Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By Lekhak
#7
চার
 
বিদিশাকে নিয়ে আমি অনেক ঘুরেছি ওর সাথে বাসে করে যখন ঘুরতাম, বাসের ঝাঁকুনিতে মাঝে মাঝে বিদিশা আমার গায়ের ওপর টলে পড়ত মজা পেয়ে আমি একহাত দিয়ে ওকে বুকে টেনে নিতাম বিদিশা আমার কাঁধে মাথা রাখতো আমার শরীরে হেলান দিয়ে দাঁড়াতো সারা রাস্তায় আমাকে ওর বড় আপন মনে হত বিদিশার মনে হত ও যেন আমার ওপর নিশ্চিন্তে নির্ভর করতে পারে খুব কাছ থেকে ও বুক ভরে নিঃশ্বাস নিত বিদিশার কোমরে হাত দিলে ওর সারা শরীরটা শিরশির করে উঠত এ যেন এক অদ্ভূত অনুভূতি বিদিশা বলত, ‘‘তুমিই আমার জীবনের একমাত্র প্রেমিক দেব প্রেমের মানে কি তা, আমি তোমার মধ্যেই খুঁজে পেয়েছি’’ ভিক্টোরিয়ায়, গঙ্গার ঘাটে নিরিবিলিতে যখন ওকে জড়িয়ে ধরতাম, বিদিশা বলত, ‘‘তোমার মধ্যেই আমার শরীর এখন হারাতে চায় দেব একজন পুরুষের শরীরেই নারী তার নারীত্বকে আবিষ্কার করেতাই আজ তোমার শরীরের অস্তিত্বের মধ্যে আমার শরীরের উপস্থিতি খুঁজে পাচ্ছি।’’
 
বিদিশাকে নিয়ে প্রথমে যেটুকু আমার দ্বিধা আর সংকোচ ছিল, বিদিশাই সেটা কাটিয়ে দিলদূর্বার, দুরন্ত প্রেমের মধ্যে দিয়ে আমরা দিনগুলো অতিবাহিত করছিএকদিন বিদিশা এল বাড়ীতেসেদিন মা ঘরে ছিল নাআমি কলেজে যাইনিশরীরটা একটু খারাপবিদিশা  কলেজে এসে আমাকে দেখতে পাচ্ছে না বলে পাগলের মত খোঁজাখুঁজি করছে শুভেন্দুর কাছ থেকে ও জানলো, আমার শরীর খারাপআমি কলেজে না গিয়ে বাড়ীতেই এখন বসে রয়েছি
শুভেন্দু বিদিশাকে বলল, দেবকে পেতে গেলে তোকে এখন ওর বাড়ীতে যেতে হবেযা, দেখ গিয়ে হয়তো তোরই জন্য পথ চেয়ে বসে আছে
বিদিশা এলআমি কোনরকমে বিছানা থেকে উঠে দরজা খুললামদেখি বিদিশা দাঁড়িয়ে
-কি ব্যাপার? তুমি কলেজে যাও নিশুভেন্দু বলল, তোমার শরীর খারাপআশ্চর্য তো তুমি! আমাকে একবারও বলোনি?
বিদিশাকে ঘরের ভেতরে ডেকে নিলামও বলল, মা নেই বুঝি? তুমি একা?
আমার কপালে হাত রাখলো বিদিশাবলল, জ্বর? সর্দি হয়েছে? ওষুধ খেয়েছ?
আসতে আসতে আমার বুকের কাছে এসে দাঁড়ালো বিদিশা
আমি বললাম, শরীরটা ভালো নয়তাই কলেজে যাইনিএকটু জ্বরও জ্বরও এসেছেমা নেইআজ সকালেই মাসীর বাড়ী গেছেতাই আমি একা
চকিতে মুখ তুললো বিদিশাতারপর ডায়েরীটা টেবিলের ওপর রেখে, হঠাৎই আছড়ে পড়ল আমার বুকেসমস্ত শরীর থরথর করে কেঁপে উঠলোআমি দেখলাম বিদিশা পাগলের মতন আমার কাঁধে গলায় মুখ ঘষছেপায়ের পাতা থেকে হাতের আঙুল অবধি একটা ‘কি জানি কি’ বিন্দু বিন্দু হয়ে ছড়িয়ে যাচ্ছেআমি বিদিশার কাঁধে হাত রাখলামদুহাতে আমাকে জড়িয়ে ধরেছে ওআমি দাঁড়িয়ে থেকে টলতে লাগলামতারপর বিদিশার মুখ দুহাতে অঞ্জলির মত করে ওপরে তুললাম দেখলাম বিদিশার চোখে জল
 এখন এই নির্জন দুপুরে, আমারই ঘরেতে চারদেয়ালের মধ্যে বিদিশা আমাকে জড়িয়ে রেখেছে।  আমার সমস্ত ছেলেবেলা, কৈশোর থেকে টেনে এনে ছুঁড়ে দিল যৌবনের রহস্যময় বিস্ময়েআমার চোখে চোখ রাখলো বিদিশাভিজে চোখের পাতায় এত কথা লেখা থাকতে পারে আমি কখনও জানতাম নাদুহাতে ওকে জড়িয়ে ধরলামতিল তিল করে বুকের মধ্যে একটা বোধ ছড়িয়ে যাচ্ছেএরই নাম কি সুখ! একটা ঘোরের মধ্যে চাপা স্বরে আমি বলে উঠলাম, ‘বিদিশা আমি তোমাকে অনেক ভালবাসি’
আমার বুকের মধ্যে একটা গাল চেপে বিদিশা বললো, জানি, জানি, জানি!
তুমি কষ্ট করে আমার জন্য এলে?
কেন আসবো না? কেন?
ও যেন একটু একটু করে দুলছিলোওর দুহাতের মধ্যে জড়িয়ে থাকা আমার শরীরটায় সেই দুলুনি লাগলোবিদিশার মসৃণ মুখ, ঠোঁটের কোনে মৃদু হাসির ঢেউ- আমি মাথা নিচু করলাম, মুখ নামালামআমার চোখের সামনে একশ নন্দন কাননবিদিশা চোখ বুজে ফেললোমনে হল, ওকি ভয় পাচ্ছে? ও কি চাইছে না? আমি দেখলাম কি একটা আশ্চর্য মায়ায় বিদিশা ক্রমশ সুন্দর থেকে সুন্দর হয়ে উঠছে আরোবিদিশার ঠোঁটে ঠোঁট রাখছিলাম আমিবিদিশার গরম নিস্বাস লাগছে মুখেআর ঠিক সেই সময় এক ঝটকায় মুখ সরিয়ে নিল বিদিশাতারপর আমার কাছ থেকে সরে গিয়ে হুহু করে কেঁদে ফেললোআমাকে বলল, আমি খারাপ, খুব খারাপতোমাকে আমি ঠকিয়েছি
খুব নাড়া খেলে যেমন সাড়া থাকে না আচমকাআমি প্রথমে কিছুই বুঝতে পারলাম নাওর কাছে গিয়ে ওর কাঁধে হাতটা রাখলামবিদিশাকে বললাম, কি যাতা বলছ?
‘তুমি আমাকে খুব বিশ্বাস করো না? বিদিশা মুখ ফেরাচ্ছিল না
আমি তোমাকে শুধু বিশ্বাস করি না বিদিশা, আমি তোমাকে খুব ভালবাসি
অথচ দেখো, তোমার কাছে আমি সত্যিটা লুকিয়েছি
কি লুকিয়েছো বলবে তো?
তোমার আগে আমি একটা ছেলেকে ভালবাসতাম দেব, এ সত্যিটা তোমাকে একবারও বলা হয় নিতুমি কি আমাকে ক্ষমা করে দেবে ‘দেব’?
সেদিন বিদিশার সরল মুখটা দেখে আমার মনে হয়েছিল, ও তো এই কথাটা আমার কাছে চেপেই যেতে পারতো? সত্যিটা না বললে, কি এমন হত? আমি তো ও না বললে কোনদিন জানতে পারতাম না
বিদিশাকে বললাম, যাকে ভালবাসতে সে এখন কোথায়?
বিদিশা বললো, সে নেই আমাকে ছেড়ে সে চলে গেছে
অবাক হয়ে বললাম, কেন?
বিদিশা বললো, ভালোবাসাটা একতরফা ছিল, তাইআমি ওকে ভালোবাসতামকিন্তু ও আমাকে সেভাবে ভালোবাসেইনি কোনদিনছেড়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছিলামআমার বিশ্বাসটাকে চূর্ণ করেছিল সেসেভাবে মর্যাদা দেয় নি আমাকে
দেখলাম ওর চোখে এবার বেশ খানিকটা জলবিদিশাকে বললাম, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না বিদিশাতুমি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারো
 সত্যি বলছো?
