29-10-2020, 05:50 AM
দারুন দাদা।
Romance শেষের পাতায় শুরু (Completed)
|
29-10-2020, 10:01 AM
29-10-2020, 11:57 AM
শেষ অবধি রিশু আর ঝিনুকের শুভ পরিণয় সম্পন্ন হলো !!
কেউ কাউকে জানতো না চিনতো না শুধু একদিন আগেই দেখা , কিন্তু বিয়ে হয়ে গেলো !!! আশা করি পিনুদা ওদের জন্য নিশ্চই একটা সুন্দর ভালো এবং সুখী ভবিষ্যৎ ভেবে রেখেচে, কিন্তু মনের মধ্যে একটাই খচ খচ , যেটা কিছুতেই কাটানো যাচ্ছেনা ওই গা .... পার্থ , ওটা কি পাকাপাকি ভাবে উধাও হলো নাকি আবারো ফিরে আসবে ??? ফোন না হয় ঝিনুক ভেঙে দিয়েছিলো কিন্তু আজকাল তো গুগল বাবা সব ব্যাকআপ রেখে দেয় !!! কি জানি কি হবে , চিন্তাটা কিছুতেই ঝেড়ে ওঠা যাচ্ছে না !!
29-10-2020, 12:08 PM
একটা আপডেট, পড়তে পড়তে ভাবছি, এই জায়গাটার ওপরে কিছু মন্তব্য রাখব, তারপর আরো খানিকটা এগোলাম, ভাবলাম, না, না, আগেরটা নয়, এই ছত্রটার ওপরে মন্তব্য করা ঠিক হবে, যাহঃ!... আরো খানিকটা এগোতে দেখি দূর... আগের গুলো কেন, এইটার ওপরেই মন্তব্য করলে একদম সঠিক হবে...
ভাবতে ভাবতেই কখন আপডেটের শেষে পৌছে গেলাম জানতেও পারলাম না... বিয়ের পিড়িতে বসে একটা মেয়ের মানসিক অবস্থানকে যে সুচারু পারদর্শিতায় উপস্থাপন করেছ, নাহ! গুরু, এখানে শুধু শুধু যে কোন একটা ছত্র নিয়ে আলোচনা সম্ভব নয়... পুরো আপডেটটাই কেমন মোহাচ্ছন্ন করে রেখে দিলে... যেন চোখের সন্মুখে একটা মেয়ের বুকের ভেতরের কাটা ছেঁড়াগুলো প্রত্যক্ষ করলাম... Hats off to you!!!!
29-10-2020, 12:26 PM
উঁহু ঠিক সুরে সুর মিলছে না। দুজনেই পরিস্থিতির চাপে পড়ে নিজেদের মায়ের কথা মেনে বিয়ের পিঁড়িতে বসেছে। পাত্র-পাত্রী কারোরই মন থেকে সম্মতি বা আগ্রহ নেই। রিশুর সামান্য হলেও মন ঝুঁকেছে ঝিনুকের দিকে, কিন্তু ঝিনুকের সেটুকুও হয় নি। বিয়ের আগে নিজেদের মধ্যে কোনো কথাও বললো না। তবে কি বিয়ের পর প্রেম ? সহজ হবে না সেটা, কারণ রিশু প্রেমিক হিসেবে ঠিক পাকাপোক্ত নয়, চন্দ্রিকাকে ভুল বুঝেছে পুরোপুরি নিজের জেদি মেজাজের কারণে।
ওদিকে পার্থ এতো সহজে তো ছাড়বে না। যে মেয়েটা ওর সোনার ডিম পাড়া হাঁসের মতো ছিল, যার লাস্যময়ী লোভনীয় শরীরটাকে এতদিন ছেনে এসেছে তাকে পুরোপুরি ভোগ করার বাসনা পার্থের মতো দুর্বৃত্তের মাথায় সবসময়েই থাকবে। তার উপর বিয়ে উপলক্ষে ওদেরও অনেক খরচাপাতি হয়েছে, সেসব দাম চাইতে পারে ওর বাবা।
29-10-2020, 12:34 PM
(29-10-2020, 12:26 PM)Mr Fantastic Wrote: উঁহু ঠিক সুরে সুর মিলছে না। দুজনেই পরিস্থিতির চাপে পড়ে নিজেদের মায়ের কথা মেনে বিয়ের পিঁড়িতে বসেছে। পাত্র-পাত্রী কারোরই মন থেকে সম্মতি বা আগ্রহ নেই। রিশুর সামান্য হলেও মন ঝুঁকেছে ঝিনুকের দিকে, কিন্তু ঝিনুকের সেটুকুও হয় নি। বিয়ের আগে নিজেদের মধ্যে কোনো কথাও বললো না। তবে কি বিয়ের পর প্রেম ? সহজ হবে না সেটা, কারণ রিশু প্রেমিক হিসেবে ঠিক পাকাপোক্ত নয়, চন্দ্রিকাকে ভুল বুঝেছে পুরোপুরি নিজের জেদি মেজাজের কারণে।ওই বোকাচো.... পার্থ আর ওর বাবাকে তো আমি একলাই সামলে নেবো যদি সেরকম কিছু চেষ্টা করে !!! কিন্তু গুগল বাবা তো আমাদের ধরা ছোয়ার বাইরে , সেটা একটা বিরাট সমস্যা বৈকি ......
