26-11-2020, 07:46 PM
সত্যি বলছি এইটুকু ৩০০০ শব্দের লেখায় মন ভরে না ! অনেকের লেখা পড়ছি ! নিজেরটাও পড়ি ! কিন্তু তোমার লেখায় মনের খিদে কিছুতেই মেটে না ! এটলিস্ট ৫০০০ শব্দের লেখা তো লেখো গুরু !
Romance শেষের পাতায় শুরু (Completed)
|
26-11-2020, 07:46 PM
সত্যি বলছি এইটুকু ৩০০০ শব্দের লেখায় মন ভরে না ! অনেকের লেখা পড়ছি ! নিজেরটাও পড়ি ! কিন্তু তোমার লেখায় মনের খিদে কিছুতেই মেটে না ! এটলিস্ট ৫০০০ শব্দের লেখা তো লেখো গুরু !
26-11-2020, 08:55 PM
দারুন লাগল। রোজই যেন ঝিনুককে নতুন রূপে দেখতে পারছি আমরা তোমার লেখার মাধ্যমে। রিশু আর ঝিনুকের বন্ধন এখন অনেকটাই পোক্ত হয়ে উঠেছে। এক বিছানায়, এক বালিশে এক কম্বলের নিচে রাত্রিযাপন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র
26-11-2020, 10:28 PM
(26-11-2020, 07:46 PM)dada_of_india Wrote: সত্যি বলছি এইটুকু ৩০০০ শব্দের লেখায় মন ভরে না ! অনেকের লেখা পড়ছি ! নিজেরটাও পড়ি ! কিন্তু তোমার লেখায় মনের খিদে কিছুতেই মেটে না ! এটলিস্ট ৫০০০ শব্দের লেখা তো লেখো গুরু ! পাঁচ হাজার শব্দের আপডেট, পাগল নাকি গো, তাহলে দুই সপ্তাহ পর পর আপডেট পাবে, এই দুই তিন হাজারের আপডেট লিখতে ওই ঝিনুক আর রিশুর পায়ে ধরতে হয়, কত আকুতি মিনতি করার পরে ওরা সামনে আ সে। অত লম্বা আপডেটের কথা শুনলে ঝিনুক আমাকে ঝ্যাঁটা পেটা করে বলবে, একটু ত রিশুর সাথে থাকতে দাও, সব সময়ে তোমার চোখের সামনে ঘোরাঘুরি করব সেটা কি করে হয়?
26-11-2020, 10:31 PM
(26-11-2020, 08:55 PM)Mr Fantastic Wrote: দারুন লাগল। রোজই যেন ঝিনুককে নতুন রূপে দেখতে পারছি আমরা তোমার লেখার মাধ্যমে। রিশু আর ঝিনুকের বন্ধন এখন অনেকটাই পোক্ত হয়ে উঠেছে। এক বিছানায়, এক বালিশে এক কম্বলের নিচে রাত্রিযাপন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র না বলে এসেছি, তা বলে ভেবো না না বলে বিদায় নেবো, চলে যাই যদি, যেন হই নদী সাগরে হারিয়ে যাবো। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয় নি যে কথা বলা কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল হয় নি সে পথে চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো!!!!! বাকিটা আশা করি তোমাকে বুঝিয়ে বলতে হবে না !!!!!
27-11-2020, 12:06 AM
খুব সুন্দর হয়েছে ভাই। দেখি রিতিকা আসলে ঝিনুককে সময় দিতে চায় নাকি এর পিছনে কোনো কারণ আছে। আর ইন্দ্রজিৎ শালিনি ও রিশু ও ঝিনুক এদের ডিনার কেমন হয়। আর ঝিনুক আর রিশুর মাঝে প্রেমের জোওয়ার কিভাবে আসে তা তো দেখতে হয়।
27-11-2020, 12:27 AM
যাক ঝিনুকের বোরিংনেস টা কাটতেছে।সারাদিন একা একা বাসায় থাকা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা যে থাকে সেই জানে আর তার মাঝে যদি হয় নতুন পরিবেশ তাহলে আর বলার অপেক্ষা রাখে না।আর এতদিন পরে ঝিনুকের মুখে রা ফুটেছে।রিশুর প্রতি টান সৃষ্টি হচ্ছে।ভালবাসার সূচনা হয়ত এভাবেই হয়।একটু কেয়ারিং মনোভাব একটু অধিকারবোধ আর ভরপুর ভালবাসা আহা এইত জীবন।রিশুর মনোভাব বুঝতে পারেও খুব ভাল লাগছে।রিশু কি তাহলে অবশেষে পা এগুল!
