Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
এক কথায় অসাধারণ
Wow
[+] 1 user Likes Troya A1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
জানিনা একমত হবেন কিনা তবে আধুনিকতা সম্পর্কে সচেতনতার অভাব খুবই মারাত্মক ভাবে সামাজিক অবক্ষয়ের কারণ । সম্পর্ক গুলোর মূল্য কোন কোন সময় ব্যক্তি স্বাধীনতাকেও অতিক্রম করে যেতে পারে এটা ভোগ বিলাস আর আনন্দ ফুর্তিতে ডুবে থাকলে বোঝা সম্ভব না। স্বাধীনতার পাশাপাশি সচেতনতাও দরকার।
[+] 4 users Like বাউন্ডুলে's post
Like Reply
(17-12-2020, 07:07 PM)Nilpori Wrote: আপনার এই পর্ব র আপডেট পড়ে আমার  নিজের কিছু  নিবেদন.

দু চোখের ঘুম ছেরে
জেগে ওঠে সেই স্বপ্ন।
এই কি সেই,এই কি সেই,
ও যে মায়াবীর সত্তা আপন্ন।
জানার মাঝে অজানা,
চেনার মাঝে অচেনা।

(18-12-2020, 02:57 PM)pinuram Wrote: উফফফ পারি না আর পারি না, জিও, বুড়ো আঙ্গুল আর তর্জনী একত্রে মিলিয়ে মুখের মধ্যে পুরে জোরে দুটো সিটি মেরে দিলাম Heart প্রেমে সবাই হাবুডুবু খাচ্ছে, তা আপনিও কি রিশুর প্রেমে পাগল নাকি ???  

(18-12-2020, 08:15 PM)Nilpori Wrote: Sometimes souls may camouflage to the original source of life on that sparkling sorority of eternal destination, so the wish the fulfilment comes on maybe this way.

(18-12-2020, 10:49 PM)pinuram Wrote: হুম বুঝলাম, আমরা অনেকেই অনেক গল্পের মধ্যে নিজের পুরানো দিন খুঁজে পেয়ে যাই তাতেই মনে হয় আবার সেই দিন গুলো ফিরে পাই, জীবন্ত মনে হয়,  সেই ফেলে আসা ছোট ছোট ঘটনা ছোট ছোট অভিব্যাক্তি গুলো চোখের সামনে ফুটে ওঠে !!!!!

(19-12-2020, 07:34 AM)Nilpori Wrote: কতোটা বিভোর হতে পারে উদাস আঙুল,
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল।
অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম,
সেই পরিচয়,  তাকে নিঃসঙ্গতা বলি।

(19-12-2020, 07:42 AM)Nilpori Wrote: আরে আমি তো আছি পার্টি তে।

তবে ওই 31st  eve. নয়।  আমি শুধু রিশু র ঝিনুক  এর সাথে পার্টি করব (ত্রিধারা)। আর রিশুর সাথে কোথাও যে একটা প্রগাঢ় যোগসূত্র রয়ে গেছে। আমার মধ্যের দ্বিমুখী স্বত্তা টা উস্কে দিলেন যে।

(19-12-2020, 11:45 AM)Nilpori Wrote: [Image: photo-2020-12-19-11-43-33.jpg]A pictograpgy by me.

(19-12-2020, 09:38 PM)pinuram Wrote: আচ্ছা, দিদিভাই, ঝিনুকের চরিত্র ঠিক ওরে ফুটিয়ে তুলতে পেরেছি কি সেটা বলুন আগে, রিশুর প্রেমে না হয় একটু পরে পরবেন !!!!! কবিতার ব্যাপারে এখুনি কিছু বলব না, আগে আপনার উত্তর শুনি !!!!!!

(19-12-2020, 09:44 PM)pinuram Wrote: প্রেম এসেছিলো একবার নীরবে আমারই দুয়ারও প্রান্তে,
সে তো হায় মৃদু পায়ে এসেছিল পারিনি তো জানতে,
প্রেম এসেছিলো একবার নীরবে 
সে যে এসেছিলো বাতাস তো বলেনি
হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি
তারে সে আঁধারে চিনিতে যে পারেনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে
প্রেম এসেছিলো একবার নীরবে আমারই দুয়ারও প্রান্তে !!!!!!

