস্তি। আজ তুই আমাকে প্রোপজ করবি। তাও আবার অফিসের সবার সামনে। „

আকাশ বুঝতে পারলো না যে এখন প্রোপজের কি দরকার ? বাবা মা জেঠা জেঠি সবাই তো বিয়ের জন্য রাজি। তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, “ এটার আবার কি দরকার ? সবাই তো রাজি হয়ে গেছে । „

“ রাজি হলে হলো। তুই প্রোপজ করবি। ব্যাস। „ বলে ফোনটা কেটে দিয়ে সুচি আবার বিছানার এপাশ ওপাশ করতে লাগলো । কিছুক্ষণ পর অফিস যেতে হবে এটা মাথাতে আসতেই সে স্নানে চলে গেল ।

এদিকে আকাশ ফোনটা হাতে নিয়েই খাটের উপর ধপ করে বসে পড়লো। এ কেমন মেয়ে ? এতদিন পর যখন সবকিছু ঠিকঠাক চলছে তখন প্রোপজের কি দরকার ? সবাইকে কি জানাতে চায় যে আমাদের বিয়ে হচ্ছে ? শুধু একটা গোলাপ নিয়েছি বলে এতো বড়ো একটা শাস্তি দেবে ? গোলাপ নেওয়ার কারন তো বলেছি। তবে এইসবের কি দরকার ?

এইসব ভাবতে ভাবতে প্রোপজ করতেই হবে , এছাড়া আর কোন রাস্তা নেই। সেটা আকাশ বুঝতে পারলো। তাই সে প্রোপজ করার পদ্ধতি ভাবতে লাগলো , ‘ প্রোপজ করার জন্য কি বলবো ? প্রথমে একটা গোলাপ ফুলের তোড়া কিংবা আংটি হাতে নিয়ে একটা হাটু ভেঙে মাটিতে রেখে বলতে হবে.... কি বলতে হবে ? প্রথমে আংটি দরকার। ,

“ হ্যাঁ , ওই আংটি। মনে পড়েছে ।  „ বলে ড্রয়ার থেকে সেই মেলায় কেনা আংটিটা বার করলো। আংটি হাতে নিয়ে কতো কিছু ভাবতে শুরু করলো সে। তারপর খালি গায়ে কি বলে প্রোপজ করবে । সেটাই লিখতে বসলো।

এদিকে আকাশের বাবা খেয়ে দেয়ে অফিসের ব্যাগ গুছিয়ে নিয়ে এসে আকাশের ঘরে উকি মেরে দেখলেন যে আকাশ খালি গায়ে হাফপ্যান্ট পড়ে কিছু একটা লিখতে ব্যাস্ত , “ অফিস যাবি না ? „

আকাশ খাতার পাতা থেকে মুখ না তুলেই বললো , “ আমি বাইকে যাবো। তুমি চলে যাও গাড়ি নিয়ে । „

ছেলের কথা শুনে তিনি সিড়ি ভেঙে নিচে নেমে এলেন। জাগুয়ারটা নিচেই পার্ক করা আছে। তাতে চড়ে বসে স্টার্ট দিয়ে সোসাইটির বাইরে চলে এলেন। কিছুদূর আসতেই দেখতে পেলেন সুচির বাবা প্রায় দৌড়ে দৌড়ে চিন্তিত মুখে একটা গলি থেকে বার হচ্ছে । কাঁধে তার অফিস ব্যাগ আর টিফিন কৌটো। তিনি গাড়িটা সুচির বাবার সামনে থামিয়ে , মুখটা কচ্ছপের মতো জানালা থেকে বার করে জিজ্ঞাসা করলেন , “ এখন কোথায় গেছিলি ? „

আকাশের বাবাকে দেখে সুচির বাবার মুখটা উজ্জ্বল হয়ে উঠলো। এতক্ষণ যে চিন্তার ছাপ তার মুখে ছিল সেটা হাওয়ায় মিলিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে গাড়ির সামনে দিয়ে ঘুরে গিয়ে , সামনের সিটের দরজা খুলে আকাশের বাবার পাশে বসে পড়লেন। তারপর গলার স্বরে চরম ব্যাস্ততা ফুটিয়ে তুলে বললেন , “ চল , চালা । আজ ড্রপ করে দে আমায় । না হলে দেরি হয়ে যাবে। „

আকাশের বাবা গাড়ি চালিয়ে দিয়ে বললেন , “ কোথায় গেছিলি সেটা এখনও বললি না । „

“ রাধানাথদার কাছে। আজ সন্ধ্যায় আসতে বলেছি বিয়ের দিনখন ঠিক করার জন্য। „

কালকে পাকাপাকি কথা হলো আর আজকেই পুরহিত ডাকাও হয়ে গেল। এতো তাড়া দেখে আকাশের বাবা হেসে জিজ্ঞাসা করলেন , “ এতোক্ষণ কি করছিলি ? „

“ আর বলিস না । গেছিলাম প্রায় আধঘন্টা আগে। গিয়ে বসতেই চা খেতে দিল। তারপর শুরু করলো নিজের দুঃখের কাহিনী। ওর একমাত্র ছেলে পূজা করে না। তাই নিয়ে আধা ঘন্টা কথা বললো। আমিও আর উঠলাম না । বুড়ো হয়ে গেছে। কথা বলার লোক চাই। ভাবছিলাম আজ অফিস যেতে দেরি হয়ে যাবে। তোকে পেয়ে গেলাম । চিনিস তো আমার অফিসের রাস্তা ? „

আকাশের বাবা চুপচাপ সব শুনে বললেন , “ চিনি। হ্যাঁ বুড়ো হয়ে গেছেন । „ তারপর তিনি দেখলেন যে সুচির বাবা তার দিকে তাকিয়ে হাসছেন । সুচির বাবার হাসি দেখে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন , “ কি ? হাসছিস কেন ? „

ঠোঁটের কোনায় দুষ্টুমির হাসির রেখা ফুটিয়ে তুলে সুচির বাবা বললেন , “ তোর জুলফি। চুল। সাদা হতে শুরু করেছে। „

“ আমার চুলের রং না দেখে নিজের দেখ। তোর মাথাতে তো ফুটবল খেলা যাবে । কটা চুল আছে তা গুনে বলা যাবে। „

সুচির বাবা বললেন , “ সময় কতো তাড়াতাড়ি চলে গেল। „

কথাটা শুনে আকাশের বাবা গুম মেরে গেলেন। সময় কারোর জন্য থেমে থাকে না। একটা ভুল বোঝাবুঝি তাদের সবার জীবন থেকে কতগুলো বছর কেড়ে নিয়ে চলে গেল। কালো জাদু করেও সেই বছর গুলো ফিরিয়ে আনা যাবে না। সত্যি বলতে কি কেউ সেই বছর গুলো ফিরে পেতে চায় ও না। তাহলে যে আকাশ সুচির সুন্দর মিষ্টি ছোটবেলা টা তাদের থেকে কেড়ে নেওয়া হবে।

সুচি স্নান করে , খেয়ে দেয়ে , মেকআপ করে একটা জিন্স আর একটা সাদা শার্ট পড়ে আকাশকে ফোন করলো। আজ নিজের স্কুটিতে না গিয়ে আকাশের বাইকেই যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠলো।

আকাশ আধ ঘন্টা ধরে কিভাবে প্রোপজ করা যায় সেটা কাগজে লিখছিল । এর মাঝে বারকয়েক আকাশের মা এসে আকাশকে স্নানে যেতে বলায় সে বাধ্য হয়ে স্নান করে এসে , খেয়ে দেয়ে , জামা প্যান্ট পড়ে আবার লিখতে বসলো। বেশি বড়ো না আবার ছোটও না। কয়েক লাইনে কবিতার মতো কিছু একটা বলে প্রোপজ করতে হবে। বেশি লম্বা হলে সেটা বোরিং হয়ে যাবে। আবার ছোট হলে দায় সারা দেখাবে। তাই ছয় সাত লাইনের মধ্যে যা বলার তা বলতে হবে। আর এটা লিখতেই যে তাকে এতো কষ্ট করতে হবে সেটা সে ভাবে নি।

সুচির ফোন আসতে তার ধ্যান ভঙ্গ হলো। ফোনটা ধরে সে বললো , “ বল । „

সুচি --- কোথায় তুই ? অফিস চলে গেছিস নাকি ?

আকাশ --- না কেন ?

সুচি --- আজ তোর বাইকে যাবো তাই। বার হ তাড়াতাড়ি।

আকাশ --- আমার হয়ে গেছে। তুই নিচে দাড়া। আমি আসছি এক্ষুনি।

সুচি --- ঠিক আছে। বলে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে এলো।

আকাশও তড়িঘড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে নিচে নেমে এলো। সুচিকে দেখে বললো , “ আজ খুব সুন্দর দেখাচ্ছে তোকে । „

“ ও। অন্য দিন খারাপ দেখতে লাগে বুঝি । „

“ অন্য দিনের কথা জানি না। কিন্তু আজ তুই আমার হবু বউ। তাই একটু বেশিই সুন্দর লাগছে তোকে । „

সুচি দাঁতে দাঁত পিষে নিজের হাসি সংবরণ করলো। সাথে লজ্জা পেল সেটা তো বলার অপেক্ষা রাখে না। অনেক কষ্টে নিজেকে সামলে বললো , “ থাক । অনেক হয়েছে। প্রোপজ করার কথা মনে আছে তো ! „

“ হ্যাঁ । এইদেখ। „ বলে পকেট থেকে একটা ভাজ করা পৃষ্ঠা বার করে সুচিকে দেখালো।

সুচি বুঝতে পারলো যে সে লিখে এনেছে। তাই পৃষ্ঠাটা ছিড়ে ফেলার ইচ্ছা হলো। ‘ একবার প্রোপজ করবে আর হাবভাব যেন বাঘ শিকার করতে যাচ্ছে ! , কিন্তু নিজেকে সামলে পৃষ্ঠাটা নিজের পকেটে ঢুকিয়ে সে বললো , “ নিজে থেকে বলবি। কোন কাগজ দেখা চলবে না । „

আকাশ অবাক হয়ে রেগে গিয়ে বললো , “ ওটা আমিই লিখেছিলাম । „ এতো কষ্ট করে লেখা । এইভাবে জলে যাবে সবকিছু সেটা সে ভাবেনি।

“ হ্যাঁ , তুই নিজেই তো বলবি। যা মনে আছে তাই বলবি। কিন্তু ওখানে গিয়ে কোন কাগজ দেখা চলবে না। চল , চল , কথা বাড়াস না। দেরি হয়ে যাবে। „

আকাশ পরাজয় স্বীকার করে বাইকে উঠে , মাথায় হেলমেট গলিয়ে চাবি ঘুরিয়ে দিল। সুচি বাইকে উঠে আকাশকে জড়িয়ে ধরতেই আকাশ আস্তে করে ক্লাচ ছেড়ে দিল।

সুচির নতুন স্কুটি বোবা হয়ে দেখতে লাগলো কিভাবে তার মালকিন ওই ছেলেটার বাইকে উঠে , ছেলেটাকে জড়িয়ে ধরে , তাকে একা ফেলে দিয়ে চলে গেল।

কিছুদূর যাওয়ার আকাশ অফিস যাওয়ার রাস্তা না ধরে আর একটা রাস্তা ধরলো। সেটা দেখে সুচি জিজ্ঞাসা করলো , “ কোথায় যাচ্ছিস ? অফিস তো উল্টো দিকে। „

“ হ্যাঁ জানি। আগে একটা জায়গায় যাবো। „

“ কোথায় ? „

“ গেলেই বুঝবি । „

সুচি চুপ মেরে গেল। কিন্তু কৌতুহল আরও বেড়ে গেল। কিছুক্ষণ পর একটা দোকানের সামনে থামতেই সুচি দেখলো যে সেটা একটা গয়নার দোকান। উপরে বড়ো বড়ো অক্ষরে বাংলায় লেখা “  গীতাঞ্জলি জুয়েলার্স। „ আকাশ রাস্তার এক ধারে বাইক পার্ক করতেই সুচি নেমে গেল। আকাশও চাবি খুলে বাইক থেকে নেমে গেল। আকাশ নামতেই সুচি জিজ্ঞাসা করলো , “ এখানে কি ? „

“ চল না। „ বলে দরজা ঢেলে ভিতরে ঢুকে গেল।

সঙ্গে সঙ্গে একজন নমস্কার করে অভ্যর্থনা জানালো। তারপর একটা কাউন্টারে গিয়ে আকাশ এক শাড়ি পরিহিত মহিলাকে বললো , “ আংটি দেখান । „

