26-02-2023, 05:57 PM
প্রস্তাবনা:
শ্রী অনঙ্গদেব রসতীর্থ।
লকডাউনের দীর্ঘ কর্মহীনতা কী করে আমাকে নিয়মিত যৌন জ়ঁর-এর সাহিত্য রচনায় প্রণোদিত করল, তার চর্বিত-চর্বণ অনেকবার করেছি।
কিন্তু প্রসঙ্গটা আবার তুলতেই হল, কারণ এই সময়ই নিয়মিত লেখবার তাগিদ, আমার মধ্যে হঠাৎ করেই series নির্মাণের একটা পথ খুলে দেয়। সেই সূত্রেই চিপকু-র পর জন্ম নেয় এই 'ভকলু' চরিত্রটি।
এও এক কিশোর চরিত্র; তবে চিপকুর থেকে আলাদা। ভকলুর গল্পের আরেকজন মূল প্রোটাগনিস্ট হলেন 'ভকলুর মা'। এ ছাড়াও ভকলুর এক মাসিও মাঝে-মাঝে গল্প-সূত্রে এসে পড়ে।
ভকলুরও বেশ কিছু ছোটো-বড়ো কাহিনি already 'অনঙ্গর অণু-পানু' thread-এ প্রকাশিত হয়েছে। এবার কেবলমাত্র ভকলুর কাহিনিমালা নিয়ে এই স্বতন্ত্র 'ভকলু সমগ্র' thread-টির অবতারণা করা গেল।
Series কাহিনির একটা বিশেষত্ব হল, লেখক ও পাঠক দুই মহলেই এর একটা ছকে যাওয়া পরিসর তৈরি হয়ে যায়। মোটামুটি একই ধরণের চরিত্রদের আনাগোনা, তাদের চেনা mannerisms, কাহিনির পরিণতিগুলিও প্রায় একই ধরণের হয়ে ওঠে।
তবু পাঠক-মহলে franchise content দেখবার/ পড়বার ঝোঁক একটা আছেই। না হলে ফেলুদা থেকে Marvel universe, কেউই এতো জনপ্রিয়তা পেত না।
যতোই আমরা বলি, বৈচিত্র্য আর অভিনবত্বই যে কোনও কাহিনির মূল চালিকাশক্তি, তা হলেও গতে বাঁধা চেনা গোত্রের গল্পেরও একটা পাঠক-কদর সব সময়ই কোথাও লুকিয়ে আছে।
নাইন-টেনের ইতিহাস বইতে 'বৈচিত্র্যের মধ্যে ঐক্য' বলে একটা কথা পড়তাম আমরা। আমাদের দেশের নানা ভাষা ও নানা মতের একত্রে দীর্ঘদিন ধরে অবস্থানকে বোঝাতে এই phrase-টা ব্যবহার করা হতো।
আমার মনে হয়, series-গল্পের ক্ষেত্রে এই কথাটাকেই ঘুরিয়ে নিয়ে বলা চলে, 'ঐক্যের মধ্যে বৈচিত্র্য'। এখানে পুরোনো বোতলে নতুন মদই তো আসলে ঢালা হচ্ছে!
যা হচ্ছে, হোক।
চেনা চরিত্রদের নতুন-নতুন আঙ্গীকে ফিরিয়ে আনতে আমারও বেশ ভালো লাগে। আমি তাই repetition দোষে খানিক দুষ্ট হলেও, স্বতন্ত্র গপপের পাশাপাশি এই সব series-চরিত্রদের নিয়েও সময় পেলেই লিখব।
তারপর পাঠক হিসেবে আপনারা বিচার করবেন, গল্পগুলো আদোও পাতে দেওয়া যায়, কী যায় না।
ধন্যবাদ।