Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(10-01-2021, 04:26 PM)vodavude Wrote: দাদা ক্ষমা করবেন। এখন থেকে নিয়মিত কমেন্ট করার চেষ্টা করবো ।
এই তো দেখা দিয়েছ, দেখো তো কত আনন্দ হল আমার! এবারে দেখবে এখানে অনেক বন্ধু পাবে তাদের সাথেও গল্পে মেতে উঠতে পারবে! আসলে পিনুরাম শুধু মাত্র গল্প লিখতে আসেনা, তার সাথে আসে সবাইকে একসাথে করতে! গল্প পড়ার সাথে সাথে একটু খানি আড্ডা, একটু গল্প গুজব, একটু মনের কথা ইত্যাদি... হোক না ভারচুয়াল ইন্দ্রজালের দুনিয়া তাও মাঝে মাঝে এই ইন্দ্রজালের দুনিয়া ছেড়ে কেউ কেউ অনেক কাছের হয়ে যায় !!!!!!
Reps Added +1
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(10-01-2021, 05:38 PM)Karims Wrote: Emn ta korben na boss......taile ei odom der ke poth dekabe bolun........apnarai borosha........we love you boss❤❤
কি করব বলুন, মনে দুঃখ লাগে না বলুন তো? শুধু তো কিছু মনের কথা শুনতে চাই এর বেশি কি কিছুই চেয়েছি নাকি বলুন তো? আমি কি কারুর কাছে কোন অর্থ চেয়েছি নাকি? না কি বলেছি আমার সময়ের দাম টা চুকিয়ে দিন !!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(10-01-2021, 06:10 PM)SUMON shill Wrote: আদি তো ভিতুর ডিম তাও প্রেয়সীর টানে চলে আসল বাসায় এখন দেখার বিষয় তিতলি কতটুকু সাহস জোগাতে পারে ওর মনে। প্রেমের জন্য মানুষ নিজের জীবন বিপন্ন করতে পিছপা হয় না বাকিটা আমি তিতলির উপর ছেরে দিলাম।
সব সময়ের খেলা, সব কপাল! জীবন আপেক্ষিক, কারুর কাছে কেউ ভীতু কারুর কাছে সেটাই সঠিক পথ! একবার ভাবুন, আদির কেউ নেই, মার খেয়ে পঙ্গু হলে কে দেখবে? কে আসবে সারাজীবন তার দেখা শুনা করতে? মামা মামির বয়স হয়েছে, হোঁৎকার নিজের একটা জীবন আছে তোতাপাখিকে নিয়ে, এরপরে ওর সংসার বাড়বে! একজন কে অতি সহজে ভীতু বলে দেওয়া যায়! বিবেক বুদ্ধির কাছে অনেক সময়ে হৃদয়ের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হয়! তবে কি জানেন, এইযে আপনারা আদিকে নিয়ে চুল চেরা বিচারে বসে গেছেন, এই ভালোবাসা টুকুই পিনুরামের পুরস্কার! অলিম্পিকের সোনার পদক, অস্কার, ফ্লিম ফেয়ার এওয়ার্ড !!!!!
Reps Added +1
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
10-01-2021, 09:36 PM
(This post was last modified: 10-01-2021, 09:37 PM by pinuram. Edited 1 time in total. Edited 1 time in total.)
(10-01-2021, 07:08 PM)Troya A1 Wrote: যতই বলুক ৩ সপ্তাহের ব্যাপার
প্রথম প্রেম কি আর ভোলা যায়
যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
চোখ মুছে ফেলতেও মন থেকে তারে
মুছে ফেলে গেলো না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে ভোলানো গেলো না কিছুতে
তারে ভোলানো গেলো না কিছুতে তারে !!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(10-01-2021, 07:14 PM)bustylover89 Wrote: ossomvob sunder arekti tmr leka golpo porar souvaggho holo amar. main course kabar por jei sweet dish kaoa hoy seta hocche tmr story. all the best pinudaa
এই গরিবের থ্রেডে আপনাদের চরণধূলি পড়লে বেশ ভালো লাগে! মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ !!!!!
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
(10-01-2021, 09:36 PM)pinuram Wrote: যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
চোখ মুছে ফেলতেও মন থেকে তারে
মুছে ফেলে গেলো না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে ভোলানো গেলো না কিছুতে
তারে ভোলানো গেলো না কিছুতে তারে !!!!!
এই গান যে ছায়াছবির তারই আরেক গান হয়তো এই গল্পের সাথে যায়....