29-10-2020, 12:40 PM
এই আপডেটে বিয়ের আগে ছেলে মেয়েদের মনে র যে অবস্থা হয় সেটা খুব সুন্দর ভাবে গল্পে ফুটে উঠেছে । খুব ভালো লাগল আজকের আপডেট পরে । এর পর দেখা যাক দুজন সম্পূর্ণ অচেনা অজানা মানুষ কি করে একে অপরের পরিপূরক হয়ে ওঠে । হতে তো হবে ই । তবে পার্থ কি আর ঝিনুকে র কোন ক্ষতি করতে পারবে কি জানি ।। অনেক কিছু ই হতে পারে বলে মনে হচ্ছে ।
29-10-2020, 02:42 PM
আরিবাঃস! তিন তিনটি পর্ব দেওয়া হয়ে গেছে ॥ খুব ভালো, খুব ভালো ॥
যাক ভালোই হল আপডেটর জন্য হা পিত্যেস করতে হল না ॥ কদিন আসতে না পেরে আমার শাপে বর হল। তুমি আচ্ছা চিজ বটে! বিয়ের এমন বর্ননা দিলে যে বিয়ের কথা শুনলেই ভয় লাগবে, মিছেমিছি ভয় দেখাও কেন? নিজেরটা তো সেরে নিয়েছ... অন্যের দেখলে চুলকায় নাকি? হুক্কা আর বউভাত হবে না কেন শুনি? খালি বিয়ে খেলে হবে নাকি, বউভাতের দিন না খেয়ে থাকতে পারব না, পাটি পেটের সওয়াল আছে বটে। কিছু তো একটা উপায় করো! আসল মজা তো রিশুর কপালে, ।.
"প্রেয়শী, তুমি জাগরণে, তুমি স্বপ্নে
তবু দেখা হয়নি তোমাকে এ দুটি নয়নে" -- অলীক প্রেম
29-10-2020, 10:52 PM
(29-10-2020, 01:29 AM)TheLoneWolf Wrote: আশার কথা শোনালেন একটা। কালকে হয়তো সময় পাবোনা। তবে সামনের সপ্তাহের আগেই শেষ করতে পারবো আশা করছি। ১ম গল্প থেকে শুরু করা লাগবে, অনেক জিনিস এড়িয়ে গেছে হয়তো আগেরবার পড়ার সময়। আগে "Forbidden Love" পড়বেন তারপরে "Dawn At Midnight" পড়বেন, উত্তর যেন এই থ্রেডে পাই তাহলে গল্প লেখার সাথে সাথে কিছু গল্প বলাও হয়ে যাবে। সাথে রুমাল রাখবেন কিন্তু পরে যেন বলবেন না যে আগে কেন সাবধান করিনি !!!!!!
