Thread Rating:
  • 137 Vote(s) - 3.71 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery পদ্ম নাগের বিষ
#49
পূর্ব দিকের জানালা দিয়ে চড়া রোদ এসে পড়ছে বিছানায়। ছুটির দিনে সকালটা পড়ে পড়ে ঘুমানো অভ্যাস পীযুষের। কিন্তু সে হবার উপায় নেই। কোমরে শাড়ির আঁচল বেঁধে রমা কার্যত পীযুষকে ডিঙিয়েই বিছানায় উঠে পড়েছে ঝুল ঝাড়তে। পিঠে ধাক্কা লাগতেই ঘুম চোখে পীযুষ ঘুরে দেখল রমাকে। চোখে মুখে একরাশ বিরক্তি এনে বলল---আঃ রমা সাত সকালে কি করছ?

---সাত সকাল! ক'টা বাজে দেখেছ? ওদিকে তোমার নাকি আজ ইলেকট্রিক বিল দেবার কথা।

---ও তো অনলাইনেও দিয়ে দেওয়া যায়। শিখে নাও রমা। কবে কখন কি হয়ে যায়।

বিরক্ত হয়ে রমা বললে---কথা না বাড়িয়ে ওঠো। ওদিকে চা পড়ে পড়ে ঠান্ডা হয়ে গেল।

চাঁপা রান্না ঘর থেকে ডেকে উঠল---বৌদি, দেখো দিখি, আর আলু দিব কিনা।

পীযুষ উঠে বাথরুমে ঢুকল যখন তখন দশটা বাজে। আজ একটু বেশিই ঘুমিয়েছে পীযুষ। বাইরে রোদটা ভীষন তীব্র। আজ শনিবার, পীযুষের ক্লাস থাকে না। অধ্যাপনার কাজে এই এক সুবিধে, ক্লাস থাকলে যাও, অন্যথায় ছুটি। পীযুষ যখন স্কুলে শিক্ষকতা করত, তখন তা হবার জো ছিল না। রবিবার বাদে প্রতিদিন দশটা-পাঁচটা ছুটতে হত।
ড্রয়িং রুমে খবরের কাগজের পাশে চা দিয়ে গেছে রমা। স্কুল ইউনিফর্ম পরে রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে পিকলু। রমা ভাতের থালা এনে, ঝোলের মাছের কাঁটা বেছে দিতে লাগলো। পিকলু বড় হচ্ছে, এখন আর সেই ছোটট্টি নেই, যে মাকে খাইয়ে দিতে হবে। তবু রমা ওর পাশে দাঁড়িয়ে মাছের কাঁটা না বেছে দিলে ও মাছ খাবে না। যেমনটি থাকে তেমনটি ফেলে রেখে চলে যাবে।

খবর কাগজের প্রথম পাতায় চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো পীযুষ। চিৎকার করে ছেলেকে বললে--হল তোর?

পিকলু তখন মোজা পরতে ব্যস্ত। ওদিকে স্কুলবাস এসে দাঁড়িয়েছে কিছুক্ষন আগেই। পিকলুকে বাসে তুলে বড় রাস্তার মুখে এগিয়ে গেল পীযুষ। ইলেকট্রিক বিল জমা করতে হবে তাকে। সে নিজেও অনলাইনে জমা করতে পারে। তার চেয়ে সাইবার কাফের ঐ ছেলেটাকে দিয়ে করালে ঝামেলা পোহাতে হয় না।

ইলেকট্রিক বিল জমা করে যখন ফিরল, রমা তখন কিচেনে। চাঁপা ওর পাশে দাঁড়িয়ে সবকিছু হাতের কাছে গুছিয়ে দিতে দিতে ওদের কেষ্টপুরের গল্প শোনাচ্ছে। পীযুষ হাঁক দিয়ে বললে---তোমরা কি গল্পই করবে? আমার কি কোনো জলখাবার জুটবে না?

--হ্যা দিচ্ছি। রান্নাঘর থেকেই বলল রমা।

সোফায় বসে টিভির সামনে রুটি চিবোচ্ছিল পীযুষ। রমা এসে ওর পিঠে হাত বুলিয়ে বললে---ইস! কেমন ময়লা জমেছে! সাবান তেল মাখো না নাকি?

