Thread Rating:
  • 14 Vote(s) - 3.21 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance ভালোবাসা কারে কয় ? --- domis
#1
ভালোবাসা কারে কয় ?

প্রথম পর্ব

 
আজকের দুনিয়ায় ভালোবাসার কোনও দাম নেই!

অভি আমি তোর সঙ্গে একমত নই ভালোবাসা খুঁজলে ঠিক পাওয়া যাবে!

পর্ণা তোর জীবনে এরকম ঘটে যাওয়ার পরও তুই এরকম বলছিস?

হ্যাঁ , আমি আশাবাদী অভি একদিন আমার মনের রাজকুমার হটাৎ আমার সামনে এসে দাঁড়াবে

পর্ণা তোর রাজকুমার তো তোর সামনেই বসে আছে , মনে মনে বলে অভিজিৎ , কিন্তু মুখে বলে তোর এরকম মনে হয় কেন রে?

এমনিই মনে হয়, হাঁসি হাঁসি মুখে তাকায় শ্রীপর্ণা অভিজিতের দিকে পর্ণার এই মিষ্টি হাঁসিটা খুব ভাল লাগে ওর মনে হয় এর থেকে ভাল কোনও বস্তু আর দুনিয়ায় নেই কিন্তু ওকে মনের কথা এখনও বলে উঠতে পারেনি অভিজিৎ



অভিজিৎ আর শ্রীপর্ণা কাজ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মসূত্রে দুজনেই পাশাপাশি ডেস্কে বসে শ্রীপর্ণার সঙ্গে আলাপ ট্রেনিং চলাকালীন শ্রীপর্ণা কে দেখতে মোটামুটি সুন্দরী , শরীরের গঠন স্লিমের উপর , সবকিছুই সামঞ্জস্যপূর্ণ তবে অভিজিতের সেদিকে খেয়াল নেই , যবে থেকে শ্রীপর্ণা কে দেখেছে সেদিন থেকেই ওর মনে ঢেউ খেলতে শুরু করেছে , কামের ঢেউ নয় , প্রেমের ঢেউ শ্রীপর্ণা কে দেখতে সুন্দরী হলেও ওর শরীরের অন্য কোনও অঙ্গের দিকে ওর চোখই যায় না , ওর মুখের দিকেই তাকিয়ে থাকে যেনও ওই কাজল কালো সুন্দর দুটি নয়নের মাঝে নিজের সত্তা কে অনুভব করে


অভিজিৎ কিন্তু একটু মোটার দিকে ধাত খুব বেশি না হলেও কোমরের সাইজ চল্লিশের উপর নিজেকে মেন্টেন করার সেরকম কোনদিনই চেষ্টা করেনি , করার অনুপ্রেরণাও ছিল না কিন্তু শ্রীপর্ণা কে দেখে ওরও নিজের শরীরের প্রতি নজর গেছে নিজেকে ঢেলে সাজাতে হবে , ওর সামনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে অভিজিৎ একটা মধ্যবিত্ত সংসার থেকে এসেছে , বাবার ছোটখাটো একটা ব্যাবসা , ছেলের পিছনে খুব বেশি খরচা না করতে পারলেও , ছেলেকে মানুষ করেছেন অভিজিতও জানে সেসব বাবাকে কোনদিনও খুব প্রেশার দেয়নি কিছু দেওয়ার জন্য


অন্যদিকে শ্রীপর্ণা উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে বাবার বড় বিজনেস , কিন্তু বাবা চান মেয়ে নিজের পায়ে দাঁড়াক সেইজন্য এই চাকরি ওদের মাঝে মাঝেই পার্টি এটা সেটা লেগেই আছে সেসব পার্টি তে ড্রেস টাও একটু মডার্ন ড্রেস পড়তে হয় তবে অফিসে আসে একবারে সাদামাটা ড্রেস পড়ে , যেনও এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে অভিজিতের ওর এই সিম্পেল ড্রেস করা খুব পছন্দের ওই কোম্পানি এমন অনেক মেয়েই আছে যাদের চলন বলন , কথা বার্তা সবই সাধারণ ছাপোষা ঘরের মেয়েদের ছাড়িয়ে যায় সেইসব মেয়দের কে আভয়েড করে



শ্রীপর্ণা অন্য সকলের সাথেই মেশে , সকলের সাথেই কথা বলে সুন্দরী বলে অনেকেই ওর সাথে কথা বলতে চায় সেটা অনুভব করে কিন্তু অভিজিতের সঙ্গে বেশি থাকে দুজনেই দুজনের সাহচর্য পছন্দ করে তবে অফিসের অনেক মাথাই এটা পছন্দ করে না শ্রীপর্ণার উপর অনেকেরই নজর আছে ওর অফিসে ঢোকা মাত্রই ওকে খেলিয়ে তোলার জন্য অনেক মাথাই প্ল্যান আটতে শুরু করেছে তাদের মধ্যে একজন হল রাজীব শুক্লা আর অন্য জন হল সুমন অধিকারী দুজনেই এডমিনিস্ট্রেটিভ পসিসনে বসে আছে সুমন অধিকারী রাজীব শুক্লার থেকে একটু নিচে , কিন্তু দুজনেই লালসা ভরা চোখ নিয়ে দেখে শ্রীপর্ণাকে শ্রীপর্ণার শরীরের সৌন্দর্যে সাঙ্ঘাতিক আকর্ষণ বোধ করে ওরা ওরা নিজেদের খেলা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই


শ্রীপর্ণা নতুন জয়েন করেছে , তবুও তো মেয়ে শুনেছে এরকম সুন্দরী মেয়েদের সঙ্গে ফষ্টিনষ্টি করার খেলা সেই মেয়েরা প্রমোসানের লোভে বসেদের কাছে সবকিছু বিলিয়ে দেয় এমন নয় যে ওরা বিতাড়িত , প্রমোসান টাকা সব কিছুই হয় আবার সুখও হয় রাজীব , সুমনদের মতো লোকেরা যথেষ্ট পাকা খেলোয়াড় তাই সবকিছুই পেলে ক্ষতি কি! বিবাহিত হলেও বা অবিবাহিতদের বয়ফ্রেন্ড থাকলেও অফিসে ওই মেয়েরা কি করে তাদের পার্টনাররা জানে না রাধিকা পাল বলে এমন একটা মেয়ের কথা শুনেছে শ্রীপর্ণা কতটা সত্যি জানে না তবে শুনেছে মেয়েটার নাকি বিয়ে ভেঙ্গে যায় বিয়ের ঠিক আগে হয়ত অফিস থেকে কেউ লাগিয়ে দিয়েছিল কথাটা


যাকগে শ্রীপর্ণা এসব নিয়ে বেশি মাথা ঘামায় না , যদিও অনেক পুরুষের কাছ থেকেই সাবধানে থাকে কিন্তু অভিজিতের কথাই আলাদা , ওর কাছে এক অদ্ভুত ফিলিং হয় ওর নিজেকে নিরাপদ বোধ করে তাই মন খুলে ওর সঙ্গে কথা বলে অভিজিতও মন দিয়ে শোনে ওর জীবনের কথা , ওর দুঃখের কথা , কখনও মনে হলে নিজের মতামত দেয়
 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ভালোবাসা কারে কয় ? --- domis - by ddey333 - 16-10-2021, 08:17 AM



Users browsing this thread: 1 Guest(s)