(20-12-2020, 06:27 AM)Nilpori Wrote: আপনি মনে হয় এক জন নারী  তার দৃষ্টিকোন থেকে,  নিজেকে ঝিনুক এর স্থানে রেখে ঠিক কি ভাবছে সেটা জানতে চেয়েছেন।
বেশ তা হলে বলছি।
এক উদ্ভিন্ন যৌবনা রমনী তার মানসিক স্থিতি বড় ই বিচিত্র হয়।
সেই " এই আছি এই নেই,  আমি যেন পাখী মেলি পাখনা "।
কখন যে প্রেম এর ঢেউ তার মন ছুঁয়ে দেহজাগতিক সত্তায় নিম্নগামী হয়ে দেহরসের ধারায় তার লাল ত্রিকোণ প্লাবিত হয়ে সবুজের অঙ্কুরোদগমে বিমত্ত হয় নিজে ই যানে না।
সর্বশক্তিমান নিজে ই সৃষ্টি করে বুঝতে পারেন নি, তায় কুতহ্ মনুষ্য!!
নারী  হলেও সেও যে মনুষ্য। আর নর তো......।
তবে নিজে নারী হয়ে বলছি।  আপনি খুব সাবলিল ভাবে ঝিনুককে উপস্থাপন করেছেন। আর ঝিনুকের দেহবল্লরীর যা বর্ণনা দিয়েছেন তাতে তো আমার ও দ্বিসত্তা র দ্বিতীয় সত্তা ও প্রবল ভাবে ঝিনুকের সাথে মিশতে চাইছে (Blue is the warmest colour) মত।
আর রিশুর সাথে একাত্মতা টা শুধু ই যে ভাললাগা তা কিন্তু নয়। তার আরো একটা কারন আছে, সেটা জনসমক্ষে প্রকাশ করছি না( যদি ও এই ফোরাম এর ই একজন আছেন যিনি কিনা আমার আত্মার আত্মীয় স্বরূপ সুহৃদ। তিনি যানেন)।
আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।
পরবর্তী পর্ব গুলো তে আরও উষ্ণ হতে চাই। সাথে আছি।
আমার Pictography টা কেমন হল বলবেন।লেখা টা আমার। ছবি টা Digital painting(by Jhon Poppeleton -- আমার এক বন্ধু ই বলতে পারেন।)।

(20-12-2020, 01:48 PM)Nilpori Wrote: [Image: 1608267793835.png]

(20-12-2020, 06:32 PM)dada_of_india Wrote: প্রত্যেকেই চেয়ে আছে ভবিষ্যতের দিকে ! 
হয়ত তাদের আকাঙ্খিত প্রভাতে আসবে
নতুন সূর্যোদয় !
নতুন পাখিরা উঠবে আবার জীবনের গান গেয়ে !
কিন্তু মৃত্যু নাকি সময় মানেনা ! 
মানেনা ক্যলেনডারের তারিখ  !
হুট করে এসে বলবে ! 
" চলো তোমার জীবনের পেট্রোল শেষ !"
পর্ণমোচী বৃক্ষের ঝরে পরা পাতায় 
থাকবে জিজ্ঞাসা ! 
কি অপরাধ তাদের ? ভবিষ্যতের দিন গোনা 
নাকি অমরত্ব কামনা ?
চিরকাল তারা জিজ্ঞাসা চিণহের মতো 
মাথা হেঁট, ঘার কুঁজো করে থাকবে ! 
আর ভাববে "তাদের প্রশ্নেরও উত্তর 
আসবে একদিন ভবিষ্যতের কাছ থেকে ! " 

(20-12-2020, 07:28 PM)pinuram Wrote: হে মোহময়ি আজ কেন এত বিষন্ন?
রক্তাক্ত বুকে রক্তাক্ত গোলাপ ফুটিয়ে তোল,
পলি মাটি হয়ত আজো উর্বর
নর্তকীর চোখের কাজল কোন দিন মলিন হয় না
তার ছন্দ ঘিরেই বাজে হাততালি
ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষ ঝাঁপ দেওয়ার আগে
আকাশের পানে দুই হাত তুলে বলো আজ আমি মুক্ত !!!!!

