Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#41
মা বললো, ‘কি সমস্যা? সেটা যতক্ষণ না ও তোকে খুলে না বলছে, তুই কি করে তার সমাধান করবি? ওর যদি সমস্যাটা গুরুতর হয়, তাহলে ওর পক্ষে বলাটা অত সহজ নয়ও জেনেও তোকে বলবে নাআর যদি সমস্যাটা অল্পতেই সমাধান হয়ে যেতে পারে, তাহলে দেখ, আজই তোকে হয়তো বিদিশা ফোন করবে, সব খুলে বলবে।’
মায়ের কথা শুনে আমার মনে হলো, মা হয়তো ঠিকই বলছেকারণ বিদিশা কাল ট্যাক্সিতে আসতে আসতেও আমাকে ওর সমস্যাটার কথাটা সেভাবে কিছু খুলে বলেনিআমার কাছে আরো দু তিনদিন বিদিশা টাইম চেয়েছেএটা যদি গুরুতর কিছু সমস্যা না হত, তাহলেই হয়তো কালকেই বিদিশা সব খুলে বলতো।  কি জানি ভাগ্যে আমার কি লেখা আছে
মন খারাপ না করে এবারে আমি অফিসে বেরুবার জন্য তৈরী হতে শুরু করেদিলাম।  কাল থেকে কি সুন্দর উপন্যাসটা লিখতে শুরু করেছিলাম মনে হলো, কালকের এক ঝটকায় গল্পটা কেমন থমকে দাঁড়িয়ে পড়েছেআগে কি লিখবো, এখন আর বুঝতে পারছি না যতক্ষণ বিদিশার রহস্যের উন্মোচন যতক্ষণ না হচ্ছে, আমাকে ঐ কলেজের পুরোনো স্মৃতিগুলোর কথা মনে করেই আরো কিছু পাতা ভরিয়ে যেতে হবেতাছাড়া আর কিছু লেখার নেই
সকালে যে শুভেন্দু একটা ফোন করবে, এটা জানাই ছিলোকিন্তু আমি আরো অবাক হলাম, যখন দেখলাম, শুক্লাও আমাকে পরপর চারটে মিস কল করেছে, সে জায়গায় শুভেন্দু করেছে একটাঅঘোরে ঘুমিয়েছিলাম, এতগুলো মোবাইলে মিস কল হয়েছে আমি টেরই পাইনি
শুভেন্দু একটা মেসেজ ছেড়েছে। ‘কাল বিদিশা তোকে কিছু বলেছে? জানতে খুব ইচ্ছে করছেফ্রি হলে আমাকে একটা ফোন করিস। -শুভেন্দু
অফিসের জন্য বাড়ী থেকে বেরিয়ে পড়েছিট্যাক্সিতে যেতে যেতে শুভেন্দুকে এবারে ফোনটা করলামদেখলাম, ওর ফোনটা বিজি বলছে, তার মানে কোনো ক্লায়েন্টের সাথে হয়তো কথা বলছে শুভেন্দুঠিক তার পাঁচ মিনিট পরেই শুভেন্দু ঘুরিয়ে ফোনটা করলো আমকে
আমাকে বললো, ‘কি ব্যাপার বলতো দেব? একটু আগে বিদিশা আমাকে ফোন করেছিলো, আমাকে বললো, সরি, ‘কাল তোদের মুডটা আমি খারাপ করেদিয়েছিলামআসলে ওই অবস্থায় আমার তখন কিছু করারও ছিলো নাদেবের কথা ভেবে আমার ভীষন কষ্ট হচ্ছিলোমনে হলো, দেবকে এভাবে ঠকানোটা বোধহয় ঠিক হচ্ছে নাতাই আমি মনে মনে একটা অন্য সিদ্ধান্ত নিয়েছিএই মূহূর্তে দেবের বাড়ীতে আমি আর যাচ্ছি না।’
 
