02-02-2025, 07:04 PM
(02-02-2025, 04:59 AM)বহুরূপী Wrote: এই গল্পটা NTR টাইপ গল্প, এই ধরণের গল্প সম্পর্কে যদি জানা না থাকে তবে গুগল সার্চ করে দেখে নিন।
সুতরাং সুচিত্রার অপরাধ বোধ জাগবে না কি জাগবে না অতটা ভাবতে পারবো না, আর ভাবতেও চাই না
। কারণ ছেলে চোখের সামনে মরলেও সুচিত্রা এমনি ভাবে এনজয় করবে। তাই আমি শুধুমাত্র ছেলেটার জন্যে ভালো কিছু চাই। বাবা মায়ের দোষে ছেলেটা কেন কষ্ট পাবে! আর মরার তো প্রশ্নই ওঠে না!
হ্যাঁ ঠিক, একদম ঠিক। আমিও অংশুমানের মৃত্যু কামনা করিনা। অংশুমান হচ্ছে এই গল্পের নায়ক।
আর নায়ক নায়কের মতই থাকবে। অজেয়, অপ্রতিরোধ্য এবং অন্যায়ের সাথে আপোষহীন।