শুকিয়ে যাওয়া ফুলের মতো
ফুরিয়ে যাওয়া সময় যতো
ভাসিয়ে দিয়ো কোনো
বিস্মোরোনের রাতে
তুমি চিরদিনের মাঝে
দিনের আলো নাই বা এলো
সাজের আলোয় সাজিয়ে নিয়ো
জীবন নতুন সাজে
ঢলে যেতে যেতে.....❤
Posts: 2
Threads: 0
Likes Received: 4 in 2 posts
Likes Given: 15
Joined: May 2019
Reputation:
0
(10-01-2021, 02:06 AM)pinuram Wrote: পর্ব দুই (#1-#7)
মিনিবাস ধরে বেড়িয়ে পড়লাম। রাত বেশ হয়েছিল তাই বাসে বিশেষ ভিড় ছিল না, বসার জায়গা পেয়ে গেছিলাম। সিটে বসার পরে মনে হল যেন আমি কত বড় এক ভীতু কাপুরুষ ছেলে। প্রথমত মুখ ফুটে নিজের মনের কথা বলতেই পারলাম না, দ্বিতীয়ত যেটা প্রথমের চেয়েও বেশি গুরুতর, সেটা হচ্ছে মার খাওয়ার ভয়ে পিছিয়ে আসা। ভীতি আমলুক নয়, কি করব পঙ্গু হয়ে কারুর গলগ্রহ হয়ে বেঁচে থাকাটাই মুশকিল। হাওড়া পৌঁছে একটা পিসিও থেকে প্রবালদাকে ফোন করে দিলাম। লাস্ট বর্ধমান লোকালে বর্ধমান পৌঁছে তারপরে অন্ডাল লোকালে দুর্গাপুর পৌঁছে যাবো। দুর্গাপুর পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা হয়েই যাবে। সারাটা রাস্তা শুধু চোখের সামনে তিতলির তিরতির করে কম্পিত নরম গোলাপি ঠোঁট জোড়া ভেসে উঠছিল, কানের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল, “আদি আমি তোমায়...” একটু দাঁড়িয়ে গেলে হয়ত ওর কথাটা শুনতে পেতাম। কিন্তু ট্যাক্সি ছেড়ে দিয়েছিল।
দিনের শেষের লোকাল ট্রেন, যাত্রী বলতে কেউ নেই ট্রেনে, শুধু কয়েকজন হকার, কয়েকজন দোকানি হয়ত ব্যাবসাদার। দিন আনি দিন খাই এরা মানুষ, ওদের দেখে নিজেকেও অনেকটা তাই বলেই মনে হল। পরনে খুব সাধারন পোশাক আশাক, এমন কিছু বড় অফিসে চাকরি করি না, এমন কিছু বিশাল কোন মাইনেও পাইনা। হুহু করে রাতের অন্ধকার চিড়ে ধেয়ে চলেছে লাস্ট বর্ধমান লোকাল। বর্ধমান পৌঁছে, লাস্ট অন্ডাল লোকাল ধরলাম। বর্ধমান লোকালে যাও কয়েকজন মানুষ ছিল, অন্ডাল লোকালে তাও নেই। একটা বেঞ্চিতে একজন কেউ শুয়ে রয়েছে তাছাড়া কামরা সম্পূর্ণ শুন্য। ছেঁড়া চাদরের মধ্যে থেকে মুখ বের করে সেই অপরিচিত বৃদ্ধ মানুষ মাথা বের করে আমার দিকে তাকাল। মাথার চুল অনেকটাই সাদা হয়ে গেছে। গাল ভর্তি দাড়ি। চাদরটা শতছিন্ন, অনেক জায়গায় ভিন্ন ভিন্ন রঙের কাপড়ের তালি তাপ্পি দেওয়া। ওই মানুষের কাঁথার মতন আমার মনের অবস্থা, শতছিন্ন বহু প্রশ্নে বিদ্ধ। আমি কি সত্যি তিতলিকে ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে এতদিন, প্রায় এক মাসের মতন হয়ে গেল, কেন কেউ মুখ ফুটে কেউ কাউকে বলতে পারলাম না? আমি কেন কাপুরুষ? বিদায় বেলায় ট্যাক্সিতে উঠে তিতলি আমাকে ঠিক কি বলতে চেয়েছিল? আমি গেটের কাছে দাঁড়িয়েছিলাম, এক হাতে রড ধরে অন্য হাতে সিগারেট নিয়ে। দুইপাশে অন্ধকার ঘেরা ধানের খেত, দূরে দিগন্তে কোথাও কোন গ্রামের কোন বাড়িতে ছোট ছোট আলো জ্বলছে। আকাশে মেঘ, তাও তার ফাঁক দিয়ে মাঝে মাঝে এক ফালি চাঁদ উঁকি মারছে। চাঁদের ওই বাঁকা হাসি যেন আমাকে ভীষণ ভাবেই তিরস্কার করছে। দুর্গাপুর পৌঁছাতে রাত প্রায় বারোটা বেজে গেল। প্রবালদা আমার জন্য বাইক নিয়ে স্টেসানের বাইরে অপেক্ষা করছিল।
বাইকে উঠে আমি প্রবালদাকে জিজ্ঞেস করলাম, “কি রে কি ব্যাপার বলতো?”
প্রবালদা হেসে উত্তর দিল, “চল চল বাড়ি চল তারপরে বলছি।”
হাসিটা ভালো লাগলো না সত্যি বলছি, এমনকি প্রবালদার গলাটাও কৌতুকপূর্ণ ছিল। কি হতে চলেছে বলা মুশকিল। রেল স্টেশান থেকে ডিভিসি কলোনি বেশ দুর। ওর কোয়াটারে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। তোতাপাখি আমাদের জন্য অপেক্ষা করছিল। বাইকের আওয়াজ পেয়ে দরজা খুলে দাঁড়িয়ে আমাকে দেখে এক গাল হাসি দিল তোতাপাখি।
প্রবালদা আমার হাত থেকে ব্যাগ নিয়ে বলল, “যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, তারপরে খেয়ে দেয়ে নে। অনেক রাত হয়েছে।”
তোতাপাখির হাসি দেখে আমার ভীষণ সন্দেহ হল। শেষ পর্যন্ত থাকতে না পেরে আমি তোতাপাখিকে জিজ্ঞেস করলাম, “তোমরা বর বউ মিলে কি প্লান করছ বলতো?”
তোতাপাখি আমার হাত ধরে মুচকি হেসে বলল, “তুমি না সত্যি। আজকে তোমার জন্য সর্ষে ইলিশ বানিয়েছি। যাও যাও আগে হাত মুখ ধুয়ে নাও তারপরে খেতে খেতে গল্প করা যাবে।”
কোয়াটারটা বেশি বড় না হলেও, তোতাপাখির হাতের ছোঁয়ায় বেশ সুন্দর উঠেছে। হাত মুখ ধুয়ে খেতে বসে গল্প করতে করতে সব প্রশ্নের সমাধান হল। যা বোঝা গেল তাতে হোঁৎকা আর তার সুন্দরী স্ত্রী, তোতাপাখি মিলে চক্রান্ত করে আমার ছোট ফ্লাটে আরো একজনের প্রবেশ ঘটাতে চাইছে। ভীষণ দুরাভিসন্ধি। প্রবালদার অফিসের ম্যানেজার, বুদ্ধদেব সাহা, বেশ বড় পোস্টে চাকরি করেন। তার কন্যে সংযুক্তা সাহা, সেই বছরেই দুর্গাপুর ওমেন’স কলেজ থেকে পল সায়েন্স নিয়ে পাশ করেছে। বুদ্ধদেব বাবুর বড় ছেলে, সেও ডিভিসিতে চাকরি করে। দক্ষিণ পল্লীতে বিশাল দোতলা বাড়ি। বেশ বড়লোক মানুষ, দুর্গাপুরে বুদ্ধদেব বাবুর বেশ নামডাক আছে। বেশ কয়েকমাস ধরেই নাকি তিনি তাঁর কন্যের জন্য ছেলে খুঁজছিলেন। আমার পরিচয় ইত্যাদি পেয়ে বিশেষ করে আমার পড়াশুনা কলেজ কলেজের ব্যাপারে জানার পরে তাঁরা নাকি একবার আমাকে দেখতে চায়। মামা মামী নাকি গত গ্রীষ্মের সময়ে এসে সংযুক্তাকে দেখে গেছেন। মামীর ওপরে বেশ রাগ হল আমার, একবার বললেন না আমাকে। প্রবালদা অবশ্য তাঁদের কে আমার ব্যাপারে জানিয়ে দিয়েছে, আমার বাড়ির কথা ইত্যাদি। তাতে নাকি তাঁদের কোন আপত্তি নেই। খাওয়ার পরে একটা সাদা খামের ভেতর থেকে একটা ফটো বার করে দেখাল তোতাপাখি। ছবিতে সবাইকে ডানা কাটা পরীর মতন দেখায়। ছবিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষন তাকিয়ে থাকলাম। মেয়েটা দেখতে মন্দ নয়।
আমি শোয়ার আগে একটা সিগারেট ধরানোর জন্য বাইরের বারান্দায় এলাম। আকাশের ছড়ান ছিটানো মেঘের মধ্যে দিয়ে মাঝে মাঝে ওই এক ফালি চাঁদ আমাকে দেখে তিরস্কারের হাসি হেসে চলেছে। বাঁ হাতের দুই আঙ্গুলের মাঝে সিগারেট ধরা, ডান হাত মুঠো করে উল্টো পিঠ দেখলাম আমি, যেখানে এই কয়েক ঘন্টা আগে এক সুন্দরী প্রজাপতির এক ফোঁটা চোখের জল পড়েছিল। বুকের পাঁজর গুলো এক এক করে জ্বলছে। সিগারেট শেষ করে ঘরে ঢুকে গেলাম। পাশের ছোট শোয়ার ঘরে আমার বিছানা পাতা। ঘুম আসছে না। জানালা খোলা, বেশ হাওয়া দিচ্ছে, আকাশের মেঘের মধ্যে চাঁদ লুকোচুরি খেলা করছে। আমি চাদর গায়ে বিছানায় শুধু এপাশ ওপাশ করে যাচ্ছি। মাঝে মাঝে ভীষণ অস্বস্তি হচ্ছে বুকের মধ্যে। চোখ বন্ধ করলেই কানের মধ্যে ভেসে আসে তিতলির করুন কন্ঠ, “আদি আমি তোমায়...”। বাঁচার লড়াই, কিন্তু কার সাথে সেই বাঁচার লড়াই সেটাই যে জানি না আমি। ভোর রাতের দিকে চোখ বুজে এলো, শুতে যাওয়ার আগে ঠিক করলাম, হোঁৎকাকে বলে এই দুর্গাপুরে ডিভিসিতে চাকরি নিয়ে নেব। যদি সংযুক্তা চায় তাহলে ওকেই বিয়ে করব।
ঘুম ভাঙল তোতাপাখির মিষ্টি ডাকে, “এই গেছো, ওঠো।” চোখ মেলে দেখলাম তোতাপাখি বিছানার পাশে দাঁড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে। মিষ্টি হেসে আমাকে জিজ্ঞেস করল, “রাতে ঘুম হয়েছে?”
আমি ওকে ইয়ার্কি মেরে বললাম, “তুমি আর হোঁৎকা রাতে যা শুরু করছিলে তাতে কি আর ঘুম হয় নাকি?”
