Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
20-07-2021, 02:20 PM
প্রথম প্রেম
দীপান্বিতাবসু
পিও বাবাই দাদা,
'তমাকে আমি খুবি ভালবাসি।তমাকে ছারা আমি বাচবো না।'
ইতি,
তুলি
চিরকুটটা হাতে পেয়ে বাবাই ভুরু কুঁচকে কিছুক্ষণ কি যেন একটা ভাবলো তারপর পুরো চিঠিটার ভুল জায়গা গুলোয় লাল কালির পেন দিয়ে আন্ডার লাইন করলো শুধু তাই নয় চিঠিটার শেষ দিকে একটা নম্বরও দিলো ৪/১০(মানে তুলি ১০নম্বরের চিঠিতে মাত্র ৪ পেয়েছে)।
তুলি হচ্ছে বাবাই-এর পাশের পাড়ার মেয়ে; নিজেদের জানাজানি চেনাচিনি থাকার সুবাদে সম্পর্কে পাড়াতুতো বোন।
তুলি পড়ে ক্লাস ফাইভে আর বাবাই এই বছরই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে। পড়ার প্রচুর চাপ তাই অনেক রাত অব্দিও জেগে থাকতে হয় মাঝে মাঝে। এই সব কিছুর মাঝে এই চিরকুটটা ওর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে।
শেষে কিনা তুলির মতো একটা পুচকি মেয়ে ওকে এরকম একটা প্রেম পত্র দিলো!
-নাহ!কাল সকালেই ওকে এই চিঠিটা ফেরত দিতে হবে।
কিন্তু সকালে উঠে বাবাই ওর সিদ্ধান্ত বদল করলো। চিঠিটা নিজের কাছে রেখে দিয়ে তুলিকে ডেকে খুব বকাবকি করে বলল
-'তুলি তোর বয়স অনেক অল্প,একটা চিঠিই ঠিক করে লিখতে পারিসনি, প্রেমের মানে বুঝবি কি করে ? ভালো করে পড়াশুনা কর অনেক বড়ো হ। আর যদি এরকম অন্যায় করিস আবার কখনো,কাকু কাকিমাকে গিয়ে বলে দেবো।'
সব শুনে তুলি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। দেখতে খুব কষ্ট হলেও তুলির পক্ষে এখন এটাই ঠিক হবে ভেবে বাবাই চুপচাপ দাঁড়িয়ে থাকল।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(দুই)
দশ বছর পর.......
-'কি ব্যাপার তুলি অসময় শুয়ে কেন ?
কি হয়েছে মা তোর চোখে জল কেন ? কত বার না তোকে বলেছি কাঁদবি না একদম।
তুই কাঁদলে যে আমার কষ্টের সীমা থাকে না কি হয়েছে বল আমাকে....'
-'বাবা আমি বিয়ে করতে চাইনা,আমি পড়তে চাই, আমি চাকরি করতে চাই। আমি তোমার কাছে থাকতে চাই বাবা প্লিজ আমাকে দূরে পাঠিয়ে দিও না।'
-'দূর বোকা দেখতে আসলেই কি আর বিয়ে হয়ে যায় ?কথায় বলে 'লাখ কথা না হলে বিয়ে হয়না'।
আর কে বলেছে তোকে তুই আমাকে ছেড়ে চলে যাবি ? এই তো কাছেই থাকবি,যখন ইচ্ছে হবে চলে আসবি আমার কাছে।'
-'কিন্তু বাবা,মা যে বললো ছেলে কোন কলেজে পড়ায় নাকি বাইরে কোথাও যেন থাকে;আমাকে যদি নিয়ে চলে যায় সাথে করে আর কখনো যদি আসতে না দেয় ?আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে ?'
