Thread Rating:
  • 38 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica অ-সুখ (সমাপ্ত)
#41
[Image: 5c75315bb81fd.jpg] 

পর্ব ৫

পরদিন সকাল হয় ঠিকই... কিন্তু প্রতিদিনের সেই সুরটা যেন বাজে না সুদেষ্ণার সংসারে... যে যার মত করে প্রতিদিনকার সকালের কর্মব্যস্ততায় ডুবে থাকে তারা একে অপরের সাথে বিনা বাক্যলাপে... সৌভিক নিজের শার্ট আয়রণ করে নেয় কোন অভিযোগ না করেই... বেরিয়ে যায় ছোট্ট ইশানকে সাথে নিয়ে স্কুলের পথে... সেখানে তাকে নামিয়ে দিয়ে চলে যাবে অফিসের দিকে...


সুদেষ্ণার মাথাটা আরো জ্বলে ওঠে যখন দেখে তার বানিয়ে দেওয়া দুপুরের লাঞ্চবক্সটা না নিয়ে সৌভিক বেরিয়ে গিয়েছে... যেমন বানানো লাঞ্চ সেই ভাবেই পড়ে রয়েছে ডাইনিং টেবিলের ওপরে...

এই শীতলতা চলতে থাকে তাদের মধ্যে আরো বেশ কিছু দিন ধরে... কেউ কারুর কাছে মাথা নোয়াতে প্রস্তুত নয়... রাজি নয় হার স্বীকার করতে... যখনই কেউ কোন কথা বলার জন্য এগিয়েছে, সেখানে তাদের মধ্যের দ্বন্দের সুরাহা হবার বদলে আরো বেশি করে তিক্ততায় বদলিয়ে গিয়েছে... একটু একটু করে তারা যেন স্নায়ূ যুদ্ধের চরমে পৌছে যায়...
.
.
.
 ‘প্রায় চার দিন হয়ে গেল, জানিস, আমরা একে অপরে সাথে ভালো করে একটা কথাও বলি নি...’ লাঞ্চের টেবিলে বসে রিতাকে জানায় সুদেষ্ণা...

‘আমি তো বলবো এটা তোর দোষ ছিল... কি দরকার ছিল বেকার বেকার এই ভাবে ঝগড়া করার... আমি বলেছিলাম না তোকে ঠান্ডা মাথায় ব্যাপারটা নিয়ে এগোতে...’ অভিযোগের তিরটা সুদেষ্ণার দিকেই ঘুরিয়ে দেয় রিতা...

‘আমার দোষ?’ ফের মাথাটা গরম হয়ে ওঠে সুদেষ্ণার, সেদিনের তাদের কথোপকথন মনে আসতেই... ‘তুই জানিস? ও... ও অন্য মেয়ের সাথে সেক্স করতে চাইছে? এটা শোনার পর মাথা ঠান্ডা রাখা যায়? হ্যা? আমি তো পারি নি এটা শোনার পর...’ মাথা নাড়ে সুদেষ্ণা... ‘কোই... আমার মাথায় তো কখনও আসেনি... অন্য কোনো পুরুষের সাথে বিছানায় শোয়ার... তাহলে?’ গজগজ করতে থাকে সুদেষ্ণা...

‘নাঃ... তোকে দিয়ে হবে না... আরে বাবা... এটা বোঝার চেষ্টা কর... এটা আর কিছুই না... জাস্ট আ ফ্যান্টাসি... আর কিচ্ছু না... সত্যি... ইয়ু আর ইম্পসিবিল...’ কাঁধ শ্রাগ করে বলে ওঠে রিতা... সেও যেন ফেড আপ হয়ে গিয়েছে সুদেষ্ণার মানসিকতায়...

রিতাকে হাল ছেড়ে দিতে দেখে ভেঙে পড়ে সুদেষ্ণা... হাত বাড়িয়ে বন্ধুর হাতটা ধরে বলে ওঠে... ‘প্লিজ রিতা... প্লিজ রাগ করিস না... বিশ্বাস কর... সৌভিককে আমি সত্যিই ভালোবাসি... এই ভাবে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাক, সেটা আমিও চাই না... কিন্তু কি করবো বল... লাস্ট ছ-সাত মাস ধরে ওর মাথায় শুধু এই সব কথা ঘুরপাক খাচ্ছে... আর এই সবের জন্যই যত রাজ্যের ঝামেলা... যত কিছুর গন্ডগোলের মূল এই সব চিন্তাভাবনার... কিন্তু সত্যি আমি সৌভিককে এই ভাবে হারাতে চাই না... আই লাভ হিম...’

‘আমি জানি ইয়ার... আর আমিও চাইনা তোদের মধ্যের এই ঝগড়াটা একটা বাজে জায়গায় দাঁড়াক... তুই আজকে রাতে নিজের থেকে সৌভিকের কাছে এগিয়ে যাবি... আর শুধু তাই না, গিয়ে এই ব্যাপারটা নিয়ে তুইই কথা তুলবি... ইন্টারেস্ট দেখাবি ব্যাপারটায়...’ বন্ধুর কাঁধে হাত রেখে পরামর্শ দেয় রিতা...

শুনে মুখ ভ্যাটকায় সুদেষ্ণা... ‘এই ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে হবে? এত সহজ নাকি?’

সুদেষ্ণার মুখ ভ্যাটকানো দেখে খিলখিলিয়ে হেসে ওঠে রিতা... ‘ইশ... মেয়ের মুখের অবস্থা দেখো... এক কাজ কর... তুই একবার বলেছিলিস যে তোর ছোটবেলায়, মানে তুই যখন ক্লাস নাইন না টেনে পড়তিস, তখন তোর একজন টিউশন টিচার ছিল...’

মাথা হেলায় সুদেষ্ণা... ‘হু, ছিলো... তো?’

‘আর তার ওপরে তোর ক্রাশ ছিল... তাই তো?’ নিশ্চিত হতে চায় রিতা...

‘সেতো ছোটো বেলায়... ওটা তো একটা জাস্ট মোহ...’ মনের মধ্যে ভেসে ওঠে পুরানো দিনের একটা আবছা মুখ...

‘হু... সে তো জানি... আর এটাও বলেছিলিস যে তখন তাকে একটু ছোয়ার জন্য কেমন ছটফট করতিস? তাই তো?’ ফের জিজ্ঞাসা করে রিতা।

‘দূর... ও তো সৌভিকও জানে... ওকেও বলেছিলাম... এই নিয়ে কম পেছনে লেগেছিল আমার তখন...’ স্বাভাবিক হয়ে ওঠে মুখ সুদেষ্ণার...

‘আমিও সেটাই বলছি... এই ভাবেই খেলাচ্ছলে ব্যাপারটাকে নে... ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি... যখন তোকে সৌভিক অন্য কোন পুরুষের কথা বলবে... তখন রিমেম্বার হিম... অথবা ওই রকম কাউকে... দেখবি ইয়ু উইল বী মোর ইজি অ্যাট দ্যাট টাইম...’ বলতে বলতে হাসে রিতা... ‘আমি তো বাবা তাইই করি আমার বরের সাথে... হি হি...’

সুদেষ্ণা খানিক ভাবে চুপ করে... তারপর ধীরে ধীরে মাথা নাড়ায়... ‘বেশ... তাই হবে... ওই ভাবেই চেষ্টা করে দেখব’খন...’ বন্ধুর সামনে হটাৎ করেই কেন জানে না কানটা লাল হয়ে যায় সুদেষ্ণার... লজ্জা লাগে কি রকম একটা... কথার প্রসঙ্গ ঘোরায় সে...
.
.
.
আয়নার সামনে দাঁড়িয়ে ঘন চুলে চিরুনি টানে সুদেষ্ণা... আজ অনেকদিন পর এই ফিতে দেওয়া সাটিনের বেবি ডল নাইটিটা পরেছে সে... মনে আছে ওর ওকে সৌভিক এক বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল... যদিও সে রাতে উপহারটাই পেয়েছিল সে, পরে থাকতে পারে নি বেশিক্ষন... কতক্ষন? বড় জোর মিনিট পাঁচেক ছিল নাইটিটা তার শরীরে... তার পর সেটার জায়গা হয়েছিল বিছানার কোনে... তাদের থেকে অনেকটাই দূরে... ভাবতেই একটা হাসি খেলে যায় সুদেষ্ণার ঠোঁটে... নাহঃ... তারপর বেশ অনেকদিনই রাতে পরে শুয়েছে সে নাইটিটা কিন্তু ইশানের একটু বড় হয়ে যাবার পর আর এটা আর পরা হয় নি... হয়তো কিছুই না, তবুও, যদিও এটার ওপরে আরো একটা হাউস কোর্ট ছিল, তাও, ছেলের সামনে নিজের কেমন যেন কুন্ঠা লাগতো এই রকম খোলামেলা নাইটি পড়ে থাকতে... সৌভিক প্রথম প্রথম অনুযোগ করেছে, তারপর আর কিছু বলে নি... হয়তো পরিস্থিতির বিচার করেই...

