11-01-2021, 08:44 PM
আদি কি চাইছে বোঝা যাচ্চে না। আদি হয়তো নিজেও বুঝতে পারছে না।
Romance সুপ্তির সন্ধানে
|
11-01-2021, 08:44 PM
আদি কি চাইছে বোঝা যাচ্চে না। আদি হয়তো নিজেও বুঝতে পারছে না।
11-01-2021, 08:52 PM
অসাধারণ আপডেট ছিল এটা. খুব ইমোশনাল. ছেলেটার বুকের লুকোনো ঝড়টা দারুন ভাবে ফুটিয়ে তুললে.❤ মামী নামেও মা থাকে ❤
11-01-2021, 09:00 PM
জানি না আদি কিসের ভয়ে বার বার পিছিয়ে আসছে, জীবন যুদ্ধে বাঁচার জন্য যুঝতে হবেই নাহলে ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী পৃথিবী থেকে মুছে যাওয়া অনিবার্য।
বুজলাম না কিসের এতো ভয়, জীবনে কিসের জন্য এতো insecurity বোধ ? আর গল্প পড়ে মনে হচ্ছে এর (ভালোবাসার) সবচেয়ে বড় উদাহরণ তো ওর সামনেই আছে। ওর বাবা মনে হয় ওর মাকে ছেড়ে (মনে মারা যাওয়ার পর) অন্য কারোর সাথে সংসারী হই কিন্তু ওই যে বললাম ভালোবাসা একবার ই হই তাই শেষ বয়সে এসে পুরনো ভালোবাসা মনে পরে আর ছেলের কাছে ফিরে আসে , আদির এখনও সময় আছে যে তিতলি ছাড়া অন্য মেয়েকে নিয়ে কি আদৌ সুখী হতে পারবে না শেষ বয়সে এসে পুরনো খাতা আবার নতুন করে লিখতে বসতে হবে। সখী, ভাবনা কাহারে বলে । সখী, যাতনা কাহারে বলে । তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'— সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময় । সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ । -কবিগুরু
11-01-2021, 09:14 PM
11-01-2021, 09:15 PM
Subir babu abar titlider porichito na to??
11-01-2021, 09:52 PM
যাহা ভেবেছিলাম তাহা নয়।
দেখা হলো কিন্তু কথা হলো কই? ঘটনা আবার অন্য দিকে মোড় নিচ্ছে। হঠাৎ এই বাবা টা কই থেকে এতো দিন পর উদয় হলো? কি বলতে চায় এতো দিন পরে? পরের আপডেটের অপেক্ষায় রইলাম।
11-01-2021, 10:53 PM
[quote pid='2825858' dateline='1610372497']
বাইকে উঠে শেষ পর্যন্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। উল্টোডাঙ্গার খালপারের বস্তির মধ্যে ঢুকে এক বোতল দেশি আর গিলা মেটে কিনলাম। তারপরে বাইক ছুটিয়ে দিলাম বাড়ির দিকে। বাড়ি পৌঁছালাম তখন বাজে রাত সাড়ে ন’টা। বাড়িতে ঢুকেই আগে জামা কাপড় কোন মতে খুলে সোজা বোতল খুলে গলায় ঢেলে নিলাম দেশি মদ। গলা জ্বলে গেল, গরল গলা দিয়ে নামছে পুরো টের পেলাম। সেই সাথে একটা সিগারেট ধরালাম। মাথা ঝনঝন করে উঠল। বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উত্তম মধ্যম গালা গালি দিলাম। শালা বোকাচোদা তোর কপালে সুখ বলে কিছুই নেই। তোর মা অনেক বছর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তোকে ছেড়ে চলে গেছে। তোর বাবার কোন খবর নেই, তুই নিজেই জানিস না সে বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচেও থাকে তাহলে কোনদিন তোর খবর নিতে আসবে না। তোর দিম্মা একা কি করবে? তোর মামা মামির বয়স হয়েছে, তুই নিজে তাঁদের বাড়িতে থাকিস না। তোর কি হবে। তুই শালা এই রাতে এই মদ খেয়েই মর। মরেই যা, কাল সকালে যখন তুই অফিসে পৌঁছাবি না অথবা তোর মামা অথবা হোঁৎকা যখন তোকে ফোন করে পাবে না তখন তোর মৃতদেহ পাবে এখানে। ।” [/quote] সত্যি বুুুকটা জ্বলছে । জ্বালা জুুুড়ানোর অপেক্খা করছি।
11-01-2021, 11:17 PM
Hi Pinuram da......can u plz share ur The End of Restless Sleep with me ? Read ur Ditiyo Anko.....now also reading ur this one.....eagerly waiting for the English one....thank you
11-01-2021, 11:19 PM
নাহ, ভালো লাগছে না, এ বিরহ আর সওয়া যায় না বুধো একটু বেশিই ভয় পাচ্ছে। দিম্মা কিন্তু ঠিক বলেছে, বুধোর আরেকবার ভাবা উচিত, মাথা ছেড়ে নিজের মনের কথাটা শোনা উচিত। নইলে সারাটা জীবন একটা বোঝা নিজের ভগ্ন হৃদয়ে বয়ে নিয়ে যেতে হবে। ওটা আরও বেদনাদায়ক। আর বাবা কেন যোগাযোগ করতে চায় সেটা একটু একটু বুঝতে পারছি...সেই দ্বিতীয় অংক
12-01-2021, 12:08 AM
খুবই চমৎকার আপডেট দাদা,,,, পরের পর্বের অপেক্ষায় থাকব...