29-10-2020, 11:01 PM
(29-10-2020, 05:09 AM)Debartha Wrote: Aha!!!dilen bite ta kechiye!!!biye niye apnar nischoi problem ache!!!pari-abhi ta nasta korechen,budha- jhilam er ta at lst holo!!!ebar sanghamitra-rishu!!! Khub kharap hochhe!!!kintu volpe to bole dilen j biswas thaka darkar,eta holo siri deoa,last e dekhiye dilen Mitra er biswas tai nei,mane siri kere neoa!!!!ami kano kejriwal ji o khama korbe na apnake!! আচ্ছা বাবা, বলেন দেখি আমি কি করব এখানে? পরী আর অভির কথা ছেড়ে দিলাম, বুধাদিত্য আর ঝিনুকের কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল। এখানে ঝিনুক আর রিশুর বিয়ে হয়ে গেল একদম আগে ভাগেই, তারপরেও আমার দোষ? এবারে যাই কোথায় বলুন'ত? সিঁড়ি ওদের হাতে ধরিয়ে দিয়েছি এবারে কি ভাবে চড়বে সেটা কি বলে দিতে হবে নাকি ওদের? আমি ত সূত্রধর মাত্র !!!!!!
29-10-2020, 11:02 PM
(29-10-2020, 05:18 AM)TumiJeAmar Wrote: ঝিনুকের মনের ভেতরের তোলপাড়ের বর্ণনা অসাধারণ। গান সিলেকশন "উড়তে মানা আকাশে তোর......" ভীষণ apropriate. লেখার সময়ে ওই গানটা ভীষণ ভাবেই মনে পরে গেল ঝিনুক কে দেখে, থাকতে পারলাম না তাই এখানে জুড়ে দিলাম !!!!!!!
29-10-2020, 11:08 PM
(29-10-2020, 11:57 AM)ddey333 Wrote: শেষ অবধি রিশু আর ঝিনুকের শুভ পরিণয় সম্পন্ন হলো !! আরে বাবা, বিয়ের পরের মজা হবে সেটা নিয়ে ভাবো তা নয়, কোথায় কোন পার্থ তাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিলে, এটা কি ঠিক হল বল? গুগুল বাবাকে অনেকে স্মরন করে না কিন্তু তাই তাদের ফোন হারিয়ে গেলে সেই সাথে সব নাম্বার ডিলিট হয়ে যায় আর মাথা খোঁড়ে, এখানে কি হবে সেটা জানা নেই এখন। তুমি সোজা মাথায় চিন্তা করতে পারো না একদম, পিনুর গল্প পড়তে পড়তে সেই জিলিপির মতন সোজা দিকেই ভাবতে শুরু করে দিলে !!!!!!
29-10-2020, 11:12 PM
(29-10-2020, 12:08 PM)bourses Wrote: একটা আপডেট, পড়তে পড়তে ভাবছি, এই জায়গাটার ওপরে কিছু মন্তব্য রাখব, তারপর আরো খানিকটা এগোলাম, ভাবলাম, না, না, আগেরটা নয়, এই ছত্রটার ওপরে মন্তব্য করা ঠিক হবে, যাহঃ!... আরো খানিকটা এগোতে দেখি দূর... আগের গুলো কেন, এইটার ওপরেই মন্তব্য করলে একদম সঠিক হবে... তোমার পড়ার সময়ে এই অবস্থা, আমি যখন ঝিনুককে দেখছিলাম তখন আমার সেই অবস্থা হয়েছিল। ভীষণ খারাপ অবস্থা হয়েছিল, ওকে দেখে কি লিখব আর কি লিখব না ভেবেই পাচ্ছিলাম না, প্রায় দশ বারের মতন এক জিনিস লিখেছি আর সংশোধন করেছি। বিয়ের পিঁড়িতে বসে, ওর বাবার পা জড়িয়ে ধরে যখন ঝিনুক কেঁদেছিল তখন আমার অবস্থা খুব সঙ্গিন, লেখার পরে ল্যাপটপ বন্ধ করে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম !!!!!!