চিরুনি টানতে টানতে আয়নার ভিতর দিয়ে তাকায় নিজের পানে... একে সাটিনের কাপড়, তার ওপরে আবার বেশ কিছু বছরের আগের, তাই চেহারার বৃদ্ধির সাথে তাল মেলাতে পারা সম্ভব নয় নাইটিটার, যার ফলে গায়ের সাথে আরো অনেক বেশি করে যেন লেপ্টে রয়েছে সেটা... ব্রাহীন ভারী সুগোল বুকদুটো মনে হচ্ছে যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে কাপড় ভেদ করে... পাতলা, টানটান কাপড়ের ওপর দিয়ে স্তনের বোঁটা দুটো কেমন অসভ্যের মত ছাপ ফেলেছে... এমনিতেই তার স্তনের বোঁটাগুলো একটু বড়ই, বরাবরই, সেখানে এই রকম টাইট নাইটির টানে আরো বেশি করে যেন প্রস্ফুটিত হয়ে রয়েছে ওই দুটো... মাথার চুলে চিরুনি চালানো থামিয়ে আড় চোখে তাকায় নিজের বুকের দিকে সুদেষ্ণা... তারপর হাত নামিয়ে আঙুল দিয়ে স্পর্শ করে একটা স্তনের বোঁটার ওপরে... সারা শরীরটা কেমন শিরশির করে ওঠে তার... শিরশিরানিটা কেমন যেন নেমে যায় দুই পায়ের ফাঁকটায়... ঠোঁটের কোনে একটা হাল্কা হাসির রেশ ভেসে ওঠে তার... ফের মন দেয় চুলের প্রতি... কিন্তু চোখ ফেরে আয়নার মধ্যে দিয়ে নিজের দেহের ওপরে...

তলপেটটা আগের মত আর নেই... ইষৎ ভারী হয়ে উঠেছে... আর সেটা হবার জন্যই যেন সাটিনের কাপড়ের ওপর দিয়ে বেশ ভালো করেই নাভীর গভীরতাটা ভেসে রয়েছে... চোখটা যেন মোলায়ম কাপড়টা বেয়ে আরো খানিকটা হড়কে নেমে যায় নীচের পানে... দুটো উরুর সন্ধিক্ষণে স্ফিত যোনিবেদীটার ওপরে... আজই অফিস থেকে ফিরে ভালো করে কামিয়ে নিয়েছে যোনিটাকে বাথরুমে ঢুকে... সৌভিককে তো এখন ওয়াক্সিং করে দেবার কথা বলা যাবে না, তাই বাধ্য হয়েই রেজার টেনে নিয়েছে সে... এই মুহুর্তে যোনিবেদীটার সাথে লেপ্টে রয়েছে নাইটির কাপড়টা... প্যান্টি পরে থাকা সত্তেও...

নিজের ভারী নিতম্বটা কি ভাবে উদ্যত হয়ে রয়েছে, সেটা চোখে না দেখলেও বুঝতে অসুবিধা হয় না সুদেষ্ণার... নাইটির ঝুলটা বড্ডো ছোট... থাইয়ের এক তৃতীয়াংশও ঢাকতে পেরেছে কিনা সন্দেহ... হয়তো একটু খাটো মেয়েদের শরীরে অনেকটাই ঢাকা যায়, কিন্তু তার মত এই রকম লম্বা শরীরে এটা সত্যিই যেন বেবীডল... সুঠাম উরুর তাই অনেকটাই উন্মক্ত... আর শরীরে লোমের আধিক্য প্রায় নেই বললেই চলে তার... সেখানে ঘরের আলো যেন পিছলে যাচ্ছে তার মাংসল উরুর তম্বী ত্বকের ওপর দিয়ে... হাতের চুরুনিটা ড্রেসিংটেবিলের ওপরে রেখে ক্রিমের কৌটো খোলে সে...

হটাৎ কানে আসে বাথরুমের দরজা বন্ধের... সচকিত হয়ে তাকায় দরজার ওপারে... আন্দাজ করে সৌভিক নিশ্চয়ই বাথরুমে গেলো, মানে এবার শুতে যাবে... আর ক্রিম মাখে না সুদেষ্ণা... তাড়াতাড়ি করে ক্রিমের কৌটের ঢাকাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়... তারপর বিছানার ওপর থেকে নিজের বালিশটা হাতে নিয়ে দৌড়ে চলে যায় ড্রইংরুমে, সোফার কাছে... বালিশটা সোফায় রেখে টানটান হয়ে শুয়ে পড়ে সেখানে...

বাথরুম থেকে বেরিয়ে সৌভিক এসে দাঁড়ায় সোফার সামনে... ওকে আসতে দেখে চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে সুদেষ্ণা... পা থেকে মাথা অবধি সুদেষ্ণাকে ভালো করে দেখে সৌভিক চুপচাপ দাঁড়িয়ে... অনেক দিন পর সুদেষ্ণা আজ এই নাইটিটা পরেছে... অন্য দিন হলে এতক্ষনে কখন পাঁজাকোলা করে তুলে নিয়ে চলে যেতো সে... ঘরের উজ্জল আলোয় যেন কোন মায়াবী নারীর শরীর তার চোখের সামনে পরে রয়েছে... এই ভাবে শুয়ে থাকার ফলে পরনের নাইটিটা বেশ খানিকটা উঠে গিয়েছে ওপর পানে... গুটিয়ে প্রায় পুরো থাইটাই চোখের সামনে মেলে রয়েছে যেন... ভারী বুকদুটো নিঃশ্বাসের ছন্দে তাল মিলিয়ে উঠছে, নামছে...

‘আমি শোবো...’ গলার স্বরে গাম্ভীর্য টেনে আনে সৌভিক...

উত্তর দেয় না কোন সুদেষ্ণা...

‘শোনা গেলো না? আমি শোবো...’ ফের বলে ওঠে সৌভিক... গলার স্বরে গাম্ভীর্য থাকলেও, আওয়াজ চড়ে না তার... সে ভালো মতই জানে ইশান তার ঘরে ঘুমাচ্ছে... তাদের মধ্যে যত যাই হোক না কেন, তারা কখনও তার রেশ পড়তে দেয় না ইশানের ছোট্ট নরম মনের ওপরে...

আস্তে আস্তে মাথা ঘোরায় সুদেষ্ণা... সৌভিকের দিকে চোখ মেলে তাকায় সে... ‘সোফাটা কারুর শোবার জায়গা হতে পারে না... শোবার জায়গা বিছানায়... এখানে নয়...’ সৌভিককে লক্ষ্য করে বলে ওঠে সে...

‘আমি এখানেই শোবো... তোমার ইচ্ছা হলে তুমি বিছানায় গিয়ে শোও...’ কাঠিণ্য হারায় না গলার স্বরে...

‘আমি আগে এসেছি, আমি তাই এখানে শোবো... এটা কারুর একার জায়গা নয় যে সেই সব সময় শোবে...’ বলতে বলতে মুখ ঘুরিয়ে নেয় সুদেষ্ণা... চোখ বন্ধ করে রাখে সে...

‘তুমি তাহলে আমায় এখানে শুতে দেবে না?’ চোখ সরু করে প্রশ্ন করে সৌভিক...

‘উহু...’ মাথা নাড়ে সুদেষ্ণা... ‘শোবার ইচ্ছা হলে বেডরুমে যাও... ওখানে শোও গিয়ে...’ বন্ধ চোখেই উত্তর দেয় সুদেষ্ণা...

‘বেশ... তাই হোক তাহলে...’ বলতে বলতে বালিশ হাতে এগিয়ে যায় বেডরুমের দিকে... যেতে যেতে বলে সৌভিক... ‘তবে একটা কথা মাথায় থাকে যেন... আমি বেডরুমে শুলে, তোমায় ওই সোফাতেই শুতে হবে...’

ঝট করে মাথা ঘোরায় সুদেষ্ণা... মুচকি হেসে একটু গলা তুলে বলে ওঠে সে... ‘আমার যেখানে খুশি শোবো... তোমার ভাবার দরকার নেই... বুঝেছ...’

সৌভিক বিছানায় উঠে বালিশটা ঠিক করে শুয়ে পড়তেই তড়াক করে উঠে দাঁড়ায় সোফা ছেড়ে সুদেষ্ণা... তারপর বালিশটা হাতে নিয়ে গিয়ে এক ছুটে হাজির হয় বেডরুমে... বিছানায় উঠে সৌভিককে পেছন থেকে জড়িয়ে ধরে সৌভিকের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে... ‘বাব্বা... কি রাগ বাবুর... এখনও রাগ করে আছো আমার ওপরে?’

‘কেন? আমার মাথা ভেঙে দেবে বলেছিলে তো?’ মাথা না ঘুরিয়েই উত্তর দেয় সৌভিক...

সৌভিকের কথায় খিলখিলিয়ে হেসে ওঠে সুদেষ্ণা... ‘ওলে বালা লে... সোনা আমার... কত্তো ভয় পায় আমায়... বাবালে বাবালে...’ বলে একটা গাঢ় চুম্বন এঁকে দেয় সৌভিকের গালে...

আর রাগ করে থাকতে পারে না সৌভিক... ঘুরে শোয় সুদেষ্ণার দিকে ফিরে... হাত বাড়িয়ে টেনে নেয় নরম শরীরটা নিজের বুকের মধ্যে... চেপে ধরে চুমু খায় মেলে ধরা ঠোঁটের ওপরে... ‘উমমমম...’ গুনগুনিয়ে ওঠে সুদেষ্ণা স্বামীর আদরে...

‘এই ভাবে আমার সাথে খালি ঝগড়া কর কেন বলো তো? কি সুখ পাও এই ভাবে আমার সাথে ঝগড়া করে?’ ঠোঁট ছেড়ে চুমু খায় সুদেষ্ণার গালে, কপালে... মুখটা গুঁজে দেয় মসৃণ ঘাড়ের মধ্যে... বুকটা ভরে ওঠে শরীর থেকে উঠে আসা হাল্কা সুবাসে... ‘তুমি জানো না... কতটা ভালোবাসি তোমায়?’

