Posts: 127
Threads: 2
Likes Received: 190 in 92 posts
Likes Given: 581
Joined: Jun 2019
Reputation:
20
[color=rgba(0, 0, 0, 0.87)]"ত্রস্ত পায়ে বারান্দায় গিয়ে একবার তাকিয়ে দেখে, ওর ডাক্তার এলো কি না।"[/color]
[color=rgba(0, 0, 0, 0.87)]দেখার যে ডক্টর "ওর" হয় কবে ।[/color]
[color=rgba(0, 0, 0, 0.87)]আশাকরি শীঘ্রই বরফ গলবে আর তার ইঙ্গিত গল্পের পরতে পরতে ।[/color]
Posts: 6,494
Threads: 21
Likes Received: 6,994 in 3,702 posts
Likes Given: 12,097
Joined: Feb 2020
Reputation:
239
16-11-2020, 11:50 PM
(This post was last modified: 16-11-2020, 11:50 PM by Mr Fantastic. Edited 1 time in total. Edited 1 time in total.)
"" বেশ কিছুক্ষন অপেক্ষা করার পরে বাড়ির সামনে বাইকের আওয়াজ পেতেই কান খাড়া হয়ে যায় ঝিনুকের, ত্রস্ত পায়ে বারান্দায় গিয়ে একবার তাকিয়ে দেখে, ওর ডাক্তার এলো কি না। ""
"" কেন তাহলে এই দূরদেশে বিয়ে করে এনেছে? জলভরা চোখে রিশুর দিকে চোখ তুলে তাকায় ঝিনুক, কিন্তু যেহেতু রিশু ওর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল তাই ঝিনুকের সেই আশ্রুভরা বেদনা কাতর দৃশ্য চোখে পড়েনা "" -- বাহ্ এটা পড়ে মনে হচ্ছে ঝিনুক চায় রিশুকে ভালোবাসতে, ওকে জানতে। তবে রিশুর ঔদাসীন্য, নিস্পৃহতা একটু আশ্চর্যের লাগছে, যদিও সবে দু'দিন হয়েছে মাত্র। মনে হচ্ছে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য একটা মধুচন্দ্রিমা দরকার ! অনেকদিন তোমার কাছ থেকে ভ্রমণকাহিনী পাই না, শেষ দেখা গেছে " দ্বিতীয় অংক " তে
Posts: 389
Threads: 3
Likes Received: 897 in 319 posts
Likes Given: 115
Joined: Jan 2019
Reputation:
119
আমার কেন যেনো ঝিনুক আর রিসুকে বুদ্ধদেব গুহর বাবলি আর অভীর মতো লাগছে। যদিও
ওদের সমস্যা আলাদা।
Posts: 420
Threads: 9
Likes Received: 434 in 312 posts
Likes Given: 217
Joined: Jan 2019
Reputation:
20
খুব সুন্দর হয়েছে ভাই বরাবরের মতোই,,,, আগে দেখি কি হয় ঝিনুক আর রিশুর মাঝে।
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(16-11-2020, 01:21 PM)TumiJeAmar Wrote: ঝিনুক কে বলো নিজে থেকে একটু উৎসাহ দেখাতে।
(16-11-2020, 04:36 PM)SUMON shill Wrote: বেশি অবহেলা করনা অবহেলাই একদিন বিপদের কারন হবে
(16-11-2020, 06:28 PM)Buro_Modon Wrote: [color=rgba(0, 0, 0, 0.87)]"ত্রস্ত পায়ে বারান্দায় গিয়ে একবার তাকিয়ে দেখে, ওর ডাক্তার এলো কি না।"[/color]
[color=rgba(0, 0, 0, 0.87)]দেখার যে ডক্টর "ওর" হয় কবে ।[/color]
[color=rgba(0, 0, 0, 0.87)]আশাকরি শীঘ্রই বরফ গলবে আর তার ইঙ্গিত গল্পের পরতে পরতে ।[/color]
(17-11-2020, 08:45 AM)TumiJeAmar Wrote: আমার কেন যেনো ঝিনুক আর রিসুকে বুদ্ধদেব গুহর বাবলি আর অভীর মতো লাগছে। যদিও
ওদের সমস্যা আলাদা।
(17-11-2020, 09:06 AM)sorbobhuk Wrote: খুব সুন্দর হয়েছে ভাই বরাবরের মতোই,,,, আগে দেখি কি হয় ঝিনুক আর রিশুর মাঝে।
ধন্যবাদ বন্ধুরা !!!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
17-11-2020, 11:20 AM
(16-11-2020, 06:09 PM)Baban Wrote: বাহ্..... তাহলে কি একটু একটু আবেগ কাজ করা শুরু করছে?
এগিয়ে চলুক গল্প.... কিন্তু এই প্রমথেশ লোকটার ব্যাপারটা ভালো লাগছেনা... আরে বাপু তোর ওতো কি জানার আছে অন্যের ব্যাপারে? নিজের কাজ করনা
না না প্রমথেশ বাবু কিছু করবেন না ওটা এমনি আনা হয়েছে ওই হ্যাংলা বুড়োদের একটু দেখানোর জন্য !!!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(16-11-2020, 11:50 PM)Mr Fantastic Wrote: "" বেশ কিছুক্ষন অপেক্ষা করার পরে বাড়ির সামনে বাইকের আওয়াজ পেতেই কান খাড়া হয়ে যায় ঝিনুকের, ত্রস্ত পায়ে বারান্দায় গিয়ে একবার তাকিয়ে দেখে, ওর ডাক্তার এলো কি না। ""
"" কেন তাহলে এই দূরদেশে বিয়ে করে এনেছে? জলভরা চোখে রিশুর দিকে চোখ তুলে তাকায় ঝিনুক, কিন্তু যেহেতু রিশু ওর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল তাই ঝিনুকের সেই আশ্রুভরা বেদনা কাতর দৃশ্য চোখে পড়েনা "" -- বাহ্ এটা পড়ে মনে হচ্ছে ঝিনুক চায় রিশুকে ভালোবাসতে, ওকে জানতে। তবে রিশুর ঔদাসীন্য, নিস্পৃহতা একটু আশ্চর্যের লাগছে, যদিও সবে দু'দিন হয়েছে মাত্র। মনে হচ্ছে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য একটা মধুচন্দ্রিমা দরকার ! অনেকদিন তোমার কাছ থেকে ভ্রমণকাহিনী পাই না, শেষ দেখা গেছে " দ্বিতীয় অংক " তে
বেড়াতে যাওয়া কি খুব দরকার মানে মধু চন্দ্রিমা কি খুব দরকার? দেখা যাক কোথায় যাওয়া যায় তাহলে, (পিনুর দৌড় বেশি দুর নয় তাই রিশুও যে বেশি দুর যেতে পারবে সেটা ভেবেও লাভ নেই ) !!!!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
পর্ব ছয় – (#3-26)
অভ্যেস বশত জামা কাপড় খুলে খালি গায়ে কোমরে তোয়ালে জড়িয়ে বাথরুমে ঢুকে পরে রিশু। গ্রীষ্ম বর্ষা শীত, হসপিটাল থেকে ফেরার পরে সে রাত হোক কি দিন, স্নান করে তবেই বাকি কাজ করে। সারাদিন রোগীদের নিয়ে কাটায়, কত অপারেশান থাকে তাই বাড়ি ফিরে স্নান না সারলে ভীষণ অস্বস্তি বোধ হয় ওর। স্নান করতে করতে ভাবে, মা ওকে বলেছিল এক পা যদি ও এগোয় তাহলে ঝিনুক ও এক পা ওর দিকে বাড়িয়ে দেবে। ঝিনুকের কি পছন্দ কি অপছন্দ কিছুই জানা নেই, সেই এক পা কি ভাবে বাড়াবে সেটা ভেবে পায় না। ভাবতে ভাবতে মনে মনে হেসে ফেলে রিশু, ভীষণ দুষ্টু মেয়েটা, গত রাতে অজান্তেই ঝিনুকের বড় সুটকেসের দিকে ওর নজর চলে গিয়েছিল, বেশ কিছু ফিনফিনে লঞ্জারি দেখে হাসি পেয়ে গেছিল ওর, মেয়েটা বেশ কামুকী আর বিলাসী স্বভাবের। প্যান্টি গুলো অনেক ছোট ছোট আর স্বচ্ছ পড়া না পড়া এক ব্যাপার। জামা কাপড়ের মধ্যে এক বাক্স উঁকি মারছিল কিছু একটা রাখা ছিল যেটা ঠিক ভাবে চোখে পরেনি তবে এইটুকু বুঝে গিয়েছিল যে যন্ত্রটা সাধারন ব্যাবহারের জন্য নয়। কলেজের শুরুর দিকে ল্যাপটপে বসে যে নগ্ন মেয়েদের ছবি দেখেনি সেটা নয়, উঠতি বয়সের সাথে সাথে যেটা সব ছেলেদের মধ্যে আসে সেটা রিশুর