Thread Rating:
  • 75 Vote(s) - 3.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)
(30-08-2021, 03:39 PM)Bumba_1 Wrote:
[Image: IMG-20210830-152435-487.jpg]

বন্যেরা বনে সুন্দর

আসছে আগামীকাল

আপনি কি চিতা কিংবা শেয়াল পুষে ছিলেন ?  Smile

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(30-08-2021, 04:26 PM)Bichitravirya Wrote: আপনি কি চিতা কিংবা শেয়াল পুষে ছিলেন ?  Smile

❤❤❤

সব গল্পের সঙ্গেই যে আমি জড়িয়ে থাকবো তার কোনো মানে নেই। যেমন আগের গল্পে আমি ছিলাম না।  Smile  
Like Reply
আমার যে শর্ট স্টোরির থ্রেড মানে - কিছু কথা ছিল মনে তাতে যেসব গল্প আছে তা বাস্তব অবাস্তব মিলিয়ে দুধরণেরই. আমার মনের কথা গুলোই ওই থ্রেডে গল্পের আকারে ছাড়ি. কিন্তু তোমার এই সব গল্প সরাসরি তোমার সাথে যুক্ত আবার নয়ও... তাই ভাবছিলাম গল্পগুচ্ছ নামটার পরিবর্তে - গল্প হলেও সত্যি নামটা বেশি যোগ্য. হ্যা আমি জানি এই নামে একটা গল্প এই ফোরামে আছে কিন্তু মনে হলো তাই বললাম. আসলে এটাই যেন বেশি মানানসই ❤
Like Reply
(30-08-2021, 06:13 PM)Baban Wrote: আমার যে শর্ট স্টোরির থ্রেড মানে - কিছু কথা ছিল মনে তাতে যেসব গল্প আছে তা বাস্তব অবাস্তব মিলিয়ে দুধরণেরই. আমার মনের কথা গুলোই ওই থ্রেডে গল্পের আকারে ছাড়ি. কিন্তু তোমার এই সব গল্প সরাসরি তোমার সাথে যুক্ত আবার নয়ও... তাই ভাবছিলাম গল্পগুচ্ছ নামটার পরিবর্তে - গল্প হলেও সত্যি নামটা বেশি যোগ্য. হ্যা আমি জানি এই নামে একটা গল্প এই ফোরামে আছে কিন্তু মনে হলো তাই বললাম. আসলে এটাই যেন বেশি মানানসই ❤

আসলে এই থ্রেডেই গল্প হলেও সত্যি নামের একটি গল্প আছে .. তাই আর দেওয়া সম্ভব নয়।

তাছাড়া এই থ্রেডটির নাম গল্পগুচ্ছ - কিছু অজানা কথা। অর্থাৎ এখানে এমন কিছু কথা বা ছোটগল্প লেখা হয়েছে/হবে যার সঙ্গে আমি যুক্ত থাকি বা না থাকি সেগুলো তো actually সবার কাছে অজানাই।

তবে তোমার কথা অনুযায়ী গল্প হলেও সত্যি নামটা একদম appropriate ..
[+] 3 users Like Bumba_1's post
Like Reply
non-erotic হলেও এতদিন গল্পগুলি মনুষ্যজাতির মধ্যে সীমাবদ্ধ ছিলো। এবার দেখছি জন্তু জানোয়াররাও ঢুকে গেলো। let's see কেমন হয় ..

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

Like Reply
(30-08-2021, 06:52 PM)Sanjay Sen Wrote: non-erotic হলেও এতদিন গল্পগুলি মনুষ্যজাতির মধ্যে সীমাবদ্ধ ছিলো। এবার দেখছি জন্তু জানোয়াররাও ঢুকে গেলো। let's see কেমন হয় ..