ঘাড়ের মধ্যে সৌভিকের উষ্ণ নিঃশ্বাসে কাঁটা দেয় সারা শরীরে... খিলখিলিয়ে হেসে উঠে ঘাড় বেঁকায়... সৌভিকের মুখটাকে ঘাড় থেকে সরিয়ে নিয়ে আসে মুখের সামনে... নিজের শরীরটাকে আরো স্বামীর বুকের মধ্যে ঢুকিয়ে দিয়ে চেপে ধরে তপ্ত হয়ে ওঠা ওষ্ঠদ্বয়... কামনা ভরা চুম্বনের সাথে সেও বলে ওঠে... ‘আমিও তো ভালোবাসি তোমায় সোনা... পাগলের মত... সেটা তুমি বোঝনা? আর ভালোবাসি বলেই তো যখন তুমি অন্য মেয়ের সাথে করবে বলো, নিজের মাথার ঠিক রাখতে পারি না... গরম হয়ে যায় মাথাটা আমার... পাগলের মত আচরণ করে ফেলি তখন...’ বলতে বলতে চুমু খায় সৌভিকের কপালে, গালে... ঠোঁটের ওপরে... ঠেসে ধরে নিজের দেহটাকে সৌভিকের বুকের সাথে... নরম ভারী বুকদুটো চেপ্টে যায় প্রায় সৌভিকের বুকের মধ্যে...

‘একদম বুদ্ধু একটা... মাথায় কিচ্ছু নেই...’ সুদেষ্ণার শরীরটা হাতের মধ্যে ধরে টেনে সামনে ধরে সৌভিক... ‘আমি বলেছি যে আমি করবো? হ্যা? আমি মোটেই নিজে করতে চাই নি... আমি বরং বলেছি যে আমরা দুজনেই করবো... বুঝেছ? আরে বাবা... এটা আর কিছুই নয়... একটা অ্যাডভেঞ্চার বলতে পারো... ইটস্‌ জাস্ট আ সেক্সুয়াল অ্যাডভেঞ্চার... এ্যান্ড নাথিং এলস... তা না হলে তো আমার এই বউটা আমার মাথা ভেঙে দেবে... তাই না?’ হাসতে হাসতে বলে সৌভিক...

‘আচ্ছা... বুঝলাম... ঠিক আছে, বলো আমায়... বোঝাও পুরো ব্যাপারটা...’ একটু সোজা হয়েই বসে সুদেষ্ণা সৌভিকের সামনে...

খানিক চুপ করে তাকিয়ে থাকে সুদেষ্ণার দিকে সৌভিক...

তাকে এই ভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্থি হয় সুদেষ্ণার... তাড়া লাগায় সে... ‘কোই... বলো...’

‘সত্যিই তুমি শুনতে চাও? নাকি বলতে শুরু করলেই আবার মাথা গরম করে ফেলবে?’ সন্দিঘ্ন প্রশ্ন করে সৌভিক...

মাথা নাড়ে সুদেষ্ণা... মুচকি হেসে বলে... ‘না, না... রেগে যাবো না... তুমি বলো...’ তারও যেন চোখের মণিতে কামনা ঘনায়... গাঢ় স্বরে বলে সে... ‘এমনও তো হতে পারে, আমিও ইন্টারেস্টেড হয়ে উঠলাম ব্যাপারটায়...’

সুদেষ্ণার শেষের কথায় যেন বল ফিরে আসে সৌভিকের... রীতিমত উৎসাহিত হয়ে উঠে বসে সেও... হাত নেড়ে ভালো করে বোঝাতে শুরু করে কি ভাবে সে এই সুইংগার ওয়েবসাইটের সন্ধান পেয়েছে... কি কি আছে সেখানে... ভালো করে বোঝাতে থাকে যে এই ওয়েবসাইটে তাদের মতই মানসিকতার আরো অনেক দম্পতি রয়েছে... 

চুপচাপ সৌভিকের দিকে তাকিয়ে শুনে যেতে থাকে সুদেষ্ণা... তাকে এই ভাবে মন দিয়ে শুনতে দেখে আরো উৎসাহিত হয়ে ওঠে সৌভিক... তাকে বোঝায়... ‘দেখো... কোন কিছুই হুট করে হয় না এখানে... ধরো যারা এই রকম সোয়াপিং করতে চাইছে, তারা নিজেদের এই সাইটে রেজিস্টার করে... সেই সমস্ত কাপলদের ছবি থাকে প্রোফাইলে... এবার তোমার কাজ হচ্ছে সেই সব প্রোফাইল দেখে পছন্দ করা... একটা দুটো নয়... অনেক পাবে এই রকম... সেই খান থেকে তোমার যেটা মনে হবে পছন্দের... মানে যে কাপলদের পছন্দের মনে হবে, তখন তাদের ইমেল করবে... বুঝছ?’

‘হু...’ ছোট্ট উত্তর দেয় সুদেষ্ণা... ‘তারপর?’

‘হ্যা... তারপরই যে ব্যাপারটা হবে, তাও নয়... তোমার ইমেল পেলে তারাও দেখবে যে তোমাকে মানে আমাদের পছন্দ কিনা তাদের... যদি বোঝে হ্যা, ঠিক আছে, তাদেরও আমাদেরকে পছন্দ হয়... তখন তারা আমাদের মেল ব্যাক করবে...’ বলতে বলতে চুপ করে বোঝার চেষ্টা করে সুদেষ্ণার মনের অবস্থানটাকে সৌভিক...

‘তারপর?’ ফের প্রশ্ন করে সুদেষ্ণা...

‘তারপর এই দুটো কাপল এর মধ্যে আরো কিছু ছবির আদান প্রদান হবে, ওই ইমেলএর মাধ্যমেই... আর তারপরও যদি দুই পক্ষেরই মনে হয় যে এবার ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, তখন একটা মিটিং ফিক্স করা হবে, দুই পক্ষেরই সন্মতি উপলক্ষে... আসল ব্যাপারটা হবার আগে...’ বলতে বলতে আবার থামে সৌভিক... একবার সুদেষ্ণাকে ভালো করে দেখে নেয়... উত্তেজনায় তার তখন নিঃশ্বাসএর গতি যেন বেড়ে গিয়েছে... ‘ইটস্‌ সিম্পল্‌, আর আমি বলছি দেখো... পুরোটাই একটা থ্রিলিং ব্যাপার হবে... আমাদের দুজনের কাছে একটা বেশ মজাদার এক্সপিরিয়েন্স বলতে পারো...’ বলতে বলতে প্রায় হাঁফায় সৌভিক...

এতক্ষন একটাও কথা বলে নি সুদেষ্ণা... আস্তে আস্তে মুখ তুলে তাকায় সৌভিকের পানে... তারপর তার চোখে চোখ রেখে মৃদু গলায় বলে ওঠে... ‘হুমমমম... এতটাই সিম্পল এটা?’ তারপর প্রায় অস্ফুট গলায় প্রশ্ন করে, ‘আচ্ছা... তোমার হিংসা হবে না? মানে তোমার মনে হবে না যে তোমার বউ অন্য একজন পরপুরুষের সাথে ওই সব করছে?’ বলতে বলতে হাতটা তুলে রাখে সৌভিকের থাইয়ের ওপরে... বোলাতে বোলাতে আস্তে আস্তে হাতটাকে এগিয়ে নিয়ে যায় কোলের কাছে... হাতে স্পর্শ হয় সৌভিকের উত্তেজনায় শক্ত হয়ে ওঠা পৌরষের... সুদেষ্ণার হাতের স্পর্শে যেন কেঁপে ওঠে সেটা...

উত্তেজিত সৌভিক এগিয়ে আসে সুদেষ্ণার আরো কাছে... ‘কি বলছো সোনা... হিংসা হবে কেন? সে সবের কোন কারণই নেই... দেখো... হিংসা হবে না তার দুটো কারণ আছে... এক আমি জানি যে তুমি আমাকে অসম্ভব ভালোবাসো... সেখানে কোন খাদ নেই... আর দ্বিতীয়ত, আমিও তো সেই সময়ই একই জিনিস করবো, না? তাই এখানে হিংসার ব্যাপারই বা আসছে কোথা থেকে?’

বলতে বলতে হাত বাড়ায় সৌভিক সুদেষ্ণার দেহের দুই পাশ দিয়ে... হাত রাখে সুদেষ্ণার কোমল স্ফিত নিতম্বের পাশে... হাতের তালুতে চেপে ধরে চাপ দেয় সেই কোমলতায়... ফ্যাসফ্যাসে গলায় বলে, ‘তুমি জানো না, কি ভিষন আনন্দ পাবে তুমি... হয়তো পরবর্তি কালে আরো এই রকম করতে চাইবে...’

সুদেষ্ণা মুখ তুলে ভালো করে তাকায় সৌভিকের পানে... সৌভিকের চোখের থেকে ঝরে পড়া উষ্ণতায় যেন সে গলে যেতে থাকে... চোখ বন্ধ করে এগিয়ে ধরে নিজের ঠোঁটদুটোকে... সৌভিক টেনে নেয় নিজের মুখের মধ্যে সুদেষ্ণার বাড়িয়ে ধরা ঠোঁট... চুষতে থাকে অক্লেশে... হাত খেলে বেড়ায় সুদেষ্ণার বর্তুল নিতম্বের ওপরে... নরম নিতম্বটাকে হাতের মধ্যে ধরে চটকায় নির্মমতায়... ‘উমমমম...’ গুঙিয়ে ওঠে সুদেষ্ণা সৌভিকের মুখের মধ্যে তীব্র যৌনাত্বক অনুভূতিতে... জড়িয়ে ধরে সৌভিককে নিজের বুকের মধ্যে... মুড়ে রাখা হাঁটুটাকে গুঁজে দেয় সৌভিকের দুই উরুর ফাঁকে... শক্ত পুরুষাঙ্গটা পরনের পায়জামার ভেতর থেকে যেন ফুঁসে উঠে ঠেঁকে সুদেষ্ণার হাঁটুর সাথে...