তারপর মহিলা আকাশকে জিজ্ঞাসা করে তার পছন্দ জানতে চাইলে আকাশ সুচির দিকে ফিরে জিজ্ঞাসা করলো , “ তোর কেমন পছন্দ ? „

সুচি অবাক হয়ে থতমত খেয়ে বললো , “ আমার । „

“ তোর জন্যেই তো কিনছি । আর হ্যাঁ ..... বলে পকেট থেকে সেই  মেলায় কিনে দেওয়া আংটিটা বার করে , সুচির দিকে এগিয়ে দিয়ে বললো , “ একটা নতুন কিনে দিবি। এটা আর পড়া যায় না। ছোট হয়ে গেছে। „

আংটিটা দেখে এবং চিনতে পেরে সুচির চোখে জল চলে এলো। এটা সেই আংটি যেটা মেলায় সে আকাশকে পছন্দ করে দিয়েছিল। সেই আংটিটা এখনও আকাশ সামলে সযত্নে রেখে দিয়েছে দেখে সুচির একটা আলাদা ভালোলাগা পেয়ে বসলো। এরকম অনুভূতি কতো বছর ধরে হয়নি সেটা সুচি গোনেনি। আগে যখন আকাশ তার জন্মদিনে কিছু একটা কিনে দিতো তখন এইরকম অনুভূতি হতো। আর আজকে হচ্ছে। নতুন করে জীবনের মিষ্টি সৌন্দর্য উপভোগ করতে শুরু করলো সুচি।

মনে হচ্ছে যেন এখানেই আকাশকে জড়িয়ে ধরে কেঁদে নিতে। কিন্তু আর না। নিজের অনুভূতি গুলো নিজেকেই নিয়ন্ত্রণে রাখতে হবে। এইসব অনুভূতি গুলোর অত্যাধিক বা বাঁধন ছাড়া বহিঃপ্রকাশ-ই তার জীবনের সর্বনাশের কারন হয়েছে এটা সুচির কাছে স্পষ্ট। তাই চোখের কোনায় লেগে থাকা জল মুছে নিয়ে আকাশের বাড়িয়ে দেওয়া আংটিটা নিয়ে নিল। তারপর মনে মনে বললো , ‘ হ্যাঁ। নিজের টাকায় তোকে এর থেকেও সুন্দর আসল সোনার আংটি কিনে দেবো। ‚ তারপর কাউন্টারের মহিলার উদ্দেশ্যে বললো , “ বেশি মোটা না। হাল্কা সরু। „ তারপর নিচের বাক্সের বিভিন্ন আংটির মধ্যে থেকে একটা আংটি দেখিয়ে বললো , “ এরকম । „

আকাশ জিজ্ঞাসা করলো , “ এটা তোর পছন্দ ? „

“ হ্যাঁ , এটা খুব সুন্দর দেখাচ্ছে। „

আকাশ একবার আংটিটা দেখলো। সরু আর মাথায় একটা ছোট ফুলের মতো ডিজাইন। তাতে চারটে ফুলের পাপড়িও আছে। আংটি দেখে কাউন্টারের মহিলাকে জিজ্ঞাসা করলো , “ কত দাম ? „

মহিলা বললো , “ এটার দাম স্যার আজকের মার্কেট অনুযায়ী বারো হাজার পাঁচশো নিরানব্বই । আজকে পঞ্চাশ টাকা কমে গেছে। তাই আপনারা খুব সস্তায় পেয়ে যাচ্ছেন . ....