কথাটা sarcastic ভঙ্গিমায় বলা হলো সেটা বেশ বুঝতে পারলাম সেন দা। 

যাই হোক, শুধু এটুকুই বলবো .. পড়ে দেখো, হয়তো ভালো লাগতেও পারে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
[Image: IMG-20210830-152435-487.jpg]

বন্যেরা বনে সুন্দর

লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা

মুখবন্ধ : একেবারে ছোটদের জন্য আমার এই গল্পটি একসময় লিখেছিলাম। এই থ্রেডে বিশেষ করে এই সাইটে হয়তো একেবারেই বেমানান এই গল্পটি। তবুও পোস্ট করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন পাঠক বন্ধুরা।

হর থেকে সংরক্ষিত বন বেশি দূর নয়। বনে থাকে নানা রকমের পশু .. বাঘ, হাতি, শিয়াল, হায়না, নেকড়ে আরো কতো রকমের পশু .. যেমন মাংসাশী পশু থাকে তেমনি আবার তৃণভোজী পশুও থাকে।

তবে মাংসাশী পশু গুলো ছোট ছোট তৃণভোজী পশুগুলোকে খেয়ে ফেলে, ওরা আবার গাছপালা খেতে পারে না। ফলে বনে অনেক সময় ওদের খাবার মতো পশুর আকাল পড়ে যায়। তাই অনেক সময় খাবারের সন্ধানে ওরা বেরিয়ে পড়ে এবং লোকালয়ে চলে আসে। আর তখনই হয় বিপত্তি .. হৈ হৈ রৈ রৈ ব্যাপার।

সেদিন এইরকমই একটা কাণ্ড ঘটে গেলো। আমাদের শহরে হঠাৎ করে একটা চিতাবাঘ খাবার খুঁজতে খুঁজতে বেরিয়ে পড়েছে বন থেকে। এধার ওধার খুঁজে ওর চোখে পড়লো একটা কুকুর।

কুকুরটি কি যেনো একটা খাচ্ছে .. বেশ হৃষ্টপুষ্ট, চকচকে চামড়া .. সঙ্গে সঙ্গে চিতাটার চোখ জ্বলজ্বল করে উঠলো .. মারলো এক লাফ। এক্কেবারে কুকুরটার সামনে।

কুকুরটিও কিছু একটা আন্দাজ করেছিলো, আসলে ওদের ঘ্রাণশক্তি তো ভীষণ প্রখর! চিতাটা কাছে পড়বার আগেই ও দিলো দৌড়। ছুটতে লাগলো প্রানপনে .  চিতাটাও ছুটতে লাগলো পেছন পেছন। ছুট ছুট .. কুকুরটাও ছুটছে চিতাও ছুটছে .. খানাখন্দ মাঠ-ঘাট পেরিয়ে ছুটছে দুজনে।

চিতা বাঘের সঙ্গে কি কুকুর দৌড়ে পারে! তবুও আত্মরক্ষা করার আপ্রান চেষ্টা। কুকুরটি ঢুকে পড়লো লোকালয়ের মধ্যে; চিতাটিও ঢুকলো। ভয় মানুষের প্রাণ উড়ে গেলো .. যে যার ঘরে ঢুকে পড়লো আর দরজায় খিল দিলো।

এদিকে কুকুরটার পথঘাট সবই চেনা। সে জানতো সামনে একটা কুয়ো আছে। কোনো দিকে না তাকিয়ে ও ঝাঁপ দিলো কুয়োতে .. পড়লো গিয়ে জলে ঝপাৎ করে। সঙ্গে সঙ্গে চিতাটাও দিলো ঝাঁপ .. পড়লো গিয়ে একেবারে কুকুরটির ঘাড়ের উপর। কুকুরটি তাল সামলাতে না পেরে জলে ডুবে যেতে লাগলো .. চিতাটা তার উপরেই ঝাপিয়ে পড়লো .. আঁচড়ে কামড়ে অস্থির করে তুললো কুকুরটাকে। চিতার আক্রমণে ক্ষতবিক্ষত হলো কুকুরের দেহটা .. কুয়োর জল লাল হয়ে উঠলো। কুকুরটি আস্তে আস্তে তলিয়ে গেলো কুয়োর জলের মধ্যে দিয়ে একেবারে নিচে পাতালে।