খিলখিলিয়ে হেসে ওঠে সুদেষ্ণা... ‘ইশশশশ... কি অবস্থা হয়েছে এটার?’ হাত নামিয়ে মুঠোয় ধরে পায়জামার ওপর দিয়েই দৃঢ় লিঙ্গটাকে... ‘উমমমমম...’ হাতের চাপে সেটা ধরে ওপর নীচে করে নাড়াতে নাড়াতে গুঙিয়ে ওঠে সে... তারপর হাত তুলে সৌভিকের একটা হাত ধরে সোজা নিয়ে আসে নিজের পায়ের ফাঁকে... প্যান্টির ব্যান্ডের ফাঁক গলিয়ে ঢুকিয়ে দেয় ভেতরে... ‘দেখোহহহ... শুধু তোমারই নয়... তোমার কথা শুনতে শুনতে আমিও ভিজে গিয়েছি একেবারে...’ ফিসফিসিয়ে বলে ওঠে সে...

ক্রমশ...
[+] 5 users Like bourses's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42
কেবল একটা কথাই বলবো। দারুণ।
BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER
Like Reply
#43
(06-03-2019, 05:40 PM)bourses Wrote: কতিপয় মন্তব্যের মধ্যে তোমারটা সর্বদাই পাই... ভালো লাগে...

রেপু রইলো আমার তরফ থেকেও...
Heart

তার কারণ আপনার গল্পের নতুন আপডেট কখনো না পড়ে থাকতে পারি না। আর পড়ার পর মন্তব্য না করে থাকতে পারি না।
BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER
[+] 1 user Likes Neelkantha's post
Like Reply
#44
(06-03-2019, 09:42 PM)Neelkantha Wrote: কেবল একটা কথাই বলবো। দারুণ।

(06-03-2019, 09:45 PM)Neelkantha Wrote: তার কারণ আপনার গল্পের নতুন আপডেট কখনো না পড়ে থাকতে পারি না। আর পড়ার পর মন্তব্য না করে থাকতে পারি না।

Ontoto tomar theke to koshto kore lekhar dam tuku pai.... Baki ra to torrent theke namano cinemar moto pore r chupishare kete jay..
Like Reply
#45
সময়ের কারণে এই দুদিন পড়া হয়নি । এখন বুঝতে পারছি কি জিনিস মিস করছি । মন বলছে ভবিষ্যতে সুদেষ্ণা নতুন কিছু পেতে চলেছে।দেখা যাক লেখকের কিছু ইচ্ছা । ভালোবাসা ও রেপু রইল।
Like Reply
#46
দারুণ !
Like Reply
#47
দারুন দারুন দারুন
সুদেষ্ণার বগলের মিশ্রিত গন্ধ থেকে বরের ফ্যান্টাসি গল্প শুনে প্যান্টি ভেজানো পর্যন্ত, একবারে নিখুঁত লেখা। রেটিংস রইলো।
Heart    lets chat    Heart
Like Reply
#48
[Image: 5c81f9e509b3e.png] 

সারা বিশ্বের                কল্যাণ যত

নারীদের অবদানে,

বিশ্ব নারী                দিবস আজিকে

তাঁদেরই সসম্মানে।

 

এই বিশ্বের              উন্নতি যত

সব নারীদের দান,

বিশ্ব নারী               দিবসে আজি

দিতে হবে সম্মান।

 

স্বদেশের তরে           করেছে সংগ্রাম

অস্ত্র ধরি নিজ হাতে।

সমান তালে             যুঝিয়াছে নারী

পুরুষের সাথে সাথে।

 

গৃহের কোণে             বন্দী নারীরা

উঠেছে হিমালয় চূড়ে,

নারী বন্দনা              দিকেদিকে আজ

তাই সারা বিশ্বজুড়ে।

 

নারীরা রত্ন              দেশের মণি

নারীরা জাতির মান,

তবুও কেন             পায় না নারী

যোগ্যা নারীর সম্মান?

 

এসো এসো নারী         দু-হস্ত প্রসারি

তুমি যে কল্যাণময়ী,

তুমি মা শক্তি             মায়ের জাতি

হও আজি বিশ্ব-জয়ী।
Like Reply
#49
(08-03-2019, 10:44 AM)bourses Wrote:
[Image: 5c81f9e509b3e.png] 

সারা বিশ্বের                কল্যাণ যত

নারীদের অবদানে,

বিশ্ব নারী                দিবস আজিকে

তাঁদেরই সসম্মানে।

 

এই বিশ্বের              উন্নতি যত

সব নারীদের দান,

বিশ্ব নারী               দিবসে আজি

দিতে হবে সম্মান।

 

স্বদেশের তরে           করেছে সংগ্রাম

অস্ত্র ধরি নিজ হাতে।

সমান তালে             যুঝিয়াছে নারী

পুরুষের সাথে সাথে।

 

গৃহের কোণে             বন্দী নারীরা

উঠেছে হিমালয় চূড়ে,

নারী বন্দনা              দিকেদিকে আজ

তাই সারা বিশ্বজুড়ে।

 

নারীরা রত্ন              দেশের মণি

নারীরা জাতির মান,

তবুও কেন             পায় না নারী

যোগ্যা নারীর সম্মান?

 

এসো এসো নারী         দু-হস্ত প্রসারি

তুমি যে কল্যাণময়ী,

তুমি মা শক্তি             মায়ের জাতি

হও আজি বিশ্ব-জয়ী।

কে বলে তুমি কন্যা, কে বলে তুমি জায়া,কে বলে তুমি জননী।
তুমি যে এ বিশ্ব চরাচরের অপার 
বাঙ্ময় বিষ্ময়, তুমি যে নারী।আজ নয়, আজ নয়, 
সভ্যতার সেই যুথবদ্ধতার আদিম সময় সরনি ধরে তুমি ই করেছ ধারণ, তুমি ই করেছ বহন,  তুমি ই রেখেছ বেঁধে এই সংঘবদ্ধতার চন্দ্রিল ছায়াপথে।
তুমি ই বুঝিয়েছ সমাজ কে মূল্যবোধ তোমার ওই আরক্তিম চেতনা দিয়ে।
রেখেছ তোমার চূড়ান্ত দায়বদ্ধতার তীব্র বহি:প্রকাশ সময়ের সাথে পাল্লা দিয়ে। 
তবুও হায় ছায়াবৃতা রেখে দিল তোমায় সেই কৃপণ আলোর অন্ত:পুরে।
আজ ও কি সমাজ বুঝবে না, তোমার দিয়ে যাওয়া নিয়ত ঘটমান সময়ের স্রোতে মূল্যবোধ এর শিক্ষা???????

আমি গর্বিতা আমি নারী।।।।।।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
Like Reply
#50
(08-03-2019, 03:20 PM)Nilpori Wrote: কে বলে তুমি কন্যা, কে বলে তুমি জায়া,কে বলে তুমি জননী।
তুমি যে এ বিশ্ব চরাচরের অপার 
বাঙ্ময় বিষ্ময়, তুমি যে নারী।আজ নয়, আজ নয়, 
সভ্যতার সেই যুথবদ্ধতার আদিম সময় সরনি ধরে তুমি ই করেছ ধারণ, তুমি ই করেছ বহন,  তুমি ই রেখেছ বেঁধে এই সংঘবদ্ধতার চন্দ্রিল ছায়াপথে।
তুমি ই বুঝিয়েছ সমাজ কে মূল্যবোধ তোমার ওই আরক্তিম চেতনা দিয়ে।
রেখেছ তোমার চূড়ান্ত দায়বদ্ধতার তীব্র বহি:প্রকাশ সময়ের সাথে পাল্লা দিয়ে। 
তবুও হায় ছায়াবৃতা রেখে দিল তোমায় সেই কৃপণ আলোর অন্ত:পুরে।
আজ ও কি সমাজ বুঝবে না, তোমার দিয়ে যাওয়া নিয়ত ঘটমান সময়ের স্রোতে মূল্যবোধ এর শিক্ষা???????

আমি গর্বিতা আমি নারী।।।।।।
Wow
Heart    lets chat    Heart
[+] 1 user Likes thyroid's post
Like Reply
#51
(08-03-2019, 03:20 PM)Nilpori Wrote: কে বলে তুমি কন্যা, কে বলে তুমি জায়া,কে বলে তুমি জননী।
তুমি যে এ বিশ্ব চরাচরের অপার 
বাঙ্ময় বিষ্ময়, তুমি যে নারী।আজ নয়, আজ নয়, 
সভ্যতার সেই যুথবদ্ধতার আদিম সময় সরনি ধরে তুমি ই করেছ ধারণ, তুমি ই করেছ বহন,  তুমি ই রেখেছ বেঁধে এই সংঘবদ্ধতার চন্দ্রিল ছায়াপথে।
তুমি ই বুঝিয়েছ সমাজ কে মূল্যবোধ তোমার ওই আরক্তিম চেতনা দিয়ে।
রেখেছ তোমার চূড়ান্ত দায়বদ্ধতার তীব্র বহি:প্রকাশ সময়ের সাথে পাল্লা দিয়ে। 
তবুও হায় ছায়াবৃতা রেখে দিল তোমায় সেই কৃপণ আলোর অন্ত:পুরে।
আজ ও কি সমাজ বুঝবে না, তোমার দিয়ে যাওয়া নিয়ত ঘটমান সময়ের স্রোতে মূল্যবোধ এর শিক্ষা???????

