Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
তান্ত্রিক
বহরমপুর থেকে বেথুয়ার বাস ছাড়তে এখনো মিনিট ২০ বাকি ৷ নস্কর মশাই তাই তার সদ্য বিবাহিতা মেয়ে প্রতিমা কে নিয়ে ডাবের দোকানে গেলেন ৷ নস্কর মশাই কলেজ পেশায় শিক্ষক , পলাশীর এক প্রত্যন্ত মিরপুর গ্রামে কলেজে পড়ান ৷ সরকারের দেওয়া মাইনেতে পেট না চললেও কিছু বাস্তু জমি আছে আর আছে খেত ৷ নিতান্ত ভালো মানুষটি জগতের চাল ঢাল কিছুই বোঝেন না ৷ আর গ্রামের এক কোনে পরে থাকা মানুষটি ভগবান বিশ্বাস করেন , ভক্তি করে পুজো দেন ৷ তাতেই চলে যায় এই বিত্ত হীন মধ্যবিত্ত মানুষটির ৷ ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার দুই মেয়ে আর মেয়ে দুটি পরমা সুন্দরী ৷ পদ্মা সরল আর সে তার দিদি প্রতিমার একমাত্র দোসর ৷ বিয়ের আগে পর্যন্ত তার সব দিন রাত্রির একাকিত্বের আর কৌতুহলের সঙ্গী ৷ কিন্তু বিয়ের এক দিন পর থেকেই কি যে হয়েছে প্রতিমার মাথায় , কিছুতেই কিছু মনে রাখতে পারে না ৷ জামাই বাবা তাঁতের কারবারী ৷ পইসা করি ভালই আছে ৷ তাছাড়া তাদের পৈত্রিক বিড়ির কারখানায় জনা দশেক লোক কাজ করে ৷ সুশীল বড়ই সুবোধ বালক ৷ সেই সুশীল প্রতিমা কে নিজে ঘর সংসার করতে নারাজ ৷ প্রতিমা নাকি যৌন সংসর্গে অপারক ৷ এরকম ভয়ানক গ্লানি মাথায় নিয়ে গোপাল নস্কর এসেছেন বহরমপুর এর নামী এক ডাক্তার এর কাছে তার প্রত্যাখ্যাতা মেয়ের বিচারের আশায় ৷ গোপাল বাবু নিজের হাথেই তুলে নিয়েছেন মেয়ের চিকিত্সার ভার ৷ মেয়েকে সুস্থ করে তুলে দেবেন জামাই বাবার হাথে ৷
" ওহ গোপাল বলি অঃ গোপাল ভায়া , বহরমপুর এ কি মনে করে ?" এক ৫০ উর্দ্ধ প্রৌড় ডেকে উঠলেন পিছন থেকে ৷
"আরে বিফল করিরাজ না ??" গোপাল বিফল কবিরাজ কে ভালো করেই চেনে ৷ তারা তাদের বাল্যের বন্ধু , আর সব থেকে বড় কথা বিফল , মহান সুফল কবিরাজ এর ছেলে ৷ তার বাবা সাক্ষাত ধন্নন্তরী ৷ অনেক জটিল রোগের তিনি উপশম করেছেন , কিন্তু সেই যশ হাথ বিফলের নেই ৷ তবুও কাজ চালিয়ে নেয়৷ আজ তার বাবা নেই কিন্তু তার বাবার বহরম পুরে একটা ছোট দোকান আছে আয়ুর্বেদ ঔষধালয় ৷ বিফল কবরেজ গ্রামে আর থাকেন না বহরমপুরে একটা বাড়ি বানিয়েছেন ৷
"মা তুমি দাঁড়িয়ে ডাব টা খেয়ে নাও , আমরা ওধারে একটু কথা সেরে নি !"