-'হুম! তা তোর ভাবনাটা মন্দ নয় বুঝলি, আচ্ছা দাঁড়া কালকে যখন তোকে ওরা দেখতে আসবে আমি নাহয় একবার খোলাখুলি কথা বলে দেখবো। নে এবার উঠে পর এতক্ষণ বিছানায় শুয়ে থাকলে আলস্য লাগবে।
আর তুই তো তোর মাকে চিনিস একবার যদি দেখতে পায় সারা বাড়ি মাথায় করবে।'
-'হ্যাঁ, আমি তো সারা বাড়ি মাথায় করি আর তোমরা তো সব ধোয়া তুলসী পাতা। আমাকে সারাক্ষণ জ্বালিয়ে মারছে তোমার মেয়ে সেদিকে দ্যাখো একবার।
এই যে মেয়ে শোনো সন্ধ্যেবেলা ছেলের বাড়ি থেকে তোমাকে দেখতে আসবে এই শাড়িটা পরে সুন্দর করে সেজে নিচে নামবে। দয়া করে আর আমার নাক কাটিও না ছেলের বাড়ির লোকের সামনে।'
(মা যে কখন দরজার আড়ালে এসে দাঁড়িয়েছিল তা বাবা-মেয়ে কেউ-ই টের পায়নি)
কথা গুলো শোনার পর তুলি বুঝতে পারলো আর কোনো উপায় নেই। এই বিয়ে ওকে ভাঙতেই হবে, কিছুতেই ও এই বিয়ে করবে না।
অগত্যা বন্ধুদের হেল্প নেবার জন্য সবাইকে ফোন করে কনফারেন্স এ নিলো কিন্তু কারো কথাই ওর মনে ধরলো না বিয়ে ভাঙতে গেলে একটা স্ট্রং কারণ চাই কারণ ছেলেটি আসলে তার মায়ের বন্ধুর ছেলে।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(তিন)
এদিকে জোর কদমে তোড়জোড় চলছে ছেলের বাড়ির লোকেরা আসবে বলে। আর ওদিকে মায়ের কথা মতো শাড়ি পরে সেজে গুজে মুখটা ভার করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছে কি ভাবে এই বিয়েটা ভাঙা যায়। হঠাৎ কি যেন একটা দেখে মনটা আনন্দে নেচে উঠলো এক দৌড়ে নিচে নেমে গেল..
-'মনি মা,কাকুন তোমরা ? নতুন গাড়ি কিনেছো তোমরা ? কই মা কিছু বলেনি তো আমাকে ?কতদিন পরে এলে আমাদের বাড়ি..আমাকে প্রায় ভুলেই গেছ তোমরা' (অভিমানে মুখ ভার)
-'ওরে বাবা এক্সপ্রেস ট্রেনের মতো এত কথার দৌড়ে আমি পারবো কি তোর সাথে ?এক এক করে সব উত্তর দেবো আগে ভেতরে তো আসতে দে।'
-'হ্যাঁ হ্যাঁ এসো। দাঁড়াও আমি এখুনি আসছি।'
ঠিক এক দৌড়ে যেমন নিচে নেমেছিলো তেমনি ওপরে উঠে গেল। খানিক পরে নেমে এলো হাতে একটা বড়ো পেন্টিং নিয়ে,বসার ঘরে তখন কথা বার্তায় ব্যস্ত মনি মা,কাকুন,আর তুলির বাবা মা আর বাবাই।
-'এই নাও মনি মা, এটা তোমার জন্য আমি এঁকেছি। কেমন হয়েছে বলো তো ?'
-'বাহ,খুব সুন্দর হয়েছে। কিন্তু তুই দেখেছিস কি কে এসেছে আমাদের সঙ্গে ?'
-'কে ?বাবাই দাদা! তুমি ?কবে ফিরলে ? কই মা কিছু বলেনি তো..আমাদের বাড়িতেই বা এলে কখন ?কৈ আমি দেখতে পেলাম না তো ?