(20-12-2020, 07:31 PM)Nilpori Wrote: “বেশ – তবে তোমায় আরও রাঙিয়ে দেব –
কাল ঠিক সূর্য ওঠার আগে;
স্বপ্নের কড়িকাঠ গুলো পেরিয়ে –
ঘুম ভেঙে – এসে দাড়িও – এইখানে – এইভাবে। ”

(20-12-2020, 10:42 PM)Nilpori Wrote: বৃষ্টি সেদিন ছিল বড় ই বিক্ষেপিতা,
সে যে হৃদয় ভাঙা কাঁঁচবৃষ্টি। 
ঝর ঝর রুধিরাক্তে ভিজে ছিল।
ওই লাল ত্রিকোণ এর কৃষ্টি।

(20-12-2020, 10:44 PM)Nilpori Wrote: পড়তে পড়তে লেখা 
আর
লিখতে লিখতে পড়া।
হৃদনিভ সহজিতে 
মনোচিকুর এ 
পড়ে ধরা।

(21-12-2020, 12:33 PM)Nilpori Wrote: এই আপডেট টা পড়ে আমি ভাষাহীনা।
এর যথেষ্ট কারন ও আছে। 
রিশুর এই রকম চারিত্রিক দৃঢ়তা আর একবার  রাগ যদি ওঠে সেটা তে যে কত টা ক্ষতি হয় নিজের জীবন দিয়ে খুব ভাল করে জানি।
একদম রিশু যেন আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল।
তারপর..................? 
আমি তো নীলবৃষ্টিতে ভিজে লাল হয়ে গেলাম।
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
[+] 2 users Like Rajdip123's post
Like Reply
(21-12-2020, 12:33 PM)Nilpori Wrote: এই আপডেট টা পড়ে আমি ভাষাহীনা।
এর যথেষ্ট কারন ও আছে। 
রিশুর এই রকম চারিত্রিক দৃঢ়তা আর একবার  রাগ যদি ওঠে সেটা তে যে কত টা ক্ষতি হয় নিজের জীবন দিয়ে খুব ভাল করে জানি।
একদম রিশু যেন আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল।

আপনার ট্যাগ লাইন টা আমার খুব কাজে লাগবে। "অম্রিতের সন্ধানে" যদি আপনি অনুমতি দেন।  
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
[+] 1 user Likes Rajdip123's post
Like Reply
Ei jinis ta ami expect korechilam!!! Mitra bhul kortei pare!!maturity nei!!!tar opor drink kore feleche!!!discount deoa uchit!!
[+] 1 user Likes Debartha's post
Like Reply
(22-12-2020, 02:12 AM)Rajdip123 Wrote: জঙ্ঘম স্তানুবৎ 
হরিয়াছে চলিকা।
নীলধারা রুধিয়ায় 
ভিজাইল তনুবৎ।



তারপর..................? 
আমি তো নীলবৃষ্টিতে ভিজে লাল হয়ে গেলাম।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
[+] 1 user Likes Nilpori's post
Like Reply
(22-12-2020, 02:16 AM)Rajdip123 Wrote: আপনার ট্যাগ লাইন টা আমার খুব কাজে লাগবে। "অম্রিতের সন্ধানে" যদি আপনি অনুমতি দেন।  
দিলাম
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
[+] 2 users Like Nilpori's post
Like Reply
#####
[+] 1 user Likes ddey333's post
Like Reply
সব ঠিক হয়ে যাবে আবার ..
যেতেই হবে
[+] 1 user Likes ddey333's post
Like Reply
+10likes
Like Reply
[Image: sunil-satyabaddha-abhimaan.gif]
[+] 1 user Likes ddey333's post
Like Reply
[Image: 1608614962123.png]

