Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
পর্ব সাত – (#6-35)

 
বাথরুমে ঢুকেই গিজার চালিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি মুখের ওপরে গরম জলের ঝাপটা মেরে উত্তর দেয়, “হ্যাঁ এই হয়ে গেছে।”
 
বেশি দেরি করলে ওর সুন্দরী প্রেয়সী ক্ষেপে যাওয়ার সম্ভাবনা আছে। তাড়াতাড়ি হাত পা ধুয়ে বাইরের জামা কাপড় ছেড়ে ঘরের জামা কাপড় পরে বাথরুম থেকে বেড়িয়ে পরে রিশু। দরজা খোলা মাত্রই ঝিনুকের সাথে চখাচুখি হয়। বাইরের পোশাক ছেড়ে একটা ঢিলে টপ ওপরে পরে নিয়েছে, টপের বাঁ দিকটা বাঁ কাঁধ ছাড়িয়ে বাজুর ওপরে নেমে যাওয়াতে ফর্সা গোল কাঁধের অনেকাংশ বেড়িয়ে পড়েছে। বাঁধন খোলা এলো চুলের কয়েক গোছা মুখের ওপরে একপাশে দুলতে থাকে। চিবুক ছাড়িয়ে রিশুর চোখ নেমে যায় মরালী গর্দানের ওপরে। টপের নিচে অন্তর্বাস পরে না থাকায় পিনোন্নত স্তন জোড়া ভীষণ ভাবেই টপ ফুঁড়ে সামনের দিকে উঁচিয়ে থাকে। এই কয়দিনে বাড়িতে বসে থাকার ফলে শরীরে কিঞ্চিত মেদ জমে যাওয়ার ফলে ঝিনুকের নধর দেহের গঠন আরো বেশি লোভনীয় হয়ে ওঠে। পরনে একটা চাপা পায়জামা, যেটা ঝিনুকের কোমরের নিচের দেহের আঁকিবুঁকি আঁকার অবয়াব আরো বেশি করে ফুটিয়ে তুলেছে। স্বর্গের অপ্সরার মতন ভারী নিতম্ব দুলিয়ে রিশুকে একটু ঠেলে দিয়ে ঢুলু ঢুলু কাজল কালো নয়নে ওর দিকে বাঁকা হাসি হেসে বাথরুমে ঢুকে পরে।
 
দরজা বন্ধ করার আগে রিশুর দিকে একটা দুষ্টু মিষ্টি হাসি ছুঁড়ে বলে, “ডোন্ট ব্রেক ইউর প্রমিজ। (প্রতিশ্রুতির খেলাপ করোনা কিন্তু)।”

মাথা নাড়িয়ে হেসে উত্তর দেয়, “এট ইওর সার্ভিস ম্যাডাম (এই বান্দা তোমার সেবায় হাজির)।”
 
নেশার ঘোরে ট্যাক্সির মধ্যে কতকি রিশুকে বলেছে ভেবেই মনে মনে হেসে ফেলে ঝিনুক। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে ওর চোখ জোড়াতে লালচে রঙ ধরে গেছে। এই ভাবে রিশুর সামনে যেতে ভীষণ বিব্রতবোধ করে। রিশু নিজে ড্রিঙ্ক করে না কিন্তু তাও ওকে মানা করেনি, ভেবে বেশ ভালো লাগে, অন্তত ওর স্বাধীনতায় এখন হস্তক্ষেপ করেনি কিন্তু নিজের জীবন শৈলী বদলাতে হবে। ওকে সত্যি কি কেউ বুঝেছে? যাকে ভেবেছিল ভালোবাসে সে আঘাত হেনেছে, আর অচেনা যে মানুষটার সাথে চোখ বুজে এতদুর পাড়ি দিয়েছে সে তার মনের কথা কোনদিন জানতে চায়নি। এক সপ্তাহের ওপরে হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত রিশুর দিক থেকে কোন পদক্ষেপ নেই। সারাদিন একা বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে, এতদিন গৃহবন্দী হয়ে কোনদিন কাটায়নি। আজ রাতেই একটা বিহিত করতে হবে না হলে আর থাকতে পারছে না এইভাবে। ট্রেনের যাত্রীরাও সুদুর পথ পাড়ি দেওয়ার সময়ে গল্পে মেতে ওঠে, কিন্তু রিশু ভীষণ চুপচাপ প্রকৃতির মানুষ, একটু বেশি বাড়ি ঘেঁষা, অতীব মার্জিত রুচি সম্পন্ন ব্যাক্তি। চরিত্রগত দিক থেকে দুইজন সম্পূর্ণ ভিন্ন মেরুর নর নারী। ভালো করে সাবান দিয়ে মুখ হাত ধুয়ে নেয়। চোখে মুখে বারেবারে জলের ঝাপটা দিয়ে নেশার ঘোর কাটিয়ে নেয়, মত্ত অবস্থায় ওর সামনে যেতে ভীষণ লজ্জা করে ঝিনুকের। হাতে করে একটা জ্যাকেট নিয়ে এসেছিল,সেটা টপের ওপরে পরে বাথরুম থেকে বেড়িয়ে আসে ঝিনুক।
 
একটা জ্যাকেট পরে বসার ঘরের সোফায় বসে ঝিনুকের জন্য অপেক্ষা করছিল রিশু। কথা দিয়েছে রাতে ওর সাথে গল্প করবে, কথা রাখতেই হবে প্রেয়সীর না হলে আবার মুখ ভার করে বসে থাকবে। যদিও এর আগে ওর মুখের দিকে চেয়ে দেখা হয়নি তবে বিকেলের পর থেকে ঝিনুকের রূপে ঝিনুকের আচরনে মুগ্ধ হয়ে গেছে, তীব্র আকর্ষণ জেগে উঠেছে ওর হৃদয়ের কোণে।
 
বাথরুম থেকে বেড়িয়ে রিশুকে সোফায় বসে থাকতে দেখে মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করে, “তোমার ঘুম পাচ্ছে না?”

আলতো মাথা নাড়ায় রিশু, “ঘুমটাকে আসতে বারণ করে দিলাম।”

বাথরুম থেকে বেড়িয়ে ভীষণ ঠান্ডা লাগছিল ঝিনুকের, বুকের কাছে হাত দুটো জড় করে মৃদু কাঁপতে কাঁপতে রিশুকে বলে, “আমার ঠান্ডা লাগছে, ঘরে চল।”

সোফা ছেড়ে উঠে পরে রিশু, নিজের ঘরের দিকে পা না বাড়িয়ে শোয়ার ঘরে ঢুকে বিছানার ওপরে বসে পরে। গত এক সপ্তাহ ধরে এই ঘর ওর বেহাত হয়ে গেছে, ঝিনুকের কবলে চলে গেছে ওর শোয়ার ঘর। পিঠের দিকে একটা বালিশ রেখে হেলান দিয়ে বসে ঝিনুককে বলে, “আরে একটা জ্যাকেট পড়বে ত, এই ভাবে থাকলে ঠান্ডা ত লাগবেই।”

বাথরুম থেকে বেশ একটা ঝগড়া করার প্রস্তুতি নিয়ে বেরিয়েছিল, কিন্তু ওইভাবে রিশুকে বসে থাকতে দেখে সেইসব কোথায় যেন হাওয়ায় মিশে গেল। একটা পাতলা জ্যাকেট পরে বিছানার ওপরে একটু তফাতে বসে ওকে জিজ্ঞেস করে, “কাল তাহলে ছুটি নিতে পারছ না?”

রিশু মাথা নাড়িয়ে উত্তর দেয়, “না গো, পসিবেল নয়। তুমি আমার প্রফেশান ঠিক বুঝতে পারছ না। আমি এমেসের ডাক্তার, হটাত করে না বলে কয়ে ছুটি নেওয়া সত্যি অসম্ভব।”

খুব ইচ্ছে করছিল ওর সাথেই শপিং করতে তাই একটু আহত হয়েই বলে, “আচ্ছা যদি কারুর হটাত করে শরীর খারাপ করে তখন সে কি করবে?”

মাথা নাড়িয়ে হেসে ফেলে রিশু, “শরীর খারাপ হলে সে কথা আলাদা। তুমি বল শুধু মাত্র শপিং করার জন্য ছুটি নেওয়া কি ঠিক?”

গোমড়া মুখ করে উত্তর দেয়, “ভেবেছিলাম তোমার সাথে যাবো।”

রিশু ওকে বলে, “তুমি ত বলছিলে তোমার কোন বান্ধবীর সাথে শপিং করতে যাবে।”

মাথা দোলায় ঝিনুক, “হ্যাঁ রিতিকার সাথে যাওয়ার একটা প্লান আছে কিন্তু...”

রিশু ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে, “কিন্তু কি? সত্যি রিতিকা বলে কেউ আছে নাকি...”

মাথা ঝাঁকিয়ে হেসে ফেলে ঝিনুক, “না না আছে কিন্তু” নিজের হাত নিয়ে খেলতে খেলতে বলে, “মানে কলেজে পড়ার সময়ে তেমন ভাবে পরিচয় ছিল না তাই ভাবছিলাম যে...”

কথাটা ঠিক বুঝতে না পেরে আবার প্রশ্ন করে রিশু, “তার মানে রিতিকা তোমার বান্ধবী নয়? শুধু মাত্র ব্যাচমেট?”

মাথা দোলায় ঝিনুক, “হ্যাঁ, আমার ব্যাচমেট।” রিশুর কাছে কিছু লুকিয়ে লাভ নেই, তাই বলতে শুরু করে নিজের কলেজের কথা, “আসলে কি জানো, এমবিএ পড়ার সময়ে আমাদের মধ্যে তেমন কথাবার্তা হত না।” ঠোঁট চেপে হেসে বলে, “ক্যাট ফাইট, আমাদের মধ্যে একটা রেশারেশি ছিল, কে বেশি সুন্দরী।” বলেই লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়।

ঝিনুকের লাজে রাঙ্গা মুখমন্ডল দেখে ওর কাছে সরে এসে বলে, “ইউ আর ডেফিনিটলি গরজিয়াস (তুমি প্রকৃত অর্থে সুন্দরী)।” ভীষণ ইচ্ছে করছিল লাজে রাঙ্গা সুন্দরীকে জড়িয়ে ধরতে।

একদম পাশে সরে আসাতে ঝিনুক একটু নড়ে বসে রিশুর হাতের ওপরে আলতো চাঁটি মেরে লাজুক হেসে বলে, “ধ্যাত যাও ত...”

নিজের কাঁধ দিয়ে ঝিনুকের কাঁধে আলতো ধাক্কা মেরে ইয়ার্কি মেরে বলে, “তাহলে কি বলব, তুমি শাকচুন্নির মতন দেখতে, এই বলব।”

দুই হাত দিয়ে রিশুর বাজুতে ধাক্কা মেরে বিষণ্ণতার ভান করে মুখ ঝামটা মেরে বলে, “যাও, আর তোমার সাথে কথা বলব না।”

ওদের মধ্যে কথা আর বলা হয় কোথায়। দুপুরের পর থেকেই সেই যে বুকের মধ্যে একটা ভেসে যাওয়ার টান জেগেছে সেই উজানের টানে এত সহজে ভাঁটা পড়তে দিতে চায়না রিশু। প্রেয়সীকে একটু খেপিয়ে তোলার জন্য বলে, “কথা যখন বলবে না তাহলে আর বসে থেকে কি লাভ, আমি তাহলে ঘুমাতে যাই।”

রেগে মেগে বিছানা ছেড়ে উঠে মুখ ঝামটা দিয়ে বলে, “হ্যাঁ তুমি ঘুমাতে যাও।”

রাগলে ঝিনুককে আরো বেশি মিষ্টি দেখায়, বিয়ের প্রথম রাতেই সেই রূপ দেখে আকর্ষণ অনুভব করেছিল। এইবারের রাগে মিষ্টি অনুরাগ মিশে আছে। ঝিনুক উঠে দাঁড়ানো মাত্র ওর হাত ধরে টান মেরে বলে, “যাও কোথায়?”

কব্জিতে মোচড় দিয়ে নিজের হাত ছাড়াতে চেষ্টা করে দাঁতে দাঁত পিষে উত্তর দেয় সুন্দরী ললনা, “যেদিকে দুচোখ যায় চলে যাবো, আর ভালো লাগে না।” ওর চোখ জোড়া ভীষণ ভাবেই জ্বালা করে ওঠে, নাকের পাটা ফুলে ওঠে এক অজানা ব্যাথায়, “কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে বোঝে না।”
 
ঝিনুককে ব্যাথা দেওয়ার অভিপ্রায় একদম ছিল না রিশুর, ওকে এইভাবে কাঁদতে দেখে ভীষণ ভাবেই অপ্রস্তুত হয়ে পরে। হাত ধরে টেনে পাশে বসিয়ে প্রেয়সীর মুখ দুই হাতে আঁজলা করে তুলে ধরে। ঝিনুকের চোখ জোড়া জলে উপচে পড়েছে, দুই চোখের কোনা বেয়ে দুই ফোঁটা অশ্রু ওর কোমল গন্ড বেয়ে নিচের দিকে নেমে যেতেই বুড়ো আঙ্গুল দিয়ে সেই অশ্রুর দাগ মুছিয়ে দেয়। নরম মসৃণ ত্বকের ওপরে রিশুর উষ্ণ হাতের পরশে ঝিনুকের মোমের মতন হৃদয় গলে যায়। সুন্দরী ললনাকে কাঁদতে দেখে রিশুর হৃদয় গলে যায়, ভীষণ ভালোবাসে শুধু মাত্র মুখে স্বীকার করেনি তাই’ত রোজদিন বাজার থেকে ওর জন্য ফল কিনে নিয়ে আসে, রাতে বাড়ি ফিরে স্নান করার পরে ওর জামা কাপড় শুকিয়ে দেয় কিন্তু কোনদিন সেই নিয়ে ওকে বকাবকি করেনি। ও বোঝে যে ঝিনুকের ক্ষত হৃদয়ের ব্যাথা, সেই ক্ষত খুঁড়ে বেশি ব্যাথা দিতে চায়নি। ওর আদরের রমণীর চোখের জল ভীষণ ভাবেই কাঁদিয়ে তোলে রিশুকে।
 
