14-08-2021, 10:36 AM
জাহানারা: " কি তোমায় খবর দেয়া হলো তুমি আসনি নি কেন ! "
অনুকূল: আজ্ঞে কাজে ব্যস্ত ছিলাম ।
জাহানারা: কাজে ব্যস্ত ছিলাম মানে? তোমার কাজ কাজ আর আমাদের কাজ কাজ না ?মানুষ কে কি মানুষ বলে মনে হয় না ?
অনুকূল : নাঃ চৌধুরীরা আগেই টাকা পয়সা দিয়ে আমায় বলে রেখেছিলো মেয়ের পরীক্ষার জন্য ! তাই মানা করতে পাড়ি নি ।
জাহানারা : যেন রাকাম্মা কষ্ট করে কি ভাবে একদিন আমায় শহরে নিয়ে গেছে? ওসব কাজ এর দোহাই শুনতে চাইনা , কাল সকালে আসবে ডাক্তার এর কাছে যাওয়ার আছে । আর টাকার দরকার থাকলে চেয়ে নাও নি কেন ! কাল সকালে যেন তোমায় দেখতে পাই , নাহলে ধনঞ্জয় যাবে তোমার খোঁজ নিতে !
কথা শুনে মাথা নিচু করে বেরিয়ে যায় অনুকূল ।
পরের দিন সকালে দিব্বি হাজির অনুকূল । খুব চকমকে সুন্দর খোস মেজাজি একটা জামা পড়েছে আর প্যানটাও তার নতুন । দিব্বি রাজপুত্রের মতো লাগছে তাকে । খুব যত্ন করেই জাহানারা কে নিয়ে পাড়ি দিলো রূপনগর । কারণ এখন সে সন্তান সম্ভবা । রাস্তায় যেতে যেতে বহুবার ভেঙে পড়লো জাহানারা তার ভালোবাসার মানুষটাকে বুঝতে -কেন সে এতো দূরে আছে । কিন্তু অনুকূল গা করলো না । উত্তর দেয়া দূরে থাকে এমন কি শরীর বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল জাহানারার । দুঃখ্যে পাগল হয়ে উঠলো সে । পেরোতে লাগলো অভিমানের ঘন্টা গুলো নিস্তরঙ্গ । কেউ কাওকে চুমু খেয়ে জড়িয়ে ধরলো না ।
পেরিয়ে যাচ্ছে গন্তব্যের দূরত্ব । আসলো শহর , তবু তাদের দূরত্ব কমলো না ।
কিন্তু এবার যে ডাক্তারের কাছে সে এসে পড়েছে । এখানে কিছু করা যাবে না ,সবাই জেনে ফেলবে ।
অপেক্ষা করলো ডাক্তার দেখার আর ওষুধ পালা নেবার । কাজ গুছিয়ে নিজেকে ধরে রাখলো জাহানারা । একটু নির্জন দেখে পেটে হাত রেখে পেটের বাচ্ছা চেপে ধরে বললো " বাচ্ছার দিব্বি বল , আমায় আর ভালো বাসিস না ?"
কিছু বলে না অনু । চোখ টা চিক চিক করে উঠে ।
রাস্তায় বেরিয়ে আরো এগিয়ে নির্জন দেখে অনুকূলের সুন্দর জামা টা ছিড়ে গলা চেপে ধরলো জাহানারা । নাঃ এবার ঝগড়া করলো না অনুকূল । শুধু বললো " দেখ তুই শান্ত হ । তোর সাথে আমার কোনো সম্পর্ক চলে না । "
এমন উত্তর খালি বুক টা পেতে নিতে পারলো না জাহানারা এতদিন পর । । এমন করেই সারাটা দিন চললো দুটো মানুষের ঠান্ডা লড়াই । একে অপরকে না বলা কথা আর তার নিস্তব্ধতার ঘর্ষণ নিয়ে রেষারিষি , তও একে ওপরের অস্তিত্বের মধ্যে । সন্ধ্যে নেমে হালকা রাতের চাদর মুড়ে দিচ্ছে দেহগরী কে । বাস থেকে নেমে এগিয়ে যাচ্ছে দুজন , মনের সংঘর্ষে ক্লান্ত ! পুতুলদহ আসলেই সারা জীবনের মতো অনুকূলের হাত ছেড়ে দেবে জাহানারা । বুকটা যেন মুচড়ে ওঠে । কিসের এ জীবন, কিসের এ সন্তান , যদি জীবনের সব চেয়ে ভালোবাসার মানুষ টার সামনে তার কোনো দাম না থাকে ।
অনুকূল: আজ্ঞে কাজে ব্যস্ত ছিলাম ।
জাহানারা: কাজে ব্যস্ত ছিলাম মানে? তোমার কাজ কাজ আর আমাদের কাজ কাজ না ?মানুষ কে কি মানুষ বলে মনে হয় না ?