27-11-2020, 03:35 AM
যতদূর লিখেছো, পুরোটা পড়লাম I খুব সুন্দর লিখছো I এখনও পর্যন্ত মিষ্টি প্রেম চলছে I কিন্তু শুধু মিষ্টি প্রেম লিখলে এই সাইট টা একটু লজ্জা পেতে পারে, সে খেয়াল আছে?
কিছু প্রশ্ন : আম্বালিকা.... নাম টা খুব বেশি সেকেলে I 50 পাতার বেশি হয়ে গেলো এখনও কিন্তু গল্পের মুখ্য চরিত্র কে, সেটা বোঝা যাচ্ছে না I প্রচুর চরিত্র আমদানি করেছো, পড়তে পড়তে ভুলে যেতে হচ্ছে চরিত্র গুলোকে I ঝিনুক আর পার্থর সিন্ টা একটু বেশি ড্রামাটিক হয়ে গেছে I গল্পের মোড় ঘোরাতে গেলে কিন্তু এই পার্থ কে আবার আমদানি করতে হবে I কেন না একটা পর্বেই ব্যাপারটা শুরু আবার শেষ I একটু না.... খুব বেশি তাড়াহুড়ো করে পার্থকে আপাতত বিদায় জানিয়ে দিলে, ব্যাপারটা ওতো তাড়াতাড়ি না ঘটালে ভালো হতো I রাঁচির পার্ট টার দরকার ছিলোনা বলে মনে হলো I নীলাদ্রি খুব তাড়াতাড়ি আম্বালিকা কে খুঁজে পেয়ে গেলো I রিশু আর ঝিনুকের বিয়েটাও মারাত্মক তাড়াহুড়ো তে হলো I পার্থ আর ঝিনুকের পার্ট টা মনে হয়নি পিনু লিখেছে বলে I গায়ে হলুদের কথা বলেছো, কিন্তু সেটা হয়েছে বলে জানাও নি I আরেকটা ব্যাপার.... কান্না টা কে যত্র তত্র ব্যবহার করেছো I অম্বালিক কাঁদছে, রিশু কাঁদছে, ঝিনুক কাঁদছে, পিয়ালী কাঁদছে I রিশু কেন কথায় কথায় কাঁদবে? মা মা করবে সব কথায়.... সত্যি সত্যি আম্বালিকা কে ওর মা বানিয়ে দিয়েছো.... এমন পুরুষ কে কিন্তু কোনো নারী পছন্দ করে না I ঝিনুকের সাথে ফোনে অম্বালিকার কনভার্সেশন টা দুর্দান্ত I বেস্ট পার্ট I মা মেডিকেল পার্সোনাল নন, তবুও কেন ফেমুর টিবিয়া নাম গুলো ব্যবহার করবে? বিয়ের পর কোনো স্বামী যদি বৌয়ের পেছনে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে দৌড়ায়, তাহলে সেই স্বামী কে বৌয়ের লাথি খাওয়া উচিত I অনেক কিছু লিখলাম I যেমন মনে হয়েছে I জানি গালি খাবো I
তোমাকে খুঁজে বেড়াই
27-11-2020, 05:41 AM
রাজদীপের সমালোচনা পিনুর গল্পের সঠিক মূল্যায়ন।
গল্প নিজের মত চলছে। ঝিনুক খোলস ছেড়ে বাইরে বের হতে বাধ্য এবার।
27-11-2020, 10:41 AM
বাইরে কোথায় যাবে ওরা ডিনারএ সেটা যদি একবার জানা যেত ??
পিনুদাতো ডাকবে না জানা কথা , আমি চুপচাপ ওখানে হাজির হয়ে আশেপাশের একটা টেবিলএ বসে প্রানভরে একটু ঝিনুককে দেখতাম তাহলে !!! শুধুই দেখা , ছুতে তো আর দেবেনা পিনুরাম !! সামনে একটা whisky-on-the-rocks আর একটু দূরে ঝিনুক !!!!!
