Thread Rating:
  • 67 Vote(s) - 3.36 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
পর্ব তিন – (#3-12)

 
সেবার কোন এক কারনে তিনদিনের ছুটি পেয়েছিল রিশু। ঘরকুনে ছেলে, সকালেই কোলকাতার ফ্লাইটের টিকিট কেটে নিয়েছিল ছিল তাই বিকেলে হসপিটাল থেকেই সোজা এয়ারপোরটে পৌঁছে গিয়েছিল। এর আগেও বেশ কয়েকবার বাড়িতে না জানিয়ে বাড়ির সবাইকে চমক দেবে বলে এইভাবে গেছে। আর প্রত্যেক বার রাতের ফ্লাইটে বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যেত, ওর মা ঘুমিয়ে পড়ত আর সেই জন্য খুব বকা খেত। তবে সেই বকুনির মধ্যে কতটা স্নেহ আর ভালোবাসা লুকিয়ে সেটা অনুধাবন করতে পারত রিশু। ছেলে বড় হয়ে গেলেও, রাতের বেলা পৌঁছালেই কান টেনে মৃদু বকুনি দেওয়া চাই, একবার বলতে পারতিস না? কি খাবি এই রাতে? দিপ আর দিয়া নাচানাচি শুরু করে দিত। রাতের বেলাতেই ওর মা প্রেসার কুকারে ডালে চালে বসিয়ে দিত আর সেই সাথে রাগে গজগজ করত যতক্ষণ না সেই ছোট বেলার মতন রিশু মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলবে, মাম্মা প্লিজ।  বর্ষাকাল ছিল তখন, ঝমঝম করে বৃষ্টি নামার ফলে ফ্লাইট একটু লেট। বিকেলে ফোনে কথা হয়েছিল মায়ের সাথে, দিপ দিয়ার সাথে কিন্তু ঘুনাক্ষরেও বুঝতে দেয়নি যে ও আসছে। তাই তখন ফোন দেখতে দেখতে মনে মনে হেসে ফেলছিল মাঝে মাঝে।
 
ঠিক সেই সময়ে চন্দ্রিকার ফোন পেয়ে বেশ ভালো লাগে রিশুর, “অফিস কেমন গেল?” জিজ্ঞেস করে চন্দ্রিকাকে।

চন্দ্রিকা উত্তর দেয়, “গেছে এই আর কি। খুব বৃষ্টি হচ্ছে জানো।”

হাসে রিশু, “হ্যাঁ মুষলধারে বৃষ্টি নেমেছে, দেখো এই একটু খানি হবে আর থেমে যাবে...”

কথাটা টেনে নিয়েই চন্দ্রিকা হেসে বলে, “ব্যাস রাস্তা ঘটা গুলো সব ডুবে যাবে...”

রিশু ইয়ার্কি মেরে বলে, “তুমি নৌকা নিয়ে নেমে পড়বে।”

খিলখিল করে হেসে ফেলে চন্দ্রিকা, “তুমি দাঁড়ে বসবে আমি পাল তুলবো।” একটু থেমে নিচু গলায় জিজ্ঞেস করে, “তুমি বাড়ি কখন ফিরছ?” কেমন যেন একটু আনমনা ওর কন্ঠের স্বর, “এই আসব তোমার ফ্লাটে?”

নিচের ঠোঁট চেপে হেসে ফেলে রিশু, “না গো আমি মানে বাড়ি যাচ্ছি।”

অবাক হয়ে যায় চন্দ্রিকা, “আরে হটাত করে, কি ব্যাপার?”

রিশু জানায় ওকে, “মাকে সারপ্রাইজ দেব তাই।” বলেই হেসে ফেলে।

চন্দ্রিকা হয়ত ভেবেছিল যে সেই রাতে রিশুর ফ্লাটে একত্রে কাটাবে। ভীষণ মা ভক্ত ঘরকুনে ছেলে, কথায় কথায় মায়ের রান্না ভালো, মা এই করে দেয়, মা ওই করে বলতে থাকে।

একটু মনক্ষুন্ন হয়ে রিশুকে বলে, “একবার এই ভাবে না গেলে কি এমন হত?”

