Thread Rating:
  • 36 Vote(s) - 3.03 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance আধুরা ইন্সান !
মুখাগ্নি পর্ব শেষ ! দাউ দাউ করে জ্বলে উঠল চিতা ! অনিমেশ বাবু জ্বলতে থাকলেন ! দূরে দাঁড়িয়ে অভিকে জরিয়ে ধরে আছেন ফাল্গুনি ম্যাডাম আর দেবী ! সবাই শোকস্তব্ধ হলেও কারুর চোখে জল নেই ! কারন অনিমেশবাবু সেইরকম ভাবে কাউকেই ভালবাসেন নি ! শুধু নিজের স্বার্থ আর অহঙ্কার নিয়েই চিরকাল একের পর একজনকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছেন ! নেহাত শেষ বয়সে পক্ষঘাত হয়ে গেছিলো বলেই তাকে আশ্রয় নিতে হয়েছিলো ফাল্গুনি দেবী কাছে ! প্রচণ্ড খোভ থাকলেও ফাল্গুনি দেবী তার সেবা যত্নের কোনও ত্রুটি রাখেননি ! যতই হোক তার একমাত্র মেয়ে দেবির বাবা সে ! একটু হলেও মনের কোনায় তার জন্য কিছুটা কৃত্যজ্ঞতা তার ছিল শুধু মাত্র মেয়ের জন্য ! মেয়েও বাবাকে এতো কাছাকাছি পেয়ে বেশ আনন্দেই ছিল ! মৃত্যুর বেশ কয়েক দিন আগে অনিমেশ বাবু উকিল ডেকে নিজের সম্পত্তির উইল করে দিয়েছিলেন ! তার সম্পত্তি কে পাঁচ ভাগে ভাগ করে দিয়েছিলেন ! শর্বাণী , মনামি, অভি, দেবী আর ফাল্গুনির মাঝে ! যদিও ফাল্গুনি দেবী সেটা মেনে নিতে পারেননি ! কারন যে মানুষটা সারাজীবন শুধুই দুঃখ দিয়ে গেছে তার সম্পত্তি নিতে তিনি একদমই রাজি নন