29-10-2020, 11:18 PM
(29-10-2020, 12:26 PM)Mr Fantastic Wrote: উঁহু ঠিক সুরে সুর মিলছে না। দুজনেই পরিস্থিতির চাপে পড়ে নিজেদের মায়ের কথা মেনে বিয়ের পিঁড়িতে বসেছে। পাত্র-পাত্রী কারোরই মন থেকে সম্মতি বা আগ্রহ নেই। রিশুর সামান্য হলেও মন ঝুঁকেছে ঝিনুকের দিকে, কিন্তু ঝিনুকের সেটুকুও হয় নি। বিয়ের আগে নিজেদের মধ্যে কোনো কথাও বললো না। তবে কি বিয়ের পর প্রেম ? সহজ হবে না সেটা, কারণ রিশু প্রেমিক হিসেবে ঠিক পাকাপোক্ত নয়, চন্দ্রিকাকে ভুল বুঝেছে পুরোপুরি নিজের জেদি মেজাজের কারণে। কিসের সুর মিলছে না, আরে বাবা, কাহারবা নয় দাদরা বাজাও উল্টো পালটা মারছ চাঁটি, শশিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহারবা (পার্থ কে ছেড়ে দাও) নয় দাদরা বাজাও (রিশুর দিকে দেখ) রোশনি বাঈয়ের পায়ের পায়েল কলজে টাকে করুক ঘায়েল (ঝিনুক করুক এখানে) আমার পদ্মপাতায় লাগবে না দাগ কলঙ্কপাঁক যতই খাঁটি (রিশুর প্রতি সবার একটা যেমন ধারনা আছে যে ও প্রেম করতে জানে না) শশিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি, কাহারবা নয় দাদরা বাজাও (পিনু বাজাতে শুরু করে দিয়েছে, এবারে সেই তালে কে তাল মেলায় দেখা যাক) !!!!!!!
29-10-2020, 11:19 PM
আচ্ছা দাদা কিছু একটা প্রব্লেম হয়েছে কি সাইটে? আগের বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই নেই দেখছি.
29-10-2020, 11:23 PM
(29-10-2020, 11:19 PM)Baban Wrote: আচ্ছা দাদা কিছু একটা প্রব্লেম হয়েছে কি সাইটে? আগের বেশ কয়েকটা কমেন্টের রিপ্লাই নেই দেখছি. আমারও তাই মনে হচ্ছে, খেটে খুটে রিপ্লাই লিখলাম, সব উড়ে গেল, তবে এখন মডারেটারের দিক থেকে কোন সংবাদ পাইনি, দৃষ্টি আকর্ষণ থ্রেডে গিয়ে লিখলাম বটে কিন্তু কোন উত্তর নেই এখন !!!!
29-10-2020, 11:24 PM
(29-10-2020, 12:40 PM)dreampriya Wrote: এই আপডেটে বিয়ের আগে ছেলে মেয়েদের মনে র যে অবস্থা হয় সেটা খুব সুন্দর ভাবে গল্পে ফুটে উঠেছে । খুব ভালো লাগল আজকের আপডেট পরে । এর পর দেখা যাক দুজন সম্পূর্ণ অচেনা অজানা মানুষ কি করে একে অপরের পরিপূরক হয়ে ওঠে । হতে তো হবে ই । তবে পার্থ কি আর ঝিনুকে র কোন ক্ষতি করতে পারবে কি জানি ।। অনেক কিছু ই হতে পারে বলে মনে হচ্ছে । আপনিও শেষ পর্যন্ত পার্থ? ইসসস সবাই দেখি পার্থ কে একদম ভিলেন বানিয়ে ছাড়বে !!!!!!
29-10-2020, 11:28 PM
(29-10-2020, 02:42 PM)lizzyfawn Wrote: আরিবাঃস! তিন তিনটি পর্ব দেওয়া হয়ে গেছে ॥ খুব ভালো, খুব ভালো ॥ হুক্কা হুয়া, তোমার দেখা না পেয়ে ভাবলাম আবার তুমি কোন গত্তে গিয়ে ঢুকলে, তারপরে তোমার দেখা পেয়ে ভারী খুশি হলাম, হুক্কা হুয়া। আমার বিয়ে, আর বল না তখন প্রেমে মজে মন দেরি সইছিল না একদম তাই বিয়ে করে নিয়েছি, সেইজন্য ত এখানেও তাড়াতাড়ি বিয়ে দিয়ে করিয়ে দিলাম, পাছে পরে কিছু হয়ে যায় সেই ভয়ে, আর বউভাতের কথা বলছ? রিশু বড় ডাক্তার, অনেক চাপে আছে বেচারা, বিয়ের জন্য না হয় দিল্লী গিয়ে পার্টি দেবে সেখানে দেখা হবে !!!!!! |
« Next Oldest | Next Newest »
|