বারবার বিদিশাকে ঘিরে মনের মধ্যে সেই একই হতাশা আর বিষন্নতাহঠাৎ বিদিশা কেন এমন আচরণ করছে? আমার জীবনটাকে নিয়ে ও কি শুধু খেলতেই চাইছে? আমাকে যদি সে নিজের মনে করে, তাহলে সত্যি কথাটা কেন খুলে বলছে নাকেন বলছে না দেব, আমি তোমার কাছেই আবার ফিরে আসতে চাইতুমি যদি আমাকে একটু সাহায্য করতেআমার এই বিপদে তুমি আমার পাশে দাঁড়াতেআমাকে বিপদ থেকে উদ্ধার করতেতা না বলে-
শুভেন্দুর কথার উত্তরে আমি কি বলবো, কিছু ভেবে পেলাম নাও শুধু বললো, ‘কাল বাড়ী ফেরার সময় বিদিশা তোকে কিছু বলেনি? ও কেন হঠাৎ ও রকম হয়ে গেলোআমি তো কিছুই বুঝতে পারছি না।’
আমি বললাম, ‘সেতো আমিও বুঝতে পারছি না।  আর বিদিশাও সেভাবে আমাকে কিছু বলেনিশুধু আমার কাছে দুতিনদিন ও সময় চেয়েছেবললো, আমাকে ও আর ঠকাতে চায় না।’
শুভেন্দু বললো, ‘তুই জোর করলি না কেন? এত কিছু করেও বিদিশার সাথে তোর মিলনটা করিয়ে দিতে পারলাম নাআমার নিজেরই তো খুব খারাপ লাগছে।’
 শুভেন্দুকে বললাম, ‘মন খারাপ করিস না শুভেন্দুহয়তো দু তিনদিন পরেই অজানা কথাগুলো সব জানা হয়ে যাবেবিদিশার কিসে এত অসুবিধা হচ্ছে, সেটা আমি তুই দুজনেই তখন জানতে পারবো
জানি শুভেন্দু আমার মনকেও শান্তনা দেবেও নিজের থেকে আমার ব্যাপারে চিন্তা করে বেশীফোনে বললো, ‘দেব, নিজের মনকে একটু শক্ত করদু তিনদিন বেশী সময় নয়আশাকরি এ রহস্যের জট কাটবেবিদিশা আবার তোরই হবেতুই দেখে নিস, আমার মন তাই বলছে।’
অফিসে পৌঁছোলামনিজের রুমে বসে বিদিশার কথাই শুধু ভাবছিহঠাৎ ওর পুনরাগমনে নিজের মধ্যে একটা শক্তি ফিরে পেয়েছিলামমনে হচ্ছিল, সেই কলেজের দিনগুলোর মতই আবার আমার মধ্যে জীবনীশক্তির এতই প্রাচুর্য হঠাৎ যেন ভীষন লাফাতে ইচ্ছে করছে আমার নিজের কেবিন থেকে বেরিয়ে সবাইকে খুশীর খবরটা দিতে ইচ্ছে করছেঅফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে ইচ্ছে করছেসবাইকে বলতে ইচ্ছে করছে, যেন যাকে আমি ভালোবাসতাম, সে ঠিক এতদিন বাদে আমার কাছেই ফিরে এসেছে আবার
বিদিশার আগমন, আমাকে সেই তরুন বয়সে ফিরে দিয়েছে কলেজের দিনগুলোর মতই আবার গাইতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, আনন্দ করতে ইচ্ছ করছে
আবার পরক্ষণে এটাও মনে হল, সেই উদ্দীপনা এসেও যেন আবার নিভে গেলো আমি যেন পরিশ্রান্ত হয়ে নিজের সিটের ওপরে শরীরটাকে এলিয়ে দিয়েছি নানা রকম চিন্তা আমার মনকে ঘিরে ধরছে নিজের জীবনটাকে মনে হচ্ছে একেবারে শূন্য এই পৃথিবীটাকে মনে হচ্ছে একটা মরুভুমি এই মূহূর্তে বিদিশার ছায়াটাকে আমি আমার রুমের মধ্যে দেখেছি।  