23-01-2025, 09:02 PM
হেনরীদা যখন এতোদিন ধরে পর্বের পর পর্ব দিয়ে এসেছেন, তিনি অবশ্যই নতুন পর্ব দিতে থাকবেন যতোদিন পর্যন্ত না এই গল্প শেষ হচ্ছে। আমাদের সব পাঠক-পাঠিকাদের এতোটা মনে রাখা উচিৎ। আর নতুন পর্বের আবদার করাটা অন্যায় কিছু না। পাঠক-পাঠিকাদের আবদার, সমালোচনা থেকেই একজন লেখক-লেখিকা তার লেখার, তার পরিশ্রমের স্বীকৃতি অনুভব করতে পারে, তাদের ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু আমাদেরও মনে রাখা উচিৎ যে তারাও মানুষ; তাদেরও ভালো-মন্দ, সময়-অসময় থাকতে পারে।তাই অধৈর্য্য হয়ে তাদের প্রতি কোনোরূপ বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকা উচিৎ।