[Image: IMG-20210830-152452-973.jpg]

এদিকে কুকুরের পেছনে চিতাকে ছুটতে দেখে এলাকায় শোরগোল পড়ে গেছে .. তার উপরে দুটোই কুয়োতে পড়েছে জানতে পেরে শহরসুদ্ধ  মানুষ যেনো ভেঙে পড়েছে সেখানে দৃশ্যটি দেখবার জন্য .. কার আগে কে কুয়োতে ঝুঁকবে ভেবে পাচ্ছে না। কুয়োতে জল ছিলো বেশ খানিকটা নিচে, এলাকার মানুষ তা জানতো।

চিতাটা জলে পড়ে হাবুডুবু খাচ্ছে .. হর্ণ দিতে দিতে এসে পড়লো বনবিভাগের কর্মীরা, এলো পুলিশ বাহিনী .. ভিড় সরিয়ে তারা কুয়োর কাছে চলে এলো .. এবার শুরু হলো চিতা উদ্ধারের তোড়জোড়।

কিন্তু চিতা উদ্ধার হলেই তো হবে না .. চিতাবাঘ যা সাংঘাতিক প্রাণী .. সে উঠে যে কার ঘাড়ে পরবে কে জানে। তাই পুলিশ আগে সামলাতে লাগলো লোকজনকে .. সবাইকে সরিয়ে তবে তারা কুয়োর ধারে গেলো।

এদিকে চিতা এখন কুকুরের ভরসা ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর আশায় উপরের দিকে তাকিয়ে আছে। নিজের দেহটাকে জলের উপর ভাসিয়ে রেখে জুল-জুল করে তাকাচ্ছে। যদিও ওর চোখটা জ্বলছে .. তবুও তার ভাবখানা এমন যদি কেউ দয়া করে তাকে তুলে দেয়।

উদ্ধারের কাজ শুরু হলো .. কত রকমের ব্যবস্থা। প্রথমে জাল ফেলা হলো একটা .. চিতাকে জালে আটকানো হলো। কিন্তু তোলে কার সাধ্য .. কিছুটা জল তো সে খেয়েইছে .. দেহের ওজনও বেড়েছে স্বাভাবিক ভাবেই। খানিকটা উঠেই ঝপাৎ করে জাল ছিঁড়ে আবার জলে পড়ে গেলো চিতাটা। "গোঁ গোঁ" করে মাঝে মাঝেই আওয়াজ তুলছে চিতা। কুয়োর ফাঁকা বাতাসে গমগম করে উঠছে সে আওয়াজ। উপর থেকে ক্যামেরা নিয়ে ছবি তুলে নিচ্ছে ফটোগ্রাফারেরা।

বনবিভাগের কর্মীরাও আপ্রাণ চেষ্টা করছে চিতাকে তোলার জন্য। এবার তারা অন্য একটা উপায় বের করলো .. একটা ছোটখাটো গাছের গুঁড়ির দু'ধারে শক্ত করে দড়ি বেঁধে কুয়োয় নামিয়ে দিলো।

চিতাবাঘের তো দারুন বুদ্ধি .. ও বুঝে গেছে যে, সব আয়োজনই তাকে উপরে তোলবার জন্য .. মনে মনে হয়তো ভাবছে "একবার উঠতে পারলে হয়।"

