Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#45
শুক্লা বলল, ‘বল না দেব? কাল কি হল? বিদিশা এসেছিল?’
আমার ভেতরে তখনো একটা কিন্তু কিন্তু বিরাজ করছেবিদিশাকে নিয়ে শুক্লার এখনো এত আগ্রহ? ওর মনোভাবটা ঠিক পরিষ্কার হচ্ছে না আমার কাছে
আমি বললাম, ‘ছাড় না ওসব প্রসঙ্গতুই তোর কথা বলভালোই তো লাগছিল শুনতে।’
শুক্লা বলল, ‘আমার কথা শুনতে বুঝি তোর ভালো লাগবে? কি একটা জীবন নিয়ে এতকাল অতিবাহিত করে দিলামআমার আবার জীবন কাহিনী বলে কিছু বাকী আছে নাকি?’
আমি বললাম, ‘তোর বরের কথা একটু শুনিবেশ ভালই তো হয়েছিল বিয়েটাহঠাৎ ভেঙে গেল কেন?’
শুক্লা বলল, ‘জোড়া লাগানোর আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সেই সুযোগটা দেয় নি।’
কারণটা জানতে শুক্লা বলল, ‘আসলে আমার হাজব্যান্ড হল, বাবা মায়ের একমাত্র সন্তানজামশেদপুরে ওদের আদী বাড়ীচাকরীর দরুন, কলকাতাতেই অনেকদিন ছিলহঠাৎই আমার শাশুড়ী এসে সব গুবলেট করে দিল।’
আমি বললাম, ‘সেটা কিরকম?’
শুক্লা বলল, ‘আমি তখন অলরেডী ফ্ল্যাটের জন্য ব্যাঙ্ক থেকে লোন স্যানকসন্ পেয়ে গেছিও আর আমি বিয়ের পর ভাড়াবাড়ীতে থাকতামশ্বাশুড়ি মায়ের আপত্তি হল, জামশেদপুরে যখন নিজেদের বাড়ী রয়েছে, তখন লোন টোন নিয়ে আবার এসব ফ্ল্যাট কেনা কেন? তাহলে তো ওই বাড়ীটাও শেষমেষ দেখার কেউ থাকবে নাআমার শশুড় শাশুড়ীর যখন জামশেদপুরে বাড়ী রয়েছে, তখন এসব ফ্ল্যাট ট্যাট কেনার কোন দরকার নেইআমার বর প্রথমে মায়ের কথাটার কোনো গুরুত্ব দেয় নিপরে দেখি ও মায়ের কথায় তাল দিচ্ছেভীষন রাগ হল আমারবললাম, আপনারা নিজেদের কথা চিন্তা করেনআমার বাবা মায়ের জন্যও তো আমাকে কিছু ভাবতে হবেমা বাবা এতকাল ধরে ভাড়া বাড়ীতে রয়েছেন, তাদেরকে যদি আমি নিজের ফ্ল্যাটে এনে তুলিঅসুবিধেটা কি?’
শাশুড়ী বলল, তার মানে তুমি ফ্ল্যাট নিতে চাইছ নিজের বাবা মায়ের জন্য? নিজেদের কথা ভেবে নয়?
ভীষন রাগ হল আমারবললাম, বাবা মা কি চিরকাল থাকবেন? তারপর তো ওই ফ্ল্যাট আমাদেরই হবেএই সহজ কথাটা কেন বুঝতে চাইছেন না?
আমার শাশুড়ী তারপরেও বিশ্রী ভাবে বেঁকে বসলো
আমি শুক্লাকে বললাম, ‘এটাই কি তোদের বিচ্ছেদের কারণ?’
