18-04-2020, 12:45 AM
বা খুব সুন্দর আপডেট ।। বেশ ভালো ই গল্প এগিয়ে যাচ্ছে ।।।
গল্পের মত বাস্তব
|
18-04-2020, 12:45 AM
বা খুব সুন্দর আপডেট ।। বেশ ভালো ই গল্প এগিয়ে যাচ্ছে ।।।
18-04-2020, 09:14 AM
বা খুব সুন্দর আপডেট ।। বেশ ভালো ই গল্প এগিয়ে যাচ্ছে ।।।
19-04-2020, 03:00 AM
19-04-2020, 03:01 AM
19-04-2020, 03:02 AM
হ্যাঁ আঁখি তুমি ঠিকই শুনেছ | আজকের মত পরিস্থিতি অন্য কারোর সাথে হলেও আমি এমনভাবেই ঝাঁপিয়ে পড়তাম মানবিকতার খাতিরে, কিন্তু আমি এটাও স্বীকার করতে বাধ্য যে তোমার জন্য যা করেছি তা শুধু মানবিকতার খাতিরেই নয়........ এই কয়েকদিনেই তুমি আমার বাইরের শক্ত আবরণটা ভেঙে অনেকটা ভেতরে ঢুকে পড়েছ | তোমার সাথে দূরত্ব বজায় রাখতে গিয়ে নিজেই কখন তোমাকে নিজের এতটা কাছের করে ফেলেছি বুঝতেই পারিনি | আমি জানি আমার তোমাকে ওইভাবে বলায় তুমি খুব কষ্ট পেয়েছ, আমায় ভুল বুঝো না আঁখি | আমার যে আর কিছু করার ছিলো না | তোমায় এখন পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের স্বপ্ন গুলো পূরণ করতে হবে | তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমি তোমার স্বপ্ন গুলোকে এভাবে হারিয়ে যেতে দিতে পারি না |
আর তাছাড়া তোমার আমার বয়সের তফাতের জন্য সমাজ এই সম্পর্কটাকে ভালো চোখে মেনেও নেবে না | হয়ত বা ভাবতে পারে যে তোমার সম্পত্তির লোভে তোমাকে....... আমার একলা বে-রঙ জীবনকে রঙীন করে তোলার জন্য আমি তোমার কাছে চির ঋণী | সেদিন কলেজ থেকে ফেরার পর তোমার ওই চিঠিটা পড়ে নিজের আবেগটা নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে পড়েছিল | তুমি যে আমার কাছে কি সেটা কয়েকদিনে তোমার অনুপস্থিতিতেই বেশ বুঝতে পেরেছি | যখন আমার সামনে রাঘব তোমার সাথে অমন ব্যবহার করত তখন নিজের রাগটা সংযত করা কতটা কষ্টের বলে বোঝাতে পারব না, ইচ্ছে হত এক চড়ে ওর গাল লাল করে দিই | কিন্তু তাই বলে স্বার্থপরের মত এখনই যদি তোমাকে মনের কথা বলে দিই তাহলে তুমি নিজের স্বপ্ন গুলো ভুলে আমায় নিয়ে আমার স্বপ্ন গুলো নিয়েই ব্যাস্ত হয়ে পড়বে | ভুলে যাবে নিজের কথা নিজের স্বপ্ন গুলোর কথা, জড়িয়ে পড়বে সংসারের বাঁধনে | অনেক তো অন্যের কথা ভাবলে আঁখি, এবার আমি চাই তুমি তোমার মত বাঁচো | নিজের জন্য নিজের মত করে | তোমার পথের সমস্ত বাঁধা সরিয়ে দেব আমি, তুমি শুধু সামনের দিকে এগিয়ে চলবে | ****************************** সকালবেলা ঘুম থেকে উঠেই ঝটপট ফ্রেশ হয়ে নিলাম | জামা কাপড় তো তাড়াতাড়ি তে কিছুই আনতে পারি নি তাই পড়নের বেনারসিটাই ঠিক করে পড়ে নিলাম | এখানে যখন থাকতেই হবে তাই এখন প্রধান কাজ হল স্যার ওঠার আগে একটু পরিষ্কার করে নেওয়া আর সেই ফাঁকে ওনার দেখার আগেই যে ওই চিঠিটাও খুঁজে বের করতে হবে | না হলে লজ্জায় ওনার সামনে দাঁড়াব কি করে!!!! উনি মানবিকতার খাতিরে এত কিছু করছেন | আমায় বিশ্বাস করে লোকের কথা সমাজের কথা উপেক্ষা করেও নিজের বাড়িতে থাকতে দিয়েছেন | আমার পড়াশোনার ব্যবস্থা করছেন আর সেখানে কি না আমি ওনাকে নিয়ে........ ছি: !!! ওনার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই সেখানে আমি কি করে বলি ওনাকে মনের কথাটা | ঘরের কাজ করার অভ্যাস আমার ছিলই কিছুটা সখে বেশিরভাগটাই দায়ে পরে | তবে যাই হোক এখানে কাজ করতে কেমন একটা অন্যরকম লাগছে | কোনো বাঁধা নিষেধ ছাড়া, স্বাধীন ভাবেই নিজের স্বাচ্ছন্দ্য মত কাজ করলে যেন বাঁধা দেওয়ার কেউ নেই | হ্যাঁ আগেও আমি এ বাড়িতে এসেছি, টুকটাক কাজও করেছি, তবে কালকে স্যারের ওই কথা গুলো বলার পর থেকে কেমন যেন একটা অলিখিত দায়িত্ব অধিকারবোধ জন্মে গিয়েছে | যখন উনি আমাকে শোয়ার ঘর দেখিয়ে বললেন, এটাকে নিজের বাড়ি বলেই মনে করো আঁখি | বাইরের লোকের ভাবনা বাইরের লোককেই ভাবতে দিও | তুমি এখানে নিজের মত স্বাধীন ভাবে থেকো, কোনো রকম সঙ্কোচ মনে রেখো না | এখানের প্রতিটা জিনিষের ওপর তোমার অধিকার আছে | কাল যখন উনি অমনভাবে অধিকারের কথাটা বলছিলেন........ তখন ওনার চোখের ভাষায় ছিল আপনজনকে ফিরে পাওয়ার ব্যাকুলতা, একাকিত্ব মোচনের আনন্দ | হাজার লুকানোর চেষ্টা করেও ওনার অব্যক্ত চোখের ভাষা আমার থেকে আড়াল করতে পারেন নি | আচ্ছা আমি কিছু ভুল করছি না তো??? উনি হয়ত আমার জন্য বিশেষ কিছু অনুভব করেন কিন্তু সঙ্কোচের জন্য বলে উঠতে পারছেন না | হয়ত উনিও আমাকে........ নাহ: একবার চেষ্টা করে দেখা উচিত, যদি ওনাকে নিয়ে আমার পূর্ব অনুমান ভুল প্রমাণিত হয় তাহলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না | এমন কি আমিও চাই ভুল প্রমাণিত হতে | ****************************** পাশ ফিরে শুতে গিয়েই খেয়াল হল, আরে আমি তো সোফায় শুয়ে | কাল বোধ হয় অনেক রাত হয়ে গিয়েছিল তাই ঘরে না গিয়ে এখানেই........ নাহ: আর শোবো না বেলা ও অনেক হল | ভাগ্যিস আজ ছুটির দিন তাড়াতাড়ি নেই, বেকার রান্না করে সময় নষ্ট না করে এই ফাঁকে খাতা গুলো দেখে নি, না হলে কাল আর সময় মত খাতা গুলো জমা দিতে পারবো না | এসব ভাবতে ভাবতে ঘরে ঢুকে আমার চক্ষু চড়ক গাছ | এ কি দেখছি, এটা কার ঘর!!!!! মানে কাল অবধি তো আমার মানে, এখনও বোধ হয়........ কিন্তু এরম ভোল বদল কে ঘটালো | এতদিন শুধু বই খাতা, আসবাবপত্র ছড়ানো ছিটানোই দেখে অভ্যস্ত | আজ সবকিছু কেমন নিজের যায়গায় | বিছানায় টানটান করে চাদর পাতা, জানলার পর্দা গুলোও কে যেন পাল্টে দিয়েছে | দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ঘরটাকে দেখছিলাম থুড়ি চেনার চেষ্টা করছিলাম | - আরে তখন থেকে ডাকছি, ঘরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছেন বলুন তো??? সরুন দেখি আমাকে হাতের ফুল গুলো রাখতে দিন, মেলা কাজ পরে আছে | - ওহ তুমি, তা এই ফুল কোথা থেকে পেলে শুনি??? - আরে বারান্দায় গিয়েছিলাম, সেখানেই | তা গাছ গুলোকে এত যত্ন করেন, নিজের দিকেও একটু খেয়াল দিতে পারেন | - হুমমমমম, তাই ভাবি এত সব কে করলো, এতসব কিছুর কোনো দরকার ছিলো না কিন্তু | শুধু শুধু........... - উফফফফ, ঘুম থেকে উঠে দেখছি সবই ভুলে গিয়েছেন | কাল রাতেই বললেন এটাকে নিজের বাড়ি ভেবে থাকতে আর এখন বলছেন কি দরকার, তা আমি কি এই রকম অগোছালো ভাবে থাকবো নাকি??!!!!! - না মানে আসলে, এতদিন পর নিজের ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে........... - হুমমমমম, বুঝলাম, এবার যান দেখি ঝটপট ফ্রেশ হয়ে আসুন | আমি যাই ঝটপট লুচি গুলো ভেজে ফেলি | ******************************** বাব্বা আঁখি তো দেখছি পাক্কা গিন্নীদের মত করে কথা বলছে | এক বেলার মধ্যেই সবকিছু কত সুন্দর ভাবে বদলে দিয়েছে | ওর হাতের ছোঁয়ায় বাড়িটা যেন আবার প্রাণ ফিরে পেল | সদ্যস্নাতা আঁখি যখন হাতে ফুল গুলো নিয়ে দাঁড়িয়ে কথা বলছিল, ওর গা থেকে ভেসে আসা ভিজে সুগন্ধে কেমন যেন আবিষ্ট হয়ে পড়ছিলাম | ওর ওই চোখের চাহনি, চোখের ওপর আসা অবাধ্য ভিজে চুল থেকে চুঁইয়ে জল পরে যখন ওর কথা বলতে ব্যাস্ত ঠোঁট গুলোর তৃষ্ণা মেটাতে উদ্যত, তখন আমার ও ইচ্ছে হচ্ছিল ওই ঠোঁটে ঠোঁট রেখে অমৃত সুধা পান করতে |
19-04-2020, 09:04 AM
অনিরুদ্ধ এবার চাইলেও আঁখির প্রেম ফেরাতে পারবে না, দারুন এগোচ্ছে গল্প
19-04-2020, 09:25 AM
Wow ....Darun jome uteche golpo .... Akon ke ki kore prothom setai dekar ....