অশ্রুর ফোঁটা মুছিয়ে দিয়ে আদর করে বলে, “আমি তোমায় ভীষণ ভালোবাসি, ঝিনুক।”
 
সেই বিয়ের রাতে রিশুর মুখে নিজের নাম শুনেছিল তারপরে কোনদিন ওকে নাম ধরে ডাকেনি। প্রথমবার রিশুর মুখে সরাসরি নিজের নাম শুনে বুক কেঁপে ওঠে গলা ধরে আসে ঝিনুকের। রিশুর মাথা নেমে আসে ঝিনুকের মুখের ওপরে। ঝিনুকের চোখের পাতা ভারী হয়ে আসে আসন্ন এক প্রেমাস্পদ স্পর্শের আকাঙ্ক্ষায়। রিশুর বুকের কাছে জড়সড় হয়ে আপ্রান চেষ্টা করে নধর দেহপল্লব রিশুর বুকের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিতে। ঝিনুকের মুখখানি আঁজলা করে নিজের দিকে তুলে ধরে প্রসস্থ ললাটে অধর চেপে ধরে। প্রেমিক স্বামীর প্রথম ঠোঁটের পরশে গলে যায় ঝিনুকের হৃদয়। ওর সারা শরীর অবশ হয়ে যায় রিশুর ঠোঁটের উষ্ণ পরশে।
 
বেশ কিছুক্ষন ঝিনুকের কপালে ভালোবাসার প্রথম চুম্বন এঁকে মৃদু করে বলে, “তুমি আমাকে বল, আমি তোমার সব কথা শুনবো ঝিনুক।” চোখের জল মুছিয়ে আদর করে বলে, “প্লিজ কেঁদো না।”

রিশুর জ্যাকেটের কলার চেপে ওর প্রসস্থ বুকের ওপরে নিজেকে সঁপে দিয়ে ভেঙ্গে পরে ঝিনুক, “তুমি মিথ্যুক, তুমি আমাকে একদম ভালোবাসো না।”

অভিমানের কান্নায় ফুলে ওঠা নরম পিঠের ওপরে হাত বুলিয়ে আদর করে বলে, “কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি না?”

দুম করে রিশুর বুকের বাঁদিকে একটা কিল মেরে বলে, “এটা মহা শয়তান, কিছুই বলে না।”

হৃদয়ের ওপরে ঝিনুকের নরম হাত চেপে ধরে বলে, “আমি তোমার প্রেমে কবে পড়েছিলাম জানো?”

ঝিনুক রিশুর দিকে মুখ তুলে তাকিয়ে জলা ভরা চোখ থাকা স্বত্তেও ঠোঁটে হাসি টেনে বলে, “কবে?”

রিশু, ঝিনুকের লালচে নাকের ডগায় নাকের ডগা ঘষে আদর করে বলে, “কোলকাতা এয়ারপোরটে সিকিউরিটি চেকের পরে যখন তুমি আমায় না পেয়ে চারপাশে খুঁজছিলে, তখন আমি তোমার প্রেমে পরে যাই।”

রিশুর কথা শুনে সব ব্যাথা ভুলে নিচের ঠোঁট চেপে লাজুক হেসে ওর বুকের ওপরে আরো জোরে দুম দুম করে কয়েকটা কিল মেরে বলে, “আচ্ছা, আমাকে একা ছেড়ে দিয়ে শয়তানি করা হচ্ছিল তাহলে।”

মৃদু হেসে রিশু বলে, “আই অয়াজ জাস্ট চেকিং মাই ডারলিং (আমি আমার প্রেয়সীকে একটু পরীক্ষা করছিলাম মাত্র)।”

ঝিনুক নিচের ঠোঁট দাঁতে কেটে কাজল কালো বড় বড় চোখ করে লাজুক হেসে বলে, “আমি একটা কথা বলব?”