"ভাই বিফল আমার মেয়েকে নিয়ে মহা বিপদে পড়েছি৷ মা মরা মেয়ে , কোনো সমস্যায় নেই , জামাই বাবা মেয়ে কে নিয়ে খুশি নয়, বলে কিনা মেয়ের দোষ আছে! এত অর্থ খরচা করে তিন তিন বার কলকেতার বড় ডাক্তার বাবু দের দেখালাম , বললেন মেয়ের কোনো দোষ নেই ৷ "
"দেখো গোপাল কলকেতার বড় ডাক্তার বাবুরা আসবেন পইসা নেবেন , মেয়েদের নাড়ি দেখা ওদের কম্ম না ভাই ৷ যদি জটিল দোষ হইয়ে থাকে তাইলে ইংরেজি দাবাইয়ে কাম নাই ভাই ৷ আমি কবরেজ , তোমার বন্ধু তোমায় ভুল পরামর্শ দেব না ৷ তুমি বরণ একবার কবরেজ করে দেখো , যদি কাজ হয় !"
"তুমি দেখবা নাকি একবার ?" উপকারের আশায় গোপালের চোখে আসার আলো জ্বলে ওঠে ৷ "তবে তাই হোক" ৷ চল আমার গিন্নি আবার অপেক্ষা করছে আমার বাড়ি চল ৷" বলে বিফল প্রতিমা কে আর গোপাল বাবু কে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন ৷ হাত পথে মিনিট ৩০ লাগে ৷ কথা বলতে বলতে সময় কেটে গেল বোঝাও গেল না ৷
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
প্রতিমার রূপের তুলনা নেই ৷ যেন মোমের মূর্তি কোনো দক্ষ কারিগর খোদাই করে দিয়েছে , কথাও কোনো দাগ নেই ৷ প্রতিমা এখনো ভালো করে শাড়ি সামলাতে শেখে নি ৷ স্বামী সোহাগ পেলেও স্বামীর সাথে সে সঙ্গম করতে পারে নি ৷ কেন পারে নি তার কারণ তার জানা নেই ৷ এক অজানা ভয় তাকে তাড়া করে ৷ তাছাড়া তার স্বামী সুওয়ারের মত যোনিতে লিঙ্গ চালনা করতে চায় , তার যোনিদেশ বিশেষ পিছিল থাকে না , আর তাই ভয়ানক ব্যথা ওঠে ৷ মেয়ে হয়ে এই কথা তার বাবা কে সে জানাতে পারে না ৷ ডাক্তার বদ্যি কে এই কথা সে বহুবার বলেছে ৷ একই কথা সে বিফল কবরেজ কেও জানালো ৷
বিফল কবরেজ ডাক সাইডে বিফল তান্ত্রিক ৷ সে কথা গোপাল নস্কর জানেন না ৷ গোপাল নস্কর তাকে ১৮ ২০ বছর পর দেখছে ৷ তার জীবনের কোনো অধ্যায়ই তার জানা নেই ৷ কিন্তু বিফলের প্রতি বিশ্বাস তার মনে এখনো আছে ৷ সেই বিশ্বাসের জেরে বিফলের হাথে প্রতিমাকে তুলে দিয়ে গোপালের বুক কাপল না এতটুকু ৷
প্রতিমার নাড়ি ধরে জিভ দেখে গোপাল কে পাশের ঘরে নিয়ে গেলেন ৷ " গোপাল ভায়া এ কঠিন অসুক , তোমার মেয়ে বাচবে না , তুমি মানো না মানো তোমার মেয়েরে জিনে ধরেছে ৷ কোনো ওসুধেই কাজ হবে না৷ তুমি গ্রামের মানুষ তুই এসব বুঝবে অন্য কেউ হলে আমি ফিরিয়ে দিতাম৷ তুমি আমার বাল্য বন্ধু তোমায় কি করে ফেরাই! ভেবে দেখো কি করবে ! "
" কি বলছ হে ?? জিনে ধরেছে !" কিন্তু জিন কেন? ওহ তো কোনদিন সেরকম জায়গায় কোনদিন যায় নি ! তাছাড়া সে নয় বিশ্বাস করা গেল ওকে জিনে ধরেছে কিন্তু তুমি কবরেজ হয়ে বুঝলে কি করে ওকে জিনে ধরেছে !"