কথাটা শুনে একটু আহত হয় রিশু তাও চন্দ্রিকাকে বলে, “আরে বাবা, তোমার সাথে ত রোজদিন দেখা হয়ে যায় মায়ের সাথে ত হয় না।” একটু থেমে হেসে বলে, “আমার রান্নার লোক একদম ডাল বানাতে জানে না তাই মাঝে মাঝে মায়ের হাতের ডাল খেতে খুব ইচ্ছে করে।”

আহত হলেও চন্দ্রিকা মুখে হাসি টেনে বলে, “আচ্ছা আমি এরপর তোমার মায়ের মতন ডাল রান্না করা শিখে নেব আর তোমাকে ডাল বানিয়ে খাওয়াব।”

মাথা নাড়ায় রিশু, মায়ের হাতের ডালের মধ্যে যে মিষ্টতা লুকিয়ে সেটা কারুর দ্বারা রান্না করা সম্ভব নয়। ওই ডালের মধ্যে মায়ের ভালোবাসা মায়ের স্নেহ মায়ের বকুনি মায়ের আশা ভরসা মিশে থাকে, অন্য কেউ সেই ডাল কি করে বানাবে?
 
একটু হেসে উত্তর দেয় রিশু, “আচ্ছা ঠিক আছে।”

চন্দ্রিকা জিজ্ঞেস করে, “ফিরছ কবে?”

রিশু উত্তর দেয়, “তিন দিন পরে।”

চন্দ্রিকা চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, “তিনদিন পরে? বাপরে, এই তিনদিন ছুটি ছিল ভেবেছিলাম এক সাথে কাটাবো। ধ্যাত তুমি না শুধু বাড়ি আর বাড়ি।”

শেষের কথাটা খুব খারাপ লাগে রিশুর, হ্যাঁ ওর কাছে ওর বাড়ি সব থেকে আগে। মাকে ছেড়ে দিল্লীতে একদম আসতে চায়নি, অনেক ঘ্যানর ঘ্যানর করেছিল কিন্তু ওর পড়াশুনার জন্যেই ওর মা ওকে এই দুরদেশে পাঠিয়েছে। ছোট বেলা থেকে ওকে ক্ষনিকের জন্য চোখের আড়াল হতে দেয়নি ওর মা, রিশু ভালো ভাবেই জানে বুকের ওপরে কত বড় পাথর রেখে ওর মা ওকে এতদুরে ডাক্তারি পড়াতে পাঠিয়েছে। চন্দ্রিকার সাথে কথা বলার ইচ্ছেটাই চলে যায় ওর।
 
ওকে কাটানর জন্য বলে মুখে হাসি টেনে বলে, “এই শোন, বোর্ডিং কল হচ্ছে। আমি কাল ফোন করব।”

চন্দ্রিকা মুখ ব্যাজার করে উত্তর দেয়, “বাড়ি গেলে তুমি কি আর আমাকে ফোন করবে নাকি? আচ্ছা কাল অপেক্ষা করব দেখি তুমি ফোন কর কি না।”

সারাটা রাস্তা চন্দ্রিকার কথা রোমন্থন করে “ধ্যাত শুধু বাড়ি আর বাড়ি” আর ভাবে, এখন থেকেই ওর বাড়ি যাওয়া নিয়ে মুখ গোমড়া করতে শুরু করে দিয়েছে, এরপরে কি করবে জানা নেই। রিশুর ইচ্ছে এমএস এর পরে কোলকাতা ফিরে যাওয়ার, কিন্তু চন্দ্রিকার সাথে এখন পর্যন্ত সেই বিষয়ে কোন কথাবার্তা হয়নি ওর। শেষের কথা শুনে ওর মনে হল যে কোলকাতা গিয়ে ওদের বাড়ির সাথে হয়ত তেমন ভাবে মিশতে পারবে না চন্দ্রিকা। কোলকাতা পৌঁছে যথারীতি চন্দ্রিকা কে রাতেই ফোন করেছিল রিশু। রাতে অনেকক্ষণ দুজনে মিলে গল্প করেছিল। সেবার ওর মা বেশ কয়েকটা দামী সুতির জামা কিনে দিয়েছিল। রিশু কোনদিন নিজের জামা কাপড় কেনেনি, এমন কি ওর পরনের গেঞ্জি গুলো পর্যন্ত মা কিনে দেয়। প্রত্যেক বার এসে মায়ের কাছে বকুনি খায়, তোর এই গেঞ্জিটা এইভাবে বগল থেকে ছিঁড়ে গেছে একটা কিনতে পারিস নি? অপরাধীর মতন মায়ের সামনে দাঁড়িয়ে হেসে ফেলত রিশু। রিশু মাঝে মাঝেই বাড়ির গল্প করত চন্দ্রিকার কাছে, রিশুর জামা কাপড় এমন কি গেঞ্জি পর্যন্ত ওর মা কিনে দেয় সেটা শুনে চন্দ্রিকা খুব হেসেছিল। রিশুর একটু খারাপ লেগেছিল বটে কিন্তু হেসে উড়িয়ে দিয়েছিল সেই কথা। পরে অবশ্য ওর মনে হয়েছিল তখন যদি চন্দ্রিকাকে ঠিক ভাবে বুঝিয়ে উঠতে পারত ওদের বাড়ির সম্পর্ক তাহলে হয়ত রিশুকে সঠিক ভাবে চিনতে পারত চন্দ্রিকা।
 
কোলকাতা থেকে ফিরে আসার কয়েক মাস পার হয়ে যায়। সেইদিন কথা ছিল হসপিটাল শেষে কাছাকাছি কোন এক রেস্টুরেন্টে রাতের খাওয়া সারবে। ওপিডিতে ডিউটি ছিল তখন, ছুটি হতে হতে সন্ধ্যে গড়িয়ে যায়।
 
বারেবারে চন্দ্রিকার ফোন আসাতে একটু বিরক্তি প্রকাশ করেই বলে, “বললাম ত আসছি, এত বার করে ফোন করছ কেন?”

চন্দ্রিকা ঘাবড়ে যাওয়ার পাত্রি নয়, হসপিটালের ওপিডি ব্লকেই প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে দাঁড়িয়ে তাই একটু বিরক্তি প্রকাশ করে বলে, “আধা ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, একবার বলতে পারতে যে সময় নেই তাহলে আসতাম না।”

কথাটা শুনে রিশু একটু রেগে যায়, চাপা গলায় ফোনে বলে, “দেখো আমি ডাক্তার ডিউটিতে আছি এখন। যতক্ষণ না আমার কাজ শেষ হচ্ছে ততক্ষন আমি আসতে পারব না।”

অন্যপাশ থেকে ঝাঁঝিয়ে ওঠে চন্দ্রিকা, “হ্যাঁ জানা আছে, এখন যদি তোমার মা এসে দাঁড়িয়ে থাকত তাহলে তুমি দৌড়ে আসতে তাই না?”

কথাটা শুনতেই ওর মনে হল কেউ যেন ওর কানে গরম লাভা ঢেলে দিয়েছে। হাত মুঠো করে ক্রোধ সংবরণ করে দাঁতে দাঁত পিষে উত্তর দেয় রিশু, “আমার মা হলে এইভাবে বার বার ফোন করে জ্বালাতন করত না আমাকে। আমার মা জানে আমি কোথায় আছি কি করছি আর কাজ শেষ হলেই যে আসব সেটা আমার মা বোঝেন।”

কথাটা যে ঠিক হয়নি সেটা বুঝতে অসুবিধে হয় না চন্দ্রিকার, তাই ক্ষমা চেয়ে নেয়, “না রিশু সরি আমি তেমন ভাবে বলতে চাইনি কথাটা।”

চোয়াল চেপে রিশু উত্তর দেয়, “দ্বিতীয় বার এই কথা একদম বলবে না যে মায়ের জন্য এটা করতে মায়ের জন্য ওটা করতে।”
 
সেদিন অবশ্য তাড়াতাড়ি কাজ সেরে বেড়িয়ে এসেছিল রিশু। সহজে রেগে যাওয়ার পাত্র নয় কিন্তু মায়ের নামে অথবা বাড়ির কারুর নামে কোন দ্বিরুক্তি শুনতে নারাজ। রিশুর শেষ বাক্য শুনে চন্দ্রিকা বুঝতে পারে ওর ওইভাবে কথাটা বলা একদম ঠিক হয়নি। চুপচাপ রিশুর অপেক্ষা করেই দাঁড়িয়েছিল ওপিডিতে। রিশু নিজের কাজ শেষ করে বেড়িয়ে এসে দেখে একটা চেয়ারে মাথা নিচু করে চুপচাপ বসে চন্দ্রিকা। চন্দ্রিকার ওই অবস্থা দেখে রিশু মনে মনে হেসে ফেলেছিল, হয়ত ওই ভাবে চোয়াল চেপে কথাটা বলা ওর ঠিক হয়নি, কিন্তু বাড়ির কাউকে নিয়ে ওই ভাবে কোন তৃতীয় ব্যাক্তি যদি কিছু বলে তাহলে কি আর চুপ করে থাকা যায়। চন্দ্রিকার সামনে দাঁড়িয়ে গলা খ্যাঁকরে নিজের আসার জানান দেয় রিশু। চন্দ্রিকা অপরাধীর মতন এক হাসি দিয়ে ক্ষমা চায় রিশুর কাছে।
 