শুক্লা বলল, না, এরপরেও জল অনেকদূর গড়ালোও হঠাৎই জামশেদপুরে চলে গেল কয়েকদিনের জন্যঅফিস থেকে ছুটী নিলবলল, বাবা মা দুজনেরই খুব শরীর খারাপআমাকে ওনাদের পাশে থাকতে হবেআমি বললাম, আমি কি যাব তোমার সাথে? ও বলল, না তুমি থাকোতাহলে তোমাকেও তো আবার ছুটী নিতে হবে
আমি শুক্লাকে বললাম, তারপর?
শুক্লা বলল, সেই যে গেল, তারপরে দেখি আর আসার নামই করে নাআমি এদিকে রোজ ফোন করছি, ওর কাছে খবরাখবর নিচ্ছিসেই একই কথানা আমার এখন কলকাতায় ফেরার কোন ইচ্ছা নেই
আমি বললাম, সেকী? তোর প্রতি ওর টানটা তাহলে চলে গেল? বিয়ে কেন করেছিল?
শুক্লা বলল, সেটাই তো কথাবাবু চাকরি ছেড়ে একেবারে বাবা মায়ের কাছে গিয়ে হাজির হয়েছেনওসব শরীর টরীর খারাপ মিথ্যে কথামোদ্দা কথা হল, উনি চাকরী আর করবেন নাজামশেদপুরে দোকান খুলে ব্যাবসা করবেন
 আমি বললাম, তারপর?
শুক্লা বলল, তারপর আর কি? আমার এদিকে চিন্তা বাড়ছেবাবা মাও চিন্তা করছে আমাকে নিয়েফ্ল্যাটে আমি একারোজ শুধু অফিস করছি, কিন্তু মন আমার একেবারেই ভাল নেইঠিক করলাম ভাড়া বাড়ীটা আমি ছেড়ে দেবোবাবা মায়ের কাছেই আবার ফিরে যাব।  ততদিনে সল্টলেকের আমার এই নতুন ফ্ল্যাটটাও তখন তৈরী হতে শুরু করেছেআমি বায়নাও অলরেডী করে দিয়েছিঠিক করলাম, ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেলে বাবা মাকে নিয়ে আমি এখানে চলে আসব
আমি বললাম আর তোর বর?
শুক্লা বলল, ‘শেষ চেষ্টা একটা করলামওকে ফোন করে আমি ট্রেন ধরে একাই চলে গেলাম জামশেদপুরভেতরে ভেতরে রাগটাকেও আমি প্রশমিত করে ফেলেছিএকবার ওকে অন্তত বোঝানোর চেষ্টা করব,এই আশা নিয়ে আমি জামশেদপুর রওনা দিলামসারাটা রাত্রি আমার ট্রেনে ঘুম এল নাকি হয় কি হয় একটা দুশ্চিন্তা মনে কাজ করছেআমার সব আশায় জল ঢেলে দিল, আমার শশুড় শাশুড়ীআমার বরও তখন তার বাবা মায়ের কবলেকিছুতেই সিদ্ধান্ত পাল্টাতে রাজী হল নাউল্টে আমাকে বলে বসল, তুমি চলে এসো জামশেদপুরেদরকার হলে ট্র্যানস্ফার নিয়ে নাওচাকরী ছেড়ে দাওকলকাতার প্রতি তোমার অত মায়া কেন?
আমি চেয়ে আছি শুক্লার মুখের দিকে
শুক্লা বলল, তুই বল দেব? বাবা মাকে একা ফেলে, ওনাদেরকে ছেড়ে এভাবে কি চলে যাওয়া যায়? বিয়ের আগে আমি শর্তই করে নিয়েছিলামবাবা মাকে ছেড়ে আমি অন্য কোথাও কিন্তু যেতে পারব নাসেটা সম্ভব নয়সব শর্তে রাজী হলঅথচ বিয়ের পর, তিনি একেবারে পাল্টে গেলেন
শু্ক্লাকে বললাম, কতবছর ঘর করেছিলিস তোরা?
শুক্লা বলল, মাত্র একবছর
আমি বললাম, মাত্র একবছরেই সব শেষ হয়ে গেল?
শুক্লা বলল, আমি শেষ করে দিতে চাইনি দেবওই আমাকে বাধ্য করলকোর্ট থেকে আমাদের ছমাস সময় দিলএই ছমাসেও তিনি মনোভাব চেঞ্জ করলেন নাবাধ্য হয়েই মিউচাল ডিভোর্সটা আমাদের করে নিতে হল
একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শুক্লা বলল, দেখ, এতকিছু করলামসেই বাবা মায়ের জন্যই আমি এত লড়াই করলামঅথচ বাবা আর মা, দুজনকেই আমি শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম নাআমার জীবনটা পুরোপুরি নিঃস্ব হয়ে গেল
আমি শুক্লার চোখে আবার জল দেখলাম, যেন ভাঙাচোরা একটা জীবনের মতন জীবনটাকে জোড়া লাগানোর সব প্রচেষ্টাই শুক্লার ব্যর্থ হয়ে গেছেনতুন ভাবে বাঁচার উৎস খুঁজছেকিন্তু অসুখী নারীমন তাকে যেন চরম বিশাদে ভরিয়ে তুলেছে
আমার দিকে চেয়ে অনেক কষ্টে মুখে আবার হাসিটা ফেরত আনার চেষ্টা করল শুক্লাআমাকে বলল, ‘আমি কিন্তু তোর বিয়েতে খুব আনন্দ করব দেববিদিশার সঙ্গে যদি তোর বিয়েটা হয়, তাহলে খুব মজা করব, গাইবো নাচবোতোকে আর বিদিশাকে নিয়ে খুনসুটী করবসারারাত হৈ হুল্লোর হবেবাসরে মজা হবেএই শু্ক্লাকে দেখে তুই তখন চিন্তেই পারবি নাকি আমি ঠিক বলছি তো দেব?’
আমি অবাক চোখে চেয়ে আছি শুক্লার দিকেভাবছি, জীবনের নানা রং দেখতে যারা অভ্যস্ততারা কি এই রংয়ের সাথে কোন রংকে মেলাতে পারবে? এ আমি কি দেখছি? ভালোবাসার রং কি এরকমও হয়? না, আমার মাথা আর কোনো কাজ করছে নাএবারে মনে হচ্ছে, শুক্লাকেই আমাকে পরিষ্কার করে আসল কথাটা জিজ্ঞাসা করতে হবেশুক্লা তাহলে কি তুই?-
 মনে হল, শুক্লা আপ্রাণ চেষ্টা করছে, ওর প্রতি আমার যে ধারনাটা তৈরী হয়েছে সেটাকে নির্মূল করারযেন অভিনয় নয়, ভেতর থেকে খুশি আর আনন্দ ফেটে পড়ছেআমার মনের মধ্যে যাতে কোন আশংকা বাসা না বেঁধে থাকে, তার জন্য নিজেই এবার প্রাণখুলে হাসতে লাগল শুক্লাহাসতে হাসতে গড়িয়ে পড়ছে, আর বলতে লাগল, ‘আমি কিন্তু তোর রকমটা খালি দেখছিলামযেই তোকে ভালবাসার কথা বলেছি, অমনি তোর মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেলআরে বাবাআমি কি অতই বোকা? যে বিদিশার জায়গাটা শুধু শুধু নিতে যাব? তুই বুঝি বিদিশাকে ছেড়ে আমাকে ভালবাসতে শুরু করে দিবি? আর আমার কথাটাও সত্যি মেনে নিবিওতো আমি এমনি বলছিলামতোকে একটু পরখ করে দেখছিলাম, আর কি? তোর সাথে একটু মজা করব না তো কি করব বল? কলেজের দিনগুলোর কথা কি তুই ভুলে গেলি?’