-'এই তো বাবা মার সাথেই এসেছি,তা তুই যা রাজধানী এক্সপ্রেসের মতো দৌড়াদৌড়ি করছিলি আর পুলিশের মতো মাকে জেরা করছিলি তুই দেখতেই পাসনি আমাকে, আমি গাড়ির ভেতরেই ছিলাম। বাহ! ছবিটা খুব সুন্দর হয়েছে, তুই এতো সুন্দর আঁকা শিখলি কবে ?'
-'বা রে, আমি তো এরকমই আঁকি'
মুখটা একটু রাগি রাগি করে বললো তুলি।
-'তা তুই হঠাৎ শাড়ি পড়েছিস যে? কোথাও যাবি নাকি ?'
-'এ বাবা জানো না ? আজকে তো আমাকে দেখতে আসবে ছেলের বাড়ি থেকে তাই তো মা আমাকে শাড়ি পড়তে বললো।'
ওর কথা শুনে ঘরে উপস্থিত সবাই হেসে উঠলো।
-'তাই নাকি ?আমরা তো জানতাম না..ইস বোধহয় ভুল দিনে এসে পড়লাম। আসলে বাবাই শহর থেকে ফিরে বারবার বলছিলো যে এখানে আসবে। তাই....' ইতস্তত বোধ করেন বাবাইয়ের মা।
-'না না ঠিক আছে..খুব ভালো হয়েছে যে তোমরা এসেছ' তুলির বাবা হাসতে হাসতে বলেন।
শুধু একমাত্র তুলির মাতৃ দেবীর হাসির আড়ালে লুকিয়ে রইলো ভীষণ রাগান্বিত এক জোড়া চোখ যার অর্থ বোঝার মতো ক্ষমতা তুলির হলো না কিন্তু ঘরে উপস্থিত কারো কারো চোখ এই ঘটনা এড়ালো না। আবহাওয়া গরম দেখে মানে মানে সেখান থেকে কেটে পড়লো তুলি।
কিন্তু তাতে খুব একটা সুরাহা হলো না। রান্নাঘর থেকে মায়ের ডাক পড়লো
-'তুলি এদিকে এসো,আমাকে একটু হেল্প করো।'
মাতৃ আজ্ঞা অমান্য করা মানে আর রক্ষে নেই;তাই অগত্যা আবার ব্যাক টু হিটলারের সামনে।
যাইহোক,মা কিছু সেরকম বললো না।শুধু চুপচাপ চা এর ট্রে নিয়ে ওকে পিছন পিছন আসতে বললো ইশারায়।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(চার)
চা জলখাবার শেষ হবার পর মনি মা-ই বললো
-"আমাদের মধ্যে বসে থেকে তোরা কি করবি ?যতক্ষণ না ছেলের বাড়ির লোক আসে,তোরা বরং বাইরে গিয়ে কথা বল না.."
কিছুক্ষণ হলো ওরা ছাদে এসেছে। আকাশ আজ বেশ পরিষ্কার তাই তারা গুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছে।
-"ঠান্ডা হওয়ায় অন্ধকারে ছাদে দাঁড়াতে বেশ লাগে কি বল তুলি ?"
-"হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে, আমি তো রোজ আসি,এইখানে দাঁড়াই। জানো তো.............'
তুলি যে আরো কত কিছু বলে যাচ্ছে কোনো কোথায় কানে ঢুকছে না বাবাই-এর।
অবাক চোখে তুলির দিকে তাকিয়ে ওর কথা শুনছে।
একসময় বললো,
-"অনেকটা সময় আমরা ছাদে আছি,চল এবার নীচে যাই আমরা..তোকে দেখতে আসার বোধহয় সময় ও হয়ে গেল।"
সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবাই হঠাৎ তুলিকে বলে বসলো
-"গোলাপি শাড়িতে তোকে খুব মিষ্টি লাগছে রে"....
