Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#30
শুভেন্দু ঘড়ি দেখছে, রনিও ঘড়ি দেখছেনিজের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ঠিক সাতটা বেজে পঁচিশ মিনিটবিদিশা আসার কথা ছিল, সন্ধ্যে সাতটা নাগাদঅথচ এখনো অবধি এসে পৌঁছোলো নামাধুরী তখন আমার মুখের দিকে তাকিয়ে আমার ছটফটানিটা ধরে ফেলেছেশুভেন্দুকে বললো, ‘এই ছোড়দা, বিদিশাকে একবার ফোন করে দেখ না, এখনো এসে পৌঁছোলো না কেন? দেবদা চিন্তা করছে।’
শুভেন্দু বকা লাগালো মাধুরীকেওকে বললো, ‘ব্যস্ত কেন হচ্ছিস? ও ঠিক এসে পড়বেবললাম তো, ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছেহয়তো রাস্তা জ্যাম আছেএসে পড়বে এক্ষুনি।’
 
আমি একটু উতলা মতন হয়ে শুভেন্দুর কাছে একটা সিগারেট চাইলামশুভেন্দু বললো, ‘একি রে দেব? তোর টেনশন হচ্ছে না কি? সিগারেট খাওয়া তো তুই কবেই ছেড়ে দিয়েছিসআবার যে সিগারেট খেতে চাইছিস?
 
আমি শুভেন্দুর কথা শুনলাম নাজোর করে ওর প্যাকেট থেকে একটা সিগারেট বার করে নিয়ে ঠোঁটে গুঁজলাম একটা সিগারেট ধরাতে গিয়ে আমার এমন অবস্থা হল, যা জীবনে কোনোদিন হয় নিদেশলাইয়ের সাত আটটা কাঠি নষ্ট হলশুভেন্দু রনিকে বললো, ‘দেখ দেবের অবস্থা দেখ, এখনো সিগারেট ধরাতে পারছে নাব্যাচারা।’
 
রনি বললো, ‘বুঝতে পারছি, বিদিশার আসছে শুনে দেবের ভেতরটা এখন কিরকম তোলপাড় চলছেযতক্ষণ না ও এসে পৌঁছোবে দেবের এরকমই চলবে।’
 
জানি এতদিন বাদে বিদিশাকে দেখতে পাবো বলে মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছেকলেজের সেই পুরোনো স্মৃতিগুলো বারে বারে মনে পড়ছে আর আমি যেন আরো ব্যাকুল হয়ে উঠছি বিদিশার জন্যজীবনে প্রেম আমি একবারই করেছি, শুধু এই বিদিশার সঙ্গেইকলেজে পড়া, বিদিশার সঙ্গে একসাথে ঘোরাঘুরি করাযখন কোনো তরুনের মন, স্বপ্নময় প্রেমের অজস্র রূপরেখার ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে চায়, প্রেমভাবনায় নিজেকে অনুপ্রাণিত করতে চায়, আমি যেন সেভাবেই দিনগুলো অতিবাহিত করেছিলাম ঠিক স্বপ্নের মতইবিদিশার চিন্তাকে আমি তাই মন থেকে দূর করতে পারিনামনে হয় ও নেইতবুও ও যেন আমার কত কাছেই রয়েছে
 
সিগারেটটা ধরিয়ে বেশ কয়েকবার জোরে জোরে টান দিলামধোঁয়াটা গলায় আটকে গিয়ে খুক খুক করে কাশি হলো আমারশুভেন্দু বললো, ‘এই তুই কি শুরু করলি বলতোনা আমাকে দেখছি, এবার বিদিশাকে একটা ফোন করতেই হবে।’
 
সেলফোনটা হাতে নিয়ে শুভেন্দু সঙ্গে সঙ্গে কল করলো বিদিশাকেদু’বার রিং হওয়ার পর, বিদিশাই ধরলোশুভেন্দু, বিদিশাকে বললো, কিরে বিদিশা? এখনো এসে পৌঁছোলি না? কোথায় তুই?’
 বিদিশা বললো, ‘আমি এসে গেছিআর হয়তো বড়জোড় দশ মিনিট।’
 
শুভেন্দু বললো, ‘তোর জন্য এখানে একজন অধীর আগ্রহে অপেক্ষা করছে, ভীষন উতলা হয়ে পড়েছেতাড়াতাড়ি দেখা দে মাআর কখন আসবি?’
 
বিদিশা বুঝতে পেরেছে, শুভেন্দু আমার কথাই বলছেওর কথা শুনে আমিও হাসবো না কাঁদবো, তাই ভাবছিলামশুভেন্দু বললো, জানিস বিদিশা, দেব আমার ওপরে রেগে কত খাপ্পা হয়ে রয়েছেআমার দোষ কি? না আমি তোকে দেবকে ফোন করতে বারণ করেছিলামতুই শীগগীর আয়নইলে দেব আর আমাকে আস্তো রাখবে না বলছে।’
 
বিদিশা কি বলতে চাইছিল, শুভেন্দু বললো, ‘নে তোর এক্সলাভারের সাথে একটু কথা বলদেবও তোর সাথে কথা বলে একটু শান্তি পাক।’
 
