Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 08:34 AM)dreampriya Wrote: Ohh noo !!! .. ami jantam pinudar golpo .. eto sohoj sorol hotei pare na ... Kichu to akta hobe ....
(11-12-2020, 08:37 AM)dreampriya Wrote: Na na dada sukher hok .. dirghojibi hok etai kammo .. dortokta mar perek r kono gurutto nei ... Kathay ache sobure meoa fole .
হে হে, এমন না হলে কি আর হয় বলো !!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 10:39 AM)ddey333 Wrote: এভাবে উস্কে সব কিছু গরম তাঁতিয়ে দিয়ে , এই যে পিনুদা ডুব মারে তখন ভীষণ রাগ হয় !!!
নাকি পরীদির ঝ্যাঁটাপেটা খেয়েছে আবারো কে জানে ?
ডুব মারতে চাই, ঝিনুকের প্রেমের সাগরে ডুবে মরতে চাই, আর সেই জন্য তো তোমার পরীদির ঝ্যাঁটা পেটা খেতে হয়, ইচ্ছে থাকলেই সব হয় নাকি? আমার কপালে না থাকলেও তুমি না হয়ে ঝিনুকের প্রেমের সাগরে ডুবে মর !!!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
পর্ব আট – (#4-40)
ঝিনুক বেড়িয়ে যাওয়ার পর থেকে রিশুর চোখের সামনে শুধু মাত্র রূপসী তন্বী ললনার ছবি ভেসে বেড়ায়। ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বারেবারে যখন নিজের চুলে হাত দিচ্ছিল তখন পাগল হয়ে গেছিল রিশু। পিচ ফলের মতন লালচে কোমল গালের লালিমা দেখে ভীষণ ইচ্ছে করছিল একটা চুমু খেতে। বারে বারে ডান হাত দিয়ে ডান কানের ওপরে চুল সরিয়ে যেন ওকে কানের লতিতে চুমু খেতে আহবান করছিল ওর প্রেয়সী। ফর্সা মসৃণ মরালী গর্দানের দর্শন পেয়ে ভীষণ ইচ্ছে করছিল ওর মসৃণ ত্বকের ওপরে জিবের ডগা দিয়ে লালার দাগ ফেলে দেয়।
নিজের চেম্বারের দিকে পা বাড়াতেই ওর অনেক সহকর্মী ডাক্তার বন্ধুরা ওকে ঘিরে ধরে। ব্রিজেশ ইতিমধ্যে ওদের ডিপার্টমেন্টের মধ্যে কথা ছড়িয়ে দিয়েছে, ডক্টর অম্বরিশ সান্যালের স্ত্রী কোন বড় ম্যাগাজিনের সেন্টারফোল্ড মডেলের মতন দেখতে। সেই কথা নিয়ে দুপুরে লাঞ্চের সময় খুব হাসাহাসি হয় ওদের বন্ধুদের মধ্যে। লাঞ্চের পরে বেশ কয়েকবার মেসেজেই কথাবার্তা হয় ঝিনুকের সাথে। তাতেই জানতে পারে বাড়ির কাছের কোন পার্লারে গেছে সাজতে, সেটা শুনে মনে মনে হেসে ফেলে রিশু, রাতে হৃদরোগে না আক্রন্ত হয়।
লাঞ্চের পরে ব্রিজেশকে বলে হসপিটাল থেকে বেড়িয়ে পরে, বিয়ের পরে কোন উপহার কিনে দেওয়া হয়নি ওর রূপসী প্রেমিকাকে। হসপিটালের কাছেই একটা বড় মার্কেট, সেখানে অনেকগুলো বড় বড় গয়নার দোকান। চোখ বুজে প্রেয়সীর ফর্সা মরালী গর্দান একবার বুকের ভেতরে এঁকে নিয়ে শেষ পর্যন্ত একটা মুক্তোর লকেট দেওয়া সোনার হার কেনে। আংটি কেনার ইচ্ছে ছিল, ভেবেছিল মুখের মধ্যে আংটি রেখে প্রেয়সীর নরম চাঁপার কলি আঙ্গুল মুখের মধ্যে নিয়ে পড়িয়ে দেবে, কিন্তু আংটির সঠিক মাপ না জানাতে হার কেনে। অন্যদিকে ওর জন্য সাজতে ব্যাস্ত ওর মদালসা রূপসী স্ত্রী, যত দেখে তত যেন নতুন করেই ধরা দেয়, অবশ্য এই কয়দিনে ঠিক ভাবে দেখাই হয়নি ঝিনুকের দিকে। আগে সর্বদা শালোয়ার কামিজে দেখছে, বিয়ের দিন আর গতকাল ডিনারেই শাড়িতে দেখেছিল, কিন্তু যে পোশাকে ওর হসপিটালে দেখা দিয়েছে তাতে ভীষণ ভাবেই অবাক হয়ে গেছে। চোখ বুজলেই চোখের সামনে নীল ছেঁড়া জিন্স পরিহিত অসম্ভব সুন্দরী একজন নর্তকীকে দেখতে পায়। জিনসের প্যান্ট ঝিনুকের কোমর থেকে হাঁটু পর্যন্ত ওতপ্রোত ভাবে লেপটে গিয়ে দুই মোটা কদলি কান্ডের মতন জঙ্ঘার আকার অবয়াব অতি সুন্দর ভাবে ফুটিয়ে তোলে, পায়ে থাই হাই বুট জোড়া ভীষণ ভাবেই ঝিনুকের সাজের সাথে মিলে গেছে। পিচ ফলের মতন নরম মিষ্টি লালচে গালের দৃশ্য মনে পড়তেই ভীষণ ভাবেই প্রেয়সীকে চুম্বনে চুম্বনে অস্থির করতে ইচ্ছে হয়।
হার কিনে হসপিটাল পৌঁছে নিজের চেম্বারে বসে ঝিনুককে ফোন করে রিশু, “কি করছ?”
অন্যপাশ থেকে প্রেয়সীর মিষ্টি সুরেলা কন্ঠস্বর ভেসে আসে, “এই তো, ওয়াক্সিং করাচ্ছি। তুমি লাঞ্চ করেছ?”
রিশু একটু হেসে উত্তর দেয়, “হ্যাঁ অনেক আগে হয়ে গেছে।” ভীষণ ভাবেই দেখতে ইচ্ছে করছিল প্রেয়সীকে তাই ওকে বলে, “একটা সেলফি পাঠাও না প্লিজ?”
খিলখিল করে হেসে ফেলে ঝিনুক, গলা নামিয়ে ফিসফিস করে বলে, “ধ্যাত শয়তান, তোমার কোলেই তো ফিরে যাবো।”
“ধ্যাত শয়তান” বলে প্রেয়সীর খিলখিল হাসির কলতান রিশুর বুকের মধ্যে বিঁধে যায়, “তুমি না মহা দুষ্টু মেয়ে।”
মুচকি হাসি দিয়ে ঝিনুক উত্তর দেয়, “এতদিন পরে জানলে?”
হেসে ফেলে রিশু, “না না, তোমাকে দেখার আগেই জেনেছি।”
ক্ষনিকের জন্য মুখের ভাব বদলে যায় ঝিনুকের সঙ্গে সঙ্গে রিশুকে প্রশ্ন করে, “কি এমন জেনেছ শুনি?”
কথাটা ঠিক হয়নি বুঝতে পেরেই রিশু হেসে বলে, “তুমি না, সব কিছুতেই উল্টো মানে খুঁজতে যাও। আই ওয়াজ জাস্ট জোকিং।”
ফোনের মধ্যেই রিশুর উদ্দেশ্যে একটা চুমু ছুঁড়ে দিয়ে বলে ঝিনুক, “কখন বাড়ি ফিরবে?”
ওর কথা শুনে রিশু হেসে ফেলে, “তুমি এখন সাজতে ব্যাস্ত তারপর আবার রিতিকার সাথে শপিং করবে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব? আমিও একটু কাজ সেরে তবেই বাড়ি ফিরব।”
ঝিনুক উত্তর দেয়, “না না আজকে আর শপিং করতে যাবো না। এই পার্লার থেকে সোজা বাড়িতেই ফিরব।”
মাথা নাড়ায় রিশু, “না না সেটা নয়। তোমার বান্ধবীর সাথে ঠিক ভাবে পরিচয় হল না, একদিন ডিনারে ইনভাইট কর ওকে।”
ঝিনুক মুচকি হাসি দিয়ে বলে, “সকালে বললে ওর ওপরে বিশ্বাস নেই আবার এখন বলছ ডিনারে ইনভাইট করতে, কি ব্যাপার ডক্টর, দুইদিনেই কি আমি পুরানো হয়ে গেলাম নাকি?”
প্রেয়সীর কথা শুনে হাসিতে ফেটে পরে রিশু, “তুমি না...”
ঝিনুক ও হেসে উত্তর দেয়, “খুব দুষ্টু তাই না...”
হাসি শুনে বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে, প্রেয়সীকে হেসে উত্তর দেয় রিশু, “খেয়ে ফেলব কিন্তু।”
কথাটা শুনে হৃদয় ভীষণ ভাবেই চঞ্চল হয়ে ওঠে ঝিনুকের, ভীষণ একটা দুষ্টুমিতে পেয়ে বসে রূপসী ললনাকে, “কামড়ে না কেটে?”
রিশু ফিসফিস করে উত্তর দেয়, “একেবারে দুই হাতে চটকে।”
কথাটা শুনে ঝিনুকের সারা শরীরের সকল রোমকূপ একত্রে উন্মিলিত হয়ে ওঠে, “এই শয়তান, তোমার ওই ডিপ ভয়েস শুনলে আমার বুকের ভেতরে কিছু একটা হয়, চুপ কর প্লিজ।”
এইভাবে ফোনে কারুর সাথে কোনদিন কথা বলেনি, কিন্তু নিজের স্ত্রীর সাথেই এইভাবে পরকীয়া প্রেম করাতে ওর শরীরের রক্ত ভীষণ ভাবেই টগবগ করে ফুটতে শুরু করে দেয়, “আচ্ছা বাবা, তবে আজকে কিন্তু সত্যি বলছি...”
মিলনের ইচ্ছায় উন্মাদিনী প্রেমিকার হৃদয় ডাক ছেড়ে ওঠে, রিতিকার কান বাঁচিয়ে যথাসম্ভব গলা নামিয়ে বলে, “তোমার জন্যেই তো পার্লার এসেছি।”
বুকের বাঁ দিকে কিল মারে রিশু, “ইউ আর ইরেসিস্টেবেল, তোমার পার্লার না গেলেও চলত।”
ভালোবাসার মানুষের মুখে রূপের প্রশংসা শুনে বুক ভরে ওঠে ঝিনুকের, ওকে প্রশ্ন করে, “ধ্যাত তুমি ও না। আচ্ছা শোনও না, চুলে কি কালার করাব? ডার্ক ব্রাউন না রেডিস ব্রাউন?”
হেসে ফেলে রিশু, “যাঃ বাবা, তোমার চুল তুমি কি রঙ করাবে তুমি জানো।”
আদুরে কন্ঠে ঝিনুক ঝামটা দিয়ে ওঠে, “ধ্যাত, তুমি না, এই প্লিজ বলো না কি কালার করাবও?”
রিশু মুচকি হেসে উত্তর দেয়, “আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি যে হুমেরাসে কম্পাউন্ড ফ্রাকচার হয়েছে...”
সঙ্গে সঙ্গে ঝিনুক ঝাঁঝিয়ে ওঠে, “হ্যাঁ হ্যাঁ হয়েছে, কেন মরতে তোমাকে জিজ্ঞেস করতে গেছিলাম কে জানে।” গলা যথাসম্ভব নামিয়ে এনে ভীষণ লজ্জা মাখানো কন্ঠে রিশুকে জিজ্ঞেস করে, “আচ্ছা আরো একটা কথা জিজ্ঞেস করার ছিল।”
রিশু ওকে জিজ্ঞেস করে, “কি?”