এটার জন্য একদমই তৈরী ছিল না তুলি। কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলো হাঁ করে,কিন্তু অজান্তেই ওর গালে পড়া লজ্জার লাল আভা বাবাই এর চোখ এড়ালো না।
সেদিন রাত্রি বেলা খাবার টেবিলে বসে তুলি স্বস্তির নিঃশ্বাস ফেললো,কারণ পাত্র-পক্ষ কোন এক অজ্ঞাত কারণে আসেনি।
কিন্তু মা ফোনে কিছুক্ষণ কথা বলে,ফিরে এসে পরিষ্কার জানিয়ে দিলো
-'ওনারা আসতে পারেননি বিশেষ কারণে,কিন্তু তুলিকে ওনারা চেনেন আর আমরাও ছেলেকে জানি,চিনি-তাই এই বিয়েটা হচ্ছে সামনের লগ্নেই....'
মায়ের পছন্দ করা ছেলেকেই ওকে বিয়ে করতে হবে। হাজার চেষ্টা করেও তুলি এই বিয়ে আটকাতে পারলো না.....
তুলির ভিজে চোখের সামনে একদিকে মায়ের দৃঢ় প্রতিজ্ঞ মুখ আর অন্যদিকে কানে ভাসতে লাগলো তার ছোটবেলার 'অবুঝ প্রেম' বাবাই দাদার‘তোকে খুব মিষ্টি লাগছে রে...’শেষ কথাটা।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(পাঁচ)
আজ তুলির বিয়ে। মায়ের ওপর অভিমানের বশে ও ছেলেটার ছবি একবারও দেখেনি,কোন কিছুই জানতে ও চায়নি,পুরোটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সে।
তবুও কেন জানিনা,এই কদিন (বাবাই দাকে দেখার পর) বাবাইয়ের জন্য তার খুব কষ্ট হচ্ছে।
মনের কোথাও যেন একটা অপ্রাপ্তি বাসা বাঁধছে তার।
সকাল থেকেই বাড়ি ভর্তি লোকজন,একের পর এক অনুষ্ঠান সম্পন্ন হলো। সন্ধেবেলা যথারীতি বর এলেন বিয়ে করতে।
তুলির বন্ধুরা এসে খবর দিলো বড় নাকি দারুন হ্যান্ডসাম পুরো হিরো..কিন্তু তাতে কি ? ও তো এই বিয়েটা নিজের ইচ্ছাই করছে না তাই ওর বর কেমন হলো!তাতে ওর কোনো ইন্টারেস্ট নেই।
বর বাবাজি এসে গেছেন তাই বিয়েও শুরু হয়ে গেছে।
এবার শুভদৃষ্টির পালা;পান পাতায় মুখ ঢেকে তুলি এসে পড়েছে মণ্ডপে। কত সবাই কত কথা বলছে হাসি,ঠাট্টা,হৈ হুলোড় কিন্তু এদিকে একজনের চোখের জল বাঁধ মানছে না আর ওপর দিকের মানুষটার সবুর সইছে না।
ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠলেন
-'এতো ভারি জ্বালা হলো,ও তুলি মা পান পাতাটা সরা মা। লগ্ন পেরিয়ে যাচ্ছে বিয়েটা সময় মতো শেষ হবে না যে এবার।'
কোনো উপায় না দেখে বর নিজেই মাঠে নামলো
-'ওই তুলি আমি আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো ? আমার তো পা ব্যথা করছে এবার...'
কথাটা শোনা মাত্রই পান পাতা ফেলে তুলিকে হাঁ করে বরের দিকে তাকাতে দেখে সবাই হো হো করে হেসে উঠলো। এরপর এক এক করে বিয়ে,কন্যা বিদায়,বৌভাত সব অনুষ্ঠান শেষ হয়ে গেল...
এইখানে বলে রাখি যদিও কন্যা বিদায়ের সময় তুলি খুব কেঁদেছিল কিন্তু শ্বশুরবাড়ি আসার পর থেকে ওকে দেখে মনেই হয়নি যে এই মেয়ে বিয়ে করবে না বলে গোঁ ধরেছিল।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(ছয়)
আজ ওদের ফুলশয্যা;খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর তার আরো শোভা বাড়িয়েছে আমাদের তুলি রানী। আকাশী বেনারসীতে আজ ওকে সত্যিই কোন পরীর থেকে কম লাগছে না।
কিন্তু সেই চঞ্চল ছটফটে মেয়েটা হঠাৎ করে এত চুপ হয়ে গেল কেন ? সেটাই ঠিক বোঝা যাচ্ছে না।
বিছানায় বসে অনেকক্ষণ ধরে এক ভাবে ওকে দেখে চলেছে ওর বর। মেয়েটা ঘুমিয়ে পড়লো না তো ?মুখ নামিয়ে কখন থেকে বসেই আছে।
হটাৎ করে বরটা বিনা ভূমিকায় বলে উঠলো
-'তুলি, তুই মাধ্যমিকে বাংলায় কত পেয়েছিলিস রে ?'
কথাটা শুনে তুলি এমন ভাবে চমকে উঠলো যেন মনে হলো ভূত,পেত্নী,ব্রহ্মদৈত সবাইকে একসাথে দেখে ফেলেছে ও।
-'মা...মা... মানে ?'
-'মানে মাধ্যমিকে বাংলা নামের যে সাবজেক্টটা থাকে,তাতে কত পেয়েছিলিস তুই ?'
-'দুটো মিলিয়ে একশো তিরিশ।'
-'হুম....তা তুই এত নাম্বার পেলি কি করে ? টুকলি করেছিলি নাকি রে ?'
-'না, মোটেও না। আমি ওসব করিনা। তুমি একদম বাজে কথা বলবে না বাবাই দাদা,আমি কিন্তু তাহলে মনি মাকে বলে দেবো।'
-'প্রথম কথা,তুই আমাকে দাদা ভাবলেও ঠিক এই মুহূর্তে আমি তোকে বনু ভাবতে পারছি না সরি।
দ্বিতীয় কথা,আজ রাত্রে আমি তোকে ঠিক কি কি বলেছি বা কি কি করেছি কাল সকালে সেগুলো যদি তুই মাকে শোনাতে যাসও আমি লিখে দিতে পারি মা সেটা শুনতে চাইবে না।
তাই তুই আমার সাথে কোন ভাবেও পেরে উঠবি না,তার চেয়ে এ দিকে আয় তোকে একটা জিনিস দেখাই। কি বলতো এটা ?'
-'একটা কাগজ তো।'
-'এই নে,হাতে নে;নিয়ে ভালো করে দ্যাখ দেখি চিনতে পারিস কিনা ?'
-'এটা তো.......'
-'মনে পড়েছে ?'
-'হুম, কিন্তু এতে এরকম লাল কালির দাগ দিয়ে আন্ডারলাইন করা আবার নাম্বার দেওয়া কেন ?'
-'এই চিঠিটা তুই অনেক ছোট্ট বেলায় আমাকে দিয়েছিলি,তখন তুই এতটাই ছোট ছিলি যে ভালোবাসা কাকে বলে সেটা বোঝার ক্ষমতা তোর ছিল না। তাই আমি তোকে সেদিন ফিরিয়ে দিয়েছিলাম।
সঠিক সময়ে আবার নিজের কাছে ফিরিয়ে নেবো বলে।
অনেক গুলো বছর অপেক্ষা করেছি তোর জন্য,প্রতিটা পদক্ষেপে নজর রেখে ছিলাম তোর ওপর যেখানেই ভুল পথে এগিয়েছিলিস আমি তোকে থামিয়ে দিয়ে ছিলাম;
হ্যাঁ এটা ঠিক তোকে কোনো দিনও বুঝতে দিইনি। কারণ আমি চাইনি তোর লেখাপড়ায় এর প্রভাব পড়ুক।'
-'আগে বলো তো,আমার যে অন্য কোথাও বিয়ে..অন্য কোথাও দেখতে আসা..এসব কি ছিল ?'
-'সবটা আমাদের দুই বাড়ির প্ল্যানিং ছিল বলতে পারিস। সবাই সব জানতো..তুই ছাড়া। তুই সত্যিই খুব বোকা!নইলে পাত্র পক্ষের দেখতে আসার দিন হুট করে এলাম আমরা আর পাত্র পক্ষ ও কি এক বিশেষ কারণে না এসেই বিয়ের দিন পাকা করে ফেললো....এ ব্যাপারে তোর মনে কোন সন্দেহই এলো না..অদ্ভুত!'
-'হুম আমি তো বোকা!তাই সবাই মিলে এই রকম ভাবে আমাকে বোকা বানালে'..
-'দূর পাগলী...'
-'আচ্ছা তুমি আমাকে সত্যিই এতটা ভালোবাসো ?'
-'হ্যাঁ, বাসি তো। আর বাসি বলেই তো সেদিন চিঠিটা তোকে ফেরত না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম।
একটা ঠিকঠাক সময় দেখে এই চিঠিটা তোর হাতে তুলে দেবো বলে..আর আজ সেই ঠিকঠাক সময়'....বাবাই,নতুন বউ তুলিকে কাছে টেনে নেয়।
এরপর বাকিটা বরং ওদের ব্যাক্তিগতই থাক।
আমরা বরং ওদেরকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে যে যার কাজে মন দিই......
-সমাপ্ত-
______________________________
The following 12 users Like ddey333's post:12 users Like ddey333's post
• Ahid3, anirban080, Baban, Bichitro, Boti babu, dirtysexlover, Enora, Maggots, raja05, samael, tintin095, WrickSarkar2020
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,067 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
ওমা কি মিষ্টি একটা গল্প.... সত্যিই বাবাই একটা ভালো কাজ করেছিল.. নইলে একটা ভুল হয়ে যেত কিন্তু আজ ওরা আবার একেঅপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে. শান্ত শিষ্ট ছেলে আর দুস্টু বকবক করা মিষ্টি মেয়ে...... বেস্ট কাপাল❤❤
লাইক রেপু added
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(20-07-2021, 08:52 PM)Baban Wrote: ওমা কি মিষ্টি একটা গল্প.... সত্যিই বাবাই একটা ভালো কাজ করেছিল.. নইলে একটা ভুল হয়ে যেত কিন্তু আজ ওরা আবার একেঅপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে. শান্ত শিষ্ট ছেলে আর দুস্টু বকবক করা মিষ্টি মেয়ে...... বেস্ট কাপাল❤❤
লাইক রেপু added
গল্পটা ঠিক মনে নেই কোথায় পেয়েছিলাম , অনেকদিন আগে ...
এই ফোরামে দেব কি দেব না ভাবছিলাম , অবশেষে দিয়েই দিলাম ... জানি দু তিন জন ছাড়া কারো পছন্দ হবে না এখানে এসব ...
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,067 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
পড়লাম। খুব সুন্দর ভালোবাসার গল্প। তবে বাসর রাতে বাবাইয়ের বলা কিছু কথার মানে বুঝলাম না। যেমন --- প্রতিটা পদক্ষেপে নজর রেখেছিলাম তোর উপর যেখানেই ভুল পথে এগিয়েছিলিস আমি তোকে থামিয়ে দিয়েছিলাম। এটার মানে কি?
❤❤❤
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(21-07-2021, 12:58 PM)satyakam Wrote: পড়লাম। খুব সুন্দর ভালোবাসার গল্প। তবে বাসর রাতে বাবাইয়ের বলা কিছু কথার মানে বুঝলাম না। যেমন --- প্রতিটা পদক্ষেপে নজর রেখেছিলাম তোর উপর যেখানেই ভুল পথে এগিয়েছিলিস আমি তোকে থামিয়ে দিয়েছিলাম। এটার মানে কি?
❤❤❤
কে জানে কি !!!
এমনি ভাট মারছিলো হয়তো , নতুন বৌকে ইমপ্রেস করার জন্য ....