অনুকূল : নাঃ চৌধুরীরা আগেই টাকা পয়সা দিয়ে আমায় বলে রেখেছিলো মেয়ের পরীক্ষার জন্য ! তাই মানা করতে পাড়ি নি ।
জাহানারা : যেন রাকাম্মা কষ্ট করে কি ভাবে একদিন আমায় শহরে নিয়ে গেছে? ওসব কাজ এর দোহাই শুনতে চাইনা , কাল সকালে আসবে ডাক্তার এর কাছে যাওয়ার আছে । আর টাকার দরকার থাকলে চেয়ে নাও নি কেন ! কাল সকালে যেন তোমায় দেখতে পাই , নাহলে ধনঞ্জয় যাবে তোমার খোঁজ নিতে !
কথা শুনে মাথা নিচু করে বেরিয়ে যায় অনুকূল ।
পরের দিন সকালে দিব্বি হাজির অনুকূল । খুব চকমকে সুন্দর খোস মেজাজি একটা জামা পড়েছে আর প্যানটাও তার নতুন । দিব্বি রাজপুত্রের মতো লাগছে তাকে । খুব যত্ন করেই জাহানারা কে নিয়ে পাড়ি দিলো রূপনগর । কারণ এখন সে সন্তান সম্ভবা । রাস্তায় যেতে যেতে বহুবার ভেঙে পড়লো জাহানারা তার ভালোবাসার মানুষটাকে বুঝতে -কেন সে এতো দূরে আছে । কিন্তু অনুকূল গা করলো না । উত্তর দেয়া দূরে থাকে এমন কি শরীর বাঁচিয়ে বাঁচিয়ে চলছিল জাহানারার । দুঃখ্যে পাগল হয়ে উঠলো সে । পেরোতে লাগলো অভিমানের ঘন্টা গুলো নিস্তরঙ্গ । কেউ কাওকে চুমু খেয়ে জড়িয়ে ধরলো না ।
পেরিয়ে যাচ্ছে গন্তব্যের দূরত্ব । আসলো শহর , তবু তাদের দূরত্ব কমলো না ।
কিন্তু এবার যে ডাক্তারের কাছে সে এসে পড়েছে । এখানে কিছু করা যাবে না ,সবাই জেনে ফেলবে ।
অপেক্ষা করলো ডাক্তার দেখার আর ওষুধ পালা নেবার । কাজ গুছিয়ে নিজেকে ধরে রাখলো জাহানারা । একটু নির্জন দেখে পেটে হাত রেখে পেটের বাচ্ছা চেপে ধরে বললো " বাচ্ছার দিব্বি বল , আমায় আর ভালো বাসিস না ?"
কিছু বলে না অনু । চোখ টা চিক চিক করে উঠে ।
রাস্তায় বেরিয়ে আরো এগিয়ে নির্জন দেখে অনুকূলের সুন্দর জামা টা ছিড়ে গলা চেপে ধরলো জাহানারা । নাঃ এবার ঝগড়া করলো না অনুকূল । শুধু বললো " দেখ তুই শান্ত হ । তোর সাথে আমার কোনো সম্পর্ক চলে না । "
এমন উত্তর খালি বুক টা পেতে নিতে পারলো না জাহানারা এতদিন পর । । এমন করেই সারাটা দিন চললো দুটো মানুষের ঠান্ডা লড়াই । একে অপরকে না বলা কথা আর তার নিস্তব্ধতার ঘর্ষণ নিয়ে রেষারিষি , তও একে ওপরের অস্তিত্বের মধ্যে । সন্ধ্যে নেমে হালকা রাতের চাদর মুড়ে দিচ্ছে দেহগরী কে । বাস থেকে নেমে এগিয়ে যাচ্ছে দুজন , মনের সংঘর্ষে ক্লান্ত ! পুতুলদহ আসলেই সারা জীবনের মতো অনুকূলের হাত ছেড়ে দেবে জাহানারা । বুকটা যেন মুচড়ে ওঠে । কিসের এ জীবন, কিসের এ সন্তান , যদি জীবনের সব চেয়ে ভালোবাসার মানুষ টার সামনে তার কোনো দাম না থাকে ।