Thread Rating:
  • 9 Vote(s) - 2.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery মুখোশের অন্তরালে(জীবনে ঘটে যাওয়া অদ্ভুত বিষাদময়তার আখ্যান)
#33
মানুষের স্বভাব হ’ল যে যতক্ষণ আলাদা গুরুত্ব পাচ্ছে ততক্ষণ সে উপেক্ষা করবে কিন্তু যখন সে দেখে তাকে কেউ উপেক্ষা করছে তখন সে গুরুত্ব পাবার জন্য মরিয়া হয়ে উঠবে। মানুষ স্বভাবত নিজের গুরুত্ব সম্বন্ধে সদা সচেতন। তার সামান্য অভাবও রুষ্ট করে তাকে। আর, এতটুকু উপেক্ষা নজরে এলে তার বিরোধে সক্রিয় হয়ে ওঠে অন্তরাত্মা। রুষার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ফলে ইউনিভার্সিটির গণ্ডি পার করার পর রুষা যেদিন স্থির করল এবার ও পিএইচডি করবে, তখন গাইড হিসেবে সবার আগে ওর মনে এসেছিল পিজির কথা। রুষা চিরকাল স্বল্পভাষী। এবং কণ্ঠস্বরও খুব কোমল এবং মৃদু। তা ছাড়া ও বরাবর ইন্ট্রোভার্ট হওয়ার ফলে রুষার বন্ধুবান্ধবের সংখ্যাও খুব কম। অপরিচিত কারও সঙ্গে নিজে থেকে কথা বলতে ওর মধ্যে একটা স্বভাবসংকোচ কাজ করে। সেইজন্য ইউনিভার্সিটিতে পিজির কাছে গিয়ে স্যার আপনার কাছে পিএইচডি করব। কথাটুকু বলতেই ঘেমে নেয়ে অস্থির হয়ে গিয়েছিল ও। আর সেদিনও পিজি মৃদু ঘাড় নেড়ে নিচু গলায় বলেছিলেন, বেশ তো বেশ তো।
লোকটা কি আদৌ ইহজগতে থাকে? নাকি অতিরিক্ত উন্নাসিক? চিরকাল সর্বজন প্রশংসিত নিজের রূপকে এইভাবে অবহেলিত দেখে বেজায় ক্ষুব্ধ হয়েছিল রুষা রূপের অবহেলা ক্ষোভ জাগিয়েছিল রুষার মনে। কেমন যেন একটা জেদ চেপেছিল প্রণবেশের দৃষ্টি আকর্ষণের জন্য। কাজের সূত্রে মাঝেমাঝেই স্যারের বাড়িতে যাওয়া শুরু। প্রণবেশ নিঃসন্তান। এবং স্ত্রী সামান্য অপ্রকৃতিস্থ। বাড়ির কাজের মহিলাই যাবতীয় দিক সামলান। নিজের কাজের জগতে ডুবে থাকা প্রণবেশ কলেজ, পড়াশোনা আর তাঁর ছাত্রছাত্রীদের মধ্যেই তার মুক্তি খুঁজে নিতেন। কখনও তাকে মনমরা, বিরক্ত হতে দেখেনি কেউ। কিন্তু একদিন ঘটে গেল অন্যরকম।
সেদিন খুব বৃষ্টি ছিল। দুপুরে স্যারের বাড়িতে পৌঁছেছিল রুষা। ছাতাও সেদিন বৃষ্টি থেকে বাঁচাতে পারেনি রুমাকে। বাড়ির দরজা খুলে দিয়েছিলেন কাজের মহিলা। রুষাকে দেখে বলেছিলেন ইসস! একেবারে ভিজে গেছ তো? ঠান্ডা লাগবে।
এই এখুনি চলে যাব। আজ বেশিক্ষণের কাজ নেই। স্যার কোথায়?
কোথায় আবার পড়ার ঘরে। যাও।

রুষা ঢুকেছিল স্যারের স্টাডিরুমে। কড়া তামাক আর কফির গন্ধ আচ্ছন্ন করে রাখে এই ঘরের আবহ। স্যার সেদিন পড়ছিলেন না। ঘরের জানলা খুলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলেন। রুষা যে ঘরে এসেছে তা খেয়ালও করেননি উনি।
রুষা এসে পাশে দাঁড়িয়েছিল স্যারের। বৃষ্টির ছাঁট এসে ঢুকছিল ঘরে। প্রণবেশের চোখ মুখে সেই জলকণারাশি স্বেদ আর অশ্রুর মতো দেখাচ্ছিল। প্রণবেশ বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন বাইরে। সেই তাকিয়ে থাকার মধ্যে বৃষ্টি দেখার আনন্দ ছিল না বরং এক বিষাদ ছিল।
তারপর প্রণবেশ ফিরে কয়েক মুহূর্ত অপলক তাকিয়েছিলেন রুষার দিকে এবং কোনও কথা না বলে খুব সহজে ভণিতাহীনভাবেই কাছে টেনে নিয়েছিলেন রুষাকে। ওর কপালে, ঠোঁটে অজস্র চুমু খেয়ে তারপর নিজে হাতে ভিজে পোশাক ছাড়িয়ে দিয়েছিলেন। মুগ্ধ, অপলক বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন কালো ব্রায়ে ঢাকা রুষার অপরূপ বুকদুটির দিকে। দুইহাতে স্পর্শ করেছিলেন, তারপর…আদরে চুম্বনে ভরিয়ে দিয়েছিলেন রুষার বুকদুটিকে।
হতচকিত রুষা সেদিন প্রণবেশের ওই আকস্মিক আচরণে হতবাক হয়েছিল, স্যারের প্রতি ঘৃণায় ভরে উঠেছিল মন কিন্তু একইসঙ্গে ও টের পেয়েছিল এক অদ্ভুত শরীরী সুখ যা ওর জীবনে সম্পূর্ণভাবেই প্রথম। প্রণবেশের এই সহজ আদর রুষাকে যেমন তীব্র শরীরী সুখ এনে দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল প্রণবেশকে জয় করার আনন্দ যা একজন নারী এক পুরুষকে জিতে যাওয়ার পর পায়।

চলবে......
[+] 1 user Likes Nazia Binte Talukder's post
Like Reply


Messages In This Thread
RE: মুখোশের অন্তরালে(জীবনে ঘটে যাওয়া অদ্ভুত বিষাদময়তার আখ্যান) - by Nazia Binte Talukder - 28-02-2024, 12:41 AM



Users browsing this thread: 1 Guest(s)