এই কথা সুনে বিফল হাথের মুখ্তয় একটা জড়িবুটি মাখিয়ে নিয়ে পাশের ঘরে ব্যসে থাকা প্রতিমা কে শুকিয়ে দিতেই চন্ড মূর্তি নিয়ে মাথা ঝাকিয়ে চোখ উল্টে পাল্টে প্রতিমা ভিরমি খেল খাটে বসে ৷ এ দৃশ্য গোপাল নস্কর তার জীবদশায় দেখেন নি ৷ তিনি কে মন বাক্যে চান তার সন্তান সুখে স্বামী সংসার করুক ৷ আর ভেবে লাভ নেই ৷ " তাহলে বিফল উপায় ???"
"আমায় সামনের অমাবস্যায় পূজা দিতে হবে , আর মঙ্গল শনি আমি ওর চিকিত্সা করতে পারি যদি তুমি অনুমতি দাও ৷ তবে বাবা হয়ে তোমায় অনেক শক্ত হতে হবে ৷ আমি মেয়েকে দু হাতে কেটে ফেললেও তুমি রা করতে পারবে না , নাহলে মেয়ের ভীষণ সর্বনাশ হয়ে যাবে , মেয়ে পাগল-ও হয়ে যেতে পারে ৷ তুমি কি রাজি!"
"তুমি কি পারবে মেয়ে কে ভালো করতে?" গোপাল অসহায় হয়ে জিজ্ঞাসা করে !
"পারবনা মানে আলবাত পারব ৷ সুধু তোমায় শক্ত হতে হবে , এ জিন খুব ক্রুর ৷ মেয়ের দেহে বাস করে , কিন্তু মেয়ের শরীর খেয়ে নেয় তাই তোমার মেয়ের কাম ইচ্ছা জাগে না ৷ " গোপাল নস্কর নিরুপায় ৷ সুশীল মেয়ে ফিরিয়ে দিলে পদ্মার তিনি বিয়ে দিতে পারবেন না ৷ তাছাড়া গ্রামে বদনাম হয়ে যাবেন তিনি ৷ তাকে সবাই শ্রদ্ধা করে ৷ তিনি রাজি হলেন ৷ মেয়ে কে চোখ বন্ধ করে বিফলের হাথে তুলে দেবেন ৷ মেয়ের কোনো কষ্টই তিনি কানে তুলবেন না ৷ মেয়ে চিত্কার করে বাবা ডাকলেও না ৷
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
বিফলের পত্নী চা দিয়ে গেল ৷ এটা বিফলের দ্বিতীয় স্ত্রী ৷ তার থেকে বছর ২২-২৪ ছোট ৷ বয়স বড়জোর ২৪ বা ২৫ হবে ৷ বিফলের ক্ষমতা দেখে গোপাল আশ্চর্য হয়ে গেছেন ৷ গোপাল বুড়িয়ে গেছে , দুই মেয়েকে মানুষ করে তিনি আজ বৃদ্ধ বলেও ভালো বলা হয় ৷ মঙ্গলবার আসতে হবে ৷ বিফল তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন
"মালতি মঙ্গলবার সকালে প্রতিমা আসবে , ওকে জিনে ধরেছে , তুমি সব যোগাড় রেখো ৷ " মালতি যেন বিফালের বশে৷ পুতুলের মত তার সব কথা অক্ষরে অক্ষরে পালন করাই যেন তার কাজ
মঙ্গলবার গোপাল বাবু তার বড় মেয়েকে নিয়ে বিফলের বাড়িতে সকেই এসে উপস্থিত হয়েছেন ৷ " মা এ কাপড় তো তোমার চলবে না পূজা তে ! তুমি এই গামছা পরে নাও তোমায় সুদ্ধ বস্ত্রে থাকতে হবে ৷ ' বিফল নির্দেশ দিল ৷ প্রতিমা যুবতী গামছা দিয়ে তার শরীর সে ঢাকতে পারবে না ৷ বাবার দিকে তাকাতেই গোপাল বাবু ঘর থেকে বেরিয়ে গেলেন ৷ বললেন " মা তোমার কঠিন অসুক , বিফল যা বলে তোমায় সুনতে হবে না হলে বিপদ হতে পারে না আমি বাইরের দাওয়ায় বশে রইলাম বিফল তোমার পূজা শেষ হলে আমি ভিতরে আসবো!"