আমি গর্বিতা আমি নারী।।।।।।

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল,
অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী,
সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে যামিনী-শানি-, সমীরণ, বারিবাহ!
দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হ’য়েছে বধূ,
পুরুষ এসেছে মরুতৃষা ল’য়ে, নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।
স্বর্ণ-রৌপ্যভার,
নারীর অঙ্গ-পরশ লভিয়া হ’য়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে,
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে!
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।
পুরুষ হৃদয়-হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না’ক অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব,
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা,-
লব-কুশে বনে ত্যজিয়াছে রাম, পালন ক’রেছে সীতা।
নারী সে শিখা’ল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
দীপ্ত নয়নে পরা’ল কাজল বেদনার ঘন ছায়া।
অদ্ভুতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
বুকে ক’রে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ!
তিনি নর-অবতার-
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-
নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।
সে যুগ হয়েছে বাসি,
যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী!
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
কেহ রহিবে না বন্দী কাহারও , উঠিছে ডঙ্কা বাজি’।
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!
যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।
শোনো মর্ত্যের জীব!
অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
করিল তোমায় বন্দিনী, বল, কোন্‌ সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!
ধরার দুলালী মেয়ে,
ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
সেই সে আদিম বন্ধন তব, সেই হ’তে আছ মরি’
মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি’!
আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
লুটায়ে পড়িবে ও চরণ-তলে দলিত যমের সাথে!
এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।
সেদিন সুদূর নয়-
যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!

                                        --- কাজী নজরুল ইসলাম
[+] 1 user Likes bourses's post
Like Reply
#52
দারুন হচ্ছে। পরের অংশের অপেক্ষায়
Like Reply
#53
(08-03-2019, 05:43 PM)bourses Wrote: আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!
বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,
অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।
নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?
তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।
অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,
ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।
এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,
নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছে যত ফল,
অন্তরে তার মোমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।
জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী,
সুষমা-লক্ষ্মী নারীই ফিরিছে রূপে রূপে সঞ্চারি’।
পুরুষ এনেছে যামিনী-শানি-, সমীরণ, বারিবাহ!
দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হ’য়েছে বধূ,
পুরুষ এসেছে মরুতৃষা ল’য়ে, নারী যোগায়েছে মধু।
শস্যক্ষেত্র উর্বর হ’ল, পুরুষ চালাল হল,
নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল।
নর বাহে হল, নারী বহে জল, সেই জল-মাটি মিশে
ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।
স্বর্ণ-রৌপ্যভার,
নারীর অঙ্গ-পরশ লভিয়া হ’য়েছে অলঙ্কার।
নারীর বিরহে, নারীর মিলনে, নর পেল কবি-প্রাণ,
যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান।
নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে,
জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে!
জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।
কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপড়ি’ কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।
রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,
রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।
পুরুষ হৃদয়-হীন,
মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ।
ধরায় যাঁদের যশ ধরে না’ক অমর মহামানব,
বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব,
খেয়ালের বশে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা,-
লব-কুশে বনে ত্যজিয়াছে রাম, পালন ক’রেছে সীতা।
নারী সে শিখা’ল শিশু-পুরুষেরে স্নেহ প্রেম দয়া মায়া,
দীপ্ত নয়নে পরা’ল কাজল বেদনার ঘন ছায়া।
অদ্ভুতরূপে পুরুষ পুরুষ করিল সে ঋণ শোধ,
বুকে ক’রে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ!
তিনি নর-অবতার-
পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি’ কুঠার।
পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর-
নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর।
সে যুগ হয়েছে বাসি,
যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী!
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,
কেহ রহিবে না বন্দী কাহারও , উঠিছে ডঙ্কা বাজি’।
নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে!
যুগের ধর্ম এই-
পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।
শোনো মর্ত্যের জীব!
অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব!
স্বর্ণ-রৌপ্য অলঙ্কারের যক্ষপুরীতে নারী
করিল তোমায় বন্দিনী, বল, কোন্‌ সে অত্যাচারী?
আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা,
আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায় মল,
মাথার ঘোমটা ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও-শিকল!
যে ঘোমটা তোমা’ করিয়াছে ভীরু, ওড়াও সে আবরণ,
দূর ক’রে দাও দাসীর চিহ্ন, যেথা যত আভরণ!
ধরার দুলালী মেয়ে,
ফির না তো আর গিরিদরীবনে পাখী-সনে গান গেয়ে।
কখন আসিল ‘প্নুটো’ যমরাজা নিশীথ-পাখায় উড়ে,
ধরিয়া তোমায় পুরিল তাহার আঁধার বিবর-পুরে!
সেই সে আদিম বন্ধন তব, সেই হ’তে আছ মরি’
মরণের পুরে; নামিল ধরায় সেইদিন বিভাবরী।
ভেঙে যমপুরী নাগিনীর মতো আয় মা পাতাল ফুঁড়ি’!
আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভগ্ন চুড়ি!
পুরুষ-যমের ক্ষুধার কুকুর মুক্ত ও পদাঘাতে
লুটায়ে পড়িবে ও চরণ-তলে দলিত যমের সাথে!
এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যবে,
যে-হাতে পিয়ালে অমৃত, সে-হাতে কূট বিষ দিতে হবে।
সেদিন সুদূর নয়-
যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়!

                                        --- কাজী নজরুল ইসলাম

একটু আগুন পাই কোথায় ?

আগুন জ্বালাতে জ্বালাতে প্রস্তরযুগও পেরিয়ে এসেছি আমি
একটু আগুন যদি জ্বালিয়ে দাও –
     আমি হোম হতে পারি –
     ধুপ হতে পারি –
আমি তুবড়ির মত আনন্দ দিতে পারি –
একটু আগুন –
একটু আগুন যদি জ্বালিয়ে দাও ।।
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
Like Reply
#54
আপনাদের দুজনের এই যুগলবন্দী মনটাকে আচ্ছন্ন করে দিয়েছে, যা থেকে বের হওয়া খুবই মুশকিল। দুজনকেই অসংখ্য ধন্যবাদ।
BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER
Like Reply
#55
(09-03-2019, 11:01 AM)Neelkantha Wrote: আপনাদের দুজনের এই যুগলবন্দী মনটাকে আচ্ছন্ন করে দিয়েছে, যা থেকে বের হওয়া খুবই মুশকিল। দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

নীলকন্ঠ দাদা অষেশ ধন্যবাদ
অমৃতের সন্ধানে - নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।
Like Reply
#56
(09-03-2019, 11:01 AM)Neelkantha Wrote: আপনাদের দুজনের এই যুগলবন্দী মনটাকে আচ্ছন্ন করে দিয়েছে, যা থেকে বের হওয়া খুবই মুশকিল। দুজনকেই অসংখ্য ধন্যবাদ।

আমিও ধন্য আপনার ভালোবাসায়...
Heart Heart

রেপু রইল...
Like Reply
#57
[Image: 5c75315bb81fd.jpg] 

পর্ব ৬

সদ্য কামানো মসৃণ যোনিটাকে হাতের মুঠোয় ধরে কচলায় সৌভিক... আঙুলটায় মাখামাখি হয়ে যায় চুঁইয়ে বেরিয়ে আসা আঠালো রসে... ‘আহহ... তাই তো... আমার সোনাটারও তো দেখছি একেবারে অবস্থা খারাপ... দেখো... বলেছিলাম না... ভিষন ভালো লাগবে... এই সব কথাতেই এই অবস্থা... তাহলে অন্য কেউ যখন করবে তখন কি হবে তোমার এইটার?’ বলতে বলতে হাতের মধ্যমাটাকে ঢুকিয়ে দেয় যোনির ফাটলের ফাঁক গলিয়ে... ‘ইশশশশ...’ শিঁটিয়ে ওঠে আরামে সুদেষ্ণা... খামচে ধরে হাতের মুঠোয় ধরা লিঙ্গটাকে সবলে... জোরে জোরে ওঠানামা করায় হাতটাকে ফুলে শক্ত হয়ে থাকা লিঙ্গটাকে মুঠোয় রেখে... 


সুদেষ্ণাকে চিৎ করে শুইয়ে দেয় সৌভিক... নিমেষের মধ্যে পরনের সমস্ত কাপড়ের স্থান হয় বিছানা থেকে মাটিতে... দুটো নগ্ন শরীর অদম্য কামকেলীতে মেতে ওঠে...

সুদেষ্ণার তপ্ত রসে ভরা যোনির মধ্যে লিঙ্গের সঞ্চালন করতে করতে সৌভিক ফিসফিসিয়ে বলে ওঠে... ‘ভাবো তো... এখন তুমি পা ফাঁক করে চোদাচ্ছ একটা অন্য মানুষকে দিয়ে... দেখো কি আরাম হয়...’

শুনেই যেন কেমন সিরসির করে ওঠে পুরো শরীরটা সুদেষ্ণার... ‘যাহঃ... যত রাজ্যের অসভ্য কথা... আমার বয়েই গেছে এই সব ভাবতেই...’ পা দুটোকে তুলে সৌভিকের কোমরটাকে কাঁচি মেরে ধরতে ধরতে বলে সুদেষ্ণা...

‘আহা... ভাবতে দোষ কিসের... ভাবোই না...’ থেমে থেমে কোমরের দোলায় ধাক্কা দেয় সুদেষ্ণার যোনির মধ্যে...

‘নাহঃ... ও সব ভাবতে ভালো লাগে না আমার...’ স্বামীর চোখে চোখ রেখে উত্তর দেয় সুদেষ্ণা... আরামে সারা শরীরটা যেন অবস হয়ে থাকে তার...

‘একবার অন্তত আমার জন্য ভাবার চেষ্টা করো... প্লিজ...’ এই ভাবে নিজের স্ত্রীকে অনুরোধ করতে গিয়ে আরো যেন নিজেই উত্তেজিত হয়ে ওঠে সৌভিক... পুরুষাঙ্গটাকে চেপে ঢুকিয়ে রেখে শরীরটাকে ওঠা নামা করে রগড়ায় যোনির সাথে... আর এর ফলে নিজের যোনির মুখের ভগাঙ্কুরের সাথে সৌভিকের পুরুষাঙ্গের গোড়ার ঘন লোমের ঘসা লেগে এক স্বর্গীয় সুখ পায় সুদেষ্ণা... আরামে চোখ বন্ধ হয়ে আসে তার...

ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে সৌভিক... ‘ভাবছো?’