একদম সত্যি
কথাটা বলার পরই বিদিশাকে দেখলাম, ও দুহাতে শিশুর মতন জড়িয়ে ধরল আমাকেতারপর আমার ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালোযেন চমকে উঠলাম আমিএরকম হচ্ছে কেন? শরীরের সব রক্ত আচমকা টলে উঠলো কেন? চন্দনের ফোঁটা পড়িয়ে দেবার মত বিদিশা আমার কপালে, চোখের পাতায়, গালে, চিবুকে-এখন সারা মুখে ছোট ছোট চুমু খেয়ে যাচ্ছেশুধু নিষিদ্ধ করে রাখছে ঠোঁটটাআমার সমস্ত শরীর শক্ত হয়ে গেলোঅনুভব করলাম, বুকের বাতাস এত ভারী কেন? শেষ পর্যন্ত তিন বছর না খাওয়া কোন ভিখিরীর মত ঝাঁপিয়ে পড়লাম বিদিশার ঠোঁটেদুটো নরম উষ্ণ অথচ সিক্ত জবাফুলের মত ঠোঁট পাগলের মত নিতে চাইলাম নিজের মত করেঅস্ফুট আওয়াজ করে উঠলো বিদিশা, উঃ একেবারে রাক্ষসলাগে না বুঝি।’’ একটু থমকে গেলাম আমিমুখ তুলে দেখলাম বিদিশা হাসছেআমাকে বলছে, ‘উম আমাকে নাও, নাও, নাও।’
হঠাৎই শরীরে মনে হল, আমার আর জ্বর নেইঅসুস্থ শরীরটাকে যেন সুস্থ করে দিয়েছে বিদিশাএকটা ঝড়ো বাতাসের মত আমি বিদিশাকে বুকে তুলে নিলামআমার অগোছালো বিছানায় বিদিশাকে শুইয়ে দিলাম যত্ন করেছেলেমানুষের মতন বিদিশা তখন আমায় দেখছিলখাটের পাশে হাঁটু গে’ড়ে বসে আমি বিদিশার হাতে মুখ রাখলামকি নরম জলের মত গন্ধ বিদিশার হাতে, সমস্ত ছেলেবেলা মনে করিয়ে দেয়আস্তে আস্তে মুখ নামালাম ওর হাতের ওপরের দিকে, বাজুতেবিদিশার বুকের কাছে মুখ রেখে ও কৃপণের মত চুপ করে বসে থাকলাম খানিকআজ অবধি কোন যুবতী মেয়ের বুককে এত কাছ থেকে দেখিনিবিদিশার বুক কি নরম?
একটা হাত আমার মাথায় রেখেছে বিদিশাআঙ্গুলগুলো আমার চুলের ভেতরে খেলা করছেবিদিশার বুকের মধ্যে থেকে মন কেমন করা সুবাস উঠে আসছে আমার নাকেএই শাড়ী আর অন্তর্বাসের আড়াল খুললেই বিদিশার সমস্ত যৌবনটা আমার সামনে এসে দাঁড়াবেঅথচ ওটা খুলতে আমার কেমন যেন ভয় হচ্ছিলোএকবার আড়াল ঘুচে গেলেই সব যে দিনের আলোর মত পরিষ্কার হয়ে যাবেবিদিশা তখন কি ভাববে?
আমি আসতে আসতে মুখ নামালাম নিচেবিদিশার কোমর পেট কি নরম-আঃ
বিদিশা চোখ বন্ধ করে শুয়ে আছেএখন ওর ঠোঁটদুটো ঈষৎ খোলাচিকচিকে কুন্দ ফুলের মত সাদা দাঁত দেখা যাচ্ছেজিভের ডগা দাঁতের গায়ে সামান্য নড়ছেবিদিশা আমাকে ডাকলো, ‘এই শোনো।’
মুখ তুললাম আমি বিদিশার গলার স্বরটা কেমন অনরকম
‘এখানে আমার পাশে এসে শোও।’ হাত বাড়িয়ে আমাকে ডাকলো বিদিশামূহূর্তে পরিবেশটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে, টের পাচ্ছিলাম আমিএই বিদিশা কেমন এক আকুতি নিয়ে আমাকে ডাকছেআমার ভেতরে একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে দিচ্ছেউঠে গিয়ে আমি বিদিশার পাশে শুয়ে পড়লামবিদিশা আরো একটু সরে এলোতারপর আমার বুকে আঙুলের ডগা দিয়ে কি যেন লিখতে লাগলচোখ বন্ধ করে আমি লেখাটা বোঝার চেষ্টা করছিলাম
এই আমাকে বিয়ে করবে? আজ কিংবা কালখুব আস্তে আস্তে বিদিশা বললো
‘বিদিশা!’ আমি অবাক হয়ে গেলাম
এখনই বিয়ে?
 এখনও তো কলেজের গন্ডীই পার হলাম না
কেন কিসের অসুবিধা? তুমি তো পাশ করে চাকরি পেয়ে যাবে তাই না?
‘কিন্তু আমার তো একটু সময় দরকারতুমি তো সবই জানো অনার্সটা পাশ করতে এখনও দেড়বছরআমিও তোমাকে বিয়ে করতে চাইকিন্তু বিয়ে করে তোমাকে আমি খাওয়াবো কি?
‘আমি জানি নাকিছু জানি নাএসব তুমি ভাববে, আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দিলাম।’ ছেলেমানুষের মত আমার বুকে মুখ ঘষতে লাগল বিদিশা
বিদিশাকে বললাম, কিন্তু তোমার বাবা মা? তাদের কাছে তো আমাকে যেতে হবে কথা বলতে হবে তবে না বিয়ে
বিদিশা বললো, বাবাকে তো সব বলাই আছেতুমি বরং যা করার তাড়াতাড়ি করে ফেলো আমি আর পারছি না
কিন্তু এত তাড়াতাড়ি?
প্রেমিক থেকে পতিদেবতা বানাতে চাইছি তোমাকে, তুমি বুঝতে পারছো না?
বিদিশা এরপরে আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লআমিও তখন চোখ বুজে চিন্তা করছি বিদিশাকে নিয়ে কি করব? ও এত ছেলেমানুষি করছেএও কি হয় নাকি? বিয়ে, তা বলে এখনই?
চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানিনাসন্ধেবেলা ঘুম ভাঙল আমারদেখি বিদিশাও চোখ খুলে তাকিয়েছে আমার দিকে, তখনো ও আমাকে ছেড়ে যেতে চাইছিলো নাআমার বুকের কাছে মুখটা ঘষছে আবারবিদিশাকে বললাম, ‘বিদিশা এক কাজ করলে হয় না? আমি যদি শুভেন্দু আর সৌগতকে বলি ব্যাপারটাতুমি তো জানোওদের কাছে আমি সব কথা খুলে বলিকিছু লুকোই নাওরা যদি আমাকে কিছু হেল্প করে।’
বিদিশা বলল, ‘বিয়ে করবে তুমিআর ওরা তোমাকে কি হেল্প করবে?’
আমি বললাম, ‘তুমি জানো নাশুভেন্দুরা খুব বড়লোকওদের অনেক পয়সাআমি যদি শুভেন্দুকে বলি আমাকে একটা কাজ জুটিয়ে দিতে, ও ঠিক পারবেআমার তো সেরকম চেনাপরিচিত কেউ নেইতোমাকে বিয়ে করবো, তার আগে রোজগার পাতির একটা ব্যবস্থা তো করতে হবে
কিছুক্ষণ ভেবে নিয়ে বিদিশা বললো, ‘এই একটা কাজ করবে? তুমি তো ভালো গান গাওআমাকে গান শেখাবে?’
অবাক হয়ে বললাম, গান শেখাবো? তোমাকে? কিন্তু এর সাথে বিয়ের বা রোজগারের কি সন্মন্ধ আছে? গান তো এমনি শেখাতে পারি তোমাকে
বিদিশা আমার গালে একটা টোকা দিয়ে বললো, দূর বোকাগান কি এমনি শেখাবে নাকি? আমি বাবাকে বলবো, মাসে মাসে এরজন্য দুহাজার টাকা করে দিতেবাবা না করবেন না
বিদিশার ছেলেমানুষির মত কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিলোবললাম, ‘আমি তোমাকে গান শেখাবোতোমার বাবা আমাকে টাকা দেবেনআর সেই টাকায় আমি সংসার চালাবোবা কি সুন্দরএকেবারে বুদ্ধিমতী মেয়ের মত কথা বলেছো তুমি
বিদিশা কিছুক্ষণ বোকার মত ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলো আমার দিকেমুখ নিচু করে বললো, হ্যাঁ তাও তো ঠিকবাবা এভাবে টাকা দেবেই বা কেন? আমি তো তখন তোমার কাছেই থাকবো
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply


Messages In This Thread
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:43 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:46 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:49 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:50 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:52 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:54 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:55 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 10:57 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:00 PM
RE: Jeeban Je Rakam By Lekhak - by Lekhak is back - 01-07-2021, 11:05 PM



Users browsing this thread: 3 Guest(s)