30-07-2021, 10:22 PM
(30-07-2021, 09:55 PM)buddy12 Wrote: একজন ছিলেন, নাম মনে করতে পারছিনা যার বাংলা ভাষার জ্ঞান আর "পান" অনবদ্য। আরেকজন " দাদু", কি দাদু মনে নেই। তিনি শেষের দিকে আর আসতেন না। আগের ফোরামে সব যেটা বেশি আকৃষ্ট করত তা খোলা খুলি সমালোচনা অথবা প্রশস্তি।
আমার যতদূর মনে পড়ে, যিনি "পান" করতেন তার নাম পলাশলাল এবং যিনি সুন্দর চুটকি কবিতা লিখতেন তার নাম poka64.
আমি নিয়মিত মন্তব্য করতাম কিন্তু তখনকার আইডি ভুলে গেছি।
আপনার সবকটি লেখাই আমি নিয়মিত পড়তাম।
(30-07-2021, 10:00 PM)satyakam Wrote:ইয়েস। মনে পড়েছে। অনেকদিন পর। তবে পলাশলাল বোধ হয় এই পাড়াতে আছেন।একটি কমেন্ত(কোথায় মনে পড়ছে না) পড়ে মনে হোল। সেই কথা নিয়ে খেলা, ভাঙা, বুৎপত্তি নিয়ে মস্করা। sairilal এই ধরনের নাম মনে হয়। আর পোকা দাদু অ পাড়াতেও ২০১৭-১৮ থেকে পাইনি। আপনাকে পেয়ে ভালো লাগছে সাথে নতুন বন্ধু সত্যকাম। পোঙ্গাপাকা পাই না। একজনকে মনে হয়, কিন্তু নিশ্চিত নই। অত সুন্দর বাক্য রচনা কম পাওয়া যায়। শুভেচ্ছা রইল
আপনি তাহলে পুরানো পাড়াতেও ছিলেন দেখছি। ভালো বেশ। কিন্তু নিজের নেওয়া নাম ভুলে গেলেন ?
❤❤❤