27-11-2020, 10:43 AM
27-11-2020, 11:07 AM
(26-11-2020, 07:00 PM)pinuram Wrote: এত দিনেও তার সাথে ঠিক ভাবে পরিচয় করা হয়ে ওঠেনি, কি ভালোবাসে, কিসে অপছন্দ, এরপর কি করতে চায় কিছুই জানে না, শুধু জানে যে মেয়েটা সাজতে ভীষণ ভালোবাসে, একটু ভুলো মনের, স্নানের পরে জামা কাপড় গুলো সেই বাথরুমেই পরে থাকে, বিকেলে বাড়ি ফিরে স্নান সেরে নিজেই ওর জামা কাপড় গুলো বারান্দায় শুকাতে দেয়। তখন ঝিনুকের মনে পরে যে নিজের জামা কাপড় শুকাতে দেয়নি আর তখন ওর হাত থেকে নিয়ে যায়। মনে মনে হেসে ফেলে রিশু, সেই সাথে বুঝতে চেষ্টা করে দুষ্টু মিষ্টি ঝিনুকের মানসিক অবস্থা। যখন চন্দ্রিকা ওকে ছেড়ে চলে গিয়েছিল তখন চন্দ্রিকাকে ভোলার জন্য ওর কাছে অঢেল সময় ছিল, পড়াশুনায় নিজেকে ডুবিয়ে নিয়েছিল, কিন্তু ঝিনুকের বয়স সবে মাত্র তেইশ, একদিনের মধ্যে ওর ওপরে যে ঝঞ্ঝা গেছে সেখান থেকে তাড়াতাড়ি বেড়িয়ে আসা দুস্কর। নিজেকেই প্রশ্ন করে রিশু, পা বাড়াতে দ্বিধা কেন? শুধু কি মেয়েটা একটু দুরন্ত আর অবাধ্য ছিল তাই? ওদের বিয়ের এক সপ্তাহ পেরিয়ে গেছে, সেই দুরন্তপনার কিছুই ওর চোখে পরেনি, তার চেয়ে ওর বাড়িতে যে তন্বী তরুণীর বাস তার ফর্সা পায়ের সুগোল গোড়ালিতে বাঁধা নুপুরের নিক্কনে রোজ সকালে আনমনা হয়ে যায় রিশুর চিত্ত। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি হৃদয় ডাকছে তোমার কাছে আসি শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ চোখ কি বলে? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো একবার তোমায় দেখি। শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ? তখনই বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায় আমি। আমি কখনোও বলবোনা তোমাকে ভালবাসি কাছে এসো মন খুলে হাসি। শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ কাপছে তোমার হৃদয় খানি আর তখনই বুঝবে তুমি কতটা ভালবাস আমায় তুমি।
27-11-2020, 12:28 PM
(27-11-2020, 12:06 AM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই। দেখি রিতিকা আসলে ঝিনুককে সময় দিতে চায় নাকি এর পিছনে কোনো কারণ আছে। আর ইন্দ্রজিৎ শালিনি ও রিশু ও ঝিনুক এদের ডিনার কেমন হয়। আর ঝিনুক আর রিশুর মাঝে প্রেমের জোওয়ার কিভাবে আসে তা তো দেখতে হয়। অপেক্ষায় আমিও আছি এদের মাঝের প্রেমের জোয়ার দেখার জন্য !!!!! রেপু পয়েন্টস +1
27-11-2020, 12:31 PM
(27-11-2020, 12:27 AM)Isiift Wrote: যাক ঝিনুকের বোরিংনেস টা কাটতেছে।সারাদিন একা একা বাসায় থাকা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা যে থাকে সেই জানে আর তার মাঝে যদি হয় নতুন পরিবেশ তাহলে আর বলার অপেক্ষা রাখে না।আর এতদিন পরে ঝিনুকের মুখে রা ফুটেছে।রিশুর প্রতি টান সৃষ্টি হচ্ছে।ভালবাসার সূচনা হয়ত এভাবেই হয়।একটু কেয়ারিং মনোভাব একটু অধিকারবোধ আর ভরপুর ভালবাসা আহা এইত জীবন।রিশুর মনোভাব বুঝতে পারেও খুব ভাল লাগছে।রিশু কি তাহলে অবশেষে পা এগুল! পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা! আপনার ওপরে আমার একটু অভিমান আছে, মাঝে মাঝেই দেখি আপনাকে থ্রেডে কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ডেকে বলতে হবে যে দয়া করে কিছু লিখুন, এটা সত্যি ভাবিনি, তাই অভিমান! রেপু পয়েন্টস রইল +1
27-11-2020, 01:00 PM