মধ্যেও ছিল। ওই রকম লাস্যময়ী কামুকী পোশাকে মেয়েদের ছবি বহুবার দেখেছে তবে চাক্ষুস কাউকে এইভাবে দেখার সুযোগ হয়নি। হ্যাঁ একবার চন্দ্রিকা ওর বাড়িতে এসেছিল, তখন স্নান সেরে শুধু মাত্র একটা তোয়ালে জড়িয়ে বাথরুম থেকে বেড়িয়ে ঘরের মধ্যে গিয়ে পোশাক বদলের সময়ে চন্দ্রিকাকে নগ্ন অবস্থায় দেখেছিল। যেহেতু সে ডাক্তার তাই প্রচুর নারী দেহ দেখেছে কিন্তু সেইভাবে কোন নারীর দিকে চোখ তুলে তাকায়নি কোনদিন। বসার ঘরের সোফায় বসে আড় চোখে চন্দ্রিকার তীব্র যৌন আবেদনে মাখামাখি দেহবল্লরীর সুধা আকন্ঠ পান করে মত্ত হয়ে গিয়েছিল সেদিন। মানস চক্ষে সদ্য বিবাহিতা তন্বী তরুণী ঝিনুকের সেই লাস্যময়ী ফিনফিনে লঞ্জারিতে আঁকতে চেষ্টা করে রিশু।
স্নান সেরে কোমরে তোয়ালে জড়িয়ে অন্য একটা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেড়িয়ে আসে বাথরুম থেকে। বসার ঘর ফাঁকা দেখে একটু আশ্চর্য হয়ে যায়, আবার কি ঘুমিয়ে পরল নাকি ঝিনুক? শোয়ার ঘরের মধ্যে উঁকি মেরে দেখে যে একটা শাল গায় দিয়ে মেয়েটা বিছানায় চুপচাপ কুঁকড়ে মাথা নিচু করে বসে আছে। হটাত কি হল আবার? গলা খ্যাঁকরে নিজের অস্ত্বিতের জানান দিতেই অশ্রু প্লাবিত নয়ন মেলে দরজার দিকে তাকায় ঝিনুক।
নরম গলায় রিশু ঝিনুককে জিজ্ঞেস করে, “এই কি হয়েছে?”
মুখ ঝামটা দিয়ে ওঠে ঝিনুক, মরন দশা আমার কেন মরতে বিয়ে করেছিল যখন আমার চোখের জলের ভাষা বুঝতে পারো না? সারাদিন একলা ছিলাম এক বারের জন্য খোঁজ নিয়েছ, বাড়িতে একটা কুকুর থাকলেও মানুষ যখন বাড়ি ফেরে তখন অন্তত সেই কুকুরটার সাথে একটু খেলা করে, তুমি ত আমাকে অস্পৃশ্যের মতন পাশ কাটিয়ে চলে গেলে।
বুকের ভেতরে এত কিছু এক নিঃশ্বাসে আওড়ে গেল ঝিনুক, মুখ থেকে শুধু একটা কথা বের হল, “না এমনি ভালো লাগছে না তাই।”
দরজার ভেতরে এক পা বাড়িয়ে বিছানার কাছে এসে বলে, “এই ভাবে একা একা এখানে বসে থাকলে কি ভালো লাগবে? ওই ঘরে বসে টিভি দেখতে পারো ত।”
সারাদিন টিভি গিলে কি হবে? বাধ্য মেয়ের মতন চোখ মুছে বিছানায় উঠে বসে বলে, “আচ্ছা।”
মাথা মুছতে মুছতে রিশু ওকে বলে, “ওয়াইফাই আছে, বাড়িতে ভিডিও কল কর তাহলে খারাপ লাগবে না।”
বিছানায় ছেড়ে উঠে দাঁড়ায় ঝিনুক, এইভাবে ওর সামনে খালি গায়ে শুধু একটা তোয়ালে জড়িয়ে দাঁড়াতে লজ্জা করছে না রিশুর? ভেতর ভেতর খুব হাসি পাচ্ছিল সেই সাথে লজ্জাও, বলিষ্ঠ চেহারার মানুষটার দিকে তাকাতে লজ্জা পায় তাই ওর পায়ের দিকে তাকিয়ে নিচু কন্ঠে জিজ্ঞেস করে, “খাবার গরম করে দেব?”
আলমারি খুলে একটা নিজের জামা কাপড় বের করে উত্তর দেয়, “না থাক আমি করে নেব।” জামা পড়তে পড়তে ওকে বলে, “বিকেলে বাজারে যাবো, কিছু আনার থাকলে বল।”
মাথা দোলায় ঝিনুক, অনেক কিছু কেনার আছে ওর, জিজ্ঞেস করে রিশুকে, “এখানে এটিএম কোথায় আছে?”