ভীষণ লজ্জা পেয়ে গেল মিষ্টি তোতাপাখি। কান গাল লাল হয়ে গেল ওর। পদ্ম কুড়ির মতন চোখের পাতা ভারী হয়ে নেমে এলো তোতাপাখির বুকের ওপরে। মিষ্টি একটা “ধ্যাত” বলে বিছানার ওপরে চায়ের কাপ রেখে লজ্জিত ত্রস্ত পায়ে পালিয়ে গেল আমার সামনে থেকে। তোতাপাখির লজ্জা দেখে মনে মনে হেসে ফেললাম আমি।
সকালের জল খাবারের সময়ে প্রবালদা জানিয়ে দিল যে দুপুরে বুদ্ধদেব বাবুর বাড়িতে আমাদের খাওয়ার নেমতন্ন সেই সাথে সংযুক্তাকে দেখাও হয়ে যাবে। একটা গাড়ি বলা ছিল। স্নান সেরে তৈরি হয়ে নিলাম আমরা তিনজনে। জীবনে প্রথম বার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। অবশ্য হোঁৎকার বিয়ের আগে একবার আমি আর হোঁৎকা তোতাপাখির জাগুলিয়ার বাড়িতে গেছিলাম। সেটা অবশ্য হোঁৎকার বিয়ে ছিল। এটা আমার জন্য দেখতে যাওয়া। বুকের ভেতরটা একটু ধুরুক ধুরুক করছে। চাকরির ইন্টারভিউতে এত ভয় পাইনি যতটা রাস্তায় গাড়িতে যেতে যেতে ভয় করছিল। তোতাপাখি বারে বারে আমাকে সহজ হতে বলছিল। সে কথা কি আর কানে যায় নাকি আমার।
ডিভিসি কোয়াটার থেকে দক্ষিণ পল্লীতে বুদ্ধদেব বাবুর বাড়ি পৌঁছাতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। আমাদের গাড়ির আওয়াজ পেয়েই আমাদের অভ্যর্থনা জানানোর জন্য বেশ কয়েকজন বেড়িয়ে এল বাড়ি থেকে। দোতলা বাড়িটা বেশ বড়, সামনে একটা বড় ফুলের বাগান। বাড়ির একপাশে একটা গ্যারেজ তার মধ্যে একটা স্টিল রঙের ওপেল এস্ট্রা দাঁড়িয়ে। গাড়ি বাড়ি দেখে বেশ বড়লোক বলেই মনে হল। বসার ঘরে ঢুকে বসলাম, বেশ বড়সর বসার ঘর। প্রবালদা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। বুদ্ধদেব বাবু, তার পাশে তার শ্যালক, সমরেশ, বুদ্ধদেব বাবুর ভাই, বেশ কয়েকজন মহিলা, বসার ঘরে রিতিমত লোকজনে ভর্তি। আমি চুপচাপ বসে এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে জরিপ করে নিচ্ছি। আমার বউদি, তোতাপাখি মুখে ফুলঝুরি ছোটে সুতরাং বাড়ির মহিলাদের সাথে মিশে যেতে বেশি সময় নিল না। আমার দিকে ছোঁড়া প্রশ্ন গুলোর বেশির ভাগ উত্তর প্রবালদা দিয়ে দিচ্ছিল। বেশ কিছুক্ষন পরে আমাকে অথই জলের মধ্যে ফেলে দিয়ে তোতাপাখি বাড়ির মধ্যে মহিলাদের সাথে কোথায় যেন চলে গেল।
বুদ্ধদেব বাবু আমাকে জিজ্ঞেস করলেন, “তোমার কোম্পানি কেমন চলছে?”
আমি উত্তর দিলাম, “ছোট প্রাইভেট কোম্পানি মোটামুটি চলছে। আমি সময় মতন মাইনে পাই তাই এর বেশি খবর রাখি না।”
মৃদু হাসলেন বুদ্ধদেব বাবু, “প্রবাল বলছিল তুমি যদি একবার ডিভিসিতে এপ্লাই কর।”
মাথা দোলালাম আমি, “হ্যাঁ দেখি। এখন তো একটা কম্পিউটার কোর্স করছি। এটা শেষ হওয়ার পরেই চাকরি চেঞ্জ করার কথা ভাবা যাবে।”
বুদ্ধদেব বাবু একটু ভেবে বললেন, “না না ঠিক আছে। তা এই কম্পিউটার কোর্স কতদিন আর বাকি আছে?”
আমি উত্তর দিলাম, “আরো একটা সেমেস্টার বাকি আছে। মানে শেষ হতে আরো মাস সাত আট বলতে পারেন।”
মৃদু হেসে বললেন, “তাই হোক। তুমি তাহলে তোমার কম্পিউটার কোর্স শেষ করে একবার ডিভিসিতে পরীক্ষা দিও। প্রবালতো আছেই আমিও না হয় দেখব।”
মাথা দোলালাম আমি, বাঙালি মেয়ের বাবা, জামাই সরকারি চাকুরেরত খুঁজবে এটাই ধর্ম।
বুদ্ধদেব বাবুর পাশে বসা একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন, “বাঙ্গুরে তোমার নিজের ফ্লাট? একাই থাকো?”