20-04-2020, 03:53 AM
20-04-2020, 03:54 AM
20-04-2020, 03:55 AM
ঝটপট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখি এ তো এলাহী আয়োজন | ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি | অঞ্জলি চলে যাওয়ার পর এইসব রান্না, জলখাবার প্রায় ভুলেই গিয়েছি | আজ এত সুন্দর করে টেবিল সাজানো দেখে এক মূহুর্তে পুরোনো কথা গুলো মনে পড়ে গেল | আগে ছুটির দিনে সকালে রান্না ঘরে মা ব্যস্ত থাকতো লুচি ভাজতে, আমি আর বাবা টেবিলে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতাম আর মা আগে কাকে দেবে সেটা নিয়ে বেশ একটা ছোটো খাটো ডিবেটই হয়ে যেত | কিন্তু আমাদের কাউকেই জিততে না দিয়ে প্রতিবারই মা লুচির প্লেট দুজনকে একসাথেই দিত | আর খাবার থালায় বসে হার জিত নিয়ে সময় নষ্ট না করে লুচিতে মনোনিবেশ করাই বাঙালির পরম ধর্ম বলে মনে করায় সেদিনের মত বিবাদের নিষ্পত্তি ঘটত |
- আরে কি মুশকিল, তখন থেকে লুচি গুলোর দিকে তাকিয়ে কি ভাবছেন বলুন তো? ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো, শুরু করুন | - ওহ: হ্যাঁ হ্যাঁ....... এই তো...... বাব্বা আজ তো মাসি অনেক জলখাবার বানিয়েছে দেখছি | কি তুমি মেনু ঠিক করে দিলে বুঝি? নাহলে তো পাউরুটি মাখন ছাড়া কপালে আর কিছু জোটে না | - হুমমমম বুঝলাম....... কিন্তু হঠাৎ এই মাসি, আপনার রান্না ঘরে তো অন্য কারোর প্রবেশ নিষেধ | এমনকি আমাকেও কোনোদিন........... - আরে তেমন কিছু না | ওই কয়েকদিন তোমার ব্যাপারটা নিয়ে ব্যাস্ত থাকায় এদিকে সময় করে উঠতে পারছিলাম না | বাইরেও থাকতে হত, তাই আরকি দেখাশোনা করার জন্য........ আর তোমাকে কাজ করতে না দেওয়ার ব্যাপারটা অন্য, তুমি এখানে আসতে পড়তে আমার কাজের জন্য না | - হুমমমম, আচ্ছা ঠিক আছে এবার তাড়াতাড়ি শুরু করুন | সব জুড়িয়ে গেল | - বিমলা দির হাতের রান্না এত ভালো আগে জানতাম না তো!!!! অন্য সময় তো খাবার মুখে তোলাই যেত না | তা বিমলা দি গেল কোথায়, দেখছি না!!!!! - হুমমমমম, বিমলা দির রান্না কেমন জানি না কারণ আজ তো উনি আসেন নি | - কি: !!!!!! তাহলে এতসব করলো কে????!!!! - কে আবার আমি | এমন করে বলছেন যেন জীবনে প্রথমবার রান্না ঘরে গিয়েছি | হ্যাঁ তফাত শুধু একটাই, আগে ওই বাড়িতে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও করতে হত আর আজ আপনার জন্য ইচ্ছে হল তাই | কেন খেতে বুঝি ভালো হয় নি???!!! আর যদি কিছু মনে না করেন তাহলে বলবো বিমলা মাসিকে আর আসতে বলার কোনো দরকার নেই | আর আমি থাকতে আপনার কোনো অসুবিধা হবে না আশা করি | - না........ একদম না | ভুলে যেও না, তুমি পড়াশোনা করতে চাও আর ও বাড়িতে থেকে সেটা সম্ভব হচ্ছিল না বলেই তোমাকে এখানে থাকার অনুমতি দিয়েছি | আমার সুবিধা অসুবিধা দেখার জন্য না | নিজের মত থাকবে, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো | আর আমার সুবিধা যদি একান্তই করতে চাও তাহলে আমার থেকে দূরে থেকো | একটা সামান্য কথায় কারোর থেকে এমন উত্তর হয়ত আশা করা যায় না | তাই আগের দিনের মানুষটার সাথে আজকের এই কথা গুলো, এই মানুষটাকে মেলাতে গিয়ে ভাবনার তার গুলো কেমন যেন একটা ছিঁড়ে যাচ্ছিল | আরও একবার প্রমাণিত হল আমি মানুষ চিনতে এখনও শিখিনি | মিষ্টি কথায় বিশ্বাস করে ঠকলেও অবিশ্বাস করতে শিখিনি | এটা ঠিক যে আমার মতন সহায়সম্বল হীন একটা মেয়েকে করুণা করলেও আর যাই হোক ভালোবাসা যায় না | কলিং বেলের আওয়াজে হুঁশ ফিরতে ঝটপট নিজেকে সামলে নিলাম | ছোটো বেলা থেকেই একলা নিজের চোখের জল মুছে অভ্যস্ত, তাই আজ কাল আর বিশেষ অসুবিধে হয় না | খাওয়ার ইচ্ছেটা অনেকক্ষণই চলে গিয়েছে, তাই তাড়াতাড়ি খাবার গুলো ঢাকা দিয়ে দরজা টা খুলতে এসে দেখি বাইরের ঘরে কাকু আর কাকীমা বসে আছেন আর সামনে অনিরুদ্ধ স্যার | আমাকে দেখে স্মিত হেসে বললেন, - নিজের জিনিষ ভালো করে দেখে বুঝে নাও | না হলে পরে আবার আমাকে........... - না না, চিন্তা করবেন না | আপনাকে বেশি বিরক্ত করবো না | একটু সময় লাগবে কিন্তু সব শিখে যাবো | আর শিখে তো নিতেই হবে | ********************************** কাকীমারা চলে যেতেই ঘরে চলে এসেছি | বাবা-মার কথা খুব মনে পড়ছে, আজ ওঁরা থাকলে এত কষ্ট হয়ত সহ্য করতে হত না | শুনেছি মা মাথায় বুলিয়ে দিলে নাকি সব কষ্ট কমে যায়, সব দু:খ মুছে যায় | একা একা থাকতে তো শিখছিলাম | কষ্ট গুলোই ভবিতব্য বলে মেনেই নিয়েছিলাম, কিন্তু একটা ঝোড়ো হাওয়ার মত এসে উনি যে আমার সুপ্ত বাসনা গুলোকে এলোমেলো করে দিয়েছেন | অবশ্য ভুলটা আমারই | উনি শুধু আমাকে পড়াশোনায় সাহায্য করতে চেষ্টা করেছেন কিন্তু আমি সবকিছু জেনে বুঝেও ছুটে গিয়েছি | হয়ত বা নিজেকে সংবরণ করার ক্ষমতা ছিল না | তবু তো সেদিন রাতের ঘটনাটার পর অনেক কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম | দূরে চলে যেতে চেয়েছিলাম সে যেভাবেই হোক না কেন | কিন্তু উনিই তো আবার কালবৈশাখীর মতন ধেয়ে এসে সমস্ত বন্ধ জানলা গুলো খুলে দিয়ে, এলোমেলো করে দিলেন আমার লুকিয়ে রাখা ইচ্ছে গুলোকে | বাধ্য করলেন কল্পনার জাল বুনতে | সেদিন ওনার চোখের ভাষা, ওই অধিকার মিশ্রিত আদেশ, সবকিছু কত কাছের মনে হয়েছিল | কিন্তু ভাবনার সাথে যে বাস্তবের কোনো মিল হয় না তা আজকে আবারও প্রমাণিত হল | সকলের জীবনে ভালোবাসা পূর্নতা পায় না | হয়ত আমারও পেল না, তাই বলে এত দুর্বল হয়ে পড়লে চলবে না | আর তাছাড়া উনি তো ভালোবাসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ নন | আমিই ওনাকে ভালোবেসে ফেলেছি | আর সেখানে তো কোনো শর্ত ছিল না যে উনিও আমাকে সমান ভাবে ভালোবাসবেন | সুতরাং নিজের অনুভূতি গুলো মনের আড়ালে লুকিয়ে ফেলে ওনার সাহায্যের মর্যাদা রাখাই আমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত |
20-04-2020, 08:58 AM
Darun .... Akdom tik tak hocche .... Akon maje keu 3rd person na elei valo ....
20-04-2020, 09:43 AM
অনিরুদ্ধ এমন কাঠ কাঠ ব্যবহার কেন করতে গেল, ব্যাটার পেটে খিদে মুখে লাজ
20-04-2020, 02:14 PM
অসাধারন লাগছে দাদা। চালিয়ে যান সাথে আছি।
আসুন আমরা সবাই চটি গল্প উপভোগ করি।
21-04-2020, 05:15 AM
21-04-2020, 05:20 AM
21-04-2020, 05:24 AM
21-04-2020, 05:26 AM
সকালে হয়ত খুব বেশি বলা হয়ে গিয়েছে | এতটা রাগারাগি না করে একটু বুঝিয়ে বললেও হত হয়ত | কিন্তু তাতে যে আমি আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়তাম | আর সেটা যদি ও বুঝে ফেলত তাহলে নিজেকে ভুলে আমার খেয়াল রাখার খেলায় মেতে উঠতে ওকে কেউ আটকাতে পারত না | হয়ত ওর ভালোবাসার খেলা ঘর সাজাতে ব্যাস্ত হয়ে আমিও জড়িয়ে পড়তাম ওর ভালোবাসার মায়ার বাঁধনে | সেদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে, কিন্তু তখনের পর থেকে ওকে একবারও ঘরের বাইরে আসতে দেখিনি | দুপুর গড়িয়ে বিকেলও শেষ হতে চলল, মেয়েটা ঘরে আলো পর্যন্ত জ্বালায় নি | যাব কি যাব না ভাবতে ভাবতে কখন যে এ ঘরে এসে পড়েছি নিজেই বুঝতে পারিনি | কিন্তু এবার কি বলি ভেবে পাচ্ছি না | অনেক কষ্টে গলাটা একটু ভারী করে জিজ্ঞাসা করলাম.............
- সন্ধ্যা হতে চলল আলো জ্বালাও নি, এমন অন্ধকারে একলা বসে আছো কেন??!!! - আলোয় যে বড় চোখ ধাঁধিয়ে যায়, তাই আলো জ্বালি নি | আর অন্ধকারে যে ছায়াও সাথ ছেড়ে দেয় তাই একলা | - হুমমমমম, তাই বলে এমন ভাবে বসে থাকলে তো চলবে না | কিছু ভেবেছ এবার কি করবে?? - হুমমমম, দ্বিতীয় বর্ষের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুটা সময় আছে | কিন্তু আমি আর ওই কলেজে যে যেতে চাই না | ওখানে গেলে সবার আলোচনার কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে পড়াশোনায় মন নিবেশ করাটা মুশকিল হয়ে পড়বে | তাই যদি........... - হুমমমম, বুঝতে পারছি তোমার সঙ্কোচের কারণটা | একটু দূরে আর একটি কলেজে আমার এক বিশেষ পরিচিত বন্ধু আছে | আমি তার সাথে কথা বলে কিছুদিনের ভিতরই ব্যবস্থা করছি | তবে ততদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘর সামলে ঘুরে বেরোলে হবে না, যতদিন না কলেজের ব্যবস্থা হচ্ছে ততদিন বাড়িতে আমার কাছেই পড়াশোনা শুরু করতে হবে | - হুমমমমম, তবে আমার একটা অনুরোধ ছিল, যদি কিছু মনে না করেন তো.......... - শুনি কি অনুরোধ......... - না মানে, আমার কি কি কাজে অনুমতি নেই যদি একটু বলে দেন তো সুবিধা হয় | অনিচ্ছাকৃত ভাবে আর আপনাকে উত্তেজিত করতে চাই না | - সে তো তোমাকে কাল রাতেই আমি বলেছি | কোনো সঙ্কোচ করবে না নিজের মত করে থাকবে | তাহলে এখন কেন..........!!!! - আসলে সকালে আপনি ওভাবে রেগে গেলেন তো | আসলে সারাদিন বই নিয়ে বসে থাকতেও ভালো লাগে না, তাই যদি ফাঁকা সময়টায় টুকটাক ঘরের কাজ.......... অবশ্যই সেটা আপনার অনুমতি নিয়ে | কারণ আপনার ব্যক্তিগত জিনিষে হাত দিয়ে আমি আপনাকে বিব্রত করতে চাই না | - এমনভাবে বলার কিছু হয়নি | পড়াশোনার কাজ শেষ করে বাকি যা ইচ্ছা তুমি এখানে করতে পারো | কিন্তু কোনো কিছুর জন্যই তোমার কোনো ক্ষতি........ ওই..... ইয়ে...... মানে পড়াশোনার কোনো ক্ষতি আমি মেনে নেব না সেটা যেন মাথায় থাকে | - আমি মন দিয়েই পড়াশোনা করব,আপনি দেখবেন | কোনো অসুবিধা হবে না | - হুমমমম | ***************************** তুমি বুঝবে না আঁখি কেন আমি তোমাকে আমার থেকে দূরে থাকার জন্য বলেছি | তোমার ওই চঞ্চল মায়া ভরা গভীর কালো দুটি চোখের জাদুতে আমি যে বাস্তব বোধ বুদ্ধি হারাতে বসেছি | আশপাশের এত ঝড় ঝাপটা সামলে হাজার প্রতিকূলতা সত্ত্বেও যখন তুমি খিলখিলিয়ে হেসে ওঠো, মনে হয় আমার এই অন্ধকার জীবন কেউ যেন হাজার হাজার তারার ঝাড়বাতি দিয়ে সাজিয়ে দিচ্ছে | যখন নিষ্পাপ শিশুর মত কৌতূহল নিয়ে তুমি প্রশ্ন করো, যখন কপট গাম্ভীর্যতা দেখিয়ে আদেশের সুরে কথা বলো, তখন তোমার ওই চোখের গভীরতায় দেখি আমি সর্বনাশ | তোমার কথা শুনতে শুনতে, তোমার ওই চোখের দিকে তাকিয়ে, আমি যে আমার সারাজীবন কাটিয়ে দিতে পারি | হ্যাঁ, বাইরে থেকে দেখলে আমায় খুব রাগী, গম্ভীর, অনুভূতি শূন্য একজন মানুষ বলে মনে হয় | হয়ত আমি তাইই | আসলে অঞ্জলি চলে যাওয়ার পর থেকে নিজের মনের জানালাটা বন্ধ করে রাখাটাই অভ্যেস হয়ে দাঁড়িয়ে ছিল | কিন্তু তুমি যে এমন মিষ্টি বসন্তের হাওয়ায় এতদিনের শক্ত আবরনটা এত সহজেই ভেঙে ফেলবে বুঝতে পারিনি | বুঝতে পারিনি আর পাঁচজন সাধারণ মেয়ের মত না, তোমাকে নিজের অজান্তেই নিজের মত করে ভাবতে শুরু করেছি | দিনের পর দিন, রাতের পর রাত তোমার আকর্ষণের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য যত লড়াই করেছি ততই তোমার মায়ার বাঁধনে আরও আষ্টেপিষ্টে জড়িয়ে পড়েছি | জানিনা কোনোদিন নিজের অনুভূতি গুলো তোমায় বলা হয়ে উঠবে কিনা, তবে সেদিনের রাতের ঘটনার পর ভালোই বুঝেছি যে তোমার আমার মাঝের এই আট বছরের দূরত্ব সমাজ ভালো চোখে মেনে নেবে না | হয়ত এ জীবনে এই দূরত্ব দূর হওয়ার নয় | তাই আমি চাই তুমি বাঁচো, নিজের মত করে | এর থেকে অনেক সুন্দর অনেক ভালো জীবন তোমার জন্য অপেক্ষা করে আছে | আর আমি তোমার ভালো থাকা দেখেই আনন্দে বাকীটা জীবন কাটিয়ে দিতে পারবো | তাই এই ভালো থাকার জন্য তোমায় যত আঘাত করতে হয় আমি করবো | আঘাতের চিহ্ন গুলো হবে তোমার আর তার প্রতিটা যন্ত্রণা হবে শুধু আমার | একটা সুন্দর আলোকউজ্জ্বল জীবনই হবে তোমার জন্য আমার দেওয়া ভালোবাসার উপহার | ভালো তো দূর থেকেও বাসা যায়, অযথা বাঁধনের কি দরকার....... |
21-04-2020, 07:12 AM
Ja baba esob ki !! Tarmane mil nei .... Dur tahole ki kore hobe !!!!
21-04-2020, 09:28 AM
এই আপডেটের শেষ ভাগের প্রথম প্যারাগ্রাফটা সেরা লেখা হয়েছে, প্রেমের আবেগ আর অনুভূতি দারুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে
22-04-2020, 04:54 AM
|
« Next Oldest | Next Newest »
|