রিশু ভুরু কুঁচকে ওর দিকে দেখে মাথা দুলিয়ে বলে, “হ্যাঁ?”

কথাটা বলার আগেই লজ্জায় ঝিনুকের কান লাল হয়ে যায়, লাজুক হেসে চোখ নামিয়ে রিশুর প্রসস্থ ছাতির ওপরে মাথা রেখে বলে, “দিল্লীতে নেমে যখন তুমি আমার মাথায় গলায় শাল জড়িয়ে দিলে, সেই মুহূর্তে না আমি...”

ঝিনুকের থুঁতনিতে তর্জনী ঠেকিয়ে নিজের দিকে তুলে ধরে দুষ্টুমি করেই প্রশ্ন করে, “সেই মুহূর্তে কি হয়েছিল?”

ঝিনুক ওর হাত ধরে তর্জনীতে আলতো কামড় দিয়ে বলে, “সেই মুহূর্তে তোমাকে কেটে ফেলতে ইচ্ছে করছিল আর কি।” বলেই লাজুক হেসে ওর বুকের ওপরে মাথা রেখে চোখ বুজে শিথিল হয়ে চুপ করে যায়।
 
বাঁ হাত দিয়ে ঝিনুককে বুকের সাথে জড়িয়ে ধরে ওর মাথার ওপরে ঠোঁট চেপে ধরে রিশু। বাহুপাশ নিবিড় করে হৃদয়ের উষ্ণতায় ঝিনুকের শুন্য হৃদয় ভরিয়ে তুলতে আপ্রান চেষ্টা করে। ঝিনুকের উষ্ণ শ্বাসের ঢেউ ওর প্রসস্থ ছাতির ওপরে বয়ে বুকের ভেতর আলোড়ন সৃষ্টি করে। পিনোন্নত স্তন যুগলের কোমল উষ্ণ পরশে রিশুর বুকে জমে থাকা ঝড় মাথা চাড়া দিয়ে ওঠে। নুজের বুকের ওপরে ঝিনুকের হৃদস্পন্দন অনুভব করতে পারে রিশু, ধুকধুক ধুকধুক করে ধিমে তালে ওর হৃদ স্পন্দনের সাথে তাল মিলিয়ে মাতোয়ারা হয়ে উঠছে ধিরে ধিরে। হিটার জ্বালানো হয়নি, কনকনে ঠান্ডায় ওর বুকের ওপরে ঝিনুকের কোমল দেহপল্লবের মৃদু কম্পন অনুভব করে মন কেমন করে ওঠে রিশুর। ইসস, মেয়েটা কেমন ভাবে কাঁপছে তাও মুখে কিছুই বলবে না।
 
ঝিনুকের রেশমি চুলের মধ্যে নাক ঘষে আদর করে জিজ্ঞেস করে, “এই...”

এই উষ্ণ পরশ ছাড়িয়ে কার উঠতে ভালো লাগে, তাই মাথা না উঠিয়েই মিহি কন্ঠে প্রশ্ন করে, “মমম... কিইইই...”

বাহুডোর বিন্দুমাত্র শিথিল না করে আরো বেশি ঝিনুকের লোভনীয় দেহপল্লব জড়িয়ে ধরে মিহি কন্ঠে জিজ্ঞেস করে, “তোমার ঠান্ডা লাগছে?”

রিশুর ছাতির ওপরে ওপরে নাক ঘষে হরিণীর মতন মিহি কন্ঠে বলে, “হুমমম...”
 
পাশে পরে থাকা লেপটা টেনে ঝিনুকের গায়ের ওপরে জড়িয়ে দেয় রিশু। গায়ের ওপরে লেপ পড়তেই আরো বেশি রিশুর বুকের কাছে জড়সড় হয়ে বসে পরে। কিছু পরে রিশুর দিকে মাথা তুলে ওর চশমা ভেদ করে গভীর চোখের দিকে খানিকক্ষণ চেয়ে থাকে ঝিনুক। ওর মনের মানুষটা সেই সাত সকালে উঠে হসপিটাল গিয়ে কয়েক’শ রুগী দেখে আবার বাড়ি ফিরে ডিনারের জন্য বাইরে গিয়ে তারপর রাতে ফিরে ওর গল্প শুনতে বসেছে ভাবতেই ওর মন ভরে ওঠে।
 
মিষ্টি হেসে জিজ্ঞেস করে, “তুমি খুব টায়ার্ড তাই না?”