ঝিনুকের গাল কান লাল হয়ে তপ্ত হয়ে ওঠে তাও লজ্জার মাথা খেয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলে, “পুরো ক্লিন না বাটারফ্লাই না স্ট্রিপ?”
কথাটার অর্থ কিছুই বোধগম্য হয় না রিশুর তাই আবার ওকে জিজ্ঞেস করে, “কি এইগুলো?”
ঝিনুক ভীষণ লজ্জা পেয়ে উত্তর দেয়, “থাক কিছু না সরি।”
পুরো পাগলি মেয়ে, মাথা ঝাঁকিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “আচ্ছা এত যে সাজ সাজছ, টাকা কোথায় পেলে?”
মুচকি হেসে ঝিনুক উত্তর দেয়, “আছে আমার কাছে।”
রিশু ওকে প্রশ্ন করে, “আছে মানে? আমার কাছ থেকে টাকা নিতে দোষ?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “আচ্ছা দাও তাহলে, ছয় হাজারের মতন খরচ হবে দুইজন মিলিয়ে বারো।”
রিশু উত্তরে বলে, “আচ্ছা দিয়ে দেবো। তবে বেশি দেরি কর না। কিন্তু বারো হাজার কেন?”
গলা নামিয়ে ঝিনুক উত্তর দেয়, “রিতিকার একটু মুখ ফুলে গেছে, শপিং এর জন্য লিভ নিয়েছিল কিন্তু তোমার সাথে হসপিটালে দেখা করলাম সেখানে বেশ টাইম চলে গেল তারপরে বললাম যে পার্লার যাবো তাতে অনেক টাইম যাবে তাই ভাবলাম ওর পার্লারের খরচ দিয়ে দেই না হলে মুখ ফুলিয়ে থাকবে।”
হেসে ফেলে রিশু, “ওকে বুঝলাম, তাও যদি তোমার ইচ্ছে হয় তাহলে শপিং এ যেতে পারো।”
মাথা দোলায় ঝিনুক, “না না, এখান থেকে সোজা বাড়ি তারপরে তুমি আর আমি...”
সন্ধ্যের পরে বাড়িতে কি হবে সেটা ভেবেই রিশুর হৃদয়ে এক অদ্ভুত হিল্লোল দেখা দেয়, “তাড়াতাড়ি এসো তাহলে।”
ঝিনুক ফোনের মধ্যে থেকেই মিষ্টি ছোট্ট একটা চুমু ছুঁড়ে দেয় রিশুর দিকে, “মুহআআয়া... ওকে বেবি।”
চুম্বনের আওয়াজে ওর মস্তিকের সকল স্নায়ু উন্মাদ ঘোড়ার মতন ভীষণ ভাবেই লাফালাফি দাপাদাপি শুরু করে দেয়, “আমি হসপিটালে আছি ডারলিং, এমন করলে আমি মারা পড়ব।”
ঝিনুক ও কম যায়না, খিলখিল করে হেসে উত্তর দেয় দয়িতকে, “হু স্টারটেড বেবি?”
হেসে ফেলে রিশু তারপরে একটু থেমে ওকে বলে, “আচ্ছা, আমি মাকে ফোন করেছিলাম, আমি লন্ডন যাচ্ছি সেটা জানালাম। মাকে বললাম যদি পারে তো দিয়াকে সেই সময়ে হয়ত পাঠিয়ে দেবে এখানে।”
কথাটা শুনে ঝিনুক হেসে ফেলে, “সকালেই তোমার বেড়িয়ে যাওয়ার পরেই আমার সাথে ঝিলিক আর দিয়ার কথা হয়ে গেছে। তবে এখন মামনিকে ফোন করা হয়নি। ওরা কিন্তু এখানে আসার জন্য এক পায়ে খাড়া।”
মাথা নাড়িয়ে হেসে ফেলে রিশু, ওর মনের কথা গুলো মনে হয় ওর প্রেয়সী আগে থেকেই বুঝে যায়, “তাহলে টিকিট কেটে ফেলবো কি?”
একটু ভেবে ঝিনুক ওকে বলে, “তুমি যা ভালো বোঝ সেটাই কর। একটু তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো। আচ্ছা শোন আমি এখন ফেসিয়াল করব এখন রাখছি, মুয়াআহহহহহ।” বলে ফোনের মধ্যে ছোট একটা চুমু খেয়ে ফোন রেখে দেয় ওর প্রেয়সী।
ওপিডি অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়ার্ডে রাউন্ড দেওয়া হয়ে গেছে, ইন্টার্ন ডাক্তারদের রোগীর ব্যাপারে বুঝিয়ে সুঝিয়ে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল রিশু। ঝিনুককে একবার ফোন অবশ্য করেছিল, ওর প্রসাধনি তখন শেষ হয়নি, কি কি নাম বলল সেই সব বাকি, আন্ডারআর্মস থ্রেডিং কি সব বলল যার একটারও অর্থ ওর বোধগম্য হয়নি। তাও ফোন হাতে নিয়ে নরাচড়া করতে করতে মনে মনে হেসে ফেলে। এরপর প্রেয়সী ধ্যাতানি দেবে, তর সইছে না নাকি? ঠিক তখন, মোবাইলে একটা অচেনা নাম্বারের ফোন আসে। সারাদিনে প্রচুর এমন অচেনা নাম্বার থেকে ফোন আসে ওর কাছে, কখন কোন ক্রেডিট কার্ড, কখন কোন মেডিকেল রিপ্রেসেন্টটেটিভ ইত্যাদি।
ফোন উঠিয়ে চিরাচরিত ভাবেই ইংরেজিতে প্রশ্ন করে, “আপনি কে বলছেন?”
ওপাশ থেকে পরিষ্কার ইংরেজিতে ভেসে আসে এক মহিলার সুরেলা কন্ঠ, “হাউ আর ইউ ডুইং, ডক্টর সান্যাল?”
কন্ঠস্বর ভীষণ চেনা চেনা মনে হয় রিশুর, হটাত করেই শ্বাস বন্ধ হয়ে আসে ওর, তাও সংশয় দুর করার জন্য প্রশ্ন করে, “হু আর ইউ?”
সেই কন্ঠস্বর একটু হেসে উত্তর দেয়, “ভুলে গেলে আমাকে? এবারে আমি কিন্তু আর তোমাকে ফোন করে ডিস্টার্ব করিনি। আমি জানি তুমি খুব বিজি, তাই তোমার ডিউটি শেষ হওয়ার অপেক্ষা করেছি।”
কিছুক্ষন চুপ করে চোখ বুজে চাপা সংশয় আয়ত্তে আনে রিশু, ঠান্ডা গলায় চন্দ্রিকাকে জিজ্ঞেস করে, “এতদিন পরে?”
ম্লান হাসে চন্দ্রিকা, “এমনি জাস্ট। পারকিঙ্গে তোমার বাইকের কাছেই আমি দাঁড়িয়ে আছি।”
কথাটা শুনে চোয়াল কঠিন হয়ে যায় রিশুর, কফি খেতে আর ইচ্ছে করল না ওর। এপ্রন, স্টেথো ল্যাপটপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরো একবার ঝিনুকের জন্য কেনা হারের বাক্সটা দেখে নিয়ে বেড়িয়ে পড়ার আগে প্রশ্ন করে, “কিছু কাজ ছিল কি?”
চন্দ্রিকা ঠান্ডা গলায় উত্তর দেয়, “কাজ না থাকলে কি দেখা করা যায় না?”
বুক ভরে শ্বাস নিয়ে মাথা দোলায় রিশু, “না ঠিক তা নয়, কিন্তু এতদিন পরে ফোন করলে তাই জিজ্ঞেস করলাম।”
ভীষণ একটা অস্বস্তিবোধ নিয়েই পারকিঙ্গের দিকে পা বাড়ায়। ভুলতে চেয়েছিল, ভুলে গেছিল চন্দ্রিকাকে, বারে বারে চঞ্চলা হরিণীর চুম্বন মনে পরে যায়, কানের মধ্যে বেজে ওঠে, “মুয়াআহহহহ...” পারকিঙ্গে পৌঁছে চন্দ্রিকাকে দেখতে পেয়ে ধির পায়ে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে দেখে রিশু, ওর চোখে মুখে একটু হাসি একটু সংশয়। আগের থেকে একটু গোলগাল হয়ে গেছে, শেষ দেখা ছয় বছর আগে রিশুর এমএস পড়ার আগেই চন্দ্রিকা ওকে ছেড়ে চলে গেছিল। ওকে দেখতে পেয়ে ম্লান হাসি দিয়ে চন্দ্রিকা ওর দিকে এগিয়ে আসে।
মৃদু হাসি দিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “তুমি কেমন আছো?”
ম্লান হাসি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে বড় বড় কাজল কালো চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, “চলছে কোন রকমে। তুমি তোমার কথা বল।”
উত্তর দেয় রিশু, “আমি বেশ ভালোই আছি।” বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকার চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে প্রশ্ন করে, “তোমার হাজবেন্ড কেমন আছে?”
বুকের ওপরে দুই হাত ভাঁজ করে রিশুর দিকে এক পা এগিয়ে আসে চন্দ্রিকা, ওর দিকে গভীর ভাবে তাকিয়ে বেদনা ভরা কন্ঠে বলে, “আই এম সরি রিশু। তোমায় সত্যি ভুল বুঝেছিলাম, পরে অনেক ভেবেছি কিন্তু তোমার সামনে আর আসার সাহস হয়নি।” বুক ভরে শ্বাস নিয়ে একটু থেমে ওকে বলে, “বিজয়ের সাথে আই মিন আমার হাজবেন্ডের সাথে তিন মাস আগে সেপারেশান হয়ে গেছে। আমি দিল্লীতে ফিরে এসেছি।” রিশুর গা ঘেঁষে দাঁড়িয়ে ওর হাতের ওপরে হাত রেখে ধরা গলায় বলে, “আমি এম সরি রিশু। আমরা কি আর...” ঠিক তখুনি রিশুর ফোন বেজে ওঠে।
হাতের ওপরে চন্দ্রিকার কোমল হাতের ছোঁয়া পেতেই রিশুর চোয়াল কঠিন হয়ে ওঠে, চন্দ্রিকার শেষ বাক্য শুনে ক্ষনিকের জন্য মাথায় রক্ত চড়ে যায়। ঠিক তখুনি ওর পকেটে রাখা ফোনটা আবার বেজে উঠতেই রিশু নিজের হাত ছাড়িয়ে ফোন বের করে দেখে ঝিনুকের মিষ্টি মুখ ভেসে উঠেছে মোবাইল স্ক্রিনে।
ফোনের স্ক্রিন চন্দ্রিকাকে দেখিয়ে বলে, “আমার মিসেসের ফোন।”
তৎক্ষণাৎ চন্দ্রিকার দুই চোখ ছলকে ওঠে, কাঁপা কন্ঠে ওকে জিজ্ঞেস করে, “তুমি বিয়ে করেছ?”
ওর প্রশ্নে ছোট্ট উত্তর দেয় রিশু, “হ্যাঁ।” তারপরে চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করতে অনুরোধ করে ফোন তুলে বলে, “কি ব্যাপার কোথায় আছো?”
অন্যপাশে প্রেয়সীর মদির কন্ঠ, “বেড়িয়েছ কি?”