(27-11-2020, 03:35 AM)Rajdip123 Wrote: যতদূর লিখেছো, পুরোটা পড়লাম I খুব সুন্দর লিখছো I এখনও পর্যন্ত মিষ্টি প্রেম চলছে I কিন্তু শুধু মিষ্টি প্রেম লিখলে এই সাইট টা একটু লজ্জা পেতে পারে, সে খেয়াল আছে? আহা, শেষ পর্যন্ত সেই মানুষের দেখা পেলাম, যার চ্যালেঞ্জের জোরে এই অধম পিনুরামকে "অসীম তৃষ্ণা" লিখতে হয়েছিল, স্বীকার করতে দ্বিধা নেই, ওই গল্প তুমি না থাকলে কোনদিন লেখা হত না। রাতের পর রাত বসে আড্ডা মেরে, গল্পের খুঁটিনাটি বিচার বিবেচনা করে ওই গল্পটা লেখা হয়েছিল। হয়ত ওই গল্পের শব্দ গুলো আমার কিন্তু ওই গল্পের সাথে তোমার অবদান ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আমার "অসীম তৃষ্ণা" গল্পতে তোমার যত অবদান তত অবদান তোমার গল্পের সময়ে করতে পারিনি, "মহুয়া"! এবারে আসি তোমার কমেন্টের ব্যাপারে, এত প্রশ্ন করেছ, ব্যাখা করব কি না ভাবছি। তাও কয়েকটা প্রশ্নের ব্যাখ্যা দেব, বাকি গুলোর উত্তর তোমাকে খুঁজে নিতে হবে। অঙ্কের ক্লাসে দুই আর দুই এ চার হয়, অঙ্ক ভুল করলেই মাস্টার মশায়ের কাছ থেকে কান মলা খেতে হয়। বাস্তবিক জীবন অঙ্কের খাতার নিয়ম মেনে চলে না, তাই ত চুরি করা ফল খেতে বেশি মিষ্টি লাগে। ১। গল্পের সময় কালীন, আম্বালিকার বয়স প্রায় বাহান্ন কি তিপান্ন, তাতে কি সেই নাম খুব বেশি সেকেলে লাগছে, মনে হয় না। চরিত্রের নামকরন আমি একটু ভেবে চিন্তে করি তার চিত্রায়নের কথা ভেবে। আম্বা, মহামায়ার রূপ, তার সাথেই নাম মিলিয়ে এই চরিত্রের নাম রেখেছি আম্বালিকা। ২। যেকোনো মানুষের একটা বাড়ি থাকে, পরিবার থাকে বন্ধু বান্ধব যেমন থাকে তেমন শত্রুও থাকে, সেখানে শুধু মাত্র গুটিকয় চরিত্র নিয়ে গল্প লিখতে গেলে মহামুশকিলে পরে যাব। আর এখানে যে কটা চরিত্র এসেছে তাদের সকলের কিছু কাজ আছে বলেই এসেছে! ৩। ঝিনুক আর পার্থের সিন, ওটা তাড়াহুড়ো কি সত্যি হয়েছে, ওদের গল্প লিখতে বসলে তাহলে অন্যধারায় গল্প চলে যেত, তাই ওটা ছোট করেই ছুঁয়ে চলে যাওয়া হয়েছে। কারণ... পরে আসবে এখন সেই বিষয়ে কিছুই বলব না! ৪। গায়ে হলুদের কথা, বিয়ের সব জিনিস যদি বিস্তারিত লিখতে বসা হত তাহলে মাইরি আরো বেশি লম্বা হয়ে যেত। আর গায়ে হলুদ, সেটা বিয়ের দিন সকালেই হয়, বিয়ে যখন হয়েছে তখন গায়ে হলুদ ও হয়েছে, তাই না? এবারে এটা বল না, পিনু তুমি কেন গায়ে হলুদের বিবরন দাওনি। ৫। আম্বালিকা মেডিকেল পার্সোনাল নয়, কিন্তু যদি নয় দশ বছর ধরে ডাক্তার ছেলের মুখ থেকে সার্জারির কথা শোনে তাহলে আশা করি পায়ের দুটো হাড়ের নাম মনেই থাকবে। আর এটা কেন ভুলে যাচ্ছও, আম্বালিকা সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ নিজের জেদে জন্য শেষ পর্যন্ত ডাক্তার হয়নি, তাই বলে ফেমুর টিবিয়ার নাম মনে থাকবে না, সেটা মানতে পারলাম না। গালাগালি তোমায় দেব না, কি কারনে গালাগালি দেবো একটা কারণ বলতে পারো? কেউই এইভাবে চুলচেরা মুল্যায়ন করেনি, সেটা তুমি, bourses আর একজনের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু bourses দাদার বর্তমানে কবি কবি ভাবে চলে এসেছে, হয়ত শেষের দিকে এমন এক চুলচেরা বিচারের সম্মুখীন হতে হবে। রকি, এখন সে রকম কমেন্ট করেনি, বাকি থাকলে তুমি! তোমার ব্যাপারে একটাই কথা মনে আসে-- তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি, গল্প শুনেই তারে আমি অল্প অল্প ভালবেসেছি !!! Reps Added +1
27-11-2020, 01:02 PM
(27-11-2020, 05:41 AM)TumiJeAmar Wrote: রাজদীপের সমালোচনা পিনুর গল্পের সঠিক মূল্যায়ন। তুমি মুল্যায়ন করবে না? সব কিছু একা রাজদীপের ঘাড়ের ওপরে তুলে দেবে এইভাবে? বেচারা কয়েদিন আগেই কোভিড থেকে উঠেছে, এরমধ্যেই এত চাপ? , ঝিনুক এবারে খোলস ছেড়ে বের হবে, চিন্তা নেই !!!!!!
27-11-2020, 01:10 PM
(27-11-2020, 10:41 AM)ddey333 Wrote: বাইরে কোথায় যাবে ওরা ডিনারএ সেটা যদি একবার জানা যেত ?? তুমি ঠিক সময়ে সি আর পার্কে চলে এসো, তারপরে ত পিছু নিয়ে যেতেই পারবে যেখানে ডিনার করতে চলেছে এরা !!!! হুইস্কি অন রক্স !!!!
27-11-2020, 01:18 PM
(27-11-2020, 11:07 AM)bourses Wrote: আমি কখনোও বলবোনা তুমি কবে কবি কবি ভাব কাটিয়ে একটা মুল্যায়ন করবে বল তো? তোমার এই চুপ থাকাতেই আমার বিশাল ভয়, জানি শেষের পাতায় চুলচেরা বিচার হবে পিনুরামের, তখন সবাই রিশু-ঝিনুক কে ভুলে যাবে, লাথি ঝ্যাঁটা সব এই অধমের পিঠেই পড়বে ! হোক না সে, অপেক্ষায় রইলাম সেইদিনের!!!!! Reps Added +1
27-11-2020, 01:25 PM
(27-11-2020, 12:31 PM)pinuram Wrote: পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা,আমি কমেন্ট পড়ছিলাম।আর পর্ব জমাচ্ছিলাম।না পড়লে কি লিখব! আর আপনার গল্প অনেক সময় নিয়ে পড়ি। তাই একটু দেরী হয়ে গেল।
27-11-2020, 02:09 PM
(27-11-2020, 01:00 PM)pinuram Wrote: আহা, শেষ পর্যন্ত সেই মানুষের দেখা পেলাম, যার চ্যালেঞ্জের জোরে এই অধম পিনুরামকে "অসীম তৃষ্ণা" লিখতে হয়েছিল, স্বীকার করতে দ্বিধা নেই, ওই গল্প তুমি না থাকলে কোনদিন লেখা হত না। রাতের পর রাত বসে আড্ডা মেরে, গল্পের খুঁটিনাটি বিচার বিবেচনা করে ওই গল্পটা লেখা হয়েছিল। হয়ত ওই গল্পের শব্দ গুলো আমার কিন্তু ওই গল্পের সাথে তোমার অবদান ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আমার "অসীম তৃষ্ণা" গল্পতে তোমার যত অবদান তত অবদান তোমার গল্পের সময়ে করতে পারিনি, "মহুয়া"! চুলচেরা বিচার না গুদ চেরা বিচার......... যাই হোক , সেটা আমি অবশ্যই করবো । ভয় পাই না তোমাকে কারন আমি জানি আমি যদি তোমার গল্পের সমালোচনা করতে শুরু করি , তাহলে লাভ টা তোমারি হবে। তবে গায়ে হলুদ পার্ট টা তুমি লিখলে সেটা দারুন হতো , কি জানি ব্যাপারটা আমার দারুন লাগে। বিয়ের পর যৌন মিলন যে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা শুরু হয় গায়ে হলুদ মাখানোর সময় থেকেই। নিজের বিয়ের কথা ভেবে দেখ। অম্বালিকা যদি মুখ্য চরিত্র না হয় তাহলে নাম টা ঠিক আছে। কিন্তু আমি অম্বালিকা কে আরও মানসিক দিক দিয়ে শক্ত দেখতে চেয়েছিলাম। রিশু কে বেশি কাঁদিয়ো না , ব্যাপারটা পুরুষোচিত না। তাহলে তুমিও স্বীকার করলে যে পার্থ আর ঝিনুকের অংশ টা তাড়াহুড়োতে শেষ করেছো। কিন্তু গল্পের মোড় এবার ঘুরবে। এত সাদা মাটা থাকবে না। ড্রামা চাই । আর পার্থ ছাড়া গল্পে আর কাউকে দেখতে পারছিনা যে গল্পের মোড় টা ঘোরাতে পারে। লেখ লেখ পিনু লেখ ......... মনে হচ্ছে এবার আমিও এই গল্পের মধ্যে ঢুকে পড়ছি।