পিনুদা
লহ এ দুঃসহ বিরহ কাতরতা,
ফিরিয়ে দাও সেই অনাবিল উষ্ণতা।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
[+] 4 users Like Nilpori's post
Like Reply
রিসু যা করেছে ঠিক করেছে। একজন দাদা হিসাবে, একটা প্রায় ক্যারেক্টারলেস মেয়ের স্বামী হিসাবে একদম ঠিক করেছে। ঝিনুকের মত মেয়েরা ভাবে বেলেল্লাপনা করাটা নারী স্বাধীনতা। রিসুর মত ছেলেরাই ওদের ঠিক করতে পারে।
[+] 4 users Like TumiJeAmar's post
Like Reply
(22-12-2020, 09:42 AM)Nilpori Wrote: দিলাম

ধন্যবাদ টা শুকনো মুখে বলবো না I কিন্তু আমার চাহিদা যে আরেকটু বেশি নীল পরী.... অপেক্ষায় আছি, তোমার ডানা মেলার I খোলা নীল আকাশে I উড়বে তো? সমুদ্র, নদী, পাহাড়, জঙ্গল অতিক্রম করে উড়ে এসে বসো আমার বাগানের টগর ফুলের গাছে I❤❤❤❤❤
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
[+] 2 users Like Rajdip123's post
Like Reply
এক ধাক্কা তেই গল্পের মোড় পুরো বদলে দিলে দাদা
[+] 2 users Like Troya A1's post
Like Reply
(21-12-2020, 09:43 PM)himadri_hdas Wrote: ঝড় বয়ে গেলো। কে ঠিক কে ভুল সেটা বিচার করার জায়গাতে আর নেই। রিশু ঠিক কিন্তু হয়তো এতটা রিয়েক্ট করা ঠিক হয়নি। অন্যদিকে নিজের চোখের সামনে এটা দেখাও অসম্ভব। আবার পার্টি করলেও যে খারাপ সেটাও ঠিক নয়। সবাইকেই তার লিমিট জানতে হয়। হয়তো এটাও বলা সোজা কিন্তু করা খুব কঠিন। নেক্সট আপডেট এর অপেক্ষায় রইলাম। দেখা যাক কোথাকার হল কোথায় গড়ায়।

খুব বড় একটা কথা বললেন আপনি! আমার পক্ষে আই মিন পিনুরামের পক্ষে এর উত্তর দেওয়া খুব কঠিন !!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply
(21-12-2020, 10:03 PM)Buro_Modon Wrote: দাদা ক্ল্স nine এ ফিজিক্স এ পড়েছিলাম যেই জিনিস যত তাড়াতাড়ি গরম হয় তা ঠিক তত তাড়াতড়ি ঠান্ডা হয়। আর btw রিশু র মন তো নারকেলের মত বাইরে কঠিন হলেও ভেতরে নরম ।

দেখা যাক কি হয়! আগামী দিনের সূর্য ঝড় ডেকে আনবে নাকি শীত শেষ হয়ে বসন্ত ফিরে আসবে, সব কিছুই সময়ের খেলা !!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
(22-12-2020, 12:37 PM)TumiJeAmar Wrote: রিসু যা করেছে ঠিক করেছে। একজন দাদা হিসাবে, একটা প্রায় ক্যারেক্টারলেস মেয়ের স্বামী হিসাবে একদম ঠিক করেছে। ঝিনুকের মত মেয়েরা ভাবে বেলেল্লাপনা করাটা নারী স্বাধীনতা। রিসুর মত ছেলেরাই ওদের ঠিক করতে পারে।
লাইক আর রেপু , দুটোই দিলাম রিশুকে দাদার ভূমিকায় প্রশংসা করার জন্য
Namaskar

কিন্তু ঝিনুককে চরিত্রহীন বলার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না তাই কিছু কথা বলতে চাই ....