চন্দ্রিকার চোখে চোখ রেখে ফোনে ঝিনুককে উত্তর দেয়, “এই জাস্ট বাইকে উঠব।” কথাটা শুনে চন্দ্রিকার ঠোঁট জোড়া মৃদু কেঁপে ওঠে।
অন্যপাশে উচ্ছল চঞ্চল ঝিনুক মধুর কন্ঠে ওকে প্রশ্ন করে, “এই শোন না, তুমি ফিস ফ্রাই খাবে নাকি ডিমের ডেভিল?”
অবাক হয়ে রিশু প্রশ্ন করে, “তোমার সাজ গোজ শেষ? তুমি এইসব কোথায় পেলে?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “হ্যাঁ আমার পার্লারের কাজ শেষ, আমি আর রিতিকা এখন মার্কেট ওয়ানে আছি। বেড়িয়ে যখন পড়েছ তখন তুমিও চলে এখানেই চলে এসো।”
চন্দ্রিকা রিশুর সামনে থেকে সরে দাঁড়ায়। রিশু বাইকের বসে উত্তর দেয়, “জো হুকুম, আমি এই আসছি।” বলে ফোন রেখে দেয়।
বাইকে উঠে কিক মেরে স্টার্ট করে চন্দ্রিকার দিকে গভীর ভাবে তাকিয়ে বলে, “বিশ্বাস করে তখন তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সেদিন আমার কোন কথায় কান দাওনি।” একটু থেমে বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকাকে বলে, “আজ ছয় বছর পরে তোমার সেপারেশানের পরে আমাকে মনে পড়েছে? আমি আর সেই রিশু নেই, মিসেস চন্দ্রিকা।” শেষের শব্দটা জোরেই বলে রিশু।
কথাটা শুনে চন্দ্রিকার বুক ভেঙ্গে যায় তাও বুকে জোর এনে ওকে বলে, “তুমিও তোমার অহং বোধ ধরে ছিলে। চাইলে তুমিও আমাকে একবার বুঝাতে আসতে পারতে। কিন্তু তুমি সেটা করনি ডক্টর অম্বরীশ। একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখতে, যে অবস্থায় তুমি ছিলে...”
চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করিয়ে কঠিন চোয়াল নিয়ে গুরু গম্ভির কন্ঠে ওকে বলে রিশু, “শালিনী আমার বোন মিসেস চন্দ্রিকা, একটা ভাই আর বোনের সম্পর্ক তুমি এত নিচ চোখে দেখতে পারো সেটা ধারনার বাইরে। তুমি চোখ খুলেও সেটা বিশ্বাস করতে পারনি। জানো, আমার স্ত্রী, ঝিনুক, বিয়ের আগে পর্যন্ত আমাদের কথাও হয়নি, দেখা তো অনেক দুরের কথা। কিন্তু সে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আমার সাথে পা বাড়িয়েছে।” বাইকের এক্সিলারেটরে মোচড় দিয়ে একটু জোরে আওয়াজ করে ওকে বলে, “আস্থা ভরসা বিশ্বাস। অনেক সময়ে আমরা যা দেখি সেটা সত্য হয় না চন্দ্রিকা। দিনের বেলা আমাদের চারপাশে সূর্যের রশ্মি থাকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে সেই সূর্যের রশ্মি? না দেখাতে পারবে না, কিন্তু আছে আমাদের চারপাশে। আমি মন থেকে বলছি, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবনে কেউ আসুক। তবে আজকের পরে আর কোনদিন আমাকে কল কর না।”
চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে চন্দ্রিকার, শেষ মুহূর্তে হাত বাড়িয়ে কিছু একটা পেতে গিয়েও যেন পেলোনা। চন্দ্রিকার উত্তরের অপেক্ষা না করে বাইক নিয়ে বেড়িয়ে পরে রিশু। ওর রূপসী মদালসা প্রেমিকা ঝিনুক অনেকদিন পরে নিজের খোলস থেকে বেড়িয়েছে, সেই মিষ্টি মধুর হাসি আর বাড়ানো দুই হাতের আহবানে ধরা দিতে ছুটে যায়। পেছনে ফাঁকা বাইক পারকিঙ্গের জায়গায় শুন্য হৃদয় নিয়ে চন্দ্রিকা রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে।
The following 18 users Like pinuram's post:18 users Like pinuram's post
• Baban, Biddut Roy, bluestarsiddha, Bondhon Dhali, Buro_Modon, chinu872, Dddd, Dustu, LajukDudh, MASTER90, Mr Fantastic, o...12, Sandipan Chatterjee, sexybaba, sorbobhuk, Thumbnails, vichitra_1, Voboghure
Posts: 244
Threads: 2
Likes Received: 419 in 235 posts
Likes Given: 26
Joined: May 2019
Reputation:
14
রিশুর সত্যিই পরিবর্তন হয়েছে।চন্দ্রিকার জন্য খারাপ লাগছে।দুজনেরই দোষ ছিল।একজনের অবিশ্বাস আরেকজনের অহং বোধ।যাক সেসব বাদ।ঝিনুক তো ভারী দুষ্টু।কি সব প্রশ্ন করে! আহা।রিশু হাবাগোবা ছেলে।
Posts: 64
Threads: 0
Likes Received: 120 in 57 posts
Likes Given: 28
Joined: May 2019
Reputation:
5
New unexpected twist.. bah.. sobai bhabche Ritika k nie.. elo Chandrika... Bah bah
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 03:13 PM)Isiift Wrote: রিশুর সত্যিই পরিবর্তন হয়েছে।চন্দ্রিকার জন্য খারাপ লাগছে।দুজনেরই দোষ ছিল।একজনের অবিশ্বাস আরেকজনের অহং বোধ।যাক সেসব বাদ।ঝিনুক তো ভারী দুষ্টু।কি সব প্রশ্ন করে! আহা।রিশু হাবাগোবা ছেলে।
পরিবর্তন ভালো না খারাপ? চন্দনের সাথে অন্য কাঠ পাশাপাশি রেখে দিলে কিছুদিনের মধ্যে অন্য কাঠেও চন্দনের গন্ধ চলে আসে, দুষ্টু মিষ্টি ঝিনুকের মতন প্রেমিকা পেলে মুখচোরা রিশু আর কতদিন গোবেচারা হয়ে থাকবে বলুন!!!!!
Reps Added +1
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 03:14 PM)himadri_hdas Wrote: New unexpected twist.. bah.. sobai bhabche Ritika k nie.. elo Chandrika... Bah bah
তবে এখন কিন্তু রিতিকা সিন থেকে সরে যায়নি, হে হে হে... মার্কেট ওয়ানে ঝিনুকের সাথে দাঁড়িয়ে আছে কিন্তু
Reps Added +1
Posts: 244
Threads: 2
Likes Received: 419 in 235 posts
Likes Given: 26
Joined: May 2019
Reputation:
14
(11-12-2020, 03:23 PM)pinuram Wrote: পরিবর্তন ভালো না খারাপ? চন্দনের সাথে অন্য কাঠ পাশাপাশি রেখে দিলে কিছুদিনের মধ্যে অন্য কাঠেও চন্দনের গন্ধ চলে আসে, দুষ্টু মিষ্টি ঝিনুকের মতন প্রেমিকা পেলে মুখচোরা রিশু আর কতদিন গোবেচারা হয়ে থাকবে বলুন!!!!!
Reps Added +1
পরিবর্তন তো পরিবর্তনই।সেটা মন্দ ভাল সব সময় বিচার করা যায় না।বা আমি বিচার করার মত কেউ নইও।তবে রিশু ও চন্দ্রিকা দুজনের জন্য শুভেচ্ছা।দুজন দুজনের মত আলাদা আলাদা ভাবে ভাল থাকুক।
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 03:27 PM)Isiift Wrote: পরিবর্তন তো পরিবর্তনই।সেটা মন্দ ভাল সব সময় বিচার করা যায় না।বা আমি বিচার করার মত কেউ নইও।তবে রিশু ও চন্দ্রিকা দুজনের জন্য শুভেচ্ছা।দুজন দুজনের মত আলাদা আলাদা ভাবে ভাল থাকুক।
সেটাই কাম্য, দুইজন দুইজনার মত নিজের জীবনে সুখী হোক সেটাই চাই !!!!!
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
বাইকের এক্সিলারেটরে মোচড় দিয়ে একটু জোরে আওয়াজ করে ওকে বলে, “আস্থা ভরসা বিশ্বাস। অনেক সময়ে আমরা যা দেখি সেটা সত্য হয় না চন্দ্রিকা। দিনের বেলা আমাদের চারপাশে সূর্যের রশ্মি থাকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে সেই সূর্যের রশ্মি? না দেখাতে পারবে না, কিন্তু আছে আমাদের চারপাশে। আমি মন থেকে বলছি, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবনে কেউ আসুক। তবে আজকের পরে আর কোনদিন আমাকে কল কর না।”
উফফফফ... কি দিলে গুরু!
আমি এই ভয়টা একটু হলেও পাচ্ছিলাম... কিন্তু রিশু যেভাবে উত্তর দিলো আর নিজেকে কন্ট্রোল করলো.... দারুন. হ্যা.... আমি আগেও বলেছিলাম এই ব্যাপারে আমি পুরোপুরি রিশুর পক্ষে নই.... কিন্তু আজকে মেয়েটা কি কারণে ফিরে এলো? এতদিন পড়ে ছাড়াছাড়ি হতে তারপর ব্যাকআপ হিসেবে রিশুর কথা মনে পড়লো? আজ ও ভুল রিশু নয়. আজ রিশুর পক্ষে আমি. আজ তার জীবনে নতুন একজন এসেছে, তার প্রতি রিশু যোগ্য বিশ্বাস ও সম্মান দেখিয়েছে.
আজকের আপডেটটা আমার কাছে দুর্দান্ত লাগলো. লাইক রেপুটেশন এডেড.
Posts: 93
Threads: 1
Likes Received: 80 in 49 posts
Likes Given: 53
Joined: Feb 2019
Reputation:
2
ছয় বছর পর মনে হল ভুল ছিল ধারনা। বাহ চন্দ্রিকা। রিশু আর ঝিনুকের রোমান্টিকতা দারুন লাগছে।
Posts: 759
Threads: 6
Likes Received: 1,592 in 805 posts
Likes Given: 2,169
Joined: Jan 2019
Reputation:
193
চন্দ্রিকা কি রিশু আর ঝিনুকের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে?
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,079 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
11-12-2020, 03:55 PM
(This post was last modified: 11-12-2020, 06:43 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
❤❤❤❤❤❤
Posts: 51
Threads: 1
Likes Received: 61 in 37 posts
Likes Given: 26
Joined: Nov 2020
Reputation:
2
(11-12-2020, 02:56 PM)pinuram Wrote: পর্ব আট – (#4-40)
ঝিনুক বেড়িয়ে যাওয়ার পর থেকে রিশুর চোখের সামনে শুধু মাত্র রূপসী তন্বী ললনার ছবি ভেসে বেড়ায়। ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বারেবারে যখন নিজের চুলে হাত দিচ্ছিল তখন পাগল হয়ে গেছিল রিশু। পিচ ফলের মতন লালচে কোমল গালের লালিমা দেখে ভীষণ ইচ্ছে করছিল একটা চুমু খেতে। বারে বারে ডান হাত দিয়ে ডান কানের ওপরে চুল সরিয়ে যেন ওকে কানের লতিতে চুমু খেতে আহবান করছিল ওর প্রেয়সী। ফর্সা মসৃণ মরালী গর্দানের দর্শন পেয়ে ভীষণ ইচ্ছে করছিল ওর মসৃণ ত্বকের ওপরে জিবের ডগা দিয়ে লালার দাগ ফেলে দেয়।
নিজের চেম্বারের দিকে পা বাড়াতেই ওর অনেক সহকর্মী ডাক্তার বন্ধুরা ওকে ঘিরে ধরে। ব্রিজেশ ইতিমধ্যে ওদের ডিপার্টমেন্টের মধ্যে কথা ছড়িয়ে দিয়েছে, ডক্টর অম্বরিশ সান্যালের স্ত্রী কোন বড় ম্যাগাজিনের সেন্টারফোল্ড মডেলের মতন দেখতে। সেই কথা নিয়ে দুপুরে লাঞ্চের সময় খুব হাসাহাসি হয় ওদের বন্ধুদের মধ্যে। লাঞ্চের পরে বেশ কয়েকবার মেসেজেই কথাবার্তা হয় ঝিনুকের সাথে। তাতেই জানতে পারে বাড়ির কাছের কোন পার্লারে গেছে সাজতে, সেটা শুনে মনে মনে হেসে ফেলে রিশু, রাতে হৃদরোগে না আক্রন্ত হয়।
লাঞ্চের পরে ব্রিজেশকে বলে হসপিটাল থেকে বেড়িয়ে পরে, বিয়ের পরে কোন উপহার কিনে দেওয়া হয়নি ওর রূপসী প্রেমিকাকে। হসপিটালের কাছেই একটা বড় মার্কেট, সেখানে অনেকগুলো বড় বড় গয়নার দোকান। চোখ বুজে প্রেয়সীর ফর্সা মরালী গর্দান একবার বুকের ভেতরে এঁকে নিয়ে শেষ পর্যন্ত একটা মুক্তোর লকেট দেওয়া সোনার হার কেনে। আংটি কেনার ইচ্ছে ছিল, ভেবেছিল মুখের মধ্যে আংটি রেখে প্রেয়সীর নরম চাঁপার কলি আঙ্গুল মুখের মধ্যে নিয়ে পড়িয়ে দেবে, কিন্তু আংটির সঠিক মাপ না জানাতে হার কেনে। অন্যদিকে ওর জন্য সাজতে ব্যাস্ত ওর মদালসা রূপসী স্ত্রী, যত দেখে তত যেন নতুন করেই ধরা দেয়, অবশ্য এই কয়দিনে ঠিক ভাবে দেখাই হয়নি ঝিনুকের দিকে। আগে সর্বদা শালোয়ার কামিজে দেখছে, বিয়ের দিন আর গতকাল ডিনারেই শাড়িতে দেখেছিল, কিন্তু যে পোশাকে ওর হসপিটালে দেখা দিয়েছে তাতে ভীষণ ভাবেই অবাক হয়ে গেছে। চোখ বুজলেই চোখের সামনে নীল ছেঁড়া জিন্স পরিহিত অসম্ভব সুন্দরী একজন নর্তকীকে দেখতে পায়। জিনসের প্যান্ট ঝিনুকের কোমর থেকে হাঁটু পর্যন্ত ওতপ্রোত ভাবে লেপটে গিয়ে দুই মোটা কদলি কান্ডের মতন জঙ্ঘার আকার অবয়াব অতি সুন্দর ভাবে ফুটিয়ে তোলে, পায়ে থাই হাই বুট জোড়া ভীষণ ভাবেই ঝিনুকের সাজের সাথে মিলে গেছে। পিচ ফলের মতন নরম মিষ্টি লালচে গালের দৃশ্য মনে পড়তেই ভীষণ ভাবেই প্রেয়সীকে চুম্বনে চুম্বনে অস্থির করতে ইচ্ছে হয়।
হার কিনে হসপিটাল পৌঁছে নিজের চেম্বারে বসে ঝিনুককে ফোন করে রিশু, “কি করছ?”
অন্যপাশ থেকে প্রেয়সীর মিষ্টি সুরেলা কন্ঠস্বর ভেসে আসে, “এই তো, ওয়াক্সিং করাচ্ছি। তুমি লাঞ্চ করেছ?”
রিশু একটু হেসে উত্তর দেয়, “হ্যাঁ অনেক আগে হয়ে গেছে।” ভীষণ ভাবেই দেখতে ইচ্ছে করছিল প্রেয়সীকে তাই ওকে বলে, “একটা সেলফি পাঠাও না প্লিজ?”
খিলখিল করে হেসে ফেলে ঝিনুক, গলা নামিয়ে ফিসফিস করে বলে, “ধ্যাত শয়তান, তোমার কোলেই তো ফিরে যাবো।”
“ধ্যাত শয়তান” বলে প্রেয়সীর খিলখিল হাসির কলতান রিশুর বুকের মধ্যে বিঁধে যায়, “তুমি না মহা দুষ্টু মেয়ে।”
মুচকি হাসি দিয়ে ঝিনুক উত্তর দেয়, “এতদিন পরে জানলে?”
হেসে ফেলে রিশু, “না না, তোমাকে দেখার আগেই জেনেছি।”
ক্ষনিকের জন্য মুখের ভাব বদলে যায় ঝিনুকের সঙ্গে সঙ্গে রিশুকে প্রশ্ন করে, “কি এমন জেনেছ শুনি?”
কথাটা ঠিক হয়নি বুঝতে পেরেই রিশু হেসে বলে, “তুমি না, সব কিছুতেই উল্টো মানে খুঁজতে যাও। আই ওয়াজ জাস্ট জোকিং।”
ফোনের মধ্যেই রিশুর উদ্দেশ্যে একটা চুমু ছুঁড়ে দিয়ে বলে ঝিনুক, “কখন বাড়ি ফিরবে?”
ওর কথা শুনে রিশু হেসে ফেলে, “তুমি এখন সাজতে ব্যাস্ত তারপর আবার রিতিকার সাথে শপিং করবে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব? আমিও একটু কাজ সেরে তবেই বাড়ি ফিরব।”
ঝিনুক উত্তর দেয়, “না না আজকে আর শপিং করতে যাবো না। এই পার্লার থেকে সোজা বাড়িতেই ফিরব।”
মাথা নাড়ায় রিশু, “না না সেটা নয়। তোমার বান্ধবীর সাথে ঠিক ভাবে পরিচয় হল না, একদিন ডিনারে ইনভাইট কর ওকে।”
ঝিনুক মুচকি হাসি দিয়ে বলে, “সকালে বললে ওর ওপরে বিশ্বাস নেই আবার এখন বলছ ডিনারে ইনভাইট করতে, কি ব্যাপার ডক্টর, দুইদিনেই কি আমি পুরানো হয়ে গেলাম নাকি?”
প্রেয়সীর কথা শুনে হাসিতে ফেটে পরে রিশু, “তুমি না...”
ঝিনুক ও হেসে উত্তর দেয়, “খুব দুষ্টু তাই না...”
হাসি শুনে বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে, প্রেয়সীকে হেসে উত্তর দেয় রিশু, “খেয়ে ফেলব কিন্তু।”
কথাটা শুনে হৃদয় ভীষণ ভাবেই চঞ্চল হয়ে ওঠে ঝিনুকের, ভীষণ একটা দুষ্টুমিতে পেয়ে বসে রূপসী ললনাকে, “কামড়ে না কেটে?”
রিশু ফিসফিস করে উত্তর দেয়, “একেবারে দুই হাতে চটকে।”
কথাটা শুনে ঝিনুকের সারা শরীরের সকল রোমকূপ একত্রে উন্মিলিত হয়ে ওঠে, “এই শয়তান, তোমার ওই ডিপ ভয়েস শুনলে আমার বুকের ভেতরে কিছু একটা হয়, চুপ কর প্লিজ।”
এইভাবে ফোনে কারুর সাথে কোনদিন কথা বলেনি, কিন্তু নিজের স্ত্রীর সাথেই এইভাবে পরকীয়া প্রেম করাতে ওর শরীরের রক্ত ভীষণ ভাবেই টগবগ করে ফুটতে শুরু করে দেয়, “আচ্ছা বাবা, তবে আজকে কিন্তু সত্যি বলছি...”
মিলনের ইচ্ছায় উন্মাদিনী প্রেমিকার হৃদয় ডাক ছেড়ে ওঠে, রিতিকার কান বাঁচিয়ে যথাসম্ভব গলা নামিয়ে বলে, “তোমার জন্যেই তো পার্লার এসেছি।”
বুকের বাঁ দিকে কিল মারে রিশু, “ইউ আর ইরেসিস্টেবেল, তোমার পার্লার না গেলেও চলত।”
ভালোবাসার মানুষের মুখে রূপের প্রশংসা শুনে বুক ভরে ওঠে ঝিনুকের, ওকে প্রশ্ন করে, “ধ্যাত তুমি ও না। আচ্ছা শোনও না, চুলে কি কালার করাব? ডার্ক ব্রাউন না রেডিস ব্রাউন?”
হেসে ফেলে রিশু, “যাঃ বাবা, তোমার চুল তুমি কি রঙ করাবে তুমি জানো।”
আদুরে কন্ঠে ঝিনুক ঝামটা দিয়ে ওঠে, “ধ্যাত, তুমি না, এই প্লিজ বলো না কি কালার করাবও?”
রিশু মুচকি হেসে উত্তর দেয়, “আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি যে হুমেরাসে কম্পাউন্ড ফ্রাকচার হয়েছে...”
সঙ্গে সঙ্গে ঝিনুক ঝাঁঝিয়ে ওঠে, “হ্যাঁ হ্যাঁ হয়েছে, কেন মরতে তোমাকে জিজ্ঞেস করতে গেছিলাম কে জানে।” গলা যথাসম্ভব নামিয়ে এনে ভীষণ লজ্জা মাখানো কন্ঠে রিশুকে জিজ্ঞেস করে, “আচ্ছা আরো একটা কথা জিজ্ঞেস করার ছিল।”
রিশু ওকে জিজ্ঞেস করে, “কি?”
ঝিনুকের গাল কান লাল হয়ে তপ্ত হয়ে ওঠে তাও লজ্জার মাথা খেয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলে, “পুরো ক্লিন না বাটারফ্লাই না স্ট্রিপ?”
কথাটার অর্থ কিছুই বোধগম্য হয় না রিশুর তাই আবার ওকে জিজ্ঞেস করে, “কি এইগুলো?”
ঝিনুক ভীষণ লজ্জা পেয়ে উত্তর দেয়, “থাক কিছু না সরি।”
পুরো পাগলি মেয়ে, মাথা ঝাঁকিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “আচ্ছা এত যে সাজ সাজছ, টাকা কোথায় পেলে?”
মুচকি হেসে ঝিনুক উত্তর দেয়, “আছে আমার কাছে।”
রিশু ওকে প্রশ্ন করে, “আছে মানে? আমার কাছ থেকে টাকা নিতে দোষ?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “আচ্ছা দাও তাহলে, ছয় হাজারের মতন খরচ হবে দুইজন মিলিয়ে বারো।”
রিশু উত্তরে বলে, “আচ্ছা দিয়ে দেবো। তবে বেশি দেরি কর না। কিন্তু বারো হাজার কেন?”
গলা নামিয়ে ঝিনুক উত্তর দেয়, “রিতিকার একটু মুখ ফুলে গেছে, শপিং এর জন্য লিভ নিয়েছিল কিন্তু তোমার সাথে হসপিটালে দেখা করলাম সেখানে বেশ টাইম চলে গেল তারপরে বললাম যে পার্লার যাবো তাতে অনেক টাইম যাবে তাই ভাবলাম ওর পার্লারের খরচ দিয়ে দেই না হলে মুখ ফুলিয়ে থাকবে।”
হেসে ফেলে রিশু, “ওকে বুঝলাম, তাও যদি তোমার ইচ্ছে হয় তাহলে শপিং এ যেতে পারো।”
মাথা দোলায় ঝিনুক, “না না, এখান থেকে সোজা বাড়ি তারপরে তুমি আর আমি...”
