Thread Rating:
  • 65 Vote(s) - 3.34 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Romance শেষের পাতায় শুরু (Completed)
(17-12-2020, 07:07 PM)Nilpori Wrote: আপনার এই পর্ব র আপডেট পড়ে আমার  নিজের কিছু  নিবেদন.

দু চোখের ঘুম ছেরে
জেগে ওঠে সেই স্বপ্ন।
এই কি সেই,এই কি সেই,
ও যে মায়াবীর সত্তা আপন্ন।
জানার মাঝে অজানা,
চেনার মাঝে অচেনা।

(18-12-2020, 02:57 PM)pinuram Wrote: উফফফ পারি না আর পারি না, জিও, বুড়ো আঙ্গুল আর তর্জনী একত্রে মিলিয়ে মুখের মধ্যে পুরে জোরে দুটো সিটি মেরে দিলাম Heart প্রেমে সবাই হাবুডুবু খাচ্ছে, তা আপনিও কি রিশুর প্রেমে পাগল নাকি ???  

(18-12-2020, 08:15 PM)Nilpori Wrote: Sometimes souls may camouflage to the original source of life on that sparkling sorority of eternal destination, so the wish the fulfilment comes on maybe this way.

(18-12-2020, 10:49 PM)pinuram Wrote: হুম বুঝলাম, আমরা অনেকেই অনেক গল্পের মধ্যে নিজের পুরানো দিন খুঁজে পেয়ে যাই তাতেই মনে হয় আবার সেই দিন গুলো ফিরে পাই, জীবন্ত মনে হয়,  সেই ফেলে আসা ছোট ছোট ঘটনা ছোট ছোট অভিব্যাক্তি গুলো চোখের সামনে ফুটে ওঠে !!!!!

(19-12-2020, 07:34 AM)Nilpori Wrote: কতোটা বিভোর হতে পারে উদাস আঙুল,
সেই প্রথম অভিজ্ঞতা, সেই প্রথম ভুল।
অথবা ভুলের নামে বেড়ে ওঠা সেই প্রেম,
সেই পরিচয়,  তাকে নিঃসঙ্গতা বলি।

(19-12-2020, 07:42 AM)Nilpori Wrote: আরে আমি তো আছি পার্টি তে।

তবে ওই 31st  eve. নয়।  আমি শুধু রিশু র ঝিনুক  এর সাথে পার্টি করব (ত্রিধারা)। আর রিশুর সাথে কোথাও যে একটা প্রগাঢ় যোগসূত্র রয়ে গেছে। আমার মধ্যের দ্বিমুখী স্বত্তা টা উস্কে দিলেন যে।

(19-12-2020, 11:45 AM)Nilpori Wrote: [Image: photo-2020-12-19-11-43-33.jpg]A pictograpgy by me.

(19-12-2020, 09:38 PM)pinuram Wrote: আচ্ছা, দিদিভাই, ঝিনুকের চরিত্র ঠিক ওরে ফুটিয়ে তুলতে পেরেছি কি সেটা বলুন আগে, রিশুর প্রেমে না হয় একটু পরে পরবেন !!!!! কবিতার ব্যাপারে এখুনি কিছু বলব না, আগে আপনার উত্তর শুনি !!!!!!

(19-12-2020, 09:44 PM)pinuram Wrote: প্রেম এসেছিলো একবার নীরবে আমারই দুয়ারও প্রান্তে,
সে তো হায় মৃদু পায়ে এসেছিল পারিনি তো জানতে,
প্রেম এসেছিলো একবার নীরবে 
সে যে এসেছিলো বাতাস তো বলেনি
হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি
তারে সে আঁধারে চিনিতে যে পারেনি
আমি পারিনি ফিরায়ে তারে আনতে
প্রেম এসেছিলো একবার নীরবে আমারই দুয়ারও প্রান্তে !!!!!!

(20-12-2020, 06:27 AM)Nilpori Wrote: আপনি মনে হয় এক জন নারী  তার দৃষ্টিকোন থেকে,  নিজেকে ঝিনুক এর স্থানে রেখে ঠিক কি ভাবছে সেটা জানতে চেয়েছেন।
বেশ তা হলে বলছি।
এক উদ্ভিন্ন যৌবনা রমনী তার মানসিক স্থিতি বড় ই বিচিত্র হয়।
সেই " এই আছি এই নেই,  আমি যেন পাখী মেলি পাখনা "।
কখন যে প্রেম এর ঢেউ তার মন ছুঁয়ে দেহজাগতিক সত্তায় নিম্নগামী হয়ে দেহরসের ধারায় তার লাল ত্রিকোণ প্লাবিত হয়ে সবুজের অঙ্কুরোদগমে বিমত্ত হয় নিজে ই যানে না।
সর্বশক্তিমান নিজে ই সৃষ্টি করে বুঝতে পারেন নি, তায় কুতহ্ মনুষ্য!!
নারী  হলেও সেও যে মনুষ্য। আর নর তো......।
তবে নিজে নারী হয়ে বলছি।  আপনি খুব সাবলিল ভাবে ঝিনুককে উপস্থাপন করেছেন। আর ঝিনুকের দেহবল্লরীর যা বর্ণনা দিয়েছেন তাতে তো আমার ও দ্বিসত্তা র দ্বিতীয় সত্তা ও প্রবল ভাবে ঝিনুকের সাথে মিশতে চাইছে (Blue is the warmest colour) মত।
আর রিশুর সাথে একাত্মতা টা শুধু ই যে ভাললাগা তা কিন্তু নয়। তার আরো একটা কারন আছে, সেটা জনসমক্ষে প্রকাশ করছি না( যদি ও এই ফোরাম এর ই একজন আছেন যিনি কিনা আমার আত্মার আত্মীয় স্বরূপ সুহৃদ। তিনি যানেন)।
আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।
পরবর্তী পর্ব গুলো তে আরও উষ্ণ হতে চাই। সাথে আছি।
আমার Pictography টা কেমন হল বলবেন।লেখা টা আমার। ছবি টা Digital painting(by Jhon Poppeleton -- আমার এক বন্ধু ই বলতে পারেন।)।

