Thread Rating:
  • 12 Vote(s) - 2.33 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Thriller আঁধারের শেষে
#5
তিন
কদিন ধরে মনিকার মন দারুণ অস্থির। একরাশ উদ্বেগ আর চাপা টেনশন মাথায় চেপে বসেছে। কোন কিছুতেই স্বস্তি মিলছে না, মন শান্ত হচ্ছে না। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। দুচোখে একফোঁটা ঘুম নেই, বুক এত জোরে ধক ধক করছে, মনে হচ্ছে যেন তার শব্দ সবাই শুনতে পাবে। তার নিঃশ্বাস দ্রুত পড়ছে,  ঘন ঘন জল তেষ্টা পাচ্ছে। দুই হাতের তালু বার বার ঘেমে যাচ্ছে। মনে হচ্ছে তার চারপাশটা খুব ছোট হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে, খুব খারাপ ধরনের কিছু।

অথচ সমস্যাটা নিয়ে কারোর সাথে আলোচনা করার কোন উপায় নেই, স্বামীর সাথে তো নয়ই। নিজের সাথেই তাই নিরন্তর বোঝাপড়া চলছে। সামান্য একটু কৌতূহলের বশে সে যে খেলা একদিন শুরু করেছিল, তার পরিণতি যে এরকম ভয়ঙ্কর হতে পারে, তা যদি তখন বুঝত। পরে ওই সর্বনাশা কৌতূহলের সাথে মিশে গিয়েছিল একরাশ লোভ। ওহঃ, ওই লোভ। তার শুভ চেতনা খানিকক্ষণের জন্য তাকে সাবধান করে দিয়েছিল, একটু সময়ের জন্য হলেও তার মনে হয়েছিল এই লোভ তার সর্বনাশ ডেকে আনতে পারে।  কিন্তু ওই যে, অন্ধ হয়ে গেছিল সে, তার বুদ্ধি যেন কেউ হরণ করে নিয়েছিল। আর আজ তাই যখন নিজের তৈরি করা কবরে তাকে পুঁতে ফেলার আয়োজন চলছে, সে এক খাঁচায় বন্দী ইঁদুরের মত ছটফট করছে।

মনিকা রান্না করছিল, কি রান্না করছিল নিজেই যেন বুঝতে পারছিল না। বারবার ভুল হয়ে যাচ্ছে, একটুও কাজে মন বসছে না। নুন পরখ করার সময় নিজের তৈরি খাবার নিজের মুখেই বিস্বাদ ঠেকল, একপাশে সরিয়ে রেখে দিল। রাজের আসার সময় হয়ে যাচ্ছে, এখুনি একবার স্নান করা দরকার। বেশ কিছুদিন বাদে সে রাজকে ডেকে পাঠিয়েছে, একমাত্র কাছের মানুষ বলতে রাজই ভরসা। তার সাথে ব্যপারটা নিয়ে আলোচনা করা দরকার। হয়তো তাতে একটা সমাধানের পথ বার হতে পারে। বাড়িতে তার স্বামী নেই, কদিনের জন্য রাজ্যের বাইরে গেছে। রাজ এলে, মনিকা নিশ্চিত জানে এই সুযোগে তার শরীর নিয়ে মেতে উঠবে। এর আগেও অনেকবার হয়েছে।

বাথরুমে গিয়ে মনিকা একে একে গায়ের শাড়ি, ব্লাউজ, সায়া খুলে ফেলল। সম্পূর্ণ নিরাবরণ হয়ে সে আয়নার সামনে দাঁড়ালো। অন্য সময় হলে নিজের শরীরের সম্পদ সে নিজেই উপভোগ করতো, মুগ্ধ চোখে তাকিয়ে থাকত।  সে জানে এই শরীর তার গর্বের বস্তু, অন্য নারীরা তার শরীর, শরীরের সব সম্পদ নিয়ে তাকে ঈর্ষা করে। যৌবনের জোয়ারে ভেসে যাওয়া এই শরীরের প্রত্যেক খাঁজ, বাঁক, চড়াই-উতরাই, পর্বত আর গুহা মুখ সব কিছুই পুরুষের কাছে অতি কাম্য বস্তু, অতি লোভের জিনিস। সেইসব চোখের জান্তব কামনা বাসনা আর লালসা ভরা দৃষ্টি সে তারিয়ে তারিয়ে উপভোগ করে, পুরুষের কামনা নিয়ে খেলা করাটা তার অতি প্রিয় বিষয়।

কিন্তু আজকের কথা আলাদা, পরিস্থিতি ভীষণই অন্যকরম। আজ আয়নার সামনে নিজের রূপ সুধা দেখার আর অবকাশ নেই। শাওয়ারের নিচে দাঁড়ালো সে। ঝর্ণার ঠাণ্ডা জল খানিকটা হলেও স্বস্তি দিল তাকে। পুরো এক মিনিট চোখ বুজে জলের ধারার নিচে দাঁড়িয়ে রইল। তারপর সাবান তুলে নিল, মুখে আর বুকে মাখতে শুরু করল । আধবোজা চোখে সে পিচ্ছিল সাবানের মসৃণতা অনুভব করল, তার শরীরের গোপন অলিতেগলিতে সাবান ঘুরতে লাগলো। সে জানে , বেশ কিছুদিন পর যখন রাজ আসছে, তার শরীর নিয়ে খেলা না করে যাবে না সে। তাতে অবশ্য বিন্দুমাত্র আপত্তি নেই তার, শুধু এই দুঃসহ পরিস্থিতি সামলানোর উপায় বার করলেই হল। তারপর রাজ এর সাথে আদিম খেলা খেলতে তার ভালই লাগবে। এখনও আসছে না কেন রাজ?