মুখের মধ্যে খাবার নিয়ে পীযুষ অস্পষ্ট ভাবে বলল---পিঠে আজ একটু সাবান ঘষে দিও তো রমা।

নীচ তলার ঘরে কাচের ঢাকানাগুলো একের পর এক খুলে সাপগুলোকে খাবার দিচ্ছিল পীযুষ। পীযুষের ডান দিকের কেউটেটা বার বার হিস করছে ততক্ষণ থেকে। স্টিকে করে ওকে ছুঁড়ে দিল পরের খালি বাক্সটাতে। ওখানে একটা গোখরো ছিল। বুড়ো হয়ে গেছিল বেশ। শেষ কদিন অসাড় হয়ে পড়ে থাকতো। কামড় দেবার ক্ষমতাটুকু ছিল না। কিছুদিন চিকিৎসাও করেছিল পীযুষ। তারপর একদিন সকালে দেখলো প্রাণহীন পড়ে আছে। কোনের বাক্সটাতে দুটো কালাচ একসাথে রাখা। বড্ড নিরীহভাবে শুয়ে থাকে। অথচ বাংলায় সবচেয়ে প্রাণঘাতিনি এই নীরব কামড় দেওয়া কালাচ প্রজাতির সাপ। সবমিলিয়ে পীযুষের গবেষণাগারে এই মুহূর্তে দুটো কেউটে, দুটো কালাচ, একটা গোখরো, আর দুটো চন্দ্রবোড়া আছে। সবগুলোই দুটি করে ছিল, গোখরোটা মারা যাবার পর ওর একটার সংখ্যা কমে গেছে। সাপুড়ে ষষ্ঠীপদকে বলেছিলো পীযুষ, আরেকখান গোখরো দিয়ে যাবার কথা। দিয়ে যাবে, দিয়ে যাবে করে এখনো দিয়ে যায়নি ষষ্ঠী। আজকাল সাপও তো কমে যাচ্ছে। সাপুড়েরাও সহজে সাপ খুঁজে পায় না।
পাশের ছোট গুদাম ঘরে ফাঁদ পেতে রাখে পীযুষ। সাপেদের খাদ্য হতে ব্যাঙ ধরা পড়ে। এছাড়া কিছু না পেলে খোসা সমেত ডিম কিংবা পোকা মাকড় ধরে দিতে হয়। কালাচের ঢাকনাটা খুলতেই একটা গিয়ে ঢুকল পীযুষের মাইক্রোস্কোপের ওপর ঢাকা দেওয়া চাদরের তলায় গিয়ে। কাচের ফরসেপের বাক্সটা ওলটপালট করে দিল সাপটা। পীযুষ জানে এই কালাচগুলো সাংঘাতিক। গোখরো বা কেউটে রাগ করে ফনা তুলে ফোঁস করলেও সহজে কামড় দেয় না। কিন্তু কালাচের লক্ষ্য স্থির, অনেক নির্ভুল। অতিরিক্ত সাবধানে এদের সামলাতে হয়।

রমা রান্নাঘর থেকে শুনতে পেল পীযুষের গলা। বলল---দেখ দেখি চাঁপা, তোর দাদা কি বলছে।

চাঁপা ভয় পেয়ে বললে---ও, সাপের ঘরটাতে আমি যাবোনি গো বৌদি।

রমা বিরক্ত হয়ে চাঁপার হাতে খুন্তি তুলে দিয়ে বললে---তুই নাড়। আমি গিয়ে দেখি।

সিঁড়ির কাছে এসে রমা বলল---কি বলছ?

---একটা জলের মগ দিয়ে যাও দেখি।

রমা এনে দিল জলের জগ। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো স্বামীর কীর্তি। চন্দ্রবোড়াটা তৃষ্ণার্ত হয়েছিল অনেকদিন বোধ হয়। ওর পাত্রে জল ঢালতেই মুখটা চুবিয়ে দিল আরামে।
রমা পীযুষের গবেষণাগারের সিলিংয়ের দিকে তাকিয়ে বলল---কেমন ফাঁদ জমেছে দেখো। আজ যখন ফাঁদ ঝাড়লাম, মনে করালে, পরিষ্কার করে দিতাম।

পীযুষ হেসে বললে---তুমি? এই ঘরে একা একা ফাঁদ ঝাড়বে!

---তাহলে কে ঝেড়ে দেয় শুনি?

----সে তো আমাকে সিকিউরিটি দিতে হয়। আমার পোষ্যগুলোকে তোমার যা ভয়। এই দেখো কেমন নিরীহ হয়ে কেউটেটা শুয়ে আছে। খালি খালি ভয় পাও।
পীযুষ স্টিকে করে তুলে ধরল কেউটেটাকে। রমা পীযুষের থেকে প্রায় দশ-পনেরো ফুট দূরে থাকা সত্বেও পিছিয়ে গেল দু পা, বললে---ও মা গো! কেমন ফনা তুলছে দেখো!