চোখ খোলে সুদেষ্ণা... সেই মুহুর্তে তার চোখে মিলনের ঘনঘটা... মাথা নাড়ে সে... ‘না... কাউকে সেই ভাবে মনে আসছে না যে...’

‘চেষ্টা করো... কারুর না কারুর কথা ঠিক মনে আসবে...’ ফের ফিসফিসিয়ে পরামর্শ দেবার চেষ্টা করে সৌভিক... লিঙ্গটাকে বাইরে টেনে এনে জোরে জোরে ঠেলে দেয় যোনির মধ্যে এবার... মুখ নামিয়ে শক্ত হয়ে থাকা একটা স্তনবৃন্ত তুলে নেয়... চুষতে থাকে সেটাকে মুখের মধ্যে নিয়ে...

‘উমমমম... উফফফফফ... চোষোহহহহহ... ইশশশশশশশ...’ কোঁকিয়ে ওঠে সুদেষ্ণা আরামে... চোখ বন্ধ করতেই কি করে যেন চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে তার সত্যি সত্যিই... অনেকদিন পর... একেবারে স্পষ্ট... আর সেটা কারুর নয়, সৌভিকেরই এক কাকার... সৌভিকের ছোট কাকার...

মুখটা বন্ধ চোখের আড়ালে ভেসে উঠতেই একটা প্রচন্ড তাপপ্রবাহ বয়ে যায় সুদেষ্ণার শরীরের মধ্যে দিয়ে... তার মনে হয় যেন যোনির মধ্যে ৪৪০ ভোল্টের একটা খোলা তার কেউ গুঁজে দিয়েছে... শরীরের ওপরে থাকা সৌভিকের নগ্ন দেহটাকে খামচে ধরে সে প্রাণপনে... ওহহহহহহহহ... গুঙিয়ে ওঠে শক্ত চোয়ালের আড়ালে...

কৌশিক... সৌভিকের কাকা... বিয়ের পরে সৌভিকদের বাড়ি যাবার পরই দেখা ওনার সাথে... দিল খোলা হাসি খুশি মানুষটা... বিয়ে’থা করেন নি... খুব ঘুরতে ভালোবাসেন... দেশে বিদেশে ঘুরেই ওনার দিন কাটে... খুব কম দিনই নিজের বাড়িতে সময় দেন... আর যখন থাকেন, তখন হাসি মজায় মজিয়ে রাখেন সবাইকে... রীতিমত জিম করা সুস্বাস্থের অধিকারী ভদ্রলোক... থাকেনও সর্বদা ফিটফাট... লম্বা, বলিষ্ঠ ঋজু দেহ... এক মাথা কাঁচাপাকা চুল... টিকালো নাক, পাতলা ঠোঁট... আর সব থেকে আকর্ষণীয় ওনার চোখদুটো... অসম্ভব গভীর সে চোখের দৃষ্টি... তাকালে মনে হয় যেন মনের একেবারে ভেতর অবধি সব কিছু উনি দেখতে পাচ্ছেন... ওনার চোখের দিকে বেশিক্ষন তাকিয়ে থাকা যায় না যেন...

প্রথম দর্শনেই কেমন একটা অদ্ভুত প্রচ্ছন্ন আকর্ষণ অনুভব করেছিল সুদেষ্ণা... এই নিয়ে সৌভিকের সাথে হাসাহাসিও করেছে নিভৃত্বে... কতদিন হয়েছে এই কাকাকে নিয়ে পেছনে লেগেছে সৌভিক... বিছানায় মিলনের সময় টিজ করেছে তাকে কাকার কথা মনে করিয়ে দিয়ে... সেও বরাবরই ঠাট্টার ছলেই নিয়েছে ব্যাপারটাকে... পালটা সেও বলতে ছাড়ে নি কাকার সাথে প্রেম করার বিশয়ে... সবই ঠিক ছিল, কিন্তু একটা দিনের ঘটনায় বাধ সাধলো ওই হাল্কা ঠাট্টাতামাশা গুলো...

সেদিন খুব বৃষ্টি হচ্ছিল... বাইরের ঘরে সুদেষ্ণা, শ্বশুর শাশুড়ি আর সৌভিক বসে গল্প করছিল... হটাৎ সৌভিকের ওই কাকা প্রায় দৌড়াতে দৌড়াতে ঢোকেন ঘরের মধ্যে... বৃষ্টির ছাঁটে একেবারে ভিজে চুপচুপে হয়ে... তা দেখে শাশুড়ি তাকে তাড়াতাড়ি পোষাক ছেড়ে নিতে বলেন... কাকা মাথা নেড়ে চলে যান নিজের ঘরে... বাকিরা আবার ফিরে যায় নিজেদের আড্ডায়...

সবাই ফিরে গেলেও, মনটা কেমন খচখচ করতে থাকে সুদেষ্ণার... অবিবাহিত একা মানুষটা... এই ভাবে ভিজে ফিরলো... কেন জানে না সে... ইচ্ছা করছিল এগিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়... কিন্তু নতুন বৌ সে... হুট করে উপযাযক হয়ে উঠে যাওয়াটাও দৃষ্টিকটূ... একটু উশখুশ করে শাশুড়িকে বলে ওঠে... ‘মা... আমি গিয়ে ছোটকাকাকে একটু দেখবো... মানে এই ভাবে ভিজে ফিরলেন উনি... যদি কোন সাহায্য লাগে...’

তার কথায় সৌভিক তো প্রথমেই উড়িয়ে দেয়... ‘আরে দূর দূর... কাকার এটা কি নতুন নাকি... ও কতবার এই ভাবে ভিজে ফিরেছে... ও নিজেই ঠিক সামলে নেবে... আর তাছাড়া... কাকা কেউ সাহায্য করুক, সেটা কোনদিনই চায় না... কাউকে কিছু করতেই দেয় না...’

শাশুড়ি কিন্তু কথাটা সৌভিকের মত উড়িয়ে দেন নি... হয়তো নতুন বৌয়ের মনটা ভালো বুঝেই বলে ওঠে, ‘তুই এই ভাবে বৌমাকে বারণ করছিস কেন রে? সত্যিই তো... কৌশিক এই ভাবে ভিজে ফিরেছে, কিছু প্রয়োজন হলেও তো হতে পারে...’ তারপর নতুন বৌএর দিকে ফিরে বলে উঠেছিলেন... ‘হ্যা বৌমা, যাও একবার বরং... দেখো, যদি কিছু লাগে...’

সাথে সাথে উঠে পড়েছিল সুদেষ্ণা... দ্রুত পায়ে এগিয়ে গিয়েছিল দোতলার ওই ঘরটার দিকে... যেতে যেতে কেন জানে না সে, বুকের মধ্যেটায় কেমন ঢিপঢিপ করে উঠেছিল... আঁচলটাকে টেনে গাছকোমরের মত করে ভালো করে পেঁচিয়ে গুঁজে দিয়েছিল শাড়ির ভেতরে...

হাল্কা পায়ে ঘরের সামনে এসে দাড়িয়েছিল সে... ভেজানো দরজার এপার থেকে মৃদু কন্ঠে প্রশ্ন করেছিল, ‘কাকা... আসবো?’

ভদ্রলোকের গলার স্বর এমনিতেই ভারী, ভরাট... ভেতর থেকে পালটা প্রশ্ন আসে... ‘কে? বৌমা? কেন?’

গলার স্বর কানে যেতে যেন শরীরের মধ্যেটায় একটা শিহরণ বয়ে যায় সুদেষ্ণার... ক্ষনিকের জন্য দমটা বন্ধ হয়ে যায় তার... অতি কষ্টে স্বাভাবিক থাকার চেষ্টা করে নিচু গলায় উত্তর দেয় সে... ‘না, মানে মা বললেন যদি আপনার কোন সাহায্য লাগে...’

‘বৌদি বলেছে?’ একটু যেন বিশ্ময় মিশে থাকে গলার স্বরে... তারপর খানিক চুপ থেকে ফের উত্তর আসে ভেতর থেকে... ‘বেশ... ভেতরে এসো...’

এবাড়িতে মাথায় ঘোমটা দেবার রীতি নেই, তাই ওই ভাবেই টানটান করে গুঁজে রাখা আঁচলেই ঘরের ভেজানো দরজায় ঠেলা দিয়ে খুলে ঘরে ঢোকে সুদেষ্ণা...

শুধু মাত্র পায়ের জুতো মোজাটাই খুলতে পেরেছেন ভদ্রলোক... তখনও সেই ভিজে প্যান্ট জামাতেই দাড়িয়ে রয়েছেন ঘরের মধ্যে... হাতে ধরা তোয়ালেটা... হয়তো এবার পোষাক খুলতেই উনি...

দ্রুত পায়ে এগিয়ে যায় সুদেষ্ণা... কাকার হাত থেকে তোয়ালেটা নিয়ে রাখে বিছানায়... ক্ষিপ্র হাতে খুলে দিতে থাকে ভেজা জামার বোতামগুলো... হয়তো সুদেষ্ণার এই ভাবে এগিয়ে আসায় খুশিই হয়েছিলেন সারা জীবন একা কাটানো মানুষটা... তাই বোধহয় সুদেষ্ণার কাজে বাধা দেননি তিনি... চুপ করে দাড়িয়ে থাকেন...

ভেজা জামাটা শরীর থেকে খুলে দিয়ে হাত গলিয়ে গায়ের গেঞ্জিটাও খুলে দেয় সুদেষ্ণা... তার সামনে তখন সবল মাঝবয়সী পুরুষের পেশল দেহ... দেহের প্রতিটা পেশি যেন সুস্পষ্ট... কেউ যেন পাথর খোদাই করে বানিয়েছে শরীরটাকে... খাটের থেকে তোয়ালেটা তুলে কাকার হাতে দিয়ে বলে সে... ‘প্যান্টটা ছেড়ে ফেলুন আগে...’ বলে পেছন ফিরে দাঁড়ায় সে... খসখস আওয়াজে বোঝে ভেজা প্যান্ট খোলার প্রচেষ্টার...