সাবানের ফেনা যখন তার বুক থেকে গড়িয়ে, গভীর নাভি ছুঁয়ে, কোমল যোনি মুখের ওপর খেলা করে, কলাগাছের মত উরু বেয়ে নিচে নামতে লাগলো, ঠিক তখুনি ডোরবেল বেজে উঠল। রাজ এর সামনে আলাদা করে কোন আবরণের দরকার নেই, কখনও দরকার হয়নি। সামান্যতম সুতোর আবরণ ছাড়াই সে খুলে দিয়েছে দরজা, অবশ্য আই হোলে চোখ রেখে নিশ্চিত হয়ে, তারপর।

একছুটে দরজার কাছে পৌঁছে গেল মনিকা। ঝট করে খুলে ফেলল দরজা। একটা কিম্ভুত দেখতে লোক বাইরে দাঁড়িয়ে আছে। লম্বা উচ্চতার, কালো গায়ের রং, গালে কদিনের না কামানো দাড়ি খোঁচাখোঁচা। ডান গালে এক পুরানো গভীর ক্ষত। মনে হয় কোনোদিন গালটা পুরোপুরি চিরে দুই ভাগ হয়ে গেছিল। নয়তো ভীষণ ভাবে পুড়ে গেছিলো। গায়ে হাওয়াই জামা আর পরনে জিন্সের প্যান্ট। তার দিকে তাকিয়ে আছে। মনিকা চমকে উঠল। এই মুখ গত কয়েকদিন ধরে সে বার কয়েক দেখেছে। রাস্তাঘাটে, বাসস্ট্যান্ডে, এমনকি একদিন বাসের ভিড়ের মধ্যেও। সে একদম নিশ্চিত। ওই বীভৎস মুখের লোককে কি কখনও চিনতে ভুল হয়?

অবাক হতেও যেন ভুলে গেছে মনিকা। চায় কি লোকটা? সে কি কোন সেলস ম্যান? কিছু গছাবার ধান্দায় এসেছে?  আচমকা মনিকার খেয়াল হল একটা সম্পূর্ণ অপরিচিত লোকের সামনে সে প্রায় নিরাবরণ অবস্থায় দাঁড়িয়ে। তার সম্বিত ফিরে এল। সে গলায় সামান্য একটু বিরক্তি এনে জিজ্ঞেস করল কে আপনি? কি চাই? কথা তার তখনও শেষ হয়নি, আচমকা এক ধাক্কায় লোকটা তাকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে নিজেও ঢুকে পড়ল। পায়ের ধাক্কায় সে দরজা পেছনের দিকে ঠেলে দিল, তারপর অস্বাভাবিক দ্রুততায় বন্ধ করে দিল দরজাটা। পর মুহূর্তে সে আবিষ্কার করল একটা পেছন থেকে একটা দৃঢ় বলিষ্ঠ বাহু তার গলায় চেপে বসেছে আর অন্য একটা হাত তার মুখ দৃঢ় ভাবে বন্ধ করে রেখেছে। পুরো ঘটনাটা ঘটতে কয়েক সেকেন্ড সময় লাগলো মাত্র, ঘটনার আকস্মিকতায় সে ভীষণ ভয় পেল আর চিৎকার করতে চাইল, কিন্তু মুখ চেপে থাকায় কেবল একটা গোঁ গোঁ আওয়াজ ছাড়া কিছু বোঝা গেল না। সে যে ভয় পেয়েছিল, যার জন্য সে আজ ভীষণ ভাবে রাজ এর সঙ্গ কামনা করছিল, তা কি এভাবেই সত্যি হতে চলেছে? লোকটা কি তাকে মেরে ফেলবে? রাজ কখন আসবে?
[+] 3 users Like @sagar's post
Like Reply


Messages In This Thread
আঁধারের শেষে - by @sagar - 29-02-2020, 09:41 AM
RE: আঁধারের শেষে - by @sagar - 03-03-2020, 08:19 AM
RE: আঁধারের শেষে - by pimon - 05-03-2020, 06:27 PM
RE: আঁধারের শেষে - by pimon - 07-03-2020, 01:18 AM
RE: আঁধারের শেষে - by pimon - 11-03-2020, 05:54 PM
RE: আঁধারের শেষে - by arn43 - 31-05-2023, 07:33 PM



Users browsing this thread: 1 Guest(s)