মহিলার কথার মাঝে আকাশ বললো , “ ওকে। একবার এর আঙুলের সাইজে হচ্ছে কি না দেখে নিন । „

সুচি অশ্রুসিক্ত নয়নে আঙুল বাড়িয়ে দিলে মহিলা তার অনামিকাতে আংটি পড়াতে চেষ্টা করলো। প্রথম চেষ্টাতেই ঢুকে গেল। পুরো পার্ফেক্ট সাইজ।

আকাশ বললো , “ তাহলে দিয়ে দিন। „

আংটি কিনে চেক-এ পেমেন্ট করে দিল সে। তারপর বাইরে বার হয়ে জিজ্ঞাসা করলো , “ কাঁদছিলি কেন ? „

“ কিছু না । তুই বুঝবি না। „

আকাশ কিছুক্ষণ উদাসীন দৃষ্টিতে সুচির দিকে তাকিয়ে থেকে বাইকে উঠে পড়লো। এই মেয়েটার সাথে ছোটবেলা থেকে একসাথে আছে। তবুও এই মেয়েটার মন সে বুঝতে পারলো না। আর কখনো বুঝতে পারবে কি না সেটাই সন্দেহ।

মাথায় হেলমেট গলানোর আগে সুচির নরম কোমল ঠোঁটের স্পর্শ নিজের গালে অনুভব করলো। পিছনে ঘুরে তাকানোর আগে সুচি তাকে জড়িয়ে ধরে বললো , “ চল। অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। „

“ সে তো এমনিতেও হয়েছে। „ বলে হেসে নিয়ে বাইক চালিয়ে দিল। বাইক কেনার পর আজ প্রথম সুচি ওকে জড়িয়ে ধরে বসেছে। আর কোন বাধা নেই ওদের মধ্যে । এখন সুচি আকাশের।  আকাশ সুচির। আকাশ নিজের পিঠে সুচির কোমল শরীরের ছোঁয়া নিয়ে বাইকের গতি বাড়িয়ে দিয়ে অফিসের দিকে চললো।

মাঝ রাস্তা পর্যন্ত গিয়ে সুচি আকাশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো , “ তুই কাকার ছেলে । এটা কি তোর যোগ্যতা ? নাকি তোর কলেজের MBA ডিগ্রিটা তোর যোগ্যতা ? কোনটাকে তুই নিজের যোগ্যতা বলে মনে করিস ? „
[Image: 20220401-214720.png]
[+] 12 users Like Bichitro's post
Like Reply
অযাচিতভাবে বেশ কিছু জায়গায় এর অন্তর্ভুক্তি এবং নিষ্ক্রমণ ছাড়া আজকের পর্বটি খুব ভালো হয়েছে।  clps  পুরো পর্ব জুড়েই ছিলো সেই দীর্ঘ আকাঙ্ক্ষিত বিয়ের খবরে আনন্দিত এবং আহ্লাদীত‌ হয়ে আকাশ আর সুচিত্রার কথোপকথন এবং কিছুটা খুনসুটি। 

দু'জনকেই অগ্রিম শুভ বিবাহের শুভেচ্ছা congrats 

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(27-12-2021, 10:12 AM)Bumba_1 Wrote: অযাচিতভাবে বেশ কিছু জায়গায় এর অন্তর্ভুক্তি এবং নিষ্ক্রমণ ছাড়া আজকের পর্বটি খুব ভালো হয়েছে।  clps  পুরো পর্ব জুড়েই ছিলো সেই দীর্ঘ আকাঙ্ক্ষিত বিয়ের খবরে আনন্দিত এবং আহ্লাদীত‌ হয়ে আকাশ আর সুচিত্রার কথোপকথন এবং কিছুটা খুনসুটি। 

দু'জনকেই অগ্রিম শুভ বিবাহের শুভেচ্ছা congrats 

ভুতেদের চন্দ্রবিন্দু ( ) আধিক্য থাকেই... এ ব্যাপারে কিছু বলবো না  Tongue

পরের আপডেটে চমক অপেক্ষা করছে  banana happy banana 

কেমন কাটছে বছরের শেষ দিনগুলো ?  Shy

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
আজকের পর্বের শুরুতে যেন কমেন্ট্রি চলছে মনে হলো -

এ এদিক থেকে ছুট্টে এই ঘরে ঢুকছে, ওদিক থেকে কেউ তাকে ফলো করে পেছনে আসছে, আরেকদিকে কেউ একজনকে ঢুকতে দেখে তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, আরেকজন নতুন প্লেয়ার তৃতীয় চরিত্রকে এগিয়ে যেতে দেখে নিজেও তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, ওদিকে দ্বিতীয় প্লেয়ার প্রথম প্লেয়ারকে ফলো করে আসতে গিয়েও নতুন প্লেয়ারের তোয়ালে জড়ানো রূপ দেখে আবার ব্যাক করে ফিরে যাচ্ছে Big Grin