 ঝিনুক শুধু মাত্র প্রেম করেছিল পার্থকে ভালো মনে, ঝিনুকের প্রেমে তো খুঁত ছিল না, কি করে সে তাহলে চরিত্রহীন হল? সে যদি চাইত তাহলে বাবা মায়ের বিরোধ করে পার্থের সাথে পালিয়ে বিয়ে করতে পারত অনায়াসে সে করেনি প্রেমের বশে অনেকে নিজেদের ছবি পাঠায় তার প্রেমিক কে, তাই বলে সে চরিত্রহীন হয়ে যাবে? কি করে ক্যারেক্টারলেস হয়? ঝিনুক কেন অনেকেই আজকাল ছোট পোশাক পরে তাই বলে তাকে চরিত্রহীন বলতে হবে? ছোট পোশাক পরলেই চরিত্রহীন হয় নাকি? ছেলেরাও হাফ প্যান্ট পরে বাজার যায় তাই বলে ছেলেদের বলা হয় না যে তারা চরিত্রহীন ছেলে বলে তাদের ছুট আর মেয়ে বলে তাকে শাড়ি সালোয়ার পরে ঘোমটা দিয়ে থাকতে হবে?

চরিত্রহীন হলে, রিশুর সাথে প্রেম করত না, চরিত্রহীণ হলে বিয়ের রাতে হয়ত পালিয়ে যেত অথবা বিয়ের পরে রিশুর সাথে দিল্লীতে আসত না আসল চরিত্রহীন আমাদের মন, আমাদের চোখ, মেয়েদের স্বাধীনতা আমরা পুরুষেরা আজো দিতে পারি না ইন্টারনেটে বসে ছোট পোশাকের মেয়েদের দেখে লালা ঝরাতে ওস্তাদ পুরুষ কিন্তু তার স্ত্রী অথবা বাড়ির কেউ যদি ছোট পোশাক পরে তখন আমরা বিরোধিতা করি পাড়ার কোন মেয়ে যদি ছোট পোশাক পরে সঙ্গে সঙ্গে তাকে না জেনেই তার চরিত্র নিয়ে পি এইচ ডি করতে বসে যাই, এই তো আজকের পুরুষের মানসিকতা !!

মদ খাওয়া কি চরিত্রহীনতার লক্ষন? আর হ্যাঁ, আম্বালিকার সম্বন্ধে কি এমন বলেছে ঝিনুক? একবার রিশুর দিক দেখো, রিশু একটু বেশি মা মা করে, সেটাই মুখ ফুটে একটু বলেছে, কটু সত্য, এর বেশি কিছু নয় আম্বালিকা কে কিন্তু ঝিনুক কোন অসম্মানজনক অপমানজনক কিছুই বলেনি

ঝিনুক কি বলেছে রিশুকে যে ওর মা ওদের সংসারে আগুন লাগাতে চায় অথবা কখন কি এটা বলেছে তোমার মা আমাকে এই বলে, ওই বলে...

আমার ঝিনুক, অতি ভালোবাসার পাত্রী, এখানে যদি দোষ কাউকে দিতে হয় সেটা শুধু মাত্র পরিস্থিতি আর কাউকেই নয়....

কিন্তু আমার ঝিনুক কে এই ভাবে ক্যারেক্টারলেস কখন বলা উচিত নয়,   কি দেখে ওকে এই কথা বলা যেতে পারে আমি সত্যি বুঝতে পারছি না !!!!

একটা গভীর অবসাদের মধ্যে চলে গেলাম ....
[+] 6 users Like ddey333's post
Like Reply
(22-12-2020, 01:48 PM)ddey333 Wrote: লাইক আর রেপু , দুটোই দিলাম রিশুকে দাদার ভূমিকায় প্রশংসা করার জন্য
Namaskar

কিন্তু ঝিনুককে চরিত্রহীন বলার ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না তাই কিছু কথা বলতে চাই ....