ছায়াটা ধীরে ধীরে আমার কাছ থেকে ক্রমশ আবার দূরে সরে যাচ্ছেআমি স্থির থাকতে না পেরে, বিচলিত হয়ে রুমের মধ্যে পায়চারী শুরু করে দিয়েছি,এমন একটা কঠিন পরিস্থিতি, জীবনের যখন একটা মান খুঁজে পেলাম, তখন আমি আবার একাভীষন ভাবে একাদীর্ঘ সময় ধরে কাজ করার পর ঘুম ভেঙে জেগে ওঠার মতো, বিহ্বল চোখে আমি যখন বাস্তব জীবনের দিকে তাকাই, আমার ঘরের শূন্য দেওয়ালগুলো ছাড়া আমি আর কিছুই দেখতে পারি নাবা অনুভব করতে পারি না
মনে হয় আমার জীবনকে রমনীয় করে তোলার জন্য সত্যি কোনো নারী নেইনেই কোনো সঙ্গিনীসবাই যেখানে প্রেম অভিসারে ব্যস্তআমাকে সেখানে অবসর সময় কাটানোর জন্য এমন কিছু জায়গা খুঁজতে হয়, যেখানে আশ্রয় না নিলে আমার যেন সময় কাটানোর আর জায়গা নেইঐ শুভেন্দুর কথাটাই তখন সত্যি হয়বিদিশাকে ভালোবেসে জীবনটা নষ্ট করলি তুইএখন শুধু লেখালেখি, আর গানের চর্চা নিয়েই পড়ে থাকিস তুইএটাই কি জীবন নাকি? ধূরএভাবে জীবন কাটানো মানে একেবারেই তা অর্খহীন
অফিসে গিয়ে কাজকর্ম সেভাবে এখনো শুরু করতে পারিনিচেয়ারে বসে উল্টোপাল্টা এসব ভাবছি, আর চোখটাও অল্প একটু বুজে এসেছেঠিক তখনই দেখলাম, মোবাইলটা আবার বাজছেশুক্লা আবার আমাকে ফোন করেছে
 
কাল শুভেন্দু আমাকে শুক্লার ব্যাপারে অনেক কথাই বলেছেরনি তো বলেই দিয়েছে, ওর ফোন এলে ফোনও ধরবি না তুইসবাই এখন শুক্লাকে খারাপ চোখে দেখছেব্যাচারা শুক্লাবিদিশার প্রতি কঠোর মনোভাব দেখিয়ে সবার চোখে ঘৃনার পাত্র হয়ে উঠেছেকিন্তু শুক্লারই বা আমার প্রতি এত আগ্রহ দেখানোর কারণটা কি? বিদিশাকে ও সহ্য করতে পারছে নাবারে বারে আমাকে ও ফোন কল করছে, বাড়ীতে যাবার জন্য বলছেকই এতদিন তো শুক্লার একবারও আমার কথা মনে পড়েনি?
 মনে হল এই মূহূর্তে আমার মনে শক্তি জোগানোর বা মনকে শান্তনা দেবার জন্য এমন কাউকে দরকারশুক্লা সেই ভূমিকাটা কিছুতেই পালন করতে পারবে নাবরঞ্চ ও যদি বিদিশার ব্যাপারে হতাশাজনক আমাকে কিছু বলে দেয়, তাহলে আমি আরো দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ব। 
ফোনটা ধরলাম নাসুইচটা অফ না করে সাইলেন্ট মোড করে দিলামএকটার পর একটা ফোন করে যাচ্ছে শুক্লাওর ধৈর্য দেখে, আমিও রীতিমতন অবাক হয়ে যাচ্ছিভাবছি, হয় মেয়েটা আমার ভালো চাইছে, সত্যিকারের বন্ধু হয়ে এক বন্ধুর উপকার করতে চাইছে, নয়তো সে নিজের স্বার্থটাকেই বড় করে দেখছে, আমার স্বার্থটাকে নয়
‘প্লীজ শুক্লা লিভ মি অ্যালোনআমাকে একটু একা থাকতে দেকেন তুই ফোন করে আমাকে বিরক্ত করছিস?’
