13-02-2021, 03:09 PM
(This post was last modified: 13-02-2021, 03:23 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
Indian Private Cams | Porn Videos: Recently Featured XXXX | Most Popular Videos | Latest Videos | Indian porn sites Sex Stories: english sex stories | tamil sex stories | malayalam sex stories | telugu sex stories | hindi sex stories | punjabi sex stories | bengali sex stories
Romance সুপ্তির সন্ধানে
|
13-02-2021, 03:53 PM
Dada akon sorir tik ache ? Jor komeche ? Akon aktu sabdhane thakben .. sorir akon aktu durbol thakbe ...
13-02-2021, 06:32 PM
(13-02-2021, 03:53 PM)dreampriya Wrote: Dada akon sorir tik ache ? Jor komeche ? Akon aktu sabdhane thakben .. sorir akon aktu durbol thakbe ... আপনার দাদা এখন ভালো আছে I তবে ওই জিনিস টা চিরদিনই অত্যন্ত দুর্বল I
তোমাকে খুঁজে বেড়াই
13-02-2021, 06:36 PM
(12-02-2021, 11:44 AM)Nilpori Wrote:অসাধারণ.... উঁচু মানের আর্ট I ভীষণ ভালো এঁকেছেন I গল্পের সাথে সাথে এমন আর্ট...... এটা অতিরিক্ত পাওয়া I
তোমাকে খুঁজে বেড়াই
13-02-2021, 06:39 PM
(12-02-2021, 12:10 PM)Nilpori Wrote: এত পুরো যাকে বলে আর কি ওই, আর কি.......ভাগ্য দরকার এমন সুন্দর উত্তর পাওয়ার জন্য......
তোমাকে খুঁজে বেড়াই
13-02-2021, 07:06 PM
13-02-2021, 07:09 PM
13-02-2021, 07:15 PM
13-02-2021, 07:24 PM
13-02-2021, 09:23 PM
(13-02-2021, 06:36 PM)Rajdip123 Wrote: অসাধারণ.... উঁচু মানের আর্ট I ভীষণ ভালো এঁকেছেন I গল্পের সাথে সাথে এমন আর্ট...... এটা অতিরিক্ত পাওয়া I আপনাদের ভাল লাগাটাই আমার চেষ্টা র পুরস্কার।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
13-02-2021, 09:26 PM
(13-02-2021, 06:39 PM)Rajdip123 Wrote: ভাগ্য দরকার এমন সুন্দর উত্তর পাওয়ার জন্য...... এমা না না এমন কথা বলবেন না। ভাগ্য বরঞ্চ আমার ই ভালো যে, ওনাদের মন্তব্যে, আমি ও কিছু বলতে পারলাম।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
13-02-2021, 09:29 PM
(13-02-2021, 07:09 PM)Mr Fantastic Wrote: খুব সুন্দর হয়েছে , বেশ শৈল্পিক ভাবনা প্রকাশ পেয়েছে অজস্র ধন্যবাদ মিঃ ফ্যান্টাসটিক, আপনার কথা অবশ্য ই মাথায় রাখব পরবর্ত্তী স্কেচ এর সময়।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
13-02-2021, 09:31 PM
(13-02-2021, 07:15 PM)Mr Fantastic Wrote: আপনার আঁকার হাত যথেষ্ট ভালো মানের । কতক্ষণ সময় লেগেছিল সম্পূর্ণ করতে ? এটা আমার বেশ কিছুদিন আগের আঁকা। দুই দিন এ শেষ হয়েছিল।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
14-02-2021, 08:06 PM
– ধরো কোন একদিন তুমি খুব দূরে ভেসে গেলে
শুধু তার তোলপাড় ঢেউ গুলো আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেইন্টিং এর মতো রয়ে গেল। এবং তা ধীরে ধীরে ধুলোয়, ধোঁয়ায়, কুয়াশায় পোকামাকড়ের সুখী বাসাবাড়ি হয়ে যায় যদি? – ধরো কোন একদিন যদি খুব দূরে ভেসে যাই আমারও সোনার কৌটো ভরা থাকবে প্রতিটি দিনের এইসব ঘন রঙে, বসন্ত বাতাসে, বৃষ্টি জলে। যখন তখন খুশি ওয়াটার কালারে আঁকা ছবি গুলো অম্লান ধাতুর মতো ক্রমশ উজ্জ্বল হবে সোহাগী রোদ্দুরে। – তার মানে সত্যি চলে যাবে? – তার মানে কখনো যাবো না।
14-02-2021, 08:08 PM
– লোকে বলে শুনি সেলায়ে তোমার পাকা হাত
ছুঁচ দিয়ে লেখো কবিতা। – গোয়েন্দা নাকি? আমার যা কিছু লুকানো জানতে হবে কি সবই তা? – তর্ক কোরো না জুড়ে দেবে কিনা এখুনিই হৃৎপিন্ডের ক্ষতটা। – দিতে পারি তবে মজুরি পড়বে বিস্তর জোগাতে পারবে অতটা? – কাজ যদি হয় নিখুঁত,পাবেই মজুরী, ভেবেছো পালাবো গর্তে? – হৃৎপিন্ডের ভিতরে থাকে যে ঝর্ণা দিতে হবে স্নান করতে।
14-02-2021, 08:10 PM
এতো দেরী করলে কেন? সেই কখন থেকে অপেক্ষা করছি।