মাথা দোলালাম আমি, “হ্যাঁ আমার নিজের ফ্লাট, একাই থাকি।”
সেই ভদ্রলোক বললেন, “একা থাকো, তাহলে তো এখানে চাকরি হলে অসুবিধে কিছু নেই।”
ওদের কথাবার্তা শুনে মনে হল আমাকে একা পেয়ে এদের আরও বেশি করেই পছন্দ হয়ে গেছে। সাথে এটাও বুঝতে অসুবিধে হল না যেহেতু আমার কেউ নেই তাই মেয়ের বাড়ির কাছেই টেনে আনলে এদের সুবিধে হবে। নিজের আত্মসন্মানে একটা ঘা লাগলো। আমি প্রবালদার দিকে আড় চোখে একবার তাকালাম। প্রবালদা বুঝে গেল আমার অস্বস্তি, তাও চোখের ইশারায় আমাকে একটু চুপ করে থাকতে বলল। প্রবালদার বস তাই সন্মানের সাথেই প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল।
বেশ কিছুপরে সংযুক্তাকে সঙ্গে নিয়ে আমার বউদি বসার ঘরে প্রবেশ করল। ছবিতে দেখা মেয়েটার সাথে মেলাতে চেষ্টা করলাম, একটু অসুবিধে হল। একটা কচি কলাপাতা রঙের শাড়ির পরতে পরতে ঢাকা উদ্ভিন্ন যৌবনা এক তন্বী ললনা। সজিয়ে গুছিয়ে একদম পটে আঁকা ছবির মতন বসার ঘরে আনা হয়েছে। বেশ মিষ্টি দেখতে তবে দেখে মনে হল অনেক কচি, অনেক কম বয়স। গায়ের রঙ ফর্সা। আমার অবচেতন মন তিতলিকে সংযুক্তার পাশে দাঁড় করিয়ে একবার মানসপটে দুইজনের তুলনা করতে শুরু করে দিল। তিতলি অনন্যা, না সাজলেও অতীব সুন্দরী, যদিও সংযুক্তাকে সেই হিসাবে দেখিনি তাও মনে হল তিতলির লাবন্যের কাছে পাশে ম্লান হয়ে যাবে। সেই টিয়াপাখির মতন নাক নেই, পদ্মপাতার মতন চোখের পাতা নয়। সব থেকে যেটা বাধ সাধল, তিতলির মতন সংযুক্তার ঠোঁটের ওপরে ডান পাশে কোন তিল নেই। মনে মনে হেসে ফেললাম আমি, এই তো গতকাল রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম যে যা হয় হোক সংযুক্তাকে বিয়ে করে এই দুর্গাপুরে না হয় চলে আসব। কিন্তু সংযুক্তাকে সামনে নিয়ে আসার পরে বুকের ভেতরে দ্বন্দযুদ্ধ শুরু হয়ে গেছে। হাত মুঠো করে নিলাম আমি, চোখের দৃষ্টি সেই জায়গায় নিবদ্ধ, যেখানে গতকাল রাতে তিতলির এক ফোঁটা অশ্রুকণা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল। কর্ণ কুহরে প্রতিধ্বনিত হল ওর শেষ আকুতি, “আদি আমি তোমায়...” আমি আর কিছুই ভাবতে পারছি না। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে ধিরে ধিরে।
প্রবালদা আমার কাঁধে আলতো ধাক্কা মেরে ফিরিয়ে আনল ওদের মধ্যে। চোখের ইশারায় আমাকে জিজ্ঞেস করল, কি রে কি হয়েছে? মাথা নাড়লাম আমি, মৃদু হেসে বললাম, না রে কিছু না। তোতাপাখি আগে থেকেই সব জেনে বসে আছে, সেই আমার সাথে সংযুক্তার পরিচয় করিয়ে দিল। পাতলা ঠোঁটে মৃদু হাসি মাখিয়ে লাজুক চোখে মাঝে মাঝে আমার দিকে তাকায় সংযুক্তা। সেই হাসির প্রতি আমি নিঃস্পৃহ, আমার হাসি ওই মেঘের আড়ালে হারিয়ে গেছে। আমার দৃষ্টি সামনের সোফায় বসা সংযুক্তাকে ছাড়িয়ে কাজিপাড়ার সেই গলির মুখে চলে গেছে। রাস্তার নিয়নের আধো আলো অন্ধকারে দাঁড়িয়ে তিতলি, মৃদু মাথা দুলিয়ে একটু হেসে গলির বাঁকে হারিয়ে গেল।
এমন সময়ে তোতাপাখি আমার পাশে এসে আমার কানে কানে জিজ্ঞেস করল, “তোমার কি হয়েছে?”
অনেকক্ষণ পরে কানের পাশে তোতাপাখির গলার আওয়াজ পেয়ে আমি সম্বিত ফিরে পেলাম। আমি মৃদু হেসে মাথা নাড়িয়ে বললাম, “কিছু না।”
তোতাপাখি আমাকে বলল, “কিছু কথা বল? এমন চুপচাপ কেন বসে আছো?”
আমি মৃদু হেসে ওকে উত্তর দিলাম, “সব তো তুমি জেনে বসে আছো। আমার কি আর জিজ্ঞাস থাকবে।”
তোতাপাখি ভুরু কুঁচকে আমাকে বলল, “তাও, কিছু তো জিজ্ঞেস করবে, নাকি।” আমার হাতের ওপরে হাত রেখে বলল, “লজ্জা পাচ্ছো নাকি?”
আমি মুচকি হেসে জানালাম, “তা একটু। আসলে কি জিজ্ঞেস করব সেটাই ভেবে পাচ্ছি না।”
তোতাপাখি মৃদু হেসে আমার কানে কানে ফিসফিস করে বলল, “এই মেয়ে কিন্তু আমার মতন ভীষণ কথা বলে।”
আমি হেসে দিলাম ওর কথা শুনে, “তাহলেই হয়েছে। বাড়িতে ঝগড়া লাগলো বলে।”
তোতাপাখি সবার চোখের আড়ালেই আমার বাজুতে একটা চিমটি কেটে ফিসফিস করে বলল, “তুমি না যাতা।” একটু থেমে সংযুক্তার দিকে তাকিয়ে আমাকে বলল, “একা ছাড়তে হবে নাকি তোমাদের?”
আমার ইচ্ছে ছিল না কারুর সাথে কোন কথা বলার। তাও ভদ্রতার খাতিরে বললাম, “তাই সই। দেখি কত কথা বলে।”
মুচকি হসি দিল তোতাপাখি। গভীর ভাবে আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “পছন্দ হয়েছে নাকি?”
