15-09-2025, 03:15 AM
(14-09-2025, 12:53 AM)Henry Wrote: আমি গল্প লেখা বহুদিন আগেই বন্ধ করে দিয়েছি। অন্য কোনো সাইটে আমি গল্প লিখি না। লেখার ইচ্ছেও নেই। যদি কেউ আমার নাম করে অন্য সাইটে লেখে, সে আমি নয়। আমি কোনো টেলিগ্রামেও লিখছি না। লিটইরোটিকাতেও লিখি না। লেখার জন্য টাকাও নিচ্ছি না। কাজেই ফ্রড কিছু হওয়া থেকে সতর্ক থাকুন।
আপনার ইচ্ছে হয়েছে গল্প লেখা বন্ধ করেন। সমস্যা নেই আমি বা আমরা কিছু বলতেও পারবো না।
দুঃখ একটাই আপনার লেখা গল্প পড়া হচ্ছে না।
একবার চিন্তা করেন আপনার বিনামূল্যে কষ্টের কারণে আমার মত কত পাঠক মনে আপনার লেখা পরে আনন্দ পেতো।
অবশেষে একটা কথাই বলবো আপনার চিন্তা ও সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুন????