Thread Rating:
  • 38 Vote(s) - 3.03 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ভুল by avi5774 completed
#81
কোর্ট থেকে বেরিয়ে মনে হোলো কেমন বিচ্ছিরি রিএক্ট করলাম। বাংলা সিনেমার গরিব নায়কের মতন। বড়লোকের মেয়েকে বিয়ে করে সেটা বিচ্ছেদের পথে, আর নায়ক তার রাগি কিন্তু ছোটলোক ইমেজ বজায় রাখলো, নায়িকাকে মা বাবার সামনে বেইজ্জত করে। কিন্তু সিনেমার শেষে তো নায়ক নায়িকার মিল হয়, মেরা কেয়া হোগা। পিকচার তো খতম হো চুকে হ্যায়।

আবার নতুন ডেট পেলাম। সেই মহিলা জাজ। আজ ওই উকিলকে ভিতরে থাকতে দেয়নি উনি। এদের ও দল হাল্কা আজকে। শুধু রাজুর বাপ এসেছে। তাও উদাস থাকার চেষ্টা করছে। ধন্য মা বাপ এরা। ছেলের বায়না মেটাতে কিই না করছে।
আমি জানি তুলি কিছু বলবে না। তাই আমিই বলে গেলাম।
কিন্তু আটকে গেলাম পিয়ালের দাবিতে।
আইন অনুযায়ি নাবালক সন্তান মায়ের কাছে থাকবে, মা অন্য বিয়ে করা না পর্যন্ত সন্তান আর মায়ের দায়িত্ব বাপের।
শুরু হোলো টানাপোরেন। আমি বাঁধা দিলাম। বললাম ‘সন্তান জন্মে বাবার যেমন ভাগ আছে, সেরকম ছেলেকে কাছে পাওয়ার দাবিও আমার আছে। আমি কেন বঞ্চিত হবো?
তুলি এই প্রথম মুখ খুললো ‘না ছেলে আমার কাছে থাকবে তাহলে ভালো থাকবে’
-আমার কাছে কেন ভালো থাকবে না? ছেলের মা তো আরেকবার বিয়ে করবে, তখন সেই ঘরের সন্তান হলে একে কে দেখবে?
-আমি অন্য বিয়ে করবো না।
-সেটা তর্কের খাতিরে বলা হচ্ছে, কিন্তু সত্যি না। সবাই এই বিচ্ছেদের দিকে তাকিয়ে আছে, ওর হবু শশুর মশাই বাইরেই দারিয়ে আছে ছেলের জন্যে সোনার হরিন খাঁচায় পুরবে বলে, নাহলে কার ঠেকা পরেছে, জানা নেই শোনা নেই অন্যের মেয়ের বিবাহ বিচ্ছেদ করানোর জন্যে, তাকে অবৈধ ভাবে নিজেদের বাড়িতে আশ্রয় দিতে।’
-দেখুন মিঃ মুখার্জি, আইনতঃ শিশু সন্তানের প্রধান দাবিদার তার মা, কারন শিশু বলে তাদের ইচ্ছে অনিচ্ছের কথা কোর্ট শোনেনা, সেটাও এই কারনেই যে ওরা ভালো মন্দ বোঝেনা। আইনগত ভাবে আমরা একটা কথা বলতে পারি যে আপনার সাথে ওর সপ্তাহে বা মাসে একবার করে দেখা করার কথা।
-সেটা ঠিক আছে আমি আদালতের নির্দেশ মেনে নিলাম, কিন্তু ওর যখন বিয়ে হয়ে যাবে, ও কি সেই মা হয়ে থাকতে পারবে?
তুলি ঝাজিয়ে উঠলো ‘সেটা যখন হবে তখন দেখা যাবে? দরকার হলে ওকে বোর্ডিং কলেজে দিয়ে দেওয়া হবে? কিন্তু পরে কি হবে সেটা এখানে আলোচ্য না।’
-উনি ঠিক বলেছেন, সেরকম কিছু হলে আপনি ভবিষ্যতে আবার এপিল করতে পারেন ছেলেকে নিজের কাছে রাখবেন বলে, আদালত এখন এই ব্যাপারে কোন সিদ্ধান্ত দিতে পারবেনা। বড় জোর সপ্তাহে বা মাসে একবার দেখা করার সুযোগ করে দিতে পারা যেতে পারে, সেই সু্যোগ রয়েছে।

আমি টেবিলের ওপরই মাথা ঝুকিয়ে দিলাম। আটকাতে পারলাম না কেঁদে দিলাম। বাইরের জগত এই প্রথম আমার চোখের জল দেখতে পেলো।
-নিজেকে ঠিক রাখুন মিঃ মুখার্জি, এখনো বেশ কিছু কাজ বাকি আছে।
আমি নিজেকে গুছিয়ে নিলাম। চোখের জল মুছে নিয়ে বললাম ‘দিন কাগজ দিন কোথায় সই করতে হবে বলুন?’
সই করতে করতেই জাজ বললেন, পুরো ফরমালিটী সম্পুর্ন হোতে বেশ কিছুদিন সময় লাগবে। আপনাদের উকিল কে বলবেন খোঁজ রাখতে। ওরা জানে কি করতে হয়।
-এর মাঝে কি আমি আমার ছেলের সাথে দেখা করতে পারবো?
-হ্যাঁ হ্যাঁ কেন পারবেন না। নিশ্চয় পারবেন।
-সেটা কি আমি ওকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবো?
-সেটা আপনারা ঠিক করে নিন নিজেদের মধ্যে। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনি যদি দেখা করতে না পারেন তাহলে আবার আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে।
-দয়া করে আমার প্রাক্তন ম্যাডাম কে বলে দিন যেন আমার সাথে ছেলের একটু দেখা করতে দেয়, আর কোথায় যাবো ওকে দেখতে বা আনতে সেই ঠিকানা যদি দেয়।
-নিশ্চয় দেবেন, দেবেন না কেন? এরকম ভাবছেন কেন? আনি যেমন বাবা, উনিও তো মা। কি দেবেন না নাকি।
তুলি চুপ করেই রইলো। চোখে অদ্ভুত শুন্যতা।

আমি এগিয়ে গেলাম ওদের তিনজন কে ফেলে। চারিদিকে কেমন শুন্যতা। বাবা আবার চলে গেছে বাইরে। কবে ফিরবে কোন ঠিক নেই। আবার চারদেওয়ালের মাঝে বন্দি আমি। নাঃ কাল থেকে অফিস শুরু করবো। এই নিস্তব্ধতা আমি আর সহ্য করতে পারছিনা।

মনের মধ্যে থেকে এই ব্যাপার টা ঝাঁটা দিয়ে তাড়াতে হবে। ভুল করেছি শাস্তি পেয়েছি। মানুষের জীবন সবসময় একই খাতে বয়ে চলেনা। আবার আমাকে জিবনে ফিরতে হবে।
কোথায় জীবন, এই মনের জোর খুব ক্ষণস্থায়ী। আবার স্বজনহারা আমির হাহাকার চারিদিকে প্রতিফলিত থাকলো। হেরে গেলাম আমি। সাজানো ফুলের বাগানে কার নজর পরলো যে আমি এখন সর্বহারা।
পিয়াল কে দেখতে যাওয়ার দিন এখন আমার বাঁচার প্রেরনা। কিন্তু ওখান থেকে আগের দিনই খবর এলো পিয়ালের খুব জ্বর ও দেখা করার সুযোগ পাবেনা। সুস্থ হলে আমাকে খবর দেওয়া হবে।
এভাবে দুতিন বার প্রত্যাখাত হওয়ার পরে ওদের ডেরাতেই হানা দেবো ঠিক করলাম। ল্যাংটার নেই বাটপারের ভয়।
সিকিওরিটী আর আমার কাছে কি এমন ব্যাপার। কুড়ি টাকা করে গুজে দিলাম, বললাম, বন্ধু, গিয়ে চমকে দেবো তাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছি।
অনেক বড় যায়গা বাড়ীতে। ধিরে ধিরে আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। পিয়ালের আওয়াজ পাচ্ছি। প্রচন্ড খেলছে। দস্যিপনা করে বেরাচ্ছে। আমাকে দেখে কি করবে কি জানি। কারা মনে হয় আসছে।
একটু লুকিয়ে পরলাম। লুকানোর অনেক জায়গা।
সুমতিদি মনে হোলো কাজের লোকের টিমটা লিড করছে।
-কি দস্যি ছেলেরে বাবা। চুলের মুঠি ধরে কেমন টান দিলো দেখলি। মা বাপের ছারাছারি হয়ে গেলো কোন বিকার নেই। বাব্বাঃ যে পারে সে খেলুক ওর সাথে। আর ওর মাকে দেখেছিস, এখন থেকে শাড়ি গয়না পছন্দ করতে শুরু করে দিয়েছে। সেই কবে বিয়ে তার ঠিক নেই। কেউ বলবে বর ছেরে দিয়েছে, এক বাচ্চার মা। কোন বিকার আছে...।
দলটা ধিরে ধিরে মিলিয়ে গেলো। পিয়ালের আওয়াজে গম গম করছে বাড়ি।
আমি শব্দের উৎসের সন্ধানে আস্তে আস্তে পৌছে গেলাম গন্তব্যে। দরজা ঠেললেই পিয়াল কে দেখতে পাবো।
মুখোমুখি হোলাম তুলির। সেই ঘরে তুলিও রয়েছে। হাতে একটা বিদেশি মেয়েদের ম্যাগাজিন, সম্ভবত রুপ চর্চার। নতুন জীবন শুরুর প্রস্তুতি চলছে।
-তুমি? তুমি এখানে কেন?
-আমি পিয়াল কে দেখতে এসেছি। তোমাকে না।
-এ ভাবে চোরের মতন? কেউ তো খবর দেয়নি?
পিয়াল ফুটবলে লাথি মারা থামিয়ে আমাকে আর তুলিকে দেখছে। আমি ওর দিকে এগিয়ে গেলাম। তুলি বলে উঠলো। ‘দাড়াও ও সুস্থ না, তোমাকে বলা হয়েছে আগেই’
-ও সুস্থ কি অসুস্থ সেটা তো আমি দেখতে পাচ্ছি। কোর্ট থেকে তো বলেইছে যে আমার দেখার অধিকার আছে।
-সেটা এভাবে চোরের মতন না।
-চোরের মতন?
-না তো কি?
- কি বলছো তুমি তুলি?
-আমাকে তুমি নাম ধরে ডাকবে না। সেই অধিকার তোমার নেই। আর শুনে রাখো আমরা কাগজ হাতে পেয়ে গেছি। গতকালই।
-আমিতো পাইনি।
-সেটা তো আমি বলতে পারবো না।
-তুলি আমি তো তোমাকে আটকাইনি, শুধু পিয়াল কে দেখতে চেয়েছি। সেই অধিকার তো কোর্ট আমাকে দিয়েছেই কিন্তু এছারাও তো আমার একটা অধিকার আছে।
-চুপ করো তুমি? অধিকার ফলাতে এসোনা। তুলি দুহাত দিয়ে মুখ ঢাকল।
পিয়াল দৌড়ে তুলির কাছে চলে গেলো। ‘মা মা কাঁদছো কেন? বাপিটা সত্যি পঁচা, খালি তোমাকে কাঁদায় তাই না? যাও আমি গেট আউট করে দিচ্ছি। গেট আউট গেট আউট গেট আউট।’
ঝাপ্সা চোখে বেরিয়ে আসছি। পা টলমল করছে। মাথা ঘুরছে। মাথা ঘুরে ওই সর্পিল রাস্তায় পরে গেলাম জ্ঞ্যান হারিয়ে।
জ্ঞ্যান ফিরলো যখন তখন দেখি সরকারি হাস্পাতালের বেডে। ভালো করে খেয়াল করে দেখি হাতে হাতকড়া।
হাল্কা মনে পরছে, পিয়ালের গলা তন্দ্রার মধ্যেই পাচ্ছিলাম ‘মা দেখো বাবা দুষ্টূ করেছে বলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবার মজা টের পাবে, আর তোমাকে কাঁদাবে না’ সত্যি কি শুনেছিলাম?
কয়েকদিন পরে জামিন পেয়ে বাড়ি যখন ফিরলাম, দেখলাম অফিস থেকে চিঠি এসেছে। চুরির দায়ে অভিযুক্ত অভিষেক মুখার্জি বহিষ্কৃত। সল্টলেকের গুপ্তা ম্যানশানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরা অপরাধি। বহুমুল্য দ্রব্য উদ্ধার হয়েছে আমার থেকে।
কোন শর্তেই বেরোনোর ইচ্ছে ছিলোনা আমার, ভেবেছিলাম ভালোই তো এখানেই থেকে যায়। দাগি অপরাধিদের সাথে থেকে যদি কিছু সেখা যায় এই লাইনে।
কিন্তু বাবা কিভাবে খবর পেয়ে কাকে ফোনটোন করে আমাকে ছারিয়ে দিলো। আমার সাথে ফোনে কথা হোলো বাবার। আমি সব খুলে বললাম।
আমাকে উপদেশ দিলেন এইভাবে নিজের জীবন শেষ না করতে। জীবন অনেক পরিক্ষা নেবে আমার থেকে।
আমি কোথায় শেষ করছি। কিন্তু এখন কি করবো। লড়তে পারি। সুনাম চাকরি অনায়াসে ফিরে পেতে পারি। রাজুদের শিল্পর নামে ফোলানো বেলুনটা ফট করে ফাটিয়ে দিতে পারি। কারন রাজ্যের দেশের অনেক দণ্ডমুণ্ডের অধিকর্তাদের আমি কাকু বা জেঠু ডাকি।
কিন্তু কেন করবো। আমি তো শাস্তি পেতে চাই। আমার উচিৎ নির্বাসনে যাওয়া।
তাই আসবাবপত্র সব পরিস্কার করে চাদর দিয়ে ঢেকে, শেষ বারের মতন ইন্টারনেট খুললাম। চেন আমার পুরানো চিনা বন্ধু ওর সাথে যোগাযোগ করলাম।
ভিসা পেতে কয়েকদিন সময় লাগলো।
এই সুযোগে ঘরের থেকে পিয়াল আর তুলির সমস্ত স্মৃতি মুছে ফেললাম। রাগে নয়। যাতে করে এই স্মৃতি ওদের ভবিষ্যতের কাঁটা হয়ে না দাঁড়ায়।
সেই উকিলের সাথে দেখা হোলো। অনেক ক্ষমা চাইলো সব কিছুর জন্যে। ঠাড়েঠোড়ে তুলি আর রাজুর রেজিস্ট্রির দায়িত্বও যে ও পেয়েছে সেটা জানিয়ে দিলো।
আমি এখন এসব কিছুর উর্ধ্বে। আমি স্বেচ্ছা নির্বাসনে চললাম। বাবাকে বলেছি খোঁজ কোরোনা। হয়তো এ জিবনে আর দেখা হবেনা। আর যদি হয় সেটা আমাদের পরম আনন্দের দিন হবে। সেদিন তুমি তোমার বিশুদ্ধ ছেলেকে পাবে। সেদিন হয়তো আমাদের জিবনে আর ফিরে আসবেনা। তবুও এক সন্তানহারা পিতা কি আরেক পিতাকে দুঃখ দিতে পারে।