বারমুডা পড়তে পড়তে ওকে বলে, “এই পাশেই একটা মারকেট আছে সেখানে আছে।”
জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকে পরে রিশু। ভাত ডাল রাজমা রান্না করে রেখে গিয়েছিল কাজের মেয়ে। গ্যাস জ্বালিয়ে খাবার গরম করার সময়ে ভাবে, বিকেলে বাজারে গিয়ে কিছু কাঁচা সব্জি নিয়ে আসা দরকার না হলে আগামিকাল কি খাবে। বাড়িতে ও ছাড়াও আরো একজন আছে, সেকি আর এই রাজমা খেতে পারবে? ফ্রিজে ফল নেই, দুধ নেই, ঝিনুক নিশ্চয় ওর মতন গ্রিন টি খায় না ওর জন্য অন্তত চাপাতা আনতে হবে। ওর বাড়ির কেউই দুধ দেওয়া চা খায় না শুধু মাত্র বোন ছাড়া তাই বোনের জন্যেই ওর বাড়িতে চা এনে রাখা হয়। খাবার নিয়ে বসার ঘরে এসে দেখে ঝিনুক চুপচাপ সোফায় বসে টিভি চালিয়ে কিছু একটা সিনেমা দেখছে, দেখছে বললে ভুল হবে চলন্ত টিভির দিকে তাকিয়ে রয়েছে একভাবে। ঝিনুকের শুন্য চোখের ভাষা দেখে রিশুর খুব খারাপ লাগে, মানুষ হয়ত যা চায় সর্বদা তাই পায়না আর মানুষ যা পায় বাকিটা জানে না ঠিক রিশু।
চুপচাপ খাওয়া শেষ করে নিজের ঘরে ঢূকে পরে রিশু। খাটের ওপরে আধা শোয়া হয়ে একটা বই খুলে পড়তে শুরু করে দেয়, ফাইব্রাস ডাইস্প্লাসিয়া নিয়ে একটা নতুন পেপার লিখবে তাই নিয়ে পড়াশুনা করতে হবে।
হাঁটু মুড়ে সোফার ওপরে বসে টিভির দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিল ঝিনুক। মাঝে মাঝে ওর ভীষণ ভয় লাগে, পার্থ নিশ্চয় ওর বিয়ের সময়ে কাউকে পাঠিয়েছিল খোঁজ নেওয়ার জন্য। যদিও ফোন ভেঙ্গে দিয়েছে কিন্তু ছেলেটার ওপরে একদম বিশ্বাস নেই, হয়ত এতক্ষনে অন্যদের কাছেও ওর অর্ধনগ্ন ছবি পৌঁছে গেছে, হয়ত ইন্টারনেটে ছড়িয়ে গেছে এতদিনে ওর বাথরুমে তোলা অর্ধনগ্ন ছবি। ভীষণ কান্না পায় ঝিনুকের, ওর জীবনের স্বপ্ন গুলো এইভাবে চৌচির হয়ে ভেঙ্গে যাবে কোনদিন ভাবেনি।
যখন পার্থের সাথে প্রেম হয়নি তখন থেকেই ওর স্বপ্ন ছিল যার সাথে জীবন কাটাবে সে যেন ওকে খুব ভালোবাসে, একটু দাম্ভিক প্রকৃতির ছিল বলে সবসময়ে নিজের রূপচর্চা নিয়েই পরে থাকত। চেয়েছিল যখন ওর ভালোবাসার মানুষ কাজ সেরে ঘরে ফিরবে তখন ও সেজেগুজে তৈরি থাকবে তাকে আহ্বান করার জন্য। দুই হাত মেলে উজাড় করে দেবে নিজেকে সেই দয়িতের বাহুডোরে। যে মানুষটা ওই ঘরের মধ্যে শুয়ে আছে এতক্ষনে তার চরিত্র সম্বন্ধে এক ধারনা পরিষ্কার হয়ে যায় ঝিনুকের কাছে। মানুষটা খুব কম কথা বলে, মেধাবী রুচিবোধ সম্পন্ন নম্র ব্যাক্তি, নিজের কাজ নিজেই করতে ভালোবাসে, বাড়ির প্রতি টান একটু বেশি সেটা ওর মা অনেক আগেই জানিয়ে দিয়েছে। মনে হয় না আধুনিক পোশাক আসাকে বিশেষ রুচি আছে ওর।
একটু পরে কাজের মেয়ে এসে যাওয়াতে ঘরের মধ্যে এতক্ষন যে একটা বদ্ধ ভাব ছিল সেটা একটু কেটে যায়। রাতের খাওয়ার ব্যাপারে ঝিনুকে জিজ্ঞেস করাতে ঝিনুক জানিয়ে দেয় যে যা খুশি খেতে প্রস্তুত, ওর স্বাধীনতা অনেক আগেই খর্ব হয়ে গেছে সেখানে রান্নার ব্যাপারে নিজের মতামত জানিয়ে কি হবে। “রাতে রাজমা চলবে?” শুনে মুখ শুকনো হয়ে যায় ঝিনুকের, দুপুরে রাজমা খেতে যে ঝিনুকের একদম পছন্দ হয়নি সেটা বুঝতে পারে রিশু। রিশু কাজের মেয়েকে রাতের রান্না করতে বারন করে দেয়, বলে যে রাতে ওরা বাইরের কিছু একটা খেয়ে নেবে।
কাজের মেয়ে চলে যাওয়ার পরে, রিশু ঝিনুক কে বলে, “মারকেট যাবো, তুমি কি যাবে?”
এই বদ্ধ ঘরের মধ্যে দম আটকে আসছিল ওর, একটু বাইরের বাতাসে শ্বাস নিতে পারলে যেন বেঁচে যায়, খুব ইচ্ছে করে একবার বাইরে বের হই তারপর হাত ছেড়ে পালিয়ে যাবো। মাথা দোলায় ঝিনুক, “হ্যাঁ একটু বের হলে ভালো হত।”
চুপচাপ নিজের ঘরের মধ্যে ঢুকে আলমারি খুলে বাড়ি থেকে আনা পোশাকের দিকে একভাবে তাকিয়ে থাকে। ভীষণ মুশকিলে পরে গেল ঝিনুক, সালোয়ার কামিজ খুব কম পরে ঝিনুক তাই এখানে যা পোশাক আনা হয়েছে তাতে বিশেষ কোন ভালো সালোয়ার কামিজ নেই। আলমারি ভর্তি শুধু মাত্র জিন্স, শারট, টপ, হাফ প্যান্ট, প্লাজো ইত্যাদি। এইসব পোশাক পরে যদি রিশুর সাথে বের হয় তাহলে ভীষণ বেমানান লাগবে।
জামা কাপড় পড়ে তৈরি হয়ে ঝিনুকের ঘরের মধ্যে উঁকি মারতেই দেখে যে ঝিনুক আলমারি খুলে ঠায় দাঁড়িয়ে আবার হারিয়ে গেছে। এবারে রিশু আর হাসি থামাতে পারে না, “তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও বল’ত?”
ভীষণ রাগ হয় ঝিনুকের, মনে হয় যেন ঠাস করে এক থাপ্পর মারে রিশুকে, আমি কোথায় হারিয়ে যাই না যাই সেটা তোমার দেখে কি দরকার, তোমার মুখে ত রা কাটে না একদম আবার এখানে ইনিয়ে বিনিয়ে কি জিজ্ঞেস করতে এসেছ? তাক থেকে একটা সালোয়ার কামিজ হাতে নিয়ে ঠোঁটে একটু হাসি টেনে বলে, “এটা খুঁজছিলাম।”
মাথা দোলায় রিশু, উঁকি মেরে আলমারির ভেতরে তাকিয়ে দেখে যে তাক ভর্তি জিন্স, শর্টস, টপ প্লাজো এইসব আধুনিক পোশাকে ভর্তি। খুব বলতে ইচ্ছে করছিল তখন, না না জিন্স টপস এইসব পড়তে পারো, তোমাকে সালোয়ার কামিজে নয় আধুনিক পোশাকে বেশি সুন্দরী দেখায়। মাথা দোলায়, “আচ্ছা, একটু তাড়াতাড়ি কর প্লিজ।”
হাসতে গিয়েও বাধা পায় ঝিনুক, মাথা দুলিয়ে বলে, “আচ্ছা তৈরি হয়ে নিচ্ছি।”
অগত্যা রিশু বসার ঘরের সোফায় বসে টিভি খুলে অপেক্ষা করা ছাড়া আর কোন গতি নেই। শপিং করার কথা শুনলে ওর বোন যে সাজতে কত সময় নেয় সেটা ওর অজানা নয় তাই ভালো ভাবেই জানে মেয়েদের কত সময় লাগবে সাজতে। অনেকক্ষণ পরে নুপুরের নিক্কন কানে যেতেই ঘাড় ঘুরিয়ে সেই নুপুরের অধিকারিণীর দিকে তাকিয়ে দেখে। এবারে আর একপাশে করে চুল আঁচড়ায়নি ঝিনুক, মাঝখানে সিঁথি করে মাথার পেছনে একটা খোঁপা করে বাঁধা চুল, বাঙালি বৌদের মতন সিঁথির মাঝে জ্বলজ্বল করছে এক চিলতে সিঁদুর। কচি কলাপাতা রঙের আঁটো কামিজটা ঝিনুকের নধর দেহবল্লরীর সাথে ভিজে পাতার মতন লেপটে রয়েছে, গালের দাগ গুলো অনেক আবছা হয়ে এসেছে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে যায়, ভাসা ভাসা কাজল কালো চোখ জোড়ায় একটু বেদনা একটু হারিয়ে যাওয়ার অব্যাক্ত রচনায় রচিত। ভীষণ সুন্দরী মেয়েটা কিন্তু তাও খোলা মরে কিছুতেই মেনে নিতে পারছে না রিশু।
কামিজের ওপরে একটা ছোট কারডিগান দেখে রিশু মাথা দুলিয়ে হেসে ফেলে, “এতে কিছু হবে না। তোমার আর কোন জ্যাকেট নেই?”