12-01-2021, 01:08 AM
একসাথে দুটো পার্ট পড়লাম। কি করে এত ছোট ছোট বিষয় তুলে ধরেন আপনি? অসাধারণ লাগছে গল্পটা।। পুরো ছবির বই এর মত সাজানো গোছানো রঙিন প্রাণবন্ত .......
12-01-2021, 02:29 AM
অল্পে অল্পে মন ভরেনা দাদা
পারলে একটু বেশি করে দিয়েন দাদা কিন্তু কি করব, কথায় আছে "সবুরে মেওয়া ফলে"
12-01-2021, 05:35 AM
Dida er moton patisapta keu banate pare na!!!wife I balate tana 2 din sofa te sute hoyechilo!!!
12-01-2021, 09:44 AM
গল্পটা আদির বচনে লেখা , তাই ওর মানসিক দোটানা , কষ্ট এসব খুব বিস্তারিত ভাবে ফুটে উঠেছে আর সবাইকেও দেখছি ওকে নিয়েই বেশি চিন্তা ...
তিতলির মনে কি চলছে কেউ কি একবার ভেবে দেখেছে ??? আদির তো তাও কিছু কাছের মানুষ আছে ,বন্ধু আছে পাশে দাঁড়ানোর , আর কিছু না থাক শেষে নেশা করে ভুলে থাকার একটা উপায় আছে !! বেচারি তিতলির কে আছে আর কি আছে ?? কি দোষ করেছে ও , কেন এতো কষ্ট পেতে হবে ওকে ?? বড়ো একা যে ও এই দুনিয়ায় , একটা মানুষকে ভালোবেসে ফেলেছে ...তার জন্য এতো শাস্তি ???
12-01-2021, 10:23 AM
পিনুদা update টা পড়লাম।
এই যে আগুন, এই যে সব পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া জ্বলন সে যে কি বিষম তা সেই শুধু বোঝে যে তাতে পুড়েছে। পুড়েছি আমিও, পুড়ে যাচ্ছি এখনো ক্রমাগত। ফেলে আসতে হয়েছে, ছেড়ে আসতে হয়ছে কিছু সত্য পালনের যথার্থতায়। তাই তো বিগলিত অশ্রুর মতো – অভিশাপ বাতাসে, নিষ্ঠুর দু হাত বাড়ানো। পারলাম না তো কোন ভাবেই নতুন কিছু ভাবতে। সে যে আজ ও শবরীর প্রতিক্ষায় আমার জন্য। আর আমি ও যে তাই। বলতে কই পারলাম যে যাও হে শ্যাম রাই কুঞ্জে আর এস না.....। আর কিছু কথা মনের মধ্যে ডেকে উঠলো ______ এই রকমে। কম্পিত ধমনি আরও বেশি দাহ্য হিমে, অতল এমনি উন্মাদনায় হাজার বছর টলমল’। ঠিক গ্রীষ্মের চাতকের মত, মেঘের মন না বুঝেই অঙ্কুরিত স্বপ্ন এ-ডাল ও-ডাল শেষে পুনশ্চ: আগামী এঁকেছে নকল নকসা ,অন্ধত্বের ভয়ানক প্রাজ্ঞতায় ।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
12-01-2021, 01:33 PM
শেষ আপডেটটা পড়লাম... পড়তে পড়তে দাড়িবুড়োর একটা কবিতা মনে পড়ে গেল, তাই শেয়ার না করে পারলাম না...
এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা - শরীর রয়েছে পড়ে, শুধু দেহ নাই। এ কেমন হৃদয়ের দুর্বল দূরাশা সাধের বস্তুর মাঝে করে চাই - চাই। দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল কেবল পথের পানে চেয়ে বসে থাকা! মানব জীবন যেন সকলি নিস্ফল - বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা! চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন আমারে করিছে ছাই প্রতি পলে পলে, মহত্তের আশা শুধু ভারের মতন আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে। কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়! কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়! - রবীন্দ্রনাথ ঠাকুর
12-01-2021, 02:01 PM
Oshadaron. Tmr story porle icche hoi prem korte ^^
12-01-2021, 03:19 PM
(11-01-2021, 08:44 PM)TumiJeAmar Wrote: আদি কি চাইছে বোঝা যাচ্চে না। আদি হয়তো নিজেও বুঝতে পারছে না। আসল দুঃখটা তো সেখানেই, আদি কি চাইছে আদি নিজেই জানে না! আমরা অনেক সময়ে অনেক কিছুই চাই কিন্তু পাই না, অনেক কিছুই পাই যা চাই না! তাই তো অনেক সময়ে মানসিক দ্বন্দে ভুগি !!!!! Reps Added +1 |
« Next Oldest | Next Newest »
|