 ঝিনুক শুধু মাত্র প্রেম করেছিল পার্থকে ভালো মনে, ঝিনুকের প্রেমে তো খুঁত ছিল না, কি করে সে তাহলে চরিত্রহীন হল? সে যদি চাইত তাহলে বাবা মায়ের বিরোধ করে পার্থের সাথে পালিয়ে বিয়ে করতে পারত অনায়াসে সে করেনি প্রেমের বশে অনেকে নিজেদের ছবি পাঠায় তার প্রেমিক কে, তাই বলে সে চরিত্রহীন হয়ে যাবে? কি করে ক্যারেক্টারলেস হয়? ঝিনুক কেন অনেকেই আজকাল ছোট পোশাক পরে তাই বলে তাকে চরিত্রহীন বলতে হবে? ছোট পোশাক পরলেই চরিত্রহীন হয় নাকি? ছেলেরাও হাফ প্যান্ট পরে বাজার যায় তাই বলে ছেলেদের বলা হয় না যে তারা চরিত্রহীন ছেলে বলে তাদের ছুট আর মেয়ে বলে তাকে শাড়ি সালোয়ার পরে ঘোমটা দিয়ে থাকতে হবে?

চরিত্রহীন হলে, রিশুর সাথে প্রেম করত না, চরিত্রহীণ হলে বিয়ের রাতে হয়ত পালিয়ে যেত অথবা বিয়ের পরে রিশুর সাথে দিল্লীতে আসত না আসল চরিত্রহীন আমাদের মন, আমাদের চোখ, মেয়েদের স্বাধীনতা আমরা পুরুষেরা আজো দিতে পারি না ইন্টারনেটে বসে ছোট পোশাকের মেয়েদের দেখে লালা ঝরাতে ওস্তাদ পুরুষ কিন্তু তার স্ত্রী অথবা বাড়ির কেউ যদি ছোট পোশাক পরে তখন আমরা বিরোধিতা করি পাড়ার কোন মেয়ে যদি ছোট পোশাক পরে সঙ্গে সঙ্গে তাকে না জেনেই তার চরিত্র নিয়ে পি এইচ ডি করতে বসে যাই, এই তো আজকের পুরুষের মানসিকতা !!

মদ খাওয়া কি চরিত্রহীনতার লক্ষন? আর হ্যাঁ, আম্বালিকার সম্বন্ধে কি এমন বলেছে ঝিনুক? একবার রিশুর দিক দেখো, রিশু একটু বেশি মা মা করে, সেটাই মুখ ফুটে একটু বলেছে, কটু সত্য, এর বেশি কিছু নয় আম্বালিকা কে কিন্তু ঝিনুক কোন অসম্মানজনক অপমানজনক কিছুই বলেনি

ঝিনুক কি বলেছে রিশুকে যে ওর মা ওদের সংসারে আগুন লাগাতে চায় অথবা কখন কি এটা বলেছে তোমার মা আমাকে এই বলে, ওই বলে...

আমার ঝিনুক, অতি ভালোবাসার পাত্রী, এখানে যদি দোষ কাউকে দিতে হয় সেটা শুধু মাত্র পরিস্থিতি আর কাউকেই নয়....

কিন্তু আমার ঝিনুক কে এই ভাবে ক্যারেক্টারলেস কখন বলা উচিত নয়,   কি দেখে ওকে এই কথা বলা যেতে পারে আমি সত্যি বুঝতে পারছি না !!!!

একটা গভীর অবসাদের মধ্যে চলে গেলাম ....