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
•
Posts: 10
Threads: 0
Likes Received: 5 in 5 posts
Likes Given: 1
Joined: May 2019
Reputation:
0
খুব সুন্দর একটা গল্প। আরো থাকলে প্লীজ পোস্ট করুন।
Posts: 95
Threads: 0
Likes Received: 76 in 43 posts
Likes Given: 136
Joined: Dec 2020
Reputation:
5
•
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
অন্তত কিছু পাঠকের পছন্দ হয়েছে দেখে ভালো লাগলো ..
সবাইকে ধন্যবাদ
•
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,067 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
22-07-2021, 11:55 AM
Ddey দাদা আপনার কাছে কি অনুলীনা গল্পটি আছে? আপনি হয়তো পড়েছেন গল্পটি. খুবই মিষ্টি একটা প্রেমের গল্প যার শেষটা....... যাইহোক... যদি আপনার সংগ্রহে থাকে বা কখনো খোঁজ পান তাহলে এখানে পোস্ট করলে খুব ভালো হয়.সত্যিই একটা মন কাড়া গল্প ❤
আর হ্যা আপনি আমার নন ইরোটিক শেষ পড়েছিলেন আমার একলা আকাশ. আপনিই প্রথম কমেন্ট করেছিলেন ওটা পড়ে ❤
আপনার ভালো লেগেছিলো. তারপর আরও একটা লিখেছিলাম. Respect বলে.... একটি হিন্দি শর্ট স্টোরি. অনেক আগের লেখা তাও এখানে পোস্ট করেছি. ওটাও সময় পেলে পড়ে দেখবেন. আশা করি ভালো লাগবে ❤
ওই কিছু কথা ছিল মনে থ্রেডেই আছে সেটি.
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
(22-07-2021, 11:55 AM)Baban Wrote: Ddey দাদা আপনার কাছে কি অনুলীনা গল্পটি আছে? আপনি হয়তো পড়েছেন গল্পটি. খুবই মিষ্টি একটা প্রেমের গল্প যার শেষটা....... যাইহোক... যদি আপনার সংগ্রহে থাকে বা কখনো খোঁজ পান তাহলে এখানে পোস্ট করলে খুব ভালো হয়.সত্যিই একটা মন কাড়া গল্প ❤
আর হ্যা আপনি আমার নন ইরোটিক শেষ পড়েছিলেন আমার একলা আকাশ. আপনিই প্রথম কমেন্ট করেছিলেন ওটা পড়ে ❤
আপনার ভালো লেগেছিলো. তারপর আরও একটা লিখেছিলাম. Respect বলে.... একটি হিন্দি শর্ট স্টোরি. অনেক আগের লেখা তাও এখানে পোস্ট করেছি. ওটাও সময় পেলে পড়ে দেখবেন. আশা করি ভালো লাগবে ❤
ওই কিছু কথা ছিল মনে থ্রেডেই আছে সেটি.
এখানে একটা কথা খোলসা করার দরকার আছে ...
আসলে আমার নিজের কাছে কোনো গল্পই নেই বা ছিলোনা কোনোদিন সংগ্রহে ...
এখানে প্রায় ৭৫ গুলো গল্প যেগুলো এখন অবধি পোস্ট করেছি বা আরো করবো , সবই কিন্তু পুরোনো Xossip এর ওয়েব আর্কাইভ থেকে রিট্রিভ করা !!!!!
তমাল ঘোষের "অনুলিনা" আমারও অন্যতম প্রিয় মিষ্টি প্রেম কাহিনীগুলোর মধ্যে একটা , যদিও শেষটা একদম পছন্দ হয়নি , কারোরই হয়নি আসলে ...
গল্পটা খুঁজে তো পেয়েছি , কিন্তু অর্ধেকটার বেশি উদ্ধার করা যায়নি এখনো ... আদৌ করা যাবে কিনা কোনোদিন আমি নিজেও জানিনা ...
