Thread Rating:
  • 167 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ছিন্নমূল ঃ কামদেব
(22-01-2023, 11:46 AM)a-man Wrote: ভালোবাসা শ্রদ্ধাবোধের কারণেই সুখ পিছিয়ে ছিল তার মোমোকে গ্রহণ করা থেকে। কিন্তু আচানক মত বদল কিছুটা বিভ্রান্তিতে ফেলেই দিলো যে সুখ কিভাবে এখন গ্রহণ করবে মোমোকে? কিভাবেই বা সম্মানের সাথে মোমোকে নিয়ে দাঁড়াবে এই কঠিন সমাজের সামনে?

সুখের তো নিজের বলতে তো কেউ নেই মোমোই তার সব, তার পৃথিবী।।। আর মোমোও তো তার বাড়ি ঘর সব ছেড়ে চলে এসেছে।।। দুজন যদি একে অপরকে ভালোবেসে এক হয় ,তাহলে বাইরের লোক যে যাই বলুক তাতে কিবা আসে - যায়।।। নিজেরা ঠিক থাকলেই হল, কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন নেই।।।
'আসলে মোমোর কষ্ট পাওয়ার কথা ভাবতে পারিনা, কিন্তু এটাও জানি গল্প শেষে মোমোর সঙ্গে সুখের মিল হবে না, কামদেবদার লেখায় ইতিমধ্যেই তার সংকেত পেয়েছি'।।। 

                            WE ARE HOPELESS
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
                                                 By: Syealaol(1607-1680)
                                                       Modified
[+] 1 user Likes S_Mistri's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
(22-01-2023, 12:34 PM)S_Mistri Wrote: সুখের তো নিজের বলতে তো কেউ নেই মোমোই তার সব, তার পৃথিবী।।। আর মোমোও তো তার বাড়ি ঘর সব ছেড়ে চলে এসেছে।।। দুজন যদি একে অপরকে ভালোবেসে এক হয় ,তাহলে বাইরের লোক যে যাই বলুক তাতে কিবা আসে - যায়।।। নিজেরা ঠিক থাকলেই হল, কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন নেই।।।
'আসলে মোমোর কষ্ট পাওয়ার কথা ভাবতে পারিনা, কিন্তু এটাও জানি গল্প শেষে মোমোর সঙ্গে সুখের মিল হবে না, কামদেবদার লেখায় ইতিমধ্যেই তার সংকেত পেয়েছি'।।। 

                            WE ARE HOPELESS

আপনি খুব সুন্দর আলোচনা করেছেন। 
লাইক ও রেপু দিলাম। 
[+] 2 users Like buddy12's post
Like Reply
অসাধারণ আপডেট পরর্বতী আপডেট এর অপেক্ষায়
[+] 1 user Likes Md Obydullah's post
Like Reply
(22-01-2023, 08:55 PM)Md Obydullah Wrote: অসাধারণ আপডেট পরর্বতী আপডেট এর অপেক্ষায়

আশা করছি আজ রাতে আপডেট আসবে।

লাইক ও রেপু দিলাম। 
[+] 3 users Like buddy12's post
Like Reply
(22-01-2023, 09:47 PM)buddy12 Wrote: আশা করছি আজ রাতে আপডেট আসবে।

লাইক ও রেপু দিলাম। 

ঘুমোতে যাচ্ছি , আজ আর আসবে না।

কাল ভোরবেলায় ফ্লাইট ধরার আছে ... Sad
Like Reply
(21-01-2023, 08:14 PM)ddey333 Wrote: সবাই আছে এখানে , কিন্তু তাদের এখানের পরিস্তিথি ভালো লাগে না বলে সাইলেন্ট আছেন।

এখানে তো মাফিয়া গিরি চলছে ।  

রইলো ভরপুুর স্রদ্ধা
তুমিতো রিয়েল যোদ্ধা
কতবার খেলে ব্লক
বলতে ছাড়না হক
[+] 5 users Like poka64's post
Like Reply
(23-01-2023, 11:17 AM)poka64 Wrote: রইলো ভরপুুর স্রদ্ধা
তুমিতো রিয়েল যোদ্ধা
কতবার খেলে ব্লক
বলতে ছাড়না হক

ঠিক বলেছেন পোকাদা। 

ddey333 দাদা সব সময় হক কথা বলেছেন। 
একাই লড়াই করেছেন। 

লাইক ও রেপু দিলাম এবং সাথে আছি দাদা। 
[+] 4 users Like buddy12's post
Like Reply
চতুঃষষ্টিতম অধ্যায়




সাজগোজে কোনোদিনই দীপশিখার তেমন মনোযোগ ছিল না।একটা সিল্কের শাড়ি সেইমতো জামা পরলেন।হাতে কয়েক গাছা চুড়ি আর গলায় একটা হার।প্রস্তুত হয়ে আয়নার সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখলেন।বসার ঘর থেকে জুলজুল চেয়ে চেয়ে মনু তাকে দেখছে নজরে পড়ল।আমার আপত্তি নেই।কেতাত্থ করেছে।রাগতে গিয়ে হেসে ফেললেন দীপশিখা।বেরোবার আগে মনুকে শুনিয়ে বললেন,আমার ফিরতে কতরাত হবে ঠিক নেই।টেবিলে ভাত চাপা দেওয়া রইল খেয়ে নিও।
মোমো তোমাকে বেশ লাগছে।সুখর চোখে মুগ্ধতা।
তোমার কাছে কেউ শুনতে চেয়েছে মনে মনে বললেন দীপশিখা।মনুর কথায় আমল না দিয়ে বেরিয়ে গেলেন।
পিছন হতে লক্ষ্য করে সুখ দীর্ঘ দেহী গোড়ালী পর্যন্ত চন্দন রঙের শাড়ী।মোমো তাকে উপেক্ষা করছে বুঝতে পেরেও রাগ হয়না।বরং মোমোর জন্য বুকের মধ্যে অজান্তে জমে আছে একটা কষ্ট।রূপ গুণ কিইনা আছে সেই তুলনায় কিইবা পেল জীবনে। খারাপ লাগে তার কতটুকু সামর্থ্য যে মোমোকে একটু সুখের আস্বাদ  দেবে।বুকে চাপা সুপ্ত বেদনার ভার নিয়ে মোমো গেল সহকর্মীর বিয়েতে।সুখ ঘড়ি দেখল এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই।পিঠের দিকে হাত বাড়িয়ে ক্ষতস্থানে হাত দিয়ে চেপে বোঝার চেষ্টা করে।কিছুই বোঝা যায় না।মনে হচ্ছে শুকিয়ে গেছে।মেসের সবাই হয়তো তাকে নিয়ে ভাবছে কোথায় গেল ছেলেটা।একটা কিছু বানিয়ে বলতে হবে যাতে বিশ্বাসযোগ্য মনে হয়।
বাস থেকে সিথির মোড়ে নেমে জিজ্ঞেস করতে দেখিয়ে দিতে পিছনে হাটতে থাকে দীপশিখা।আলোয় ঝলমল করছে সম্পূর্ণ বাড়ীটা গেটে লেখা সুজিত শুক্লার নাম।গেটের মুখে নজরে পড়ে মিসেস সেন সঙ্গে ভদ্রলোক সম্ভবত ওর হাজব্যাণ্ড।তাকে দেখতে পেয়ে ওরা দাঁড়িয়ে পড়ল।কাছে যেতে মিসেস সেন সঙ্গের ভদ্রলোককে  বললেন,তুমি বলছিলে না আলাপ করবে।এই সেই দীপশিখা মিত্র,মিস মিত্র ইনি আমার বেটার হাফ।মিসেস সেনের ঠোটে হাসি।
দীপশিখা দুহাত জোড় করে নমস্কার করলেন।ভদ্রলোকও প্রতিনমস্কার করে বললেন,আমি রাজীব সেন।তিনজনে ভিতরে ঢুকে গেল।
আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভাল লাগল।রাজীব বললেন।
আলাপ আর হল কই দীপশিখা ভাবলেন।বউ আগে রাজীব পিছিয়ে পড়ছেন।দীপশিখার মনে হল চোখ দিয়ে তার সারা শরীর লেহন করছে।মিসেস সেন পিছন ফিরে বললেন,কি হল দাঁড়িয়ে পড়লে কেন?
আসছি,চলুন মিস মিত্র।রাজীব বললেন।
দীপশিখা অস্বস্তি বোধ করেন।ভিতরে ঢুকতে বেশ কয়েকজন সহকর্মী ওকে ঘিরে ধরে ওদের স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিল।তারপর চলল অপ্রয়োজনীয় আলাপ।স্বামীদের আগ্রহ দেখে ওরা টেরিয়ে টেরিয়ে দেখতে থাকে।অতি কষ্টে ওদের এড়িয়ে এগোতে যাবে একভদ্রলোক এগিয়ে এসে বলল,আপনি দীপশিখা মিত্র--রাইট?আমি সুকেশ অতসী আমার ওয়াইফ।
দীপশিখা হাসলেন।
এই বিয়ে বাড়ীতে কথা বলা যায় না।একদিন আসুন না আমাদের বাড়ি জমিয়ে গল্প করা যাবে।
দীপশিখা চোখ তুলে দেখলেন ইঙ্গিতবহ দৃষ্টি।নিরীহ হেসে বললেন,অতসীকে বলবেন কেন যাবো না।দীপশিখা এগিয়ে গেলেন।দূরে মঞ্চের উপর বসে শুক্লা।দীপশিখা কাছে যেতেই শুক্লা বলল,ওরা ঠিকই বলেছে।
কারা কি বলেছে?
দীপুদি তোমার চেহারায় বেশ জেল্লা এসেছে।
দীপশিখা ব্যাগ থেকে বাক্সটা বের করে এগিয়ে দিল।শুক্লা বাক্স খুলে অবাক হয়ে বলল,দারুণ! তুমি পরিয়ে দাও।
তোর পছন্দ হয়েছে?
হবে না?তুমি দিয়েছো এটাই বড় কথা।
দীপশিখা চেনটা ওর গলায় পরিয়ে দিলেন।শুক্লা বলল,এত দেরী করলে?
আর বলিস না।সবাই স্বামীদের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছিল।ওদের স্বামীরা নাকি আমার সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছে।অতসীর স্বামী তো বাড়ীতে যাবার আমন্ত্রণ করে বসল।হেসে বললেন দীপশিখা।
একটা কথা বলব দীপুদি কিছু মনে কোর না।
মনে করব কেন?কি কথা?
আমাদের সমাজে একা মহিলাদের সবাই মনে করে খুব সস্তা।
বাদ দে ওসব কথা।বর কখন আসবে?
একটু রাতে লগন তাই হয়তো দেরী করছে।শুক্লা একটু ভেবে বলল,দীপুদি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব?
দীপশিখা ভাবে এখন আবার কি জিজ্ঞেস করবে,তার সম্পর্কে কিছু শুনেছে নাকি?মৃদু হেসে তাকালেন।
মোটুকে তোমার কেমন মনে হয়েছে?
তুই সুজিতের কথা বলছিস?দেখ শুক্লা একবার দেখে একজন সম্পর্কে কতটুকুই বা জানা যায়।তবু বলছি ডাক্তার ছেলেটাকে আমার খারাপ লাগেনি।শোন শুক্লা তুই একজন অধ্যাপিকা যদি সেরকম কিছু মনে হয় তারও প্রতিকার আছে।
দীপুদি রাত হচ্ছে তুমি খেয়ে নেও। 
রাত হয়েছে সুখ আর দেরী করে না।টেবিলে ঢাকা দেওয়া ভাত নিয়ে বসে গেল।মোমো নেই একা একা খেতে বসেছে এই প্রথম।মোমো বলছে কত রাত হবে ঠিক নেই।বিয়ে বাড়ীতে ভালমন্দ খাওয়া হয়।মাও একদিন জোর করে নেমন্তন্ন বাড়ীতে পাঠিয়েছিল মনু একটু ভালমন্দ খেয়ে আসুক।সে এক রাত গেছে।কেমন আছে বৈচিমাসী কে জানে।নিজের সংসার ছাড়া অন্যের সংসারে কেমন থাকে মানুষ সুখর মোটামুটি একটা ধারণা আছে।
খাওয়া শেষ হলে বাসন ধুয়ে টিভি দেখতে বসল।টিভি চলছে কিন্তু সুখর মন হারিয়ে গেছে অন্য চিন্তায়।মোমো না আসা পর্যন্ত শুতেও পারছে না।একা মহিলা সেজন্য চিন্তা হচ্ছে।
দীপশিখা দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন মনু টিভি খুলে বসে আছে।নিজের ঘরে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন।টেবিল পরিস্কার তাও জিজ্ঞেস করলেন,খাওয়া হয়েছে?
সম্মতি সূচক ঘাড় নাড়ে সুখ।
সন্ধ্যে বেলার খবর শুনেছো?
এইমাত্র খুলেছি।
সোমবার বিএ বিএসসির ফল প্রকাশ হবে।দীপশিখা গভীরভাবে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করেন।
তাহলে কি হবে?
তুমি বলছো পরীক্ষা দিয়েছো তুমি জানো।
আমি সেকথা বলছি না।রেজাল্ট কেমন হবে জানি না তবে পাস করে যাবো।
দীপশিখার অবাক লাগে জিজ্ঞেস করেন,তাহলে আবার কি হবে?
না ঐদিন তো আবার হাসপাতালে যাবার কথা।
ঠিক আছে এখন শুয়ে পড়ো,রাত হয়েছে। 
দীপশিখা ঘরে ঢুকে শাড়ী বদলাতে থাকেন।মনু তাহলে মিথ্যে বলেনি।আবার নিশ্চিত পাস করবেই।দীপশিখার ঘোর কাটে না।ম্যাক্সি গায়ে দিয়ে আয়নার সামনে দাড়ালেন।শুক্লা বলছিল চেহারায় জেল্লা এসেছে।নিজেকে মুগ্ধচোখে দেখতে থাকেন।যাবার সময় মনুও বলছিল বেশ লাগছে।আরক্তিম হন দীপশিখা।
লাইট নিভিয়ে শুয়ে পড়লেন।কাল আবার কলেজ আছে।সোমবারের কাজ গুলো মনে মনে সাজিয়ে নিলেন। 
Like Reply
পড়লাম, পড়ে খুব ভালো লাগলো, অসাধারণ লেখনী, এর পর কি? পড়ার জন্যে অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করছি।
[+] 1 user Likes pradip lahiri's post
Like Reply
দীপ ছিল শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না।
Like Reply
ছোট্ট কিন্তু সুন্দর আপডেট।।।।।
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
                                                 By: Syealaol(1607-1680)
                                                       Modified
[+] 1 user Likes S_Mistri's post
Like Reply
এমা কাকতালীয় ভাবে আজকে কিন্তু সোমবার, যাইহোক প্রতিবারের মত এবারও ভালো লেগেছে ।
horseride আমাকে আমার মত থাকতে দাও horseride
[+] 1 user Likes Boti babu's post
Like Reply
খুব সুন্দর আপডেট। 
আপনিই পারেন চটি ফোরামে এতখানি সংযম দেখাতে। 
এ ঘরে মনু, ও ঘরে উপোসী  দীপশিখা। 
বেশির ভাগ চটি লেখকের কলমে এতক্ষণ ঘপা ঘপ শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠতো।

লাইক ও রেপু দিলাম। 
[+] 4 users Like buddy12's post
Like Reply
(23-01-2023, 07:10 PM)pradip lahiri Wrote: পড়লাম,  পড়ে খুব ভালো লাগলো,  অসাধারণ লেখনী,  এর পর কি?  পড়ার জন্যে অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করছি।

কামদেব দাদার কলমের যাদু।
কাঁঠালের আঠার মতো আটকে রেখে দেয়। 

লাইক ও রেপু দিলাম। 
[+] 2 users Like buddy12's post
Like Reply
ছোট হলেও আপডেট তো এলো। কামদেব দাদার লেখা বলেই কথা.............
[+] 1 user Likes a-man's post
Like Reply
খুবই সুন্দর আপডেট সঙ্গে লাইক রেপু
[+] 1 user Likes Md Obydullah's post
Like Reply
ধৈর্যের পরিক্ষা চলছে...
ফল মিষ্ট না তেতো হবে সেটা তো সময় বলে দিবে।
অনেক গুলো চরিত্র হারিয়ে গিয়েছে সেগুলো হয়তো ফিরে আসতে পারে এক এক করে...
Shy হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। Shy
[+] 3 users Like nextpage's post
Like Reply
(23-01-2023, 11:50 PM)nextpage Wrote: ধৈর্যের পরিক্ষা চলছে...
ফল মিষ্ট না তেতো হবে সেটা তো সময় বলে দিবে।
অনেক গুলো চরিত্র হারিয়ে গিয়েছে সেগুলো হয়তো ফিরে আসতে পারে এক এক করে...

খুব সুন্দর বললেন........রেপু দিলাম।।।
প্রেম বিনে ভাব নাহি,
ভাব বিনে রস;
ত্রিভুবনে যত দেহ,
প্রেম হস্তে বশ।।
                                                 By: Syealaol(1607-1680)
                                                       Modified
Like Reply
পনেরো বছরের বিয়ে করা বউও যখন হঠাৎ একদিন একটু সেজেগুজে সামনে চলে আসে , চোখ বড়ো বড়ো আর মুখ হাঁ হয়ে যায়।

সুখ আর দীপশিখার মধ্যে সেরকম কিছু একটা চলছে আজকাল !! 


Heart Heart
Like Reply
(23-01-2023, 11:50 PM)nextpage Wrote: ধৈর্যের পরিক্ষা চলছে...
ফল মিষ্ট না তেতো হবে সেটা তো সময় বলে দিবে।
অনেক গুলো চরিত্র হারিয়ে গিয়েছে সেগুলো হয়তো ফিরে আসতে পারে এক এক করে...

পাঞ্চালী অবশ্যই ফিরবে,  আর পার্শ্বচরিত্র হিসেবে সীমা। অন্যদের হয়তো ট্রেনের 
জানালা থেকে দেখা মুখের
 মতো এক ঝলক করে  
দেখা যেতে পারে। 

লাইক ও রেপু দিলাম। 
[+] 4 users Like buddy12's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)