বাইকের পেছনে চেপে, চন্দ্রিকা ওকে পেছন থেকে আস্টেপিস্টে জড়িয়ে ধরে আদুরে কন্ঠে বলে, “রাগ করেছ আমার ওপরে?” কান ধরে আদুরে কন্ঠে বলে, “এই দেখো কান ধরছি আর বলব না।”

পিঠের ওপরে চন্দ্রিকার নধর কোমল দেহবল্লরীর উষ্ণ চাপে মাথার মধ্যে তালগোল পাকিয়ে যায় রিশুর, মাথা দুলিয়ে হেসে ফেলে শেষ পর্যন্ত, “তুমি না সত্যি। আচ্ছা বল কোথায় যাবে?”

চন্দ্রিকা ওর বাম কাঁধের ওপরে থুঁতনি রেখে কানের কাছে ফিসফিস করে বলে, “কোথায় নিয়ে চলেছ ডক্টর?”

হেলমেট পড়া ছিল তাই বাঁচোয়া না হলে চন্দ্রিকার উষ্ণ শ্বাসের ফিসফিসানিতে সেদিন নির্ঘাত একটা এক্সিডেন্ট করে বসত রিশু। “তোমায় একদিন কামড়ে খাবো বুঝলে।”

চন্দ্রিকার কোমল চাঁপার কলির মতন আঙ্গুল গুলো মেলে ধরে রিশুর প্রসস্থ বুকের ওপরে, জামা খামচে ধরে পেছন থেকে, নিজেকে ঢেলে উজাড় করে দেয় রিশুর পিঠের ওপরে, “খাও কে বারন করেছে।”
 
হেসে ফেলে রিশু, চন্দ্রিকা যেভাবে ওকে জড়িয়ে উত্তেজিত করে তুলছে ওর মাথা ঠিক রাখা দায় হয়ে পড়েছে, শরীরের প্রত্যেকটা স্নায়ু যেন উন্মুখ হয়ে ওঠে প্রেয়সীর ত্বকের সাথে মিশিয়ে নেওয়ার জন্য। কিন্তু ওদের এলাকায় রিশুকে সবাই চেনে, বিশেষ করে নিচের তলার বুড়ো প্রমথেশ বাবু, উদ্ভিন্ন যৌবনা কোন মেয়েকে দেখতে পেলেই হল, ক্ষুধার্ত হায়নার মতন লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে সেই নারীর শ্লীলতা হানি করে শুধু মাত্র চোখ দিয়েই। চন্দ্রিকা যখনি ওর ফ্লাটে যেত তখনি কোন না কোন আছিলায় প্রমথেশ বাবুর ওর বাড়ি আসা চাই, আজকে জ্বর হয়েছে কোন ওষুধ আছে কি তোমার কাছে? ভীষণ পেট খারাপ একটা ট্যাবলেট পেলে বড় ভালো হত, অথবা একটু প্রেসার টা চেক করে দেবে ডাক্তার? এই প্রমথেশ বাবুর জ্বালায় চন্দ্রিকা ওর বাড়িতে আসা কমিয়ে দিয়েছিল, তাই আর সেই ভাবে চন্দ্রিকার সাথে একান্তে বসে কোনদিন প্রেমালাপ করা সম্ভব হয়নি ওর।
 