ডিনার শেষে ট্যাক্সিতে ওঠার আগে পর্যন্ত ক্লান্তিতে শরীর ভেঙ্গে আসছিল রিশুর কিন্তু ট্যাক্সিতে উঠে ঝিনুকের কোমল দেহপল্লবের ছোঁয়ায় আর ওর অনর্গল মিষ্টি আবোলতাবোল বুলি শুনে ক্লান্তভাবটা অনেক আগেই কেটে গেছে। মাথা নাড়িয়ে বলে, “না না একদম না, তুমি থাকলে ক্লান্তি আসে নাকি?”

নিচের ঠোঁট চেপে লাজুক হেসে ফেলে ঝিনুক, “এইই চা খাবে?”

ঝিনুককে ছাড়তে একদম ইচ্ছে করছিল না রিশুর তাই বাহুবেষ্টনি আরো নিবিড় করে বলে, “না এত রাতে চা খায় না।”

চশমার ভেতর থেকে রিশুর চোখের মনির মাঝে নিজের প্রতিফলন দেখে চোখের তারায় লাজুক হাসি মাখিয়ে বলে, “একদম তোমার মতন করে চা বানাবো, সত্যি বলছি।”
 
বল তো আরশি তুমি মুখটি দেখে
যদিও কাজল আমি পরিনি
, যদিও কবরী আজ বাঁধিনি,
তবু বল তো রূপসী কে
তোমার চোখে,
আমি নই বিম্ববতি রাজার ঘরে
,

হাসিতে পান্না তো নয়, কান্না ঝরে
বল তো আরশি
, তুমি মুখটি দেখে
কেতকী লজ্জা না পায়
, আমায় দেখে,

তবু বলো, বল তো আরশি তুমি মুখটি দেখে, রূপসী কে তোমার চোখে। 

[Image: 20210115-150253.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
গলা দিয়ে সবে নামতে শুরু করেছিল ! বুকের কাছে যাবার আগেই শেষ হয়ে গেলো ! যদি এইটাকে আপডেট বলে তাহলে বলব তুমি সাত দিন সময় নাও ! এমন একটা আপডেট দাও যেটা গলা আর বুকের মাঝে না আটকিয়ে সোজা মনের গভীরে চলে গিয়ে হৃদয়টাকে লাল গোলাপে পরিণত করুক ! এর থেকে বেশি গালি দেবার ক্ষমতা আমার নেই !
[+] 5 users Like ddey333's post
Like Reply
(03-12-2020, 06:47 PM)dada_of_india Wrote: গলা দিয়ে সবে নামতে শুরু করেছিল ! বুকের কাছে যাবার আগেই শেষ হয়ে গেলো ! যদি এইটাকে আপডেট বলে তাহলে বলব তুমি সাত দিন সময় নাও ! এমন একটা আপডেট দাও যেটা গলা আর বুকের মাঝে না আটকিয়ে সোজা মনের গভীরে চলে গিয়ে হৃদয়টাকে লাল গোলাপে পরিণত করুক ! এর থেকে বেশি গালি দেবার ক্ষমতা আমার নেই !

ডারলিং কথায় আছে -- Good things comes in small packages !!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 6 users Like pinuram's post
Like Reply
(03-12-2020, 07:37 PM)pinuram Wrote: ডারলিং কথায় আছে -- Good things comes in small packages !!!!!

এতো small pakage এর দরকার নেই ! just  think big end live large !
[+] 4 users Like ddey333's post
Like Reply
এই পর্ব টা পড়ে পুরনো একটা গান মনে পড়ে গেলো

তুমি যে আমার,
ওগো তুমি যে আমার 
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।

আমারি পরাণে আসি,
তুমি যে বাজাবে বাঁশি 
সেই তো আমারি সাধনা,
চাইনাতো কিছু আর
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।

তুমি যে আমার দিশা,
অকুল অন্ধকারে
দাওগো আমারে ভরে,
নীরব অহংকারে 

জীবন মরণ মাঝে,
এসোগো বধুর সাজে 
সেই তো আমারি জিবনে,
তোমারি অভিসার।

তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।
[+] 3 users Like Buro_Modon's post
Like Reply
অসাধারণ....❤
সত্যি.... এই মুহুর্তটার জন্যই এই ব্যবধানের প্রয়োজন ছিল. সবকিছু একসময় ঠিক হয়ে যায়.... শুধু সময় দিতে হয়, ধৈর্য রাখতে হয়..... Heart

আজকের আপডেট পড়ে শান আর অলকা ইয়াগনিক এর ওই গানটা মনে পড়ে গেলো -

একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে,
কাছে এসো না.............
দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো
আজকে বাসোনা”
তোমার আলিঙ্গনে পড়তে এ বন্ধনে
আমার মনের দ্বিধা, দিচ্ছে আমায় বাঁধা
কি করি বলো না, চাই তবু পারিনা.......
কি করি বলো না, চাই তবু পারিনা....... Heart
[+] 4 users Like Baban's post
Like Reply
রোমান্টিকতায় ভরপুর
[+] 3 users Like কুয়াশা's post
Like Reply
তুমি আমার এমনি একজন।
যারে এক জন্মে ভালবেসে ফুরাবেনা মন।
এক জন্মের ভালবাসা এক জন্মের কাছে আসা।
একটু চোখের পলক পরতে লাগে যতোক্ষণ।
তুমি আমার এমনি একজন!!!!