মাথা দোলায় ঝিনুক, “এছাড়া একটা জিন্সের জ্যাকেট আছে আর ওই নীল রঙের ওভারকোট আছে।”
চিন্তায় পরে যায় রিশু, দিল্লীর এই শীতে এই জ্যাকেটে কিছুই হবে না, খরচা বাড়বে এবারে, যদিও চিন্তা খরচা নিয়ে নয়, “ওই ওভারকোটটাই এখন পর, আসছে রবিবার তোমার জন্য শপিং করতে যাবো। আর হ্যাঁ, একটা শাল গলায় জড়িয়ে নিও বাইরে কিন্তু হাওয়া চলছে।”
বাধ্য মেয়ের মতন আবার ঘরে ঢুকে আলমারি খুলে একটা শাল গলায় জড়িয়ে নেয়, রিশুর আদেশের সামনে ওর গলার আওয়াজ বের হয় না, বাড়িতে থাকলে এতক্ষনে বাড়ি মাথায় করে তুলত, ধ্যাত এর ওপরে আবার কেউ শাল নেয় নাকি? কিন্তু সামনে যে দাঁড়িয়ে তার সামনে জোর গলায় কথা বলতে খুব বাধে ওর।
বাইকে চড়ে রিশু আর ওর মাঝে হাজার যোজনের ব্যাবধান রেখে বসে পরে। কাঁধের ওপরে কোমল চাঁপার কলি আঙ্গুলের পরশে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় ঝিনুকের দিকে, “ঠিক করে বসেছ?”
হ্যাঁ হ্যাঁ, আমি এর আগেও বাইকে বসেছি, অত আদিখ্যেতা না দেখিয়ে চালাও, ছোট উত্তর দেয় ঝিনুক, “হ্যাঁ।”
বাইকটা শুরু হতেই পেছনের দিকে একটু ঝুঁকে পরে ঝিনুক, কোলের কাছে পার্সটা শক্ত করে ধরে নেয় সেই সাথে রিশুর বলিষ্ট কাঁধের ওপরে আলতো করে হাত রেখে নিজের ভার সামলে নেয়। কনকনে ঠান্ডা হাওয়ায় কান গাল অবশ হয়ে যায় ঝিনুকের। অনেক ছোট বেলায় একবার মানালী গিয়েছিল বাবা মায়ের সাথে ঘুরতে সেখানে বরফ নিয়ে খেলার সময়ে বুঝেছিল ঠান্ডা কাকে বলে। বাড়ি থেকে বাজার বেশি দূরে নয়, মিনিট দশেকের মধ্যেই বাজারে পৌঁছে যায়। এইটুকু পথ অনায়াসে হেঁটেই আসতে পারত কিন্তু এইভাবে খালি রাস্তা ধরে ঝিনুকের পাশাপাশি হাঁটতে একটু বিব্রত বোধ করছিল রিশুর তাই বাইক নিয়ে আসা।
বাইরে বেড়িয়ে ঝিনুকের মনে হয় যেন স্বর্গ হাতে পেয়েছে। এতক্ষন ওই ঘরের মধ্যে বন্দিনী জীবন যাপন করছিল, যেন এক রাক্ষস ওকে বন্দী করে রেখে গিয়েছিল। বাজারে নেমে চারপাশে দেখে ঝিনুক, এই বাজারে প্রচুর বাঙালি ভর্তি, দেখে মনেই হয় না যে এটা কোলকাতা নয়। মাছের বাজারের দিকে পা বাড়াতেই নাক কুঁচকে ঝিনুক জানিয়ে দেয় যে ওর মাছ পছন্দ হয়, মাছ রান্না করতে জানে না। সে কথা শুনে হেসে ফেলে রিশু।
The following 14 users Like pinuram's post:14 users Like pinuram's post
• Baban, bad_boy, Biddut Roy, bismal, bluestarsiddha, Bondhon Dhali, dreampriya, farhn, Mr Fantastic, o...12, Sandipan Chatterjee, sorbobhuk, suktara, Voboghure
Posts: 20
Threads: 0
Likes Received: 30 in 16 posts
Likes Given: 35
Joined: Oct 2020
Reputation:
1
এই তো গল্পের মোড় শুরু হল। ভালবাসার রাজপ্রাসাদ এর রোমান্স আর পাপ কাম ভালবাসার যৌনাতার মেলবন্ধন দেখতে পেলে দারুন জমবে।
Posts: 1,538
Threads: 5
Likes Received: 2,633 in 909 posts
Likes Given: 1,512
Joined: Dec 2018
Reputation:
578
(16-11-2020, 11:56 AM)pinuram Wrote: কথাটা শুনে কান্না পেয়ে যায় ঝিনুকের, এতটাই কি অস্পৃশ্য যে ওর সামনে দাঁড়াতে নেই? কলেজে ওর দেখা পাওয়ার জন্য ছেলেরা যেখানে মুখিয়ে থাকত সেখানে এই ডাক্তার ওকে চোখের সামনে থেকে সরে যেতে বলছে? কেন তাহলে এই দূরদেশে বিয়ে করে এনেছে? জলভরা চোখে রিশুর দিকে চোখ তুলে তাকায় ঝিনুক, কিন্তু যেহেতু রিশু ওর দিকে পিঠ করে দাঁড়িয়েছিল তাই ঝিনুকের সেই আশ্রুভরা বেদনা কাতর দৃশ্য চোখে পড়েনা। ঝিনুক কিছুক্ষন ওর শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকার পরে চুপচাপ নিজের ঘরের মধ্যে ঢুকে পরে। আম্বালিকা আন্টি ওকে বলেছিল পেয়িং গেস্টের মতন থাকতে, কিন্তু এইভাবে কি কেউ এড়িয়ে চলে নাকি?