তাই জেনেশুনে একটা অসম্পূর্ণ গল্প দিতে চাচ্ছিনা এখানে আপাতত ... দেখা যাক কি হয় ..
RESPECT পড়ছি একটু পরে ....
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,410 in 27,674 posts
Likes Given: 23,734
Joined: Feb 2019
Reputation:
3,261
অনুলীনা:
অনুপম আজ কিছুতেই ঘুমতে পারছে না । সেই হরিণ নয়নার কথা বার বার তার মনে পড়ছে । সেই ডাগর ডাগর চোখ দুটি তার মনের দর্পণে ভেসে উঠছে । আগে অফিসে মেয়েটাকে দেখে তার মনে কোনরকম দাগ কাটেনি । তাকে অন্য সকলের মতোই মনে হয়েছে । আধুনিক মেয়েরা যেমন হয় সেরকমই একটা মেয়ে । আলাদা করে চোখে পড়ার মতো কিছু লক্ষ্য করেনি । কিন্তু আজ সে লীনার মধ্যে যেন অন্য এক মেয়েকে দেখল । নতুন কিছুকে জানার প্রবল আগ্রহ । লীনার ভেতরে নিশ্চয়ই অন্য একটা মেয়ে বাস করে যেটা বাইরে থেকে সবাই বুঝতে পারে না । তা নাহলে এইরকম এক পরিবেশে, যা তার পরিচিত জগতের বাইরে, সে যে আচরণ করেছে তা আজকের আধুনিকাদের কাছে তো আশা করা যায় না । কত আগ্রহ নিয়ে সব কিছু শুনছিল । মেয়েটা যেন ধীরে ধীরে তার হৃদয়ে প্রবেশ করছে । কখনো কখনো তার অবচেতন মনে যে নারীমূর্তির ছবি উঠে এসেছে তার সাথে লীনার সবকিছু কি মিলে যাবে ? লীনাই কি তার মনের সেই সুপ্ত বাসনা, যা সে অনেক বছর ধরে লালন-পালন করছে ? কিন্তু লীনার একটুকু অংশই সে দেখেছে, তাতে এই সিদ্ধান্তে আশা দূরহ । লীনাকে আরো জানতে হবে ।
কিন্তু লীনার চোখের দিকে তাকালে তার বিচার শক্তি যে হারিয়ে যায় । ঐ নিষ্পাপ মুখটা কোন কিছু ভাবার অবকাশ দেয় না । ইচ্ছা ক’রে সদ্য ফোটা ঐ গোলাপটা দুহাত দিয়ে তুলে ধরতে । এরই নাম কি প্রেম, যেখানে কোন বিচার চলে না, সামাজিক বাধা তাকে আটকাতে পারে না, সবার থেকে আলাদা হয়ে দুজনে হারিয়ে যেতে ইচ্ছা করে দূরে-বহুদূরে ...
এই অবধি উদ্ধার হয়েছে , বাকিটার জন্য লড়াই জারি আছে ....
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,067 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
আরকাইভ থেকে রিট্রিভ করা নিজেই একটা সাংঘাতিক ব্যাপার..... ক্যালেন্ডার খুঁজে খুঁজে বাবারে!! তাই একদমই জোর করবোনা আর.... যদি পুরোপুরি ফিরে পান তখন দেবেন.. সত্যি শেষটা কেন এমন হলো.... ওর কি দোষ ছিল? ওই সিদ্ধান্ত নেওয়া মোটেই উচিত হয়নি ওর. অনুপম ওকে খুব ভালোবাসতো.. কেন যে তখন সেভ করে রাখিনি ঐসব গল্পগুলো. ❤❤
Posts: 3,682
Threads: 14
Likes Received: 2,558 in 1,403 posts
Likes Given: 2,044
Joined: Apr 2021
Reputation:
530
এই অনুলীনা গল্পটা কি ট্রাজিক?
ট্রাজিক হলে এক লাইনও পড়বো না। পড়তে ভালো লাগে না বিয়োগান্তক কাহিনী।
❤❤❤
|