এই বলে আমি আমার সুদির্ঘ্য বক্তব্য শেষ করলাম।
[+] 2 users Like manas's post
Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82
মাত্র অর্দ্ধেক পড়েছি। পুরোটা পড়ে রিপ্লাই দিতে গেলে দেরী হয়ে যাবে, তাই রিপ্লাইটা দিয়েই নিলাম। চমৎকার লেখা। এটা কোনো চটি গল্প নয়। অনেকটা রহস্যপোন্যাসের মতোই মনে হয়েছে আমার কাছে। জীবনের ঘাত-প্রতিঘাতের মতো সামাজিক বিষয়ের সাথে প্রেমের সংমিশ্রণের কারনে এটাকে ড়োমান্টিক উপন্যাসও বলা যেতে পারে। বলা যেতে পারে কি? যতোটুকু পড়লাম তাতে তো বরং এটাকে রোমান্টিক উপন্যাস বলাই যেতে পারে। গল্পের শুরুতেই বলে দেয়া হয়েছিলো এটি একটি সত্য ঘটনার গল্পায়ন। আর যেভাবে ভুমিকা করে শুরু হয়েছে তাতে এর শেষ পরিণতি যে বেশ দুঃখজনক হবে সেটা বলাই বাহুল্য। যদিও বিয়োগান্তক কোন গল্প পড়তে আমার খুব একটা ভালো লাগে না, তথাপিও এই উপন্যাস থেকে আমি বের হতে পারছি না। এতোই চমৎকারভাবে গল্পকে এগিয়ে নেয়া হয়েছে যে অদৃশ্য এক চুম্বকের টানে যেনো আমি বার বার এই গল্পে ফিরে আসছি আর বুঁদ থাকছি গল্পের কাহিনীতে... 
মূল লেখককে অনেক অনেক ধন্যবাদ। 
গল্প শেষে আবারো মন্তব্য লিখবো সেই প্রত্যাশায়...  
Like Reply
#83
অবশেষে অনেক কস্টে উপন্যাসটা শেষ করতে পেরেছি। বাকি অর্দ্ধেকটা পড়তে যে এতোটা সময় লাগবে শুরুতে ভাবতেই পারিনি। আসলে উপন্যাসের মাঝ থেকে পড়তে বসলেই গ্লার কাছে একটা দমআটকানো অনুভুতি হতো। যার কারনে অল্প অল্প করে পড়ার কোনো বিকল্প ছিলো না। শেষের কতোটুকু পড়ার সময় তো মনেই হয়েছিলো আর পড়বো না। কিন্তু শেষ পর্যন্ত প্রচন্ড কোতুহলের কাছে হেরে গিয়েই সাম্ন্য সাম্ন্য করে শেষ করে নিয়েছি উপন্যাসটা। এখন মনে হচ্ছে উপন্যাসটা পড়তে শুরু করাটাই আমার ঠিক হয়নি। আমি সাধারণত যেসব গল্পের শেষে "অবশেষে তারা সূখে শান্তিতে বসবাস করতে লাগলো " টাইপের সমাপ্তি হয় সেসব গল্প পড়তে ভালোবাসি। বিচ্ছেদ আমার একেবারেই সহ্য হয় না। চোখ জ্বলা করে কান্নায় বুক ভারি হয়ে থাকবে গল্প পড়ার পরও দীর্ঘদিন এটা আমি চাই না বলেই এমন গল্প এড়িয়ে যাই। আর লেখক মশাই পারেনও বটে, একেবারে মনের সব আবেগ উথলে উঠার মতো করেই এটা লিখেছেন। এখন শুধু মন থেকে বার বার কামনা করছি অভি যেনো চায়না থেকে ফিরে এসে সব কিছু আগের মতো করে নেয়। তার করার অনেক সুযোগ আছে। কখনো যদি সে ফিরে এসে সব আগের মতো করে নেয়, আমার থেকে খুশী আর কেউ হবে না...  