তবে বেশ হালকার ওপর ভালো... কিন্তু এদের ছেলেমানুষি এবার চোখে লাগছে, একবার মনে হয় দুজনেই বড়ো হয়ে গেছে, আবার মনে হয় না না..... এরা এখনো কলেজের ওই ফিল্মি ন্যাকা মার্কা ছাত্র ছাত্রী.... বড়োলোকের বেটা বেটি. অফিসে সবার সামনে প্রপোজ!! ইটা আবার কি গো বাবু.... ইক্কেবারে বাড়াবাড়ি হই গিলো বটে  Big Grin

নানা ইয়ার্কি মারলাম... বেশ ভালো লাগলো ❤
[+] 2 users Like Baban's post
Like Reply
ভালোবাসার মূল্য কত, আমি কিছু জানিনা
এ জীবন তুললো কি তার আমি সে তো বুঝিনা
আমি না জেনে না বুঝে, নিলাম তোমার মন
পরে বেশি দাম চেয়ো না..... https://www.youtube.com/watch?v=z_v7Zi5Y7Fo

ভালোই লাগলো দুজনের মধ্যে কিছু হালকা মিষ্টি অভিমান ভালোবাসা। সবার সামনে এখন আকাশ কিভাবে প্রপোজটা করবে সেটাই ভাবছি, এতে অবশ্য আকাশের কিছুটা হলেও নিজের প্রতি বিশ্বাস আর সুচির প্রতি নিজের অধিকারটা বুঝতে পারবে।
[+] 1 user Likes a-man's post
Like Reply
সুচিকে একটু immature মনে হলো এরকম একটা সিচুয়েশনে।
মোটের উপর ভালই লেগেছে। তবে অন্যদিনের মতো আজকের আপডেটে সেই ম্যাজিকটা missing ছিল।পরের পর্বে আরো ভালো কিছু আশা করি।
by the way, ওটা কচুরি আর কড়াইশুটির আলুর দম না লিখে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম লিখলে ব্যাপারটা মনে হয় আরো ভালো হতো  Big Grin

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
(27-12-2021, 12:15 PM)Baban Wrote: আজকের পর্বের শুরুতে যেন কমেন্ট্রি চলছে মনে হলো -

এ এদিক থেকে ছুট্টে এই ঘরে ঢুকছে, ওদিক থেকে কেউ তাকে ফলো করে পেছনে আসছে, আরেকদিকে কেউ একজনকে ঢুকতে দেখে তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, আরেকজন নতুন প্লেয়ার তৃতীয় চরিত্রকে এগিয়ে যেতে দেখে নিজেও তাকে ফলো করে এগিয়ে যাচ্ছে, ওদিকে দ্বিতীয় প্লেয়ার প্রথম প্লেয়ারকে ফলো করে আসতে গিয়েও নতুন প্লেয়ারের তোয়ালে জড়ানো রূপ দেখে আবার ব্যাক করে ফিরে যাচ্ছে Big Grin

তবে বেশ হালকার ওপর ভালো... কিন্তু এদের ছেলেমানুষি এবার চোখে লাগছে, একবার মনে হয় দুজনেই বড়ো হয়ে গেছে, আবার মনে হয় না না..... এরা এখনো কলেজের ওই ফিল্মি ন্যাকা মার্কা ছাত্র ছাত্রী.... বড়োলোকের বেটা বেটি. অফিসে সবার সামনে প্রপোজ!! ইটা আবার কি গো বাবু.... ইক্কেবারে বাড়াবাড়ি হই গিলো বটে  Big Grin

নানা ইয়ার্কি মারলাম... বেশ ভালো লাগলো ❤

অফিসের সবার সামনে প্রোপজ.... সবার সামনে  Big Grin Tongue Big Grin 

পরের আপডেটে হয়তো ষষ্ঠ পর্ব শেষ করে দেবো। আশা করছি ওটা খুব ভালো লাগবে। Heart 

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
(27-12-2021, 12:46 PM)a-man Wrote: ভালোবাসার মূল্য কত, আমি কিছু জানিনা
এ জীবন তুললো কি তার আমি সে তো বুঝিনা
আমি না জেনে না বুঝে, নিলাম তোমার মন
পরে বেশি দাম চেয়ো না.....  https://www.youtube.com/watch?v=z_v7Zi5Y7Fo