সন্ধ্যের পরে বাড়িতে কি হবে সেটা ভেবেই রিশুর হৃদয়ে এক অদ্ভুত হিল্লোল দেখা দেয়, “তাড়াতাড়ি এসো তাহলে।”
ঝিনুক ফোনের মধ্যে থেকেই মিষ্টি ছোট্ট একটা চুমু ছুঁড়ে দেয় রিশুর দিকে, “মুহআআয়া... ওকে বেবি।”
চুম্বনের আওয়াজে ওর মস্তিকের সকল স্নায়ু উন্মাদ ঘোড়ার মতন ভীষণ ভাবেই লাফালাফি দাপাদাপি শুরু করে দেয়, “আমি হসপিটালে আছি ডারলিং, এমন করলে আমি মারা পড়ব।”
ঝিনুক ও কম যায়না, খিলখিল করে হেসে উত্তর দেয় দয়িতকে, “হু স্টারটেড বেবি?”
হেসে ফেলে রিশু তারপরে একটু থেমে ওকে বলে, “আচ্ছা, আমি মাকে ফোন করেছিলাম, আমি লন্ডন যাচ্ছি সেটা জানালাম। মাকে বললাম যদি পারে তো দিয়াকে সেই সময়ে হয়ত পাঠিয়ে দেবে এখানে।”
কথাটা শুনে ঝিনুক হেসে ফেলে, “সকালেই তোমার বেড়িয়ে যাওয়ার পরেই আমার সাথে ঝিলিক আর দিয়ার কথা হয়ে গেছে। তবে এখন মামনিকে ফোন করা হয়নি। ওরা কিন্তু এখানে আসার জন্য এক পায়ে খাড়া।”
মাথা নাড়িয়ে হেসে ফেলে রিশু, ওর মনের কথা গুলো মনে হয় ওর প্রেয়সী আগে থেকেই বুঝে যায়, “তাহলে টিকিট কেটে ফেলবো কি?”
একটু ভেবে ঝিনুক ওকে বলে, “তুমি যা ভালো বোঝ সেটাই কর। একটু তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো। আচ্ছা শোন আমি এখন ফেসিয়াল করব এখন রাখছি, মুয়াআহহহহহ।” বলে ফোনের মধ্যে ছোট একটা চুমু খেয়ে ফোন রেখে দেয় ওর প্রেয়সী।
ওপিডি অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়ার্ডে রাউন্ড দেওয়া হয়ে গেছে, ইন্টার্ন ডাক্তারদের রোগীর ব্যাপারে বুঝিয়ে সুঝিয়ে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল রিশু। ঝিনুককে একবার ফোন অবশ্য করেছিল, ওর প্রসাধনি তখন শেষ হয়নি, কি কি নাম বলল সেই সব বাকি, আন্ডারআর্মস থ্রেডিং কি সব বলল যার একটারও অর্থ ওর বোধগম্য হয়নি। তাও ফোন হাতে নিয়ে নরাচড়া করতে করতে মনে মনে হেসে ফেলে। এরপর প্রেয়সী ধ্যাতানি দেবে, তর সইছে না নাকি? ঠিক তখন, মোবাইলে একটা অচেনা নাম্বারের ফোন আসে। সারাদিনে প্রচুর এমন অচেনা নাম্বার থেকে ফোন আসে ওর কাছে, কখন কোন ক্রেডিট কার্ড, কখন কোন মেডিকেল রিপ্রেসেন্টটেটিভ ইত্যাদি।
ফোন উঠিয়ে চিরাচরিত ভাবেই ইংরেজিতে প্রশ্ন করে, “আপনি কে বলছেন?”
ওপাশ থেকে পরিষ্কার ইংরেজিতে ভেসে আসে এক মহিলার সুরেলা কন্ঠ, “হাউ আর ইউ ডুইং, ডক্টর সান্যাল?”
কন্ঠস্বর ভীষণ চেনা চেনা মনে হয় রিশুর, হটাত করেই শ্বাস বন্ধ হয়ে আসে ওর, তাও সংশয় দুর করার জন্য প্রশ্ন করে, “হু আর ইউ?”
সেই কন্ঠস্বর একটু হেসে উত্তর দেয়, “ভুলে গেলে আমাকে? এবারে আমি কিন্তু আর তোমাকে ফোন করে ডিস্টার্ব করিনি। আমি জানি তুমি খুব বিজি, তাই তোমার ডিউটি শেষ হওয়ার অপেক্ষা করেছি।”
কিছুক্ষন চুপ করে চোখ বুজে চাপা সংশয় আয়ত্তে আনে রিশু, ঠান্ডা গলায় চন্দ্রিকাকে জিজ্ঞেস করে, “এতদিন পরে?”
ম্লান হাসে চন্দ্রিকা, “এমনি জাস্ট। পারকিঙ্গে তোমার বাইকের কাছেই আমি দাঁড়িয়ে আছি।”
কথাটা শুনে চোয়াল কঠিন হয়ে যায় রিশুর, কফি খেতে আর ইচ্ছে করল না ওর। এপ্রন, স্টেথো ল্যাপটপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরো একবার ঝিনুকের জন্য কেনা হারের বাক্সটা দেখে নিয়ে বেড়িয়ে পড়ার আগে প্রশ্ন করে, “কিছু কাজ ছিল কি?”
চন্দ্রিকা ঠান্ডা গলায় উত্তর দেয়, “কাজ না থাকলে কি দেখা করা যায় না?”
বুক ভরে শ্বাস নিয়ে মাথা দোলায় রিশু, “না ঠিক তা নয়, কিন্তু এতদিন পরে ফোন করলে তাই জিজ্ঞেস করলাম।”
ভীষণ একটা অস্বস্তিবোধ নিয়েই পারকিঙ্গের দিকে পা বাড়ায়। ভুলতে চেয়েছিল, ভুলে গেছিল চন্দ্রিকাকে, বারে বারে চঞ্চলা হরিণীর চুম্বন মনে পরে যায়, কানের মধ্যে বেজে ওঠে, “মুয়াআহহহহ...” পারকিঙ্গে পৌঁছে চন্দ্রিকাকে দেখতে পেয়ে ধির পায়ে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে দেখে রিশু, ওর চোখে মুখে একটু হাসি একটু সংশয়। আগের থেকে একটু গোলগাল হয়ে গেছে, শেষ দেখা ছয় বছর আগে রিশুর এমএস পড়ার আগেই চন্দ্রিকা ওকে ছেড়ে চলে গেছিল। ওকে দেখতে পেয়ে ম্লান হাসি দিয়ে চন্দ্রিকা ওর দিকে এগিয়ে আসে।
মৃদু হাসি দিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “তুমি কেমন আছো?”
ম্লান হাসি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে বড় বড় কাজল কালো চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, “চলছে কোন রকমে। তুমি তোমার কথা বল।”
উত্তর দেয় রিশু, “আমি বেশ ভালোই আছি।” বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকার চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে প্রশ্ন করে, “তোমার হাজবেন্ড কেমন আছে?”
বুকের ওপরে দুই হাত ভাঁজ করে রিশুর দিকে এক পা এগিয়ে আসে চন্দ্রিকা, ওর দিকে গভীর ভাবে তাকিয়ে বেদনা ভরা কন্ঠে বলে, “আই এম সরি রিশু। তোমায় সত্যি ভুল বুঝেছিলাম, পরে অনেক ভেবেছি কিন্তু তোমার সামনে আর আসার সাহস হয়নি।” বুক ভরে শ্বাস নিয়ে একটু থেমে ওকে বলে, “বিজয়ের সাথে আই মিন আমার হাজবেন্ডের সাথে তিন মাস আগে সেপারেশান হয়ে গেছে। আমি দিল্লীতে ফিরে এসেছি।” রিশুর গা ঘেঁষে দাঁড়িয়ে ওর হাতের ওপরে হাত রেখে ধরা গলায় বলে, “আমি এম সরি রিশু। আমরা কি আর...” ঠিক তখুনি রিশুর ফোন বেজে ওঠে।
হাতের ওপরে চন্দ্রিকার কোমল হাতের ছোঁয়া পেতেই রিশুর চোয়াল কঠিন হয়ে ওঠে, চন্দ্রিকার শেষ বাক্য শুনে ক্ষনিকের জন্য মাথায় রক্ত চড়ে যায়। ঠিক তখুনি ওর পকেটে রাখা ফোনটা আবার বেজে উঠতেই রিশু নিজের হাত ছাড়িয়ে ফোন বের করে দেখে ঝিনুকের মিষ্টি মুখ ভেসে উঠেছে মোবাইল স্ক্রিনে।
ফোনের স্ক্রিন চন্দ্রিকাকে দেখিয়ে বলে, “আমার মিসেসের ফোন।”
তৎক্ষণাৎ চন্দ্রিকার দুই চোখ ছলকে ওঠে, কাঁপা কন্ঠে ওকে জিজ্ঞেস করে, “তুমি বিয়ে করেছ?”
ওর প্রশ্নে ছোট্ট উত্তর দেয় রিশু, “হ্যাঁ।” তারপরে চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করতে অনুরোধ করে ফোন তুলে বলে, “কি ব্যাপার কোথায় আছো?”
অন্যপাশে প্রেয়সীর মদির কন্ঠ, “বেড়িয়েছ কি?”
চন্দ্রিকার চোখে চোখ রেখে ফোনে ঝিনুককে উত্তর দেয়, “এই জাস্ট বাইকে উঠব।” কথাটা শুনে চন্দ্রিকার ঠোঁট জোড়া মৃদু কেঁপে ওঠে।
অন্যপাশে উচ্ছল চঞ্চল ঝিনুক মধুর কন্ঠে ওকে প্রশ্ন করে, “এই শোন না, তুমি ফিস ফ্রাই খাবে নাকি ডিমের ডেভিল?”
অবাক হয়ে রিশু প্রশ্ন করে, “তোমার সাজ গোজ শেষ? তুমি এইসব কোথায় পেলে?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “হ্যাঁ আমার পার্লারের কাজ শেষ, আমি আর রিতিকা এখন মার্কেট ওয়ানে আছি। বেড়িয়ে যখন পড়েছ তখন তুমিও চলে এখানেই চলে এসো।”
চন্দ্রিকা রিশুর সামনে থেকে সরে দাঁড়ায়। রিশু বাইকের বসে উত্তর দেয়, “জো হুকুম, আমি এই আসছি।” বলে ফোন রেখে দেয়।
বাইকে উঠে কিক মেরে স্টার্ট করে চন্দ্রিকার দিকে গভীর ভাবে তাকিয়ে বলে, “বিশ্বাস করে তখন তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সেদিন আমার কোন কথায় কান দাওনি।” একটু থেমে বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকাকে বলে, “আজ ছয় বছর পরে তোমার সেপারেশানের পরে আমাকে মনে পড়েছে? আমি আর সেই রিশু নেই, মিসেস চন্দ্রিকা।” শেষের শব্দটা জোরেই বলে রিশু।
কথাটা শুনে চন্দ্রিকার বুক ভেঙ্গে যায় তাও বুকে জোর এনে ওকে বলে, “তুমিও তোমার অহং বোধ ধরে ছিলে। চাইলে তুমিও আমাকে একবার বুঝাতে আসতে পারতে। কিন্তু তুমি সেটা করনি ডক্টর অম্বরীশ। একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখতে, যে অবস্থায় তুমি ছিলে...”
চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করিয়ে কঠিন চোয়াল নিয়ে গুরু গম্ভির কন্ঠে ওকে বলে রিশু, “শালিনী আমার বোন মিসেস চন্দ্রিকা, একটা ভাই আর বোনের সম্পর্ক তুমি এত নিচ চোখে দেখতে পারো সেটা ধারনার বাইরে। তুমি চোখ খুলেও সেটা বিশ্বাস করতে পারনি। জানো, আমার স্ত্রী, ঝিনুক, বিয়ের আগে পর্যন্ত আমাদের কথাও হয়নি, দেখা তো অনেক দুরের কথা। কিন্তু সে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আমার সাথে পা বাড়িয়েছে।” বাইকের এক্সিলারেটরে মোচড় দিয়ে একটু জোরে আওয়াজ করে ওকে বলে, “আস্থা ভরসা বিশ্বাস। অনেক সময়ে আমরা যা দেখি সেটা সত্য হয় না চন্দ্রিকা। দিনের বেলা আমাদের চারপাশে সূর্যের রশ্মি থাকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে সেই সূর্যের রশ্মি? না দেখাতে পারবে না, কিন্তু আছে আমাদের চারপাশে। আমি মন থেকে বলছি, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবনে কেউ আসুক। তবে আজকের পরে আর কোনদিন আমাকে কল কর না।”
চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে চন্দ্রিকার, শেষ মুহূর্তে হাত বাড়িয়ে কিছু একটা পেতে গিয়েও যেন পেলোনা। চন্দ্রিকার উত্তরের অপেক্ষা না করে বাইক নিয়ে বেড়িয়ে পরে রিশু। ওর রূপসী মদালসা প্রেমিকা ঝিনুক অনেকদিন পরে নিজের খোলস থেকে বেড়িয়েছে, সেই মিষ্টি মধুর হাসি আর বাড়ানো দুই হাতের আহবানে ধরা দিতে ছুটে যায়। পেছনে ফাঁকা বাইক পারকিঙ্গের জায়গায় শুন্য হৃদয় নিয়ে চন্দ্রিকা রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে।
best writer ever.....
love From
Posts: 51
Threads: 1
Likes Received: 61 in 37 posts
Likes Given: 26
Joined: Nov 2020
Reputation:
2
(11-12-2020, 02:56 PM)pinuram Wrote: পর্ব আট – (#4-40)
ঝিনুক বেড়িয়ে যাওয়ার পর থেকে রিশুর চোখের সামনে শুধু মাত্র রূপসী তন্বী ললনার ছবি ভেসে বেড়ায়। ওর গা ঘেঁষে দাঁড়িয়ে বারেবারে যখন নিজের চুলে হাত দিচ্ছিল তখন পাগল হয়ে গেছিল রিশু। পিচ ফলের মতন লালচে কোমল গালের লালিমা দেখে ভীষণ ইচ্ছে করছিল একটা চুমু খেতে। বারে বারে ডান হাত দিয়ে ডান কানের ওপরে চুল সরিয়ে যেন ওকে কানের লতিতে চুমু খেতে আহবান করছিল ওর প্রেয়সী। ফর্সা মসৃণ মরালী গর্দানের দর্শন পেয়ে ভীষণ ইচ্ছে করছিল ওর মসৃণ ত্বকের ওপরে জিবের ডগা দিয়ে লালার দাগ ফেলে দেয়।
নিজের চেম্বারের দিকে পা বাড়াতেই ওর অনেক সহকর্মী ডাক্তার বন্ধুরা ওকে ঘিরে ধরে। ব্রিজেশ ইতিমধ্যে ওদের ডিপার্টমেন্টের মধ্যে কথা ছড়িয়ে দিয়েছে, ডক্টর অম্বরিশ সান্যালের স্ত্রী কোন বড় ম্যাগাজিনের সেন্টারফোল্ড মডেলের মতন দেখতে। সেই কথা নিয়ে দুপুরে লাঞ্চের সময় খুব হাসাহাসি হয় ওদের বন্ধুদের মধ্যে। লাঞ্চের পরে বেশ কয়েকবার মেসেজেই কথাবার্তা হয় ঝিনুকের সাথে। তাতেই জানতে পারে বাড়ির কাছের কোন পার্লারে গেছে সাজতে, সেটা শুনে মনে মনে হেসে ফেলে রিশু, রাতে হৃদরোগে না আক্রন্ত হয়।
লাঞ্চের পরে ব্রিজেশকে বলে হসপিটাল থেকে বেড়িয়ে পরে, বিয়ের পরে কোন উপহার কিনে দেওয়া হয়নি ওর রূপসী প্রেমিকাকে। হসপিটালের কাছেই একটা বড় মার্কেট, সেখানে অনেকগুলো বড় বড় গয়নার দোকান। চোখ বুজে প্রেয়সীর ফর্সা মরালী গর্দান একবার বুকের ভেতরে এঁকে নিয়ে শেষ পর্যন্ত একটা মুক্তোর লকেট দেওয়া সোনার হার কেনে। আংটি কেনার ইচ্ছে ছিল, ভেবেছিল মুখের মধ্যে আংটি রেখে প্রেয়সীর নরম চাঁপার কলি আঙ্গুল মুখের মধ্যে নিয়ে পড়িয়ে দেবে, কিন্তু আংটির সঠিক মাপ না জানাতে হার কেনে। অন্যদিকে ওর জন্য সাজতে ব্যাস্ত ওর মদালসা রূপসী স্ত্রী, যত দেখে তত যেন নতুন করেই ধরা দেয়, অবশ্য এই কয়দিনে ঠিক ভাবে দেখাই হয়নি ঝিনুকের দিকে। আগে সর্বদা শালোয়ার কামিজে দেখছে, বিয়ের দিন আর গতকাল ডিনারেই শাড়িতে দেখেছিল, কিন্তু যে পোশাকে ওর হসপিটালে দেখা দিয়েছে তাতে ভীষণ ভাবেই অবাক হয়ে গেছে। চোখ বুজলেই চোখের সামনে নীল ছেঁড়া জিন্স পরিহিত অসম্ভব সুন্দরী একজন নর্তকীকে দেখতে পায়। জিনসের প্যান্ট ঝিনুকের কোমর থেকে হাঁটু পর্যন্ত ওতপ্রোত ভাবে লেপটে গিয়ে দুই মোটা কদলি কান্ডের মতন জঙ্ঘার আকার অবয়াব অতি সুন্দর ভাবে ফুটিয়ে তোলে, পায়ে থাই হাই বুট জোড়া ভীষণ ভাবেই ঝিনুকের সাজের সাথে মিলে গেছে। পিচ ফলের মতন নরম মিষ্টি লালচে গালের দৃশ্য মনে পড়তেই ভীষণ ভাবেই প্রেয়সীকে চুম্বনে চুম্বনে অস্থির করতে ইচ্ছে হয়।
হার কিনে হসপিটাল পৌঁছে নিজের চেম্বারে বসে ঝিনুককে ফোন করে রিশু, “কি করছ?”
অন্যপাশ থেকে প্রেয়সীর মিষ্টি সুরেলা কন্ঠস্বর ভেসে আসে, “এই তো, ওয়াক্সিং করাচ্ছি। তুমি লাঞ্চ করেছ?”
রিশু একটু হেসে উত্তর দেয়, “হ্যাঁ অনেক আগে হয়ে গেছে।” ভীষণ ভাবেই দেখতে ইচ্ছে করছিল প্রেয়সীকে তাই ওকে বলে, “একটা সেলফি পাঠাও না প্লিজ?”
খিলখিল করে হেসে ফেলে ঝিনুক, গলা নামিয়ে ফিসফিস করে বলে, “ধ্যাত শয়তান, তোমার কোলেই তো ফিরে যাবো।”
“ধ্যাত শয়তান” বলে প্রেয়সীর খিলখিল হাসির কলতান রিশুর বুকের মধ্যে বিঁধে যায়, “তুমি না মহা দুষ্টু মেয়ে।”
মুচকি হাসি দিয়ে ঝিনুক উত্তর দেয়, “এতদিন পরে জানলে?”
হেসে ফেলে রিশু, “না না, তোমাকে দেখার আগেই জেনেছি।”
ক্ষনিকের জন্য মুখের ভাব বদলে যায় ঝিনুকের সঙ্গে সঙ্গে রিশুকে প্রশ্ন করে, “কি এমন জেনেছ শুনি?”
কথাটা ঠিক হয়নি বুঝতে পেরেই রিশু হেসে বলে, “তুমি না, সব কিছুতেই উল্টো মানে খুঁজতে যাও। আই ওয়াজ জাস্ট জোকিং।”
ফোনের মধ্যেই রিশুর উদ্দেশ্যে একটা চুমু ছুঁড়ে দিয়ে বলে ঝিনুক, “কখন বাড়ি ফিরবে?”
ওর কথা শুনে রিশু হেসে ফেলে, “তুমি এখন সাজতে ব্যাস্ত তারপর আবার রিতিকার সাথে শপিং করবে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব? আমিও একটু কাজ সেরে তবেই বাড়ি ফিরব।”
ঝিনুক উত্তর দেয়, “না না আজকে আর শপিং করতে যাবো না। এই পার্লার থেকে সোজা বাড়িতেই ফিরব।”
মাথা নাড়ায় রিশু, “না না সেটা নয়। তোমার বান্ধবীর সাথে ঠিক ভাবে পরিচয় হল না, একদিন ডিনারে ইনভাইট কর ওকে।”
ঝিনুক মুচকি হাসি দিয়ে বলে, “সকালে বললে ওর ওপরে বিশ্বাস নেই আবার এখন বলছ ডিনারে ইনভাইট করতে, কি ব্যাপার ডক্টর, দুইদিনেই কি আমি পুরানো হয়ে গেলাম নাকি?”
প্রেয়সীর কথা শুনে হাসিতে ফেটে পরে রিশু, “তুমি না...”
ঝিনুক ও হেসে উত্তর দেয়, “খুব দুষ্টু তাই না...”
হাসি শুনে বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে, প্রেয়সীকে হেসে উত্তর দেয় রিশু, “খেয়ে ফেলব কিন্তু।”
কথাটা শুনে হৃদয় ভীষণ ভাবেই চঞ্চল হয়ে ওঠে ঝিনুকের, ভীষণ একটা দুষ্টুমিতে পেয়ে বসে রূপসী ললনাকে, “কামড়ে না কেটে?”
রিশু ফিসফিস করে উত্তর দেয়, “একেবারে দুই হাতে চটকে।”
কথাটা শুনে ঝিনুকের সারা শরীরের সকল রোমকূপ একত্রে উন্মিলিত হয়ে ওঠে, “এই শয়তান, তোমার ওই ডিপ ভয়েস শুনলে আমার বুকের ভেতরে কিছু একটা হয়, চুপ কর প্লিজ।”
এইভাবে ফোনে কারুর সাথে কোনদিন কথা বলেনি, কিন্তু নিজের স্ত্রীর সাথেই এইভাবে পরকীয়া প্রেম করাতে ওর শরীরের রক্ত ভীষণ ভাবেই টগবগ করে ফুটতে শুরু করে দেয়, “আচ্ছা বাবা, তবে আজকে কিন্তু সত্যি বলছি...”
মিলনের ইচ্ছায় উন্মাদিনী প্রেমিকার হৃদয় ডাক ছেড়ে ওঠে, রিতিকার কান বাঁচিয়ে যথাসম্ভব গলা নামিয়ে বলে, “তোমার জন্যেই তো পার্লার এসেছি।”
বুকের বাঁ দিকে কিল মারে রিশু, “ইউ আর ইরেসিস্টেবেল, তোমার পার্লার না গেলেও চলত।”
ভালোবাসার মানুষের মুখে রূপের প্রশংসা শুনে বুক ভরে ওঠে ঝিনুকের, ওকে প্রশ্ন করে, “ধ্যাত তুমি ও না। আচ্ছা শোনও না, চুলে কি কালার করাব? ডার্ক ব্রাউন না রেডিস ব্রাউন?”
হেসে ফেলে রিশু, “যাঃ বাবা, তোমার চুল তুমি কি রঙ করাবে তুমি জানো।”
আদুরে কন্ঠে ঝিনুক ঝামটা দিয়ে ওঠে, “ধ্যাত, তুমি না, এই প্লিজ বলো না কি কালার করাবও?”