বাড়ী থেকে বেরুবার সময়ও দেখেছি, শুক্লা আমাকে অনেকগুলো কল করেছিলআবার এখনও করে যাচ্ছে স্পন্টেনিউসালিযেন আমাকে ক্ষিপ্ত না করে ও এবারে ছাড়বে না
অনেক বিরক্ত হয়েই শেষমেষে ওর ফোনটা ধরলামঠিক করে নিলাম, বিদিশার ব্যাপারে শুক্লা যদি কিছু উচ্চবাচ্য করে প্রথমেই ওকে না করে দেবো, কথাই বলব না হয়তো ফোনের লাইনটাও কেটে দেবোঠিক এই মূহূর্তে আমার মনোভাবটা এমনই কঠোর হওয়া দরকারনিজেকে দূর্বল করলে চলবে নাবিদিশার প্রতি দুদিন অন্তত আমাকে বিশ্বাস রাখতেই হবে
ফোন ধরলাম, হ্যালোও বললামকিন্তু ভেতর থেকে সেই উদ্দীপনাটা এল নাশুক্লা আমাকে অবাক করে প্রথমেই বলল, ‘দেব, আমি কিন্তু মিনু নইতুই কিন্তু আমাকে শুধু শুধু ভুল বুঝছিসএতবার করে তোকে ফোন করছি, ফোনটা অন্তত ধরবি তো? না শুক্লা বলে, তোর কেউ কোনদিন ছিল নাকলেজে শুভেন্দু, রনি সবাই তোর বন্ধুআমি তোর কেউ নই?’
আমি কোন কথা বলছি নাশুক্লা বলল, ‘কি হল জবাব দেকথা বলছিস না কেন?’
মনে হল, শুক্লা বোধহয় বিদিশার ব্যাপারে এবার কিছু বলবেহয়তো কাল শুভেন্দুর বাড়ীতে কি হল, সেটাই জিজ্ঞেস করবেজানতে চাইবে বিদিশা ওখানে এসেছিল কিনা? আমার সাথে বিদিশার কথা হল কিনা? বিদিশার জন্য আমি যে এখনও কাতর।  এই ছটফটে মনটা নিয়ে কোথায় যাই? আমার ভালবাসার গভীরতা বোঝার মত ক্ষমতা যদি শুক্লার থাকতো-
ও বলল, ‘শোন, তোকে আমি এখন কিছুই বলব নাতুই শুধু আমার অনুরোধটা রাখবিকাল যখন আসতে পারিস নিআজ অবশ্যই আমার ফ্ল্যাটে আসবিতুই না এলে আমি কিন্তু ভীষন দূঃখ পাবোযতদূর জানি, দেব কাউকে না বলে নাকাউকে ফেরায় নাঅন্তত আমার এই অনুরোধটা তুই ফেলিস নাদেব প্লীজতোর পায়ে ধরে তোকে রিকোয়েস্ট করছি।’
আমি বললাম,আরে না, নাতুই এতকরে আমাকে রিকোয়েস্ট করছিস কেন বলতো? আমি কি তোকে না বলেছি? কাল তো শুভেন্দুদের বাড়ীতে গিয়েছিলাম বলেই তোর ওখানে যেতে পারিনিতাই বলে কি আর যাব না কোনদিন? নিশ্চই যাবো।’
শুক্লা বলল, ভাবছিস আমি তোকে বিদিশার ব্যাপারে কিছু বলবতাই না?
আমি বললাম, ‘না, নাতা কেন হবে? তুই তো কালকেই-
-’হ্যাঁ যা বলেছিওটার আর পুনরাবৃত্তি আমি করব নাতোকে আমি কথা দিলামবিদিশার ব্যাপারে কিছু বলে, তোর মনকে আমি বিষিয়ে দিতে চাই নাশুক্লা দেবের খুব ভাল বন্ধু হয়েই থাকতে চায়ব্যাসআর কিছু নয়হ্যাপি? বল এবারে আসবি তো?
 
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 02-07-2021, 11:52 PM



Users browsing this thread: 9 Guest(s)