গাছের গুঁড়িটা যেইনা জলে পড়া চিতাটা এক পলক দেখে নিয়ে সামনে দু'পা দিয়ে ঠিক মানুষের মতো করে গুঁড়িটাকে জাপ্টে ধরলো।‍ বনবিভাগের কর্মীরা খুব সাবধানে দড়িটা ধরে আস্তে করে তোলার চেষ্টা করছে। এতক্ষণ জলে থেকে তার দেহটা হয়েছে ভয়ানক ভারী। কিন্তু এবার আর চিতাটা পড়ে গেলো না, উপরে প্রায় দশ-বারোজন মিলে দড়িটাকে ধরে আছে শক্ত করে। চিতার অর্ধেক দেহ জলে, অর্ধেক গুঁড়িটাকে আঁকড়ে ধরে। উপর থেকে বনকর্মীরা একটু একটু করে টানার চেষ্টা করছে।

গাছের গুঁড়িটা একটুখানি উপরে উঠেছে মাত্র। চিতাটা পেছনের পা দুটো গুঁড়িতে রাখার চেষ্টা করলো। ব্যাস, চোখের পলক কারোর পড়তে পারলো না। চিতাবাঘটা সর্বশক্তি দিয়ে মারলো এক লাফ .. সোজা কুয়োর উপরে। ঠিক ঐ রকমই এক পলকে এক লাফে সোজা গিয়ে পড়লো রাস্তায়। সেখান থেকে গা ঝাড়া দিয়ে উঠে দৌড় দিলো বনের দিকে। দৌড় দৌড় .. শুধু যেন একটা হলদে কালো রেখা তীব্র গতিতে ছুটে যাচ্ছে।

সকলেই হতভম্ব, কেউ কিছু বোঝার আগেই সে একেবারে হাওয়া। তবে যতটুকু বুঝেছিলো কেউ কেউ .. তারা তো ছিটকে পড়েছে হুড়মুড় করে এ ওর ঘাড়ে।

ফটোগ্রাফারেরা চটপট তাদের ক্যামেরায় রেকর্ড করতে থাকেন লোকালয়ে এসে প্রাণভয়ে কেমন দৌড়াচ্ছে চিতাটা .. টিভিতে নিশ্চয়ই এটা দেখানো হবে।

এদিকে বনবিভাগের কর্মীরা আর কি করেন .. চিতা গেলো ফসকে .. আবার কুকুরের দেহটাও গেছে কুয়োর জলে তলিয়ে একেবারে নিচে। অগত্যা এবার কুকুরের দেহটাকেই তুলতে হবে।

বেচারা কুকুর চিতার থাবাও খেলো আবার জলে ডুবে মারাও গেলো।

[Image: Screenshot-20211223-144358-3.jpg]

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 7 users Like Bumba_1's post
Like Reply
মুখবন্ধ অনুযায়ী এই সাইটে গল্পটি সত্যিই বেমানান। কিন্তু আমি মনে করি ছোটদের জন্য লেখার কাজ সবথেকে কঠিন। এবং সেই কাজে তুমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছো।

গল্পটি সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমার হাতের আঁকার তো তুলনা নেই। তবে শেষে কুকুরটা বেঁচে গেলে খুশি হতাম।

[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
(31-08-2021, 04:08 PM)Sanjay Sen Wrote: মুখবন্ধ অনুযায়ী এই সাইটে গল্পটি সত্যিই বেমানান। কিন্তু আমি মনে করি ছোটদের জন্য লেখার কাজ সবথেকে কঠিন। এবং সেই কাজে তুমি খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছো।

গল্পটি সত্যিই খুব ভালো হয়েছে। আর তোমার হাতের আঁকার তো তুলনা নেই। তবে শেষে কুকুরটা বেঁচে গেলে খুশি হতাম।

তোমার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম আর কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুশি হতাম কিন্তু বাস্তব যে বড়ই কঠিন .. এইটুকুই বলবো।
Like Reply
তোমার এইনচিন্তাভাবনা যে আমার সাথে কিছুটা মেলে সেটা দেখে ভালো লাগল. আমিও যখন অচেনা অতিথি লিখেছিলাম সেটিও এই সাইটের জন্য বেমানান ছিল. কিন্তু তাও দিয়েছিলাম কারণ সব বড়োদের মধ্যেও আজও একটা বাচ্চা লুকিয়ে থাকে. ওই গল্পটা ছিল সেই বাচ্চাটার জন্য.
তোমার এই গল্পটাও তাদের জন্য. খাদ্য খাদকের সম্পর্ক নিয়ে বেশ সুন্দর লেখা এইটা. যদিও শেষে চাইছিলাম কুকুরটা বেঁচে যাক কিন্তু ঐযে বাস্তব আর সাথে বন্য নিয়ম মেনে চলা প্রাণীর ক্ষিদে... সব মিলিয়ে এটাই হয়তো হবার ছিল ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply
(31-08-2021, 04:46 PM)Baban Wrote: তোমার এইনচিন্তাভাবনা যে আমার সাথে কিছুটা মেলে সেটা দেখে ভালো লাগল. আমিও যখন অচেনা অতিথি লিখেছিলাম সেটিও এই সাইটের জন্য বেমানান ছিল. কিন্তু তাও দিয়েছিলাম কারণ সব বড়োদের মধ্যেও আজও একটা বাচ্চা লুকিয়ে থাকে. ওই গল্পটা ছিল সেই বাচ্চাটার জন্য.
তোমার এই গল্পটাও তাদের জন্য. খাদ্য খাদকের সম্পর্ক নিয়ে বেশ সুন্দর লেখা এইটা. যদিও শেষে চাইছিলাম কুকুরটা বেঁচে যাক কিন্তু ঐযে বাস্তব আর সাথে বন্য নিয়ম মেনে চলা প্রাণীর ক্ষিদে... সব মিলিয়ে এটাই হয়তো হবার ছিল ❤

কুকুরটিকে বাঁচাতে পারলে আমিও খুব খুশি হতাম, কিন্তু জানোই তো কঠিন বাস্তব হলো এক নির্মম সত্য .. সেই সত্যকে স্বীকার করে নিতেই হবে হাজার কষ্ট হলেও।
Like Reply
এতক্ষণ পরে এসে পড়ার জন্য ক্ষমা প্রার্থী।
আসলে এক বান্ধবীর সাথে গেছিলাম কুমারটুলি তে ঠাকুর দেখতে। বৃষ্টিতে ভিজে কাদা হয়ে বাড়ি ফিরলাম। কাল সকাল না হলে বুঝবো না যে সর্দি কাশি হবে কিনা...  Sad

এবার আসি গল্পের ব্যাপারে..... খুব ছোট গল্প.... কিন্তু অসাধারণ.... পেট আগে না প্রাণ আগে? এখানে প্রথমে কুকুর কে দিয়ে পেট আগে হয়ে গেল। তারপর এতোগুলো মানুষকে ছেড়ে দিয়ে বনে পালালো তাতে প্রাণ আগে হয়ে গেল।   Sleepy

মানুষকে চাঁদে পাঠানোর জন্য দায়িত্ব বধ্য মানুষ সঞ্জয় সেন আর এই ফোরামের সেরা নন-ইরোটিক লেখক বাবান দা বলেছেন কুকুর কে বাঁচালে ভালো লাগতো। আমিও একমত.... বাকি এটা একটা গল্প... আর খাদ্য খাদকের যে সম্পর্ক প্রকৃতি বানিয়েছে তার বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। কি আর করা যাবে... আমরাও যে প্রকৃতির একটা অংশ  Angel

❤❤❤
[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes Bichitro's post
Like Reply
(13-08-2021, 03:52 PM)Bichitravirya Wrote: আমি নিজে বেসরকারি বাংলা মিডিয়ামে পড়েছি। সেখানে এমন এমন ঘটনা আছে যা এখানে লিখতে ইচ্ছা হয় খুব। কিন্তু একটা ঘটনা লিখলেই ধরা পড়ে যাবো। আমার আসল পরিচয় সামনে চলে আসবে। ওইসব ঘটনার মধ্যে ওই বহু আগে বলা মোলেস্টের ঘটনাটাও আছে