আওয়াজটা থামলে ঘুরে দাড়ায়... তারপর ঘরের আনলার কাছে গিয়ে একটা শুকনো পায়জামা তুলে নিয়ে এসে বাড়িয়ে দেয় কাকার উদ্দেশ্যে ... ‘এটা চট করে পড়ে নিন...’

বাধ্য ছেলের মত তোয়ালেটাকে আড়ালে রেখে পড়ে নেন বাড়িয়ে দেওয়া পায়জামাটা... তারপর ছেড়ে ফেলা তোয়ালেটা দিয়ে মুছতে শুরু করেন নিজের গা’টা... কিন্তু সুদেষ্ণা তাড়াতাড়ি তোয়ালেটা ওনার হাত থেকে নিয়ে নেয়... ‘আপনি খাটে বসুন... আমি মুছিয়ে দিচ্ছি...’

একবারও আপত্তি করেন না ভদ্রলোক... চুপচাপ সুদেষ্ণার হাতে তোয়ালেটা তুলে দিয়ে খাটে বসেন... বিনাবাক্য ব্যয়ে শরীর থেকে জলগুলো মুছে দিতে থাকে সুদেষ্ণা... পরম মমতায়... গা মোছানো হলে সোজা হয়ে দাঁড়ায় সে... এগিয়ে যায় ভেজা মাথার চুলগুলো মুছিয়ে দিতে... তার উচ্চতার সাথে তাল মিলিয়ে বসে থাকা কাকার মাথাটা সমান্তরাল থাকে সুদেষ্ণার বুকের সাথে... মাথার ওপরে তোয়ালেটা রেখে যত্ন করে মোছাতে থাকে সে... চুলের মধ্যে আঙুল চালায় তোয়ালের মধ্যে দিয়ে...

সৌভিকের কাকার মাথাটা একটু একটু করে ঝুঁকে আসতে থাকে সামনের পানে মাথার চুলের মধ্যে তোয়ালের সঞ্চালনের ফলে... তারপর একটা সময় মাথাটা ঠেকে যায় সুদেষ্ণার নরম বুকের সাথে... সচকিত হয়ে ওঠেন ভদ্রলোক... পিছিয়ে নিতে যান মাথাটা নিজের পেছন পানে... ‘সরি...’ অস্ফুট স্বরে ক্ষমা চান সুদেষ্ণার কাছে তার এই প্রকার কাজের জন্য...

‘ঠিক আছে কাকা... কোন অসুবিধা নেই... আপনি রাখুন...’ ফিসফিসিয়ে উত্তর দেয় সুদেষ্ণা... মাথাটা ধরে নিজেই টেনে নেয় বুকের দিকে... আলতো করে চেপে ধরে মাথাটাকে নিজের বুকের ওপরে... মাথার পেছনদিকের চুলগুলো মোছাতে মোছাতে...

কাকার স্পর্শ পেতেই বুকের মধ্যেটায় যেন হাজারাটা দামামা বেজে ওঠে তার... হৃদপিন্ডটা যেন অস্বাভাবিক দ্রুততায় ধকধক করতে থাকে... স্লথ হয়ে আসে হাতের চাপ...

শরীরের ওপরে পরে থাকা শাড়ি, ব্লাউজ, ব্রাএর পরত পেরিয়ে ত্বকে একটা তপ্ত অনুভূতির স্পর্শ লাগে সুদেষ্ণার... সৌভিকের ছোটকাকার কপালটার লেগে থাকা জায়গাটা থেকে যেন আগুনের হল্কা তার বুকের নরম স্তনদুটোর পুড়িয়ে দিচ্ছে মনে হলো... আর সেই সাথে কাকার নাক থেকে বেরিয়ে আসা উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া শাড়ি পাতলা আবরণ পেরিয়ে ঝরে পড়ে নির্মেদ উন্মক্ত পেটের ওপরে... ‘উমমমম...’ একটা চাপা শিৎকার কানে আসে সুদেষ্ণার... হাতের থেকে খসে পড়ে তোয়ালেটা... আধভেজা ঘন চুলের মধ্যে আঙুল চালায় সে... আরো নিবিড় করে টেনে নেয় মাথাটাকে নিজের বুকের মধ্যে... স্পর্শ পায় দুটো বলিষ্ঠ হাতের তার নিতম্বের ওপরে... নিজের জঙ্ঘাটাকে এগিয়ে ধরে কাকার পানে...

‘যদি একবার দেখতে চাই... পারি কি?’ ফিসফিসিয়ে প্রশ্ন করে সৌভিকের কাকা...

‘কিহহহহ...?’ চাপা গলায় ফিরিয়ে জিজ্ঞাসা করে সুদেষ্ণা...

‘তোমার বুকদুটো... বড্ড সুন্দর...’ সেই একই ভাবে নীচু গাঢ় গলায় উত্তর দেন ভদ্রলোক...

একবার চকিতে খোলা দরজার দিকে তাকায় সুদেষ্ণা... কাকার ঘরটা একেবারে শেষ প্রান্তে... আর সচারাচর হটাৎ করে এই দিকে কেউ একটা বড় আসে না... ভেবে খানিকটা আস্বস্থ হয় সে... তারপর সোজা হয়ে এক পা পিছিয়ে দাঁড়ায় ওনার সামনে... কাঁধের ওপরে হাত রেখে আঁচলটাকে ধরে নামিয়ে দেয় বুকের ওপর থেকে নির্দিধায়... কাকার চোখের সামনে মেলে ধরে ব্লাউজের আবরণে ঢাকা উদ্ধত দুটো পুরুষ্টু স্তনদ্বয়...

মোহিত চোখে খানিক তাকিয়ে থাকেন সে দিকে ভদ্রলোক... তারপর সেই আগের মত ফিসফিসিয়ে বলে ওঠেন... ‘আর...’

ঘোর লাগে সুদেষ্ণার চোখের মণিতে... সারা শরীরটার থেকে একটা আগুনের হল্কা বিচ্ছুরিত হতে থাকে যেন... শুকিয়ে ওঠে গলার মধ্যেটায়... কাঁপা গলায় বলে সে... ‘ওটা আপনি নিজে খুলে নিন...’

‘উমমমমম...’ সুদেষ্ণার কথায় গুঙিয়ে ওঠে ভদ্রলোক... আস্তে আস্তে হাতদুটো তুলে বাড়ান ব্লাউজের সামনে থাকা হুকগুলো লক্ষ্য করে... কাঁপা হাতে হুকগুলো একটা একটা করে খুলে ফেলতে থাকেন... সুদেষ্ণা চোখ বন্ধ করে চুপ করে দাড়িয়ে থাকে ভদ্রলোকের হাতের সামনে এক ভাবে... শুধু অনুভব করে এক সময় ব্লাউজের সামনেটার বাঁধন আলগা হয়ে যাবার... বোঝে এখন তার ওই নরম সম্পদদুটো শুধু মাত্র ব্রায়ের আড়ালে ঢাকা রয়েছে... বন্ধ চোখেই হাত তুলে গায়ের থেকে হুক খোলা ব্লাউজটা খুলে দেয় সে... শুধু মাত্র একটা সাদা ব্রা পরিহিত অবস্থায় ঘুরে দাঁড়ায় পেছন ফিরে ভদ্রলোকের কাছে... নিটল পীঠটায় ব্রায়ের সাদা স্ট্র্যাপদুটো কাঁধ থেকে নেমে এসে থেমে গিয়েছে মাঝবরাবর... চওড়া ফিতের সাথে মিলে গিয়েছে... মসৃণ উজ্জল বাদামী পীঠের ওপরে সাদা ব্রায়ের রঙটা যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে... আলগা হয়ে যায় ব্রায়ের হুক... এক জোড়া তপ্ত ঠোঁটের ছোঁয়া পড়ে সুঠাম পীঠের ওপরে... ‘আহহহহ...’ চাপা শিৎকার বেরিয়ে আসে সুদেষ্ণার ঠোঁটের ফাঁক গলে...

‘সামনে ঘোরো...’ চাপা স্বরে ভারী গলায় আদেশ আসে পেছন থেকে...

যন্ত্রচালিতের মত ঘুরে দাঁড়ায় সুদেষ্ণা... সৌভিকের কাকার মুখের ঠিক সামনে মেলে থাকে তার সযন্তে লালিত স্তনযুগল আলগা হয়ে থাকা ব্রায়ের মধ্যে... কাঁধের ওপরে হাত রেখে নামিয়ে দেয় স্ট্র্যাপদুটোকে কাঁধ থেকে তার... খসে পড়ে যায় ব্রাটা শরীর থেকে... স্থান হয় সেটার পায়ের সামনে, মাটিতে... এখন আর কোন আবরণই থাকে না... সম্পূর্ণ নগ্ন বক্ষে কাকার চোখের সন্মুখে মেলে ধরে থাকে নিটোল তম্বী স্তনদুটোকে... অপার কামনায় তখন শক্ত হয়ে উঁচিয়ে রয়েছে দুটো গাঢ় বাদামী বৃন্ত বলয়ের মধ্যে থেকে...

দুটো হাতের মুঠোর মধ্যে নিয়ে আলতো করে চাপ দেন ভদ্রলোক স্তনদুটোয়... তারপর চাপ বাড়ে মুঠোর... ‘উমমম...’ শিৎকার করে চাপা গলায় সুদেষ্ণা... হাতের আঙুলের ফাঁকে থাকা চুলের গোছাটা চেপে ধরে... টান দেয় মাথাটাকে নিজের বুকের দিকে... নরম স্তনের ওপরে সবলে চেপে ধরে পুরো মাথাটাকে সে... সৌভিকের কাকা গুঁজে যাওয়া মাথাটাকে ঘসতে থাকে ডাইনে বাঁয়ে করে... কপালে, গালে, চোখের ওপরে মেখে নিতে থাকে নরম স্তনের মসৃণ ত্বকের পরশ... শক্ত স্ফিত হয়ে থাকা বড় বড় বোঁটাগুলো রগড়ে যায় মুখের চামড়ায়...

স্তন ছেড়ে হাতদুটোকে বাড়িয়ে দিয়ে দেহের টাল রাখে নরম উদ্যত নিতম্বের ওপরে রেখে... হাতের মুঠোয় নিয়ে নিতম্বের মাংসল দাবনাদুটোকে চটকাতে থাকে অক্লেশে... মাথাটাকে একটু তুলে বুকের একটা বোঁটা পুরে নেয় মুখের মধ্যে... ‘আহহহহহ... ইশশশশশ...’ হাতের মুঠোয় থাকা চুলগুলো শক্ত করে খামচে ধরে হিসিয়ে ওঠে সুদেষ্ণা...

মুখ বদল করে স্তনের বোঁটার... অপর বোঁটাটাকে মুখের মধ্যে পুরে সজোরে চুষে চলেন ভদ্রলোক... জিভ বোলান মুখের মধ্যে থাকা বোঁটার চারপাশটায়... দাঁতের হাল্কা কামড় বসান বোঁটার গোড়াটায়... ‘উমমম... মাহহহহহ...’ চাপা শিৎকার করে সুদেষ্ণা... সারা শরীরটায় আগুন ধরে যায় তার... কাকার মুখের মধ্যে পুরে থাকা বোঁটাকে রেখেই চেপে ধরে সে পুরো মাথাটাকে নিজের বুকের মধ্যে... বুঝতে অসুবিধা হয় না পরণের প্যান্টিটা আর তার যোনি রস ধরে রাখতে সক্ষম নয়... প্যান্টির কাপড় অনেকক্ষন আগেই চুপচুপে হয়ে ভিজে উঠেছিল, আর এখন সেটা উপচিয়ে রস গড়িয়ে নেমে চলেছে সুঠাম থাই বেয়ে... নীচের পানে...

‘এবার ছাড়ুন... অনেক খেয়েছেন...’ ফিসফিসিয়ে বলে সুদেষ্ণা... বলে ঠিকই কিন্তু ইচ্ছা করে না তার ভদ্রলোকের মুখের মধ্যে থেকে বোঁটাটাকে টেনে বের করে নিতে... মনে হয় আরো, আরো অনেকক্ষন ধরে চুষে যান এই ভাবেই...

কিন্তু সৌভিকের কাকা স্তনের বোঁটাটা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসেন... আরো একবার ভালো করে দুটো স্তনকে দেখে নিয়ে মুখ তোলেন উনি... ‘বড়ো সুন্দর তোমার বুকদুটো...’ গাঢ় স্বরে বলে ওঠেন সুদেষ্ণাকে...

মাথার চুল ছেড়ে সেও সোজা হয়ে দাড়িয়েছে ততক্ষনে... মাটির থেকে ব্রাটা তুলে নিয়ে পড়ে নিতে নিতে ঠোঁটের কোনে হাসি এনে বলে, ‘তাই?’

‘হু...’ ছোট্ট করে উত্তর দেন ভদ্রলোক...

তরিৎ হাতে ব্রা, ব্লাউজ পড়ে আঁচলটাকে ঠিক করে ফেলে দেয় কাঁধের ওপরে... তারপর মুখ তুলে একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, ‘আসছি...’ বলে আর দাঁড়ায় না... দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে নেমে যায় নীচে, যেখানে তখনও অন্যেরা বসে কথা বলছে...

এরপর সেইদিন রাতেই সৌভিককে জানায় তার আর তার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনাটা... শুনে সৌভিক খুব হাসে... পেছনে লাগে খুব... তারপর কতরাত সেই কাকার কথা মনে করেই সৌভিক রোল প্লে করে তাকে রমন সুখে পাগল করে তুলেছে বারংবার...

তারপর কেটে গিয়েছে দশটা বছর... একটু একটু করে সে ঘটনা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছে... সময়ের ধূলো পড়ে হারিয়ে গিয়েছিল সেদিনের বৃষ্টিভেজা সন্ধ্যেটা... কিন্তু আজ হটাৎ করেই যেন মুখটা ফিরে আসে সুদেষ্ণার বন্ধ চোখের আড়ালে... আর আসতেই কেঁপে ওঠে তলপেটটা সুদেষ্ণার... সজোরে যোনি পেশি দিয়ে কামড়ে ধরে তার শরীরের অভ্যন্তরে সেঁদিয়ে থাকা সৌভিকের দৃঢ় লিঙ্গটাকে... ‘আহহহ মমমমমহহহহহ...’ সৌভিকের নগ্ন পীঠের পেশিতে প্রায় নখ গেঁথে যায় তার... মুখের সামনে থাকা সৌভিকের বাহুর মাংসে দাঁত বসিয়ে দেয় সে অক্লেশে... ‘মুহহহমমমহহহ...’ বন্ধ মুখের মধ্যে থেকে গুঙিয়ে ওঠে সে... কলকল করে শরীর থেকে নিষ্কৃত হতে থাকে উষ্ণ রসের ধারা... ভিজিয়ে তোলে বিছানার চাঁদর... ‘উফফফফফফ... করোওওওওও... চেপে চেপে করো নাহহহহহ...’ পাদুটোকে তুলে কাঁচি মেরে টেনে ধরে সৌভিকের দেহটাকে নিজের পানে... তুলে তুলে দেয় কোমরটাকে নীচ থেকে সৌভিকের লিঙ্গ সঞ্চালনার সাথে তালে তাল মিলিয়ে... ‘ওওওওওওও মাহহহহহ... করোহহহহহ... আমার আসছেএএএএএএ...হহহহহ...’ কোঁকিয়ে ওঠে তীব্র রাগমোচনের সুখানুভূতিতে... সৌভিক তাড়াতাড়ি সুদেষ্ণার মুখটাকে চেপে ধরে হাতের মধ্যে... এই ভাবে তীব্র চিৎকারে পাশের ঘরে ঘুমন্ত ইশানের উঠে পড়া খুবই স্বাভাবিক হয়ে পড়বে সেটা বুঝে নিয়ে... পাগলের মত নিজের শরীরটাকে নাড়ায় নীচ থেকে সুদেষ্ণা... যোনিটাকে ঘসে সৌভিকের লিঙ্গের গোড়ার লোমের গোছার সাথে... ‘উননগগগহহহহ...’ সৌভিকের চেপে রাখা হাতের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে থাকে অস্ফুট অবোধ্য কিছু আওয়াজ... সৌভিক অনুভব করে তার দেহের নীচে থাকা শরীরটার মধ্যের এক প্রচন্ড কম্পন... বার দুয়েক সে কোমর সঞ্চালন করে নিজের, তারপর সেও ঠেসে ধরে ফুঁসতে থাকা লিঙ্গটাকে সুদেষ্ণার যোনির মধ্যে... গলগল করে উগড়ে দিতে থাকে ঝলকে্র পর ঝলক গাঢ় বীর্য...

আসতে আসতে শান্ত হয়ে আসে দুটো শরীর... একটু পর সুদেষ্ণার দেহের ওপর থেকে নেমে গিয়ে শোয় পাশে... সুদেষ্ণাও উঠে বসে বাথরুমে যাবার জন্য...

‘কাকে ভেবে খসালে? হু?’ মুচকি হেসে বলে ওঠে সৌভিক...

‘যাহঃ... অসভ্য...’ বলতে বলতে লালের ছোয়া পড়ে সুদেষ্ণার গালের ওপরে...

‘যা বাবা... নিজে ভাবতে ভাবতে খসালে, তার বেলায় দোষ নেই, আর জিজ্ঞাসা করলেই দোষ...’ হাত উল্টে অবাক হবার ভঙ্গি করে সৌভিক...

মুচকি হাসে সুদেষ্ণা... তারপর তাড়াতাড়ি স্বামীর বুকে মধ্যে মুখ লোকায় সে... ‘হটাৎ করে তোমার ছোটকাকার কথা মনে পড়ে গেল...’

‘আরে বাহ!... তাই নাকি?... এই এতদিন পর?’ হাসতে হাসতে জিজ্ঞাসা করে সৌভিক...

স্বামীর বুকের মধ্যেই মাথা নাড়ে সুদেষ্ণা... ‘হুম... হটাৎ করেই... ওনার কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম... তুমি বলতে কেন জানি না মনে পড়ে গেলো ওনার মুখটা...’

‘আর অমনি আমার বউ আরামে রস খসিয়ে ফেললো...’ হাসতে হাসতে বলে সৌভিক... সুদেষ্ণার নগ্ন পীঠের ওপরে হাত রাখে...

‘যাহঃ... পাজি...’ বলে মুখ তুলে সৌভিকের গালে একটা চুম্বন এঁকে দিয়ে দৌড়ে পালায় বাথরুমের দিকে সে...


ক্রমশ...
[+] 5 users Like bourses's post
Like Reply
#58
কোনো মন্তব্য করব না। কেবল পড়ব আর মুগ্ধ হব।
BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER
Like Reply
#59
আপনার লেখা যে কতটা উচ্চমানের তা আরো একবার প্রমাণ পেলাম ।
Like Reply
#60
(11-03-2019, 08:28 PM)Neelkantha Wrote: কোনো মন্তব্য করব না। কেবল পড়ব আর মুগ্ধ হব।

Bar bar shukno dhonyobad diye apnar valobasha ke choto korte mon chaichhe na... Kintu na boleo upay nei... Tai boltei holo... Osesh dhonyobad...
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)