সেদিন একটা শপিং মলে গিয়ে দুজনে শুধু ঘুরেই বেড়িয়েছিল, অগত্যা ওই যে “খেতে কে বারন করেছে” সেই খাওয়া আর হয়নি ওদের। তবে রাতের দিকে দুজনে মিলে বেড়িয়ে পড়েছিল একটা হাইওয়ে ধরে। শহর ছাড়িয়ে বেশ অনেক দূরে একটা ধাবায় রাতের খাওয়া সেরেছিল। সেদিন দুজনের একদম ইচ্ছে ছিল না একে অপর কে ছাড়ে। কিন্তু পরের দিন রিশুর হসপিটাল ডিউটি ছিল আর চন্দ্রিকার অফিস, অগত্যা ফিরে আসতে হয় ওদের। সারাটা রাস্তা চুপ করে রিশুর পিঠের ওপরে মাথা রেখে গাল ঠেকিয়ে বসেছিল চন্দ্রিকা, এমন ভাবে পেছন থেকে জাপ্টে ধরেছিল রিশুকে যেন কোন শক্তি ওদের বিচ্ছেদ করতে সক্ষম নয়। চন্দ্রিকা যেখানে পেয়িং গেস্ট থাকত, সেই বাড়ির সামনে পৌঁছে যখন বাইক দাঁড় করায়, তখন চন্দ্রিকার চোখে প্রেমের এই ক্ষনিকের বিচ্ছেদের জন্য একটু জল এসে গিয়েছিল। রিশুর একবার মনে হয়েছিল নিজের বাড়িতে নিয়ে যায় চন্দ্রিকাকে, সারা রাত ধরে প্রেম আর ভালোবাসায় ভরিয়ে দেয় হৃদয় জুড়ে থাকা এই মিষ্টি মধুর প্রেমিকাকে। হাত ধরে আঙ্গুলে চুমু খেয়ে বাইক নিয়ে ফিরে এসেছিল রিশু। সেই রাতে দুইজনের মধ্যে কারুর ঘুম হয়নি।
[Image: 20210115-150253.jpg]
[+] 10 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
আমি ছোট আপডেট দিলে অনেক কথা শুনতে হয়! কিন্তু পিনুর বেলায় কোনো দোষ নেই
[+] 3 users Like ddey333's post
Like Reply
(20-10-2020, 10:07 PM)pinuram Wrote: এবারে মনে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে, তবে কি জানেন অনেক এডিট করতে হবে অনেক গল্পে, বই আকারে ছাপাতে হলে যৌনতা অনেক ঢেকে রেখে লিখতে হবে, যদি লিখি তবে সব থেকে আগে "ভালোবাসার রাজপ্রাসাদ" আর "মধ্যরাত্রের সূর্যোদয়" এই দুটো গল্প লিখবো !!!!!!!

এই দুুটিকেে দিয়ে বই লিখতে 200 বছর ধরে বলচি
[+] 3 users Like TumiJeAmar's post
Like Reply
(21-10-2020, 12:53 PM)dada_of_india Wrote: আমি ছোট আপডেট দিলে অনেক কথা শুনতে হয়! কিন্তু পিনুর বেলায় কোনো দোষ নেই

বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে নাকি, পিনুর নুনু ধরে টানাটানি (আই মিন পোঁদে কাঠি দেওয়ার) করার একদম চেষ্টা করবে না !!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 01:37 PM)TumiJeAmar Wrote: এই দুুটিকেে দিয়ে বই লিখতে 200 বছর ধরে বলচি

তুমিও শেষ পর্যন্ত আমার পেছনে পরলে Sad
[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
সত্যি এতো ছোট্ট আপডেট কেনোওওওও ???
রিশু আর চন্দ্রিকা কিছু করারই সময় / সুযোগ পেলো না !!!
একি অন্যায় !!

Angry banghead
[+] 2 users Like ddey333's post
Like Reply
(21-10-2020, 01:41 PM)ddey333 Wrote: সত্যি এতো ছোট্ট আপডেট কেনোওওওও ???
রিশু আর চন্দ্রিকা কিছু করারই সময় / সুযোগ পেলো না !!!
একি অন্যায় !!

Angry banghead

এই ভাবে গোগ্রাসে গিললে আমি যদি মহাভারত লিখি তাহলেও তোমাদের কম পড়বে। এবারে আসি রিশুর কথায়, পারলে ওই বুড়ো প্রমথেশকে সরানোর চেষ্টা কর তাহলে দেখবে কেমন খেলা শুরু হয় !!!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 01:45 PM)pinuram Wrote: এই ভাবে গোগ্রাসে গিললে আমি যদি মহাভারত লিখি তাহলেও তোমাদের কম পড়বে। এবারে আসি রিশুর কথায়, পারলে ওই বুড়ো প্রমথেশকে সরানোর চেষ্টা কর তাহলে দেখবে কেমন খেলা শুরু হয় !!!!!!