রিশু মুচকি হেসে উত্তর দেয়, “আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করি যে হুমেরাসে কম্পাউন্ড ফ্রাকচার হয়েছে...”
সঙ্গে সঙ্গে ঝিনুক ঝাঁঝিয়ে ওঠে, “হ্যাঁ হ্যাঁ হয়েছে, কেন মরতে তোমাকে জিজ্ঞেস করতে গেছিলাম কে জানে।” গলা যথাসম্ভব নামিয়ে এনে ভীষণ লজ্জা মাখানো কন্ঠে রিশুকে জিজ্ঞেস করে, “আচ্ছা আরো একটা কথা জিজ্ঞেস করার ছিল।”
রিশু ওকে জিজ্ঞেস করে, “কি?”
ঝিনুকের গাল কান লাল হয়ে তপ্ত হয়ে ওঠে তাও লজ্জার মাথা খেয়ে শেষ পর্যন্ত জিজ্ঞেস করেই ফেলে, “পুরো ক্লিন না বাটারফ্লাই না স্ট্রিপ?”
কথাটার অর্থ কিছুই বোধগম্য হয় না রিশুর তাই আবার ওকে জিজ্ঞেস করে, “কি এইগুলো?”
ঝিনুক ভীষণ লজ্জা পেয়ে উত্তর দেয়, “থাক কিছু না সরি।”
পুরো পাগলি মেয়ে, মাথা ঝাঁকিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “আচ্ছা এত যে সাজ সাজছ, টাকা কোথায় পেলে?”
মুচকি হেসে ঝিনুক উত্তর দেয়, “আছে আমার কাছে।”
রিশু ওকে প্রশ্ন করে, “আছে মানে? আমার কাছ থেকে টাকা নিতে দোষ?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “আচ্ছা দাও তাহলে, ছয় হাজারের মতন খরচ হবে দুইজন মিলিয়ে বারো।”
রিশু উত্তরে বলে, “আচ্ছা দিয়ে দেবো। তবে বেশি দেরি কর না। কিন্তু বারো হাজার কেন?”
গলা নামিয়ে ঝিনুক উত্তর দেয়, “রিতিকার একটু মুখ ফুলে গেছে, শপিং এর জন্য লিভ নিয়েছিল কিন্তু তোমার সাথে হসপিটালে দেখা করলাম সেখানে বেশ টাইম চলে গেল তারপরে বললাম যে পার্লার যাবো তাতে অনেক টাইম যাবে তাই ভাবলাম ওর পার্লারের খরচ দিয়ে দেই না হলে মুখ ফুলিয়ে থাকবে।”
হেসে ফেলে রিশু, “ওকে বুঝলাম, তাও যদি তোমার ইচ্ছে হয় তাহলে শপিং এ যেতে পারো।”
মাথা দোলায় ঝিনুক, “না না, এখান থেকে সোজা বাড়ি তারপরে তুমি আর আমি...”
সন্ধ্যের পরে বাড়িতে কি হবে সেটা ভেবেই রিশুর হৃদয়ে এক অদ্ভুত হিল্লোল দেখা দেয়, “তাড়াতাড়ি এসো তাহলে।”
ঝিনুক ফোনের মধ্যে থেকেই মিষ্টি ছোট্ট একটা চুমু ছুঁড়ে দেয় রিশুর দিকে, “মুহআআয়া... ওকে বেবি।”
চুম্বনের আওয়াজে ওর মস্তিকের সকল স্নায়ু উন্মাদ ঘোড়ার মতন ভীষণ ভাবেই লাফালাফি দাপাদাপি শুরু করে দেয়, “আমি হসপিটালে আছি ডারলিং, এমন করলে আমি মারা পড়ব।”
ঝিনুক ও কম যায়না, খিলখিল করে হেসে উত্তর দেয় দয়িতকে, “হু স্টারটেড বেবি?”
হেসে ফেলে রিশু তারপরে একটু থেমে ওকে বলে, “আচ্ছা, আমি মাকে ফোন করেছিলাম, আমি লন্ডন যাচ্ছি সেটা জানালাম। মাকে বললাম যদি পারে তো দিয়াকে সেই সময়ে হয়ত পাঠিয়ে দেবে এখানে।”
কথাটা শুনে ঝিনুক হেসে ফেলে, “সকালেই তোমার বেড়িয়ে যাওয়ার পরেই আমার সাথে ঝিলিক আর দিয়ার কথা হয়ে গেছে। তবে এখন মামনিকে ফোন করা হয়নি। ওরা কিন্তু এখানে আসার জন্য এক পায়ে খাড়া।”
মাথা নাড়িয়ে হেসে ফেলে রিশু, ওর মনের কথা গুলো মনে হয় ওর প্রেয়সী আগে থেকেই বুঝে যায়, “তাহলে টিকিট কেটে ফেলবো কি?”
একটু ভেবে ঝিনুক ওকে বলে, “তুমি যা ভালো বোঝ সেটাই কর। একটু তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করো। আচ্ছা শোন আমি এখন ফেসিয়াল করব এখন রাখছি, মুয়াআহহহহহ।” বলে ফোনের মধ্যে ছোট একটা চুমু খেয়ে ফোন রেখে দেয় ওর প্রেয়সী।
ওপিডি অনেক আগেই শেষ হয়ে গেছে। ওয়ার্ডে রাউন্ড দেওয়া হয়ে গেছে, ইন্টার্ন ডাক্তারদের রোগীর ব্যাপারে বুঝিয়ে সুঝিয়ে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল রিশু। ঝিনুককে একবার ফোন অবশ্য করেছিল, ওর প্রসাধনি তখন শেষ হয়নি, কি কি নাম বলল সেই সব বাকি, আন্ডারআর্মস থ্রেডিং কি সব বলল যার একটারও অর্থ ওর বোধগম্য হয়নি। তাও ফোন হাতে নিয়ে নরাচড়া করতে করতে মনে মনে হেসে ফেলে। এরপর প্রেয়সী ধ্যাতানি দেবে, তর সইছে না নাকি? ঠিক তখন, মোবাইলে একটা অচেনা নাম্বারের ফোন আসে। সারাদিনে প্রচুর এমন অচেনা নাম্বার থেকে ফোন আসে ওর কাছে, কখন কোন ক্রেডিট কার্ড, কখন কোন মেডিকেল রিপ্রেসেন্টটেটিভ ইত্যাদি।
ফোন উঠিয়ে চিরাচরিত ভাবেই ইংরেজিতে প্রশ্ন করে, “আপনি কে বলছেন?”
ওপাশ থেকে পরিষ্কার ইংরেজিতে ভেসে আসে এক মহিলার সুরেলা কন্ঠ, “হাউ আর ইউ ডুইং, ডক্টর সান্যাল?”
কন্ঠস্বর ভীষণ চেনা চেনা মনে হয় রিশুর, হটাত করেই শ্বাস বন্ধ হয়ে আসে ওর, তাও সংশয় দুর করার জন্য প্রশ্ন করে, “হু আর ইউ?”
সেই কন্ঠস্বর একটু হেসে উত্তর দেয়, “ভুলে গেলে আমাকে? এবারে আমি কিন্তু আর তোমাকে ফোন করে ডিস্টার্ব করিনি। আমি জানি তুমি খুব বিজি, তাই তোমার ডিউটি শেষ হওয়ার অপেক্ষা করেছি।”
কিছুক্ষন চুপ করে চোখ বুজে চাপা সংশয় আয়ত্তে আনে রিশু, ঠান্ডা গলায় চন্দ্রিকাকে জিজ্ঞেস করে, “এতদিন পরে?”
ম্লান হাসে চন্দ্রিকা, “এমনি জাস্ট। পারকিঙ্গে তোমার বাইকের কাছেই আমি দাঁড়িয়ে আছি।”
কথাটা শুনে চোয়াল কঠিন হয়ে যায় রিশুর, কফি খেতে আর ইচ্ছে করল না ওর। এপ্রন, স্টেথো ল্যাপটপ ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরো একবার ঝিনুকের জন্য কেনা হারের বাক্সটা দেখে নিয়ে বেড়িয়ে পড়ার আগে প্রশ্ন করে, “কিছু কাজ ছিল কি?”
চন্দ্রিকা ঠান্ডা গলায় উত্তর দেয়, “কাজ না থাকলে কি দেখা করা যায় না?”
বুক ভরে শ্বাস নিয়ে মাথা দোলায় রিশু, “না ঠিক তা নয়, কিন্তু এতদিন পরে ফোন করলে তাই জিজ্ঞেস করলাম।”
ভীষণ একটা অস্বস্তিবোধ নিয়েই পারকিঙ্গের দিকে পা বাড়ায়। ভুলতে চেয়েছিল, ভুলে গেছিল চন্দ্রিকাকে, বারে বারে চঞ্চলা হরিণীর চুম্বন মনে পরে যায়, কানের মধ্যে বেজে ওঠে, “মুয়াআহহহহ...” পারকিঙ্গে পৌঁছে চন্দ্রিকাকে দেখতে পেয়ে ধির পায়ে নিজের বাইকের দিকে এগিয়ে যায়। চন্দ্রিকার মুখের দিকে তাকিয়ে দেখে রিশু, ওর চোখে মুখে একটু হাসি একটু সংশয়। আগের থেকে একটু গোলগাল হয়ে গেছে, শেষ দেখা ছয় বছর আগে রিশুর এমএস পড়ার আগেই চন্দ্রিকা ওকে ছেড়ে চলে গেছিল। ওকে দেখতে পেয়ে ম্লান হাসি দিয়ে চন্দ্রিকা ওর দিকে এগিয়ে আসে।
মৃদু হাসি দিয়ে রিশু ওকে জিজ্ঞেস করে, “তুমি কেমন আছো?”
ম্লান হাসি নিয়ে ওর সামনে দাঁড়িয়ে বড় বড় কাজল কালো চোখ মেলে ওর দিকে তাকিয়ে বলে, “চলছে কোন রকমে। তুমি তোমার কথা বল।”
উত্তর দেয় রিশু, “আমি বেশ ভালোই আছি।” বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকার চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে প্রশ্ন করে, “তোমার হাজবেন্ড কেমন আছে?”
বুকের ওপরে দুই হাত ভাঁজ করে রিশুর দিকে এক পা এগিয়ে আসে চন্দ্রিকা, ওর দিকে গভীর ভাবে তাকিয়ে বেদনা ভরা কন্ঠে বলে, “আই এম সরি রিশু। তোমায় সত্যি ভুল বুঝেছিলাম, পরে অনেক ভেবেছি কিন্তু তোমার সামনে আর আসার সাহস হয়নি।” বুক ভরে শ্বাস নিয়ে একটু থেমে ওকে বলে, “বিজয়ের সাথে আই মিন আমার হাজবেন্ডের সাথে তিন মাস আগে সেপারেশান হয়ে গেছে। আমি দিল্লীতে ফিরে এসেছি।” রিশুর গা ঘেঁষে দাঁড়িয়ে ওর হাতের ওপরে হাত রেখে ধরা গলায় বলে, “আমি এম সরি রিশু। আমরা কি আর...” ঠিক তখুনি রিশুর ফোন বেজে ওঠে।
হাতের ওপরে চন্দ্রিকার কোমল হাতের ছোঁয়া পেতেই রিশুর চোয়াল কঠিন হয়ে ওঠে, চন্দ্রিকার শেষ বাক্য শুনে ক্ষনিকের জন্য মাথায় রক্ত চড়ে যায়। ঠিক তখুনি ওর পকেটে রাখা ফোনটা আবার বেজে উঠতেই রিশু নিজের হাত ছাড়িয়ে ফোন বের করে দেখে ঝিনুকের মিষ্টি মুখ ভেসে উঠেছে মোবাইল স্ক্রিনে।
ফোনের স্ক্রিন চন্দ্রিকাকে দেখিয়ে বলে, “আমার মিসেসের ফোন।”
তৎক্ষণাৎ চন্দ্রিকার দুই চোখ ছলকে ওঠে, কাঁপা কন্ঠে ওকে জিজ্ঞেস করে, “তুমি বিয়ে করেছ?”