নিজের সেলফোনটা হঠাৎই আমার হাতে ধরিয়ে দিল শুভেন্দু।  আমার বাঁ হাতে তখন জ্বলন্ত সিগারেটআচমকা ফোনটা ওভাবে বাড়িয়ে দেওয়াতে সিগারেটটা আমার হাত ফস্কে পড়ে গেল হঠাৎইকোথায় পড়েছে বুঝতে পারছি নামাধুরী চেঁচিয়ে উঠে বললো, ‘এই দেবদা ওঠো, ওঠোতোমার জামার ওপরে পড়েছে সিগারেটএখুনি জামাটা পুড়ে যাবে।’
সোফা থেকে তড়াক করে লাফিয়ে উঠলামএবার জামা থেকে সিগারেটটা মাটিতে গিয়ে পড়লোরনি বললো, ‘বিদিশা আসুকআজ তোর হবেযা শুরু করেছিস তুই।’
 
ফোনটা কানের পাশে নিয়ে বিদিশাকে কি বলবো, তাই ভাবছিভাবলাম, শুরুটা এরকম ভাবে করি, বিদিশাকে বলি, ‘তুমি কেমন আছো বিদিশা? বিদিশাও তখন আমাকে বলবে, আগে বলো তুমি কেমন আছো? আমি জবাবে কিছু একটা বলবোএই ভেবে ফোনটা কিছুক্ষণ কানের পাশেই ধরে রাখলামশুভেন্দু বললো, ‘হ্যা রেআবার ভাবুক হয়ে গেলি তুই? বল কিছু, ও তো ফোনটা ধরেই আছে তোর জন্য।’
 
অনেকদিন বাদে বিদিশাকে ফিরে পেয়েছি, ভাবলাম, বিদিশাকে বলি, বিদিশা তুমি ফি্রে এসেছোকত ভালো লাগছেসেই পুরোনো আনন্দের দিনগুলো, ভালোবাসার মূহূর্তগুলোবিদিশা কলেজের দিনগুলোর কথা তোমার মনে আছে? তুমি যে আমাকে ভুলে যেতে পারবে না আমি জানতাম, বিদিশা ও বিদিশাশুনতে পারছো আমার কথা? বিদিশা-
এবার শুভেন্দুর মুখ থেকে একটা বড় ধ্যাতানি খেলামচেঁচিয়ে উঠে বললো, ‘কিছু বলবি তো? তখন থেকে ফোনটা কানে ধরে শুধু বসে আছিস যা বলার বিদিশাকে সব বলে ফেলমনের মধ্যে কিছু রাখিস না।’
অতজোড়ে ধ্যাতানি খাবার পর আমার যেন চেতনা ফিরলোমুখ দিয়ে শুধু বেরিয়ে এলো, হ্যালো
বিদিশা বললো, ‘কখন এসেছো?’
 -‘এই কিছুক্ষণ আগে।’
 
-’অনেক কষ্ট পেয়েছো না? এইকটা দিন।?  বিদিশাকে শুধু খারাপ ভেবেছো।’
 
- ‘না ভাবিনিকেন ভাববো? তুমি তো খারাপ নও।’
 
-’শুনে খুশি হয়েছো? আমি ফিরে এসেছি বলে।’
 
-’তা তো হয়েছি কিছুটা।’
 
-’কিছুটা কেন? অনেকটা নয়?’
 
-’হ্যাঁ অনেকটাইআমি ভীষন খুশি হয়েছি।’
 
-’আমার কথা কেউ বলেছে তোমাকে?’
 
-হ্যাঁশুভেন্দু বলেছে, শুক্লাও বলেছে।’
 
হঠাৎই ফোনের ও প্রান্তে বিদিশার গলাটা কেমন আস্তে হয়ে গেলমনে হল বলতে গিয়ে ওর গলাটা অনুশোচনায় কেমন কেঁপে গেলোআমাকে বললো, ‘দেব’ তুমি কি আমাকে সেই আগের মতই ভালোবাসো? যে ভালোবাসার দাম দিতে না পেরে আমি তোমাকে ছেড়ে একদিন চলে গিয়েছিলাম
 
বিদিশাকে বললাম, ‘আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা জীবনে কোনদিন তোমাকে ছাড়া আর কাউকে কখনো বলিনিহয়তো প্রতিদানে যেটা পেতে চেয়েছিলাম, সেটা পাইনি ওটা আমার ভাগ্যের দোষেকিন্তু তোমাকেও আমি দোষ দিতে চাইনিভালোবাসাটাকে বুকের মধ্যেই আঁকড়ে ধরে রেখেছিলাম এতদিনভেবেছিলাম, হয়তো যদি তুমি কোনদিন, আমার কাছেই আবার ফিরে আসোবিদিশার প্রতি দেবের ভালোবাসা এখনো যে তাই মরেনি।’
 
মনে হল,অনুতপ্ত হয়ে বিদিশা যেন ফোনেই কাঁদতে শুরু করে দিয়েছেগলাটা ভারী ভারী করে বললো, ‘দেব? তুমি এখনো সেই আগের মতন? তোমাকে যেমনটি আমি দেখে গিয়েছিলাম?
 
বিদিশাকে বললাম, ‘এই বোকা মেয়ে কাঁদছো কেন? তাড়াতাড়ি এসোআমি তো তোমার জন্যই অপেক্ষা করছি।’
 
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM
RE: জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak - by Lekhak is back - 02-07-2021, 12:39 PM



Users browsing this thread: 6 Guest(s)