ঠিকানাটা পাঠাও আমাকে ,
তারপর দেখো কি করি !!
পরে কিন্তু কোনো দোষ দেবে না বলে দিলাম !!!

Angry Dodgy Tongue
[+] 2 users Like ddey333's post
Like Reply
Ajker update e jodio kichu boja jacche na ki emon gotona ghotechilo jar jonno oder dujon ke alada hote hoyechilo .. ki jani ... Dekhi ki hoy .. tobe dujoner moddhe prem ta to bes valoi makho makho chilo boja jacche..
[+] 1 user Likes dreampriya's post
Like Reply
(21-10-2020, 03:06 PM)dreampriya Wrote: Ajker update e jodio kichu boja jacche na ki emon gotona ghotechilo jar jonno oder dujon ke alada hote hoyechilo .. ki jani ... Dekhi ki hoy .. tobe dujoner moddhe prem ta to bes valoi makho makho chilo boja jacche..

হ্যা তাতো বটেই !!
আসলে ওই মাখামাখির ব্যাপারগুলো পিনুদা বেশ ভালো করেই করায় ,
কোনো খামতি রাখেনা !!!!!!!!  

happy
[+] 2 users Like ddey333's post
Like Reply
আপডেটটা অসম্পূর্ণ লাগছে, আজকেই এই আপডেটের দ্বিতীয় অংশের প্রত্যাশায়... :D

আর প্রমথেশ বাবুর তো বয়স ভালোই হয়েছে বলে মনে হয়, কোমায় টোমায় গেলেও তো যেতে পারে... xD
[+] 2 users Like TheLoneWolf's post
Reply
(20-10-2020, 10:07 PM)pinuram Wrote: এবারে মনে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে, তবে কি জানেন অনেক এডিট করতে হবে অনেক গল্পে, বই আকারে ছাপাতে হলে যৌনতা অনেক ঢেকে রেখে লিখতে হবে, যদি লিখি তবে সব থেকে আগে "ভালোবাসার রাজপ্রাসাদ" আর "মধ্যরাত্রের সূর্যোদয়" এই দুটো গল্প লিখবো !!!!!!!

likhe felun, gograshe gilbo. English e pore otota tripti pai na jotota bangla te pore pai.
[+] 2 users Like TheLoneWolf's post
Reply
ছোট ছোট মনান্তর খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে... পড়তে পড়তে মনে হচ্ছিল যেন এটাই খুব স্বাভাবিক... এমনটাই তো ঘটে...

প্রমথেশবাবুর চোখ দিয়ে শ্লিলতাহানী করাটাও কিন্তু দারুন এনেছ... 
[+] 2 users Like bourses's post
Like Reply
ছেলেদের এই এক ঝামেলা..... বৌয়ের হয়ে বললে তারা বৌয়ের চামচা..... আর মায়ের হয়ে বললে মায়ের চামচা....... আমরা ছেলেরা চামচ হয়ে থেকে গেলাম........ হাতা- খুন্তি আর হলাম না...

just kidding.. খুব ভালো লাগলো আপডেটটা. ভালোবাসার মধ্যে পবিত্র শরীরী আকর্ষণ ব্যাপারটা পিনুদা দারুন ভাবে ফুটিয়ে তোলেন.
[+] 2 users Like Baban's post
Like Reply
তোমার পদাঙ্ক অনুসরণ করে কিছুটা লেখার চেষ্টা করেছি দাদা, দুর্বল কলমে যথাসাধ্য চেষ্টা করেছি পোয়েটিক জাস্টিস আনার | গুরুদেব মানি তোমাকে, তাই গল্পের শেষ পার্টটা তোমার সাথে শেয়ার না করে পারলাম না | ভালো-খারাপ যাই লাগুক তোমার মতামত জানালে এই অধম লেখক ধন্য মনে করবে নিজেকে |