মনে মনে বললাম, সব কিছু যে মজা করে হয় না শুক্লাতোর মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে এখনতুই যেটা বলতে চেয়েছিলিস, সেটা বলেও তুই কথাটা ঘুরিয়ে নিয়েছিসতোর মনের ইচ্ছাটা আমি তখুনি বুঝে নিয়েছি
শুক্লা আবার আমার কাছে এলআমাকে বলল, ‘বিদিশার কথা কিছু একটু বলবি তো? কাল শুভেন্দুদের বাড়ীতে বিদিশা এসেছিল কিনা তাও বললি নাশুধু এড়িয়ে যাচ্ছিস আমাকে? কেন আমাকে বলতে কি তোর কোন অসুবিধে আছে?’
ওর মুখের দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ চিন্তা করলামতারপরে বললাম, ‘শুক্লা, আমাকে বড় বিপদে ফেলে দিলি তুইএ তুই কি করলি বলতো? আমাকে বাড়ীতে ডেকে এনে মনের কথাটা বলে ফেললিকোনদিন ভেবে দেখেছিস? আমি তোকে সেভাবে, কখনো-
শুক্লা আমাকে বাঁধা দিয়ে বলল, ‘আমি জানি দেবজোর করে কিছু হয় নাভালবাসা প্রেম এগুলো তো ছেলেখেলা নয়এই করলাম, আবার ছেড়ে দিলামআবার করলাম, আবার ছেড়ে দিলামওই ভুল আমি জীবনে একবারই করেছিকিন্তু তুই কেন করতে যাবি দেব? আমার জন্য তুই বিদিশার ভালবাসাটাকে ভুলে যাবি? এতদিন বাদে যে বিদিশা ফিরে এল, তার কি কোন দাম থাকবে না তোর কাছে? ও আমি ভুল করে ফেলেছি, দেবএকেবারে নির্বোধের মতন কাজ করে ফেলেছিতুই প্লীজ আমাকে ক্ষমা করে দেআমি সরি ভীষন সরিপ্লীজ দেব।’
আমি আবার চেয়ে রইলাম শুক্লার মুখের দিকেশুক্লা বলল, ‘কাল কি জানি কি মনে হল, বোকার মতন শুভেন্দুকেও কিছু খারাপ কথা বলে দিলাম, বিদিশার সন্মন্ধেপরে নিজেরই আমার অনুশোচনা হলভাবলাম, এ আমি কি করলাম? শুভেন্দু নিশ্চই খারাপ ভাবলো আমাকে।’
আমি বললাম, কি বলেছিস তুই শুভেন্দুকে? বিদিশা সন্মন্ধে কিছু বলেছিস?
শুক্লা আবার এড়িয়ে যেতে লাগল, আমার কাছেআমাকে বলল, ‘না আমি বলব নাকিছুই বলব নাতুই খালি আমাকে খোঁচাচ্ছিসজানিস তোর মনের কি অবস্থা হবে এটা শুনলেআমি তোর চোখে আরো খারাপ হবোএটাই কি তুই চাস?’
এমন একটা শর্তে ফেলে দিল শুক্লাআমার শোনার আগ্রহটা পুরোপুরি চলে গেলমনে হল, যে ঝড়টা আমার মনের ভেতর দিয়ে এখন বইছে, আমি সত্যি বিদিশার সন্মন্ধে কোন খারাপ কথা শুনতে পারব নাযেটা সত্যি সেটাও মানতে পারব নাহয়তো মুখ ভার করে এক্ষুনি আমাকে চলে যেতে হবে শুক্লার এখান থেকেআর কোনদিন শুক্লার মুখদর্শনও আমি করব না
ও বলল, ‘জেনে রাখ দেব, বিদিশা যতই ভুল করুকবা যতই তোর ভালবাসাকে ঠুকরে সে চলে যাকএতদিন বাদে সে যখন ফিরে এসেছেতাকে তাকে ক্ষমা করে দিতেই হবেআমি যদি বিদিশার জায়গায় থাকতাম, তুই করতিস না?’
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 03-07-2021, 01:49 PM



Users browsing this thread: 2 Guest(s)