ভালোই লাগলো দুজনের মধ্যে কিছু হালকা মিষ্টি অভিমান ভালোবাসা। সবার সামনে এখন আকাশ কিভাবে প্রপোজটা করবে সেটাই ভাবছি, এতে অবশ্য আকাশের কিছুটা হলেও নিজের প্রতি বিশ্বাস আর সুচির প্রতি নিজের অধিকারটা বুঝতে পারবে।

কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে আপনার খুব ভালো লাগছে Shy .... পরবর্তী আপডেট আরও ভালো লাগতে পারে  Heart 

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
(27-12-2021, 01:07 PM)Sanjay Sen Wrote: সুচিকে একটু immature মনে হলো এরকম একটা সিচুয়েশনে।
মোটের উপর ভালই লেগেছে। তবে অন্যদিনের মতো আজকের আপডেটে সেই ম্যাজিকটা missing ছিল।পরের পর্বে আরো ভালো কিছু আশা করি।
by the way, ওটা কচুরি আর কড়াইশুটির আলুর দম না লিখে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম লিখলে ব্যাপারটা মনে হয় আরো ভালো হতো  Big Grin

এরকম একটা সিচুয়েশন বলতে কোন সিচুয়েশন এর কথা বলছেন?  Shy

ম্যাজিক পরের আপডেটের জন্য বাঁচিয়ে রেখেছি.... আমার কিন্তু কড়াইশুটির আলুর দম ব্যাপক লাগে  Tongue Big Grin  

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
কি যে ভালো লাগল পড়ে Smile Smile :D
[+] 1 user Likes The Boy's post
Like Reply
(27-12-2021, 01:18 PM)The Boy Wrote: কি যে ভালো লাগল পড়ে Smile Smile :D

এইটুকু তে পেট ভরলো না  Tongue 

❤❤❤
[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes Bichitro's post
Like Reply
besh laglo....suchi mature hote try korche......Sanjay da thik bolechen kadaisuti r kachuri r alu r dum r taste e alada......suchi k but polash r gaurav episode duto akash r kache confess korte hobe.......4-5 year dhore dujon katha boleni..... waiting for next ones
[+] 1 user Likes raja05's post
Like Reply
(27-12-2021, 01:17 PM)Bichitravirya Wrote: এরকম একটা সিচুয়েশন বলতে কোন সিচুয়েশন এর কথা বলছেন?  Shy

ম্যাজিক পরের আপডেটের জন্য বাঁচিয়ে রেখেছি.... আমার কিন্তু কড়াইশুটির আলুর দম ব্যাপক লাগে  Tongue Big Grin  

❤❤❤

acha bujhl tomar bhalo lage bole likhe dile....tobe kono problem nei......last line ta besh laglo....akash ki ans setai dakhar
[+] 1 user Likes raja05's post
Like Reply
(27-12-2021, 01:17 PM)Bichitravirya Wrote: এরকম একটা সিচুয়েশন বলতে কোন সিচুয়েশন এর কথা বলছেন?  Shy

ম্যাজিক পরের আপডেটের জন্য বাঁচিয়ে রেখেছি.... আমার কিন্তু কড়াইশুটির আলুর দম ব্যাপক লাগে  Tongue Big Grin  

❤❤❤

যেখানে মেয়েটা এত বছর ধরে দুই পরিবারের রেষারেষির জন্য বিয়েটা সম্ভব নয় এটা ভেবে নিজের ভালোবাসাকে বুকের মধ্যে আঁকড়ে রেখে সবার সঙ্গে বিশেষ করে আকাশ এবং তার পরিবারের সঙ্গে একটা দায়সারা হাবভাব দেখিয়ে নিতান্তই বড়দের মতো behave করছিল। এমনকি বাড়ি ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল। সেই মেয়েটাই হঠাৎ করে বিয়ের খবর পেয়ে এরকম বাচ্চাদের মতো ব্যবহার করছে - সেটাই বলতে চেয়েছি।
যাইহোক, মোটের উপর ভালোই লেগেছে।

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

Like Reply




Users browsing this thread: 342 Guest(s)