– কি করবো বলুন ম্যাডাম? টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্যে তো আর গেইটের বাইরে মার্সিডিজ দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়বো। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে, কাদা-জল ভেঙ্গে, গরীবের গাড়ি মানে দু’পায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজ রিক্সায় করে এসেছি নইলে একেবারে কাকভেজা হয়ে যেতাম। রিক্সা খুঁজে পেতেই যা দেরী হলো। : ইস্ বেশ ভিজে গেছো দেখছি। কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দিই। – ওহো, আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে। ঠিক আছে, রুমালই সই। না মিস্টার, ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক। যখন তোমার বউ হবো তখন ইচ্ছেটা পূরণ হবে। – আচ্ছা। আর যদি তা না হও, তবে আমি বুড়ো বয়েসে পান চিবোতে চিবোতে কোন এক বাদলঘন দিনে বসে বসে রোমন্থন করবো আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে। নাতিপুতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাবো। : প্লিজ, এভাবে বলো না। কেন আমি তোমাকে পাবো না? তুমি কি আমাকে চাও না? আমাকে ভালোবাসো না? – উত্তরটা আসলে একটু কঠিন। তোমাকে চাই আবার চাই না। ভালোবাসি আবার বাসি না। : হেয়াঁলি রাখো। আমি স্পষ্ট জানতে চাই। – তবে শোন। আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই। সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না। তোমাকে একটা প্রশ্ন করি? : হ্যাঁ, করো। – একটু আগে একটা টং-এর দোকানের ছাউনিতে গা বাচিয়ে রিক্সা খুঁজছিলাম। খুব শীত শীত লাগছিলো, তখন চা খেয়েছিলাম ভাঙ্গা কাপে। আধধোয়া সে কাপে লেগেছিলো অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া, লেগেছিলো থুতুও যা এখনো আমার ঠোঁটে লেগে আছে। তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে?
14-02-2021, 08:13 PM
আমার আগে আর কাউকে ভালবাসনি তুমি?
– কেন বাসব না? অনেক.. বিষবৃক্ষের ভ্রমর যোগাযোগের কুমু পুতুলনাচের ইতিকথার কুসুম অপরাজিত-র….. – ইয়ার্কি করো না। সত্যি কথা বলবে? – রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ী ফুলটুংরীকে ঘাটশিলায় দজ্জাল যুবতী তোর্সাকে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগমসাহেবা, নীল *য় জরীর কাজ নাম চিল্কা – আবার বাজে কথার আড়াল তুলছ? – বাজে কথা নয়। সত্যিই। এদের কাছ থেকেই তো ভালবাসতে শেখা। অনন্ত দুপুর একটা ঘাস ফড়িং-এর পিছনে এক একটা মাছরাঙ্গার পিছনে গোটা বাল্যকাল কাপাসতুলো ফুটছে সেইদিকে তাকিয়ে দুটো তিনটে শীত-বসন্ত এইভাবেই তো শরীরের খাল-নালায় চুইয়ে চুইয়ে ভালবাসার জল। এইভাবেই তো হৃদয়বিদারক বোঝাপড়া কার আদলে কি, আর কোনটা মাংস, কোনটা কস্তুরী গন্ধ। ছেলেবেলায় ভালবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে। সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপী আভার সর্বনাশে, অকাতর ভালবেসে ফেলি তৎক্ষণাৎ সে যদি পাহাড় হয়, পাহাড় নদী হয়, নদী কাকাতুয়া হলে, কাকাতুয়া নারী হলে, নারী।??
14-02-2021, 08:21 PM
তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর।
– এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কিন্তু তার বদলে? – বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো ? – খেয়েছি। কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি। কিন্তু কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি। আকাশটাকে ওমলেটের মত চিরে চিরে নক্ষত্রগুলোকে চিনেবাদামের মত টুকটাক করে পাহাড়গুলোকে পাঁপড় ভাজার মত মড়মড়িয়ে আর গঙ্গা ? সেতো এক গ্লাস সরবত। – থাক খুব বীরপুরুষ। – সত্যি তাই। পৃথিবীর কাছে আমি এইরকম ভয়ঙ্কর বিস্ফোরণ। কেবল তোমার কাছে এলেই দুধের বালক কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারী এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরা পাউরুটির বেশি আর কিছু ছিনিয়ে নিতে পারি না। – মিথ্যুক। – কেন ? – সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারনি ? – হতে পারে। ভিখারীদেরর কি ডাকাত হতে ইচ্ছে করে না একদিনও ? |
« Next Oldest | Next Newest »
|
Users browsing this thread: 61 Guest(s)