প্রতিমাকে বিফলের হাথে ছেড়ে দিলেও বাবার মন ৷ একটু উদাস সুধু আশা যেন তার মেয়ে সেরে ওঠে ৷ ঘরের মেঝেতে সিদুর দিয়ে নানা আকিবুকি কাটা তার সামনেই প্রতিমাকে বসতে নির্দেশ দিল বিফল ৷ নারকেল গাছের পাতার কাঠি দিয়ে ঘেরা জায়গায় কিছু লবঙ্গ জালিয়ে মিষ্টি গন্ধ তৈরী করলো বিফল ৷ নিজে সাদা ধুতি ৷ প্রতিমা রূপে সুন্দরী ৷ তার স্তন গামছার ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে ৷ লজ্জায় আরষ্ট হয়ে মাথা নিচু করে পূজা শেষ হবার আশায় বসে আছে ৷ নানা মন্ত্র জোরে জোরে উচারণ করে চামর দিয়ে প্রতিমার মুখে ঘরে ঝেড়ে দিছে বিফল ৷ চামরের নরম লোমের স্পর্শে শিউরে উঠছে প্রতিমা ৷ গামছা দিয়ে যোনিদেশ ধাকলেও বিফল তার পূর্ণ পরিতৃপ্তি পাচ্ছে খেলার ছলে ৷ তীব্র ঝাঝালো একটা গন্ধে তার মাথা ঘুরছে ৷ প্রতিমার সব জ্ঞান থাকলেও যেন অবস হয়ে গেছে নিজের জায়গায় ৷ ছোট হম কুন্ডে বিফল সমানে কিছু গুড়ো পাউডার ফেলে দিছে , আর দাউ দাউ করে আগুন আর ধোয়ায় ঘর ভরে গেছে ৷ বিফল ভারী মেঘ গম্ভীর গলায় প্রশ্ন করলো চেচিয়ে
"বল জিন তুই কেন এসেছিস প্রতিমার শরীরে ৷ " মাথার চুলের মুঠি ধরে খানিকটা নাড়িয়ে দিতেই প্রতিমা ভয় পেয়ে গেল ৷ কিন্তু প্রতিমার শরীরের প্রতি কোনো কন্ট্রোল নেই ৷ গামছা তার শরীরে নামমাত্র জড়িয়ে আছে ৷ উন্মুক্ত স্তন , তার মাখনের মত নরম শরীরটা সদ্য ফোটা গোলাপের মত ফুটে উঠেছে বিফল তান্ত্রিকের সামনে ৷ " পাষন্ড বেরিয়ে যা বেরিয়ে যা এর শরীর থেকে " ৷ বলে বিফল তার শক্ত বাহুতে প্রতিমার নরম শরীর তাকে ঝাকিয়ে ধরলেন ৷ প্রতিমার প্রতিবাদের ভাষা নেই ৷ বুকে অভিমান , প্রতিবাদ থাকলেও সে যেন অসহায় এই সমাজের বলি ৷ "মালতি একে বিছানায় সুইয়ে দাও " ৷ মালতি এসে নেশাগ্রস্ত প্রতিমাকে বিছানায় সুইয়ে দিলেন ৷ মালতি হয়ত এমন বহু অত্যাচারের সাক্ষী ৷ প্রতিমা সম্পূর্ণ নগ্ন ৷ গোপাল দেখলেও তিনি নিরুপায় ৷ তার মনের একান্তে সুধু ঈশ্বরের প্রতি প্রার্থনা তার মেয়ে যেন ভালো হয়ে যায় ৷ এই ধর্মভীরু মধবিত্ত মানুষটি আজ বিফলের বিশ্বাসে নিজেকে সপে দিয়েছে ৷
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