[+] 1 user Likes arn43's post
Like Reply
#84
অসাধারণ। এ গল্প একবার পড়ে ভুলে যাবার নয়। কিছু কিছু এমন গল্প পাওয়া যায় বারবার পড়তে ইচ্ছা করে। এইটাও সেই ধরণের গল্প। মোবাইলে সেভ করে রাখলাম পরে বারবার পড়ব বলে।
Like Reply
#85
এই গল্পের অনুসরণে ভূল পার্ট ২ লেখলে খুব ভাল হয়।
[+] 1 user Likes Lucky sk's post
Like Reply
#86
অনেক অনেক ধন্যবাদ গল্পটি এখানে পোস্ট করবার জন্যে! গসিপ এর সাথে সাথে এই অসাধারণ গল্পগুলো হারিয়ে গিয়েছিল। তবে, তা যে আবার ফেরত এসেছে, তাতেই বড্ড ভাল লাগছে! মানসদা, অসংখ্য ধন্যবাদ তোমায়! 
Like Reply
#87
দাদা কি আর বলব..এক কথায় অসাধারণ বললেও কম হয়ে যাবে..আজ ২ দিন সারা রাত জেগে আপনার এই মহান দানটুকু উপভোগ করলাম..এই দুই দিন আর কিছু ভাবতে পারিনি..মনটা অভির জন্য দোলাচলে ছিল কাল সারাদিন
কিন্তু দাদা শেষটা মেনে নিতে পারছি না, খুব কষ্ট হচ্ছে,,মনে হচ্ছে আমি অভি.. এ কষ্ট আমার..দাদা কান্না পেয়ে যাচ্ছে
দাদা এই কষ্টে এখন আপনিই ভরসা
দয়া করে কষ্ট করে সময় বের করে আমাদের মত অধমদের জন্য ভুল -২ নিয়ে আসার আকুল আবেদন রইল...যেখানে ভুল হবে তুলির আর অভি করবে বাজিমাত..
দাদা রাজু আর ওর গান্ডু বাপটার কেলানে হাসি যেন চিরদিনের মতো বিলিন হয়ে যায় রাজুর বাপের বৌটা যেন রাজুর সামনে হাসিমুখে অভির গাদন খায়..
কিছু একটা করুন দাদা অভির কষ্ট নিজের মধ্যে নিয়ে নিয়েছি এমন কিছু না হলে যে আর মনে শান্তি পাচ্ছি না দাদা..দাদা এই অধমের কথাটা একটু ভাববেন দয়া করে..অপেক্ষায় থাকলাম দাদা
Like Reply
#88
দাদা শেষটা মানতে পারছিনা।।।।।।। অভিকে ফিরতেই হবে
[+] 1 user Likes bk1995's post
Like Reply
#89
এই লেখক avi5774 কে যদি কেউ এই ফোরামে ডেকে আনতে পারেন তাহলে চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকবো ...
এডমিনরা একটু চেষ্টা করে খুঁজে দেখুন দয়া করে !!