রান্না শেষ হতে চাঁপা চলে গেল। পীযুষ শাওয়ারের তলায় বারমুডা পরে দাঁড়িয়ে রইল মুখ ব্যাজার করে। বিরক্ত হয়ে বলল---কি হল রমা? কতক্ষন এমন দাঁড়িয়ে থাকবো?

রমা বাথরুমে ঢুকে বলল----তোমার বাপ ছেলের কান্ড তো কম নয়। গোটা বুকসেলফটা এলোমেলো করে রেখেছ। যেখানকার জিনিস সেখানে রাখতে পারো না নাকি?

শাওয়ার চালিয়ে দিয়ে পীযুষ উবু হয়ে বসল তলায়। রমা ওর পিঠে সাবান ঘষে দিতে লাগলো। তারপর বলল---হাতগুলো তোলো দেখি।
বগলের কাছটাতেও সাবান দিল রমা। বাড়িতে এখন কেউ নেই। বাথরুমের দরজা হাট করে খোলা, তারা এখন ভেতরে কেবল দুজনে। হঠ করে কেউ এসে পড়বে না। বারমুডা খুলে স্ত্রীয়ের সামনে নগ্ন হয়ে পড়ল পীযুষ। রমার চোখ পড়ল স্বামীর নগ্ন শরীরের দিকে। উরুসন্ধির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল---ভালো করে পরিষ্কার করো। কেমন হয়ে আছে দেখো।

পীযুষ ঠাট্টা করে বলল---তুমি করে দেবে।

---অসভ্য। পীযুষ লক্ষ্য করল ষোল বছর দাম্পত্য পরে আজও রমার মুখে সেই সলজ্জ ভাব।

পীযুষ নিজেকে অপরিচ্ছন্ন রাখে এমন নয়, তা রমাও জানে। পুরুষ মানুষ একটু অবহেলা তো থাকেই। তারপর সারাদিন ঘামে, গরমে, মানুষের ভিড়ে থাকতে হয়, কত জায়গায় চলাচল করতে হয়। স্বাভাবিক ভাবেই এক আধটু গায়ে ময়লা জমলেই রমা বিরক্ত হয়। আসলে রমার সবকিছু পারফেক্ট থাকা চাই। শুচিবাইগ্রস্ত না হলেও রমা পরিছন্নতা ভালো বাসে।
দুই উরুতে নিজেই সাবান ঘষতে লাগলো পীযুষ। রমা সামনে দাঁড়িয়ে নির্দেশ দিয়ে গেল এখানে ওখানে। কিছুটা বিরক্ত হয়ে শেষমেশ ও নিজেই সাবানটা নিয়ে পীযুষের পুরুষাঙ্গের কাছে ঘষতে লাগলো। স্ত্রীয়ের বহু পরিচিত কোমল হাতের স্পর্শ লিঙ্গে পড়তেই পীযুষের শরীরে তরঙ্গ খেলে যায়। রমা যে কখনো স্পর্শ করেনি ওখানে তেমন নয়। পিকলুর জন্মের আগে একসময় সুযোগ থাকলে ওরা একসাথে স্নানে ঢুকত। খানিকটা পীযুষের জোরাজুরিতেই। তখন এভাবে সাবান মাখিয়ে দিতে গিয়ে রমা ছুঁয়েছে তার স্বামীটির পুরুষাঙ্গটি। কিন্তু ঐটুকুই। আজও এতটুকু স্পর্শে পীযুষের বুকে আলোড়ন তোলে।
রমার অবশ্য ভ্রূক্ষেপ নেই। ও তার স্বামীকে পরিছন্ন করে তুলতে ব্যস্ত। পীযুষ শাওয়ারের জলে গা ভিজিয়ে নিতেই ঝরে যাচ্ছে সাবানজল। শাড়িটা খানিক ভিজে গেছে রমার। ও খানিকটা পাশে; গা থেকে শাড়িটা খুলে হ্যাঙ্গারে রাখছে। কালো সায়া আর কালো ব্লাউজ, ফর্সা মাংসল পেট মোচড় খেয়েছে সামান্য তলপেটের দিকে।

---হল তোমার? অধৈর্য্য হয়ে বলল রমা।

---একসঙ্গেই তো স্নান করতে পারো। বলেই পীযুষ একঝটকায় কাছে টেনে নিল স্ত্রীকে।

----কি করছ কি? পুরো ভিজে গেলাম। রমার মুখে প্রশ্রয়ের সুর।

---ভিজতেই তো এসেছ ডার্লিং।

রমা পীযুষের কাঁধে লেগে থাকা টুকরো সাবান পরিষ্কার করে বলল---স্নানের পর একটু গায়ে পাউডার দিও তো।

---পুরুষ মানুষের পাউডার লাগে না।

---পুরুষ মানুষের লাগে না যদি কলেজ যাবার সময় বডি স্প্রে দাও কেন?