বিছানায় পরে থাকা প্রতিমার নগ্ন দেহ নিয়ে খেলা করতে বিফল ছাড়বে না ৷ মালতি তা জানে ৷" ঠাকুরপো ভূত ছাড়াতে এবার প্রতিমার ঝারফুক হবে , তাই কারোর দেখতে নেই ৷ পুজো শেষ হলে আমি চা করে খাওয়াব ৷ আপনি একটু অপেখ্যা করুন ৷ " মালতি তাই গোপালের সামনেই দরজা বন্ধ করে দিল ৷ প্রতিমা এতক্ষণে বুঝে নিয়েছে বিফলের নিষ্ঠুর খেলা তার বাবার আত্মমর্যাদার সাথে ৷ কিন্তু তার শরীরে বল নেই ৷ বিফল একটা তেলের মত তরল প্রতিমার নগ্ন শরীরে চড়িয়ে দিল আতরের মত ৷ সাথে সাথে প্রতিমার সারা শরীরের শাখা প্রশাখায় আগুন জলে উঠলো ৷ বিফল প্রতিমার যোনিদেশে মুখ নামিয়ে দিলেন ৷ মালতি শক্ত করে প্রতিমার দু হাথে খাটের উপরের দিকে চেপে ধরল ৷ প্রতিমা ফুলের কলি ৷ বিফল আয়ুর্বেদ এর জোরে শক্ত সমর্থ পুরুষ ৷ যোনিদেশ লেহন করে প্রতিমাকে কাবু করে ফেলেছে সে নিমেষে ৷ তার নরম স্তন দুটো চুসে চুসে লাল করে ফেলেছে বিফল ৷ প্রতিমা কামনায় দিশাহারা হয়ে জড়িয়ে ধরেছে বিফলের পেশীবহুল শরীরটাকে ৷ চরম সঙ্গমের অপেক্ষায় প্রতিমা তিলে তিলে বিসর্জন দিয়েছে তার লজ্জা অস্তিত অভিমান রাগ সব কিছু ৷ বিফল সুকৌশলে প্রতিমার যোনিদেশে লিঙ্গ স্থাপন করে সারা শরীরে মিশিয়ে দিতে চাইল তার তান্ত্রিক সাধনাকে ৷ মালতি অনেক অনেক দিন আগেই মলিন চোখে মেনে নিয়েছে তার ব্যভিচারী ধর্ষক স্বামী কে ৷ আর হয়ত এই পৃথিবীতে তাকে সাথ দেবার আর কেউ নেই ৷ সারা শরীরে প্রতিমার কামনার ঢেউ খেলছে ৷ কালবৈশাখের মত ঝড়ো নিশ্বাসে বিফল কে জানান দিছে আদিম রচনার রতি লীলা কে ৷ চাবুকের মত আগ্রাসী ঠোট দুটো ঝাপিয়ে পরছে বিফলের মুখে চুখে , ঘরে বুকে সব জায়গায় ৷ আর দেরী নেই , ভয়ংকর বিস্ফোরণের মত প্রতিমার দেহ এখনি আছড়ে পড়বে বিফলের লিঙ্গের অমানবিক মন্থনে ৷ সিত্কারের মুখরতায় প্রতিমা ক্ষনিকের জন্য ককিয়ে কেঁদে উঠে ৷ বিফল পাশবিক প্রয়াসে প্রতিমার নধর দেখখানা কুরে কুরে খাচ্ছে , যে ভাবে হায়না সিংহের খাবার চুরি করে সেই ভাবে ৷ প্রতিমার কামুক উরু দুটো শুন্যে আস্ফালন করে যুদ্ধের দামামা বাজাচ্ছে , বিফল এত সুখ কখনো পায় নি ৷ প্রতিমা আজও কুমারী , রক্তে ইসত ভিজে যাওয়া চাদরে প্রতিমার কোমর নাচিয়ে নাচিয়ে বিফলের যৌন উন্মাদনার পূর্ণ সঙ্গম করছে ৷ প্রতিমা দম আটকে খামচে ধরল বিফলের পিঠ ৷ কুজো হয়ে নিজের যোনিদেশ কে আছড়ে দিল বিফলের নিম্নাঙ্গে ৷ বুফল সুখে আবেশে যৌন স্রোত এ ভরিয়ে দিল প্রতিমার নধর যোনিকে ৷ চরম তৃপ্তির আবেশে প্রতিমার মুখের কোনে মুখির হাঁসি ফুটে উঠলো ৷
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