আর একটা কথা দাদা, তোমার অম্বালিকার গল্প কিন্তু আমিও নিয়মিত পড়ি | একটা কথা কেন জানিনা মনে হয়েছে, যতই নতুন নায়িকা আসুক, মূল গল্প কোনো একদিন ফিরে যাবে অম্বালিকার কাছেই | যেতেই হবে, নাহলে যে ওর স্যাক্রিফাইসের দাম পাবেনা মেয়েটা ! তবে এটা পানু না, প্রেমের গল্পই রাখতে চাইছো বোধহয় শেষপর্যন্ত তুমি | যাই রাখো, তোমার অনবদ্য লেখনীতে যে তা সোনা হয়ে ফলবে এটুকু বিশ্বাস রয়েছে | খুব ভালো থেকো দাদা |



সুকুমার বাবু লক্ষ্য করে দেখেছিলেন আজকাল ভাস্বতীর মুখের দিকেও ভালো করে তাকিয়ে কথা বলেনা মৃণাল | খুশিই হয়েছিলেন তাতে, বন্ধুকে আবার আগের মত স্বাভাবিক ভাবে মেনে নিতে পেরেছিলেন | কিন্তু তার পরিণতি যে এতটা চরম মারাত্মক হবে তা কি স্বপ্নেও ভেবেছিলেন !
https://xossipy.com/showthread.php?tid=28896&page=19
[+] 1 user Likes sohom00's post
Like Reply
(21-10-2020, 01:56 PM)ddey333 Wrote: ঠিকানাটা পাঠাও আমাকে ,
তারপর দেখো কি করি !!
পরে কিন্তু কোনো দোষ দেবে না বলে দিলাম !!!

Angry Dodgy Tongue

না না তোমাকে কি করে দোষ দিতে পারি বল, মারকেট টুয়ের পেছনে কোথাও একটা রিশুর ফ্লাট !!!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 03:06 PM)dreampriya Wrote: Ajker update e jodio kichu boja jacche na ki emon gotona ghotechilo jar jonno oder dujon ke alada hote hoyechilo .. ki jani ... Dekhi ki hoy .. tobe dujoner moddhe prem ta to bes valoi makho makho chilo boja jacche..

শুধু মাখো মাখো প্রেমটা চোখে পরল বাকি আর কিছু চোখে পরল না, আপনার কাছে এটা ঠিক মানতে অসুবিধে হচ্ছে আপনি ত বেশ খুটিয়ে পড়েন থুড়ি দেখতে চেষ্টা করেন, তাহলে এবারে কি হল ???
[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 04:13 PM)TheLoneWolf Wrote: আপডেটটা অসম্পূর্ণ লাগছে, আজকেই এই আপডেটের দ্বিতীয় অংশের প্রত্যাশায়... :D

আর প্রমথেশ বাবুর তো বয়স ভালোই হয়েছে বলে মনে হয়, কোমায় টোমায় গেলেও তো যেতে পারে... xD

(21-10-2020, 04:16 PM)TheLoneWolf Wrote: likhe felun, gograshe gilbo. English e pore otota tripti pai na jotota bangla te pore pai.

এই রে কি করা যায়, না না আপডেট অসম্পূর্ণ মোটেও নয়, সঠিক ভাবেই আছে সব কিছু !!!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 05:21 PM)bourses Wrote: ছোট ছোট মনান্তর খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে... পড়তে পড়তে মনে হচ্ছিল যেন এটাই খুব স্বাভাবিক... এমনটাই তো ঘটে...

প্রমথেশবাবুর চোখ দিয়ে শ্লিলতাহানী করাটাও কিন্তু দারুন এনেছ... 

ধন্যবাদ !!!!  (এবারে আমি ছোট উত্তর দিলুম Tongue Big Grin )
[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
(21-10-2020, 05:28 PM)Baban Wrote: ছেলেদের এই এক ঝামেলা..... বৌয়ের হয়ে বললে তারা বৌয়ের চামচা..... আর মায়ের হয়ে বললে মায়ের চামচা....... আমরা ছেলেরা চামচ হয়ে থেকে গেলাম........ হাতা- খুন্তি আর হলাম না...

just kidding.. খুব ভালো লাগলো আপডেটটা. ভালোবাসার মধ্যে পবিত্র শরীরী আকর্ষণ ব্যাপারটা পিনুদা দারুন ভাবে ফুটিয়ে তোলেন.

ঠিক বলেছেন, হাতা খুন্তি আর হওয়া গেল না সেই চামচ হয়েই সারাজীবন কাটিয়ে দিতে হয় !!!!!!
[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 13 Guest(s)