Thread Rating:
  • 22 Vote(s) - 3.45 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Horror the well----Thriller-incest--by-avi
#17
(১) বাংলার ছোট্ট একটি গ্রাম সীমানগর.চারদিকে ধুঁ ধুঁ মাঁঠ। জলের অভাবে চাষের ফলন.খুব একটা ভালো হয়না। বছরের বেশিরভাগ সময়টাই.চাষের জমিগুলো খাঁ খাঁ করে। গ্রীষ্মকালে মাঠের খোলা বুক চিরে তীব্র দাবদাহ.মাঝে মাঝে দুরের দৃশ্যগুলোকে.কেমন যেন কাপিয়ে দিতে থাকে। বর্ষা আসে এখানে মনমর্জি মতো.কোনো বছর বন্যা তো.কোনো বছর খরা।            ওই মাঝের কয়টি মাস চাষবাস করে এখাকার লোকজনেরা। ধান শাক সবজি যে যেমন পারে।            দুরদুরান্ত পর্যন্ত ধুঁ ধুঁ করতে থাকা জমিগুলোর মধ্য.ঘরবাড়ি তেমন দেখাই যায়না। ঘরবাড়িগুলো শুরু হয়.বেশ কয়েক কিলোমিটার পর থেকে।                      মাঠের মাঝখান দিয়ে একটা বাঁকা পিচ ঢালা বড়ো রাস্তা গিয়ে জুরেছে.সেবক ন্যাশনাল হাইয়েতে। মাঝে মাঝে কিছু গাড়ি এদিক ওদিক চলে যায় নিজের নিজের গন্তবে। এসব সাধারন ছাপোষাদের মধ্য একখানা বিদঘুটে বাড়ি.একেবারে বড়ো রাস্তা থেকে হাত পঞ্চাশ দুরে জমির মধ্য। বাড়িখানাও যেন তথদিক বিচ্ছিন্ন.ঠিক যেন রুক্ষ জমিগুলোর হাহাকারের অভিশাপ.বাড়িটাতে ভর করছে। একতলার ইটের গাঠনিগুলো দাত বের করে রয়েছে.বাড়িটার ছাঁদ নেই এডবেস্টার টিনেই ভরসা। যদিও তাতে কয়েক যায়গায় পলিথিনের চাপ্তি মারা।মানে নীল কালো পলিথিন ইট দিয়ে চাপা দিয়ে রাখা। পলিথিনগুলোরো দীর্ঘ রোদ বর্ষা জলে তাপে জড়াজিহ্ণ রং ধুঁয়েমুছে গেছে। সিমেন্ট বালি দিয়ে শান করা ঘরের মেঝো. জায়গায় জায়গায় খুবলে খুবলে চলটা উঠে গেছে। প্লাস্টার না করা নগ্ন ইটের দেয়ালে ভরে গেছে মাকশারজাল,, আনাচে কানাচে অযত্নে অবহেলায়। ঘরের চাল শুকনো মরা পাতায় ঢিপি হয়েগেছে। বাড়িটা থেকে কিছুটা দুরে উত্তর দিকে"বড়ো রাস্তার পাশে ঝোপঝাড় দিয়ে ঘেরা.এক বিশাল গভীর পরিক্ত কুয়ো। কত পুরোনো কুয়ো কবেই বা পরিক্ত হয়েছে গ্রামবাসি কেউ বলতে পারেনা। কুয়ো থেকে মাঝে মাঝে গা গুলিয়ে দেওয়া পচা দুর্গন্ধ উঠে এসে ভোঁ ভোঁ করে আশপাসটায়।কুয়োর পাশদিয়ে      পথচারি যাওয়া আসার সময় পচা দুর্গন্ধে.নাকে মুখে    রুমাল চাপা দেওয়ার পরেও যেন,অন্নপাশনের ভাত উঠে আসতে চায়। গ্রামের গৃহস্থ.মানুষজন ঘরের অদরকারি প্লাস্টিক বোতল মাটির হাড়ি পাতিল.পচা শাক সবজি ছেড়া জামা কাপর টোপলা করে.এনে ফেলে এই কুয়োতে। রাতের অন্ধঁকারে দুরদুড়ান্ত থেকে এসে কেউ বা মরা কুকুর বিড়াল ফেলে যায় মাঁঝে মাঁঝেই কুয়োতে। গ্রামের সকল গৃহপালিত মৃত পশু কিংবা কুকুর বিড়াল এদেরও সমাধি হয়.লোকচোঁখের আড়ালে এই কুয়োতে। বাড়ির চারপাশে বুঁনো ঝোঁপ জঙ্গলের বেঁড়া"সে বেড়া বাড়ির লোক দিয়েছে নাকি প্রকৃতি নিজের ইচ্ছায় তুলে দিয়েছে তা অজানা। বুঁনো ঝোঁপেদের পাতা নেই বললেই চলে"ন্যাড়া মাথায় ওরা ঠায় দাড়িয়ে আছে.কোনো অশনি সংকেতের অপেক্ষায়। মাঝে মাঝে কিছু কচি পাতা.গাছের কান্ডে আনাচে কনাচে মাথা চাড়া দিয়ে.উঠতে না উঠতেই আবার নুয়িয়ে পরে.কোনো এক অজানা অভিশাপে।    কোনো রকম ধুকে ধুকে টিকে আছে বাড়িটা.অদৃশ্য কোনো অভিশাপ থেকে। সন্ধাঁ নামলেই চারপাসটা যেন থমকে যায় শুন্যতার বিভীষিকায়। দুরদুরান্ত জমাট কালো অন্ধঁকার.অদৃশ্য অবয়ব দিয়ে দাড়িয়ে থাকে.এই বাড়ির আশেপাশে গোটা গ্রামের উপর। বড়ো রাস্তার উপরে কতোগুলো ল্যাম্পপোস্টের নীল হলদে আলো দেখা দেয়। প্রত্যন্ত গ্রামটায় বিদ্যুৎ পৌছালেও বেশির ভাগ সময়তো থাকে না। সকালে দুঘন্টা সন্ধাঁবেলায় ঘন্টা দেঁড়েক সময়।                                                                                                                                                                             চলবে
Like Reply


Messages In This Thread
the well----Thriller-incest--by-avi - by avi.. - 27-05-2023, 04:04 PM
RE: the well----Thriller-incest--by-avi - by avi.. - 28-05-2023, 10:58 PM



Users browsing this thread: 1 Guest(s)