Ei coments er jonne amar torof theke tomar jonne roilo 100+ muahhhhhhh..... Ufffff.... Ekebaare chhai chapa agun tumi guru.....  Heart
[+] 2 users Like bourses's post
Like Reply
(21-12-2020, 10:19 PM)Mr Fantastic Wrote: এরকম কোনো অনর্থ হবে ভেবেছিলাম আগে। কি বলবো, খুব খারাপ লাগলো। একজন দায়িত্বশীল বড়ো দাদার জায়গা থেকে দাঁড়িয়ে রিশু যা করেছে একদম ঠিক করেছে। জেন জেড যুগের অনেক উঠতি বয়সের মেয়েরা ভালোবাসা আসলে কি সেটা সত্যিই বোঝে না। স্বল্প পরিচয়ের ছেলে দুটোর নোংরামিকে প্রেম মনে করে প্রশ্রয় দিয়ে যে ভুল করতে যাচ্ছিল, সেখান থেকে রিশুর শাসনে সম্পূর্ণ সহমত আছে আমার। ওরা না হয় কাঁচা বয়সে মজে গিয়ে ভুল করেছে, কিন্তু ঝিনুক ? সে কি নিজের অভিজ্ঞতা থেকেও শেখেনি কিছু ? ও দেখেছে যে দিয়াকে দৃষ্টিকটু ভাবে স্পর্শ করেছে ছেলেটা, তাও প্রশ্রয় দিয়েছে বরং ওদের হয়ে সাফাই গাইছে ! সুরার প্রভাবে নিজের অবচেতন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটিয়ে ঝিনুক যেভাবে রিশুকে উল্টো চোটপাট করেছে আর মাকে নিয়ে কথা শুনিয়েছে সেটা সত্যিই অপ্রীতিকর। ভেবেছিলাম জেদি বদমেজাজি ঝিনুক রিশুর সংস্পর্শে এসে আর নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে অনেক পাল্টে গেছে, কিন্তু না, একই আছে। একজন নামী খ্যাতিবান কর্তব্যপরায়ণ ডাক্তারের স্ত্রী হয়েও সেই পেশার গুরুত্ব বুঝতে পারছে না, ইমম্যাচিউরুটি এখনও যায়নি ঝিনুকের। তবে মদের প্রভাব কেটে যেতে ও যে অনুতপ্ত হয়েছে বা অপরাধবোধে ভুগছে সেটা দেখে সত্যিই মন ভারী হয়ে গেল। অন্যদিকে রিশুও নিজের অতিরিক্ত ক্রোধ আর দৃঢ় অটল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে পারলো না। ছ' বছর আগের মতো সেই তীব্র রাগে অন্ধ হয়ে তাৎক্ষণিক হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দুম করে আবারও একটা ডিসিশন নিয়ে নিল। রিশুর মধ্যে অভিমন্যুর ছায়া বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, আমি অন্তত দেখতে পেলাম এক্ষেত্রে Namaskar  আসলে সবকিছুর মূলে এই সমাজ ব্যবস্থা। শরীর সর্বস্ব যুগের শিকার ঝিনুক, ওর দেখে উশৃঙ্খলতাকেই আধুনিকতা বলে মনে করা ঝিলিক, তার সঙ্গে থেকে প্রভাবিত হওয়া দিয়া, আর ওদের ভুলের অসহায় শিকার ঝিনুক-রিশু। 
আশা করি সব ঠিক হয়ে যাবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। 
(দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত, পর্বটা পড়ে কিছু ভালো লাগছিল না  Namaskar  )

আমি নির্বাক, (নির্বাক শ্রোতা আর সুত্রধর) তবে ডক্টর অম্বরীশ এর সাথে অভিমন্যুর তুলনা, একটু বেমানান লাগলো! রিশুর মধ্যে কি দেখলে যা তোমাকে অভিমন্যুর কথা মনে করিয়ে দিল? অভি পরীকে ভীষণ ভালবাসত, বলতে পারা যায় নিজের থেকেও বেশি! সেই রুমাল দশ বছর পকেটে রেখে দেওয়া! অভি কোনদিন দুম করে কোন সিদ্ধান্তে পৌঁছাত না! অভি শেষ পর্যন্ত লড়ে ছিল! অভি পরীর মাকেও হয়ত কোনভাবে বুঝিয়ে নিতে পারত! কিন্তু কপালের দোষ, বিধির বিধান অভি ফিরে আসার আগেই পরীর মা ইহলোক ত্যাগ করেন! যদি ওর মা পরীর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা না করাতে যেত তাহলে অভি পরীকে নিয়ে হয়ত বাড়ি থেকে চলে যেত! শুধু মাত্র পরীর কথা ভেবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল অভি! প্রেম হয়ত মরে যায় কিন্তু ভালোবাসা চিরজীবন বেঁচে থাকে! ভালো বাসা মানে কারুর ভালো তে বাস করা !!!!!

আরো একটা কথা বলতে চাই --
অশ্রু হয় গো যেখানে ভালোবাসা
সেখানে মানুষের থাকে না কোন আশা !!!!

Reps Added +1
[Image: 20210115-150253.jpg]
[+] 7 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 67 Guest(s)