17-12-2024, 11:43 PM
(17-12-2024, 11:07 PM)Henry Wrote: হ্যা। আপডেট দিতে বিলম্ব হয়। কিছু করার থাকে বা। xossipy তে লেখা আমার জীবন-জীবিকা নয়। শখে, বিনোদন দিতে লিখি। 'ধর তক্তা মার পেরেক' মার্কা লিখতে পারিনা। তাই বিলম্ব হবেই। তবে অবশ্যই পাঠকের আলোচনা ও সমালোচনা নির্ভর মতামত নিয়ে চেষ্টা করব আগামীদিনে দ্রুত আপডেট দিতে।
দাদা, আপনার লেখার একজন গুনমুগ্ধ পাঠক হিসেবে দ্রুত পর্ব পড়ার চেয়ে প্রতিটি স্থান-কাল-পাত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা সমৃদ্ধ পর্ব পড়তে চাইবো। তাই আপনাকে অনুরোধ আপনি দ্রুত পর্ব লিখে দেওয়ার চেয়ে একে কতোটা ভালোভাবে সুন্দরভাবে লিখে পাঠক/পাঠিকাদের কাছে পরিবেশন করতে পারেন সেদিকে বিশেষ দৃষ্টি দিন। যারা সত্যিকারের প্রকৃত সৌন্দর্য্যের অনুরাগী/গিনী তারা অপেক্ষাকে কোনো কষ্ট বলেই মনে করবে না। কেননা অপেক্ষা শেষে লব্ধ ফলের মিষ্টতা সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত।