Thread Rating:
  • 8 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Non-erotic আমার চোখে আমি
#2
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
জীবনের প্রথম ফলস ভোট
<×><×><×><×><×><×><×><×><×><×><×><×>
  • - হ্যাঁ রে? তুই কটা ভোট দিলি? 
  • - একটাই তো! আবার কটা দেব? 
  • - আমি দুটো! 
  • - কি করে দিলি? কালি লাগাতে ভুলে গেছিল নাকি! 
  • - নারে 12 নম্বরে, সামনের ক্যাম্পে যা। আঙ্গুলে কালি তোলার ব্যবস্থা আছে। 
দুই কিশোরের কথোপকথন। ভোটাধিকার পেতে, এখনো বছর চারেক বাকি। লুকিয়ে প্রথমবার ভোট দেবার উত্তেজনায়; টগবগ করে ফুটন্ত এই দুই কিশোরের প্রথমজন আমি। দ্বিতীয় জন আমার বন্ধু। আমাদের বন্ধুদের মধ্যে আমরা দুজনই চেহারায় একটু বড়সড়ো। যার ফলে, ফলস ভোট দেওয়ার গুরু দায়িত্ব আমাদের দুজনের কাঁধে এসেই পড়েছিল। বাকি আছে যারা, সব এলেবেলে। সালটা স্পষ্ট মনে আছে 1967, মাস সঠিক মনে নেই, সম্ভবত ফেব্রুয়ারি। বামপন্থী এক রিলেটিভ-এর প্ররোচনায়, সিপিআইএমের তাঁবেদারির বয়েস তখন মাস দুয়েক। 

আমি আবার আঙ্গুলের কালি তুলে, সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম টহল দিতে। এ ক্যাম্প ও ক্যাম্প ঘুরে, গিয়ে পৌঁছলাম; চিড়িয়া মোড়ের কাছে বিশ্বনাথ কলোনিতে।

(বিশ্বনাথ কলোনিতে কেন; সেটা পরে, কোন এক সময় বলা যাবে।)

বুকে লাগানো "জোড়া বলদ"-এর কর্মী ব্যাচের দৌলতে, দু জায়গা থেকে লাঞ্চের প্যাকেট বাগিয়ে নিয়েছিলাম। এক জায়গায় লুচি আর শুকনো আলুর দম। আরেকটা ক্যাম্পে, পাউরুটি আর ঘুগনি। তখন কংগ্রেসের রমরমা বাজার। 

বিশ্বনাথ কলোনিতে; সিপিএমের ক্যাম্পে ঢুকতেই, একজন তেড়ে এল। "আরে জোড়া বলদের বাচ্চা, এখানে কি রে?" আমার বয়েসি ছেলেদের তুলনায়, আমি বোধহয় একটু বেশি স্মার্ট ছিলাম। জোড়া বলদের ব্যাচটাকে, উল্টো করে বুক পকেটের মধ্যে ঢুকিয়ে; কলারটা তুলে সিপিআইএমের কাস্তে হাতুড়ি তারার ছোট্ট ব্যাজটা দেখিয়ে দিলাম। মুখে বললাম, "স্লিপ আছে?" ক্যাম্প অফিসের ভেতর থেকে একজনের গলা পেলাম,

"এই! এদিকে পাঠা।"

বয়স্ক ভদ্রলোক চেয়ারে বসে। সামনে টেবিলের উপরে, তিন চারটে বুথের ভোটার লিস্ট। দুমাস ধরে তাঁবেদারির দৌলতে, ভোটার লিস্ট আর ভোটের স্লিপ; খুব ভালোভাবে চেনা হয়ে গেছে আমার। 

খুঁটিয়ে খুঁটিয়ে, আমার ঠিকুজি কুলুজী পর্ব শেষ হলো। কোথায় থাকি, কোন ইউনিট, বয়স কত, সব জেনে নেবার পরে বললেন, "পারবি তো?" আমি স্মার্টলি চুপ করে রইলাম, 'পারবো বলেই তো এসেছি।' 

ক্যাম্পেইন পোর্শনটা ছিড়ে, একটা স্লিপ আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, "মুখস্থ কর।" তবে আমার পরিশ্রম বৃথাই গেলো। বুথের সামনের ভলান্টিয়ার বললেন, "হবে না। ওর কাকা বসে আছে এজেন্ট হয়ে।" 

আমি মনমরা হয়ে চলে। এলাম। তখন তো স্ট্রিক্ট অনুশাসন, সন্ধ্যের শাঁখ বাজার আগেই, বাড়ি ঢুকতে হবে। 

দমদমে আমার এলাকার ক্যান্ডিডেট তখন কংগ্রেসের বীরেন্দ্রনাথ গুহ। ভোটের সিম্বল জোড়া বলদ। 

কমিউনিস্ট পার্টির এদিকে রেনু চক্রবর্তী। ভোটের সিম্বল কাস্তে ধানের শীষ। 

পার্টির স্লোগানটা এখনো মনে আছে, 

ভোট দেবেন কিসে,
কাস্তে ধানের শীষে।

কংগ্রেসকে হারিয়ে; পশ্চিমবঙ্গে, যুক্তফ্রন্টের প্রথম সরকার। অজয় মুখোপাধ্যয়ের নেতৃত্বে। উপ মুখ্যমন্ত্রী; জ্যোতিবাবু, জ্যোতি বোস। 
[+] 2 users Like bikupa's post
Like Reply


Messages In This Thread
আমার চোখে আমি - by bikupa - 01-01-2024, 12:28 PM
RE: নিজের চোখে আমি - by bikupa - 01-01-2024, 02:30 PM



Users browsing this thread: 1 Guest(s)