অস্থি গঙ্গায় ভাসিয়ে স্নান করে যখন কাছা নিয়ে অভি সবার সামনে এলো দিপাদেবি কেঁদে ফেললেন ! "আমি ভাবতেই পারছিনা যে আমাদের জীবন থেকে একজন চলে গেলো ! আমাদের কি হবে রে অভি ......।।
- মা চুপ করো ... যার যাবার ছিল সে চলে গেছে ! আর তাছাড়া সে কোনোদিনই আমাদের কেউ ছিলনা ! সে শুধু নিজেরই ছিল ! বেশ ঝাঁজিয়েই বলে উঠল অভি ! আজ পর্যন্ত অভিকে এইভাবে কথা বলতে দিপাদেবি কোনোদিন শোনেননি ! কোন অভিকে দেখছেন তিনি ! মনের ভিতর পুষে রাখা রাগ আর ক্ষোভ আজ প্রথম উগড়ে দিলো অভি
সকালেই অফিসে ফোন করে জানিয়ে দিয়েছিল যে বাবা এক্সপায়ার করে গেছে তাই কোনও ইনফরমেসন না দিয়েই অভিকে চলে আসতে হয়েছে ! কম করে একমাস লাগবে ! জার্মানি যাওয়া পিছিয়ে দেবার অনুরধ করে অভি ! ম্যানেজমেন্ট ঠিক করে পরে সব জানাবে
পাপাকে সকালেই দেখে এসেছিল অভি ! এখন অনেকটা সুস্থ ! মনামি ভাইয়ের হাত ধরে বলে " পাপার কাছে যাবি না?"
- না রে পাপা আমাকে এই ড্রেসে দেখলে হয়তো হিতে বিপরিত হতে পারে ! ওই দিকটা তোরা এখন দ্যাখ
শর্বাণী বলে " আমার ছোট ভাই কতো বড় হয়ে গেছে ! কতো কিছু না বলতেই বুঝে যায় ! তুইই আরাম কর ! হাসপাতাল আমরা দেখে নেবো ! মাত্র তো দশদিনের ব্যাপার ! তারপর না হয় তুই বাবাকে দেখিস
অভির ফোন বাজতেই দেখে নিলাঞ্জনার ফোন ।। অভি কেটে দেয় ! একটু বোধ হয় ঘুমিয়ে পড়েছিল অভি ! মনামি এসে ওকে তুলে দেয় ! " ভাই ওঠ ... তোর সাথে দেখা করার জন্য পিশেমশাই এসেছেন ... অভি বাইরের ঘরে এসে দেখেন নরেন বাবু আর লেখা বসে আছে ! কিন্তু কোন লেখা ? সারা শরীর প্রায় রক্ত শুন্য ! চোখের নিচ্ছে কালি ।। একটা উতফুল্ল যৌবনময়ী মেয়ের একি অবস্থা !      
নরেন বাবুর সাথে এটা সেটা নিয়ে কথা বলার পর অভি লেখাকে জিজ্ঞাসা করে " কি ব্যাপার চোখ মুখের অবস্থা এতো খারাপ কেন ? "
ঘার নেরে লেখা বলে "কই কিছুই তো হয়নি ! একটু শরীর খারাপ তাই হয়তো লাগছে "
মিনিট পাঁচ সাত কথা বলার পর অভি ছাদে উঠে যায় ! শরীর আর মনের উপর দিয়ে খুব স্ত্রেইন যাচ্ছে ! পাপার অবস্থার কোনও উন্নতির খবর এখনও পাওয়া যায়নি ! মা চুপচাপ সব কিছুই দেখে যাচ্ছেন ! মায়ের মুখ দেখে অভির বুক ফেটে যাচ্ছে ! জন্মের পর নিজের জন্মদাত্রিকে কোনোদিন পায়নি অভি ! জেথিমাই ওর আসল মা ! আর জেঠুই ওর পাপা ! কতো আদর কতো স্নেহ দিয়ে ওকে ওনারা বুকের মাঝে আগলে রেখে বড় করেছেন ! দুই দিদি চার হাত দিয়ে অভিকে সমস্ত দিক থেকে আগলে রেখেছে ! আজ সেই পাপা হাসপাতালে আর মা কাউকে কিছুই বলতে পারছে না ! গলায় একটা দলা পাকান কান্না বেড়িয়ে আসতে চাইছে ! ধুতির খুঁট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট জ্বালায় অভি  ! আনমনে শুন্যের দিকে ধোয়া উরিয়ে দেয় ! কিছুই ভালো লাগছে না ! ফোনটা বেজে ওঠে ...
নিলাঞ্জনা ফোন করেছে ..." তুমি কোথায়? বাবার মৃত্যুর খবর শুনলাম ... আমি খুবই দুঃখিত ! তুমি কবে আসবে ? আমার সময় কিছুতেই কাটতে চাইছে না ! "
- আমি কি তোমার কেনা গোলাম নাকি? নাকি তুমি আমার বিয়ে কড়া বউ যে তোমার কাছে সবসময় থাকতে হবে? তোমাকে অনেকবার বলেছি আমাদের সম্পর্ক শুধু মাত্র বিছানাতেই ... তার বেশি আমার কাছে বেশি কিছু আশা করোনা ! বলেই ফোনটা কেটে দেয় অভি ! কতক্ষন দুরের তারার দিকে তাকিয়ে ছিল খেয়াল নেই অভির ... হটাত কাঁধেতে কারুর হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়িয়ে আধো অন্ধকারে দেখল লেখা ওর দিকে তাকিয়ে আছে ! চোখে জ্বলের ধারা !
- কি হয়েছে লেখা ? তোমার চোখে জ্বল কেন?
- আমার কপাল পুড়েছে অভি ! তোমার ঝন্টুদা আর আমার নেই ! সোদপুরের কাছে একটা নতুন ফ্ল্যাট কিনেছে ! সেখানে একজন মহিলাকে নিয়ে থাকে ! বাড়িতে আসেনা ! বাবা মার সাথে ঝগড়া করে দোকানেও আসা বন্ধ করে দিয়েছে ! সোদপুর মার্কেটেই একটা নতুন দোকান খুলেছে ! কারুর সাথেই সম্পর্ক রাখেনা !
- আমি জানতাম এইরকম একটা কিছু হবে  ! কিন্তু এতো তারাতারি হবে সেটা বুঝতে পারিনি !
- তুমি জানতে ? তা সত্তেও তুমি আমাকে কিছুই বলনি ! কেন অভি ?
-কি শুনতে চাও তুমি ? তুমি কি জাননা সব থেকে বেশি দোষ তোমার? কেন তুমি ঝন্টুদাকে কন্ত্রলে রাখতে পারনি? কি নেই তোমার ভিতর ? তবুও কেন ঝন্টু তোমাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে রয়েছে? কোনোদিন ভেবে দেখেছো?
 
[+] 4 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
RE: আধুরা ইন্সান ! - by dada_of_india - 19-01-2022, 08:02 PM



Users browsing this thread: 2 Guest(s)