Namaskar Namaskar Namaskar Namaskar

এর লেখা আরেকটি উপন্যাস ছিল , হোম ডেলিভারি ....  
Like Reply
#90
https://xossipy.com/thread-10479.html?hi...0%E0%A6%BF
Like Reply
#91
(21-04-2021, 10:43 AM)ddey333 Wrote: এই লেখক avi5774 কে যদি কেউ এই ফোরামে ডেকে আনতে পারেন তাহলে চিরকাল তার কাছে কৃতজ্ঞ থাকবো ...
এডমিনরা একটু চেষ্টা করে খুঁজে দেখুন দয়া করে !!

Namaskar Namaskar Namaskar Namaskar

এর লেখা আরেকটি উপন্যাস ছিল , হোম ডেলিভারি ....  
"অভি" নামটা আসলে পিনুদার ভালোবাসার রাজপ্রাসাদের কথা স্মরণে আসে। সেও তো কিছু ভুলের জন্য পরীকে কতগুলো বছরের জন্য হারিয়ে ফেলেছিল...

আর এই অভি তো একেবারে নিঃস্ব প্রায়। যতই ভুল, অপরাধ করুক না কেন যেন অভির নির্বাসনটা মেনে নিতে পারছিলাম না... একটা চাপা নিঃশ্বাস লুকিয়ে থাকবে এই গল্পটার জন্য
[+] 1 user Likes Suntzu's post
Like Reply
#92
(23-04-2021, 11:46 PM)Suntzu Wrote: "অভি" নামটা আসলে পিনুদার ভালোবাসার রাজপ্রাসাদের কথা স্মরণে আসে। সেও তো কিছু ভুলের জন্য পরীকে কতগুলো বছরের জন্য হারিয়ে ফেলেছিল...

আর এই অভি তো একেবারে নিঃস্ব প্রায়। যতই ভুল, অপরাধ করুক না কেন যেন অভির নির্বাসনটা মেনে নিতে পারছিলাম না... একটা চাপা নিঃশ্বাস লুকিয়ে থাকবে এই গল্পটার জন্য

Pori k to paini abhi pinuda r lekha te......duto golpo porechi.......acha ami English gulo porini....okhane ki alada plot ache
Like Reply
#93
এই গল্পটার এইভাবে শেষ, মানতে পারছি না।
Like Reply
#94
ওফ! অসাধারণ ।।
[+] 1 user Likes BeingSRKian's post
Like Reply
#95
brother, its amazing story. pls make a good ending. its request
Like Reply
#96
Monta venge chor chor hoye gelo lekhok ra amon golpo ki vabe je lekhe
Like Reply
#97
এখানেই কি শেষ।
Like Reply
#98
(02-07-2022, 02:33 PM)Arpon Saha Wrote: এখানেই কি শেষ।

শেষটা খুবই কষ্টের ছিল , কিন্তু লেখক এখানেই শেষ করেছিলেন ....
Like Reply
#99
এই গল্প/উপন্যাসটা সত্যিই মনে দাগ কাটার মতো একটা গল্প।গল্পের সমাপ্তিটা এভাবে হবে ভাবতেই পারিনি।তুলি তো পিয়ালকে নিয়ে একা আলাদাও থাকতে পারতো নতুন করে আবার বিয়ে করার কি দরকার ছিলো? তাহলেও তো হতো।অভিকে এমন নিষ্ঠুর শাস্তি দেওয়ার জন্যই কি তুলির এই সিদ্ধান্ত?যাইহোক,অভির শাস্তিটা একটু বেশি-ই হয়ে গেলো।
Like Reply
(06-07-2022, 12:25 AM)muntasir0102 Wrote: এই গল্প/উপন্যাসটা সত্যিই মনে দাগ কাটার মতো একটা গল্প।গল্পের সমাপ্তিটা এভাবে হবে ভাবতেই পারিনি।তুলি তো পিয়ালকে নিয়ে একা আলাদাও থাকতে পারতো নতুন করে আবার বিয়ে করার কি দরকার ছিলো? তাহলেও তো হতো।অভিকে এমন নিষ্ঠুর শাস্তি দেওয়ার জন্যই কি তুলির এই সিদ্ধান্ত?যাইহোক,অভির শাস্তিটা একটু বেশি-ই হয়ে গেলো।

আমার মনে হয় একটা বেশ নিষ্ঠুর শাস্তি প্রাপ্য ছিল অভির , জেনেশুনে একটার পর একটা ভুল করে যাচ্ছিলো ও , তবে শেষে বিচ্ছেদটা যে এরকম পুরো পাকাপাকিভাবে হয়ে যাবে সেটা অন্য সবার মতো আমারও ভালো লাগেনি ...
Like Reply




Users browsing this thread: 7 Guest(s)