গোপাল বাবু বিধস্ত হয়ে মীর পুরে ফিরে গেছেন দুপুরেই ৷ প্রতিমা চরম প্রশান্তিতে ফিরে গেলেন বাবার সাথে ৷প্রতিমা কে খুশি দেখে গপাল বাবু অনেক সস্তি পেয়েছেন। সন্ধ্যে বেলা সুশিল তার সদ্যবিবাহিতা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবে ৷
এই ঘটনার বিন্দুমাত্র পদ্মা জানে না ৷ আজ সে খুশি তার দিদি তার সংসার ফিরে পেয়েছে ৷ মিরপুরের আকাশে বাতাসে বিষন্নতার কোনো নাম গন্ধ নেই ৷ বিফল কে দোষ দেওয়া যায় কিনা সমাজ তা জানে না ৷ প্রতিমার সুখের সংসার বসবেই ৷ এমন অনেক গোপাল নস্কর তার মেয়েদের সংসার বসিয়েছেন বধহয়।
সপ্তাহান্তের সন্ধার অন্ধকারে মিরপুরের চৌ রাস্তায় ঘন কুয়াশার মত জটলা থাকে ৷ এক দল কিশোর ছেলেরা জটলা করছে ৷ বিকেলের ভারী বাতাসেওপাখিরা ফুর ফুর করে উড়ে যাচ্ছে ৷ হালকা সিদুর মেঘে কথাও কান্নার রোল নেই ৷
শান্ত স্নিগ্ধ ঘাটের জলে এক অদ্ভূত শান্তি ৷ আজ বাচ্ছারা খেলায় কোনো গোলমাল করছে না ৷ সবার কৌতুহল চোখে একটাই প্রশ্ন " গোপাল নস্করের মত লোক শেষে গলায় দড়ি দিল ?"
(শেষ)
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
এই Virginia bulls ছোট গল্প লেখায় ওস্তাদ ছিলেন দেখছি। তা তিনি এখন কোথায় ?
❤❤❤
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
(28-07-2021, 09:53 AM)satyakam Wrote: এই Virginia bulls ছোট গল্প লেখায় ওস্তাদ ছিলেন দেখছি। তা তিনি এখন কোথায় ?
❤❤❤
যতদূর মনে পড়ে 2017 তে ওনাকে শেষ দেখা গেছিলো Xossip এ ...
একটা নতুন গল্প , চিত্রলেখা ( এই ফোরামে আমি দিয়েছি ) শুরু করেছিলেন কিন্তু অসমাপ্ত রেখে ছেড়ে দিয়ে চলে গেছিলেন .... তারপর কেউ জানে না এখন উনি কোথায় ......
•
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
এই গল্পটা আগে পড়া হয়নি। না পড়েই কমেন্ট করেছিলাম মনে হচ্ছে। এখন পড়লাম। ভার্জিনিয়া বুলস এর ফ্যান হয়ে গেছি আগেই... এখন ভক্তি আরও বাড়ছে।
এই লেখকের গল্পে সেক্স মুখ্য বিষয় হয় না। সেক্স কে ঘিরে মানুষের যে মানসিকতা , চিন্তা ভাবনা ( ভালো / খারাপ) থাকে সেটা খুব ভালো ভাবে এই লেখক তুলে ধরেন। এখানেও সেটা পেলাম....
❤❤❤
•
Posts: 282
Threads: 0
Likes Received: 90 in 83 posts
Likes Given: 12
Joined: Aug 2022
Reputation:
1
•
Posts: 66
Threads: 0
Likes Received: 11 in 11 posts
Likes Given: 0
Joined: Mar 2023
Reputation:
1
This story teaches how illeteracy ruin innocent lives।
•
|