❤❤❤

boloooo Heart
gossip google photo adda ( Bengali boudi didi by sbsb )
https://photos.app.goo.gl/uH4u9D6hARcQFiP79

Like Reply
(31-08-2021, 08:43 PM)Bichitravirya Wrote: এতক্ষণ পরে এসে পড়ার জন্য ক্ষমা প্রার্থী।
আসলে এক বান্ধবীর সাথে গেছিলাম কুমারটুলি তে ঠাকুর দেখতে। বৃষ্টিতে ভিজে কাদা হয়ে বাড়ি ফিরলাম। কাল সকাল না হলে বুঝবো না যে সর্দি কাশি হবে কিনা...  Sad

এবার আসি গল্পের ব্যাপারে..... খুব ছোট গল্প.... কিন্তু অসাধারণ.... পেট আগে না প্রাণ আগে? এখানে প্রথমে কুকুর কে দিয়ে পেট আগে হয়ে গেল। তারপর এতোগুলো মানুষকে ছেড়ে দিয়ে বনে পালালো তাতে প্রাণ আগে হয়ে গেল।   Sleepy

মানুষকে চাঁদে পাঠানোর জন্য দায়িত্ব বধ্য মানুষ সঞ্জয় সেন আর এই ফোরামের সেরা নন-ইরোটিক লেখক বাবান দা বলেছেন কুকুর কে বাঁচালে ভালো লাগতো। আমিও একমত.... বাকি এটা একটা গল্প... আর খাদ্য খাদকের যে সম্পর্ক প্রকৃতি বানিয়েছে তার বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না। কি আর করা যাবে... আমরাও যে প্রকৃতির একটা অংশ  Angel

❤❤❤

কথাটা দায়িত্ববদ্ধ ভাইটু দায়িত্ব বধ্য নয়  Tongue

কুকুরটিকে বাঁচিয়ে রাখা গেলে এক সুন্দর পরিসমাপ্তি হতো গল্পটির .. কিন্তু চিতার বারংবার থাবা খেয়ে এবং জলের অতলে তলিয়ে গিয়েও প্রাণে বেঁচে গেলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো না। তাই বাধ্য হয়ে মনে দুঃখ নিয়েও কুকুরটিকে বাঁচিয়ে রাখতে পারলাম না।

ঠাকুর দেখতে গিয়েছিলে তো? তাহলে সর্দি-জ্বর হবে না। god will save you  Big Grin
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
(31-08-2021, 09:49 PM)Bumba_1 Wrote: কথাটা দায়িত্ববদ্ধ ভাইটু দায়িত্ব বধ্য নয়  Tongue

কুকুরটিকে বাঁচিয়ে রাখা গেলে এক সুন্দর পরিসমাপ্তি হতো গল্পটির .. কিন্তু চিতার বারংবার থাবা খেয়ে এবং জলের অতলে তলিয়ে গিয়েও প্রাণে বেঁচে গেলে ব্যাপারটা বিশ্বাসযোগ্য হতো না। তাই বাধ্য হয়ে মনে দুঃখ নিয়েও কুকুরটিকে বাঁচিয়ে রাখতে পারলাম না।

ঠাকুর দেখতে গিয়েছিলে তো? তাহলে সর্দি-জ্বর হবে না। god will save you  Big Grin

ওটা মনে হয় তাড়াহুড়ো তে টাইপিং মিসটেক হয়েছে।

ঠাকুর দেখতে তো গিয়ে ছিলাম কিন্তু দেখলাম কোথায়! সবে কয়েকটা দেখলাম ( এখন মাটি লেপন হচ্ছে) তারপর বৃষ্টি শুরু। বেশিরভাগ সবাই কাপড় দিয়ে কিংবা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে

❤❤❤
[Image: 20220401-214720.png]
Like Reply
(31-08-2021, 09:57 PM)Bichitravirya Wrote: ওটা মনে হয় তাড়াহুড়ো তে টাইপিং মিসটেক হয়েছে।

ঠাকুর দেখতে তো গিয়ে ছিলাম কিন্তু দেখলাম কোথায়! সবে কয়েকটা দেখলাম ( এখন মাটি লেপন হচ্ছে) তারপর বৃষ্টি শুরু। বেশিরভাগ সবাই কাপড় দিয়ে কিংবা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে

❤❤❤

মেঘ ও রৌদ্রের খেলায় এমনই তো ঘটার কথা। ❤❤
Like Reply
কালকে আমার ভূমি পড়ে তুমি যেটা লিখে নিজের মতামত প্রকাশ করেছো সেটা সত্যিই দারুন লাগলো. ভূমি সম্পর্কে একটা ধারণা তুমি খুব সহজেই দিয়ে দিয়েছো ❤
আর এবারে যদি আমার কথা বলি তাহলে বলবো ওই তোমার কথার মতোই সে এক রহস্য. আর কিছু রহস্য... রহস্য থাকাই ভালো. থাক না কিছু অজানা ও গুপ্ত.

আমাদের কাছে ভূমির পরিচয় নয় তার প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব (অয়ন ও ভূমির বন্ধুত্বের মতন) মূল বিষয় হয়ে উঠুক. গল্পে ভূমির মাধ্যমে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা সকলে বুঝুক আর নাই বুঝুক.... ওদের দুজনের বন্ধুত্বকে বুঝলেই লেখা সফল ❤


Take care of yourself ❤
[+] 1 user Likes Baban's post
Like Reply
(13-09-2021, 12:55 PM)Baban Wrote: কালকে আমার ভূমি পড়ে তুমি যেটা লিখে নিজের মতামত প্রকাশ করেছো সেটা সত্যিই দারুন লাগলো. ভূমি সম্পর্কে একটা ধারণা তুমি খুব সহজেই দিয়ে দিয়েছো ❤
আর এবারে যদি আমার কথা বলি তাহলে বলবো ওই তোমার কথার মতোই সে এক রহস্য. আর কিছু রহস্য... রহস্য থাকাই ভালো. থাক না কিছু অজানা ও গুপ্ত.

আমাদের কাছে ভূমির পরিচয় নয় তার প্রতি ভালোবাসা ও বন্ধুত্ব (অয়ন ও ভূমির বন্ধুত্বের মতন) মূল বিষয় হয়ে উঠুক. গল্পে ভূমির মাধ্যমে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা সকলে বুঝুক আর নাই বুঝুক.... ওদের দুজনের বন্ধুত্বকে বুঝলেই লেখা সফল ❤


Take care of yourself ❤

একদমই তাই .. ভূমি আর অয়নের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক .. এটুকুই কামনা।  Namaskar
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
অনেকেই PM করে জানতে চেয়েছেন হঠাৎ কি হলো নাগপাশ - the trap নামক আমার বর্তমান থ্রেডটি আর এই সাইটে দেখতে পাচ্ছে না কেনো !!

সবাইকে তো আলাদা করে reply দেওয়া সম্ভব নয়। তাই এখানে জানিয়ে দিলাম..
আমি মানুষ হিসাবে যেমনই হই না কেনো, আমার কাজের ক্ষেত্রে সব সময় সৎ থাকার চেষ্টা করি। দিনের পর দিন এই সাইটে থ্রেডটি'কে ফেলে রেখে পাঠকদের মনে মিথ্যে আশার সঞ্চার করতে চাই না এবং অযথা views বাড়াতে চাই না। তাই sarit11 কে বলে আপাতত কিছু দিনের জন্য hide করে দিয়েছি। কারণ, ভেবেছিলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। কিন্তু বর্তমানে আমার শরীরের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। কার্যত এই রকম শারীরিক এবং মানসিক পরিস্থিতিতে ওই ধরনের আদিরসাত্মক গল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

তবে আপনারা যদি চান মাঝেমধ্যে এই থ্রেড অর্থাৎ গল্পগুচ্ছ তে কিছু লিখতে পারি।

ধন্যবাদ .. ভালো থাকবেন সবাই।  Namaskar

[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 3 users Like Bumba_1's post
Like Reply
(14-09-2021, 08:05 PM)Bumba_1 Wrote: অনেকেই PM করে জানতে চেয়েছেন হঠাৎ কি হলো নাগপাশ - the trap নামক আমার বর্তমান থ্রেডটি আর এই সাইটে দেখতে পাচ্ছে না কেনো !!

সবাইকে তো আলাদা করে reply দেওয়া সম্ভব নয়। তাই এখানে জানিয়ে দিলাম..
আমি মানুষ হিসাবে যেমনই হই না কেনো, আমার কাজের ক্ষেত্রে সব সময় সৎ থাকার চেষ্টা করি। দিনের পর দিন এই সাইটে থ্রেডটি'কে ফেলে রেখে পাঠকদের মনে মিথ্যে আশার সঞ্চার করতে চাই না এবং অযথা views বাড়াতে চাই না। তাই sarit11 কে বলে আপাতত কিছু দিনের জন্য hide করে দিয়েছি। কারণ, ভেবেছিলাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো। কিন্তু বর্তমানে আমার শরীরের অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। কার্যত এই রকম শারীরিক এবং মানসিক পরিস্থিতিতে ওই ধরনের আদিরসাত্মক গল্প এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

তবে আপনারা যদি চান মাঝেমধ্যে এই থ্রেড অর্থাৎ গল্পগুচ্ছ তে কিছু লিখতে পারি।

ধন্যবাদ .. ভালো থাকবেন সবাই।  Namaskar


আমি বেশি কিছু বলবোনা... শুধু এইটুকুই বলবো শরীর, মন ভালো না থাকলে লেখা চাইলেও ঠিক মতো যথার্থ রূপে ফুটিয়ে তোলা কঠিন হয়ে পড়ে. আমারও এই লেখার যাত্রায় এরকম হয়েছে.... অসুস্থতার মধ্যে যথা সময় আপডেট দিতে হয়ে. আমি বুঝতে দিইনি কি অবস্থায় আপডেট দিচ্ছি. ভাগ্গিস আগের থেকেই এগিয়ে রাখতাম আপডেট গুলি.

কিন্তু আমার সামান্য অসুস্থতা আর তোমার অসুবিধার মধ্যে আকাশ পাতাল তফাৎ. তাই বলছি ওসব গল্প এখন ভুলে যাও দেখি...... আগে নিজের শরীর তারপর ওসব. আমরা তোমার পাঠক বন্ধুরা পাশে আছি. তোমার সুস্থতা কামনা করি দ্রুত ❤ আগে পুরো ঠিক হয়ে যাও তারপরে ভবেশ নন্দিনী বিট্টু আর সবাইকে আবার ফিরিরে আনো. আবারো ছন্দ মিলের যাত্রা শুরু হবে. কয়েক লাইন তোমার, কয়েক লাইন আমার আবার পোকাদারও. Big Grin

এই থ্রেডে কিছু লিখতে হলে যদি শরীর দেয় ও মনে খুব ইচ্ছা জাগে তবেই লিখো.  নইলে জোর করার কোনো দরকার নেই.  আবারো বলি -

এ বাবু.... তাড়াতাড়ি সুস্থ হয়ে যা দেকিনি... তুর লেখার অপেক্ষায় থাকবু মোরা
[Image: 20230816-221934.png]
[+] 2 users Like Baban's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)