ওর প্রশ্নে ছোট্ট উত্তর দেয় রিশু, “হ্যাঁ।” তারপরে চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করতে অনুরোধ করে ফোন তুলে বলে, “কি ব্যাপার কোথায় আছো?”
অন্যপাশে প্রেয়সীর মদির কন্ঠ, “বেড়িয়েছ কি?”
চন্দ্রিকার চোখে চোখ রেখে ফোনে ঝিনুককে উত্তর দেয়, “এই জাস্ট বাইকে উঠব।” কথাটা শুনে চন্দ্রিকার ঠোঁট জোড়া মৃদু কেঁপে ওঠে।
অন্যপাশে উচ্ছল চঞ্চল ঝিনুক মধুর কন্ঠে ওকে প্রশ্ন করে, “এই শোন না, তুমি ফিস ফ্রাই খাবে নাকি ডিমের ডেভিল?”
অবাক হয়ে রিশু প্রশ্ন করে, “তোমার সাজ গোজ শেষ? তুমি এইসব কোথায় পেলে?”
হেসে ফেলে ওর প্রেয়সী, “হ্যাঁ আমার পার্লারের কাজ শেষ, আমি আর রিতিকা এখন মার্কেট ওয়ানে আছি। বেড়িয়ে যখন পড়েছ তখন তুমিও চলে এখানেই চলে এসো।”
চন্দ্রিকা রিশুর সামনে থেকে সরে দাঁড়ায়। রিশু বাইকের বসে উত্তর দেয়, “জো হুকুম, আমি এই আসছি।” বলে ফোন রেখে দেয়।
বাইকে উঠে কিক মেরে স্টার্ট করে চন্দ্রিকার দিকে গভীর ভাবে তাকিয়ে বলে, “বিশ্বাস করে তখন তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু তুমি সেদিন আমার কোন কথায় কান দাওনি।” একটু থেমে বুক ভরে শ্বাস নিয়ে চন্দ্রিকাকে বলে, “আজ ছয় বছর পরে তোমার সেপারেশানের পরে আমাকে মনে পড়েছে? আমি আর সেই রিশু নেই, মিসেস চন্দ্রিকা।” শেষের শব্দটা জোরেই বলে রিশু।
কথাটা শুনে চন্দ্রিকার বুক ভেঙ্গে যায় তাও বুকে জোর এনে ওকে বলে, “তুমিও তোমার অহং বোধ ধরে ছিলে। চাইলে তুমিও আমাকে একবার বুঝাতে আসতে পারতে। কিন্তু তুমি সেটা করনি ডক্টর অম্বরীশ। একবার আমার জায়গায় দাঁড়িয়ে দেখতে, যে অবস্থায় তুমি ছিলে...”
চন্দ্রিকার দিকে তর্জনী উঠিয়ে চুপ করিয়ে কঠিন চোয়াল নিয়ে গুরু গম্ভির কন্ঠে ওকে বলে রিশু, “শালিনী আমার বোন মিসেস চন্দ্রিকা, একটা ভাই আর বোনের সম্পর্ক তুমি এত নিচ চোখে দেখতে পারো সেটা ধারনার বাইরে। তুমি চোখ খুলেও সেটা বিশ্বাস করতে পারনি। জানো, আমার স্ত্রী, ঝিনুক, বিয়ের আগে পর্যন্ত আমাদের কথাও হয়নি, দেখা তো অনেক দুরের কথা। কিন্তু সে চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করে আমার সাথে পা বাড়িয়েছে।” বাইকের এক্সিলারেটরে মোচড় দিয়ে একটু জোরে আওয়াজ করে ওকে বলে, “আস্থা ভরসা বিশ্বাস। অনেক সময়ে আমরা যা দেখি সেটা সত্য হয় না চন্দ্রিকা। দিনের বেলা আমাদের চারপাশে সূর্যের রশ্মি থাকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে সেই সূর্যের রশ্মি? না দেখাতে পারবে না, কিন্তু আছে আমাদের চারপাশে। আমি মন থেকে বলছি, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবনে কেউ আসুক। তবে আজকের পরে আর কোনদিন আমাকে কল কর না।”
চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে চন্দ্রিকার, শেষ মুহূর্তে হাত বাড়িয়ে কিছু একটা পেতে গিয়েও যেন পেলোনা। চন্দ্রিকার উত্তরের অপেক্ষা না করে বাইক নিয়ে বেড়িয়ে পরে রিশু। ওর রূপসী মদালসা প্রেমিকা ঝিনুক অনেকদিন পরে নিজের খোলস থেকে বেড়িয়েছে, সেই মিষ্টি মধুর হাসি আর বাড়ানো দুই হাতের আহবানে ধরা দিতে ছুটে যায়। পেছনে ফাঁকা বাইক পারকিঙ্গের জায়গায় শুন্য হৃদয় নিয়ে চন্দ্রিকা রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে।
best writer ever.....
love From
Posts: 91
Threads: 0
Likes Received: 76 in 42 posts
Likes Given: 2,039
Joined: Jan 2019
Reputation:
5
11-12-2020, 05:38 PM
(This post was last modified: 11-12-2020, 05:49 PM by Voboghure. Edited 1 time in total. Edited 1 time in total.)
Posts: 127
Threads: 2
Likes Received: 190 in 92 posts
Likes Given: 581
Joined: Jun 2019
Reputation:
20
11-12-2020, 05:57 PM
(This post was last modified: 11-12-2020, 07:10 PM by Buro_Modon. Edited 1 time in total. Edited 1 time in total.)
যাক এতদিন ফ্রেন্ড রিশু কে দেখেছি (বিশেষত তার ভাই বোনদের সাথে )
আজ ফিলোসফার রিশু কে দেখলাম (চন্দ্রিকা এর সম্মুখে)
ভবিষ্যতে গাইড রিশু কে দেখার আশায় রইলাম।
যে কিনা ঝিনুক কে গাইড করে জীবনের স্বার্থকতা বোঝাবে।
রেপু অ্যাডেড।
Posts: 6,494
Threads: 21
Likes Received: 6,995 in 3,702 posts
Likes Given: 12,097
Joined: Feb 2020
Reputation:
239
11-12-2020, 07:31 PM
(This post was last modified: 11-12-2020, 08:02 PM by Mr Fantastic. Edited 1 time in total. Edited 1 time in total.)
পর্বটা সবমিলিয়ে অসাধারণ লাগল, বিশেষ করে ঝিনুক যেভাবে খোলস ছেড়ে বেরিয়েছে সেটা ফাটাফাটি রিশুর এই পরিবর্তনটা ভালো লাগছে। ঝিনুক আর রিশুর কথোপকথন, শরীরী ভাষা সবই এখন আদর্শ যুগলের মতো হয়ে গেছে রিশুকে বলি, তোমার প্রেয়সীকে বলো পুরো ক্লিন না করে ল্যান্ডিং স্ট্রিপ রাখতে, দেখবে ওই ডিজাইন তোমাকে পাগল করে দেবে ! আর চন্দ্রিকাকে পরবর্তী কালে গল্পে দেখবো বলেছিলাম, ঠিক তাই হল। ও এখনও রিশুকে ভালোবাসে। বিয়েটা রিশুর উপর রাগ করেই করেছিল, প্রেমহীন বিয়ে টেকে না আজকাল, তাই ওদের সেপারেশন। জানি না এরপর কি হবে, ছ' বছর আগে যেটা হয়েছিল সেটাতে কাউকেই দোষ দেওয়া যায় না তবে রিশু যদি এখন চন্দ্রিকার ওপর দুর্বল হয়ে পড়ে তাহলে খুব বড়ো ভুল হবে।
Posts: 91
Threads: 0
Likes Received: 76 in 42 posts
Likes Given: 2,039
Joined: Jan 2019
Reputation:
5
(11-12-2020, 02:56 PM)pinuram Wrote: চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে চন্দ্রিকার, শেষ মুহূর্তে হাত বাড়িয়ে কিছু একটা পেতে গিয়েও যেন পেলোনা। চন্দ্রিকার উত্তরের অপেক্ষা না করে বাইক নিয়ে বেড়িয়ে পরে রিশু। ওর রূপসী মদালসা প্রেমিকা ঝিনুক অনেকদিন পরে নিজের খোলস থেকে বেড়িয়েছে, সেই মিষ্টি মধুর হাসি আর বাড়ানো দুই হাতের আহবানে ধরা দিতে ছুটে যায়। পেছনে ফাঁকা বাইক পারকিঙ্গের জায়গায় শুন্য হৃদয় নিয়ে চন্দ্রিকা রাতের অন্ধকারে একাকী দাঁড়িয়ে।
ও চাঁদ......
ভাবিস বুঝি ঝলসাবি চোখ,
রুপোর আলোয়...
ঐ যে দেখি কালো বুড়ি_
আঙুল তুলে বলছে ছুরি_
পাপ গুলো তোর ভাসছে কালোয়...
দেখি, মিথ্যে ছলায় পারলে তোর
ঐ কলঙ্ক ঢাক......
......ভবঘুরে
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(11-12-2020, 03:43 PM)Baban Wrote: বাইকের এক্সিলারেটরে মোচড় দিয়ে একটু জোরে আওয়াজ করে ওকে বলে, “আস্থা ভরসা বিশ্বাস। অনেক সময়ে আমরা যা দেখি সেটা সত্য হয় না চন্দ্রিকা। দিনের বেলা আমাদের চারপাশে সূর্যের রশ্মি থাকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে সেই সূর্যের রশ্মি? না দেখাতে পারবে না, কিন্তু আছে আমাদের চারপাশে। আমি মন থেকে বলছি, আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, তোমার জীবনে কেউ আসুক। তবে আজকের পরে আর কোনদিন আমাকে কল কর না।”
উফফফফ... কি দিলে গুরু!
আমি এই ভয়টা একটু হলেও পাচ্ছিলাম... কিন্তু রিশু যেভাবে উত্তর দিলো আর নিজেকে কন্ট্রোল করলো.... দারুন. হ্যা.... আমি আগেও বলেছিলাম এই ব্যাপারে আমি পুরোপুরি রিশুর পক্ষে নই.... কিন্তু আজকে মেয়েটা কি কারণে ফিরে এলো? এতদিন পড়ে ছাড়াছাড়ি হতে তারপর ব্যাকআপ হিসেবে রিশুর কথা মনে পড়লো? আজ ও ভুল রিশু নয়. আজ রিশুর পক্ষে আমি. আজ তার জীবনে নতুন একজন এসেছে, তার প্রতি রিশু যোগ্য বিশ্বাস ও সম্মান দেখিয়েছে.
আজকের আপডেটটা আমার কাছে দুর্দান্ত লাগলো. লাইক রেপুটেশন এডেড.
ভুল ভ্রান্তি দোষ গুন মিলেই মানুষ চরিত্র, ছয় বছর আগে কে ভুল কে ঠিক সেই বিচারে আমি যেমন তখন যাইনি তাই আজকেও কে ভুল কে ঠিক কে কাকে ভালোবাসে সেই প্রশ্নের উত্তরে আমি যাবো না! আমি শুধু মাত্র সূত্রধর, তাই না, রচয়িতা বটে কিন্তু তাও এই চরিত্র চিত্রন করার পরে তারা জীবন্ত হয়ে ওঠে তাই ওদের বিচারের ভার আপনাদের হাতে!!!!!!
Reps Added +1
|