সবাই গানের কলি লিখছে তাই আমি ও লিখলাম।

অধমের প্রণাম নিবেন ।।

""পৃথিবীটা রঙ্গমঞ্চ আমরা সবাই অভিনেতা"" !! Sad

[+] 4 users Like Kolir kesto's post
Like Reply
Bes prem porbo ta suru holo .. kintu hotat e ses hoye gelo .. dujoner man oviman er pala cholche .. ai rat ta bes romantic hobe mone hocche .. rishu mone hocche ebar gaibe ' Ei rat tomar amar , Oi chand tomar amar , sudhu dujoner , ei rat sudhu je ganer , Ei kshan e duti praner , kuhu dujoner , Ei rat tomar amar ' ....
Goodnight ..
[+] 4 users Like dreampriya's post
Like Reply
এটা কি হলো?
এই গভীর রাতে চা পানের বিরতি দিলেন দাদা?
বিদ্যুৎ রায় চটি গল্প কালেকশন লিমিটেড 
http://biddutroy.family.blog
[+] 4 users Like Biddut Roy's post
Like Reply
Khub sundor likechen Dada,Mon premomoy hoye gelo
[+] 3 users Like Bondhon Dhali's post
Like Reply
দাদা, এক সপ্তাহ আর এই থ্রেডে ঢুকবো না। এই শীতের রাতে এটা অত্যাচার। আপনি মশাই শূন্যে তুলে ধপাস করে ছেড়ে দেন। মানবো না। হরতাল ডাকলাম।
[+] 3 users Like বাউন্ডুলে's post
Like Reply
অসাধারণ, কি দারুন মনোমুগ্ধকর প্রাণবন্ত বর্ণনা ! গল্পের পাতা থেকে উঠে দুই মানব -মানবী যেন আমার চোখের সামনে ঘোরাফেরা করছে ! Heart Heart  আজকের পর্বটা পড়ে আরও বেশি করে মনে হচ্ছে Pinuram, the king of romance & eroticism !!  Namaskar  ( দুর্ভাগ্যবশত আমার মাথায় কোনো কবিতা বা গানের পংক্তি আসে না, কি নিরেট আমি  banghead  banghead   )
[+] 4 users Like Mr Fantastic's post
Like Reply
(03-12-2020, 09:04 PM)Buro_Modon Wrote: এই পর্ব টা পড়ে পুরনো একটা গান মনে পড়ে গেলো


তুমি যে আমার,
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু একবার বল,
তুমি যে আমার
তুমি যে আমার,
ওগো তুমি যে আমার।

উত্তম - সুচিত্রা  Heart Heart
[+] 4 users Like Mr Fantastic's post
Like Reply
গল্পের মাঝে ইংরাজি থেকে বাংলা translation এর ক্লাস নিচ্ছ নাকি? পাঠকদের কি গানডু ভেবে রেখেছ? এইসব আঁতেল পানা বন্ধ কর পিনুরাম, নাহলে পেছনে গুঁজে দেব ।
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
[+] 3 users Like Rajdip123's post
Like Reply
বাবান আর রাজদীপ কিন্তু ঠিক কথাই বলেছে... এটা কি হলো? মাঝরাতে এই সময় চায়ের বিরতি??? এটা কি ঠিক? রিশু তাও একবার না বলল, কিন্তু পিনু সেটা শুনতে পেলে তো? ও ব্যাটা কোন দিকে তাকিয়ে ছিল কে জানে... আরে ভাই, এই সময় কেউ চা খায় নাকি? এই সময়... এ তোমায় নিয়ে আর পারা গেলো না দেখছি... নিজে তো মাল টানো, তা চায়ের কথাটা এখন মাথায় এলো কোন কুক্ষনে শুনি...

আর রাজদীপও ঠিক ধরেছে... ওই ভাবে অনুবাদ দেবার মানেটা কি?

.
.
.
.