তোমাকে খুঁজে বেড়াই
27-11-2020, 03:17 PM
(This post was last modified: 27-11-2020, 03:21 PM by bourses. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-11-2020, 01:18 PM)pinuram Wrote: তুমি কবে কবি কবি ভাব কাটিয়ে একটা মুল্যায়ন করবে বল তো? তোমার এই চুপ থাকাতেই আমার বিশাল ভয়, জানি শেষের পাতায় চুলচেরা বিচার হবে পিনুরামের, তখন সবাই রিশু-ঝিনুক কে ভুলে যাবে, লাথি ঝ্যাঁটা সব এই অধমের পিঠেই পড়বে ! হোক না সে, অপেক্ষায় রইলাম সেইদিনের!!!!! কথাটা খুব একটা ভুল বলো নি... আমি সত্যিই একটু অপেক্ষা করছিলাম ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেটা দেখার জন্য... মন্তব্য তো পাবে অবস্যই... কিন্তু সেটা আর একটু পরেই হোক না... গল্পটাকে আর একটু গড়াতে দিই... তারপর... এখনও সেই ভাবে নতুন কোন মন্তব্য করার মত কিছু ঘটেনি... অন্তত পিনুরাম'এর গল্পের খাতিরে... গাড়ি এখনও বেশ মসৃণ রাস্তা ধরেই এগিয়ে চলেছে... তবে ছোট করে বললে, বলবো এবারের গল্পটা এখনও পর্যন্ত যেন বড্ড বেশি অনুমেয়... পিনুরামের গল্পের সেই মোচড় এখন পর্যন্ত অদৃশ্য... দেখা যাক... কি হয় পরবর্তি অধ্যায়ে... এটা তো স্বাভাবিক, জীবন অপ্রত্যাশিত... তাই বাঁকের ওধারে কি অপেক্ষা করে আছে, সেটাই দেখার... বাঁক ঘোরার পরেই... আগে নয়... তবে যাই করো না কেন, ঝিনুক আর রিশুর মিলটা করিয়ে দিয়ে... না হলে বড্ড খারাপ লাগবে... উন্মুখ হয়ে সবাই আমরা বসে রয়েছি তাদের সেই রাতটার (নাকি দিনটার অথবা ভোর, সন্ধ্যেও হতে পারে) জন্য... সেটা থেকে আমারদের থুড়ি ঝিনুক আর রিশুকে বঞ্চিত করো না প্লিজ... রাজদীপ তো বেশ ভালোই ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে তোমার গল্পের... হা হা হা... এবার তোমার জিনা হারাম না করে দেয়... ও যা মাল... সহজে তোমায় ছাড়বে না সেটা এখনই ভালো বোঝা যাচ্ছে... ও, হ্যা... তোমায় লাথি ঝ্যাটা মারবো? শালা আমার কি তারপর পীঠের ছাল আর থাকবে পীঠের ওপরে? তোমার ভক্তকুল আমার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ডুগডুগি বাজাবে তো!!!!!! আমার কি ভয় নেই সেটার? আর একটা ব্যাপার... আমার কাব্যি করাটা কি তোমার মধ্যেও প্রশারিত হয়ে গেল নাকি গুরু? তুমিও তো বেশ ভালোই কবিতা ঝাড়ছ... বেশ বেশ... খুব ভালো... এই টুকু না হলে তো সেই শুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে'র মত ব্যাপার হয়ে যায়... হে হে... ভালো থেকো... রেপু আর লাইক দিয়ে দিলাম এই ফাঁকে... একরাশ ভালোবাসা মাখিয়ে... |
« Next Oldest | Next Newest »
|