(20-12-2020, 01:48 PM)Nilpori Wrote: [Image: 1608267793835.png]

(20-12-2020, 06:32 PM)dada_of_india Wrote: প্রত্যেকেই চেয়ে আছে ভবিষ্যতের দিকে ! 
হয়ত তাদের আকাঙ্খিত প্রভাতে আসবে
নতুন সূর্যোদয় !
নতুন পাখিরা উঠবে আবার জীবনের গান গেয়ে !
কিন্তু মৃত্যু নাকি সময় মানেনা ! 
মানেনা ক্যলেনডারের তারিখ  !
হুট করে এসে বলবে ! 
" চলো তোমার জীবনের পেট্রোল শেষ !"
পর্ণমোচী বৃক্ষের ঝরে পরা পাতায় 
থাকবে জিজ্ঞাসা ! 
কি অপরাধ তাদের ? ভবিষ্যতের দিন গোনা 
নাকি অমরত্ব কামনা ?
চিরকাল তারা জিজ্ঞাসা চিণহের মতো 
মাথা হেঁট, ঘার কুঁজো করে থাকবে ! 
আর ভাববে "তাদের প্রশ্নেরও উত্তর 
আসবে একদিন ভবিষ্যতের কাছ থেকে ! " 

(20-12-2020, 07:28 PM)pinuram Wrote: হে মোহময়ি আজ কেন এত বিষন্ন?
রক্তাক্ত বুকে রক্তাক্ত গোলাপ ফুটিয়ে তোল,
পলি মাটি হয়ত আজো উর্বর
নর্তকীর চোখের কাজল কোন দিন মলিন হয় না
তার ছন্দ ঘিরেই বাজে হাততালি
ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষ ঝাঁপ দেওয়ার আগে
আকাশের পানে দুই হাত তুলে বলো আজ আমি মুক্ত !!!!!

(20-12-2020, 07:31 PM)Nilpori Wrote: “বেশ – তবে তোমায় আরও রাঙিয়ে দেব –
কাল ঠিক সূর্য ওঠার আগে;
স্বপ্নের কড়িকাঠ গুলো পেরিয়ে –
ঘুম ভেঙে – এসে দাড়িও – এইখানে – এইভাবে। ”

(20-12-2020, 10:42 PM)Nilpori Wrote: বৃষ্টি সেদিন ছিল বড় ই বিক্ষেপিতা,
সে যে হৃদয় ভাঙা কাঁঁচবৃষ্টি। 
ঝর ঝর রুধিরাক্তে ভিজে ছিল।
ওই লাল ত্রিকোণ এর কৃষ্টি।

(20-12-2020, 10:44 PM)Nilpori Wrote: পড়তে পড়তে লেখা 
আর
লিখতে লিখতে পড়া।
হৃদনিভ সহজিতে 
মনোচিকুর এ 
পড়ে ধরা।

(21-12-2020, 12:33 PM)Nilpori Wrote: এই আপডেট টা পড়ে আমি ভাষাহীনা।
এর যথেষ্ট কারন ও আছে। 
রিশুর এই রকম চারিত্রিক দৃঢ়তা আর একবার  রাগ যদি ওঠে সেটা তে যে কত টা ক্ষতি হয় নিজের জীবন দিয়ে খুব ভাল করে জানি।
একদম রিশু যেন আমাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল।
তারপর..................? 
আমি তো নীলবৃষ্টিতে ভিজে লাল হয়ে গেলাম।
  Heart তোমাকে খুঁজে বেড়াই Heart  
[+] 2 users Like Rajdip123's post
Like Reply


Messages In This Thread
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 18-10-2020, 01:30 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:16 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 03:41 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 21-10-2020, 04:13 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 22-10-2020, 02:49 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 27-10-2020, 02:59 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 12:21 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 28-10-2020, 10:20 PM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 29-10-2020, 01:29 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 30-10-2020, 11:22 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 01-11-2020, 01:37 AM
RE: শেষের পাতায় শুরু - by TheLoneWolf - 02-11-2020, 12:51 PM
পর্ব আট – (#2-38) - by pinuram - 08-12-2020, 05:19 PM
RE: পর্ব আট – (#2-38) - by pinuram - 09-12-2020, 06:58 PM
Block Guest Users! - by pinuram - 09-12-2020, 11:47 PM
RE: Block Guest Users! - by dreampriya - 10-12-2020, 09:46 AM
RE: Block Guest Users! - by pinuram - 10-12-2020, 12:18 PM
পর্ব আট – (#6-42) - by pinuram - 14-12-2020, 11:37 PM
পর্ব আট – (#7-43) - by pinuram - 14-12-2020, 11:38 PM
পর্ব আট – (#8-44) - by pinuram - 14-12-2020, 11:38 PM
RE: শেষের পাতায় শুরু - by Rajdip123 - 22-12-2020, 02:12 AM



Users browsing this thread: 5 Guest(s)