---ওটাও তো তোমার জোরাজুরি।

---তবে আমার জোরাজুরিতেই মেখো।

পীযুষ রমাকে আরো শক্তভাবে আটকে রেখে বললে---এখন আমার জোরাজুরি চলবে।

রমা ফিক করে হেসে বলল---কি ব্যাপার মিঃ মৈত্র, কাল রাতে করলে, এখন আবার দেখছি গরম খেয়েছ! আজকাল বয়স বাড়ছে না কমছে তোমার বুঝতে পারছি না।

---বাড়ছে না। তোমারও বাড়েনি। আমরা এখনও সেই আগের মত রমা। ঠোঁট চেপে ধরল পীযুষ।

দুজনের ওপরে অবিশ্রান্ত ঝর্ণার মত জল ঝরছে। বহুদিন পর এমন ঘন চুম্বনে আবদ্ধ হল ওরা। চুম্বন থামতেই রমা পীযুষের সিক্ত বুকে, পেটে চুমু খেতে লাগলো। ঘষতে লাগল স্বামীর শরীরে নিজের নরম মুখ, গাল।

বাথরুমের একপ্রান্তে রমাকে ঠেলে নিয়ে এলো পীযুষ। রমার ডান পা'টা কোমোটের ওপর তুলে ধরল সে। ব্লাউজের হুক খুলে পীযুষ নিজেই উন্মুক্ত করল রমার স্তন। মুখ নামিয়ে আনলো ওখানে। তারপর পেটের কাছে সায়াটা তুলে ধরল। ভেতরে প্যান্টি নেই, গৌরবর্ণা উরুদেশ মাঝে একেবারে উন্মুক্ত যোনিদ্বার। পীযুষের লিঙ্গ ফুঁসছে স্ত্রী অঙ্গে যাবার জন্য। মৈথুনের তালে ভারসাম্য ধরে রাখতে পীযুষকে জড়িয়ে ধরল রমা। এই মুহূর্তে যেন তারা স্বল্পবয়সী কপোত-কপোতী। মনে হবার উপায় মেই তারা ষোল বছরের দাম্পত্য সঙ্গী, তাদের একটি চৌদ্দ বছরের সন্তান আছে।

সঙ্গম শেষে বেরিয়ে গেল পীযুষ। রমা এখনো বাথরুমে। ওর মুখে তৃপ্তির আনন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে এলো নীল ছাপা সুতির শাড়ি আর গাঢ় নীল ব্লাউজ পরে। মাথার ভেজা চুলে তোয়ালে বাঁধা। ততক্ষনে চুলে চিরুনি দিয়ে সোফায় বসে চশমা এঁটে কাগজ পড়ছে তার অধ্যাপক স্বামী। রমা ভেজা চুলটা ঝেড়ে দোতলার বারান্দার রোদে খানিক শুকিয়ে খাবার বাড়লো।

---আজ বিকেলে কোথাও বেড়াতে গেলে হয় না? খেতে খেতে প্রস্তাবটা দিল পীযুষ।

----কোথায়? গেলাসে জল ঢালতে ঢালতে শুধলো রমা।

---- কোথাও একটা।

---পিকলুর জন্য একজোড়া মোজা কিনতে হবে। তোমারও মোজাগুলোর অবস্থা বড্ড খারাপ। ফেরার সময় কিছু কেনাকাটা করতে হবে।

----সে না হয় হবে। আগে তো বলো কোথায় যাওয়া যায়? পীযুষ বিরক্ত হয়ে বলল।

----বহুদিন প্রিন্সেপ ঘাটে যাওয়া হয়নি। ওখানে যাওয়া যেতে পারে। কলকাতায় আর কি ছাই পাঁশ আছে। শুধু যেদিকে তাকাও লোকের ভিড়।
+++++
Like Reply


Messages In This Thread
পদ্ম নাগের বিষ - by Henry - 21-10-2023, 11:21 PM
RE: পদ্ম নাগের বিষ - by Henry - 28-10-2023, 10:33 PM



Users browsing this thread: 6 Guest(s)