শুধু একটি বার বলো ভালোবাসি
তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আসো বা না আসো, তাতে আমার কোনো আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ডের জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ ‘ভালোবাসি’
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
Posts: 6,108
Threads: 41
Likes Received: 12,073 in 4,138 posts
Likes Given: 5,306
Joined: Jul 2019
Reputation:
3,734
বাহ্..... খুব সুন্দর ❤
ভেতর ভেতর স্বামীর ওপর একের পর এক বোম ফাটাচ্ছে কিন্তু বাইরে -হ্যা হুম আচ্ছা. এটাই তো প্রয়োজন.... একদিন এমন নিশ্চই আসবে যেদিন মনে আর বোম নয় লাড্ডু ফুটবে ❤
Posts: 758
Threads: 6
Likes Received: 1,591 in 804 posts
Likes Given: 2,169
Joined: Jan 2019
Reputation:
193
অসাধারণ গল্প আর তার চমৎকার লেখা।
আমি একটু লেইট করে ফেলেছি এই চমৎকার গল্পটা পড়তে। একদম নেশা ধরে গেছে গল্পটাতে।
সত্যি খুব ভালো লাগলো এই পর্যন্ত পড়ে।
খুব তাড়াতাড়ি পরের আপডেটের অপেক্ষায় রইলাম দাদা।
Posts: 912
Threads: 1
Likes Received: 867 in 546 posts
Likes Given: 3,345
Joined: Dec 2018
Reputation:
40
চুপিচুপি চুরি করে কাছে এলাম
কানে কানে ভালোবাসি বলে গেলাম
তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না
প্রেম প্রেম গন্ধ টা সারা গায়ে ছড়ালাম ।।
এবার এটাই হতে চলেছে ।। অন্তত আমার তো এই আপডেট টা পরে এমন টাই মনে হচ্ছে ।। এবার কিন্তু দুজন কেই এক পা করে এগিয়ে আসতে হবে ।।। গল্প টা মনে হয় না যে পড়ছি আপনার বর্ণনা টায় এমন মনে হয় সব আমাদের চোখের সামনে ঘটছে আর আমরা দেখছি ।।
Posts: 389
Threads: 3
Likes Received: 897 in 319 posts
Likes Given: 115
Joined: Jan 2019
Reputation:
119
একটু আগুন জ্বালাও, ঝিনুক তো ঠান্ডায় জমে যাবে।
Posts: 57
Threads: 0
Likes Received: 80 in 42 posts
Likes Given: 3
Joined: Dec 2018
Reputation:
7
রিশু আর ঝিনুক কে কিছুটা নিরিবিরি সময় দেও আর রিশুর ছোট বোনটা থাকলে অভিমানের বরফ কিছুটা হলেও গলত (আমি বলতে চাইছিলাম রিশুর শালী অথবা ছোট বোন কে আনলে রিশু আর ঝিনুক তারাতরি সহজ ও সবলীল হত) ভুল ত্রুটি মাজনিয়
শুধু ধন বড় হলে চলবে না মন বড় হতে হয় ।
Posts: 6,494
Threads: 21
Likes Received: 6,994 in 3,702 posts
Likes Given: 12,097
Joined: Feb 2020
Reputation:
239
বাহ্ দারুন লাগলো, দুজনেরই বদলাতে থাকা অনুভূতি গুলো সুচারু ভাবে ব্যক্ত হয়েছে। ঝিনুকের জামা-কাপড়ের মাঝে ওই যন্ত্রটা কি গো ? ভাইব্রেটর নাকি !!
