17-04-2025, 08:50 PM
(17-04-2025, 12:47 PM)Manali Basu Wrote: জীবনের যেকোনো ধাপেই আমাদের উভয়রকমের মানুষ ও তাদের মতবাদকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিছু মানুষ আপনার প্রশংসক হবে, কিছু নিন্দুক। বড়ো বড়ো ক্রিকেটার থেকে ফিল্ম স্টারদের একইভাবে সবকিছু ডিল করতে হয়। তাই প্রশংসাটা যেমন নেবেন যেটার আপনি যোগ্য বলেই আমি মনে করি, ঠিক তেমনভাবে নিন্দাটাও গ্রহণ করে নিন তা যতই অযৌক্তিক হোক না কেন।
একদম মনের কথা বলেছেন। এই কথাগুলো আমি বিশেষ করে "হেনরি ও মিসির আলী" ব্রো কে বলার ইচ্ছে রেখেছিলাম। তবে বলার আগ্রহ হারিয়েছি এই দেখে– যে উনারা দুজনেই দুইতিন জনের জন্যে বাকি সবার ভালোবাসা, প্রশংসা, শ্রদ্ধা সব ভুলে যান।
অনলাইনে হিংসা ছড়ানো এখন ডালভাত। এই সবে কান দেওয়া আমার কাছে ছেলে মানুষী মনে হয়।
আমি পুরানো পাঠক,তবে এখন একটু আধটু লেখালেখি করেছি বলে কমেন্ট করতে কেমন কেমন লাগে! মানে এখন সমালোচনা করলেই লোকে ভুল বোঝে, তবুও মাঝে মাঝেই করে বসি

লাইক এন্ড রেপু অ্যাড।❤️