উত্তর দিতে পারলাম না। আমার চোখের ভাষা খোলা বইয়ের মতন পড়ে ফেলতেই নিরুত্তর হয়ে গেল তোতাপাখি। ফিসফিস করে বলল আমাকে, “দয়া করে, ভদ্রতার খাতিরেই না হয় কিছু জিজ্ঞেস কর। বাকিটা আমি আর তোমার দাদা সামলে নেব।”
তোতাপাখির কথা শুনে কি বলব কিছু ভেবে পেলাম না। তাও ভদ্রতার খাতিরেই সংযুক্তাকে ওর কলেজের ব্যাপারে কিছু জিজ্ঞেস করলাম। একদম মুখ বন্ধ করে বসে থাকাটা ভীষণ দৃষ্টি কটু লাগছিল সেটা আমিও বুঝতে পারছিলাম। দুপুরের খাওয়ার আয়োজন করাই ছিল, কিন্তু তোতাপাখি আমাকে বাঁচিয়ে দিল। শরীর খারাপের অজুহাত দেখিয়ে মিষ্টি মুখ করেই আমরা বুদ্ধদেব বাবুর বাড়ি থেকে বেড়িয়ে পড়লাম। বিদায় নেওয়ার আগে বুদ্ধদেব বাবু বারবার আমাকে দুর্গাপুরের চাকরির ব্যাপারে জোর করলেন। আমিও ভদ্রতার খাতিরে শান্ত গরুর মতন মাথা নাড়িয়ে জানিয়ে দিলাম, কম্পিউটার কোর্স শেষ হলেই এখানে ডিভিসিতে এপ্লাই করে দেব।
গাড়িতে চাপতেই প্রবালদা আমাকে চেপে ধরল, “দেখ বুধো, বুদ্ধদেব স্যার আমার বস। আমার একটু মান সন্মান রাখিস।”
প্রবালদাকে থামিয়ে দিয়ে আমাকে প্রশ্ন করল তোতাপাখি, “মেয়ের নাম কি? কি ঘটনা?”
প্রবালদা হা করে আমার মুখের দিকে তাকিয়ে। আমি তোতাপাখিকে উত্তর দিলাম, “জানি না গো আমার কি হবে।”
তোতাপাখি আমাকে জিজ্ঞেস করল, “অফিসের কেউ নাকি ওই ইন্সটিটিউটের?”
আমি উত্তর দিলাম, “আমার ব্যাচের একজন। নাম অনুস্কা ব্যানারজি, ডাক নাম তিতলি।”
ধিরে ধিরে এক এক করে সব কিছুই তোতাপাখি আর হোঁৎকাকে খুলে বললাম। তিতলির স্বভাব, তিতলির পরিচয় ওর বাবার কথা, ওর কাকার কথা, ওরা বড়লোক সেই কথা আর সব শেষে গতকাল রাতে ট্যাক্সির কথা। আমার হাতের ওপরে এক ফোঁটা অশ্রুকণা এখন যেন লেগে রয়েছে। সব শুনে হোঁৎকা একটু চিন্তায় পরে গেল। একদিকে ওর অফিসের বস বুদ্ধদেব বাবু, অন্যপাশে আমি নিজেই জানি না কি করব। আমার আর দুর্গাপুরে থাকতে ভালো লাগছিল না। আমি ওদের জানিয়ে দিলাম যে বিকেলের ব্লাক ডায়মন্ডে বাড়ি ফিরে যাবো। বাড়ি ফিরে যাবো শুনে তোতাপাখির ভীষণ মন খারাপ হয়ে গেল। এমনিতেই আমার সব কথা শোনার পরে কিছুই ভেবে পাচ্ছিল না তোতাপাখি। কোয়াটারে ফিরে দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বেড়িয়ে পড়লাম। বাড়ি ফিরতে হবে। আমার ঘুম ট্যাক্সি করে জল ভরা চোখে চলে গেছে। নিজেই জানিনা কি করব।
বিদায়ের শেষ বেলায় তোতাপাখি আমাকে জিজ্ঞেস করল, “কি করবে তাহলে?”
আমি শুন্য দৃষ্টি নিয়ে তোতাপাখির দিকে দেখে নিঃস্পৃহ ভাবেই উত্তর দিলাম, “জানি না গো। মধ্যবিত্ত মানুষ। ভয় ডর আমার রন্ধ্রে রন্ধ্রে। আমার সামান্য চাকরি, আমার পেছনে দাঁড়ানোর মতন কেউই নেই। না আছে আমার লোকবল না আছে আমার অর্থ বল। এই সেমেস্টার শেষ হতে আর তিন সপ্তাহের মতন বাকি। এই কয়দিন ওকে এড়িয়ে চলব। তারপরে আর কি, দেখা হবে না কথা হবে না। আশা করি একদিন ভুলেও যাবে, আমিও ভুলে যাবো। তখন না হয় নতুন করে আবার শুরু করা যাবে। তিন সপ্তাহের ব্যাপার।” শেষের দিকে একটা ম্লান হাসি হাসলাম।
বেশিক্ষন আর দাঁড়াইনি। হোঁৎকা আমাকে বাইকে করে স্টেসানে পৌঁছে দিল। ট্রেনে উঠে বারে বারে তোতাপাখি আর হোঁৎকার মুখ মনে পড়ছিল। কারুর গলগ্রহ হয়ে থাকতে পারব না তবে অন্য কাউকে এই পোড়া বুকে স্থান দিতেও পারব না। ভালোবাসা কি সেটা বোঝার আগেই আমি জ্বলে পুড়ে ছারখার।
Posts: 15
Threads: 0
Likes Received: 31 in 16 posts
Likes Given: 9
Joined: Jul 2019
Reputation:
3
কিভাবে লেখেন এত সুন্দর করে একটু বলবেন? এই যে তিতলির ছোট ছোট এক্সপ্রেশনগুলো, দুজনের এক একটা মুহূর্ত দারুনভাবে ফুটিয়ে তোলেন, কিভাবে পারেন আপনি? একদম বুকের ভেতরে গিয়ে লাগে
Posts: 399
Threads: 0
Likes Received: 215 in 175 posts
Likes Given: 525
Joined: May 2019
Reputation:
11
Seems like Pinuram back to his old charming form ! Awesome till now....suru theke ak nisshashe pore fellam...unputdownable as ever !
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
(11-01-2021, 11:26 AM)Baban Wrote: অনেক অনেক অভিনন্দন আমাদের ভালোবাসার পিনুদাকে !!
যদিও আমরা অনেকেই জানি যে উনি এসব স্কোরবোর্ডের প্রতি বিন্দুমাত্র আকর্ষিত নন , নিজের খেয়ালে লেখেন আর সবার সঙ্গে একটু গল্পগুজব করতেই বেশি ভালোবাসেন ..
এরকম মানুষ আজও এই পৃথিবীতে খুঁজলে কিছু পাওয়া যায় , ভেবে অবাক লাগে আর তার চেয়েও বেশি ... খুব খুব ভালো লাগে !!
Posts: 57
Threads: 0
Likes Received: 80 in 42 posts
Likes Given: 3
Joined: Dec 2018
Reputation:
7
(10-01-2021, 09:33 PM)pinuram Wrote: সব সময়ের খেলা, সব কপাল! জীবন আপেক্ষিক, কারুর কাছে কেউ ভীতু কারুর কাছে সেটাই সঠিক পথ! একবার ভাবুন, আদির কেউ নেই, মার খেয়ে পঙ্গু হলে কে দেখবে? কে আসবে সারাজীবন তার দেখা শুনা করতে? মামা মামির বয়স হয়েছে, হোঁৎকার নিজের একটা জীবন আছে তোতাপাখিকে নিয়ে, এরপরে ওর সংসার বাড়বে! একজন কে অতি সহজে ভীতু বলে দেওয়া যায়! বিবেক বুদ্ধির কাছে অনেক সময়ে হৃদয়ের ইচ্ছাটাকে দমিয়ে রাখতে হয়! তবে কি জানেন, এইযে আপনারা আদিকে নিয়ে চুল চেরা বিচারে বসে গেছেন, এই ভালোবাসা টুকুই পিনুরামের পুরস্কার! অলিম্পিকের সোনার পদক, অস্কার, ফ্লিম ফেয়ার এওয়ার্ড !!!!!
Reps Added +1
তবে কি জানো আমার নিজের জীবন দর্শন থেকে তোমার কানে কানে বলি আমি ও ভিতু ছিলাম কিন্তু কিছুদিন আগে একটা দুঃসাহসিক কাজ করে ফেলেছি সমাজ সংস্কার এর কথা মাথায় ছিলনা একদম কারন আমি প্রেমে পড়েছি ।
শুধু ধন বড় হলে চলবে না মন বড় হতে হয় ।
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
(10-01-2021, 09:36 PM)pinuram Wrote: যার নাম নিতে চোখে জল এসে যায়
তার নাম নিয়ে নিয়ে মন ভেঙে যায়
চোখ মুছে ফেলতেও মন থেকে তারে
মুছে ফেলে গেলো না কিছুতে
তারে ভোলানো গেল না কিছুতে
ভুল দিয়ে ভালোবাসা দিয়ে
বিষের পরশ দিয়ে ভোলানো গেলো না কিছুতে
তারে ভোলানো গেলো না কিছুতে তারে !!!!!
Posts: 1,538
Threads: 5
Likes Received: 2,634 in 909 posts
Likes Given: 1,512
Joined: Dec 2018
Reputation:
578
11-01-2021, 02:21 PM
(This post was last modified: 11-01-2021, 02:21 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্ব এক শেষ করলাম... বেশ একটা লাভ ইন দ্য এয়ার চলছিল... পড়তে পড়তে বেশ নস্টালজিক হয়ে পড়ছিলাম প্রায়শই... মনে পড়ে যাচ্ছিল পুরানো বেশ কিছু স্মৃতি... কিন্তু তারপরই যেন কেমন সব গন্ডগোল হয়ে গেলো... ভাবতে বাধ্য হলাম, এটা আর কারুর লেখা গল্প নয়... এটা পিনুর গল্প... তাই সব কিছুই সহজ সবলীলতার মোড়কে উপস্থাপনার আশা করা দুষ্কর... গল্পের শেষে অঞ্জন দত্তের গানটা মনে পড়ে গেল...
পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো
বলেছে পাড়ার দাদারা
অন্যপাড়া দিয়ে যাচ্ছি তাই
রঞ্জনা আমি আর আসবো না।
রঞ্জনা আমি আর আসবো না।
না না... আদিকে ভালো লাগছে...
চালিয়ে যাও বস্, সময় সুযোগ বের করে পড়ার মজাই আলাদা তোমার গল্পে...
মুয়াআআআআহহহহ...
Posts: 116
Threads: 0
Likes Received: 132 in 75 posts
Likes Given: 91
Joined: May 2019
Reputation:
6
Ki ek mayajale bedhe fello adi aar titli. Bishon mone porche oder. Jibon ta keno eto complex jodi bujhtam. Apnar moto lekhok er likha porte pere nijeke dhonno mone kori. Update er opekhai roilam...
Ralph..
Posts: 6,494
Threads: 21
Likes Received: 6,995 in 3,702 posts
Likes Given: 12,097
Joined: Feb 2020
Reputation:
239
(11-01-2021, 11:26 AM)Baban Wrote:
Congratulations Pinu Da for achieving 500 reputations !!! Keep rocking, we all are with you !!
Posts: 18,205
Threads: 471
Likes Received: 65,453 in 27,681 posts
Likes Given: 23,759
Joined: Feb 2019
Reputation:
3,263
কিন্তু কাল রাত ঠিক ৯.৩৮ এর পর থেকে পিনুদার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না !!!
বিশস্ত সূত্রে জানা গেলো যে পরিদি নাকি আবার চূড়ান্ত শাসন করেছে পিনুদাকে তাই খুব ভয়ে ভয়ে আছে ..
কি যে হবে ভেবে ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড় !!
আদি আর তিতলির কি হবে সেটার দুশ্চিন্তায় মাথা পাগল পাগল লাগছে ...
Posts: 1,538
Threads: 5
Likes Received: 2,634 in 909 posts
Likes Given: 1,512
Joined: Dec 2018
Reputation:
578
(10-01-2021, 02:06 AM)pinuram Wrote: পর্ব দুই (#1-#7)
আমি শোয়ার আগে একটা সিগারেট ধরানোর জন্য বাইরের বারান্দায় এলাম। আকাশের ছড়ান ছিটানো মেঘের মধ্যে দিয়ে মাঝে মাঝে ওই এক ফালি চাঁদ আমাকে দেখে তিরস্কারের হাসি হেসে চলেছে। বাঁ হাতের দুই আঙ্গুলের মাঝে সিগারেট ধরা, ডান হাত মুঠো করে উল্টো পিঠ দেখলাম আমি, যেখানে এই কয়েক ঘন্টা আগে এক সুন্দরী প্রজাপতির এক ফোঁটা চোখের জল পড়েছিল। বুকের পাঁজর গুলো এক এক করে জ্বলছে। সিগারেট শেষ করে ঘরে ঢুকে গেলাম। পাশের ছোট শোয়ার ঘরে আমার বিছানা পাতা। ঘুম আসছে না। জানালা খোলা, বেশ হাওয়া দিচ্ছে, আকাশের মেঘের মধ্যে চাঁদ লুকোচুরি খেলা করছে। আমি চাদর গায়ে বিছানায় শুধু এপাশ ওপাশ করে যাচ্ছি। মাঝে মাঝে ভীষণ অস্বস্তি হচ্ছে বুকের মধ্যে। চোখ বন্ধ করলেই কানের মধ্যে ভেসে আসে তিতলির করুন কন্ঠ, “আদি আমি তোমায়...”। বাঁচার লড়াই, কিন্তু কার সাথে সেই বাঁচার লড়াই সেটাই যে জানি না আমি। আজ কার কাছে উন্মোচন করি আমার হৃদয়?
এই যে বাড়ির কাছে গাছপালা দাঁড়ানো সেগুলো
এখন সবুজ মনে হচ্ছে না তেমন,
আকাশের নীলিমা, নক্ষত্র আকর্ষণহারা,
যে গায়ক পাখি রেলিঙে বসলো এসে তার শিস
কেমন বেসুরো লাগে আর
মহান দান্তের কাব্যগ্রন্থ 'নরক'-এর
মাত্র দু'তিনটি পঙ্তি পড়ার পরেই রেখে দিই,
রবীন্দ্রনাথের গানও আন্দোলিত করে না আমাকে।
তুমি বিদায় নেওয়ার পর এই
অত্যন্ত করুন হাল হয়েছে আমার, প্রিয়তমা।
হৈ-হৈ বইমেলা, মানুষের ভিড়, আড্ডা, মদ্যপান-
কিচুই লাগে না ভালো।
একা একা থাকি, নিজেকেই ছন্নছাড়া প্রেতপ্রায় মনে হয়।
নিভৃতে হৃদয় খুঁড়ি, ঘুরি, খুঁজি আমাদের অন্তরঙ্গ ক্ষণগুলি।
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(10-01-2021, 09:48 PM)Baban Wrote: এই গান যে ছায়াছবির তারই আরেক গান হয়তো এই গল্পের সাথে যায়....
শুকিয়ে যাওয়া ফুলের মতো
ফুরিয়ে যাওয়া সময় যতো
ভাসিয়ে দিয়ো কোনো
বিস্মোরোনের রাতে
তুমি চিরদিনের মাঝে
দিনের আলো নাই বা এলো
সাজের আলোয় সাজিয়ে নিয়ো
জীবন নতুন সাজে
ঢলে যেতে যেতে.....❤
আহা, মাঝে মাঝে এই সব গান শুনলে সত্যি মনে হয় ফিরে যাই সেই সব দিনে! যখন মোবাইল ফোন আসেনি, যখন চিঠি লেখা হত, যখন গঙ্গার ঘাট বাঁধানো ছিল না, আউট্রাম ঘাটে বসলে পায়ের নিচে গঙ্গার জল এসে ঢেউ খেলে ভিজিয়ে যেত! স্টার থিয়েটারে নাটক দেখা, মিনার, বিজলি, ছবিঘরে বসে সিনেমা দেখা! মনে পরে যায় নিউএম্পেয়ারের বক্স সিটে বসে সিনেমা দেখা! আহা... মনে পরে যায় কল্লোলিনী তিলোত্তমার কথা !!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
RchS দাদা, শুধু মাত্র পুরো আপডেট কোট করে গেলে হবে? আপডেট সবাই পড়েছে, যেটা আমি পড়িনি সেটা হচ্ছে আপনার অনুভূতি, পুরো আপডেট কোট না করে সেটা লিখলে ভালো হয় !!!!!!
|