আর ঝিনুককে স্বচ্ছ গোলাপী লঞ্জারিতে কেমন লাগবে সেটা আমিও ভাবছি !
এতদিন ঝিনুক ভেবে এসেছে ছেলেদের কাছ থেকে অ্যাটেনশন পাওয়া, রূপের প্রশংসা পাওয়া, ফেসবুক-ইনস্টাগ্রামে স্বল্পবাসের ছবি দেওয়াই বুঝি জীবন, কিন্তু এবার বুঝবে জীবন আসলে কি
Posts: 6,494
Threads: 21
Likes Received: 6,994 in 3,702 posts
Likes Given: 12,097
Joined: Feb 2020
Reputation:
239
(17-11-2020, 01:00 PM)bourses Wrote: শুধু একটি বার বলো ভালোবাসি
তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আসো বা না আসো, তাতে আমার কোনো আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ডের জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ ‘ভালোবাসি’
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
অসাধারণ, পুরো হাতে গরমে কবিতাটা বানিয়ে দিলেন ? দারুন প্রতিভা
Posts: 244
Threads: 2
Likes Received: 419 in 235 posts
Likes Given: 26
Joined: May 2019
Reputation:
14
মশাই আপনি ফেসবুক গ্রুপে যে পোস্ট টা করেছেন সেটা একদম ঠিক হয় নি।আপনার লেখা নিয়ে নতুন করে
প্রশংসা করার কিছুই নেই।বরাবরের মতই অসাধারণ আপনি।
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(17-11-2020, 12:47 PM)chinu872 Wrote: এই তো গল্পের মোড় শুরু হল। ভালবাসার রাজপ্রাসাদ এর রোমান্স আর পাপ কাম ভালবাসার যৌনাতার মেলবন্ধন দেখতে পেলে দারুন জমবে।
অভি আর পরীর গল্প ভিন্ন ছিল, দেবায়ন আর অনুপমার গল্পের ধারাও ভিন্ন ছিল, এখানে অম্বরীশ আর সঙ্ঘমিত্রার পরিস্থিতি ভিন্ন তাই এদের মাঝে কি হবে সেটা এরাই বলতে পারবে, ওদের মতন হয়ত হবে না এদের গল্প। ওদের বিয়ের আগের প্রেম, এখানে প্রেম কেন চেনা জানার আগেই এদের ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এদের মাঝে কি আসবে কি ঘটবে সেটা এখুনি বলা খুব মুশকিল !!!!!!
Posts: 1,886
Threads: 6
Likes Received: 6,325 in 1,869 posts
Likes Given: 2,644
Joined: Jun 2019
Reputation:
739
(17-11-2020, 01:00 PM)bourses Wrote: শুধু একটি বার বলো ভালোবাসি
তোমাকে আর কোনদিন ভালোবাসতে হবে না।
মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না।
আমার জন্য তোমকে নিশি রাতে পা ভিজাতে হবে না।
আকাশ বাতাস শুনুক তোমার প্রতিধ্বনি।
সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল।
আমার হৃদয়ের ডাকে কেউ সাড়া দিয়েছিলো।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
কাছে আসো বা না আসো, তাতে আমার কোনো আপত্তি নেই।
হৃদয়কে না হয় একটি বার হলেও সান্তনা দিতে পারব
কেউতো অন্তত একটি বার হলেও প্রাণের ছোয়া দিয়েছিল।
কয়েক সেকেন্ডের জন্য হলেও শুকিয়ে যাওয়া নদীতে
আবার ঝড়ের বেগে অশ্রুর বন্যা বয়েছিল।
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
এর জন্য তুমি কি চাও?
হয়তোবা আমি তোমাকে আকাশের চাঁদটি এনে দিতে পারবোনা
পূর্ব দিকে উঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবোনা।
কিন্তু পারবো তোমার জন্য আমি রজনীর পর রজনী জেগে থাকতে
পারবো আজীবন তোমার জন্য অপেক্ষা করতে।
হয়তো আমার এই শুন্য হৃদয়ে এক সময় কেউ স্থান করে নিবে
কিন্তু তুমিতো আর আমার হলে না।
কি হবে ভরে এই শুন্য হৃদয় ?
আমি তো চাইনি অন্য কেউ এসে আমার হৃদয়ে গোলাপ ফুটাক
পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।
আমি চেয়েছি শুধু তোমার মুখ থেকে একটি বার হলেও
প্রতিধ্বনি হয়ে বেজে উঠুক একটি শব্দ ‘ভালোবাসি’
শুধু এতটুকুই আমি চাই, এর চেয়ে বেশি চাই না।
বাকরুদ্ধ, স্তব্ধ আমি, তুমি এই কবিতায় এদের মেল বন্ধনের গল্প এঁকে দিলে
রেপু পয়েন্টস +1
|