আহা... তোমার গল্প পড়তে পড়তে তো সবার হৃদয়ে কবিতা উছলিয়ে উঠছে গো... এই না হলে গল্প... সবার হৃদয়ে প্রেমের জোয়ার আনিয়ে ছেড়েছ একেবারে... যাকে খুশি জিজ্ঞাসা করে দেখ, প্রত্যেকে এক বাক্যে বলবে যে সকলে এখন ঝিনুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে...

(দেবুউউউউউউ... তুমি গেলে... আর তোমার হাতে ঝিনুক থাকলো না... ওকে নিয়ে এবার সবাই টানাটানি শুরু করে দিয়েছে... রীতি মত গান আর কবিতা শোনাতে শুরু করেছে... দেখ, এবার তুমি কি করবে...)

"এই মধূ রাত শুধু ফুল পাপিয়ার
এই মায়া রাত শুধু তোমার আমার..."

রেপুর + লাইক রইল গুরু
Heart Heart Heart Heart Heart Heart Heart
[+] 4 users Like bourses's post
Like Reply
মধ্যরাতে আমাদের বুকের ভেতরে বহ্নিশিখার দাউ দাউ আগুন জ্বালালেন  প্রথমে !!

Heart Heart

তারপর সেই আগুনে চা বানাতে বসলেন  আমাদের শ্রধ্যেয় শ্রীমান পিনুরাম !!!!

Dodgy  

এটা কি ভালো করলে তুমি নিজেই বলো ?????????? 

Sad Sad
[+] 2 users Like ddey333's post
Like Reply
ও, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি... গল্পটা পড়তে পড়তে কেন জানি না, হটাৎ করেই 'পরি'র নামটা মাথায় চলে এলো... যদিও জানি, এই গল্পের সাথে পরির কোন মিল নেই... তবুও... রিশুর ঝিনুকের প্রতি অনুরাগ দেখতে দেখতে... ভুল বললাম, পড়তে পড়তে, 'পরি'কে যেন ফিরে পেলাম... হয়তো কাকতালিয়ই হবে...
[+] 4 users Like bourses's post
Like Reply
(04-12-2020, 12:35 PM)bourses Wrote: বাবান আর রাজদীপ কিন্তু ঠিক কথাই বলেছে... এটা কি হলো? মাঝরাতে এই সময় চায়ের বিরতি??? এটা কি ঠিক? রিশু তাও একবার না বলল, কিন্তু পিনু সেটা শুনতে পেলে তো? ও ব্যাটা কোন দিকে তাকিয়ে ছিল কে জানে... আরে ভাই, এই সময় কেউ চা খায় নাকি? এই সময়... এ তোমায় নিয়ে আর পারা গেলো না দেখছি... নিজে তো মাল টানো, তা চায়ের কথাটা এখন মাথায় এলো কোন কুক্ষনে শুনি...

আর রাজদীপও ঠিক ধরেছে... ওই ভাবে অনুবাদ দেবার মানেটা কি?

.
.
.
.

আহা... তোমার গল্প পড়তে পড়তে তো সবার হৃদয়ে কবিতা উছলিয়ে উঠছে গো... এই না হলে গল্প... সবার হৃদয়ে প্রেমের জোয়ার আনিয়ে ছেড়েছ একেবারে... যাকে খুশি জিজ্ঞাসা করে দেখ, প্রত্যেকে এক বাক্যে বলবে যে সকলে এখন ঝিনুকের প্রেমে হাবুডুবু খাচ্ছে...

(দেবুউউউউউউ... তুমি গেলে... আর তোমার হাতে ঝিনুক থাকলো না... ওকে নিয়ে এবার সবাই টানাটানি শুরু করে দিয়েছে... রীতি মত গান আর কবিতা শোনাতে শুরু করেছে... দেখ, এবার তুমি কি করবে...)

"এই মধূ রাত শুধু ফুল পাপিয়ার
এই মায়া রাত শুধু তোমার আমার..."

রেপুর + লাইক রইল গুরু
Heart Heart Heart Heart Heart Heart Heart
দেবু কোথায় যাবে আবার , স্বমহিমায় এখানেই বিরাজিত আছে সে .....
Smile


আর একটা কথা জেনে রাখো ভালো করে , তোমাদের ওসব গান আর কবিতায় কিস্সু হবে না গো বাওয়া !!
দেবুর কাছ থেকে ঝিনুককে ছিনিয়ে নেওয়া এতো সহজ নয় ..... 
Big Grin Big Grin
[+] 2 users Like ddey333's post
Like Reply
বেকার আম-দুধে আঁটি হয়ে থেকে লাভ নেই দেবুদা ! Big Grin
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply




Users browsing this thread: 94 Guest(s)